সপ্তম শ্রেণির বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য

তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষায়দি
 পরজীবী মূলের অপর নাম শোষক মূল।  ঘৃতকুমারীর পাতা খাদ্য সঞ্চয় করে।
 শ্বাসমূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে ।  রসুনগাছের পাতায় খাদ্য জমা থাকে।
 পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল নেই।  পরাশ্রয়ী বায়বীয় মূল থাকে রাস্নার।

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে?
ক ডালিয়া খ আম, আদা
গ মিষ্টি আলু হ করলা
২. রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলোÑ
র. সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে
রর. পর্ব ও পর্বমধ্যগুলো সংকুচিত
ররর. মাটির নিচে সমান্তরালভাবে থাকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৩. গ চিহ্নিত অংশটির কাজ হচ্ছেÑ
র. খাদ্য জমা রাখা রর. কাক্ষিক মুকুলকে রক্ষা করা ররর. প্রজননে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
হ র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪. উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয়?
ক গ ও ঘ হ ঘ ও ঙ গ ঙ ও চ ঘ গ ও চ

পাঠ ১ : প্রধান মূলের রূপান্তর
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫. আকৃতিগত দিক থেকে মূল কত প্রকার? (জ্ঞান)
ক ২ খ ৩ হ ৪ ঘ ৫
৬. মুলাকৃতির মূল কোনটি? (জ্ঞান)
ক গাজর খ শালগম হ মুলা ঘ সন্ধ্যামালতি
৭. কন্দাকৃতি মূল কোনটি? (জ্ঞান)
ক শালগম খ গাজর
 সন্ধ্যামালতি ঘ রসুন
৮. মূল রূপান্তরিত হওয়ার কারণ কী? (জ্ঞান)
ক কাজ সম্পাদন খ খাদ্য সঞ্চয়
গ পানি সঞ্চয়  বিশেষ কাজ সম্পাদন
৯. গাজরের নিচের দিকে কেমন? (অনুধাবন)
ক মোটা খ সরু
হ ক্রমশ সরু ঘ হঠাৎ করে সরু
১০. কোনটি নিচের দিকে হঠাৎ করে সরু হয়েছে? (অনুধাবন)
ক মুলা খ গাজর গ মিষ্টি আলু  শালগম
১১. মুলার কোন অংশ মোটা? (জ্ঞান)
ক উপরের দিকে খ নিচের দিকে
 মধ্যভাগ ঘ সম্পূর্ণ অংশ
১২. নিচের কোনটি রূপান্তরিত মূল নয়? (অনুধাবন)
ক মুলা খ গাজর  আদা ঘ শালগম
১৩. নিচের কোনটির উপরে এবং নিচের অংশ ক্রমশ সরু? (অনুধাবন)
 মুলা খ শালগম
গ গাজর ঘ সন্ধ্যামালতি
১৪. নিচের কোনটির মূলের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই? (উচ্চতর দক্ষতা)
ক মিষ্টি আলু খ শালগম
গ গাজর  সন্ধ্যামালতি
১৫. শালগমের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য? (উচ্চতর দক্ষতা)
ক নিচের দিকে ক্রমশ সরু
খ উপরের দিকে ক্রমশ মোটা
গ সম্পূর্ণ অংশ খাদ্য সঞ্চয় করে
 বিশেষ কাজ সম্পন্ন করার জন্য রূপান্তরিত
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬. প্রধান মূল মোটা ও রসালÑ (অনুধাবন)
র. শালগমের রর. মুলার ররর. গাজরের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও রর
১৭. বিশেষ কাজের জন্য মূল রূপান্তরিত হয়Ñ (অনুধাবন)
র. মুলার রর. গাজরের ররর. সন্ধ্যামালতির
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও রর
১৮. নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকে নাÑ (অনুধাবন)
র. শালগমের রর. সন্ধ্যামালতির ররর. হলুদের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  ররর গ রর ও ররর ঘ র, রর ও রর
১৯. রূপান্তরিত মূলে অনুপস্থিত Ñ (অনুধাবন)
র. রসাল অংশ রর. গিট ররর. ফুল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও রর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রটি লক্ষ কর ২০Ñ২২নং প্রশ্নের উত্তর দাও :

২০. চিত্রের মূলটির নাম কী? (প্রয়োগ)
ক মুলা খ গাজর  শালগম ঘ পাথরকুচি
২১. চিত্রের মূলটির নিচের অংশ কিরূপ? (অনুধাবন)
ক ক্রমশ সরু  হঠাৎ করে সরু
গ মোটা ঘ অনিয়মিতভাবে মোটা
২২. চিত্রের মূলটির কোন অংশ খাদ্য সঞ্চয় করে? (উচ্চতর দক্ষতা)
 উপরের অংশ খ মধ্যভাগ
গ নিচের অংশ ঘ সম্পূর্ণ অংশ
পাঠ ২Ñ৪ : রূপান্তরিত অস্থানিক মূল
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩. আম, আদার মূল কোন ধরনের? (জ্ঞান)
ক কন্দাল মূল খ গুচ্ছিত মূল
 নডুলুজ মূল ঘ শলাকৃতির মূল
২৪. কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে? (জ্ঞান)
ক ডালিয়া খ আম গ মিষ্টি আলু  করলা
২৫. শতমূলী, ডালিয়ার মূল কী ধরনের? (অনুধাবন)
 গুচ্ছিত কন্দমূল খ নডুলুজ
গ মালা আকৃতি ঘ কন্দাল
২৬. মিষ্টি আলু এক ধরনের? (জ্ঞান)
 মূল খ কাণ্ড
গ পাতা ঘ রূপান্তরিত কাণ্ড
২৭. বট গাছের অস্থানিক রূপান্তরিত মূল কোনটি? (জ্ঞান)
 স্তম্ভমূল খ ঠেসমূল গ আরোহী ঘ বায়বীয়
২৮. নিচের কোনটিতে পরাশ্রয়ী বায়বীয় মূল দেখা যায়? (জ্ঞান)
 রাস্না খ বট গ পান ঘ ডালিয়া
২৯. নিচের কোনটিতে ক্লোরোফিল থাকে না? (জ্ঞান)
 স্বর্ণলতা খ পান গ রাস্না ঘ মিষ্টি আলু
৩০. কোনটি খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে মূল প্রবেশ করে? (জ্ঞান)
ক বট খ পান
গ রাস্না  স্বর্ণলতা
৩১. সুন্দরী গাছে দেখা যায় কোনটি? (জ্ঞান)
ক শোষক মূল  শ্বাসমূল
গ জনন মূল ঘ বায়বীয় মূল
৩২. স্বর্ণলতার মূল কেমন? (জ্ঞান)
 শোষকমূল খ শ্বাসমূল গ ঠেসমূল ঘ স্তম্ভমূল
৩৩. অস্থানিক মূল রূপান্তরিত হয় কয়টি কারণে? (জ্ঞান)
ক ২টি  ৩টি গ ৪টি ঘ ৫টি
৩৪. নডুলুজ মূল কোনটি? (জ্ঞান)
 আম, আদা খ আলু
গ করলা ঘ পান
৩৫. কেয়ার মূল কী ধরনের? (জ্ঞান)
ক গুচ্ছিত কন্দমূল খ নডুলুজ
 ঠেসমূল ঘ আরোহী মূল
৩৬. শ্বাসমূল কোনটি? (অনুধাবন)
ক শাল খ সেগুন গ গর্জন  গরান
৩৭. পরজীবী মূল কোনটি? (অনুধাবন)
 স্বর্ণলতা খ বট গ পান ঘ মানিপ্লান্ট
৩৮. পরজীবী মূলের অপর নাম কী? (জ্ঞান)
 শোষক মূল খ শ্বাস মূল
গ জনন মূল ঘ আরোহী মূল
৩৯. নিউমাটোফোর অর্থ কী? (জ্ঞান)
ক জনন মূল  শ্বাসমূল
গ ঠেসমূল ঘ পরজীবী মূল
৪০. সমুদ্র উপক‚লের সাথে সম্পৃক্ত কোনটি? (অনুধাবন)
ক শোষক মূল  শ্বাসমূল
গ জনন মূল ঘ আরোহী মূল
৪১. বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে কোনটির মূল? (অনুধাবন)
ক পানের খ কেয়ার  রাস্নার ঘ স্বর্ণলতার
৪২. মিষ্টি আলুতে কী ধরনের মূল থাকে? (অনুধাবন)
ক শ্বাসমূল খ পরাশ্রয়ী মূল  কন্দাল মূল ঘ ঠেসমূল
৪৩. পরজীবী উদ্ভিদে কোনটি নেই? (জ্ঞান)
 ক্লোরোফিল খ ক্লোরোপ্লাস্ট
গ ক্রোমোফিল ঘ লিউকোপ্লাস্ট
৪৪. বাতাস থেকে জলীয়বাষ্প গ্রহণ করে কোন মূল? (জ্ঞান)
ক শ্বাসমূল খ জনন মূল  পরাশ্রয়ী মূল ঘ শোষক মূল
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৫. রূপান্তরিত অস্থানিক মূল হলোÑ (অনুধাবন)
র. কন্দাল রর. আম, আদা রর. শতমূলী
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
 র ও রর ঘ র, রর ও ররর
৪৬. মিষ্টি আলুÑ (অনুধাবন)
র. প্রজননে অংশগ্রহণ করে রর. এক ধরনের জনন মূল
ররর. এক ধরনের শোষক মূল
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৭. রাস্না উদ্ভিদÑ (অনুধাবন)
র. বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে
রর. বায়বীয় মূল সম্পন্ন
ররর. পরাশ্রয়ী মূল সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. অস্থানিক মূল বিশেষ বিশেষ ক্ষেত্রেÑ (অনুধাবন)
র. পরিবর্তিত হয় রর. রূপান্তরিত হয় ররর. খাদ্য সঞ্চয় করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৪৯. গুচ্ছিত মূল থাকেÑ (অনুধাবন)
র. মিষ্টি আলুতে রর. ডালিয়াতে ররর. শতমূলীতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. যান্ত্রিক ভারসাম্য রক্ষা করেÑ (অনুধাবন)
র. স্তম্ভমূল রর. ঠেসমূল ররর. ভাসমান মূল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৫১. পান আঁকড়ে ধরেÑ (অনুধাবন)
র. অন্য উদ্ভিদ রর. প্রাচীর ররর. শক্ত খুঁটি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৫২. স্বর্ণলতার মূলÑ (অনুধাবন)
র. পরজীবী রর. শোষক ররর. শ্বাসমূল
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও রর
৫৩. লবণাক্ত মাটিতে জন্মায় এবং শ্বাসমূল থাকেÑ (অনুধাবন)
র. কেয়া রর. সুন্দরি ররর. গরান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও রর
৫৪. প্রজননে অংশগ্রহণ করেÑ (অনুধাবন)
র. পটল রর. কাকরোল ররর. মিষ্টি আলু
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও রর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৫৫-৫৭নং প্রশ্নের উত্তর দাও :

৫৫. চিত্রের উদ্ভিদটির নাম কী? (প্রয়োগ)
ক শিমুল খ অপরাজিতা গ পলাশ  কেয়া
৫৬. চিত্রের উদ্ভিদের মূলের নাম কী? (অনুধাবন)
ক আরোহী মূল  ঠেস মূল
গ স্তম্ভ মূল ঘ পরজীবী মূল
৫৭. চিত্রের উদ্ভিদের মূল উদ্ভিদকে কী করতে সহায়তা করে? (উচ্চতর দক্ষতা)
ক খাদ্য সঞ্চয় করতে
 গাছকে সোজা হয়ে দাঁড়াতে
গ গাছের ফুল ধরতে
ঘ গাছ বড় হতে
পাঠ ৫ Ñ ৭ : রূপান্তরিত কাণ্ড
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৮. নিচের কোনটি স্ফীত কন্দ? (জ্ঞান)
 গোল আলু খ আদা গ ওলকচু ঘ পিঁয়াজ
৫৯. গোলআলু কিসের উদাহরণ? (জ্ঞান)
 টিউবার খ কন্দ গ রাইজোম ঘ গুড়িকন্দ
৬০. ওলকচুর কাণ্ড কী জাতীয়? (জ্ঞান)
ক টিউবার খ রাইজোম  গুড়িকন্দ ঘ কন্দ
৬১. অর্ধ-বায়বীয় রূপান্তরিত কাণ্ড কত প্রকার? (জ্ঞান)
ক ১ খ ২ গ ৩  ৪
৬২. পিঁয়াজ ও রসুনের কাণ্ড কেমন? (জ্ঞান)
ক রাইজোম খ গুড়িকন্দ
 কন্দ ঘ স্ফীতকন্দ
৬৩. কন্দ কী? (জ্ঞান)
 ভ‚-নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড
খ অর্থ বায়বীয় রূপান্তরিত কাণ্ড
গ বায়বীয় রূপান্তরিত কাণ্ড
ঘ রূপান্তরিত মূল
৬৪. নিচের কোনটি বিরুৎ? (জ্ঞান)
 কচুরিপানা খ রসুন
গ পিঁয়াজ ঘ আদা
৬৫. ধাবক দেখা যায় নিচের কোন উদ্ভিদে? (জ্ঞান)
 দুর্বাঘাস খ কচুরিপানা
গ বাঁশ ঘ চন্দ্রমল্লিকা
৬৬. নিচের কোন উদ্ভিদটির কাণ্ড ফাইলোক্ল্যাড? (জ্ঞান)
 ফনীমনসা খ বেল
গ মেহেদি ঘ ময়না কাঁটা
৬৭. স্টেম ট্রেনড্রিল দেখা যায় কোন উদ্ভিদে? (জ্ঞান)
ক কেয়া খ পান
‘ হাড়জোড়া ঘ কচু
৬৮. রূপান্তরিত কাণ্ড কত প্রকার? (জ্ঞান)
ক ২  ৩ গ ৪ ঘ ৫
৬৯. ভ‚নিম্নস্থ কাণ্ড কত প্রকার? (জ্ঞান)
ক ২ খ ৩  ৪ ঘ ৫
৭০. অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড কয়টি? (জ্ঞান)
 ৪টি খ ৫টি গ ৩টি ঘ ৬টি
৭১. স্ফীত কন্দের অপর নাম কী? (জ্ঞান)
 টিউবার খ রাইজোম
গ স্টোলন ঘ গুড়িকন্দ
৭২. ফাইলোক্ল্যাড-এর অপর নাম কী? (জ্ঞান)
ক কণ্টক খ থর্ন
 পর্ণ কাণ্ড ঘ রূপান্তর কাণ্ড
৭৩. বক্র ধাবকের অপর নাম কী? (জ্ঞান)
 স্টোলন খ রাইজোম গ কন্দ ঘ টিউবার
৭৪. স্ফীত কন্দের উদাহরণ কোনটি? (জ্ঞান)
 গোল আলু খ মিষ্টি আলু গ পেঁয়াজ ঘ রসুন
৭৫. অফসেটের উদাহরণ কোনটি? (অনুধাবন)
ক কচু খ থানকুনি  টোপাপানা ঘ ওলকচু
৭৬. কন্দের উদাহরণ কোনটি? (জ্ঞান)
ক কচু  পেঁয়াজ গ আদা ঘ আলু
৭৭. গুড়িকন্দের উদাহরণ কী? (জ্ঞান)
ক আলু খ বেগুন গ আদা  ওলকচু
৭৮. স্ফীত কন্দের সাথে সম্পর্কিত কোনটি? (অনুধাবন)
ক মুখ খ ঠোঁট গ আঙুল  চোখ
৭৯. ভ‚নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কোনটি? (অনুধাবন)
 কন্দ খ অফসেট গ ধারুক ঘ বাহক
৮০. নরম কাণ্ড কোনটি? (অনুধাবন)
 বিরুৎ খ গুল্ম
গ বৃক্ষ ঘ ভ‚নিম্নস্থ কাণ্ড
৮১. কোন উদ্ভিদে গোড়া থেকে লম্বা শাখা বের হয়? (অনুধাবন)
 কচু খ থানকুনি
গ কচুরিপানা ঘ পাতাবাহার
৮২. যেসব উদ্ভিদের কাণ্ড মূলের ন্যায় মাটির নিচে বৃদ্ধি পায় তাদের বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক প্রতিক‚ল পরিবেশে টিকে থাকতে পারে না
খ খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বংশবিস্তার করতে পারে
 অঙ্গজ উপায়ে বংশবিস্তার করতে পারে
ঘ মাটি থেকে প্রচুর পানি শোষণ করতে পারে
৮৩. গোল আলুকে স্ফীত কন্দ বলার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক স্ফীত কন্দে পর্ব থাকে না
খ স্ফীত কন্দে শল্কপত্র থাকে না
গ কাক্ষিক মুকুল থাকে
 খাদ্য সঞ্চয় করতে পারে
৮৪. ফণীমনসার পাতা দেখা যায় না কেন? (উচ্চতর দক্ষতা)
 পাতাগুলো কাঁটায় পরিণত হয়
খ কোনো পাতা না থাকায়
গ পাতা কাণ্ডের সাথে মিশে যায়
ঘ বৃদ্ধির সাথে সাথে পাতা ঝরে যায়
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৫. রাইজোমের উদাহরণÑ (অনুধাবন)
র. আদা রর. হলুদ ররর. ওলকচু
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও রর
৮৬. পেঁয়াজের কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্যÑ (অনুধাবন)
র. ক্ষুদ্র রর. গোলাকার ররর. অবতল
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও রর
৮৭. গুড়িকন্দের বড় হয়Ñ (অনুধাবন)
র. শীর্ষমুকুল রর. পার্শ্বমুকুল ররর. কাক্ষিক মুকুল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও রর
৮৮. ভ‚নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডÑ (অনুধাবন)
র. কন্দ রর. চারার কন্দ ররর. গুড়িকন্দ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৯. অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের উদাহরণÑ (অনুধাবন)
র. রানার রর. বক্রধাবক ররর. অফসেট
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও রর
৯০. রানার বা ধাবক হলোÑ (অনুধাবন)
র. থানকুনি রর. দূর্বাঘাস ররর. আমলকী
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও রর
৯১. অফসেটের উদাহরণÑ (অনুধাবন)
র. কচুরিপানা রর. টোপাপানা ররর. ময়নাকাঁটা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও রর
৯২. সাকারের উদাহরণ- (অনুধাবন)
র. চন্দ্রমল্লিকা রর. ডালিয়া ররর. বাঁশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৩. স্টেম টেনড্রিল বা শাখা আকর্ষী হলোÑ (অনুধাবন)
র. ঝুমকোলতা রর. কলসি উদ্ভিদ ররর. হাড়জোড়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৪. থর্নের উদাহরণÑ (অনুধাবন)
র. বেল রর. কুল ররর. মেহেদি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রটি পড় এবং ৯৫-৯৭ নং প্রশ্নের উত্তর দাও :

৯৫. চিত্রের উদ্ভিদটির নাম কী? (প্রয়োগ)
ক ফার্ন  ফণীমনসা
গ কলসি উদ্ভিদ ঘ কণ্টক উদ্ভিদ
৯৬. চিত্রের উদ্ভিদটির কাণ্ড কী ধরনের? (অনুধাবন)
ক পর্ব কাণ্ড খ শাখা কণ্টক
 পর্ণ কাণ্ড ঘ শাখা আকর্ষী
৯৭. চিত্রের উদ্ভিদটি কী কাজে ব্যবহার করা হয়? (উচ্চতর দক্ষতা)
ক সবজি খ সালাদ
গ ওষুধি  সৌন্দর্যবর্ধক
পাঠ ৮ : রূপান্তরিত পাতা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৮. নিচের কোন উদ্ভিদে আকর্ষী দেখা যায়? (জ্ঞান)
 জংলীমটর খ ঘৃতকুমারী
গ ফনীমনসা ঘ পাথরকুঁচি
৯৯. পতঙ্গ ফাঁদ ব্যবহার করে কোন উদ্ভিদ? (জ্ঞান)
ক পাথরকুঁচি  কলসী উদ্ভিধ
গ লেবু ঘ ঘৃতকুমারী
১০০. শল্কপত্রের কাজ কী? (প্রয়োগ)
ক খাদ্য তৈরি করা
খ প্রজনন ঘটানো
গ আত্মরক্ষা
 কাক্ষিক মুকুলকে রক্ষা করা
১০১. জলজ উদ্ভিদ কোনটি? (জ্ঞান)
ক পাথরকুচি  ঝাঁঝি
গ স্বর্ণলতা ঘ কলসি উদ্ভিদ
১০২. ঝাঁঝি কী ধরনের উদ্ভিদ? (জ্ঞান)
ক স্থলজ  জলজ
গ পরজীবী ঘ উভয় ধরনের
১০৩. কণ্টকপত্র থাকে কোনটির? (অনুধাবন)
ক গোলাপ খ কুল  লেবু ঘ বেল
১০৪. শল্কপত্রের উদাহরণ কোনটি? (অনুধাবন)
ক আলু খ আদা  পেঁয়াজ ঘ হলুদ
১০৫. কোনটির পাতা খাদ্য সঞ্চয় করে? (অনুধাবন)
ক আদা খ পাথরকুচি গ গোলাপ  ঘৃতকুমারী
১০৬. লতা উদ্ভিদ কোনটি? (অনুধাবন)
ক আদা খ পেঁয়াজ
গ কৃষ্ণচ‚ড়া  কলসি উদ্ভিদ
১০৭. কোন গাছের পাতায় খাদ্য জমা থাকে? (অনুধাবন)
ক বেল খ আদা  রসুন ঘ ডালিয়া
১০৮. কোন উদ্ভিদের পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়? (অনুধাবন)
ক ঘৃতকুমারী  পাথরকুচি গ জংলি মটর ঘ লেবুপাতা
১০৯. কোন উদ্ভিদের পাতা কাঁটায় পরিণত হয়? (অনুধাবন)
ক পাথরকুচি  লেবু গ ঘৃতকুমারী ঘ ফণীমনসা
১১০. উদ্ভিদের পাতা বের হয় কোন অংশ থেকে? (অনুধাবন)
ক পর্ব থেকে  কাণ্ডের পর্ব থেকে
গ পর্বমধ্য থেকে ঘ মুকুল থেকে
১১১. পাতা স্প্রিং-এর ন্যায়রূপ ধারণ করে কোনটির? (অনুধাবন)
 জংলি মটর খ হেলেঞ্চ
া গ এলাকোণ্ডা ঘ মাধবিলতা
১১২. কোন গাছের পাতা হতে আমরা ওষুধ পাই? (প্রয়োগ)
ক সুন্দরী খ আদা গাছ  ঘৃতকুমারী ঘ বাঁশ
১১৩. কোন উদ্ভিদের পাতা প্রজনন কাজে ব্যবহৃত হয়? (উচ্চতর দক্ষতা)
ক আদা খ পেঁয়াজ  পাথরকচি ঘ বেল
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৪. খাদ্য সঞ্চয় করে পাতা পুরু ও রসালো হয়Ñ (অনুধাবন)
র. পেঁয়াজের রর. আলুর ররর. ঘৃতকুমারীর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৫. শল্কপত্র থাকেÑ (অনুধাবন)
র. গোল আলুতে রর. আদাতে ররর. পিঁয়াজে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১১৬. রসালো শল্কপত্রের কাজÑ (প্রয়োগ)
র. খাদ্য জমা রাখা রর. কাক্ষিক মুকুলকে রক্ষা করা
ররর. প্রজনেন সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৭. স্প্রিংয়ের ন্যায় রূপধারণ করেÑ (অনুধাবন)
র. পাতার শীর্ষভাগ রর. পাতার মধ্যভাগ
ররর. পত্রক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৮. পেঁয়াজ ও রসুনের পাতার ক্ষেত্রে প্রযোজ্যÑ (অনুধাবন)
র. পুরু রর. রসাল ররর. সঞ্চয়ী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১১৯. পাতায় খাদ্য সঞ্চয় করেÑ (অনুধাবন)
র. পেঁয়াজ রর. পাথরকুচি ররর. রসুন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২০. পাতার কিনারা থেকে কুঁড়ি জন্মায়Ñ (অনুধাবন)
র. পাথরকুচির রর. আলুর ররর. ঝাঁঝি
নিচের কোনটি সঠিক?
 র খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রটি লক্ষ কর এবং ১২১-১২৩নং প্রশ্নের উত্তর দাও :

১২১. চিত্রের উদ্ভিদটি কী জাতীয়? (প্রয়োগ)
 স্থলজ খ জলজ গ পরজীবী ঘ উভচর
১২২. চিত্রের উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক খাদ্য সঞ্চয়  পতঙ্গ ফাঁদ
গ প্রজনন ঘ শল্কপত্র
১২৩. চিত্রের উদ্ভিদটি কিসের রস শুষে নেয়? (প্রয়োগ)
ক অন্য উদ্ভিদের খ কচিপাতা
গ গাছের ফুল, ফল  পোকামাকড়

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১ ল্ফ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

চিত্র : ঢ চিত্র : ণ চিত্র : ত
ক. বুলবিল কী?
খ. পাথরকুচি পাতার মাধ্যমে কীভাবে প্রজনন ঘটে?
গ. চিত্র ঢ -এর ব্যবহারিক দিক ব্যাখ্যা কর।
ঘ.ণ ও ত -এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা কর।
 ১নং প্রশ্নের উত্তর 
ক. কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, সেটিই বুলবিল।
খ. পাথরকুচি উদ্ভিদে পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূলও গজায়। কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়।
গ. উদ্দীপকে দেখানো ঢ চিত্রটি হলো আদা।
আদা একটি রূপান্তরিত কাণ্ড। এ উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। আদা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। খাদ্য ও সবজি হিসেবে এটির ব্যবহার উল্লেখযোগ্য। এছাড়া আমাদের দৈনন্দিন রান্নার কাজে আদাকে মশলা হিসেবে ব্যবহার করা হয়। অপরদিকে বিভিন্ন ঔষধ, চা, জুস ইত্যাদি উদ্দীপক জাতীয় পদার্থ তৈরিতে এর ব্যবহার অন্যতম।
ঘ. ণ ও ত হলো যথাক্রমে গোল আলু ও মিষ্টি আলু। নিচে গোল আলু ও মিষ্টি আলুর বৈশিষ্ট্যের তুলনা করা হলো :

১. এটি একটি স্ফীত কন্দ। ১. এটি একটি রূপান্তরিত কন্দাল মূল।
২. এটিতে পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল আছে। ২. এতে সুগঠিত পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল নেই।
৩. শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। ৩. এতে তা উপস্থিত নেই।
৪. চোখ থেকে কাক্ষিক মুকুল বের হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। ৪. স্ফীত অংশের নিকট চিকন অংশ থেকে এর নতুন উদ্ভিদ জন্ম নেয়।
প্রশ্ন-২ ল্ফ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

গ জ ঘ
ক. অফসেট কী?
খ. কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. ১ম চিত্রে গ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
ঘ.জ ও ঘ উদ্ভিদ দুইটির তুলনামূলক আলোচনা কর।
 ২নং প্রশ্নের উত্তর 
ক. অফসেট হলো টোপাপানা ও কচুরিপানা নামক জলজ উদ্ভিদের খর্বাকৃতির কাণ্ড যাদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা।
খ. কলসি উদ্ভিদ ফাঁদ পেতে পতঙ্গ ধরে বলে একে পতঙ্গ ফাঁদ বলা হয়।
কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। এ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়, পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। এ কারণে কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়।
গ. চিত্রের গ চিহ্নিত অংশটি হলো সমুদ্র উপক‚লবর্তী লবণাক্ত উদ্ভিদের শ্বাসমূল।
শ্বাসমূল : সমুদ্র উপক‚লে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধানমূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এসব রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।
প্রয়োজনীয়তা :
১. ঝড় ঝাপটা থেকে এটি উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে।
২. এরা গ্যাসের আদান-প্রদানে উদ্ভিদকে সহায়তা করে। এ মূল শ্বাসকার্যেও সহযোগিতা করে।
ঘ. চিত্র-জ হলো স্টেম টেনড্রিল বা শাখা আকর্ষী। এটি বায়বীয় রূপান্তিত কাণ্ড।
চিত্র-ঘ হলো বুলবিল। এটিও বায়বীয় রূপান্তরিত কাণ্ড। নিচে জ ও ঘ এর মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো :
ঝুমকোলতা উদ্ভিদের মতো দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও প্যাঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে। আকর্ষীতে পাতা উৎপন্ন হয় না।
কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার অংশ পিণ্ডের আকার ধারণ করে। এদেরকে বুলবিল বলে।

প্রশ্ন-৩ ল্ফ নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক. নিউমাটোফোর কাকে বলে? ১
খ. নিউমাটোফোরের দুইটি বৈশিষ্ট্য লেখ। ২
গ. চিত্র ই ও ঈ এর বিভিন্ন অংশ চিহ্নিত কর। ৩
ঘ.চিত্র ই ও ঈ এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর। ৪
 ৩নং প্রশ্নের উত্তর 
ক. সমুদ্র উপক‚লের লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে মাটির উপরে খাড়াভাবে উঠে আসা মূলে ছোট ছোট ছিদ্র থাকে, এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।
খ. নিউমাটোফোরের দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপ :
র. শ্বাসমূলের ভেতরে বায়ুকুঠুরি থাকে এবং সে কুঠুরিতে বায়ু (ঙ২) ধরে রাখতে পারে।
রর. শ্বাসমূলের কারণে মূল ও বাইরের সাথে গ্যাসের বিনিময় সহজ হয়।
গ. উদ্দীপকের চিত্র ই ও ঈ এর অঙ্গগুলো হলো যথাক্রমে টিউবার ও কন্দ। নিচে এদের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করা হলোÑ

ঘ. উদ্দীপকের চিত্র ই ও ঈ এর অঙ্গগুলো হলো রূপান্তরিত কাণ্ড। এদের অর্থনৈতিক গুরুত্ব নিচে আলোচনা করা হলোÑ
রূপান্তরিত কাণ্ড যেমনÑ গোল আলুর স্ফীত কন্দ ও ওলকচুর গুঁড়ি কন্দ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। গোল আলু ছাড়া আমাদের একদিনও চলে না। গোল আলুকে পৃথিবীর অনেক দেশে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। অর্থাৎ, তারা ভাতের বদলে গোল আলু খেয়ে থাকে। সুতরাং বলা যায় যে, চিত্র ই ও ঈ এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
প্রশ্ন-৪ ল্ফ নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

অ ই
ক. একটি কন্দাকৃতির মূলের নাম লিখ। ১
খ. মূল রূপান্তরিত হয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. চিত্রের অ ও ই ফসল দুইটির সাদৃশ্য লেখ। ৩
ঘ.চিত্রের অ ও ই ফসল দুইটি আলোচনা কর। ৪
 ৪নং প্রশ্নের উত্তর 
ক. একটি কন্দাকৃতির মূলের নাম সন্ধ্যামালতি।
খ. বিশেষ বিশেষ কাজ সাধনের জন্য মূল বিশেষভাবে রূপান্তরিত হয়। খাদ্য সঞ্চয়, যান্ত্রিক কাজ ও শ্বসনকাজ সম্পন্ন করার জন্য মূল রূপান্তরিত মূলে পরিণত হয়। যেমন- মুলা, গাজর, শালগম ইত্যাদি।
গ. চিত্র অ হলো মুলা এবং চিত্র ই হলো গাজর।
মুলা ও গাজরের মধ্য সাদৃশ্য নিম্নরূপ :
ক্স উভয়ই রূপান্তরিত মূল।
ক্স উভয়ের প্রধান মূল মোটা।
ক্স উভয়ই খাদ্য সঞ্চয় করে।
ক্স মুলা ও গাজর উভয়ই রসাল ধরনের।
ক্স মুলা ও গাজর উভয়েরই নিচের অংশ ক্রমশ সরু।
ঘ. চিত্রের ফসল দুটি হলো মুলা ও গাজর।
নিচে আলাদা আলাদাভাবে আলোচনা করা হলো :
মুলা : মুলা এক ধরনের রূপান্তরিত মূল। খাদ্য সঞ্চয়ের বিশেষ কাজটি সম্পন্ন করার জন্য প্রধান মূল মোটা ও রসাল। এর উপরে এবং নিচের অংশ ক্রমশ সরু, মধ্যভাগ মোটা।
গাজর : গাজর একটি শীতকালীন ফসল। খাদ্য সঞ্চয়ের জন্য গাজর রূপান্তরিত হয়ে থাকে। গাজরের উপরের দিক মোটা হলেও নিচের দিকটি ক্রমশ সরু। এটি সালাদ হিসেবে খাওয়া হয়।
প্রশ্ন-৫ ল্ফ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক. কন্দাল মূল কী? ১
খ. পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না কেন? ৩
গ. চিত্রের মূলের শারীরবৃত্তীয় কার্যাবলি বর্ণনা কর। ৩
ঘ.চিত্রের মূলের গুরুত্ব আলোচনা কর। ৪
 ৫নং প্রশ্নের উত্তর 
ক. কন্দাল মূল হলো অনিয়মিতভাবে স্ফীত অস্থানিক মূল।
খ. পরজীবী উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে না বলে তাদের ক্লোরোফিল থাকে না।
পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না কারণ তারা খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে থাকে। এ মূলগুলোকে শোষকমূলও বলে, যেমন- স্বর্ণলতা।
গ. চিত্রের মূলটি একটি রূপান্তরিত মূল।
রূপান্তরিত মূলের শারীরবৃত্তীয় কাজ নিচে ব্যাখ্যা করা হলো :
শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর : শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে।
পরাশ্রয়ী বায়বীয় মূল : পরাশ্রয়ী উদ্ভিদে দুই ধরনের অস্থানিক মূল উৎপন্ন হতে দেখা যায়। এক প্রকার মূল আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে থাকে। যথা : রাস্নার বায়বীয় মূল।
পরজীবী বা শোষক মূল: পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে থাকে।
জনন মূল : কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশ গ্রহণ করে থাকে। যেমন : মিষ্টি আলু।
ঘ. চিত্রের মূল এক ধরনের রূপান্তরিত মূল।
রূপান্তরিত মূলের গুরুত্ব নিচে আলোচনা করা হলো :
১. কোনো কোনো মূল খাদ্য তৈরি করে। এসব খাদ্য ভবিষ্যতে উদ্ভিদের নিজের কাজে লাগে। গাজর, মুলা, শালগম, মিষ্টি আলু, শতমূলী ইত্যাদি উদ্ভিদ মূলে খাদ্য সঞ্চয় করে। এসব মূল থেকে আমরা খাদ্য পেয়ে থাকি। এজন্যই এসব রূপান্তরিত মূল মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।
২. কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার জন্য সোজাভাবে দাঁড়াতে পারে না। তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতকগুলো অস্থানিক মূল বের হয়ে তীর্যকভাবে মাটিতে প্রবেশ করে কতকগুলো মূল উৎপন্ন হয়ে উদ্ভিদটিকে সাহায্য করে।
প্রশ্ন-৬ ল্ফ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

[ফরিদপুর জিলা স্কুল]
ক. শল্কপত্র কী? ১
খ. স্বর্ণলতার শোষক মূল বলতে কী বোঝায়? ২
গ. চিত্র-ক এর বর্ণনা দাও। ৩
ঘ.উদ্ভিদের জীবনে চিত্র-ক ও চিত্র-খ এর প্রয়োজনীয়তা আলোচনা কর। ৪
 ৬নং প্রশ্নের উত্তর 
ক. শল্কপত্র হলো ভ‚নিম্নস্থ কাণ্ডের পাতা যা পাতলা আঁশের ন্যায় আকার ধারণ করে।
খ. স্বর্ণলতার দেহে ক্লোরোফিল থাকে না। খাদ্যের জন্য এরা আশ্রয় দাতা উদ্ভিদের দেহে এক বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে দেয়। এই মূলই শোষক মূল।
গ. চিত্র-ক হলো স্তম্ভমূল। বটগাছে এ ধরনের মূল দেখা যায়। নিচে স্তম্ভমূলের বর্ণনা দেওয়া হলো :
এ ধরনের অস্থানিক মূল-কাণ্ড বা শাখা থেকে উৎপন্ন হয়ে খাড়াভাবে নিচের দিকে নামতে নামতে মাটিতে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে। শাখা-প্রশাখার অতিরিক্ত ভার বহন করা এবং গাছকে দৃঢ়তা প্রদান করা এ মূলের কাজ।
ঘ. চিত্র-ক হলো স্তম্ভমূল যা একটি রূপান্তরিত অস্থানিক মূল।
অস্থানিক মূল উদ্ভিদের বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। সাধারণত তিন ধরনের কাজ করার জন্য অস্থানিক মূল রূপান্তরিত হয়ে থাকে। যথা : খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা ও শারীরবৃত্তীয় কার্য সাধন।
চিত্র-ক হলো বটগাছের স্তম্ভমূল যা গাছের শাখা-প্রশাখার অতিরিক্ত ভার বহন করা অর্থাৎ যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি হয়েছে।
চিত্র-খ হলো স্টোলন বা বক্র ধাবক যা কচুগাছে দেখা যায়। এই অর্ধবায়বীয়, রূপান্তরিত কাণ্ড অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। কাজেই উদ্ভিদের নানাবিধ জৈবিক কার্য সাধনে চিত্র-ক এবং চিত্র-খ এর প্রয়োজনীয়তা অপরিসীম।
প্রশ্ন-৭ ল্ফ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক. রাইজোম কী? ১
খ. মূল কী কী কারণে রূপান্তরিত হয়? ২
গ. চিত্রের অ, ই ও ঈ অংশসমূহ ব্যাখ্যা কর। ৩
ঘ.চিত্রের কাণ্ডটির অর্থনৈতিক গুরুত্বসহ বিশ্লেষণ কর। ৪
 ৭নং প্রশ্নের উত্তর 
ক. রাইজোম এক ধরনের রূপান্তরিত কাণ্ড ।
খ. অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন ৫নং উত্তর দেখ।

গ. চিত্রটি ওলকচুর। ওলকচু গুড়িকন্দের উদাহরণ। ওলকচুর রূপান্তরিত কাণ্ড গুড়িকন্দ নামে পরিচিত। এই কাণ্ডটি আকারে অনেক বড় হয়ে থাকে।
চিত্রের ওলকচুর গুড়িকন্দের ক্ষেত্রে চিহ্নিত অ অংশটি শল্কপত্র যা নতুন উদ্ভিদের জš§ দেয়। ই অংশটি কাক্ষিক মুকুল নামে পরিচিত যা নতুন উদ্ভিদ জন্ম ঘটায়। এর সবচেয়ে নিচে যে অংশটি রয়েছে তা হলো ঈ চিহ্নিত অংশ। যার নাম অস্থানিক মূল। এই অস্থানিক মূলের সাহায্যে খাদ্য আহরণ করে গুড়িকন্দ খাদ্য সঞ্চয় করে থাকে।
ঘ. চিত্রের কাণ্ডটি হলো ওলকচু যা গুড়িকন্দের উদাহরণ। এ ধরনের কাণ্ড বেশ বড়। এ কাণ্ডটির অর্থনৈতিক গুরুত্ব নিচে আলোচনা করা হলো :
ক্স ওলকচু চাষ করতে তেমন পরিশ্রম করতে হয় না।
ক্স অল্প পরিশ্রমে বসতবাড়ির আশপাশে ফাঁকা জায়গায় চাষ করা যায়।
ক্স ওলকচু চাষ করার জন্য জমিতে রাসায়নিক সার বা পচন খুব একটা দিতে হয় না। শুধু ছাই, কম্পোস্ট দিলেই চলে।
ক্স কন্দের আকার বড় হওয়ায় সহজেই লাভবান হওয়া যায়।
প্রশ্ন-৮ ল্ফ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক. কণ্টক পত্র কাকে বলে? ১
খ. কোন উদ্ভিদের পাতা বংশবিস্তারে অংশগ্রহণ করে, ব্যাখ্যা কর। ২
গ. চিত্রের ই অঙ্গটি রূপান্তরিত হয়ে যে কাজটি করে তা ব্যাখ্যা কর। ৩
ঘ.চিত্রের অ অঙ্গটি মাটির উপরে যে রূপান্তর ঘটে তা বিশ্লেষণ কর। ৪
 ৮নং প্রশ্নের উত্তর 
ক. উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হলে তাকে কণ্টক পত্র বলে।
খ. পাথরকুচি উদ্ভিদের পাতা বংশবিস্তারে অংশগ্রহণ করে থাকে।
পাথরকুচি উদ্ভিদ পাতার মাধ্যমে প্রজনন করে থাকে। অনুক‚ল পরিবেশে পাথরকুচি উদ্ভিদের পাতা ফেলে রাখলে তা থেকে নতুন উদ্ভিদ জন্ম নেয়। এভাবে পাথরকুঁচি উদ্ভিদের পাতার মাধ্যমে বংশবিস্তার হয়।
গ. চিত্রের ই অঙ্গটি হলো উদ্ভিদের পাতা যা রূপান্তরিত হয়ে উদ্ভিদের নানাবিধ প্রয়োজনীয় কাজ করে।
এটি রূপান্তরিত হয়ে যে কাজগুলো করে তা নিচে উল্লেখ করা হলো :
১. খাদ্য সঞ্চয় : পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসাল হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে।
২. আরোহণ : উদ্ভিদকে আরোহণে সাহায্য করে থাকে। যেমন : জংলি মটর।
৩. পতঙ্গ ফাঁদ : কোনো কোনো জলজ গাছের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে। এসব থলে বা কলসির মধ্যে পোকামাকড় ঢুকে গেলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। এরপর গাছ পোকার গা থেকে রস শুষে নেয়। এসব উদ্ভিদ এভাবে তাদের আমিষের প্রয়োজন মেটায়।
৪. প্রজনন : কোনো কোনো উদ্ভিদে পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি পাতা থেকে কোনো এক সময় যুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়, যেমন : পাথরকুচি।
ঘ. চিত্রের অ অঙ্গটি হলো কাণ্ড। এরা চার প্রকারে রূপান্তরিত হতে পারে।
পর্ণ কাণ্ড : ফণীমনসা জাতীয় উদ্ভিদটিই এ ধরনের কাণ্ডের উদাহরণ। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। এদের পাতা প্রায়ই দেখা যায় না।
শাখা কণ্টক : অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুঁচালো কাঁটায় রূপান্তরিত হয়। বেল, ময়নাকাঁটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদে শাখা কণ্টক দেখা যায়।
শাখা আকর্ষী : কাক্ষিক মুকুল শাখা উৎপন্ন না করে শাখা আকর্ষীতে রূপান্তরিত হয়ে থাকে।
বুলবিল : কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিকমুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসল পিণ্ডের আকার ধারণ করে, এরাই বুলবিল। এদের আলুর মতো দেখায়।

সৃজনশীল প্রশ্নব্যাংক

প্রশ্ন -৯ ল্ফ শিক্ষক ক্লাসে এমন এক ধরনের রূপান্তরিত কাণ্ডের কথা বললেন যেগুলো মাটির উপরে থেকেই রূপান্তরিত হয়। তারপর তিনি এমন কিছু পাতা সম্পর্কে আলোচনা করলেন যেগুলো বিশেষ কাজে রূপ পরিবর্তন করে।
ক. আরোহী মূল কোথা থেকে উৎপন্ন করে। ১
খ. ঠেসমূল বলতে কী বোঝায়? ২
গ. শিক্ষকের উপস্থাপিত কাণ্ডগুলোর গঠন বর্ণনা কর। ৩
ঘ. শিক্ষকের উপস্থাপিত পাতাগুলোর গঠন ও কাজ বর্ণনা কর। ৪
প্রশ্ন -১০ ল্ফ বিজ্ঞান শিক্ষক রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করার সময় বলল, কিছু কাণ্ড সম্পূর্ণ মাটির নিচে থাকে। আবার কিছু কাণ্ড আছে যাদের কিছু অংশ মাটির নিচে আর অন্য অংশ মাটির উপরে থাকে।
ক. শাখা কণ্টক কী? ১
খ. যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরিত মূলের কাজ লেখ। ২

গ. শিক্ষকের উল্লিখিত কাণ্ডগুলোর গঠন প্রক্রিয়া উপস্থাপন কর। ৩
ঘ. শিক্ষকের উল্লিখিত কাণ্ডগুলোর কার্যাবলি আলোচনা কর। ৪
প্রশ্ন -১১ ল্ফ

ক. স্বর্ণলতা কী? ১
খ. শালগমকে রূপান্তরিত মূল বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে চিত্রে অ ও ই এর মধ্যে পার্থক্য দেখাও। ৩
ঘ. উদ্দীপকে চিত্রে অ ও ই এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর। ৪

অনুশীলনের জন্য দক্ষতাস্তরের প্রশ্ন ও উত্তর

 জ্ঞানমূলক 
প্রশ্ন \ ১ \ বটবৃক্ষের কেমন মূল থাকে?
উত্তর : বটবৃক্ষের স্তম্ভমূল থাকে।
প্রশ্ন \ ২ \ ঠেসমূলের সুবিধা কী?
উত্তর : গাছকে সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করে।
প্রশ্ন \ ৩ \ স্বর্ণলতা কী?
উত্তর : স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ।
প্রশ্ন \ ৪ \ পর্ণ কাণ্ডের অপর নাম কী?
উত্তর : পর্ণ কাণ্ডের অপর নাম ফাইলোক্ল্যাড।
প্রশ্ন \ ৫ \ আকর্ষী উদ্ভিদের উদাহরণ লেখ।
উত্তর : আকর্ষী উদ্ভিদের উদাহরণ জংলি মটর গাছ।
প্রশ্ন \ ৬ \ হলুদ খাদ্য সঞ্চয় করে কীভাবে?
উত্তর : হলুদ খাদ্য সঞ্চয় করে শল্কপত্রের মাধ্যমে।
 অনুধাবনমূলক 
প্রশ্ন \ ১ \ মূলের যান্ত্রিক ভারসাম্য রক্ষা বলতে কী বোঝ?
উত্তর : মূল উদ্ভিদকে মাটির ওপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে, আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে। এজন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে এবং এদেরকে মূলের যান্ত্রিক ভারসাম্য রক্ষা বোঝায়। যেমন : স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল, ভাসমান মূল ইত্যাদি।
প্রশ্ন \ ২ \ রাস্না উদ্ভিদের মূলকে বায়বীয় মূল বলা হয় কেন?
উত্তর : রাস্না উদ্ভিদের মূল বাতাস থেকে জলীয়বাষ্প গ্রহণ করে। এভাবে রাস্না উদ্ভিদের মূল শারীরবৃত্তীয় কার্য সাধন করে থাকে। এজন্য রাস্না উদ্ভিদের মূলকে পরাশ্রয়ী বায়বীয় মূল বলা হয়।
প্রশ্ন \ ৩ \ স্টোলন বা বক্র ধাবক কী? ব্যাখ্যা কর।
উত্তর : কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয়। এ শাখার
শুধুমাত্র পর্বগুলো অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে, বাকি
শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায় অর্থাৎ এরা বিশেষ ধরনের ধাবক।
প্রশ্ন \ ৪ \ রূপান্তরিত পাতার ক্ষেত্রে প্রজনন ব্যাখ্যা কর।
উত্তর : কোনো কোনো উদ্ভিদে পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছ মূলও গজায়। কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়, যেমন-পাথরকুচি।

 

Leave a Reply