ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
ভিন্ন ভিন্ন পদার্থের গঠন ভিন্ন ভিন্ন হয় আর তাই এদের ধর্মও ভিন্ন ভিন্ন হয়।
যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়।
পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়।
কৃত্রিম মৌলিক পদার্থ ২০টি।
চিনি একটি জৈব পদার্থ।
অবিভাজ্য শব্দের অর্থ যা আর ভাঙা যায় না।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
পাঠ-১-২ : পদার্থের গঠন
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. মরিচার রাসায়নিক নাম কোনটি? (জ্ঞান)
ক আয়রন হাইড্রক্সাইড খ আয়রন ক্লোরাইড
আর্দ্র আয়রন অক্সাইড খ সোডিয়াম ক্লোরাইড
২. পদার্থের ভিন্নতার কারণ কী? (অনুধাবন)
হ পদার্থের গঠন খ পদার্থের ওজন
গ পদার্থের ব্যবহার খ পদার্থের অবস্থা
৩. যে পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাকে কী বলে? (জ্ঞান)
ক রাসায়নিক পদার্থ হ মৌলিক পদার্থ
গ যৌগিক পদার্থ খ মিশ্র পদার্থ
৪. লোহার উপরে ধূসর কালচে আবরণ পড়লে তাকে কী বলে? (জ্ঞান)
ক কালচে লোহা খ অকেজো লোহা
হ মরিচা ঘ মরীচিকা
৫. বাতাস কী ধরনের পদার্থ? (অনুধাবন)
ক মৌলিক খ যৌগিক হ মিশ্র ঘ তরল
৬. কোনটি খাদ্য লবণের রাসায়নিক নাম? [পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক সোডিয়াম হাইড্রোক্সাইড খ সোডিয়াম ক্লোরেট
গ সোডিয়াম নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড
৭. নিচের কোনটি পদার্থ? [চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
পানি খ তাপ গ শক্তি ঘ সূর্যের আলো
৮. কয়লা কী দিয়ে তৈরি? (জ্ঞান)
হ কার্বন খ হাইড্রোজেন
গ অক্সিজেন ঘ পটাসিয়াম
৯. মিশ্র পদার্থ কোনটি?
[চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা]
বায়ু খ পানি
গ লোহা ঘ কপার
১০. নিচের কোনটি মৌলিক পদার্থ? (অনুধাবন)
ক ক্যালসিয়াম কার্বনেট
খ কার্বন ডাইঅক্সাইড
হ অক্সিজেন
ঘ হাইড্রোজেন সালফাইড
১১. কোনটি মৌলিক পদার্থ?
কয়লা খ চক গ জলীয় বাষ্প ঘ মরিচা
১২. আয়রন অক্সাইড কোন ধরনের পদার্থ? (অনুধাবন)
ক মৌলিক হ যৌগিক গ যৌগমূলক ঘ মিশ্র
১৩. মিশ্র পদার্থের উদাহরণ কোনটি? (অনুধাবন)
হ লবণের দ্রবণ খ লবণ
গ সাবান ঘ পানি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪. সাধারণ লবণকে ভাঙলে পাওয়া যায়Ñ (অনুধাবন)
র. সোডিয়াম (ঘধ) রর. আয়োডিন (ও)
ররর. ক্লোরিন (ঈষ)
নিচের কোনটি সঠিক?
ক র ও রর হ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫. গøুকোজ ভাঙলে পাওয়া যায়Ñ (প্রয়োগ)
র. কার্বন (ঈ) রর. হাইড্রোজেন (ঐ)
ররর. অক্সিজেন (ঙ)
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর হ র, রর ও ররর
১৬. পানির উপাদান – (প্রয়োগ)
র. হাইড্রোজেন (ঐ) রর. অক্সিজেন (ঙ)
ররর. নাইট্রোজেন (ঘ)
নিচের কোনটি সঠিক?
হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭. বাতাসে থাকেÑ (অনুধাবন)
র. নাইট্রোজেন রর. অক্সিজেন
ররর. আয়রন
নিচের কোনটি সঠিক?
হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
মিজান একখণ্ড লোহা ভুলে বাড়ির পাশে ফেলে রাখে। এক সপ্তাহ পর গিয়ে দেখে লোহাটিতে এক ধরনের আস্তরণ পড়েছে।
১৮. মিজানের দেখা আস্তরণের নাম কী? (প্রয়োগ)
হ আয়রন অক্সাইড খ সালফার ডাইঅক্সাইড
গ কার্বন ডাইঅক্সাইড ঘ মিথেন গ্যাস
১৯. উক্ত আস্তরণ পড়ার কারণÑ (উচ্চতর দক্ষতা)
র. জলীয়বাষ্প রর. অক্সিজেন
ররর. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
পাঠ-৩ : ক্ষুদ্রতম কণার মতবাদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০. কোন বিজ্ঞানী পরমাণু মতবাদ দেন? (জ্ঞান)
ক আইজ্যাক নিউটন খ রবার্ট হুক
হ জন ডাল্টন ঘ মেন্ডেলিফ
২১. ডাল্টন কত সালে তার পরমাণুবাদ তত্ত¡ প্রকাশ করেন? (জ্ঞান)
ক ১৮০০ খ ১৮০২ হ ১৮০৩ ঘ ১৮০৫
২২. বিজ্ঞানী জন ডাল্টন জাতি হিসেবে কী ছিলেন? (জ্ঞান)
ক ওলন্দাজ খ গ্রিক গ ডাচ হ ইংরেজ
২৩. আধুনিক পরমাণুবাদের জনক কে? (জ্ঞান)
ক প্লেটো ডাল্টন
গ অ্যারিস্টটল ঘ ডেমোক্রিটাস
২৪. উবসড়পৎরঃঁং কোন দেশের দার্শনিক ছিলেন? (জ্ঞান)
ক যুক্তরাজ্য খ রাশিয়া গ ফ্রান্স গ্রিস
২৫. ‘এটমস’ শব্দের অর্থ কোনটি? (জ্ঞান)
অবিভাজ্য খ বিভাজ্য
গ সামান্য বিভাজ্য ঘ সম্পূর্ণ বিভাজ্য
২৬. অঃড়স শব্দটি এসেছে কোনটি হতে? (জ্ঞান)
ক ধঃড়সং ধঃড়সড়ং
গ ধঃড়স ঘ ধঃড়সড়
২৭. কে এই অভিমত প্রকাশ করেন যে, “সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি”? (জ্ঞান)
ক প্লেটো খ জন ডাল্টন
হ ডেমোক্রিটাস ঘ অ্যারিস্টটল
২৮. কে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন এটম? (জ্ঞান)
ক ডাল্টন খ অ্যারিস্টটল
গ প্লেটো হ ডেমোক্রিটাস
২৯. “পদার্থসমূহ অবিচ্ছেদ্য এবং ভাঙনের কোনো সীমা নেই।” ক্ষুদ্রতম কণা সম্পর্কে এ মতবাদ কে ব্যক্ত করেছেন? (জ্ঞান)
হ অ্যারিস্টটল খ ডেমোক্রিটাস
গ ডাল্টন ঘ প্লেটো
৩০. পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে ডেমোক্রিটাস কখন মতবাদ দেন?(জ্ঞান)
ক খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে খ ১০০ খ্রিষ্টাব্দে
গ ৪০০ খ্রিষ্টাব্দে হ খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে
৩১. ক্ষুদ্রতম কণা নিয়ে সর্বপ্রথম কে মতবাদ দেন? (জ্ঞান)
হ ডেমোক্রিটাস খ প্লেটো
গ অ্যারিস্টটল ঘ ডাল্টন
৩২. অবিভাজ্য শব্দের অর্থ কী?
ক যা ভাঙা যায় হ যা আর ভাঙা যায় না
গ যা ধ্বংস করা যায় না ঘ ধ্বংস করা যায়
৩৩. ডেমক্রিটাসের সমসাময়িক কোন দার্শনিক তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন? (অনুধাবন)
ক সক্রেটিস খ আর্কিমিডিস
হ অ্যারিস্টটল ঘ আলেকজান্ডার
৩৪. পদার্থসমূহকে ‘ঈড়হঃরহঁড়ঁং’ বলেছেন কে? (জ্ঞান)
ক ডেমক্রিটাস খ প্লেটো
গ ডাল্টন হ অ্যারিস্টটল
৩৫. “পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে” ক্ষুদ্রতম কণা সম্পর্কে কে এই অভিমত প্রকাশ করেছেন? (জ্ঞান)
ক ডেমোক্রিটাস খ প্লেটো
হ অ্যারিস্টটল ঘ ডাল্টন
৩৬. ডাল্টনের পরমাণুবাদ মতে কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে? (জ্ঞান)
ক প্রোটন খ ইলেকট্রন গ অণু হ পরমাণু
৩৭. একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর ও রাসায়নিক ধর্ম কেমন?
(উচ্চতর দক্ষতা)
ক ভিন্ন হ একই গ সমান ঘ সমানুপাতিক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৮. ডেমোক্রিটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন (অনুধাবন)
র. প্লেটো রর. অ্যারিস্টটল ররর. জন ডাল্টন
নিচের কোনটি সঠিক?
হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৯. ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ দেনÑ (অনুধাবন)
র. ডেমোক্রিটাস ও প্লেটো রর. অ্যারিস্টটল ও ডাল্টন
ররর. নিউটন ও গ্যালিলিও
নিচের কোনটি সঠিক?
হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪০. বিজ্ঞানী ডাল্টন বলেনÑ (উচ্চতর দক্ষতা)
র. পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা
রর. যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত
ররর. একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহ সৃষ্টি বা ধ্বংস হয় না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর হ র, রর ও ররর
পাঠ-৪ ও ৫ : পরমাণু ও অণু
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪১. পরমাণু ও অণুর বর্তমান সংজ্ঞা প্রদান করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)
হ ডাল্টন খ অ্যারিস্টটল
গ ডেমোক্রিটাস ঘ প্লেটো
৪২. একটি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম কী? (জ্ঞান)
ক পরমাণু হ অণু গ প্রোটন ঘ ইলেকট্রন
৪৩. মূল বস্তুর গুণাবলি ধারণ করে এ রকম ক্ষুদ্রতম কণার নাম কী? (জ্ঞান)
ক মৌল খ অণু হ পরমাণু ঘ কণিকা
৪৪. পানির ১টি অণুতে কয়টি পরমাণু আছে? (জ্ঞান)
ক ১টি খ ২টি হ ৩টি ঘ ৪টি
৪৫. অক্সিজেনের একটি অণুতে কতটি পরমাণু আছে? (জ্ঞান)
হ ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি
৪৬. যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ, যা ঐ যৌগের বৈশিষ্ট্য অক্ষুণœ রাখে তাকে কী বলে? (জ্ঞান)
ক পরমাণু খ কণা গ পদার্থ হ অণু
৪৭. অণু শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক কণা হ ক্ষুদ্র গ ছোট ঘ মৌল
৪৮. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কী বলে? (জ্ঞান)
ক অণু খ মৌল গ যৌগ হ পরমাণু
৪৯. অক্সিজেন অণুগুলো কীভাবে অবস্থান করে? (জ্ঞান)
ক কাছাকাছি খ বিচ্ছিন্নভাবে
হ মুক্ত অবস্থায় ঘ ঘনিষ্ঠভাবে
৫০. কোনটি স্বাধীনভাবে থাকতে পারে? (অনুধাবন)
হ অণু খ পরমাণু গ ধাতু ঘ প্রোটন
৫১. সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে? (জ্ঞান)
ক অণু খ আয়ন হ পরমাণু ঘ ধাতু
৫২. কোনটির অণুতে দুটি পরমাণু থাকে? (অনুধাবন)
ক পানি খ অ্যামোনিয়া গ নিয়ন হ অক্সিজেন
৫৩. নিচের কোনটি অক্সিজেন অণুর গঠন? (অনুধাবন)
ক গ ঘ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৪. ১টি পানির অণুকে ভাঙলেÑ (অনুধাবন)
র. হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু পাওয়া যায়
রর. প্রাপ্ত পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে
ররর. প্রাপ্ত বস্তু পানির বৈশিষ্ট্য ধারণ করে
নিচের কোনটি সঠিক?
হ র খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৫. মৌলিক পদার্থের অণুর Ñ (অনুধাবন)
র. অক্সিজেন
রর. পানির
ররর. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর হ র ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রের আলোকে ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও :
৫৬. উপরের চিত্রের কোনটি মৌলিক অণু? (অনুধাবন)
হ ১ খ ৩ গ ১ ও ৩ ঘ ২ ও ৩
৫৭. ২ ও ৩ নং চিত্রেরÑ (উচ্চতর দক্ষতা)
র. ২নং ১টি অক্সিজেন ও ২টি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত
রর. ৩নং ১টি হাইড্রোজেন ও ১টি ক্লোরিন পরমাণু নিয়ে গঠিত
ররর. উভয় যৌগিক অণু
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর হ র, রর ও ররর
পাঠ-৬ : পরমাণু ও প্রতীক
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৮. মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে কতটি? [বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়]
হ ১১৮টি খ ১১৯টি গ ১২০টি ঘ ১২১টি
৫৯. প্রাকৃতিক মৌলিক পদার্থ কতটি? (জ্ঞান)
ক ৮১টি খ ৯২টি হ ৯৮টি ঘ ১০১টি
৬০. কৃত্রিম মৌলিক পদার্থ কয়টি? (জ্ঞান)
ক ৮টি খ ১২টি গ ১৬টি ২০টি
৬১. প্রতীক দ্বারা কোনটি জানা যায়? (অনুধাবন)
হ কোনো মৌলের সংক্ষিপ্ত নাম খ কোনো যৌগের নাম
গ কোনো নতুন অণুর নাম ঘ মৌলের পরমাণু সংখ্যা
৬২. মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কী বলে? (জ্ঞান)
ক সংকেত খ অণু হ প্রতীক ঘ পরমাণু
৬৩. হিলিয়ামের একটি পরমাণুর পরিবর্তে কী লেখা হয়? (প্রয়োগ)
হ ঐব খ ঐ গ ঐপষ ঘ ঐব২
৬৪. নিচের কোন মৌলের প্রতীক ইংরেজি নাম থেকে না নিয়ে ল্যাটিন থেকে নেওয়া হয়েছে? (অনুধাবন)
ক ঈ খ ঙ গ ঋ হ ঋব
৬৫. নিচের কোন মৌলের প্রতীকে ইংরেজি নামের প্রথম একটি অক্ষর ব্যবহার হয়েছে? (অনুধাবন)
হ ঐুফৎড়মবহ খ ঐবষরঁস
গ খরঃযরঁস ঘ ইবৎুষষরঁস
৬৬. নিচের কোন মৌলের প্রতীকে ইংরেজি নামের প্রথম দুটি অক্ষর ব্যবহার হয়েছে? (অনুধাবন)
ক ইড়ৎড়হ খ ঈধৎনড়হ
হ খরঃযরঁস ঘ ঘরঃৎড়মবহ
৬৭. ফ্লোরিনের একটি পরমাণুর পরিবর্তে কী লেখা হয়? (অনুধাবন)
হ ঋ খ ঋষ গ ঋব ঘ ঋৎ
৬৮. নিচের কোন প্রতীকটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক রোরনের প্রতীক, ইড় হ কার্বনের, ঈ
গ ফ্লোরিনের প্রতীক, ঋষ ঘ হিলিয়ামের প্রতীক, ঐ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৯. মৌলের প্রতীকÑ (অনুধাবন)
র. একটি পরমাণু নির্দেশ করে
রর. একটি পদার্থের নাম প্রকাশ করে
ররর. কী দিয়ে গঠিত তা বর্ণনা করে
নিচের কোনটি সঠিক?
ক র হ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
৭০. দুটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকেরÑ (প্রয়োগ)
র. প্রথমটিতে বড় হাতের অক্ষর রর. পরেরটিতে ছোট হাতের অক্ষর
ররর. দুটিই বড় হাতের অক্ষর
নিচের কোনটি সঠিক?
হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
শ্রেণিকক্ষে বøাকবোর্ডে হিমেলকে মৌলের ইংরেজি নামের দুটি আদ্যক্ষর দিয়ে প্রকাশ হয় এমন একটি প্রতীক লিখতে বলায় সে ঐব লিখে।
৭১. হিমেলের লেখা প্রতীকটি কেমন ছিল? (অনুধাবন)
হ সঠিক
খ ভুল
গ গ্রিক নামের
ঘ ল্যাটিন নামের
৭২. মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরের প্রতীক লিখতে বলা হলে হিমেল লিখত Ñ (উচ্চতর দক্ষতা)
র. ঐ ও ই রর. ঘ ও ঙ ররর. খ ও ঋ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
পাঠ-৭-৮ : অণু ও সংকেত
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৩. অণুর সংক্ষিপ্ত প্রকাশকে কী বলা হয়? (জ্ঞান)
ক প্রতীক হ সংকেত গ পরমাণু ঘ কণা
৭৪. কোনো মৌলে বা যৌগে কতগুলো পরমাণু আছে তা কী থেকে জানা যায়? (অনুধাবন)
ক প্রতীক খ চিহ্ন গ বিক্রিয়া হ সংকেত
৭৫. একটি অণুতে কী কী পরমাণু আছে তা কী থেকে জানা যায়? (জ্ঞান)
হ সংকেত খ প্রতীক গ বিক্রিয়া ঘ চিহ্ন
৭৬. নিচের কোনটি পরমাণু আকারে থাকে? (অনুধাবন)
ক হিলিয়ামের খ ক্লোরিন
হ সোডিয়াম ঘ ব্রোমিন
৭৭. সংকেতের কোথায় পরমাণুর সংখ্যা লিখতে হয়? (জ্ঞান)
ক প্রতীকের উপরে খ প্রতীকের নিচে
হ প্রতীকের নিচে ডানপাশে ঘ প্রতীকের নিচে বাম পাশে
৭৮. সোডিয়াম কার্বনেটের সঠিক সংকেত কোনটি? (জ্ঞান)
ক ঘধঈঙ৩ ঘধ২ঈঙ৩
গ ঘধ২(ঈঙ৩) ঘ ঘধঈঙ২
৭৯. নাইট্রোজেনের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? (জ্ঞান)
ক ১টি হ ২টি গ ৩টি ঘ ৪টি
৮০. নিচের কোন সংকেতটি অশুদ্ধ? (অনুধাবন)
কঈধঝঙ৪ হ ঈধ২ঙ
গ ঝঙ২ ঘ কও
৮১. কঘঙ৩ সংকেতে পরমাণুর সংখ্যা কয়টি? (প্রয়োগ)
ক ৩টি খ ৪টি হ ৫টি ঘ ৬টি
৮২. সোডিয়াম কার্বনেটের একটি অণুতে কয়টি পরমাণু আছে? (প্রয়োগ)
ক ৩ খ ৪ গ ৫ হ ৬
৮৩. ২ঐ২ঙ তে পরমাণু সংখ্যা কত? (প্রয়োগ)
ক ৪ খ ৫ হ ৬ ঘ ৭
৮৪. নিচের কোনটি গ্যাসীয় মৌল? (অনুধাবন)
ক সোডিয়াম খ লোহা গ কপার হ ফ্লোরিন
৮৫. গ্যাসীয় মৌলসমূহ সাধারণত কয়টি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে? (জ্ঞান)
ক ১টি হ ২টি গ ৩টি ঘ ৪টি
৮৬. নিচের কোনটি তরল মৌল? (অনুধাবন)
হ ব্রোমিন খ হাইড্রোজেন
গ নাইট্রোজেন ঘ অক্সিজেন
৮৭. নিচের কোনটি অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত? (অনুধাবন)
ক অষ২চঙ৪ খ অষ (চঙ৪)২
গ অষ৩(চঙ৪)২ হ অষচঙ৪
৮৮. ক্যালসিয়াম সালফেটের সংকেত কী? (জ্ঞান)
হ ঈধঝঙ৪ খ ঈধ২ঝঙ৪
গ ঈধ(ঝঙ৪)২ ঘ ঈধ৩(ঝঙ৪)২
৮৯. পটাসিয়াম নাইট্রেটের সংকেত কোনটি? (অনুধাবন)
ক কঘঙ২ হ কঘঙ৩ গ কঘ ঘ কঘঙ
৯০. ধাতু ও অধাতু মিলে গঠিত যৌগে এর নামের শেষে কী যুক্ত থাকে? (জ্ঞান)
ক ধাতুর আইড খ ধাতুর এট
হ অধাতুর আইড ঘ অধাতুর এট
৯১. ঈধঙ কী কী মিলে গঠিত হয়েছে? (জ্ঞান)
ধাতু ও অধাতু খ ধাতু ও ধাতু
গ অধাতু ও অধাতু ঘ ধাতু ও আয়ন
৯২. ঈঙ২ কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? (জ্ঞান)
ক ক্যালসিয়াম ও ওজোন হ কার্বন ও অক্সিজেন
গ কয়লা ও অক্সিজেন ঘ কার্বন ও ওজোন
৯৩. সালফার ও অক্সিজেন পরমাণু দিয়ে কোনটি তৈরি হয়েছে? (অনুধাবন)
ক ঈধঙ খ কও গ ঘধঈষ হ ঝঙ২
৯৪. একটি অধাতু ও একটি পরমাণুগুচ্ছ মিলে নিচের কোন যৌগটি গঠিত হয়েছে? (অনুধাবন)
ক ঐ২ঙ হ ঘঐ৪ঈষ গ ঘধঈষ ঘ ঈঐ৪
৯৫. ধাতুর সাথে একটি পরমাণুগুচ্ছ যুক্ত হয়ে যৌগ গঠিত হলে এর নামের শেষে কোনটি যুক্ত থাকে? (জ্ঞান)
ক আইড খ ইট গ ইড হ এট
৯৬. ঈধঝঙ৩ যৌগে কোনটি পরমাণুগুচ্ছ হিসেবে থাকে? (অনুধাবন)
ক ঈধ খ ঝ গ ঙ৩ হ ঝঙ৩
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৭. নিচের সংকেতগুলোর মধ্যে মৌলের সংকেত? (অনুধাবন)
র. ঋ২ ও ঈষ২ রর. ঐ২ঙ ও ঘধঈষ
ররর. ইৎ২ ও ও২
নিচের কোনটি সঠিক?
ক র ও রর হ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৮. সংকেত থেকে জানা যায়Ñ (উচ্চতর দক্ষতা)
র. মোট পরমাণুর সংখ্যা
রর. মৌল বা যৌগ কোন কোন পরমাণু দিয়ে তৈরি
ররর. পরমাণু যে অনুপাতে বিন্যস্ত তা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর হ র, রর ও ররর
৯৯. ধাতু ও পরমাণুগুচ্ছ মিলে গঠিত যৌগের সংকেতÑ (প্রয়োগ)
র. কঘঙ৩ ও ঘধঘঙ৩ রর. ঝঙ২ ও ঈঙ২
ররর. ঘধ২ঈঙ৩ ও অষচঙ৪
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০০. ধাতু ও অধাতু মিলে গঠিত যৌগের সংকেতÑ (প্রয়োগ)
র. ঈধঝঙ৪ রর. কও ররর. ঘধঈষ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর হ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের সংকেতগুলোর সহায়তায় ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও :
১. ঘধঈষ; ২. ঈধঙ; ৩. কও; ৪. ঈধঝঙ৪; ৫. অষচঙ৪.
১০১. সংকেতগুলোর মধ্যে ৬টি পরমাণু বিদ্যমান কোনটিতে? (অনুধাবন)
ক ১ ও ২ খ ২ ও ৩ গ ৩ ও ৪ হ ৪ ও ৫
১০২. ধাতু ও অধাতু সাথে যুক্ত সংকেতÑ (প্রয়োগ)
র. ১ রর. ২ ররর. ৪
নিচের কোনটি সঠিক?
ক র হ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
পাঠ-৯ : পরমাণুর কথা ¡
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৩. কোনো জিনিসকে তার আকারের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বড় দেখার জন্য কী যন্ত্র ব্যবহার হয়? (জ্ঞান)
ক সাধারণ মাইক্রোস্কোপ হ ইলেকট্রন মাইক্রোস্কোপ
গ সাধারণ টেলিস্কোপ ঘ ইলেকট্রন টেলিস্কোপ
১০৪. পরমাণুর ক্ষুদ্র কণাগুলো কী কী? (অনুধাবন)
ক ইলেকট্রন, প্রোটন ও মেসন খ ইলেকট্রন, নিউট্রন ও মেসন
গ পজিট্রন, মেসন, পাইডন হ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
১০৫. নিউট্রন পরমাণুর কোথায় অবস্থান করে? (জ্ঞান)
হ পরমাণুর কেন্দ্রে খ পরমাণুর চারপাশে
গ পরমাণুর ফাঁকা স্থানে ঘ পরমাণুর বাইরে
১০৬. পরমাণুতে প্রোটন কোথায় অবস্থান করে? (জ্ঞান)
ক পরমাণুর ফাঁকা স্থানে খ পরমাণুর বাইরে
হ পরমাণুর কেন্দ্রে ঘ পরমাণুর চারপাশে
১০৭. ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন একত্রে কী সৃষ্টি করে? (অনুধাবন)
ক অণু হ পরমাণু গ যৌগ ঘ মৌল
১০৮. পরমাণুর কোনটি কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘোরে? (জ্ঞান)
ক প্রোটন খ নিউট্রন গ পজিট্রন হ ইলেকট্রন
১০৯. পরমাণুর কেন্দ্রের বাইরে কী থাকে? (জ্ঞান)
ক নিউট্রন খ প্রোটন গ মেসন হ ইলেকট্রন
১১০. পরমাণুর কেন্দ্রে অবস্থান করে কোনটি? (অনুধাবন)
ক ইলেকট্রন খ মেসন
হ নিউট্রন ও প্রোটন ঘ পজিট্রন
১১১. নিচের কোন মৌলের পরমাণুতে নিউট্রন অনুপস্থিত? (অনুধাবন)
হ হাইড্রোজেন খ হিলিয়াম
গ অক্সিজেন ঘ নাইট্রোজেন
১১২. কোন পরমাণুর কেন্দ্রে থাকে ১টি প্রোটন আর বাইরে থাকে ১টি ইলেকট্রন? (জ্ঞান)
ক হিলিয়াম খ অক্সিজেন হ হাইড্রোজেন ঘ ক্লোরিন
১১৩. অক্সিজেন পরমাণুর কেন্দ্রে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন আছে। এতে কয়টি ইলেকট্রন বিদ্যমান? (জ্ঞান)
ক ৭টি হ ৮টি গ ৯টি ঘ ১০টি
১১৪. হিলিয়াম পরমাণুর কেন্দ্রে ২টি প্রোটন আছে। এতে কয়টি ইলেকট্রন থাকবে? (জ্ঞান)
ক ১টি হ ২টি গ ৩টি ঘ ৪টি
১১৫. অক্সিজেন পরমাণুর কেন্দ্রে কয়টি নিউট্রন আছে? (জ্ঞান)
ক ৬টি খ ৭টি হ ৮টি ঘ ৯টি
১১৬. ঙ২ এর কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? (জ্ঞান)
ক ৫ খ ৬ গ ৭ হ ৮
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৭. পরমাণুর কেন্দ্রে থাকেÑ (অনুধাবন)
র. ইলেকট্রন রর. প্রোটন ররর. নিউট্রন
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর হ রর ও ররর
১১৮. হিলিয়াম পরমাণুর কেন্দ্রে আছেÑ (অনুধাবন)
র. দুটি প্রোটন রর. দুটি নিউট্রন ররর. দুটি ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
ক র হ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রদ্বয় লক্ষ কর এবং ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও :
১১৯. প্রথম চিত্রটি কোন মৌলের? (প্রয়োগ)
হ হিলিয়াম খ হাইড্রোজেন
গ অক্সিজেন ঘ ব্রোমিন
১২০. দ্বিতীয় চিত্রটি- (উচ্চতর দক্ষতা)
র. অক্সিজেন পরমাণুর গঠন চিত্র
রর. এর কেন্দ্রে আছে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন
ররর. কক্ষপথে আছে ৬টি ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর হ র, রর ও ররর
পাঠ-১০ ও ১১ : সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২১. নিচের কোনটি পানিতে দ্রবণীয়? (প্রয়োগ)
হ খাওয়ার লবণ খ ময়লা
গ ময়দা ঘ লোহার গুঁড়া
১২২. নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? (অনুধাবন)
ক চিনি খ খাওয়ার লবণ
হ আটা ঘ টেস্টিং সল্ট
১২৩. খাওয়ার লবণ ও পানির মিশ্রণকে কী বলে? (জ্ঞান)
ক দ্রব হ দ্রবণ গ দ্রাবক ঘ দ্রাব
১২৪. নিচের কোন অজৈব পদার্থ পানিতে দ্রবীভূত হয়? (অনুধাবন)
ক চিনি খ ভিনেগার গ স্পিরিট হ খাওয়ার সোডা
১২৫. নিচের কোন জৈব পদার্থ পানিতে দ্রবীভূত হয়? (অনুধাবন)
ক খাওয়ার লবণ হ চিনি
গ বিট লবণ ঘ ফিটকিরি
১২৬. দ্রাবকের উদাহরণের সাথে ভিন্নতা দেখায় কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক পানি খ স্পিরিট হ চিনি ঘ অ্যালকোহল
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৭. পানি একটি সার্বজনীন দ্রাবক; কারণÑ (অনুধাবন)
র. এটি সবচেয়ে সহজলভ্য রর. এটি সর্বত্র পাওয়া যায়
ররর. এটি অধিকাংশ পদার্থ দ্রবীভূত করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর হ ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১২৮. যে জৈব পদার্থগুলো পানিতে দ্রবীভূত হয়Ñ (অনুধাবন)
র. চিনি ও ভিনেগার
রর. স্পিরিট ও গøুকোজ
ররর. ভিটামিন সি ট্যাবলেট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর হ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ১৩২ ও ১৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
অ একটি সার্বজনীন দ্রাবক যা জৈব ও অজৈব অসংখ্য পদার্থকে দ্রবীভূত করে।
১২৯. অ কী? (প্রয়োগ)
হ পানি খ স্পিরিট গ অ্যালকোহল ঘ ভিনেগার
১৩০. অ -তে দ্রবীভূত হয়Ñ (উচ্চতর দক্ষতা)
র. ভিটামিন সি জাতীয় ট্যাবলেট
রর. ফিটকিরি ও বিট লবণ
ররর. চিনি ও গøুকোজ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর হ র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
নিচের ছকে তিনটি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণু সংখ্যা উলেখ করা হলো :
পদার্থ পরমাণু সংখ্যা
১ ঘধ – ২ টি
ঈ – ১ টি
ঙ – ৩ টি
২ ঋ – ২ টি
৩ ঈ – ১ টি
ঈষ – ৪ টি
ক. হিলিয়ামের প্রতীক কী?
খ. কয়লা কেন মৌলিক পদার্থ? বর্ণনা কর।
গ. ১ নম্বর পদার্থটির সংকেতসহ রাসায়নিক নাম লেখ এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. ছকের একটি যৌগের সংকেত মিথেনের সংকেতের অনুরূপ তথাপি যৌগ দুটি ভিন্ন যুক্তিসহ বিশ্লেষণ কর।
১নং প্রশ্নের উত্তর
ক. হিলিয়ামের প্রতীক ঐব।
খ. যে পদার্থকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে।
কয়লাকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে শুধু কার্বন পাওয়া যায়। এ কারণেই কয়লা একটি মৌলিক পদার্থ।
গ. ১ নম্বর পদার্থটির সংকেত ঘধ২ঈঙ৩ কারণ এতে ঘধ, ঈ ও ঙ এর সংখ্যা দেয়া আছে যথাক্রমে ২টি, ১টি এবং ৩টি; এর রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট।
ঘধ২ঈঙ৩ গঠন প্রক্রিয়াÑ
সংকেত থেকে দেখা যায় যে, ২টি (সোডিয়াম) ঘধ পরমাণু, ১টি (কার্বন) ঈ পরমাণু এবং ৩টি (অক্সিজেন) ঙ পরমাণু একত্রিত হয়ে ঘধ২ঈঙ৩ যৌগটি গঠিত হয়েছে।
ঘ. আমরা জানি, মিথেনের সংকেত ঈঐ৪। ছকে ৩নং পদার্থের সংকেত ঈঈষ৪ যার নাম কার্বন টেট্রাক্লোরাইড যা মিথেনের সংকেতের অনুরূপ।
মিথেন (ঈঐ৪) এবং কার্বন টেট্রাক্লোরাইড (ঈঈষ৪) সংকেত অনুরূপ হলেও মিথেন দাহ্য গ্যাস, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড দাহ্য নয়। মিথেন বায়ুস্থ অক্সিজেন দ্বারা জারিত হয়ে ঈঙ২, ঐ২ঙ এবং তাপ উৎপন্ন করে। বিক্রিয়াটি হলো
ঈঐ৪ + ঙ২ ঈঙ২ + ঐ২ঙ + তাপ
ঈঈষ৪ + ঙ২ বিক্রিয়া ঘটবেনা
কার্বন টেট্রাক্লোরাইড বিভিন্ন জৈব যৌগকে দ্রবীভূত করে এবং বিভিন্ন জৈব বিক্রিয়ার মাধ্যম ব্যবহৃত হয়। কিন্তু মিথেন জৈব বিক্রিয়ার মাধ্যমে কিংবা জৈব যৌগের দ্রাবক রূপে ক্রিয়া করে না।
উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, উদ্দীপকের ছকের মিথেন (ঈঐ৪) যৌগটির অনুরূপ সংকেত বিশিষ্ট ঈঈষ৪ যৌগটি ভিন্ন।
প্রশ্ন-২ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
অ (মৌল), ই (যৌগ), ঈ (ধাতু), উ (যৌগ) চারটি পদার্থ । অ ও ই কক্ষ তাপমাত্রায় পানিতে দ্রবীভূত হয়। ঈ অদ্রবণীয় কিন্তু বাতাসে দহনের পর উষ্ণ পানিতে দ্রবীভূত হয়। উ পানিতে দ্রবণীয় নয় কিন্তু তেলে দ্রবণীয়। অ এর দ্রবণ থেকে অ-কে সহজে পৃথক করা যায় কিন্তু ই এর দ্রবণ থেকে ই-কে সহজে পৃথক করা যায় না।
ক. কোন মৌলের প্রোটন সংখ্যা ৮?
খ. ঘঐ৩ কেন যৌগিক পদার্থ ? ব্যাখ্যা কর।
গ. অ ও ই-এর দ্রবণের মধ্যে কোনটি যৌগ আর কোনটি মিশ্রণ ব্যাখ্যা কর।
ঘ.পানি একটি সার্বজনীন দ্রাবক- উপরের দৃশ্যকল্পের আলোকে বিশ্লেষণ কর।
২নং প্রশ্নের উত্তর
ক. অক্সিজেনের প্রোটন সংখ্যা ৮।
খ. কোনো পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে যদি দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। ঘঐ৩ কে বিশ্লেষণ করলে দুটি মৌলিক পদার্থ ঘ (নাইট্রোজেন) ও ঐ (হাইড্রোজেন) পাওয়া যায়। তাই ঘঐ৩ একটি যৌগিক পদার্থ।
গ. অ ও ই এর দ্রবণের মধ্যে অ এর দ্রবণ মিশ্রণ আর ই এর দ্রবণ যৌগ।
একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণই হলো মিশ্রণ এবং যেসব মিশ্রণের উপাদানগুলোকে এর মিশ্রণ থেকে সহজে আলাদা করা যায় তাকে অসমসত্ত¡ মিশ্রণ বলে।
অ-এক ধরনের মৌল এবং ই এক ধরনের যৌগ। উভয়ই পানিতে দ্রবীভ‚ত হয়। অ এর দ্রবণ থেকে অ-কে সহজে পৃথক করা যায় কিন্তু ই-এর দ্রবণ থেকে ই-কে সহজে পৃথক করা যায় না। যেহেতু, অ-কে অ এর দ্রবণ থেকে পৃথক করা যায় তাহলে অ ও পানির দ্রবণ একটি মিশ্রণ। অপরদিকে ই হলো একটি যৌগ ও পানি আরেকটি যৌগ, যারা একত্রে অপর একটি নতুন ধর্মবিশিষ্ট যৌগ গঠন করে। ফলে ই কে সহজে পৃথক করা যায় না। তাই ই এর দ্রবণ একটি যৌগ।
ঘ. যদি কোনো তরলে জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত হয় তাকে সার্বজনীন দ্রাবক বলে। মৌল, যৌগ, ধাতু বা অধাতব পদার্থের সমন্বয়ে জৈব ও অজৈব পদার্থ গঠিত।
উদ্দীপকের অ একটি মৌল যা পানিতে দ্রবীভূত হয়। আবার ই একটি যৌগ যা কক্ষ তাপমাত্রায় পানিতে দ্রবীভূত হয়। ঈ ধাতুটি কক্ষ তাপমাত্রায় দ্রবীভূত না হলেও উত্তাপে তা আবার উষ্ণ পানিতে দ্রবীভূত হয়। শুধু উ যৌগটি পানিতে দ্রবণীয় নয় কিন্তু তেলে দ্রবণীয়। অর্থাৎ উ একটি জৈব পদার্থ। কিন্তু চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন সি, গøুকোজ ইত্যাদি জৈব পদার্থ হলেও এরা পানিতে দ্রবণীয়।
তাহলে প্রমাণিত হলো যে, পানি জৈব ও অজৈব সব পদার্থকে দ্রবীভূত করতে পারে। কাজেই উপরের দৃশ্যকল্প বিশ্লেষণ করে বলা যায় যে, পানি একটি সার্বজনীন দ্রাবক।
প্রশ্ন-৩ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
কার্বন, ম্যাগনেসিয়াম, চক, লবণ, চুন, ক্লোরিন, লোহা।
ক. সার্বজনীন দ্রাবক কাকে বলে? ১
খ. হিলিয়াম পরমাণুর কেন্দ্রে কয়টি প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা আছে? ২
গ. প্রতীক/সংকেতের সাহায্যে প্রকাশ করে উল্লিখিত পদার্থগুলো হতে মৌলিক ও যৌগিক পদার্থগুলো চিহ্নিত কর। ৩
ঘ.ম্যাগনেসিয়াম রিবনে আগুন ধরালে কোন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হবে বিশ্লেষণ কর। ৪
৩নং প্রশ্নের উত্তর
ক. যদি কোনো তরলে জৈব ও অজৈব পদার্থ দ্রবীভ‚ত হয় তাকে সার্বজনীন দ্রাবক বলে।
খ. হিলিয়াম পরমাণুর কেন্দ্রে ২টি প্রোটন, ২টি নিউট্রন আর বাইরে থাকে ২টি ইলেকট্রন।
গ. পদার্থ মৌলিক পদার্থ যৌগিক পদার্থ
কার্বন ঈ
ম্যাগনেসিয়াম গম
চক ঈধঈঙ৩
লবণ ঘধঈষ
চুন ঈধঙ
ক্লোরিন ঈষ
লোহা ঋব
ঘ. ম্যাগনেসিয়াম রিবনে আগুন ধরালে এটি অতি ধীরে ধীরে বাতাসের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় কিন্তু উচ্চ তাপমাত্রায় ম্যাগনেসিয়াম সহজেই বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াটি হলো :
ম্যাগনেসিয়াম + অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড
গম + ঙ গমঙ
সুতরাং গম ও ঙ-এর বিক্রিয়ায় দুটি মৌলিক পদার্থ একত্রিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড (গমড়) উৎপন্ন হয়।
প্রশ্ন-৪ ল্ফ নিচের চিত্রদ্বয় দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সোডিয়াম ল্যাটিন নাম কী? ১
খ. বোরনের প্রতীক ই কেন? ২
গ. অ ও ই হতে যৌগিক পদার্থ উৎপন্ন কর। ৩
ঘ.৮টি প্রোটন বিশিষ্ট একটি মৌলের সাথে অ যুক্ত হলে কী ধরনের পদার্থ হবে বলে তুমি মনে কর। ৪
৪নং প্রশ্নের উত্তর
ক. সোডিয়ামের ল্যাটিন নাম হলো ঘধঃৎরঁস.
খ. প্রতীক সাধারণত মৌলের ল্যাটিন, গ্রীক বা ইংরেজি নামের একটি বা দুটি আদ্যক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে সর্বদাই বড় হাতের অক্ষর হয়। এক্ষেত্রে ইংরেজি ইড়ৎড়হ শব্দটির আদ্যক্ষর ই। এজন্য এর প্রতীক ই।
গ. উদ্দীপক হতে দেখা যায়, অ মৌলে ৮টি ইলেকট্রন রয়েছে তাই এর প্রোটন সংখ্যা হবে ৮টি এবং মৌলটি হবে অক্সিজেন।
আবার, ই মৌলে ১২টি ইলেকট্রন রয়েছে তাই এর প্রোটন সংখ্যা ১২টি। সুতরাং মৌলটি হবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম অতি ধীরে ধীরে বাতাসের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে কিন্তু উচ্চ তাপমাত্রায় ম্যাগনেসিয়াম সহজেই বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াটি হলো : ম্যাগনেশিয়াম + অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড।
ঘ. ৮টি প্রোটন বিশিষ্ট মৌলটি হলো অক্সিজেন। আবার উদ্দীপকের অ মৌলটি হলো অক্সিজেন। সুতরাং অক্সিজেন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে। আমরা জানি, একই মৌলের দুটি পরমাণু যুক্ত হয়ে যে পদার্থ গঠন করে সেটি হলো মৌলিক পদার্থ। সুতরাং, দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এক অণু অক্সিজেন উৎপন্ন করে। এক্ষেত্রে সংঘটিত বিক্রিয়াটি হলোÑ অক্সিজেন (পরমাণু) + অক্সিজেন পরমাণু অক্সিজেন (অণু)
এভাবে উৎপন্ন অক্সিজেন অণুকে বিশ্লেষণ করলে দুটি অক্সিজেন পরমাণু পাওয়া যায়। মৌল দুটি একই হওয়ায় অক্সিজেন অণু একটি মৌলিক পদার্থ।
প্রশ্ন-৫ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
চিনি পানি বাতাস
(র) (রর) (ররর)
ক. ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত লেখ। ১
খ. অণু কয় প্রকার ও কী কী? ব্যাখ্যা কর। ২
গ. (র) এবং (রর) যৌগিক পদার্থ কিন্তু (ররর) যৌগ নয়- যুক্তিসহ ব্যাখ্যা কর। ৩
ঘ.(র) এবং (ররর) কে একত্রে মিশ্রিত করলে যে পদার্থটি তৈরি হয় সেটি এবং (ররর) নং পদার্থের মধ্যে পার্থক্য আছে কিনা Ñ যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
৫নং প্রশ্নের উত্তর
ক. ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত গমঙ.
খ. অণু দুই প্রকার। যথা : ১. মৌলিক অণু ২. যৌগিক অণু। একই মৌলের দুটি বা তার বেশি পরমাণু একত্রে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে মৌলিক বা মৌল অণু বলে। যেমন : ঐ২, ঙ২ ইত্যাদি। ভিন্ন রকম বা ভিন্নধর্মী মৌলের দুটি বা তার বেশি পরমাণু একত্রে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে যৌগিক বা যৌগ অণু বলে। যেমন : ঘধঈষ, ঐ২ঙ ইত্যাদি।
গ. উদ্দীপকের (র) নং পদার্থ হলো চিনি। এটি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং চিনিকে ভাঙলে তিন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। সুতরাং চিনি হলো যৌগিক পদার্থ।
আবার (রর) নং পদার্থ হলো ঐ২ঙ। এটি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। পানিকে ভাঙলে দু’ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। সুতরাং পানি হলো একটি যৌগিক পদার্থ। কিন্তু উদ্দীপকের (ররর) নং পদার্থ হলো বাতাস। এটি অনেকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত। বায়ুকে বিশ্লেষণ করলে দেখা যায়, এটি ঘ২, ঙ২, ঈঙ২, ঈঙ, ঐব, অৎ, চন, ঐম, অং ধূলিকণা, জলীয় বাষ্প, ধাতব অক্সাইড প্রভৃতি মৌলিক ও যৌগিক পদার্থ বিদ্যমান। সুতরাং বায়ু যৌগিক পদার্থ নয়। বরং এটি একটি মিশ্র পদার্থ।
ঘ. উদ্দীপকের (র) নং পদার্থ চিনি ও (রর) নং পদার্থ পানি মিশ্রিত করলে পানি ও চিনির দ্রবণ পাওয়া যায়। পানি ও চিনির দ্রবণ হলো একটি সমসত্ত¡ মিশ্রণ। সমসত্ত¡ মিশ্রণে দ্রাবক ও দ্রবের উপাদানগুলোকে সহজে আলাদা করা যায় না। অন্যদিকে বাতাস হলো বিভিন্ন মৌলিক ও যৌগিক পদার্থের মিশ্রণ। বাতাসের উপাদানগুলোকে সহজে আলাদা করা যায়। সুতরাং বাতাস হলো একটি অসমসত্ত¡ মিশ্রণ। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কতটুকু যুক্তিসম্মত তা নিচের সমসত্ত¡ ও অসমসত্ত¡ মিশ্রণের মধ্যকার পার্থক্য থেকে সহজে অনুমান করা যায়Ñ
সমসত্ত¡ মিশ্রণ অসমসত্ত¡ মিশ্রণ
র. মিশ্রণের উপাদানগুলো সহজে আলাদা করা যায় না। র. মিশ্রণের উপাদানগুলো সহজে আলাদা করা যায়
রর. উপাদানগুলো সুষমভাবে বণ্টিত। রর. উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না।
ররর. মিশ্রণে যার পরিমাণ কম তা সহজে চেনা বা বোঝা যেতে পারে। ররর. মিশ্রণে যার পরিমাণ কম তা চেনা বা বোঝা যেতে পারে।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি (র) ও (রর) যৌগ দ্বারা গঠিত মিশ্রণ ও বাতাসের মিশ্রণের মধ্যে পার্থক্য রয়েছে।
প্রশ্ন-৬ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
কার্বন , লিথিয়াম, চক, পানি, নাইট্রোজেন, চুন।
ক. পর্যায় সারণি কী? ১
খ. খাবার লবণকে যৌগিক পদার্থ বলা হয় কেন? ২
গ. প্রতীক/সংকেতের সাহায্যে প্রকাশ করে উদ্দীপকের পদার্থগুলো হতে মৌলিক ও যৌগিক পদার্থ চিহ্নিত করে ছক আকারে দেখাও। ৩
ঘ.উল্লিখিত পদার্থগুলোর মধ্যে কোনটিকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ বিশ্লেষণ কর। ৪
৬নং প্রশ্নের উত্তর
ক. প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণিভুক্ত করে, আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারি বর্তমানে প্রচলিত, তাই মৌলের পর্যায় সারণি।
খ. যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেমনÑ খাবার লবণ হলো ঘধঈষ। ঘধঈষ দুটি মৌলিক পদার্থ সোডিয়াম ও ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত। আবার ঘধঈষ কে বিশ্লেষণ করলে বা ভাঙলে দুটি মৌলিক পদার্থ পাওয়া যায়। সুতরাং খাবার লবণ বা ঘধঈষ হলো যৌগিক পদার্থ।
গ. প্রশ্নানুসারে উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোকে নিচে ছকাকারে উপস্থাপন করা হলোÑ
মৌলিক পদার্থ যৌগিক পদার্থ
ঈ ঈধঈঙ৩
খর ঐ২ঙ
ঘ২ ঈধঙ
ঘ. উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোর মধ্যে পানি সার্বজনীন দ্রাবক। পানিকে সার্বজনীন দ্রাবক বলার কারণ নিচে ব্যাখ্যা করা হলোÑ
পানি একটি পোলার যৌগ। এটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন যৌগ। পানি অনেক জৈব ও অজৈব দ্রবকে দ্রবীভ‚ত করে যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয়। যেমন : ঘধঈষ, ঘধঐঈঙ৩ এবং ফিটকিরি প্রভৃতি অজৈব পদার্থ কক্ষ তাপমাত্রায় পানিতে দ্রবীভ‚ত হয়। আবার ধাতুসমূহ সাধারণ তাপমাত্রায় পানিতে দ্রবীভ‚ত না হলেও উষ্ণ পানিতে ধাতব পদার্থসমূহ দ্রবীভ‚ত হয়। কিন্তু চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন সি, গøুকোজ প্রভৃতি জৈব পদার্থ পানিতে সহজেই দ্রবণীয়।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, পানি জৈব ও অজৈব অনেক পদার্থকে দ্রবীভ‚ত করতে পারে অর্থাৎ পানি একটি সার্বজনীন দ্রাবক।
প্রশ্ন-৭ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(র) হাইড্রোজেন পরমাণু + হাইড্রোজেন পরমাণু = হাইড্রোজেন অণু
(রর) অক্সিজেন কার্বন সোডিয়াম
ক. মৌলিক কণিকা কী? ১
খ. পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে কেন? ২
গ. উদ্দীপকের (রর) নং কার পরমাণুবাদ অনুসরণ করে ও কেন? ব্যাখ্যা কর। ৩
ঘ.(র)নং বিক্রিয়াটি ডাল্টনের পরমাণুবাদ অনুসরণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৭নং প্রশ্নের উত্তর
ক. মৌলিক কণিকা হলো যেসব কণিকা দ্বারা পরমাণু গঠিত হয়।
খ. পরমাণু আধান নিরপেক্ষ বলে পরমাণুতে সমানসংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। পরমাণুর আধান নিরপেক্ষ হওয়ায় পরমাণুতে প্রোটনের সমানসংখ্যক ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। তাই পরমাণু আধান নিরপেক্ষ।
গ. ডাল্টনের পরমাণুবাদের উদ্দীপকের (রর)নং এ ভিন্ন ভিন্ন মৌলের নাম উল্লেখ আছে। ডাল্টনের পরমাণু মতবাদ অনুসারে “একটি মৌলের পরমাণুসমূহ অপর মৌলের পরমাণুসমূহ হতে ভিন্ন। অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন।”
উদ্দীপকের (রর)নং এ উল্লিখিত অক্সিজেন, কার্বন, সোডিয়াম মৌলিক পদার্থ। এসব মৌলিক পদার্থের প্রত্যেকটি পরমাণুর ভর ও ধর্ম ভিন্ন।
অক্সিজেন পরমাণুর কেন্দ্রে থাকে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন। কার্বন পরমাণুর কেন্দ্রে থাকে ৬টি প্রোটন ও ৬টি নিউট্রন। সোডিয়াম পরমাণুর কেন্দ্রে থাকে ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন। সুতরাং, উদ্দীপকের রর নং এ উল্লিখিত পরমাণুগুলোর ভর আলাদা। ভর আলাদা হওয়ায় এদের ভিন্ন ভিন্ন ধর্ম দেখা যায় এবং আকার ভিন্ন হয়। সুতরাং উদ্দীপকের রর নং ডাল্টনের পরমাণুবাদ অনুসরণ করে।
ঘ. উদ্দীপকের (র)নং বিক্রিয়াটি ডাল্টনের পরমাণুবাদ অনুসরণ করে।
ডাল্টনের পরমাণুবাদ অনুসারে, রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং বিক্রিয়ায় পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হয় না। শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়। ডাল্টনের পরমাণুবাদ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করেন। রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সৃষ্টি কিংবা ধ্বংস হবে কিনা, বিক্রিয়ায় কোন সত্তা অংশগ্রহণ করবে তা ডাল্টনের পরমাণুবাদ থেকে দিকনির্দেশনা পাওয়া যায়।
উদ্দীপকের (র)নং বিক্রিয়াতে হাইড্রোজেন পরমাণুসমূহ যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। বিক্রিয়ায় দুটি হাইড্রোজেন পরমাণু অংশগ্রহণ করে এবং একটি হাইড্রোজেন অণু গঠিত হয়।
উদ্দীপকের (র)নং বিক্রিয়াটিতেও কোনো পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হয়নি। একে অপরের সাথে যুক্ত হয়েছে মাত্র। সুতরাং (র)নং বিক্রিয়াটি ডাল্টনের পরমাণুবাদ অনুসরণ করে।
প্রশ্ন-৮ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. পটাসিয়াম নাইট্রাইটের সংকেত লেখ। ১
খ. ঙ ও ঙ২ এর মধ্যে প্রধান ২টি পার্থক্য লেখ। ২
গ. উদ্দীপকের ১নং চিত্র ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকের ২নং চিত্রের তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৮নং প্রশ্নের উত্তর
ক. পটাসিয়াম নাইট্রাইটের সংকেত কঘঙ২।
খ. ঙ ও ঙ২ এর মধ্যে প্রধান ২টি পার্থক্য নিম্নরূপ :
ঙ ঙ২
১. ঙ দ্বারা অক্সিজেনের ১টি পরমাণু বোঝায় যা অসংযুক্ত অবস্থায় আছে। ১. ঙ২ দ্বারা অক্সিজেনের দুটি পরমাণু বোঝায় যা যুক্ত অবস্থায় আছে।
২. ঙ দ্বারা অক্সিজেনের পরমাণু বোঝায় যা দ্বারা অণু তৈরি হয়নি। ২. ঙ২ দ্বারা অক্সিজেনের ১টি অণু বোঝায়।
গ. উদ্দীপকের ১নং চিত্রে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত অবস্থায় আছে। এর দ্বারা ঐ২ অণু গঠিত হয়।
এখানে হাইড্রোজেন মৌলের দুটি পরমাণু মিলিত হয়ে অণু গঠন করে। তাই এটি মৌলিক পদার্থের অণু। অণুর সংক্ষিপ্ত প্রকাশ হলো সংকেত। তাই এটি মৌলিক পদার্থের সংকেত। হাইড্রোজেন গ্যাসীয় মৌল। এতে দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। এজন্য এর সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডানপাশে ছোট করে ২ লিখে।
হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণুই মিলিত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করে।
ঘ. উদ্দীপকের ২নং চিত্রে সোডিয়াম পরমাণু ও ক্লোরিন পরমাণু মিলে ঘধঈষ অণু গঠিত হয়।
এখানে সোডিয়াম ও ক্লোরিন দুটি ভিন্ন মৌলের পরমাণু মিলিত হয়ে অণু গঠন করে। তাই এটি যৌগিক পদার্থের অণু ও সংকেত। এর সাধারণ নাম সোডিয়াম ক্লোরাইড।
ঘধ ধাতুর সাথে ঈষ অধাতু যুক্ত হয়ে এ অণু গঠিত হয় বলে এর নামের শেষে আইড থাকে।
ঘধঈষ এর তাৎপর্য নিম্নরূপ :
১. এর দ্বারা ঘধঈষ এর একটি অণু বোঝায়।
২. সোডিয়াম ও ক্লোরিন দ্বারা গঠিত।
৩. এর একটি অণু একটি সোডিয়াম ও একটি ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত।
৪. এর দ্বারা একটি নির্দিষ্ট পদার্থ ঘধঈষ কে বোঝায়।
প্রশ্ন-৯ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
অক্সিজেন, কার্বন, পটাসিয়াম, সালফেট, নাইট্রেট ইত্যাদি মৌলের পরমাণু ও পরমাণুগুচ্ছের নাম।
ক. অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত লেখ। ১
খ. প্রতীক ও সংকেতের দুটি পার্থক্য লেখ। ২
গ. উদ্দীপকের মৌলের পরমাণুগুলোর মধ্যে কোনটি পরমাণুগুচ্ছের সাথে যৌগ গঠন করবে তার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকের মৌলের পরমাণু থেকে একটি যৌগ গঠন করে এর তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৯নং প্রশ্নের উত্তর
ক. অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত অষচঙ৪।
খ. প্রতীক ও সংকেতের দুটি পার্থক্য নিম্নরূপ :
প্রতীক সংকেত
১. মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ। ১. মৌলিক বা যৌগিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ।
২. প্রতীক মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে। ২. সংকেত মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে নির্দেশ করে।
গ. উদ্দীপকের পটাসিয়াম পরমাণু সালফেট ও নাইট্রেট পরমাণুগুচ্ছের সাথে পটাসিয়াম সালফেটও পটাসিয়াম নাইট্রেট যৌগ গঠন করে।
উদ্দীপকের পরমাণু ও পরমাণুগুচ্ছের মধ্যে অক্সিজেন, কার্বন ও পটাসিয়াম মৌলের পরমাণু আর সালফেট ও নাইট্রেট পরমাণুগুচ্ছ। মৌলের পরমাণুগুলোর মধ্যে পটাসিয়াম ধাতু আর অক্সিজেন ও কার্বন অধাতু। পরমাণুগুচ্ছ ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করলে এর নামের শেষে ‘এট’ থাকে। তাই পটাসিয়াম নাইট্রেটের সাথে যৌগ গঠন করে এবং এর সংকেত কঘঙ৩ এবং পটাসিয়াম সালফেটের সংকেত ক২ঝঙ৪.
ঘ. উদ্দীপকের মৌলের পরমাণুর মধ্যে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠন করে।
ঈঙ২ হলো যৌগিক পদার্থের সংকেত। এর তাৎপর্য নিম্নরূপ :
১. এর দ্বারা ঈঙ২ এর একটি অণু বোঝায়।
২. এটি কার্বন ও অক্সিজেন দ্বারা গঠিত।
৩. এর একটি অণু একটি কার্বন ও দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত।
৪. এর দ্বারা একটি নির্দিষ্ট পদার্থ ঈঙ২ বোঝায়।
প্রশ্ন-১০ ল্ফ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
একটি মৌলের পরমাণু কেন্দ্রে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন আছে।
ক. ইলেকট্রন কোথায় অবস্থান করে? ১
খ. মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপক মৌলের গঠন চিত্র এঁকে দেখাও। ৩
ঘ.উদ্দীপক মৌলের পরমাণুর গঠন আলোচনা কর। ৪
১০নং প্রশ্নের উত্তর
ক. ইলেকট্রন পরমাণুর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে অবস্থান করে।
খ. অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন ১নং উত্তর দেখ।
গ. উদ্দীপক মৌলের পরমাণুর কেন্দ্রে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন আছে। তাই এর কেন্দ্রের চারদিকে ৮টি ইলেকট্রন আছে। মৌলের পরমাণুটি হলো অক্সিজেন। এর গঠনচিত্র নিচে এঁকে দেখানো হলো :
ঘ. উদ্দীপকের মৌলের কেন্দ্রে আছে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন মৌলটি হলো অক্সিজেন।
আধুনিক গবেষণায় প্রমাণিত যে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন ও প্রোটন আর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। সাধারণত একই ধরনের একটি পরমাণুতে সমানসংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রনের চার্জ থাকে না।
উদ্দীপকের মৌলের পরমাণুর কেন্দ্রে আছে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন। যেহেতু একই ধরনের একটি পরমাণুতে সমানসংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে; তাই এতে ৮টি ইলেকট্রন আছে।
অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। তাই স্বাভাবিক অবস্থায় পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে।
সৃজনশীল প্রশ্নব্যাংক
প্রশ্ন -১১ ল্ফ র. অ + ই অই ; রর. অই অ + ই
উপরের বিক্রিয়ার অ দ্বারা হাইড্রোজেন এবং ই দ্বারা অক্সিজেন মৌল বোঝানো হয়েছে।
ক. অক্সিজেনের পরমাণুতে কয়টি ইলেকট্রন থাকে? ১
খ. খাবার লবণকে যৌগিক পদার্থ বলা হয় কেন? ২
গ. অ ও ই অভিন্ন মৌল হলে উৎপন্ন যৌগ কোন প্রকৃতির পদার্থ হবে ব্যাখ্যা কর। ৩
ঘ. একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর যে, (র) নং বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ সার্বজনীন দ্রাবক। ৪
প্রশ্ন -১২ ল্ফ
ক্রমিক নং পদার্থের নাম সংকেত
র. চুন ঈধঙ
রর. খাবার লবণ ঘধঈষ
ক. অণু কাকে বলে? ১
খ. প্রতীক ও সংকেতের মধ্যে ২টি পার্থক্য লেখ। ২
গ. তুমি কীভাবে প্রমাণ করবে র নং পদার্থটি একটি যৌগিক পদার্থ? ৩
ঘ. ছকের যৌগ দুইটির সংকেতের তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন -১৩ ল্ফ খুশি এবং রফিক অ ও ই দুটি বস্তুকে ল্যাবে গুলাচ্ছিলো (পানিতে মিশাচ্ছিলো)। খুশি বস্তুটি গুলার পর একটি ঈ পেল। কিন্তু রফিক ই বস্তুটি গুলার পর একই ধরনের দুটি পরমাণু পেল যার প্রোটন সংখ্যা -১১।
ক. মিশ্রণ কী? ১
খ. চিনি মৌলিক পদার্থ নয় কেন? ২
গ. অ ও ই একই ধরনের বিশুদ্ধ বস্তু নয় কেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের রফিক এবং খুশির দ্রবণ দুটি ডাল্টনের সূত্র (পরমাণুবাদ) মেনে চলে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
প্রশ্ন -১৪ ল্ফ
চিত্র -ঢ চিত্র -ঢ
ক. মৌলিক পদার্থ কাকে বলে? ১
খ. অণু ও পরমাণুর মধ্যে ২টি পার্থক্য লেখ। ২
গ. উদ্দীপকে ী ও ণ বিক্রিয়া করে যৌগিক পদার্থ উৎপন্ন করে। উদাহরণসহ ব্যাখ্যা কর। ৩
ঘ. ৮টি প্রোটন বিশিষ্ট একটি মৌলের সাথে ঢ যুক্ত হলে কী ধরনের পদার্থ উৎপন্ন করে? বিশ্লেষণ কর। ৪
অনুশীলনের জন্য দক্ষতাস্তরের প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক
প্রশ্ন \ ১ \ মৌলিক পদার্থ কাকে বলে?
উত্তর : যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি,তাদের মৌলিক পদার্থ বলে।
প্রশ্ন \ ২ \ যৌগিক পদার্থ কাকে বলে?
উত্তর : যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি, তাদের যৌগিক পদার্থ বলে।
প্রশ্ন \ ৩ \ মিশ্র পদার্থ কাকে বলে?
উত্তর : যেসব পদার্থে মৌলিক ও যৌগিক উভয় ধরনের পদার্থ থাকে, তাদের মিশ্র পদার্থ বলে।
প্রশ্ন \ ৪ \ খাওয়ার লবণ কী দিয়ে তৈরি?
উত্তর : খাওয়ার লবণ সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি।
প্রশ্ন \ ৫ \ চিনি কী দিয়ে তৈরি?
উত্তর : চিনি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি।
প্রশ্ন \ ৬ \ পরমাণু সম্পর্কে অ্যারিস্টটল কী মতবাদ দেন?
উত্তর : অ্যারিস্টটলের মতে, পদার্থসমূহ অবিচ্ছেদ্য (ঈড়হঃরহঁড়ঁং) এবং ভাঙনের কোনো সীমা নেই।
অনুধাবনমূলক
প্রশ্ন \ ১ \ পদার্থের ভিন্নতার কারণ কী?
উত্তর : পদার্থের ভিন্নতার কারণ হলো এদের গঠন। একেকটি পদার্থের গঠন একেক রকম বলেই তারা দেখতে ভিন্ন রকম হয় ও তাদের ধর্মও ভিন্ন রকম হয়। সে কারণেই ধর্ম অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়।
প্রশ্ন \ ২ \ লোহাকে মৌলিক পদার্থ বলে কেন?
উত্তর : লোহাকে ভাঙলে শুধু লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে অর্থাৎ লোহাতে একটি মাত্র উপাদান বিদ্যমান। যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি, তাদেরকে মৌলিক পদার্থ বলে। তাই লোহা মৌলিক পদার্থ।
প্রশ্ন \ ৩ \ লোহার তৈরি রডে মরিচা পড়ে কেন?
উত্তর : ধূসর কালচে রঙের লোহার তৈরি রড কিছুদিন বাইরে রেখে দিলে এর উপর লালচে বাদামি রঙের একটি আস্তরণ পড়ে, যার নাম মরিচা। এখানে আসলে একটি মৌলিক পদার্থ (লোহা) জলীয় বাষ্পের উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে মরিচার সৃষ্টি করে, যা আয়রন অক্সাইড নামের একটি যৌগিক পদার্থ।
প্রশ্ন \ ৪ \ বায়ুকে মিশ্র পদার্থ বলে কেন?
উত্তর : বায়ুতে বিভিন্ন ধরনের মৌলিক ও যৌগিক পদার্থের সংমিশ্রণ ঘটেছে বলে একে মিশ্র পদার্থ বলে।
বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয়বাষ্পসহ অন্যান্য পদার্থ থাকে। এতে মৌলিক ও যৌগিক উভয় ধরনের পদার্থ রয়েছে। তাই বায়ুকে মিশ্র পদার্থ বলে।