সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-অষ্টম বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

অধ্যায়-অষ্টম বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

 সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১ ল্ফল্ফ
সারণিটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা
১৯৬১ ৫.৫২ কোটি
১৯৭৪ ৭.৬৪ কোটি
১৯৯১ ১১.১৫ কোটি
২০০১ ১২.৯৩ কোটি
২০০৭ ১৪.০৬ কোটি
২০১১ ১৪.৯৭ কোটি
ক. বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত?
খ. বসতি স্থানান্তর কীভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা কর।
গ. ১৯৬১ সালের তুলনায় ২০০৭ সালের জনসংখ্যা তিনগুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা কর।
ঘ.‘১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে’Ñ পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

ক বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর।
খ জনসংখ্যা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ হচ্ছে বসতি স্থানান্তর। দুই দেশের মধ্যে অধিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বলে। বসতি স্থানান্তর বা দেশান্তর দুই রকমÑ বহিরাগমন ও বহির্গমন। বাইরের দেশ থেকে নিজ দেশে লোকের আগমনকে বহিরাগমন বলে। বহিরাগমনের ফলে জনসংখ্যা বেড়ে যায়। কোনো দেশ থেকে লোকের অন্য দেশে গমনকে বহির্গমন বলে। বহির্গমনের ফলে জনসংখ্যা কমে যায়। কোনো দেশে বহির্গমনের চেয়ে বহিরাগমন বেশি হলে সেদেশের জনসংখ্যা বেড়ে যায়।
গ উলি­খিত সারণিটি পড়ে জানা যায় যে, ১৯৬১ সালে বাংলাদেশের জনসংখ্যা ৫.৫২ কোটি থেকে ২০০৭ সালে ১৪.০৬ কোটিতে দাঁড়িয়েছে। অর্থাৎ জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ১৯৬১ থেকে ২০০৭ সময়ে এ দেশে জন্মহার ও মৃত্যুহারের ব্যবধান ছিল অত্যধিক। বর্তমানে যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে কম সংখ্যক মারা যায়। এর কারণ হলো চিকিৎসা বিজ্ঞানের ক্রমোন্নতি। ফলে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া এ সময়ে দেশে বাল্যবিবাহের কারণে শিশু জন্মহার বৃদ্ধি পায়। ফলে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। উপরন্তু শিক্ষার অভাবে দেশের জনসাধারণ জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে না, যা জনসংখ্যা বৃদ্ধিতে ভ‚মিকা রাখছে। বাংলাদেশে অনেক পিতা-মাতা পরপর কয়েকটি কন্যা সন্তানের পরও পুত্র সন্তানের আশায় আবার সন্তান গ্রহণ করে। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার আরো বেড়ে যায়। মূলত এসব কারণেই ১৯৬১ সালের তুলনায় ২০০৭ সালের জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
ঘ সারণিটি লক্ষ করলে দেখা যায় যে, ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। অধিক জনসংখ্যার চাপ আমাদের জীবনযাত্রায় যে মারাত্মক প্রভাব ফেলছে তা দেশের জনগণ বুঝতে সক্ষম হয়েছে। ফলে বর্তমানে জনসংখ্যা যেন দ্রæত বৃদ্ধি না পায় সেজন্য সরকারসহ সকলেই সচেতন। বর্তমান সময়ে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। আর দেশের জনগণও তাতে সরকারকে ব্যাপকভাবে সাহায্য করছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে আজ আমাদের দেশ বিশ্বপরিমণ্ডলে পিছিয়ে পড়েছে এবং এটা সবাই উপলব্ধি করতে পেরেছে। ফলে সকলের মধ্যে ব্যাপক সচেতনতার সৃষ্টি হয়েছে। এই সচেতনতার ফলেই ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধি পেয়েছে প্রায় দুই কোটি যা পূর্বের দশকগুলো থেকে বেশ কম। আবার ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধি হয়েছে এক কোটির কিছু বেশি। এভাবে জনসচেতনতার ফলে ১৯৯১ সাল থেকে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে।
প্রশ্ন- ২ ল্ফল্ফ
ঘটনা-১ : সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবার সিলেটের কুলাউড়া এলাকার অনেকের কাছেই পরিচিত। অথচ চৌধুরীদের আদিনিবাস কিশোরগঞ্জে এবং হালদার পরিবারের মূলবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
ঘটনা-২ : সৈয়দপুর, সোহাগীসহ পাশাপাশি তিন-চারটি গ্রামের অনেক লোক প্রায় ১৫ বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছেন। তাদের ছেলেমেয়েদের অনেকেই এখনও পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি।
ক. স্থূল জন্মহার কাকে বলে?
খ. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ? ব্যাখ্যা কর।
ঘ.‘ঘটনা-২ এ উল্লিখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ’। বক্তব্যটিকে তুমি কি সমর্থন কর? উত্তরের পক্ষে যুক্তি দাও

ক প্রতি বছর কোনো অঞ্চল বা দেশে প্রতি হাজার লোকের মধ্যে যে সংখ্যক জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই হলো সে অঞ্চল বা দেশের স্থূল জন্মহার।
খ বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধির অন্যতম কারণ হলো চিকিৎসা শাস্ত্রের উন্নতি। চিকিৎসা শাস্ত্রের উন্নতিতে শিশু মৃতুহার ও মাতৃমৃত্যুর হার অনেক কমেছে। মানুষ অনেক বেশি স্বাস্থ্যসচেতন হয়েছে। প্রাণঘাতি রোগ নির্মুল করা সম্ভব হচ্ছে। ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে।
গ উদ্দীপকে উলি­খিত ঘটনা১ আন্তঃস্থানান্তরকে নির্দেশ করে। দেশের ভিতরে অনেক সময় এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করে তখন এটাকে বলে আন্তঃস্থানান্তর। তবে বাজার করা, অফিস ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে আন্তঃস্থানান্তর বলা যায় না। আন্তঃস্থানান্তর নানাভাবে ঘটে থাকে। যেমন : আন্তঃআঞ্চলিক স্থানান্তর অর্থাৎ একই অঞ্চলের মধ্যে স্থানান্তর। তাছাড়া গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামের এবং শহর থেকে শহরে স্থানান্তর হয়ে থাকে অর্থনৈতিক উদ্দেশ্যেই মূলত আন্তঃস্থানান্তর হয়ে থাকে। উদ্দীপকে চৌধুরী এবং হালদার উভয় পরিবারই মফস্বল শহর থেকে জেলা শহর সিলেটে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাই বলা যায় চৌধুরী পরিবার ও হালদার পরিবারের এ ধরনের স্থানান্তরমূলত আন্তঃস্থানান্তরকে নির্দেশ করে।

ঘ ঘটনাÑ২ Ñএর স্থানান্তরকে বহির্গমন বলা হয়। কেননা এখানে এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে বসবাস করছে। কিন্তু ঘটনা-২ এ উল্লিখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ।’ Ñবক্তব্যটিকে আমি সমর্থন করি। কোনো দেশ থেকে মানুষের অন্য দেশে গমনকে বহির্গমন বলে। ঘটনা-২ থেকে জানা যায় যে সৈয়দপুর, সোহাগীসহ পাশাপাশি কয়েকটি গ্রামের লোক প্রায় ১৫ বছর ধরে মধ্যপ্রাচ্যে বসবাস করছেন। এটা বহির্গমনেরই বহিঃপ্রকাশ। এ ধরনের বহির্গমনের কারণে জনসংখ্যা কমে যায়। যেমন : উদ্দীপকে বহির্গমনকারীদের ছেলেমেয়েদের অনেকেই এখনও পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি এবং ভবিষ্যতে দেখার সুযোগ পাবে কিনা তাও নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু এভাবে কোনো দেশের জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পায় না। বরং শিক্ষা, সচেতনতা, সামাজিক অবস্থা, নারীদের ব্যাপক কর্মসংস্থান ইত্যাদি জনসংখ্যা হ্রাসে ব্যাপক ও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এক্ষেত্রে আমাদের মতো দেশে শিক্ষা ও সচেতনতা জনসংখ্যা হ্রাসে মুখ্য ভ‚মিকা পালন করে। তাই বাস্তবতার নিরিখে আমার মত হচ্ছে, ঘটনা-২ এ উল্লিখিত স্থানান্তর বা বহির্গমনের ফলে জনসংখ্যা হ্রাস পেলেও তা মুখ্য কারণ নয়।
প্রশ্ন- ১ ল্ফল্ফ
ঝালকাঠির আসমাদের পরিবারের সদস্যসংখ্য গত বছর ছিল সাত জন। বর্তমানে মাত্র তিনজন। আসমার দাদা মারা গিয়েছেন। বড় ভাই কিছুদিন আগে সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে গমন করেন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সে এখন স্বামী নিয়ে ঢাকায় বসবাস করে। আরেক ভাই আরমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র।
ক. জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির মুখ্য কারণ কোনটি? ১
খ. বাংলাদেশে নানা সময়ে জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর লেগেছে? বর্ণনা কর। ২
গ. আসমার বড় বোন ও ভাই আরমান কী ধরনের স্থানান্তর করেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.উক্ত স্থানান্তরে এলাকার জনসংখ্যার পরিবর্তন ঘটলেও দেশের জনসংখ্যার পরিবর্তন ঘটে না- কারণ বিশ্লেষণ কর। ৪

ক জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম ও মৃত্যু।
খ ১৯৬১ সালে জনসংখ্যা ৫.৫২ কোটি এবং ১৯৯১ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১.১৫ কোটিতে। অর্থাৎ, দেশের জনসংখ্যা এই ৩০ বছরে ক্রমাগত বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অতীতে কিন্তু এত দ্রæত জনসংখ্যা বৃদ্ধি পেত না। ১৮৬০ সালে বাংলাদেশ ভ‚খন্ডে জনসংখ্যা ছিল মাত্র ২ কোটি। ১৯৪১ সালে তা হয়েছে ৪.২০ কোটি। অর্থাৎ ৮০ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। তারও আগে দ্বিগুণ হতে সময় লেগেছে প্রায় দুশো বছর।
গ আসমার বড় বোন ও ভাই আরমান আন্তঃস্থানান্তর করেছে। দেশের ভিতর অনেক সময় এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে স্থানীয়ভাবে বসবাস করে। এটাকে বলে আন্তঃস্থানান্তর। মানুষ নানাকারণে আন্তঃস্থানান্তর ঘটাতে বাধ্য হয়। যেমন : প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে মানুষ একজায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। আবার অনেক সময় অভাব অনটন ও দারিদ্র্যতার কারণেও মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ধাবিত হয়। তদ্রæপ উদ্দীপকেও দেখা যায়, আসমাদের বাড়ি ঝালকাঠি। আসমার বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় ঝালকাঠি ছেড়ে ঢাকার স্থায়ী বাসিন্দা হয়েছে। আবার ভাই আরমান পড়াশোনা করার জন্য ঝালকাঠি থেকে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করছে। সুতরাং দেশের ভিতরে তাদের ঝালকাঠি ছেড়ে অন্যত্র বসবাস আন্তঃস্থানান্তরকে নির্দেশ করে।
ঘ উক্ত স্থানান্তর তথা আন্তঃস্থানান্তরে এলাকার জনসংখ্যার পরিবর্তন ঘটলেও দেশের জনসংখ্যার পরিবর্তন ঘটে না। আন্তঃস্থানান্তরে যেখান থেকে স্থানান্তর ঘটে তথা প্রথম এলাকার জনসংখ্যা কমে যায় ও দ্বিতীয় এলাকার জনসংখ্যা বেড়ে যায়। যেমন : গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণে শহরের জনসংখ্যা বাড়ছে। যার প্রভাব শহরবাসী অনুভব করছে। আবার শহর থেকে গ্রামের স্থানান্তরের কারণে গ্রামের জনসংখ্যা বেড়ে যায়। এভাবে বাসস্থান পরিবর্তন বা স্থানান্তরের জন্য বিভিন্ন এলাকার জনসংখ্যার পরিবর্তন ঘটে। তেমনিভাবে উদ্দীপকে আসমার বড় বোন ও ভাই আরমানের স্থানান্তরে ঝালকাঠির জনসংখ্যা কমে ঢাকা ও চট্টগ্রামের জনসংখ্যা বেড়েছে। অর্থাৎ আন্তঃস্থানান্তরে এলাকার জনসংখ্যার পরিবর্তন ঘটলেও দেশের মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না।
প্রশ্ন- ২ ল্ফল্ফ
রফিক সাহেব ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি লক্ষ করেন, ঢাকা শহরে যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। সেই সাথে বেড়েছে যানজট। এছাড়া বিভিন্ন যানবাহন, হাসপাতাল, ব্যাংক, বাজার প্রতিটি জায়গায় মানুষের ভিড় অনেক বেড়েছে। নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ছেলেমেয়েদের অংশ নিতে হচ্ছে ভর্তিযুদ্ধে। [অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রা‏হ্মণবাড়িয়া]
ক. বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর? ১
খ. দেশান্তর বলতে কী বোঝ? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের রফিক সাহেব কোন বিষয়টি উপলব্ধি করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ.উক্ত বিষয়টি বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। বিশ্লেষণ কর। ৪

ক বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় ৭১ বছর।
খ দুই দেশের মধ্যে অধিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বলে। দেশান্তর দুই রকম। যেমন : বহিরাগমন এবং বহির্গমন। দেশের বাইরে থেকে দেশে লোকের আগমনকে বহিরাগমন বলে এবং দেশ থেকে দেশের বাইরে লোকের স্থানান্তরকে বহির্গমন বলে। বহিরাগমনের ফলে লোকসংখ্যা বেড়ে যায় এবং বহির্গমনের ফলে লোকসংখ্যা কমে যায়।
গ উদ্দীপকে রফিক সাহেব যে বিষয়টি উপলব্ধি করেছেন সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। উদ্দীপকে বর্ণিত রফিক সাহেব ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি লক্ষ করেন, ঢাকা শহরে যানবাহনের সংখ্যাও সাথে সাথে বেড়েছে যানজট। এছাড়াও বিভিন্ন জায়গায় মানুষের ভিড় অনেক বেড়েছে। আবার মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ছেলেমেয়েদের নানা প্রক্রিয়ায় অবতীর্ণ হতে হচ্ছে। সুতরাং উদ্দীপকের রফিক সাহেব জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি উপলব্ধি করেছেন। জনসংখ্যা বৃদ্ধির ফলে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন : ১. পরিবারের আয় অপরিবর্তিত থেকে লোকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেলে পরিবারে অসচ্ছলতা দেখা দেয়। ২. নির্দিষ্ট আয়ের পরিবারে জনসংখ্যা বৃদ্ধি পেলে পরিবারের সদস্যদের মাথাপিছু আয় কমে যায়। ৩. সীমিত আয়ের পরিবারে জনসংখ্যা অধিক বৃদ্ধি পেলে পরিবারের জীবনযাত্রার মান হ্রাস পায়। ৪. পরিবারে জনসংখ্যার আধিক্যের কারণে অনেক সন্তানই শিক্ষার সুযোগ পায় না। ৫. নির্দিষ্ট আয়ের পরিবারে সন্তানের সংখ্যাবৃদ্ধির জন্য তারা পুষ্টিকর খাদ্য না। অতএব, উদ্দীপকের রফিক সাহেবের উপলব্ধিকৃত বিষয়টির সাথে যে পাঠ্যবইয়ের জনসংখ্যা বৃদ্ধির সামঞ্জস্য রয়েছে।
ঘ উক্ত সমস্যা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির এই সমস্যা সমাধানের নানারকম উপায় রয়েছে। যেমন : ১. বাল্যবিবাহ রোধ করার জন্য বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণের যে আইন করা হয়েছে (পুরুষের জন্য ২১ বছর এবং মেয়েদের জন্য ১৮ বছর) তা পুরোপুরি কার্যকর করতে হবে। ২. নারী সমাজের জন্য বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কর্মের সুযোগ সৃষ্টি করতে হবে। মহিলারা অধিক পরিমাণে উৎপাদনমুখী কাজকর্মে অংশগ্রহণ করলে স্বাভাবিকভাবেই জনসংখ্যা কমে যাবে। ৩. শিক্ষা মানুষকে সমাজসচেতন করে এবং জীবনযাত্রার উচ্চমান সম্পর্কে আগ্রহী করে। এজন্য সর্বজনীন ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়েছে। এ কর্মসূচি আরও জোরদার করতে হবে। ৪. ছেলেমেয়েদের শিক্ষাদান ও স্বাস্থ্য রক্ষার ব্যাপারে মা-বাবাকে সদা সচেতন থাকতে হবে। এই সচেতনতা আনার জন্য সামাজিকভাবে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এই কর্মসূচিতে গণশিক্ষা ও বয়স্ক শিক্ষার গুরুত্ব, স্বাস্থ্যরক্ষার প্রাথমিক ধারণা, পরিবার- পরিকল্পনার প্রয়োজনীয়তা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। ৫. ছোট পরিবারের উপকারিতা সম্বন্ধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিশেষে বলা যায়, সকলের সচেতনতা ও কার্যকরি পদক্ষেপই পারে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে।
প্রশ্ন- ৩ ল্ফল্ফ
জীবননগর এলাকার প্রায় সাড়ে তিন শত যুবক বেকার জীবন কাটাচ্ছে। তাদেরই এলাকার একজন পরিশ্রমী, উদ্যোগী ও জীবনযুদ্ধে সফল মানুষ ইশতিয়াক চৌধুরী। তিনি এসব বেকার যুবকদের পরিবারের সমস্যা কমাতে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সম্পদে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেন।
ক. বাংলাদেশে প্রতিবছর প্রায় কত জন লোক বৃদ্ধি পাচ্ছে? ১
খ. নারী শিক্ষার প্রসার কীভাবে জনসংখ্যা বৃদ্ধি রোধে ভূমিকা রাখে? ২
গ. জীবননগর এলাকার বেকার যুবকদের ইশতিয়াক চৌধুরী কীভাবে সম্পদে পরিণত করতে পারেন? ব্যাখ্যা কর। ৩
ঘ.এসব বেকার যুবকরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভ‚মিকা রাখবে বিশ্লেষণ কর। ৪

ক বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৯ লক্ষ লোক বৃদ্ধি পাচ্ছে।
খ নারীরা শিক্ষিত হলে তারা নিজেদের জীবন সম্পর্কে সচেতন হন। ছোট পরিবারের সুবিধা সম্পর্কে তাদের মাঝে ধারণা সৃষ্টি হয়। শিক্ষিত নারীরা নিজেদের উৎপাদনমুখী কাজে জড়িত রাখে। জীবনযাত্রার উঁচু মান সম্পর্কে তাদের মাঝে সচেতনতা সৃষ্টি হয়। ফলে শিক্ষিত নারীরা কম সন্তান গ্রহণ করে দেশের জনসংখ্যা বৃদ্ধি রোধে ভ‚মিকা রাখতে পারে।
গ জীবননগর এলাকার বেকার যুবকদের ইশতিয়াক চৌধুরী নানাভাবে সম্পদে পরিণত করতে পারেন। ইশতিয়াক প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে পারেন দক্ষ জনসংখ্যাকেই জনসম্পদ বলে। জনসম্পদ হলো কোনো দেশের শ্রমশক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপাদান হচ্ছে এই জনসম্পদ। তাই প্রবাসে আমাদের লক্ষ লক্ষ দক্ষ ও অদক্ষ জনশক্তি কাজ করছেন। তারা বিদেশে নানা পেশায় জড়িত রয়েছেন। তাছাড়া এসব যুবককে প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র বা কুটিরশিল্পের কাজে উদ্বুদ্ধ করতে পারেন। আবার কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অদক্ষ জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করা সম্ভব। ইতিমধ্যেই বাংলাদেশের তরুণ প্রজন্ম আউটসোসিং এর মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলেছে। ইশতিয়াক প্রশক্ষণের মাধ্যমে এ ব্যবস্থার উন্নয়ন এভাবে ইশতিয়াক চৌধুরী জীবননগর এলাকার বেকার যুবকদের সম্পদে পরিণত করতে পারেন।
ঘ উদ্দীপকে বর্ণিত জীবননগর এলাকার বেকার যুবকরা যদি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে তবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভ‚মিকা রাখবে। পৃথিবীর বহুদেশে মূলধন বা প্রাকৃতিক সম্পদ থাকলেও জনসম্পদের অভাব থাকায় দক্ষ জনসম্পদের প্রচুর চাহিদা রয়েছে। তাই জনগণ দক্ষ জনশক্তিতে পরিণত হলে তারা বিদেশে গিয়ে নানা পেশার সাথে নিজেদের জড়াতে পারেন এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। এছাড়া তারা আত্মকর্মসংস্থান তৈরির মাধ্যমে নিজেদের পরিবারের এবং সমাজের নানা প্রয়োজন পূরণ করতে পারবেন। এসব যুবক যদি নিজেরা স্বকর্মসংস্থান তৈরি করে নেয় তবে দেশ বেকারত্ব থেকে মুক্তি পাবে। ফলে দেশের অর্থনীতি সচল হবে। পরিশেষে বলা যায়, দক্ষ জনসম্পদ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ও অপরিহার্য শর্ত।
প্রশ্ন- ৪ 

রিপন যৌথ পরিবারের সন্তান। চার ভাই বোনের মধ্যে রিপনই অবিবাহিত। বড় ভাই দুই ছেলের জনক, মেজ ভাইয়ের একটি ছেলে সন্তান আছে, আবার কিছুদিনের মধ্যেই আর একজন কন্যা সন্তানের পিতা হতে চলেছেন। আর একমাত্র বোনকে বিয়ে দেওয়ায় সে পাশের উপজেলায় স্বামীর সংসারে বসবাস করে। রিপন চাকরি সুবাদে ঢাকায় থাকে। হঠাৎ তার নানার মৃত্যু সংবাদ পেয়ে সে বাড়িতে আসে। সে চিন্তা করে নানা চলে গেলেও প্রায় শতবর্ষী দাদাতো আমাদের মাঝে এখনও আছেন।
ক. বাংলাদেশের আয়তন কত? ১
খ. জনসংখ্যার পরিবর্তনশীলতা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকটি জনসংখ্যার কোন দিকটিকে উপস্থাপন করে? ব্যাখ্যা কর। ৩
ঘ.তুমি কি মনে কর রিপনের দাদার মতো লোকের কারণেই আমাদের দেশের সীমিত সম্পদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে? উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। ৪

ক বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
খ জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। জনসংখ্যার পরিবর্তশীলতা জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর ও সামাজিক গতিশীলতার ওপর নির্ভর করে। জনসংখ্যা পরিবর্তনের এই বিষয়গুলো আবার বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশার প্রকৃতির ওপর নির্ভরশীল। সুতরাং, জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনকে বোঝায়।
গ উদ্দীপকে জনসংখ্যার পরিবর্তশনীলতাকে উপস্থাপন করা হয়েছে। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। পরিবর্তনশীল জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো জনসংখ্যার পরিবর্তন জন্মহার, মৃত্যুহার, বিবাহ, স্থানান্তর ও সামাজিক গতিশীলতার ওপর নির্ভর করে। যেমন : জন্মহার বেড়ে গেলে জনসংখ্যা বাড়ে আবার মৃত্যুহার বেড়ে গেলে জনসংখ্যা কমে। বিয়ে ও বিয়ের বয়সের বিচারে জনসংখ্যা হ্রাস-বৃদ্ধি ঘটে। অপরদিকে বয়সকাঠামোও জনসংখ্যা হ্রাস-বৃদ্ধিতে ভ‚মিকা রাখে। প্রাপ্তবয়স্ক লোক যেখানে বেশি সেখানে জন্মহার বেশি হয়। আবার স্থানান্তর প্রক্রিয়ার ফলে কোনো এলাকার জনসংখ্যার তারতম্য ঘটতে পারে। যেখান থেকে জনসংখ্যা চলে যায় সেখানে জনসংখ্যা কমে আর যেখানে স্থানান্তরিত হয় সেখানে জনসংখ্যা বেড়ে যায়। উদ্দীপকে রিপনের বড় ভাইয়েরা বিয়ে করার ফলে তাদের পরিবারে জনসংখ্যা বাড়ে আবার একমাত্র বোনের বিয়ে দেয়ার ফলে জনসংখ্যা কমে। রিপন চাকরির সুবাদে অভ্যন্তরীনভাবে স্থানান্তরিত হয়। তার নানার মৃত্যু ও শতবর্ষী দাদার বেঁচে থাকা জন্মমৃত্যুহারের তারতম্যের অন্যতম কারণ। উপরের আলোচনায় জনসংখ্যার বিভিন্ন কাঠামোর পরিবর্তনের ফলেই জনসংখ্যার পরিবর্তন হয়। ফলে উদ্দীপকে জনসংখ্যার পরিবর্তনশীলতাকেই উপস্থাপন করে।
ঘ আমি মনে করি, রিপনের দাদার মত লোকের কারণেই আমাদের দেশের সীমিত সম্পদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। যেসব দেশে মানুষের চেয়ে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কম হয় সেসব দেশে প্রাকৃতিক সম্পদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় দেশে মৃত্যুহার হ্রাস পেয়েছে। মৃত্যুহার হ্রাস পাওয়ায় বৃদ্ধ জনসংখ্যার হার দ্রæত বৃদ্ধি পায়, যারা নির্ভারশীল জনসংখ্যা হিসেবে বিবেচিত হয়। এসব নির্ভরশীল জনসংখ্যা উৎপাদশীল কাজে সম্পৃক্ত থাকে না। তাদের ভরণপোষণের জন্য পরিবা ও রাষ্ট্রের অনেক অর্থ খরচ করতে হয়। নির্ভরশীল জনগণের চাহিদা মেটাতে পরিবার ও রাষ্ট্রকে অতিরিক্ত চাহিদার সম্মুখীন হতে হয়। যার ফলে উৎপাদন বাড়ে। আর এই বর্ধিত উৎপাদন প্রক্রিয়ার জন্য কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের প্রয়োজন পড়ে। তাই প্রকৃতির উপর পড়ে বাড়তি চাপ। তাই একটি দেশে যদি নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ বেড়ে যায় তবে প্রাকৃতিক সম্পদের উপর চাপ সৃষ্টি হয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রিপনের দাদার মত নির্ভরশীল জনসংখ্যা দেশের সীমিত সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে।
প্রশ্ন- ৫ 
সাদ্দাম পল্টন মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে যাবার জন্য রিকশা ঠিক করে রওনা দিল। চলতি পথে রিকশাওয়ালাকে সাদ্দাম জিজ্ঞাসা করল, চাচা গ্রামের বাড়ি কোথায়? জবাবে সে বলল, কুড়িগ্রাম। সে আরো বলে, নদীতে ঘরবাড়ি বিলিন হওয়ায় পরিবার নিয়ে মালিবাগ বস্তিতে থাকি। সাদ্দামের মনে পড়ে, কাল সকালে গাবতলী যেতে হবে আব্বাকে আনতে। সে এও ভাবে আব্বার ব্যবসায়ের কাজ শেষ হলে তাকে ডাক্তার দেখাতে হবে।
ক. কীসের ওপর স্থুল জন্মহার নির্ভর করে? ১
খ. একটি দেশের জন্য আন্তর্জাতিক স্থানান্তর গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকে জনসংখ্যার কোন ধরনের স্থানান্তর ঘটতে দেখা যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ.উক্ত স্থানান্তরের ফলাফল মূল পাঠের আলোকে বিশ্লেষণ কর। ৪

ক ছেলে ও মেয়েদের বিয়ের বয়সের ওপর স্থুল জন্মহার নির্ভর করে।
খ একটি দেশের সামগ্রিক কাঠামোগত আন্তর্জাতিক স্থানান্তরের গুরুত্ব অপরিসীম। সাধারণত চাকরি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ইত্যাদি কারণে এক দেশের মানুষ অন্যদেশে স্থায়ী ও অস্থায়ীভাবে স্থানান্তর করে। এর ফলে প্রথম দেশটির জনসংখ্যা কমে যাবে যার ফলে জনসংখ্যাজনিত নানা সমস্যা হতে দেশটি রক্ষা পাবে। উপরন্তু তাদের পাঠানো রেমিটেন্সের ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়।
গ উদ্দীপকে জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তর ঘটতে দেখা যায়। দেশের ভিতরে যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। অভ্যন্তরীণ স্থানান্তর প্রক্রিয়ায় আইন বা অনুমতির প্রয়োজন হয় না বলে এ ধরনের স্থানান্তর অবাধে হয়। নানাবিধ কারণে অভ্যন্তরীণ স্থানান্তর ঘটে তবে এর বেশিরভাগই অর্থনৈতিক কারণ। কর্মসংস্থানের অভাব, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসা, উন্নত চিকিৎসা গ্রহণের কারণে মানুষ অভ্যন্তরীণভাবে স্থানান্তর হয়। নদীভাঙন এলাকার লোক ভিটে-মাটি হারিয়ে বাঁচার তাগিতে গ্রাম থেকে শহরে আসে। উদ্দীপকের রিকশা চালকও নদীভাঙনের শিকার হয়ে শহরে এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। গ্রামে উৎপাদিত বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রি করার জন্য অথবা শহর থেকে মালামাল ক্রয় করে গ্রামে বিক্রি করার জন্যও মানুষ গ্রাম থেকে শহরে অথবা শহর থেকে গ্রামে স্থানান্তরিত হয়। উদ্দীপকে সাদ্দামের বাবা ব্যবসায়িক কাজে ঢাকা আসেন এবং কাজ শেষে উন্নত চিকিৎসা গ্রহণ করেন। অর্থাৎ, উন্নত চিকিৎসা সেবা পেতেও মানুষ উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে রাজধানী শহরে আসে। তাদের এ ধরনের গমনও অভ্যন্তরীণ স্থানান্তরের অন্তর্ভুক্ত। পরিশেষে বলা যায়, দেশের মধ্যে বিভিন্ন স্থানে গমনের মাধ্যমে যে অভ্যন্তরীণ স্থানান্তর ঘটে উদ্দীপকটি তা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে।
ঘ বাংলাদেশে অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল ও কুফল দুটিই রয়েছে। অভ্যন্তরীণ স্থানান্তর প্রক্রিয়ায় শ্রমের বিভাজন ঘটে। চাকরি, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন প্রক্রিয়ায় শ্রমের সুষ্ঠু বণ্টন অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। অভ্যন্তরীন স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকৃত হয় গ্রামীণ দরিদ্র নারীরা, কর্মসংস্থানের সুযোগ লাভের মাধ্যমে তারা পরিবারের বোঝা না হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করছে। বাংলাদেশের পোশাক শিল্প এর প্রকৃষ্ট উদাহরণ। শহরে স্থানান্তরিত পরিবারের সদস্যরা গ্রামে টাকা পাঠিয়ে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সহায়তা করছে। অভ্যন্তরীণ স্থানান্তরের সুফলের পাশাপাশি এর বহুবিধ কুফলও রয়েছে। অভ্যন্তরীণ স্থানন্তরের ফলে শহরের জনসংখ্যা বেড়ে যায়, শহরে বস্তির সংখ্যা বেড়ে যায়। শহরের মানুষের মৌলিক চাহিদার ও ঘাটতি দেখা দেয়। অপরাধ প্রবণতা, চোরাচালান, মাদকব্যবসা, নারী ও শিশু পাচারসহ নানাবিধ অপরাধ বেড়ে যায়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় নিজিসপত্রের মূল্য বৃদ্ধি পায়। সর্বোপরি, শহুরে পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, অভ্যন্তরীণ স্থানান্তরের বহুবিধ কুফল থাকলেও এ ধরনের স্থানান্তর অর্থনীতিকে সচল করে আয় ও সঞ্চয় বাড়ায়, যার ফলে বিনিয়োগ ক্ষমতা বাড়ে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভ‚মিকা পালন করে।
প্রশ্ন- ৬ 
রাব্বি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গত বছর রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণিতে পাস করে বের হন। ঐ বছর থেকেই তিনি সরকারি প্রথম শ্রেণির চাকরির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও চাকরি প্রাপ্তিতে ব্যর্থ হন। এ কারণে গত দু’মাস আগে সে স্টুডেন্ট ভিসায় আমেরিকায় যান। সেখানে সে উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি পার্টটাইম কাজের মাধ্যমে ভালো আয় করেন। তার স্ত্রী চিন্তা করে, কিছুদিন পর সে আমেরিকায় গিয়ে স্বামীর সাথে একসাথে বসবাস করবে এবং নাগরিকতা অর্জনের চেষ্টা করবে। আর রাব্বির পাঠানো টাকায় তার পরিবার সচ্ছল জীবনযাপন করে।
ক. শহরের জনসংখ্যা বাড়ছে কেন? ১
খ. প্রবাসীরা আমাদের বৈদেশিক অর্থ-উপার্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেÑ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে আন্তর্জাতিক স্থানান্তরের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.তুমি কি মনে কর রাব্বির আমেরিকা গমন তার দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাবে? যুক্তি দাও। ৪

ক অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে শহরের জনসংখ্যা বাড়ছে।
খ প্রবাসে আমাদের দেশের কয়েক লক্ষ লোক দক্ষ ও অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করছেন। তাছাড়া আমাদের দেশের বিভিন্ন পেশাজীবীও বিদেশে কর্মরত আছেন। তারা যে বিপুল পরিমাণ অর্থ দেশে প্রেরণ করছেন তা আমাদের বৈদেশিক অর্থ উপার্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে।
গ উদ্দীপকে আন্তর্জাতিক স্থানান্তরের কারণগত দিকটি ফুটে উঠেছে। একটি দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। আমাদের দেশের মানুষ বিভিন্ন কারণে বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। যেমন : কর্মক্ষেত্রের অভাব, কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, রাজনৈতিক আশ্রয়, জলবায়ুর প্রতিক‚ল পরিবেশ প্রভৃতি কারণে মানুষ প্রতিবছর স্থানান্তরিত হয়। তাছাড়া অনেকে পারিবারিক নৈকট্য লাভের জন্য বিদেশে স্থানান্তরিত হয়। আবার কেউ কেউ নাগরিকত্ব লাভ, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ, চাকরি ক্ষেত্রে বদলি ও পদোন্নতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পেশাজীবী হিসেবে বিদেশে স্থানান্তরিত হয়। তদ্রæপ উদ্দীপকেও লক্ষ করা যায় যে, রাব্বি দেশের সেরা বিদ্যাপিঠ থেকে ভালো ফলাফল নিয়ে লেখাপড়া শেষ করেও কোনো চাকরি পাচ্ছেনা। অবশেষে সে বিদেশে গমন করতে বাধ্য হয়। রাব্বির এ ঘটনা আন্তর্জাতকি স্থানান্তরকে ত্বরান্বিত করে। অতএব বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত রাব্বির ঘটনা পাঠ্যবইয়ের আলোচিত আন্তর্জাতিক স্থানান্তরের কারণকেই নির্দেশ করে।
ঘ হ্যাঁ, আমি মনে করি, রাব্বির আমেরিকা গমন অবশ্যই তার দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাবে। উদ্দীপকে রাব্বির দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্থানান্তরের সুফল অনেক। বিদেশ থেকে পাঠানো টাকা এদেশের কৃষি, শিল্প, ব্যাংকিং সেবাখাত, গার্মেন্টস শিল্প ও নানা ধরনের লাভজনক খাতে বিনিয়োগ করা হয়। এর ফলে দেশে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়। আবার এ উৎপাদন বিদেশেও রপ্তানি করা হয়। তাছাড়া চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে আমাদের জীবন-জীবিকার উন্নয়ন ঘটে। একটু লক্ষ করলে দেখা যায় যে, বাংলাদেশের শহরগুলোতে দশ বছর আগেও এত বাড়ি, প্রতিষ্ঠান, মার্কেট ছিল না। ক্রমেই এগুলো বাড়ছে। এর পেছনে বিদেশ থেকে প্রেরিত অর্থ পরোক্ষভাবে ব্যাপক ভ‚মিকা পালন করছে। তেমনিভাবে উদ্দীপকের রাব্বিও আমেরিকা গমন করে প্রচুর টাকা উপার্জন করে এবং তার পাঠানো টাকায় তার পরিবার সুন্দরভাবে জীবনযাপন করছে। রাব্বির এ ধরনের কর্মকাণ্ডে শুধু তার পরিবারই নয় সামগ্রিকভাবে পুরো দেশই উপকৃত হয়। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের রাব্বির আন্তর্জাতিক স্থানান্তরের ফলে তার দেশ তথা বাংলাদেশ অর্থনৈতিকভাবে ব্যাপক সমৃদ্ধি অর্জন করেছে।
প্রশ্ন- ৭ 
প্রেক্ষাপট-১ : ষোল বছর বয়সি রুবিনা বিয়ের এক বছরের মাথায় অন্তঃসত্ত¡া হয়। দেখতে দেখতে তার সন্তান প্রসবের সময় হয়ে আসে। সন্তান প্রসবকালে তার মৃত্যু হয়। ডাক্তার জানায়, অপরিণত বয়সে সন্তান ধারণ এবং পুষ্টির অভাবেই তার এরূপ পরিণতি হয়েছে।
প্রেক্ষাপট-২ : প্রত্যন্ত গ্রামাঞ্চলের রহমত মিয়ার মেয়ে সালমা বাবার বাড়ি আসে সন্তান প্রসবের জন্য। হঠাৎ এক রাতে তার প্রসব বেদনা ওঠে। এ সময় প্রক্ষিণহীন এক ধাত্রীর সহায়তায় সালমা একটি পুত্র সন্তান প্রসব করে। কিন্তু দুঃখজনক হলো সন্তানটি ছিল মৃত।
ক. হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর কতজন লোক মৃত্যুবরণ করছে? ১
খ. কোন স্থানান্তরের ফলে দেশে মোট জনসংখ্যার কোনো পরিবতন হয় না? ব্যাখ্যা কর। ২
গ. প্রেক্ষাপট-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.তুমি কি মনে কর প্রেক্ষাপট-২ এ সালমার মৃত সন্তান প্রসবের ক্ষেত্রে প্রশিক্ষণহীন ধাত্রীই এককভাবে দায়ী? মতামত দাও। ৪

ক হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ৬ লক্ষ লোক মৃত্যুবরণ করছে।
খ অভ্যন্তরীন স্থানান্তরের ফলে দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। দেশের ভিতর যখন এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে প্রথম এলাকার জনসংখ্যা কমে যায় এবং দ্বিতীয় এলাকায় জনসংখ্যা বেড়ে যায়। তবে দেশের মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয়না।
গ প্রেক্ষাপট-১ -এ মাতৃমৃত্যুর কারণ বিষয়টি ফুটে উঠেছে। মায়েরা সন্তান প্রসবের পূর্বে এবং প্রসব পরবর্তী সময়ে শারীরিক কিংবা অন্যান্য কারণে মৃত্যুবরণ করলে তাকে মাতৃমৃত্যু বলা হয়। আমাদের দেশে মাতৃমৃত্যুর বহুবিধ কারণ রয়েছে। এদেশে মাতৃমৃত্যুর উল্লেখযোগ্য কারণ হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহের ফলে নারীরা অল্পবয়সে গর্ভধারণ করে। অল্প বয়স ও অপুষ্টির কারণে গর্ভবতী মায়েরা নানাবিধ শারীরিক সমস্যার শিকার হয়। এছাড়াও অজ্ঞতা, অবহেলা ও ধর্মীয় নানা গোড়ামির কারণে মায়েরা গর্ভকালীন সময়ে সঠিক পুষ্টি পায়না। ফলে মাতৃত্বকালীন নানা জটিলতায় ভোগে এবং মৃত্যুবরণ করে। প্রসব পূর্ব বিভিন্ন সচেতনতার অভাব যেমন : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবারের নিয়মাবলি, প্রসবকালীন সময়ের সতর্কতা ইত্যাদির অভাবেও একজন প্রসূতি মা মৃত্যুবরণ করে। সাধারণত আমাদের দেশের মানুষের নি¤œ জীবনযাত্রার ফলে, নারী শিক্ষার অভাবে, চিকিৎসার অভাবে দিন দিন মাতৃমৃত্যুহার বাড়ছে। উদ্দীপকে রুবিনারও ষোলো বছর বয়সে বিয়ে হয় এবং সে অন্তঃসত্ত¡া হয়। যার ফলে গর্ভকালীন অপুষ্টি ও অসচেতনতার কারণে প্রসবকালে তার মৃত্যু হয়। তাই বলা যায়, উদ্দীপকে মাতৃমৃত্যুর কারণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
ঘ আমি মনে করি, সালমার মৃত সন্তান প্রসবের ক্ষেত্রে শুধুমাত্র প্রশিক্ষণহীন ধাত্রীই একমাত্র দায়ী নয়। বাংলাদেশে প্রসবকালীন শিশু মৃত্যুর বহুবিধ কারণ রয়েছে। বাংলাদেশে অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় একজন প্রসূতি মা তার গর্ভকালীন সময়ে সুষ্ঠু পরিচর্যা পায় না। দারিদ্র্যতার কারণে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হয়। অন্যদিকে গ্রামীণ দরিদ্র পরিবারগুলোতে ১৮ থেকে ২৩ বছর বয়সের মধ্যে একটা বিরাট সংখ্যক মেয়ের বিবাহ হয়ে যায়, যার ফলে অল্পবয়সে সন্তান ধারণ করায় মা ও গর্ভের শিশু দুর্বল ও পুষ্টিহীনতায় ভোগে। মায়ের অপুষ্টি ও অসুস্থতার কারণে অনেক সময় শিশুর অপুষ্টিতে ভোগে। এই অপুষ্টির কারণে বিভিন্ন রোগ হয়। ফলে অনেক শিশু ভ‚মিষ্ঠ হবার আগেই মৃত্যুবরণ করে। প্রসবকালীন সময়ে মায়ের পরিচর্যা ও পুষ্টিকর খাবার সম্পর্কে অসচেতনতা ও যথাযথ জ্ঞানের অভাবে গর্ভের শিশু সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, যার ফলে অকাল গর্ভপাত ও প্রসবকালীন সময়ে শিশুর মৃত্যুর হার বেড়ে যায়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সালমার মৃত সন্তান প্রসবের ক্ষেত্রে প্রশিক্ষণহীন ধাত্রীই একমাত্র কারণ নয়।
প্রশ্ন- ৮ 

 কাঠজাত দ্রব্য তৈরি
 জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার
 চাষযোগ্য জমিতে ঘরবাড়ি তৈরি
 কলকারখানা তৈরি  বিদ্যুত শক্তি উৎপাদন
 ইউরিয়া সার উৎপাদন
 পানি দুষণ
 প্রাকৃতিক দুর্যোগ
ছক – অ ছক – ই
ক. প্রাকৃতিক সম্পদের ওপর কীসের চাপ পড়ছে? ১
খ. কীভাবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে? ২
গ. প্রদত্ত ছক ‘অ’ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যার প্রভাব নির্দেশ করে। ব্যাখ্যা কর। ৩
ঘ.ছক ‘অ’ এর মতো ছক ‘ই’ ও বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যার প্রভাবেরই বহিঃপ্রকাশ। পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও। ৪

ক প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যার চাপ পড়ছে।
খ জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো জন্মহার ও মৃত্যুহােের ব্যবধান। এদেশে প্রতিবছর জন্ম নিচ্ছে ২৫ লক্ষ শিশু এবং মৃত্যুবরণ করছে সকল বয়সের প্রায় ৬ লক্ষ লোক। ফলে প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ১৯ লক্ষ। অতএব, যখন জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হয় তখনই জনসংখ্যা বৃদ্ধি পায়।
গ প্রদত্ত ছক ‘অ’ তে লক্ষ করা যায়, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের জনসংখ্যা দ্রæত গতিতে বৃদ্ধি পাওয়ায় বিপুল জনসংখ্যার বিরাট চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। এ চাহিদা পূরণে ব্যাপকহারে ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এ কারণে প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যার চাপ বেড়ে যাচ্ছে। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর আবাসন সংকট মারাত্মক আকার ধারণ করছে। এ সমস্যা নিরসনের জন্য ঘর-বাড়ি নির্মাণসহ অন্যান্য কাজে ব্যাপক হারে কাঠ ও কাঠজাত দ্রব্য ব্যবহৃত হওয়ায় বনজ সম্পদের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্যও বনজ সম্পদের ওপর নির্ভর করতে হয়। আবার অধিক জনসংখ্যার কারণে কর্ষণযোগ্য ভ‚মি ঘরবাড়ি নির্মাণের জন্য ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ন ও নগরায়নজনিত কারণেও কৃষি জমি হ্রাস পাচ্ছে। তদ্রæপ উদ্দীপকেও আমরা দেখতে পাইই বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যার মারাত্মক প্রভাব। অতএব, প্রদত্ত ছক ‘অ’ এর নির্দেশিত বিষয়টি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর বিপুল জনসংখ্যার মারাত্মক প্রভাবকে প্রতিফলিত করে।
ঘ প্রদত্ত ছক ‘ই’তেও ছক ‘অ’ এর মতো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যার চাপ সৃষ্টির বহিঃপ্রকাশ ঘটেছে। বাংলাদেশে বিপুল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য উৎপাদন করা হচ্ছে প্রয়োজনীয় পণ্যসামগ্রী। কাঁচামাল ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ, প্রাকৃতিক গ্যাস, তেল প্রভৃতি। এছাড়াও এদেশের বিদ্যুত শক্তি উৎপাদনে প্রয়োজন হয় প্রাকৃতিক গ্যাস ও কয়লা। আবার ইউরিয়া সার উৎপাদনে প্রায় শতকরা ৬০ ভাগের অধিক প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। এছাড়া সিএনসিচালিত যানবাহনগুলোতেও ব্যবহৃত হয় গ্যাস। এসব কারণে গ্যাসের ওপর জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে। তেমনিভাবে বাংলাদেশের কলকারখানার বজ্য পদার্থ পানি সম্পদকে নানাভাবে দুষিত করছে। এতে সুস্বাদু পানির অভাব দেখা দিচ্ছে। পানিতে বসবাসকারী মৎস্যসম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া এই পানি নদী দিয়ে সাগরে মিশে সাগরের পানিও নষ্ট করছে। ফলে নানারকম প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। সর্বোপরি বলা যায়, প্রদত্ত ছক ‘অ’ ও ‘ই’ এর মতো বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ওপর বিভিন্নভাবে জনসংখ্যার ব্যাপক চাপ লক্ষ করা যায়।
 অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ৯ ল্ফল্ফ

১৯৬১ ৫.৫২ কোটি
১৯৭৪ ৭.৬৪ কোটি
১৯৮১ ৮.৯৯ কোটি
১৯৯১ ১১.১৫ কোটি
২০০১ ১২.৯৩ কোটি
২০১১ ১৪.৯৭ কোটি
ক. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে? ১
খ. জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কী? ব্যাখ্যা কর। ২
গ. ছকে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ছকের তথ্যাবলির উৎস হিসেবে আদমশুমারির গুরুত্ব বিশ্লেষণ কর। ৪

ক বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন লোক বাস করে।
খ জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো জন্মহার ও মৃত্যুহারের ব্যবধান। এদেশে প্রতিবছর জন্ম নিচ্ছে ২৫ লক্ষ শিশু এবং মৃত্যুবরণ করছে সকল বয়সের প্রায় ৬ লক্ষ লোক। ফলে প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ১৯ লক্ষ। অতএব, যখন জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হয় তখনই জনসংখ্যা বৃদ্ধি পায়।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে-
গ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখ কর।
ঘ বাংলাদেশের আদমশুমারির গুরুত্ব বিশ্লেষণ কর।
প্রশ্ন- ১০ ল্ফল্ফ
পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেলে মাথাপিছু আয় কমে যায়। এতে পরিবারে অসচ্ছলতা দেখা দেয়, পরিবারের জীবনযাত্রার মানও হ্রাস পায়।
ক. ছেলে ও মেয়েদের বিবাহের ক্ষেত্রে ন্যূনতম বয়স কত? ১
খ. আদমশুমারি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে কোন বিষয়টির ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত বিষয়ের সমাধান আলোচনা কর। ৪

ক ছেলেদের বিবাহের বয়স ২১ বছর আর মেয়েদের বিবাহের বয়স ১৮ বছর।
খ ‘আদম’ অর্থ মানুষ এবং ‘শুমারি’ অর্থ গণনা। অর্থাৎ আদমশুমারির অর্থ হলো জনসাধারণকে গণনা। নির্দিষ্ট সময়ের ব্যবধানে সাধারণত ১০ বছর অন্তর আদমশুমারি পরিচালনা করা হয়। আদমশুমারিতে শুধুমাত্র মানুষ গণনাই করা হয় না বরং মানুষের বয়স, নারী-পুরুষ, শিক্ষাগত যোগ্যতা, জন্মগত অবস্থান, জন্মহার, মৃত্যুহার ইত্যাদি তথ্যও সংগ্রহ করা হয়ে থাকে।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে-
গ জনসংখ্যা বৃদ্ধির সমস্যা বর্ণনা কর।
ঘ জনসংখ্যা সমস্যার সমধান বিশ্লেষণ কর।

 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
উত্তর : বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।
প্রশ্ন \ ২ \ ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?
উত্তর : ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা ছিল ১২.৯৩ কোটি।
প্রশ্ন \ ৩ \ ১৮৬০ সালে বাংলাদেশ ভ‚খণ্ডে লোকসংখ্যা কত ছিল?
উত্তর : ১৮৬০ সালে বাংলাদেশ ভ‚খণ্ডে লোকসংখ্যা ছিল মাত্র ২ কোটি।
প্রশ্ন \ ৪ \ ২০১৫-১৬ সালের হিসাব অনুযায়ী বাংলাদেেশর জনসংখ্যা কত?
উত্তর : ১৫ কোটি ৯৯ লক্ষ।
প্রশ্ন \ ৫ \ জনসংখ্যা প্রবৃদ্ধির হার কীসের উপর নির্ভর করে?
উত্তর : জন্মহার ও মৃত্যুহারের ওপর জনসংখ্যা প্রবৃদ্ধির হার নির্ভর করে।
প্রশ্ন \ ৬ \ জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কী বোঝায়?
উত্তর : জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে।
প্রশ্ন \ ৭ \ বাংলাদেশের জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে কোনটির প্রভাব রয়েছে?
উত্তর : বাংলাদেশের জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের প্রভাব রয়েছে।
প্রশ্ন \ ৮ \ একটি দেশের নির্ভরশীল জনসংখ্যা কীসের ওপর চাপ সৃষ্টি করে?
উত্তর : একটি দেশের নির্ভরশীল জনসংখ্যা সীমিত সম্পদের ওপর প্রভাব ফেলে।
প্রশ্ন \ ৯ \ অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে?
উত্তর : একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে একস্থান হতে অন্যস্থানে গমন করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে।
প্রশ্ন \ ১০ \ অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে?
উত্তর : একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে একস্থান হতে অন্যস্থানে গমন করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে।
প্রশ্ন \ ১১ \ নদীভাঙন এলাকার মানুষ কীসের তাগিদে শহরে আসে?
উত্তর : নদীভাঙন এলাকার মানুষ বেঁচে থাকার তাগিদে শহরে আসে।
প্রশ্ন \ ১২ \ মানুষ বাধ্য হয়ে স্থানান্তরিত হয় কেন?
উত্তর : প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ বাধ্য হয়ে স্থানান্তরিত হয়।
প্রশ্ন \ ১৩ \ বাংলাদেশের কোন শিল্পে বিপুল পরিমাণ নারী শ্রমিক কাজ করে?
উত্তর : বাংলাদেশে পোশাক শিল্পে বিপুল পরিমাণ নারী শ্রমিক কাজ করছে।
প্রশ্ন \ ১৪ \ আন্তর্জাতিক স্থানান্তর কাকে বলে?
উত্তর : একটি স্বাধীন দেশ হতে অন্য একটি স্বাধীন দেশে চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে।
প্রশ্ন \ ১৫ \ চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কীভাবে?
উত্তর : চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়- আন্তর্জাতিক স্থানান্তরের ফলে।
প্রশ্ন \ ১৬ \ মাতৃমৃত্যু কাকে বলে?
উত্তর : মায়েরা সন্তান প্রসবের পূর্বে এবং প্রসবের পর শারীরিক কিংবা অন্যান্য কারণে মৃত্যুবরণ করলে তাকে মাতৃমৃত্যু বলে।
প্রশ্ন \ ১৭ \ পারিবারিক বিশৃঙ্খলার অন্যতম কারণ কী?
উত্তর : পারিবারিক বিশৃঙ্খলার অন্যতম কারণ হল মাতৃমৃত্যু।
প্রশ্ন \ ১৮ \ বাংলাদেশের শিশুদের একটা বিরাট অংশ মৃত্যুবরণ করে কেন?
উত্তর : দারিদ্রতার কারণে বাংলাদেশের শিশুদের একা বিরাট অংশ মৃত্যুবরণ করে।
প্রশ্ন \ ১৯ \ শিশু মৃত্যুর উচ্চহার কীসে বাধা সৃষ্টি করে?
উত্তর : শিশু মৃত্যুর হার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।
প্রশ্ন \ ২০ \ কোন ধরনের অর্থনৈতিকশক্তিশালী হয় কোন দেশ?
উত্তর : প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশসমূহ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়।
প্রশ্ন \ ২১ \ বাংলাদেশে কৃষিজমি হ্রাস পাচ্ছে কেন?
উত্তর : বর্ধিত জনসংখ্যার আবাসন চাহিদা মেটাতে বাংলাদেশে কৃষিজমি হ্রাস পাচ্ছে।
প্রশ্ন \ ২২ \ কীভাবে বাংলাদেশের পানিসম্পদ দূষিত হচ্ছে?
উত্তর : কলকারখানার বর্জ্য পানিসম্পদকে দূষিত করছে।
প্রশ্ন \ ২৩ \ বাংলাদেশে বিয়ের নুন্যতম বয়স কত?
উত্তর : ছেলের ক্ষেত্রে ২১ বছর এবং মেয়ের ক্ষেত্রে ১৮ বছর।
প্রশ্ন \ ২৪ \ মানবসম্পদ উন্নয়নে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে?
উত্তর : শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
 অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ বাংলাদেশের জনসংখ্যার তুলনামূলক চিত্র ব্যাখ্যা কর।
উত্তর : বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এদেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার। এদেশে জনসংখ্যার ঘনত্ব ১০১৫ জন। জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার ১.৩৭ শতাংশ।
প্রশ্ন \ ২ \ অভ্যন্তরীন স্থানান্তর ব্যাখ্যা কর।
উত্তর : দেশেরে সীমানার মধ্যে একস্থান থেকে অন্যস্থানে গমন করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। ব্যবসা-বাণিজ্য, চাকরি, বসবাস ইত্যাদি নানা কারণে মানুষ একস্থান থেকে অন্যস্থানে গমন করে। অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে কোনো আইন বা অনুমতির প্রয়োজন হয় না। এ ধরনের স্থানান্তর ঘটে প্রয়োজন ও ইচ্ছানুযায়ী, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে, শহর থেকে শহরে ও গ্রাম থেকে শহরে স্থানান্তরকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। সাধারণত অর্থনৈতিক উদ্দেশ্যেই মূলত অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে।
প্রশ্ন \ ৩ \ মাতৃমৃত্যুর প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর : সমাজে মাতৃমৃত্যুর প্রভাব অনেক। শিশুরা প্রয়োজনীয় পুষ্টি হতে বঞ্চিত হয়। মা না থাকায় শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ ব্যাহত হয়। শিশুর পিতা পুনরায় বিয়ে করে, যার ফলে শিশুটি নতুন মায়ের কাছে অবহেলার শিকার হয়। মাতৃমৃত্যু পারিবারিক বিশৃঙ্খলার অন্যতম কারণ।
প্রশ্ন \ ৪ \ জনসংখ্যা কীভাবে জনসম্পদে পরিণত হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর : জনসংখ্যা দেশের জন্য সম্পদ হতে পারে, যদি জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়। প্রবাসে আমাদের দেশের কয়েক লক্ষ লোক দক্ষ ও অদক্ষ বিভিন্ন পেশাজীবী শ্রমিক হিসেবে কর্মরত আছেন। তারা যে বিপুল পরিমাণ অর্থ দেশে প্রেরণ করছেন তা আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে।
প্রশ্ন \ ৫ \ ১৮৬০ সালের জনসংখ্যা ১৯৪১ সালে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ ব্যাখ্যা কর।
উত্তর : ১৮৬০ সালের ২ কোটি জনসংখ্যা ১৯৪১ সালে বৃদ্ধি পেয়ে ৪.২০ কোটি অর্থাৎ দ্বিগুণ হওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল ধর্মীয় ও সামাজিক কুসংস্কার। তৎকালীন বাংলায় প্রচলিত ধর্মীয় ও সামাজিক নানা কুসংস্কারের কারণে মানুষ জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার ব্যাপারে ছিল উদাসীন। এমনকি ইচ্ছা থাকা সত্তে¡ও অনেক সচেতন মানুষ ধর্ম বা সামাজিকতার সঙ্গে বিষয়টিকে উপেক্ষা করত। মূলত এসব কুসংস্কার জনসংখ্যার এ বৃদ্ধির নানা কারণগুলোর মধ্যে অন্যতম।
প্রশ্ন \ ৬ \ একটি দেশের জন্য বহির্গমন গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : একটি দেশের সামগ্রিক কাঠামোতে বহির্গমনের গুরুত্ব অপরিসীম। সাধারণত চাকরি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ইত্যাদি কারণে এক দেশের মানুষ অন্যদেশে স্থায়ী বা অস্থায়ীভাবে স্থানান্তর করে। এর ফলে প্রথম দেশটির জনসংখ্যা কমে যায় এবং এর ওপর জনসংখ্যা সংক্রান্ত চাপও হ্রাস পায়। উপরন্তু, তাদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়।
প্রশ্ন \ ৭ \ জনসংখ্যা বৃদ্ধির ফলে একটি পরিবারে কী কী সমস্যা সৃষ্টি হয়?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে একটি পরিবারে নানারকম সমস্যা সৃষ্টি হয়। যেমন : পরিবারে অসচ্ছলতা দেখা দেয়, মাথাপিছু আয় কমে যায়, জীবনযাত্রার মান হ্রাস পায়, শিক্ষার সুযোগ পায় না, অনেক ক্ষেত্রে পুষ্টিকর খাদ্য ক্রয় করাও সম্ভব হয়ে ওঠে না।

 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর

ন্ধ পাঠ-১ : বাংলাদেশসহ আঞ্চলিক কতিপয় দেশের জনসংখ্যার তুলনা º বোর্ড বই, পৃষ্ঠা-৬৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? (জ্ঞান)
ক উত্তরে  দক্ষিণে গ পূর্বে ঘ পশ্চিমে
২. বাংলাদেশের আয়তন কত? (জ্ঞান)
ক ১,৪৬,৫৭০ বর্গকিলোমিটার খ ১,৪৭,৫৬০ বর্গকিলোমিটার
 ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার ঘ ১,৪৯,৫৭০ বর্গকিলোমিটার
৩. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? (জ্ঞান)
 ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন
খ ১৪ কোটি ৯৮ লক্ষ ৭১ হাজার ৩৬৮ জন
গ ১৪ কোটি ৯৩ লক্ষ ৭৩ হাজার ৩৬৫ জন
ঘ ১৪ কোটি ৯৬ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন
৪. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত জন লোক বাস করে? (জ্ঞান)
ক ৯৮০ জন খ ১০২০ জন গ ১০০০জন  ১০১৫ জন
৫. ২০১৫-১৬ সালের সাময়িক সময় অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? (জ্ঞান)
ক ১৫ কোটি ৫০ লক্ষ খ ১৫ কোটি ১৫ লক্ষ
 ১৫ কোটি ৯৯ লক্ষ ঘ ১৫ কোটি ৯৮ লক্ষ
৬. ২০০১ সালে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত ছিল? (জ্ঞান)
ক শতকরা ১.৩৮ ভাগ  শতকরা ১.৫৪ ভাগ
গ শতকরা ১.৪১ ভাগ ঘ শতকরা ১.৫৮ ভাগ
৭. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কত? (জ্ঞান)
ক শতকরা ১.৩৮ ভাগ খ শতকরা ১.৩৯ ভাগ
 শতকরা ১.৩৭ ভাগ ঘ শতকরা ১.৪০ ভাগ
৮. ২০১০-১৫ এই পাঁচ বছরে শ্রীলঙ্কার জনসংখ্যার শতকরা বৃদ্ধির হার কত? (জ্ঞান)
ক ১.২০ শতাংশ খ ১.৩৫ শতাংশ
 ০.৫০ শতাংশ ঘ ১.২৮ শতাংশ
৯. ২০১০-১৫ এই পাঁচ বছরে বাংলাদেশের জনসংখ্যার শতকরা বৃদ্ধির হার কত? (জ্ঞান)
ক ১.১৮ শতাংশ  ১.২০ শতাংশ
গ ১.৩৫ শতাংশ ঘ ১.৫ শতাংশ
১০. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার নেপালের তুলনায় কেমন? (জ্ঞান)
ক কম খ খুব কম গ খুব বেশি  বেশি
১১. দক্ষিণ এশিয়ার দেশসমূহে সবচেয়ে বেশি জনসংখ্যা প্রবৃদ্ধির দেশ কোনটি? (অনুধাবন)
ক বাংলাদেশ  পাকিস্তান গ ভারত ঘ নেপাল
১২. সিঙ্গাপুরে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে? (জ্ঞান)
ক ২০৩০ জন খ ২৫০০ জন গ ৩০২০ জন  ৭৩০১ জন
১৩. বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে? (জ্ঞান)
ক ১৫০০ জন খ ৯০০ জন  ১০৬৩ জন ঘ ১১০০ জন
১৪. ভারতে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে? (জ্ঞান)
ক ৮২০ জন  ৩৮০ জন গ ২২০ জন ঘ ৪৫০ জন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫. বাংলাদেশ পৃথিবীর অন্যতম (অনুধাবন)
র. ঘনবসতিপূর্ণ দেশ রর. মধ্যম আয়ের দেশ
ররর. মধ্য এশিয়ার দেশ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬. বাংলাদেশের জনসংখ্যা প্রবৃদ্ধির হার (অনুধাবন)
র. শ্রীলঙ্কা থেকে বেশি রর. নেপাল থেকে বেশি
ররর. পাকিস্তানের তুলনায় কম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৭. জনসংখ্যা প্রবৃদ্ধির হার নির্ভর করে (অনুধাবন)
র. মৃত্যুহারের ওপর রর. জন্মহারের ওপর
ররর. ভৌগোলিক অবস্থার ওপর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৮. বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব তিনগুণ বেশি (অনুধাবন)
র. ভারত হতে রর. সিঙ্গাপুর হতে
ররর. জাপান হতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
রফিক সাহেব দশ বছর অন্তর হওয়া এক কার্যক্রম থেকে জানতে পারে বাংলাদেশের জনসংখ্যা ২০১১ সালে ১৪ কোটি ৯৭ লক্ষ। ঐ কার্যক্রম থেকে সে জনসংখ্যার ঘনত্ব সম্পর্কেও সঠিক ধারণা লাভ করে।
১৯. অনুচ্ছেদে উল্লিখিত কার্যক্রম কোনটিকে ইঙ্গিত করে? (প্রয়োগ)
 আদমশুমারি খ ব্যবসায়িক রিপোর্ট
গ কৃষিশুমারি ঘ বনশুমারি
২০. উক্ত কার্যক্রম দ্বারা জানা যায় (উচ্চতর দক্ষতা)
র. জন্মহার রর. মৃত্যুহার
ররর. বয়স কাঠামো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর

ন্ধ পাঠ-২ : জনসংখ্যার পরিবর্তনশীলতা º বোর্ড বই, পৃষ্ঠা-৭০
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১. জনসংখ্যার বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
 ৩ ভাগে খ ৪ ভাগে গ ৫ ভাগে ঘ ৭ ভাগে
২২. যে দেশে যুবক ও বৃদ্ধের সংখ্যা বেশি হবে সে দেশের জন্মহার কেমন হবে? (জ্ঞান)
ক বেশি  কম গ স্থির ঘ উর্ধ্বমুখী
২৩. জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে কী বলা হয়? (জ্ঞান)
ক জনসংখ্যার উৎপাদনশীলতা খ জনসংখ্যার প্রসারতা
 জনসংখ্যার পরিবর্তনশীলতা ঘ জনসংখ্যার নিম্নমুখী প্রবণতা
২৪. একটি দেশের স্থুল জন্মহার নির্ভর করে কীসের ওপর? (অনুূধাবন)
 বিয়ের বয়সের ওপর খ জনসংখ্যার স্থানান্তরের ওপর
গ সামাজিকতার ওপর ঘ নিরাপত্তার ওপর
২৫. কোনো দেশে বাল্যবিবাহ বেশি হলে সে দেশের জন্মহার কেমন হবে?
(জ্ঞান)
ক কম খ স্থির  বেশি ঘ নিম্নমুখী
২৬. কীসের পরিবর্তনকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে? (জ্ঞান)
 জনসংখ্যার কাঠামো খ জনসংখ্যার বিস্তার
গ জনসংখ্যার উৎপাদনশীলতা ঘ জনসংখ্যার ধ্যান-ধারণা
২৭. যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি কী হয়? (জ্ঞান)
ক অনুন্নত খ স্বল্পোন্নত  উন্নত ঘ অবনত
২৮. শিক্ষিত লোকের ধ্যান-ধারণায় প্রভাব ফেলে কোনটি? (জ্ঞান)
 জ্ঞানের পরিবর্তন খ জ্ঞানের সংকোচন
গ জ্ঞানের কেন্দ্রমুখীতা ঘ জ্ঞানের আড়ষ্টতা
২৯. কারা ছোট পরিবার গ্রহণ করে? (জ্ঞান)
ক অশিক্ষিতরা খ অসচেতনরা  শিক্ষিতরা ঘ অবুঝরা
৩০. কোন পেশার লোকের জন্মহার বেশি হয়? (অনুধাবন)
ক ডাক্তার  কৃষক গ ইঞ্জিনিয়ার ঘ শিক্ষক
৩১. কোন পেশার লোকের জন্মহার কম হয়? (অনুধাবন)
 শিক্ষক খ জেলে গ কৃষক ঘ শ্রমিক
৩২. শফিকের বাবা একজন ইঞ্জিনিয়ার। তাদের পরিবারের জন্মহার কেমন হবে? (প্রয়োগ)
ক বেশি খ খুব বেশি গ স্থুল  কম
৩৩. বাংলাদেশের কোন জেলাগুলোতে জনসংখ্যা কম? (জ্ঞান)
 পার্বত্য জেলাসমূহে খ সমতল জেলাসমূহে
গ জেলাশহর সমূহে ঘ সমুদ্র উপক‚লে
৩৪. জনসংখ্যার ঘনত্ব বেশি হয় কোথায়? (জ্ঞান)
ক চরাঞ্চলে খ বনভ‚মিতে
 শিল্পকারখানা অঞ্চলে ঘ পর্বত এলাকায়
৩৫. মানুষ গ্রাম থেকে শহরে আসে কেন? (অনুধাবন)
ক ভ্রমণের জন্য  কর্মসংস্থানের জন্য
গ চাষাবাদ করতে ঘ নিরাপত্তা দিতে
৩৬. গ্রাম থেকে শহরে জনসংখ্যা বেড়ে যাবার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
 শহরকেন্দ্রিক নাগরিক সুবিধা খ শহরের মাটি উর্বর
গ শহরের জনসংখ্যা অশিক্ষিত বলে ঘ শহরের বায়ু বিশুদ্ধ বলে
৩৭. বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর? (জ্ঞান)
ক প্রায় ৬০ বছর খ প্রায় ৫০ বছর
গ প্রায় ৬৫ বছর  প্রায় ৭১ বছর
৩৮. বৃদ্ধবয়সী জনসংখ্যার হার বেড়ে যাবার কারণ কী? (জ্ঞান)
ক মৃত্যুহার বেড়ে যাওয়ায়  মৃত্যুহার কমে যাওয়ায়
গ জন্মহার বেড়ে যাওয়ায় ঘ জন্মহার কমে যাওয়ায়
৩৯. কাদেরকে নির্ভরশীল জনসংখ্যা বলা হয়? (জ্ঞান)
ক তরুণদের খ শিক্ষিতদের গ দক্ষদের  বৃদ্ধদের
৪০. জন্মহার হ্রাসের অন্যতম কারণ কী? (জ্ঞান)
 জন্মনিয়ন্ত্রণ সামগ্রির সহজলভ্যতা
খ আর্থসামাজিক অবস্থার অবনতি
গ জন্মদানে অক্ষমতা
ঘ জন্মনিয়ন্ত্রণ সামগ্রির দু®প্রাপ্যতা
৪১. আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণের ফলে কোনটি ঘটে? (জ্ঞান)
 মৃত্যুহার কমে খ মৃত্যুহার বাড়ে
গ জন্মহার বাড়ে ঘ মৃত্যুহার স্থির থাকে
৪২. জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে কোনটি বেশি জরুরি? (জ্ঞান)
ক অসচেতনতা খ অকালপক্কতা গ নিরবতা  সচেতনতা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৩. জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে (অনুধাবন)
র. জন্ম-মৃত্যুহারের ওপর রর. স্থানান্তরের ওপর
ররর. সামাজিক গতিশীলতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৪৪. জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে (অনুধাবন)
র. বয়স রর. ধর্মীয় মূল্যবোধ
ররর. শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৪৫. জনসংখ্যার কাঠামোর সাথে জড়িত বিষয় হলো (অনুধাবন)
র. ভৌগোলিক পরিবেশ রর. উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা
ররর. নিরাপত্তাজনিত সমস্যা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৬. জনসংখ্যার ঘনত্ব কম হয় (অনুধাবন)
র. চরাঞ্চলে রর. শিল্পাঞ্চলে
ররর. পাহাড় ও পর্বত ঘেরা অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৭. জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন দেখা দেয় (অনুধাবন)
র. রাজনৈতিক অস্থিতিশীলতা রর. যুদ্ধাবস্থা
ররর. প্রাকৃতিক দুর্যোগ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৪৮. জনসংখ্যার ভারসাম্য রক্ষায় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে (অনুধাবন)
র. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি রর. দারিদ্র্যতা হ্রাস
ররর. মেয়েদের বিয়ের বয়স
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. জনসংখ্যা হ্রাসের পেছনে প্রভাব রয়েছে (অনুধাবন)
র. অনুন্নত চিকিৎসায় রর. জন্মনিয়ন্ত্রণ সামগ্রির
ররর. আর্থসামাজিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. জন্মহারের তারতম্য ঘটে (অনুধাবন)
র. পেশার মাধ্যমে রর. শিক্ষার মাধ্যমে
ররর. ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও :
আক্কাসের বাবা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আক্কাসের বাবা-মা ও ভাই-বোনসহ তাদের পরিবারের সদস্য সংখ্যা সাতজন। তাদের পরিবারে অভাব অনটন লেগেই থাকে।
৫১. অনুচ্ছেদে জনসংখ্যার তারতম্যের কোন কারণটি ইঙ্গিত করা হয়েছে?
(প্রয়োগ)
ক ধর্মগত  পেশাগত গ শিক্ষাগত ঘ রাজনৈতিক
৫২. পেশাগত তারতম্যের কারণে জনসংখ্যা (অনুধাবন)
র. বাড়ে রর. কমে
ররর. স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
সুমনদের গ্রামের নাম জগতপুর। তাদের গ্রামে যুবক ও বৃদ্ধের সংখ্যা বেশি। গ্রামের আয়তন অনুসারে সুমনদের গ্রামে জনসংখ্যা অনেক কম।
৫৩. অনুচ্ছেদে জনসংখ্যা পরিবর্তনে কোন বিষয়টির ইঙ্গিত দেয়া হয়েছে?
(প্রয়োগ)
ক পেশা খ সমাজ কাঠামো
 বয়স কাঠামো ঘ শিক্ষা
৫৪. বয়সকাঠামোর উপর নির্ভর করে (উচ্চতর দক্ষতা)
র. জন্মহার হ্রাস রর. জন্মহার বৃদ্ধি
ররর. জন্মহারের অপরিবর্তনশীলতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৩ : বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৫. মানুষের একস্থান হতে অন্য স্থানে গমন করাকে কী বলে? (জ্ঞান)
ক প্রতিস্থাপন  স্থানান্তর গ নির্গমন ঘ পরিবর্তন
৫৬. স্থানান্তরের অপর নাম কী? (জ্ঞান)
ক প্রতিসরণ খ বিক্ষেপণ গ আলোড়ন  অভিগমন
৫৭. দেশের ভিতরে একস্থান হতে অন্যস্থানে গমন করে স্থায়ীভাবে বসবাস করলে তাকে তাকে কী বলে? (জ্ঞান)
ক বহির্গমন  অভ্যন্তরীণ স্থানান্তর
গ দেশান্তর ঘ বহিঃস্থানান্তর
৫৮. অভ্যন্তরীন স্থান্তরের মূল কারণ কোনটি? (জ্ঞান)
ক রাজনৈতিক খ সামাজিক গ কুটনৈতিক  অর্থনৈতিক
৫৯. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন? (জ্ঞান)
ক নিরাপদ  আশংকাজনক গ সন্তোষজনক ঘ ইতিবাচক
৬০. কামরুল সবজি বিক্রি করতে তার গ্রাম থেকে অন্যগ্রামের বাজারে যায়। তার এই স্থানান্তরকে কী বলা হয়? (প্রয়োগ)
 আন্তঃস্থানান্তর খ বহিঃস্থানান্তর গ নির্গমণ ঘ বহির্গমন
৬১. বর্ধিত জনসংখ্যার চাপে মাথাপিছু জমির পরিমাণে কেমন পরিবর্তন হচ্ছে? (জ্ঞান)
ক বাড়ছে  ক্রমশ কমছে গ স্থির আছে ঘ ক্রমশ বাড়ছে
৬২. কেন মানুষ বাধ্য হয়ে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়? (অনুধাবন)
 প্রাকৃতিক দুর্যোগের কারণে খ না খেতে পেয়ে
গ শিক্ষা গ্রহণের জন্য ঘ দরিদ্রতার জন্য
৬৩. শিল্পকারখানাগুলো শহরে স্থাপিত হওয়ার ফলে কোনটি ঘটে? (জ্ঞান)
ক গ্রাম থেকে গ্রামে স্থানান্তর
 গ্রাম থেকে শহরে স্থানান্তর
গ শহর থেকে গ্রামে শহরে স্থানান্তর
ঘ বিদেশে স্থানান্তর
৬৪. শহরে স্থানান্তরিত সদস্যরা তাদের উপার্জিত অর্থ কোথায় পাঠায়? (জ্ঞান)
ক শহরে  গ্রামে গ বিদেশে ঘ সরকারকে
৬৫. অভ্যন্তরীন স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হয়েছে কাদের? (জ্ঞান)
 গ্রামীন নারীদের খ শহুরে নারীদের
গ বিদেশি নারীদের ঘ উপজাতী নারীদের
৬৬. বাংলাদেশে বিপুল সংখ্যক নারী শ্রমিক কোথায় কর্মরত আছে? (জ্ঞান)
ক ব্যাংকিং খাতে  পোশাক শিল্পে গ চিনি শিল্পে ঘ পাট শিল্পে
৬৭. নগরজীবনের পরিবেশকে নষ্ট করছে কোনটি? (জ্ঞান)
ক শিক্ষা প্রতিষ্ঠান খ রাস্তাঘাট
গ দালানকোঠা  বস্তি
৬৮. শহরে অতিরিক্ত মানুষের ফলে কোনটি ঘটছে? (জ্ঞান)
 নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে
খ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমছে
গ মৌলিক চাহিদা পূরণ হচ্ছে
ঘ নাগরিক সুবিধা বাড়ছে
৬৯. কোন ধরনের স্থানান্তর আমাদের দেশে গুরুত্বপূর্ণ নয়? (জ্ঞান)
 শহর থেকে গ্রামে স্থানান্তর
খ শহর থেকে শহরে স্থানান্তর
গ গ্রাম থেকে গ্রামে স্থানান্তর
ঘ শহর থেকে দেশের বাইরে স্থানান্তর
৭০. স্থানান্তর প্রক্রিয়ার প্রত্যক্ষ ফলাফল কোনটি? (উচ্চতর দক্ষতা)
 অর্থনৈতিক উন্নতি খ সামাজিক অবনতি
গ অর্থনৈতিক দুরবস্থা ঘ সামাজিক অবক্ষয়
৭১. কোন ধরনের স্থানান্তরের ফলে গ্রামীণ সমাজে পারস্পরিক সম্পর্ক বাড়ে? (জ্ঞান)
ক শহর থেকে গ্রামে স্থানান্তর খ শহর থেকে শহরে স্থানান্তর
 গ্রাম থেকে গ্রামে স্থানান্তর ঘ গ্রাম থেকে শহরে স্থানান্তর
৭২. কর্মকতা ও কর্মচারীদের কাজের দক্ষতা বাড়ে কীভাবে? (জ্ঞান)
ক শহর থেকে গ্রামে স্থানান্তর খ গ্রাম থেকে গ্রামে স্থানান্তর
গ গ্রাম থেকে শহরে স্থানান্তর  শহর থেকে শহরে স্থানান্তর
৭৩. একটি স্বাধীন দেশ হতে অন্য একটি স্বাধীন দেশে চাকরি বা বসবাসের জন্য স্থানান্তরকে কী বলে? (জ্ঞান)
ক আন্তঃস্থানান্তর  আন্তর্জাতিক স্থানান্তর
গ অন্তর্গমন ঘ নির্গমন
৭৪. কোনটি বহির্গমনের অন্যতম কারণ? (অনুধাবন)
 কর্মসংস্থান খ শিক্ষা গ ভ্রমণ ঘ গবেষণা
৭৫. আন্তর্জাতিক স্থান্তারের ফলে দেশের কী উন্নত হচ্ছে? (অনুধাবন)
ক রাজনীতি  অর্থনীতি গ কৃষি ঘ যোগাযোগ
৭৬. নিরবের ভাই উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যান, তার এই স্থানান্তর প্রকৃয়াকে কী বলে? (প্রয়োগ)
ক অভ্যন্তরিন স্থানান্তর  আন্তর্জাতিক স্থানান্তর
গ অন্তর্গমন ঘ বৈদেশিক বাণিজ্য
৭৭. আন্তর্জাতিক স্থানান্তরের ফলে কোনটি বাড়ে? (অনুধাবন)
ক যানবাহন খ জমিজমা গ রাস্তাঘাট  উৎপাদন
৭৮. কোন ধরনের স্থানান্তরে জীবনযাত্রার মান উন্নত হয়? (উচ্চতর দক্ষতা)
ক অভ্যন্তরীন খ অন্তর্গমন  আন্তর্জাতিক ঘ অনন্তযাত্রা
৭৯. দেশীয় অর্থনীতিকে সচল রেখেছে কোনটি? (অনুধাবন)
ক প্রবাসীদের প্রেরিত অর্থ খ দেশীয় অর্থনীতি
গ উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘ প্রাকৃতিক সম্পদ
৮০. আন্তর্জাতিক স্থানান্তরের কুফল কোনটি? (জ্ঞান)
ক উৎপাদন বৃদ্ধি খ সাংস্কৃতিক বিনিময়
গ দক্ষতা বৃদ্ধি  বিভিন্ন রোগের ভাইরাস বয়ে আনা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮১. অভ্যন্তরীন স্থানান্তর বলা যায়Ñ (অনুধাবন)
র. গ্রাম থেকে শহরে গমনকে
রর. শহরে থেকে গ্রামে গমনকে
ররর. গ্রাম থেকে বিদেশে গমনকে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮২. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল হলোÑ (অনুধাবন)
র. ভ‚মির পরিমাণ হ্রাস
রর. বেকার ও অর্ধ বেকারের সংখ্যা বৃদ্ধি
ররর. উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৩. গ্রাম থেকে শহরে আসার কারণগুলো হলোÑ (অনুধাবন)
র. প্রাকৃতিক দুর্যোগ
রর. দারিদ্র্যতা
ররর. উন্নত নাগরিক সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৪. শহরে অতিরিক্ত জনসংখ্যার ফলেÑ (অনুধাবন)
র. দ্রব্যমূল্যের দাম বাড়ে
রর. বস্তির পরিমাণ বাড়ে
ররর. মৌলিক চাহিদা সংকুচিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৫. গ্রাম থেকে শহরে স্থানান্তরিত দরিদ্র জনগোষ্ঠী পেশা হিসেবে গ্রহণ করেÑ (অনুধাবন)
র. রিক্সা চালানো
রর. শিল্প শ্রমিক
ররর. ভ্যান চালানো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৬. গ্রামীণ নারীরা আত্মনির্ভরশীল হওয়ায়- (অনুধাবন)
র. পারিবারিক মর্যাদা বেড়েছে
রর. মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে
ররর. সন্তানদের লেখাপড়া শেখাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৭. বস্তি গঠনের ফলে বিস্তৃতি লাভ করেছেÑ (অনুধাবন)
র. অপরাধ প্রবণতা
রর. মাদক ব্যবসা
ররর. যৌন ব্যবসা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৮. শহর থেকে শহরে স্থানান্তরের ফলাফল হলোÑ (অনুধাবন)
র. কর্মকর্তাদের কর্মের দক্ষতা বাড়ে
রর. সাংস্কৃতিক বিনিময় ঘটে
ররর. আয় ও সঞ্চয় বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৯. আন্তর্জাতিক স্থানান্তরের কারণ হলোÑ (অনুধাবন)
র. পারস্পরিক সম্পর্ক বাড়ানো
রর. কর্মসংস্থানের অভাব
ররর. রাজনৈতিক আশ্রয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
৯০. বিদেশ থেকে পাঠানো টাকা বিনিয়োগ করা হয়Ñ (অনুধাবন)
র. কৃষি ও শিল্পখাতে
রর. ব্যাংকিং সেবাখাতে
ররর. গার্মেন্টস শিল্পে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৯১. আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল হলোÑ (অনুধাবন)
র. উৎপাদন বৃদ্ধি পায়
রর. উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হয়
ররর. কর্মকর্তাদের দক্ষতার উন্নয়ন ঘটে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯২. আন্তর্জাতিক স্থানান্তরের সমস্যাসমূহ হলোÑ (অনুধাবন)
র. বিভিন্ন রোগের ভাইরাস বহন
রর. রেমিটেন্স বৃদ্ধি
ররর. সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
রফিকরা কুমিল­ার বাসিন্দা ছিল কিন্তু বর্তমানে তারা সবাই ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছে। এতে কুমিল­ার জনসংখ্যা কমে গেল এবং ঢাকার জনসংখ্যা বেড়ে গেল। রফিকদের ঢাকায় স্থায়ী বসতি স্থাপনে জনসংখ্যা হ্রাস বা বৃদ্ধি কোনোটি না ঘটলেও, জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের একটি সমস্যা। এর ফলে পরিবেশ দূষণ, বেকারত্বসহ নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
৯৩. রফিকদের কুমিল­া থেকে স্থায়ীভাবে ঢাকায় বসতি স্থাপনে কী ঘটেছে?
(প্রয়োগ)
ক বহিরাগমন ˜ আন্তঃস্থানান্তর গ বহির্গমন ঘ দেশান্তর
৯৪. উক্ত ঘটনার ফলে- (উচ্চতর দক্ষতা)
র. ঢাকার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে
রর. ঢাকার কর্মসংস্থানে চাপ পড়েছে
ররর. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক
˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
সুমিদের অভাব অনটনের সংসার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলো তার বড় ভাই, যিনি বেকার ছিলেন। সম্প্রতি সুমির বড় ভাই তার পরচিত একজনের সহায়তায় সৌদি আরব যান। তার পাঠানো টাকায় সুমিদের পরিবার এখন স্বাচ্ছ্েদ জীবন কাটাচ্ছে।
৯৫. সুমির ভাইয়ের সৌদি আরব যাওয়া কোন ধরনের স্থানান্তর? (প্রয়োগ)
ক অভ্যন্তরীন খ অন্তর্গমন
 আন্তর্জাতিক স্থানান্তর ঘ নির্গমন
৯৬. উক্ত স্থানান্তরের ফলে সুমিদের পরিবারÑ (উচ্চতর দক্ষতা)
র. স্বচ্ছল হবে
রর. বৈদেশিক মুদ্রা অর্জিত হবে
ররর. নারী ও শিশু পাচার বন্ধ হবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৪ : বাংলাদেশের মা ও শিশু মৃত্যুর পরিস্থিতি
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৫. সন্তান প্রসবের পূর্বে ও পরে শারীরিক কিংবা অন্যান্য সমস্যার ফলে মায়েরা মৃত্যুবরণ করলে তাকে কী বলে? (জ্ঞান)
ক শিশু মৃত্যু খ সাধারণ মৃত্যু
 মাতৃমৃত্যু ঘ স্বাভাবিক মৃত্যু
৯৬. মাতৃমৃত্যুর হার কীভাবে গণনা করা হয়? (জ্ঞান)
ক শতকে খ হাজারে  লক্ষে ঘ কোটিতে
৯৭. জন্মের এক বছরের মধ্যে কোনো শিশুর মৃত্যু হলে তাকে কী বলে? (জ্ঞান)
ক মাতৃমৃত্যু  শিশু মৃত্যু
গ অকাল মৃত্যু ঘ অস্বাভাবিক মৃত্যু
৯৮. প্রতি বছর জীবিত জন্মগ্রহণকারী শিশুর মধ্যে প্রতি হাজারে মৃত্যুর সংখ্যাকে কী বলা হয়? (জ্ঞান)
ক মাতৃমৃত্যু হার খ অকালমৃত্যু
গ পক্ষাঘাতগ্রস্ত মৃত্যু  শিশুমৃত্যু
৯৯. ১৯৮০ সালে জীবন্ত শিশু জন্ম দেওয়ার সময় মাতৃমৃত্যুর সংখ্যা কত ছিল? (জ্ঞান)
ক ৭৮০ খ ৫৮০  ৬৫০ ঘ ৮৮০
১০০. ২০১০ সালের হিসাবনুযায়ী মাতৃমৃত্যুর সংখ্যা কত হয়? (জ্ঞান)
 ১৯৪ খ ২২০ গ ২৫০ ঘ ২৮০
১০১. মাতৃমৃত্যুর সাথে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কীসের? (অনুধাবন)
ক পৌড়ত্বের  শিশু মৃত্যুর
গ পারিবারিক অশান্তি ঘ বিবাহের
১০২. বাংলাদেশের মেয়েরা অল্প বয়সে গর্ভধারণ করে কেন? (জ্ঞান)
ক পুষ্টিকর খাবারের ফলে  বাল্যবিবাহের কারণে
গ উন্নত চিকিৎসা পদ্ধতির ফলে ঘ উন্নত সামাজিক ব্যবস্থার ফলে
১০৩. প্রসূতি মায়েরা প্রয়োজনীয় পুষ্টি পায়না কেন? (জ্ঞান)
 অজ্ঞতার কারণে খ শিক্ষার জন্য
গ উৎপাদন কম বলে ঘ সচেতনতার জন্য
১০৪. কোনটি মাতৃমৃত্যুহারের অন্যতম কারণ? (অনুধাবন)
ক উৎপাদন বৃদ্ধি খ বিলাসীতা
 নি¤œ জীবনযাত্রা ঘ উন্নত চিকিৎসা
১০৫. শিশুর সামাজিকীকরণকে বাধাগ্রস্থ করে কোনটি? (জ্ঞান)
ক চাচার মৃত্যু খ বোনের মৃত্যু গ ভাইয়ের মৃত্যু  মায়ের মৃত্যু
১০৬. মাতৃমৃত্যুর কারণে শিশু কী হতে বঞ্চিত হয়? (জ্ঞান)
 প্রয়োজনীয় পুষ্টি খ প্রয়োজনীয় শিক্ষা
গ কম্পিউটার চালানো ঘ খেলাধুলা
১০৭. আবির বাংলাদেশে বাস করে। তার দেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে কীসে? (জ্ঞান)
ক মাতৃমৃত্যু হ্রাসে  শিশু মৃত্যু হ্রাসে
গ জন্মহার বৃদ্ধিতে ঘ মৃত্যুহার বৃদ্ধিতে
১০৮. ১৯৯০ সালে বাংলাদেশে প্রতিহাজারে শিশু মৃত্যুহার কত ছিল? (জ্ঞান)
ক ১৪০ খ ১৪৫  ১৪৯ ঘ ১৫০
১০৯. ২০১৪ সালে বাংলাদেশে শিশু মৃত্যুহার প্রতিহাজারে কতজন ছিল? (জ্ঞান)
ক ২০ জন  ৩০ জন গ ৪০ জন ঘ ৫০ জন
১১০. উন্নত দেশসমূহের তুলনায় বাংলাদেশের শিশু মৃত্যুহার কেমন? (জ্ঞান)
 বেশি খ কম গ স্থির ঘ পরিবর্তনশীল
১১১. বাংলাদেশের শিশুদের একটি বিরাট অংশ মৃত্যুবরণ করে কেন? (জ্ঞান)
ক সচ্ছলতার জন্য খ উন্নত চিকিৎসার জন্য
 দারিদ্র্যতার জন্য ঘ পুষ্টিকর খাবারের জন্য
১১২. মায়েদের প্রসবোত্তর অসচেতনতার কারণে কোনটি ঘটে? (অনুধাবন)
ক স্বাস্থ্যগঠন  শিশুমৃত্যু গ মাতৃমৃত্যু ঘ রক্ষণাবেক্ষণ
১১৩. বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক সচেতনতা খ উন্নত চিকিৎসা
গ পুষ্টিকর খাবার  স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অসচেতনতা
১১৪. গ্রামের চেয়ে শহরে শিশুমৃত্যুর হার কেমন থাকে? (জ্ঞান)
ক বেশি  কম গ উর্ধ্বমুখী ঘ সমান
১১৫. রিপার ১৪ বছর বয়সে বিয়ে হয়, এক্ষেত্রে কোন বিষয়টি তার মৃত্যু ঝুঁকি বাড়াতে পারে? (উচ্চতর দক্ষতা)
 সন্তানধারণ খ সাংসারিক কাজ
গ স্বামীর সাথে সুসম্পর্ক ঘ পড়াশোনা
১১৬. ১৯৯১ সালের ঘুর্ণিঝড় ও জলোচ্ছ¡াসে কতজন মানুষ মারা গিয়েছিল? (জ্ঞান)
ক ১,২০,০০০ খ ১,২৫,০০০  ১,৩৮,০০০ ঘ ১,৪৫,০০০
১১৭. ১৯৯০ সালের ঘূর্ণিঝড়ে মৃত মানুষের মধ্যে কতভাগ শিশু ছিল? (জ্ঞান)
ক ৪০  ৫০ গ ৬০ ঘ ৭০
১১৮. বাবা-মা বেশি সন্তান জন্মদানে উৎসাহী হয় কেন? (জ্ঞান)
ক মায়ের মৃত্যুতে
খ বাবার মৃত্যুতে
 শিশু মৃত্যুতে
ঘ উন্নত চিকিৎসার ফলে
১১৯. কোনটি পারিবারিক ভাঙনকে তীব্র করে? (অনুধাবন)
ক সচ্ছ¡লতা খ মায়ের মৃত্যু গ বাবার মৃত্যু  শিশু মৃত্যু
১২০. একটি পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয় কেন? (জ্ঞান)
ক শিশুর মৃত্যুতে খ মায়ের মৃত্যু
গ ব্যবসায়িক সাফেল্যর ফলে ঘ পুষ্টিকর খাবারের ফলে
১২১. শিশুমৃত্যু হার রোধ করতে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক অসচেতনতা খ নিরবতা
 সচেতনতা ঘ পারিবারিক অসচেতনতা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২২. মাতৃমৃত্যুর কারণসমূহ হলোÑ (জ্ঞান)
র. নারী শিক্ষার অভাব
রর. নি¤œ জীবনযাত্রা
ররর. ঝুঁকিপূর্ণ গর্ভপাত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৩. মাতৃমৃত্যুর প্রত্যক্ষ প্রভাব হলোÑ (অনুধাবন)
র. শিশুর পুষ্টিহীনতা
রর. শিশুর সামাজিকীকরণে সমস্যা
ররর. সুষ্ঠু সামাজিকীকরণ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৪. মাতৃমৃত্যুর ফলেÑ (অনুধাবন)
র. শিশু অবহেলিত হয়
রর. পিতা পুনরায় বিয়ে করে
ররর. সামাজিকীকরণ ব্যহত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৫. শিশুমৃত্যুর কারণ হলোÑ (অনুধাবন)
র. পুষ্টিকর খাবারের অভাব
রর. উন্নত চিকিৎসার ফলে
ররর. মায়ের পুষ্টিগত সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৬. শিশুরা সাধারণত আক্রান্ত হয়Ñ (অনুধাবন)
র. পোলিও রোগে
রর. ধনুস্টংকার রোগে
ররর. য²া রোগে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৭. শিশুর মৃত্যু হলেÑ (অনুধাবন)
র. পারিবারিক ভাঙন সৃষ্টি হয়
রর. অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়
ররর. ঘন ঘন সন্তান নেয়ার প্রবণতা বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ০ ও ০ নং প্রশ্নের উত্তর দাও :
অনিমা ১৩ বছর বয়সী কিশোরী, তার বিয়ে হয় ২৭ বছরের হেলালের সাথে। বিয়ের এক বছর পর অনিমা সন্তান ধারণ করে। গর্ভধারণ সম্পর্কে অসচেতনতার কারণে জন্মের পরপর তার শিশু সন্তান মারা যায়।
১২৮. অনিমার গর্ভজাত সন্তানের মৃত্যুর কারণ কী? (প্রয়োগ)
 বাল্য বিবাহ খ বহুবিবাহ গ পুষ্টি ঘ সচেতনতা
১২৯. তার সন্তান মারা যাবার ফলেÑ (উচ্চতর দক্ষতা)
র. পারিবারিক কলহ বাড়বে
রর. অনিমা নিগ্রহের স্বীকার হবে
ররর. পারিবারিক অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
ন্ধ পাঠ-৫ : বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩০. একটি দেশের অর্থনৈতিক শক্তির মূল উৎস কী? (জ্ঞান)
ক অদক্ষ সম্পদ  প্রাকৃতিক সম্পদ
গ অনুন্নত অবকাঠামো ঘ সংকীর্ণবাজার
১৩১. কোনটি বাংলাদেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ? (উচ্চতর দক্ষতা)
ক তেল খ কয়লা
 প্রাকৃতিক গ্যাস ঘ আকরিক লোহা
১৩২. বাংলাদেশের জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক সম্পদের পরিমাণ কেমন? (জ্ঞান)
 কম খ বেশি গ অনেক বেশি ঘ অপ্রতুল
১৩৩. প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ছে কেন? (জ্ঞান)
ক জনসংখ্যা কমায়
 জনসংখ্যা বাড়ায়
গ জনসংখ্যা স্থির থাকায়
ঘ জনসংখ্যার ক্রমাগত নি¤œমুখী প্রবণতায়
১৩৪. কাঠ ও কাঠজাত দ্রব্যের বিবিধ ব্যবহারের ফলে কোনটি ধ্বংস হচ্ছে? (জ্ঞান)
ক নদী-নদী খ সাগর গ মাটি  বন
১৩৫. অধিক জনসংখ্যার ফলে ক্রমশ হ্রাস পাচ্ছে কোনটি? (জ্ঞান)
 কৃষিজমি খ নদী গ বায়ু ঘ সাগর
১৩৬. প্রাকৃতিক গ্যাসের কতভাগ ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক ৪০ খ ৫০  ৬০ ঘ ৭০
১৩৭. পানি দূষিত হওয়ার অন্যতম কারণ কী? (অনুধাবন)
 কলকারখানার বর্জ্য খ দূষিত বাতাস
গ বৃষ্টির পানি ঘ নলক‚প
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৮. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ হলোÑ (অনুধাবন)
র. প্রাকৃতিক গ্যাস
রর. বনভ‚মি
ররর. হীরা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৯. বনজ সম্পদ ধ্বংস হচ্ছেÑ (অনুধাবন)
র. অবকাঠামো নির্মাণ করায়
রর. নিত্যপ্রয়োজনে কাঠের ব্যবহার
ররর. জনসংখ্যা বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪০. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়Ñ (অনুধাবন)
র. বিদ্যুৎ উৎপাদনে
রর. ইউরিয়া সার উৎপাদনে
ররর. যানবাহন চালনায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ০ ও ০ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। তার মধ্যে একটি প্রধান প্রাকৃতিক সম্পদ দেশের অর্থনৈতিক কার্যক্রমে গতি এনে দিয়েছে। উৎপাদন, জ্বালানি ও শক্তি উৎপাদনে এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার এদেশের মানুষের জীবনযাত্রাকে করেছে সহজ।
১৪১. অনুচ্ছেদে বাংলাদেশের কোন প্রাকৃতিক সম্পদের ইঙ্গিত করা হচ্ছে? (প্রয়োগ)
 প্রাকৃতিক গ্যাস খ কয়লা
গ খনিজ তেল ঘ সিলিকা বালি
১৪২. উক্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেÑ (উচ্চতর দক্ষতা)
র. বিদ্যুৎ উৎপাদিত হয়
রর. জ্বালানি উৎপাদিত হয়
ররর. ইউরিয়া সার উৎপাদিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
ন্ধ পাঠ-৬ : বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, প্রভাব ও সমাধান পদক্ষেপ º বোর্ড বই, পৃষ্ঠা-৭৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৩. ১৯৭৪ সালের- আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক ৮ কোটি খ ৬ কোটি  ৭.৬৪ কোট ঘ ৯ কোটি
১৪৪. ২০১১ সালের আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা কত হয়? (জ্ঞান)
ক ১০ কোটি  ১৪.৯৭ কোটি গ ১৫ কোটি ঘ ১৬ কোটি
১৪৫. ১৯৭৪ সালের তুলনায় ২০১১ সালে জনসংখ্যা কতগুণ বৃদ্ধি পেয়েছে? (প্রয়োগ)
ক প্রায় ১.৫ গুণ  প্রায় ২ গুণ গ প্রায় ৩ গুণ ঘ প্রায় ৩.৫ গুণ
১৪৬. ২০০১ সালে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত হয়? (জ্ঞান)
ক ৭৫০ জন খ ৮০০ জন  ৮৩৪ জন ঘ ৯০০ জন
১৪৭. ২০১১ সালে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত হয়? (জ্ঞান)
ক ৮৫০ জন খ ৯০০ জন গ ৯৫০ জন  ১০১৫ জন
১৪৮. বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি হয়? (উচ্চতর দক্ষতা)
ক ৫ বছর  ১০ বছর গ ১৫ বছর ঘ ২০ বছর
১৪৯. বাংলাদেশে প্রতিবছর কতজন শিশু জন্ম নিচ্ছে? (জ্ঞান)
ক ১৫ লক্ষ খ ২০ লক্ষ  ২৫ লক্ষ ঘ ৩০ লক্ষ
১৫০. স্থির জনসংখ্যা বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক জন্মহার বৃদ্ধি খ মৃত্যুহার বৃদ্ধি
 জন্মহার ও মৃত্যুহার সমান ঘ জন্মহার হ্রাস
১৫১. বাংলাদেশে প্রতিবছর কতজন মৃত্যুবরণ করছে? (জ্ঞান)
ক ৩ লক্ষ খ ৪ লক্ষ গ ৫ লক্ষ  ৬ লক্ষ
১৫২. বাংলাদেশে প্রতিবছর কতজন লোক বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
 ১৯ লক্ষ খ ২০ লক্ষ গ ২১ লক্ষ ঘ ২২ লক্ষ
১৫৩. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ কী? (অনুধাবন)
ক মাত্রাতিরিক্ত বহির্গমন খ জন্মহার হ্রাস
গ উপযুক্ত শিক্ষা  উচ্চ জন্মহার ও নি¤œ মৃত্যুহার
১৫৪. স্থুল জন্মহার ও মৃত্যুহার নির্ণয়ে রাহাত কোনটিকে একক হিসেবে ব্যবহার করবে? (প্রয়োগ)
ক দশক খ শতক  হাজার ঘ লক্ষ
১৫৫. বাংলাদেশে নির্ভরশীল ও কর্মক্ষম জনসংখ্যার অনুপাত কত? (উচ্চতর দক্ষতা)
 ৪০ : ৬০ খ ৫০ : ৫ গ ৬০ : ৪০ ঘ ৭০ : ৩০
১৫৬. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হয় কীভাবে? ()
ক পুষ্টিকর খাবার দিয়ে  উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে
গ নিরাপদ পানি দিয়ে ঘ বঞ্চিত করে
১৫৭. পুরুষের জন্য বিয়ে করার ন্যূনতম বয়স কত? (জ্ঞান)
ক ১৮ বছর খ ২২ বছর  ২১ বছর ঘ ২০ বছর
১৫৮. জনসংখ্যা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ কোনটি? (উচ্চতর দক্ষতা)
 জনগণকে জনস্পদে রূপান্তর করা
খ বেকার ভাতা প্রদান করা
গ ঋণ প্রদান করে
ঘ জনসংখ্যা নিয়ন্ত্রণ করে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৯. জনসংখ্যা হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ হলোÑ (অনুধাবন)
র. জন্ম
রর. মৃত্যু
ররর. দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬০. বাংলাদেশের মৃত্যুহার হ্রাসে ভ‚মিকা রেখেছেÑ (উচ্চতর দক্ষতা)
র. উন্নত চিকিৎসা
রর. সম্প্রসারিত টিকাদান কর্মসূচি
ররর. বহুবিবাহ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬১. জনসংখ্যা বৃদ্ধি প্রত্যক্ষভাবে প্রভাব ফেলেÑ (অনুধাবন)
র. শিক্ষায়
রর. চিকিৎসায়
ররর. প্রাকৃতিক সম্পদে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৬২. জনসংখ্যা সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ হলোÑ (অনুধাবন)
র. কর্মমুখী কাজের প্রশিক্ষণ দেওয়া
রর. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতন করা
ররর. নারীদের কাজের সুযোগ করে দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৩ ও ১৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
শাহিদা বেগম তার সন্তানদের শিক্ষাদান এবং স্বাস্থ্য রক্ষার ব্যাপারে খুবই সচেতন। তিনি মনে করেন প্রত্যেক মা-বাবার এসব বিষয়ে সচেতন হওয়া উচিত। আর এই সচেতনতা আনার জন্য সামাজিকভাবে একটি কর্মসূচি থাকা প্রয়োজন। এই কর্মসূচিতে গণশিক্ষা ও বয়স্ক শিক্ষার গুরুত্ব, স্বাস্থ্য রক্ষার প্রাথমিক ধারণা, পরিবার-পরিকল্পনার প্রয়োজনীয়তা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।
১৬৩. অনুচ্ছেদে উল্লিখিত বিষয়গুলো কীসের সাথে সম্পৃক্ত? (প্রয়োগ)
ক জন্মহার নিয়ন্ত্রণ খ মৃত্যুহার নিয়ন্ত্রণ
গ বহিরাগমন নিয়ন্ত্রণ  জনসংখ্যা নিয়ন্ত্রণ
১৬৪. উক্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে আবশ্যকÑ (উচ্চতর দক্ষতা)
র. বাল্য ও বহুবিবাহ চালু করা
রর. নারীদের উৎপাদনমুখী কর্মে নিযুক্ত করা
ররর. ছোট পরিবারের সুবিধাসমূহ প্রচার করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর

 

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

 

Leave a Reply