তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
জীবদেহে গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি আকৃতির কোষ দেখা যায়।
উদ্ভিদকোষের প্রোটোপ্লাজমের চারদিকে জড় পদার্থের যে প্রাচীর দেখা যায় তাকে কোষপ্রাচীর বলে।
ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ১৬৫৫ খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন।
নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে আদিকোষ ও প্রকৃত কোষ-এই দুইটি ভাগে ভাগ করা হয়।
প্রোটোপ্লাজম হলো কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলীর ন্যায় থকথকে আধা তরল বস্তু যেটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়।
কোষের শক্তি উৎপাদন কেন্দ্র মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ন্ধ পাঠ ১-২ : কোষ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. রবার্ট হুকের আবিষ্কৃত কোষের প্রকৃতি কীরূপ ছিল? (অনুধাবন)
ক জীবন্ত কোষ খ এককোষী
মৃতকোষ ঘ জননকোষ
২. নিচের কোনটি কোষের মূল গঠন উপাদান? (অনুধাবন)
ক ক্রোমোসোম খ নিউক্লিয়াস
প্রোটোপ্লাজম ঘ সাইটোপ্লাজম
৩. কোন কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে? (অনুধাবন)
প্রকৃত কোষে খ আদি কোষে
গ সমাঙ্গ কোষে ঘ ক্ষুদ্র কোষে
৪. কোষকে দেহকোষ ও জননকোষ এ দুই ভাগে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? (প্রয়োগ)
ক নিউক্লিয়াসের অনুপস্থিতির ভিত্তিতে খ গঠনের ভিত্তিতে
গ নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে কাজের ভিত্তিতে
৫. কোষ কত সালে আবিষ্কৃত হয়?
ক ১৭৬৫ খ ১৫৬৫ ১৬৬৫ ঘ ১৪৬৫
৬. রবার্ট হুক কোন দেশের বিজ্ঞানী? [
ক আমেরিকা ইংল্যান্ড
গ জাপান ঘ চীন
৭. কোন যন্ত্রের সাহায্যে কোষ দেখা যায়? (জ্ঞান)
ক দূরবীক্ষণ খ বাইস্কোপ
অণুবীক্ষণ ঘ নভোবীক্ষণ
৮. রবার্ট হুক কী পরীক্ষা করতে গিয়ে কোষ আবিষ্কার করেন? (জ্ঞান)
বোতলের ছিপি খ ইটের দেয়াল
গ পাকা বাড়ি ঘ কাঠের বক্স
৯. কাজের ভিত্তিতে কোষকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
২ খ ৩ গ ৫ ঘ ৬
১০. নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
ক ৪ ভাগে খ ৩ ভাগে গ ৫ ভাগে ২ ভাগে
১১. জননকোষের কাজ কোনটি?
ক দেহ গঠন প্রজনন গ ক্ষয় পূরণ ঘ বৃদ্ধি সাধন
১২. নিচের কোনটির নিউক্লিয়াস কোষ আবরণী দ্বারা আবদ্ধ নয়? (অনুধাবন)
ক ছত্রাক ব্যাকটেরিয়া গ ফার্ন ঘ শৈবাল
১৩. জীবদেহের গঠন ও কাজের একক কী?
ক কলা কোষ গ দেহ ঘ অঙ্গ
১৪. প্রকৃত কোষ কত প্রকার? [সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
২ খ ৩ গ ৪ ঘ ৫
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫. দেহকোষের কাজÑ (অনুধাবন)
র. দেহের গঠন রর. বৃদ্ধি সাধন
ররর. প্রজননে অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬. প্রকৃত কোষের বৈশিষ্ট্যÑ [চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
র. নিউক্লিয়াস সুগঠিত
রর. উচ্চ শ্রেণির জীবদেহ থাকে
ররর. নিউক্লিয়াসে আবরণী থাকে না
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭. একটি কোষ দ্বারা গঠিত জীবÑ
র. অ্যামিবা রর. ক্লোরেলা ররর. শৈবাল
নিচের কোনটি সঠিক?
ক র খ রর র ও রর ঘ র ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের ছকটি লক্ষ কর এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
১৮. নিচের কোনটি (র) নং কোষের উদাহরণ? (প্রয়োগ)
ক মশা ব্যাকটেরিয়া
গ প্রাণিকোষ ঘ মানবকোষ
১৯. ঢ কোষ – (উচ্চতর দক্ষতা)
র. জীবের দেহ গঠন করে
রর. জীবের দেহ বৃদ্ধি করে
ররর. প্রজননে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ ৩-৬ : একটি জীব কোষের গঠন
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০. প্লাস্টিড কোথায় থাকে? (জ্ঞান)
ক প্রোটোপ্লাজমে খ এক্টোপ্লাজমে
গ এ্যান্ডোপ্লাজমে সাইটোপ্লাজমে
২১. কোনটি কোষের জড় অংশ?
কোষ প্রাচীর খ কোষ আবরণী
গ মাইটোকন্ড্রিয়া ঘ প্রোটোপ্লাজম
২২. কোষের ফাঁকা জায়গাকে কী বলে? (জ্ঞান)
কোষগহŸর খ কোষপ্রাচীর
গ কোষঝিল্লি ঘ প্লাস্টিড
২৩. পাতা, ফুল ও ফলের বিচিত্র রং হয় নিচের কোনটির উপস্থিতির জন্য? (অনুধাবন)
ক নিউক্লিয়াসের জন্য প্লাস্টিডের জন্য
গ সাইটোপ্লাজমের জন্য ঘ প্রোটোপ্লাজমের জন্য
২৪. কোষের ভেতর ও বাইরে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে কোনটি? (অনুধাবন)
ক কোষপ্রাচীর খ মসৃণ জালিকা
গ অমসৃণ জালিকা কোষঝিল্লি
২৫. কোন কোষে কোষপ্রাচীর থাকে? (জ্ঞান)
ক প্রাণিকোষে উদ্ভিদ কোষে
গ জনন কোষে ঘ দেহকোষে
২৬. উদ্ভিদ কোষের ভেতরের অংশকে কে রক্ষা করে? (জ্ঞান)
ক কোষঝিল্লি কোষপ্রাচীর
গ মসৃণ জালিকা ঘ অমসৃণ জালিকা
২৭. কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে কী বলে? (জ্ঞান)
ক কোষপ্রাচীর খ নিউক্লিয়াস
প্রোটোপ্লাজম ঘ সাইটোপ্লাজম
২৮. প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত?
৩ খ ৪ গ ৫ ঘ ৬
২৯. প্রাণিকোষে কোষগহŸরের আকৃতি কেমন?
ক বৃহৎ ছোট গ মাঝারি ঘ কোষের সমান
৩০. উদ্ভিদ কিসের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে?
ক ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট
গ সেন্টোসোম ঘ রাইবোসোম
৩১. উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়? (জ্ঞান)
ক মাইটোকন্ড্রিয়ায় সাইটোপ্লাজমে
গ কোষপ্রাচীরে ঘ নিউক্লিয়াসে
৩২. নিউক্লিয়াসবিহীন প্রোটোপ্লাজমকে কী বলে?
ক ক্লোরোপ্লাস্ট খ কোষঝিল্লি
সাইটোপ্লাজম ঘ গলজি বস্তু
৩৩. জীবনের ভৌত ভিত্তি বলা হয় কোনটিকে?
ক কোষপ্রাচীর প্রোটোপ্লাজম
গ নিউক্লিয়াস ঘ নিউক্লিওপ্লাজম
৩৪. প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কী বলে? (জ্ঞান)
কোষঝিল্লি খ কোষপ্রাচীর
গ কোষগহŸর ঘ কোষ রস
৩৫. প্লাস্টিড থাকে না কোথায়? (অনুধাবন)
ক উদ্ভিদকোষে খ জাইলেমে
প্রাণী কোষে ঘ ফ্লোয়েমে
৩৬. কোষের ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করে থাকে কোনটি? (অনুধাবন)
সাইটোপ্লাজম খ প্লাস্টিড
গ নিউক্লিয়াস ঘ মাইটোকন্ড্রিয়া
৩৭. জবা ফুল লাল, করবী হলুদ ও অপরাজিতা নীল হয়। ফুলের এ বিচিত্র রং সৃষ্টিতে কে ভ‚মিকা রাখে? (প্রয়োগ)
ক কোষপ্রাচীর খ প্রোটোপ্লাজম
প্লাস্টিড ঘ সাইটোপ্লাজম
৩৮. বর্ণহীন প্লাস্টিডের কাজ কী? [বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
ক খাদ্য তৈরি খাদ্য সঞ্চয়
গ খাদ্য পরিবহন ঘ খাদ্য পরিচালন
৩৯. ফুলের রং লাল, হলুদ ও গোলাপি হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক্রোমোপ্লাস্ট খ লিউকোপ্লাস্ট
গ ক্লোরোপ্লাস্ট ঘ নিউক্লিয়াস
৪০. কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? (অনুধাবন)
ক নিউক্লিয়াস খ সাইটোপ্লাজম
গ প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া
৪১. কোষের শক্তি উৎপাদনের সকল বিক্রিয়া কোন অঙ্গাণুতে ঘটে? (জ্ঞান)
মাইটোকন্ড্রিয়া খ ক্রোমাটিন তন্তু
গ কোষপ্রাচীর ঘ সাইটোপ্লাজম
৪২. নিচের কোনটি দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে? (অনুধাবন)
ক কোষপ্রাচীর খ প্রোটোপ্লাজম
মাইটোকন্ড্রিয়া ঘ নিউক্লিওলাস
৪৩. শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা কোন কোষ অঙ্গাণুর প্রধান কাজ? (অনুধাবন)
মাইটোকন্ড্রিয়া খ গলজিবস্তু
গ কোষপ্রাচীর ঘ নিউক্লিয়াস
৪৪. কোনটিকে বর্ণাধার বলা হয়? [নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
প্লাস্টিড খ কোষগহŸর
গ সাইটোপ্লাজম ঘ কোষঝিল্লি
৪৫. উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি? [বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক সাইটোপ্লাজমের উপস্থিতি
খ কোষগহŸরের উপস্থিতি
প্লাস্টিডের উপস্থিতি
ঘ নিউক্লিয়াসের উপস্থিতি
৪৬. কোন কোন জিনিসের কারণে উদ্ভিদকোষকে প্রাণী কোষ থেকে আলাদা করা যায়? (উচ্চতর দক্ষতা)
ক কোষপ্রাচীর ও মাইটোকন্ড্রিয়া
খ গলজিবস্তু ও কোষগহŸর
কোষপ্রাচীর ও কোষগহŸর
ঘ ক্রোমোসোম ও মাইটোকন্ড্রিয়া
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৭. প্রাণী কোষে থাকেÑ [বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
র. কোষঝিল্লি রর. নিউক্লিয়াস
ররর. কোষপ্রাচীর
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. প্রোটোপ্লাজমের অংশÑ (অনুধাবন)
র. কোষঝিল্লি
রর. সাইটোপ্লাজম
ররর. নিউক্লিয়াস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৪৯. কোষপ্রাচীরের কাজ (অনুধাবন)
র. কোষের আকার প্রদান
রর. ভেতর ও বাইরের তরল পদার্থ নিয়ন্ত্রণ
ররর. কোষের বাইরের অংশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. কোষগহŸরের কাজÑ (অনুধাবন)
র. কোষ রস ধারণ করা
রর. কোষের ওপর চাপ দিলে তা নিয়ন্ত্রণ করা
ররর. কোষের ভেতরের অংশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫১. প্রোটোপ্লাজম হচ্ছেÑ [সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা]
র. জেলির মতো থকথকে অর্ধ তরল পদার্থ
রর. জীবনের ভৌত ভিত্তি
ররর. নির্জীব বস্তু
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. উদ্ভিদকোষে থাকেÑ [সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা]
র. ক্লোরোপ্লাস্ট রর. নিউক্লিয়াস
ররর. সেন্ট্রিওল
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
একটি প্রাণিকোষ দেখ এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
]
৫৩. চিত্রটি কিসের?
ক উদ্ভিদকোষের প্রাণিকোষের
গ নিউক্লিয়াসের ঘ মাইটোকন্ড্রিয়ার
৫৪. চিত্রটির প্রধান বৈশিষ্ট্য কী?
ক মাইটোকন্ড্রিয়া থাকে না
প্লাস্টিড থাকে না
গ নিউক্লিয়াস থাকে না
ঘ কোষগহŸর থাকে না
চিত্র অবলম্বনে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
৫৫. চিত্রের ই অংশটির নাম কী? [বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক সেন্ট্রিওল ক্লোরোপ্লাস্ট
গ গলজি বস্তু ঘ মাইটোকন্ড্রিয়া
৫৬. চিত্রের ই অংশটির ক্ষেত্রে প্রযোজ্যÑ
র. প্রাণিকোষে এটি অনুপস্থিত
রর. এটি উদ্ভিদের বর্ণাধার
ররর. এটি উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ন্ধ পাঠ ৭-৮ : নিউক্লিয়াস
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৭. নিউক্লিয়াসের আকৃতি কীরূপ? [বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক ঘনকাকার খ আয়তাকার
গোলাকার ঘ পিরামিডের মতো
৫৮. নিউক্লিয়াসকে ঘিরে যে আবরণী থাকে তাকে কী বলে? (জ্ঞান)
ক কোষ ঝিল্লি খ কোষ প্রাচীর
গ সাইটোপ্লাজম নিউক্লিয় আবরণী
৫৯. জীবকোষের প্রোটোপ্লাজমে গোলাকার যে বস্তুটি দেখা যায় তাকে কী বলে? (জ্ঞান)
ক মাইটোকন্ড্রিয়া খ ক্রোমোসোম
নিউক্লিয়াস ঘ সাইটোপ্লাজম
৬০. নিউক্লিয়াস কয়টি অংশ নিয়ে গঠিত? [সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়]
ক ৩টি ৪টি গ ৫টি ঘ ৬টি
৬১. নিউক্লিয়াসের ভেতরের তরল ও স্বচ্ছ পদার্থকে কী বলে? (জ্ঞান)
নিউক্লিওপ্লাজম
খ নিউক্লিওলাস
গ নিউক্লিয় আবরণী
ঘ ক্রোমাটিন তন্তু
৬২. নিউক্লিয়াসের ভেতরে যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে তাকে কী বলে? (জ্ঞান)
ক নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস
গ নিউক্লিয় আবরণী ঘ ক্রোমাটিন তন্তু
৬৩. জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কোনটি? [ধানমন্ডি গভ. বয়েজ স্কুল, ঢাকা]
ক মাইটোকন্ড্রিয়া
খ নিউক্লিওপ্লাজম
ক্রোমোসোম
ঘ নিউক্লিওলাস
৬৪. নিউক্লিয়াসের ভিতর সুতার ন্যায় কুণ্ডলী পাকানো না খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাকে কী বলে?
ক নিউক্লিওলাস
খ নিউক্লিয় আবরণী
গ নিউক্লিয় প্লাজম
ক্রোমাটিন তন্তু
৬৫. নিচের কোনটি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অঙ্গাণুগুলোকে আলাদা করে? (অনুধাবন)
নিউক্লিয় আবরণী খ নিউক্লিওপ্লাজম
গ নিউক্লিওলাস ঘ ক্রোমাটিন তন্তু
৬৬. নিচের কোনটিকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়? (অনুধাবন)
ক ক্রোমোসোম খ প্রোটোপ্লাজম নিউক্লিয়াস ঘ মাইটোকন্ড্রিয়া
৬৭. নিউক্লিয়াস কোষের কোন কাজ করে? (অনুধাবন)
ক আমিষ প্রস্তুত করে
খ কোষ বিভাজনে সাহায্য করে
জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে
ঘ শক্তি উৎপাদন করে
৬৮. ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকেÑ (অনুধাবন)
নিউক্লিওপ্লাজমে খ সাইটোপ্লাজমে
গ নিউক্লিয় আবরণীতে ঘ মাইটোকন্ড্রিয়াতে
৬৯. নিউক্লিয়াসের ভেতরের কোন অঙ্গাণুটি জীবের বৈশিষ্ট্যকে পরবর্তী প্রজন্মে বহন করে? (অনুধাবন)
ক নিউক্লিওলাস খ নিউক্লিওপ্লাজম
গ নিউক্লিয় আবরণী ক্রোমাটিন তন্তু
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭০. নিউক্লিয়াস গঠিতÑ (অনুধাবন)
র. নিউক্লিয় ঝিল্লি নিয়ে রর. নিউক্লিওপ্লাজম নিয়ে
ররর. নিউক্লিওলাস নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ ররর গ র ও ররর রর ও ররর
৭১. নিউক্লিয়াসের কাজÑ (উচ্চতর দক্ষতা)
র. শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা
রর. খাদ্য সঞ্চয় করা
ররর. কোষের শক্তি উৎপাদন করা
নিচের কোনটি সঠিক?
র খ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
৭২. ক্রোমোসোম নিয়ন্ত্রণ করেÑ
র. কোষের বৃদ্ধি
রর. যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ
ররর. খাদ্য পরিবহন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৩ ও ৭৪ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
নাফিজা বিজ্ঞান ক্লাসে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোষ পর্যবেক্ষণকালে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তু দেখতে পেল। অতঃপর সে শিক্ষকের কাছে থেকে ঘনবস্তুটির নাম, গঠন ও কাজ জেনে নিল।
৭৩. নাফিজার দেখা ভাসমান ঘন বস্তুটির নাম কী?
ক সাইটোপ্লাজম নিউক্লিয়াস
গ নিউক্লিওলাস ঘ প্লাস্টিড
৭৪. নাফিজার দেখা ঘনবস্তুটিÑ
র. কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে
রর. জীবের বৈশিষ্ট্য বহন করে
ররর. কোনো কোনো কোষে থাকে না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ন্ধ পাঠ ৯-১০ : জীবদেহে কোষের ভ‚মিকা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৫. জীবদেহ সৃষ্টি হয় কী থেকে? (অনুধাবন)
ক ধাত্র থেকে খ ম্যাটিক্স থেকে
কোষ থেকে ঘ রক্ত থেকে
৭৬. মানবদেহের অঙ্গের সাথে ভিন্নতা প্রকাশ করে কোনটি? (অনুধাবন)
ক ফুসফুস খ লিভার ইনসুলিন ঘ প্লিহা
৭৭. সালোকসংশ্লেষণের সময় সূর্যের আলো কী করে? (উচ্চতর দক্ষতা)
ক্লোরোফিল শোষণ করে
খ শর্করা প্রস্তুত করে
গ প্রোটিন উৎপন্ন করে
ঘ ফ্যাট উৎপন্ন করে
৭৮. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী জাতীয় খাদ্য তৈরি করে? (জ্ঞান)
ক পানি শর্করা গ আমিষ ঘ অক্সিজেন
৭৯. খাদ্য থেকে জীব কী পায়? (জ্ঞান)
শক্তি খ বল গ ভর ঘ কাজ
৮০. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা তৈরি করে? (জ্ঞান)
ক শ্বসন খ প্রস্বেদন গ অভিস্রবণ সালোকসংশ্লেষণ
৮১. সালোকসংশ্লেষণ কোথায় ঘটে? (অনুধাবন)
ক রাইবোসোমে খ ক্রোমোসোমে প্লাস্টিডে ঘ মাইটোকন্ড্রিয়াতে
৮২. একাধিক কোষ মিলে কী গঠন করে
কলা খ অঙ্গ গ তন্ত্র ঘ দেহ
৮৩. বিভিন্ন ধরনের কলা মিলে কী গঠিত হয়? (অনুধাবন)
ক তন্ত্র খ কলা অঙ্গ ঘ দেহ
৮৪. কোন উদ্ভিদের কোষ খাদ্য মজুদ করে রাখে? (অনুধাবন)
ক পটোল আলু গ মুলা ঘ কলা
৮৫. কোষ টিস্যুতন্ত্র অঙ্গতন্ত্র ? এখানে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কী বসবে? (উচ্চতর দক্ষতা)
ক টিস্যু খ কোষ গ অঙ্গ জীবদেহ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৬. কোষের কাজÑ (উচ্চতর দক্ষতা)
র. পরিবহন রর. ভারসাম্য রক্ষা
ররর. দৃঢ়তা প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৮৭. উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজনÑ (অনুধাবন)
র. অক্সিজেন
রর. সূর্যালোক
ররর. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৮৮. যেসব উদ্ভিদের কোষ খাদ্য ও পানি সঞ্চয় করেÑ (প্রয়োগ)
র. ফণিমনসা রর. আলু
ররর. সাইকাস
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও :
একটি উদ্ভিদ বা প্রাণিদেহ কোষ অ, টিস্যুতন্ত্র ই এবং অঙ্গতন্ত্র নিয়ে গঠিত।
৮৯. ই কী দ্বারা গঠিত হয়? (প্রয়োগ)
টিস্যুতন্ত্রের দ্বারা খ কোষের দ্বারা
গ জীবদেহ দ্বারা ঘ অঙ্গতন্ত্রের দ্বারা
৯০. প্রাণীদেহে অ এর কাজÑ (উচ্চতর দক্ষতা)
র. পরিবহন
রর. ভারসাম্য রক্ষা করা
ররর. দৃঢ়তা প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর র, রর ও ররর
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন ও উত্তর
মাস্টার ট্রেইনার প্রণীত সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১ কোষ গহŸর ও মাইটোকন্ড্রিয়া
[তাসলিমা মেমোরিয়াল একাডেমী, বরগুনা]
ক. ক্লোরোপ্লাস্ট কী? ১
খ. কোষ প্রাচীরের ২টি বৈশিষ্ট্য লেখ। ২
গ. ই চিিহ্নত অঙ্গাণুটির কাজ বর্ণনা কর। ৩
ঘ. অ চিিহ্নত অঙ্গাণুটি কোষে না থাকলে কী ঘটত? বিশ্লেষণ কর। ৪
ক উদ্ভিদ কোষে উপস্থিত সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে।
খ কোষ প্রাচীরের ২টি বৈশিষ্ট্য-
র. এটি উদ্ভিদকোষের পরিচিত প্রদান করে।
রর. এটি প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত।
গ উদ্দীপকের চিত্রের ‘ই’ চিিহ্নত অঙ্গাণুটি উদ্ভিদ কোষের কোষ গহŸর। এটি উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
কোষরস ধারণ করাই কোষ গহŸরের কাজ। কোষগহŸর কোষরসের আধার হিসেবে কাজ করে। কোষের উপর কোনো চাপ এলে তা নিয়ন্ত্রণ করে। কোষরসে পানি, নানা প্রকার অজৈব লবণ, জৈব এসিড, শর্করা, আমিষ, চর্বি, বিভিন্ন যৌগিক পদার্থ থাকে। এগুলো কোষের সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে যা জীবদেহ খাদ্য ঘাটতির সময় ব্যয় করে।
ঘ চিত্রের অ অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। এটি জীবদেহের আবশ্যকীয় একটি অঙ্গাণু। এখানে শ্বসনের সকল কাজ হয়ে থাকে। আর এ শ্বসনের মাধ্যমেই জীবদেহে শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া না থাকলে জীবের জৈবিক কাজে ব্যাঘাত ঘটবে, জীবের বংশ বৃদ্ধি এবং প্রকরণ সৃষ্টি অসম্ভব হয়ে পড়বে। মাইটোকন্ড্রিয়া না থাকলে শক্তি উৎপাদিত হতো না, উঘঅ ও জঘঅ সৃষ্টিতে ব্যাঘাত ঘটত, স্নেহ বিপাকে ব্যাঘাত ঘটত, বিভিন্ন এনজাইম ও কো-এনজাইম উৎপাদন বন্ধ হয়ে যেত। মাইট্রোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র, ফ্যাটি এসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া প্রভৃতি ঘটে থাকে। শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া এর অভ্যন্তরে ঘটে থাকে বলে একে পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয়। কাজেই বলা যায় অ চিিহ্নত অঙ্গাণুটি কোষে না থাকলে কোষের যাবতীয় কার্যাবলি ব্যাঘাত ঘটবে।
প্রশ্ন- ২ উদ্ভিদ কোষ ও প্রাণিকোষ
ক. প্রোটোপ্লাজম কী? ১
খ. প্লাস্টিডকে কেন বর্ণাধার বলা হয়? ২
গ. উদ্দীপকের দুটি কোষের বৈসাদৃশ্য অঙ্গগুলোর বর্ণনা দাও। ৩
ঘ. উদ্দীপকের দুটি কোষের মধ্যে পার্থক্য লেখ। ৪
ক কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলীর মতো থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে।
খ বর্ণ কণিকা ধারণকারী উপাদান প্লাস্টিডে বিদ্যমান। পাতা, ফুল, ফলের বিচিত্র রং দেখা যায় প্লাস্টিডের কারণে। সবুজ প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে যা খাদ্য তৈরীতে সহায়তা করে। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট লাল, হলুদ ও কমলা রং ধারণ করে যা পরাগায়নে সহায়তা করে। এছাড়া সূর্যালোক বঞ্চিত অঞ্চল যেমন : উদ্ভিদের মূল যা বর্ণহীন, প্লাস্টিড থাকে যা খাদ্য সঞ্চয় করে রাখে। একে লিউকোপ্লাস্ট বলে।
গ উদ্দীপকে দুটি কোষের বৈসাদৃশ্য ২টি অঙ্গ হলো :
র. কোষপ্রাচীর ও রর. কোষ গহŸর। নিচে এদের বর্ণনা করা হলো :
র. কোষপ্রাচীর : শুধু উদ্ভিদ কোষে কোষপ্রাচীর দেখা গেলেও প্রাণী কোষে তা থাকে না, কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভেতরের অংশকে রক্ষা করে।
রর. কোষ গহŸর : উদ্ভিদ কোষে কোষ গহŸর থাকলেও প্রাণিকোষে এটি থাকে না। এটি কোষ রসের আধার হিসেবে কাজ করে। কোষের উপর কোন চাপ এলে এটি তা নিয়ন্ত্রণ করে।
ঘ অনুশীলনীর সৃজনশীল ১ (ঘ) নং প্রশ্নের উত্তরের উদ্ভিদ ও প্রাণী কোষের অমিলসমূহ দেখ।
প্রশ্ন- ৩ নিউক্লিয়াস
ক. কোষের সকল শারীরবৃত্তীয় কাজ কে নিয়ন্ত্রণ করে? ১
খ. কোষ প্রাচীর গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকের চিত্রটির গঠন বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘অ’ অংশটিকে বংশগতির ধারক ও বাহক বলা হয় -¬বিশ্লেষণ কর। ৪
ক নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে।
খ উদ্ভিদ কোষে থাকা কোষ প্রাচীর উক্ত কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষপ্রাচীর কোষের আকৃতি দান করে, কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে এবং কোষের ভেতর বাইরের তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। তাই উদ্ভিদ কোষে এর গুরুত্ব অপরিসীম।
গ উদ্দীপকের চিত্রটি নিউক্লিয়াসের। নিউক্লিয়াস প্রধানত র. নিউক্লিয়ার মেমব্রেন, রর. নিউক্লিয়প্লাজম, ররর. নিউক্লিওলাস ও রা. ক্রোমাটিন তন্তু নিয়ে গঠিত।
নিউক্লিয়ার মেমব্রেন : এ আবরণী নিউক্লিয়াসকে ঘিরে রাখে এবং সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে।
নিউক্লিয়প্লাজম : নিউক্লিয়াসের ভেতরের তরল ও স্বচ্ছ পদার্থটিই নিউক্লিয়প্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে।
ক্রোমাটিন তন্তু : নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাই ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায় এবং কোষের বৃদ্ধি বা যেকোনো ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
নিউক্লিওলাস : নিউক্লিয়াসের ভেতরে বিন্দুর ন্যায় অতিক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সেটিই নিউক্লিওলাস।
ঘ উদ্দীপকের অ অংশটি হলো ক্রোমাটিন তন্তু। এটি বংশগতির ধারক ও বাহক।
ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনে প্রধান ভ‚মিকা পালন করে। এটি নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় থাকে। এটি জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। ক্রোমাটিন তন্তু না থাকলে কোষ বিভাজন সম্ভব হয় না, জীবের বৃদ্ধি বা বংশ রক্ষা সম্ভব হয় না। অর্থাৎ জীবের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং অস্তিত্ব টিকে থাকে না। এজন্য ক্রোমাটিন তন্তুকে বংশগতির ধারক ও বাহক বলা হয়।
প্রশ্ন- ৪ কোষ
বিজ্ঞান শিক্ষক সাগর ক্লাসে জীবদেহ গঠনে কোষের ভ‚মিকার উপর ক্লাস নিচ্ছিলেন। তিনি বললেন, একটি বৃহৎ দালান অসংখ্য ইট দিয়ে গঠিত। একটিমাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়।
ক. জীবের জীবন ধারণের জন্য কী প্রয়োজন? ১
খ. কলাতন্ত্রের ২টি কাজ লেখ। ২
গ. উদ্দীপকের কোষের গুরুত্ব ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ কর। ৪
ক জীবের জীবন ধারণের জন্য শক্তি প্রয়োজন।
খ কলাতন্ত্রের ২টি কাজ হলো-
র. পরিবহন ও ভারসাম্য রক্ষা করা ও রর. দৃঢ়তা প্রদান করা।
গ উদ্দীপকের কোষের গুরুত্ব নিম্নরূপ :
র. জীবের দেহ গঠন : ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়। ক্রমশ এই কোষ থেকেই জীবদেহের বৃদ্ধি ঘটে।
রর. খাদ্য উৎপাদন : সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে, যা সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
ররর. খাদ্য ও পানি সঞ্চয় : কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে। আবার কোনো কোনো কোষ খাদ্য মজুদ করে, যেমন : ফণিমনসা, আলু ইত্যাদি।
ঘ উদ্দীপকের শেষ লাইনটি হলো : একটিমাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়।
সাধারণত কতগুলো কোষ একত্রিত হয়ে একই কাজ করে তখন তাকে টিস্যু বলে। আবার, অনেকগুলো টিস্যুর সমষ্টি হলো টিস্যুতন্ত্র। একই ধরনের কাজের জন্য কতকগুলো টিস্যু বা টিস্যু তন্ত্র একত্রিত হয়ে গঠন করে অঙ্গ। যেমন : পাতা, মূল ইত্যাদি। একাধিক অঙ্গ মিলিত হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করলে তাকে অঙ্গতন্ত্র বলে। যেমন : শ্বসন কাজ পরিচালনার জন্য শ্বাসনালী, ফুসফুস ইত্যাদির সমন্বয়ে গঠিত হয় প্রাণীর শ্বাসতন্ত্র। একাধিক অঙ্গ বা অঙ্গতন্ত্রের সমন্বয়ে গঠিত হয় একটি উন্নত ও জটিল জীবদেহ। যেমন : মানবদেহ, আমগাছের দেহ ইত্যাদি।
প্রশ্ন- ৫ জীব কোষের প্রকারভেদ
অ্যামিবা বা ক্লোরেলা ঢ ধরনের জীব। মাছ, পাখি, গরু, মানুষ ণ ধরনের জীব।
ক. জীবনের একক কী? ১
খ. প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয় কেন? ২
গ. ণ ধরনের জীবদের কোষের গঠন ব্যাখ্যা কর। ৩
ঘ. ণ জীবের একটি কোষের চেয়ে একটি ঢ জীব বিশেষ ধরনের হয়Ñ বিশ্লেষণ কর। ৪
ক জীবনের একক কোষ।
খ কোষ অভ্যন্তরে প্রোটোপ্লাজম হলো বিভিন্ন যৌগের মিশ্রণে গঠিত জেলির মতো আঠালো, বর্ণহীন, অর্ধতরল সজীব পদার্থ। এর তিনটি অংশ- কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। সব অংশই বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের সাথে জড়িত। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। তাই প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়।
গ ণ ধরনের জীব অর্থাৎ মাছ, পাখি, গরু, মানুষ বহুকোষী জীব। বহুকোষী জীবদেহ দুই রকম কোষ দ্বারা গঠিত- একটি দেহকোষ অপরটি জননকোষ।
দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। এদের আকার-আকৃতি গোলাকার, ডিম্বাকার, আয়তাকার হতে পারে। জননকোষগুলো প্রজননে অংশ নেয়। এটি জীবের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এভাবেই ণ ধরনের জীবদের কোষ গঠিত হয়।
ঘ ঢ হলো অ্যামিবা বা ক্লোরেলা এককোষী জীব। এসব জীবের কোষটি বিশেষ ধরনের। কারণ এ কোষটি জীবনের সব কর্মকাণ্ড একাই সম্পূর্ণ করে। অন্যদিকে ণ হলো বহুকোষী জীব। উদ্দীপকের মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি বহুকোষী জীবের কোষগুলো স্বতন্ত্র। কারণ এরা এককভাবে বা গুচ্ছাকারে বিশেষ কাজ করে। একই কোষ সব কাজ করতে পারে না। দেহকোষ দেহ গঠন করে এবং জননকোষ শুধু জননে অংশগ্রহণ করে। কিন্তু এককোষী জীবের কোষটি দেহ গঠন করে, বিভিন্ন জৈবনিক কার্য সম্পন্ন করে এবং জননে অংশগ্রহণ করে।
অতএব, উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে, ণ জীবের একটি কোষের চেয়ে একটি ঢ জীব বিশেষ ধরনের হয়।
প্রশ্ন- ৬ প্রাণী কোষ, প্লাস্টিড
ক. কোষঝিল্লি কী? ১
খ. প্রকৃত কোষ বলতে কী বোঝ? ২
গ. ই চিহ্নিত অঙ্গাণুটির অনুপস্থিতি দেখিয়ে কোষটির চিহ্নিত চিত্র আঁক। ৩
ঘ. উদ্দীপকের অ চিহ্নিত অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
ক সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বলে।
খ যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, তাদের প্রকৃত কোষ বলে। এসব কোষে নিউক্লিয়বস্তু নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সাইটোপ্লাজম থেকে আলাদা থাকে। শৈবাল থেকে শুরু করে সকল সপুষ্পক উদ্ভিদ এবং অ্যামিবা থেকে সর্বোন্নত প্রাণিদেহে এ ধরনের কোষ থাকে।
গ ই চিহ্নিত অঙ্গাণুটি হলো কোষগহŸর। এটির অনুপস্থিতিতে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করবে এবং কোষটি প্রাণী কোষের আকৃতি ধারণ করবে। নিচে কোষটির চিহ্নিত চিত্র আঁকা হলো :
ঘ চিত্রে অ চিহ্নিত অঙ্গাণুটির নাম ক্লোরোপ্লাস্ট। এটি সবুজ উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য।
প্লাস্টিড উদ্ভিদের সবুজ অংশে থাকে। এগুলোর বর্ণ সবুজ কারণ এদের মধ্যে ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। ক্লোরোপ্লাস্ট এর সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। এ ধরনের প্লাস্টিডের জন্য উদ্ভিদ একমাত্র উৎপাদক এবং সকল জীবের খাদ্য ও শক্তির উৎস। এছাড়া সবুজ প্লাস্টিডের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করে এবং বায়ুমণ্ডলে এ দুটি গ্যাসের ভারসাম্য রক্ষা করে।
সুতরাং এটা নিশ্চিত যে, উদ্ভিদকোষের অ চিিহ্নত অঙ্গাণুটির গুরুত্ব অপরিসীম।
প্রশ্ন- ৭ উদ্ভিদ কোষের গঠন
বড় কোষগহŸর ক্লোরোপ্লাস্ট কোষপ্রাচীর নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া
[ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ]
ক. কোষের অঙ্গাণু কাকে বলে? ১
খ. কোষপ্রাচীরের কাজ উল্লেখ কর। ২
গ. উদ্দীপকের অঙ্গাণুগুলো ব্যবহার করে একটি কোষের চিহ্নিত চিত্র আঁক। ৩
ঘ. উদ্দীপকের কোন অঙ্গাণুটিকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়? এর গঠন বর্ণনা কর। ৪
ক কোষের সাইটোপ্লামে থাকা কোষের যাবতীয় কাজ সম্পাদনের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সজীব বস্তুসমূহকে কোষের অঙ্গাণু বলে।
খ উদ্ভিদকোষে কোষপ্রাচীর থাকে। প্রাণিকোষে এর উপস্থিতি নেই। কোষপ্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এটি কোষের ভেতরের অংশকে রক্ষা করে।
গ উদ্দীপকের অঙ্গাণুগুলো ব্যবহার করে নিম্নে উদ্ভিদকোষের চিহ্নিত চিত্র আঁকা হলো :
চিত্র : উদ্ভিদকোষ
ঘ উদ্দীপকের নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়।
সৃজনশীল ৩ (গ) নং প্রশ্নের উত্তর দেখ।
অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ৮ প্লাস্টিড
ষষ্ঠ শ্রেণির সুমনা তার বাবার সাথে সুন্দরবনে বেড়াতে গেল। সেখানে নানা রঙের ফুল ও সবুজ রঙের উদ্ভিদ দেখে রঙের এই বিভিন্ন তার কারণ জিজ্ঞাসা করল। বাবা বললেন, বিভিন্ন প্রকার প্লাস্টিডের কারণে ফুল, ফল ও পাতার রঙের ভিন্নতা হয়।
ক. জীবকোষের কোন অংশকে জীবনের ভিত্তি বলা হয়? ১
খ. প্রাণী কোষের উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য লেখ। ২
গ. উদ্দীপকের চিত্রটি খাতায় আঁক এবং চিহ্নিত কর। ৩
ঘ. উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ কর। ৪
ক জীবকোষের প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়।
খ প্রাণী কোষের উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য হলো-
র. কোষে কোষপ্রাচীর থাকে না, শুধু প্লাজমাঝিল্লি বেষ্টিত।
রর. কোষে সর্বদা সেন্ট্রোসোম থাকে।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ প্লাস্টিডের চিিহ্নত চিত্র অঙ্কন কর।
ঘ বিভিন্ন প্রকার প্লাস্টিডের কার্যকারীতা ব্যাখ্যা কর।
প্রশ্ন- ৯ প্লাস্টিড ও নিউক্লিয়াস
ক. ক্রোমোজোম কী? ১
খ. টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক কী? ২
গ. উদ্দীপকের ‘খ’ এর গঠন বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘ক’ কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে ¬বিশ্লেষণ কর। ৪
ক নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাকে ক্রোমোজোম বলে।
খ কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি অঙ্গ গঠন করে। এটিই টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ প্লাস্টিডের গঠন ব্যাখ্যা কর।
ঘ কোষে নিউক্লিয়াসের ভ‚মিকা আলোচনা কর।
প্রশ্ন- ১০ অণুবীক্ষণ যন্ত্র, প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণু
ক. কোন যন্ত্রের সাহায্যে কোষ পর্যবেক্ষণ করা হয়? ১
খ. কোষ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের যন্ত্রটির চিহ্নিত চিত্র অংকন কর। ৩
ঘ. উদ্দীপকের যন্ত্রটি ব্যবহার করে একটি প্রাণী কোষের যেসকল অঙ্গাণু দেখা যায় তাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ৪
ক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ পর্যবেক্ষণ করা হয়।
খ জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।
কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। একটির পর একটি ইট সাজিয়ে দেয়াল তৈরি করা হয়। তাহলে এক একটি ইট হলো দেয়ালের একক। অনুরূপভাবে প্রতিটি জীবদেহ গঠিত হয় এক বা একাধিক কোষ দিয়ে।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ চিত্র এঁকে একটি অণুবীক্ষণ যন্ত্রে বিভিন্ন অংশের নাম উল্লেখ কর।
ঘ প্রাণী কোষের বিভিন্ন অংশের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ কোষপ্রাচীর কাকে বলে?
উত্তর : উদ্ভিদকোষের প্রোটোপ্লাজমের চারদিকে জড় পদার্থের যে প্রাচীর দেখা যায় তাকে কোষপ্রাচীর বলে।
প্রশ্ন \ ২ \ কোষঝিল্লির কাজ কী?
উত্তর : কোষঝিল্লির কাজ হলো কোষের ভেতরের ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন \ ৩ \ কে কোষ আবিষ্কার করেন?
উত্তর : ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন।
প্রশ্ন \ ৪ \ কাজের ভিত্তিতে কোষকে কতভাগে ভাগ করা হয়েছে ?
উত্তর : কাজের ভিত্তিতে কোষকে দুইভাগে ভাগ করা হয়।
প্রশ্ন \ ৫ \ জীবদেহে কী কী আকৃতির কোষ দেখা যায়?
উত্তর : জীবদেহে গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি আকৃতির কোষ দেখা যায়।
প্রশ্ন \ ৬ \ প্রোটোপ্লাজম কাকে বলে?
উত্তর : কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবিশিষ্ট জেলীর ন্যায় থকথকে আধা তরল বস্তুকে প্রোটোপ্লাজম বলে।
প্রশ্ন \ ৭ \ প্রোটোপ্লাজমের কয়টি অংশ?
উত্তর : প্রোটোপ্লাজমের ৩টি অংশ।
প্রশ্ন \ ৮ \ সাইটোপ্লাজম কাকে বলে?
উত্তর : প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে, তাকে সাইটোপ্লাজম বলে।
প্রশ্ন \ ৯ \ কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কাকে বলা হয়?
উত্তর : মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়।
প্রশ্ন \ ১০ \ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য কার দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর : জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়।
প্রশ্ন \ ১১ \ কেষের সকল জৈবিক কাজ কে নিয়ন্ত্রণ করে?
উত্তর : কোষের সকল জৈবিক কাজ নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে ।
প্রশ্ন \ ১২ \ ক্রোমোজোম কী?
উত্তর : নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাকে ক্রোমোজোম বলে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ কোষকে জীবদেহের গঠনের একক বলে কেন?
উত্তর : একটির পর একটি ইট সাজিয়ে তৈরি হয় একটি দেয়াল। সুতরাং এক একটি ইট হলো দেয়ালের একক। একইভাবে প্রতিটি জীবদেহ গঠিত হয় এক বা একাধিক কোষ দিয়ে। তাই কোষ হলো জীবদেহ গঠনের একক।
প্রশ্ন \ ২ \ কোষগহŸরের কাজ লেখ।
উত্তর : কোষগহŸরের কাজগুলো নিচে উল্লেখ করা হলো :
১. কোষগহŸর কোষরসের আধার হিসেবে কাজ করে।
২. কোষের উপর কোনো চাপ এলে কোষগহŸর তা নিয়ন্ত্রণ করে।
৩. প্রাণী কোষে সাধারণত কোষগহবর থাকে না, থাকলেও অনেক ছোট হয়।
প্রশ্ন \ ৩ \ জীবদেহে ক্রোমাটিন তন্তু কী কী কাজ করেÑ তা উল্লেখ কর।
উত্তর : জীবদেহে ক্রোমাটিন তন্তুর কাজ :
১. জীবের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে নিয়ে যায়।
২. ক্রোমাটিন তন্তু কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
৩. জীবের যেকোনো ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন \ ৪ \ নিউক্লিয়াস বলতে কী বুঝ?
উত্তর : নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রধান অংশ। এটি কোষের সকল প্রকার জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, সেজন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে। পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। আদি কোষে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস নিয়ে গঠিত।
প্রশ্ন \ ৫ \ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে কীভাবে?
উত্তর : সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে। এই ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
প্রশ্ন \ ৬ \ টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও।
উত্তর : কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি অঙ্গ গঠন করে। এটিই টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক।