দ্বাদশ অধ্যায়
পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক
উদ্যোগের হিসাব
পারিবারিক হিসাবনিকাশ
প্রতিটি পরিবার একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান, যা “আয় বুঝে ব্যয় কর” নীতির উপর প্রতিষ্ঠিত। সুতরাং কোনো পরিবারের সংঘটিত যাবতীয় লেনদেনসমূহ যথাযথভাবে লিপিবদ্ধ করে বছর শেষে পারিবারিক আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় এবং পরিবারের সম্পদ ও দায়দেনার পরিমাণ নির্ধারণ করাকে বলা হয় পারিবারিক হিসাবনিকাশ।
জ্জ পারিবারিক হিসাবনিকাশের বৈশিষ্ট্য
পারিবারিক হিসাবনিকাশের প্রধান বৈশিষ্ট্য পাঁচটি।
১. অমুনাফাভোগী সংগঠন;
২. স্বতন্ত্র একক নির্ধারণ;
৩. দায়বদ্ধতা;
৪. নগদ লেনদেন;
৫. নির্ধারিত খাত।
জ্জ পারিবারিক হিসাবনিকাশের প্রয়োজনীয়তা
পারিবারিক হিসাবনিকাশের প্রয়োজনীয়তা ছয়টি।
১. সুষ্ঠু পরিকল্পনা;
২. পারিবারিক সচ্ছলতা;
৩. মূল্যবোধ সৃষ্টি;
৪. পারিবারিক বাজেট;
৫. সঞ্চয় এবং ভোগ প্রবণতা;
৬. পারিবারিক শৃঙ্খলা।
জ্জ পারিবারিক বাজেট
পারিবারিক ভবিষ্যৎ আয় ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে পারিবারিক বাজেট বলে। এটি জীবনের দীর্ঘমেয়াদি লক্ষ্যসমূহ বাস্তবায়নে সাহায্য করে। সাধারণত সপ্তাহ, মাস কিংবা বছরের জন্য পারিবারিক বাজেট প্রস্তুত করা হয়। পারিবারিক বাজেটের মাধ্যমে পারিবারিক হিসাব নিকাশ পরিচালনা করতে পারলে নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবন যাপন করা সম্ভব।
জ্জ পারিবারিক বাজেটের প্রস্তুত প্রণালী
১. প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুককরণ;
২. মূল্য নিরূপণ;
৩. সম্ভাব্য আয় নির্ধারণ;
৪. বাজেটের ভারসাম্য রক্ষা;
৫. যুগোপযোগী ও নমনীয় বাজেট প্রণয়ন।
জ্জ পারিবারিক বাজেটের নমুনা
আয় ও ব্যয়ের ভারসাম্য থেকেই পারিবারিক বাজেট তৈরি করা হয়। পারিবারিক কাঠামোর ওপর ব্যয়ের খাতওয়ারী বণ্টন নির্ভর করে থাকে। সাধারণত খাদ্য খাতে ২০% Ñ ২৫%; বস্ত্রখাতে ৫% Ñ ১০%; বাসস্থান খাতে ৩০% Ñ ৪০%; শিক্ষাখাতে ১০% Ñ ১৫% এবং যাতায়াত খাতে ১৫% Ñ ২০% খরচ করা হয়ে থাকে।
জ্জ পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
পরিবারের আর্থিক অবস্থা বা তহবিল ও আয় ব্যয়ের সঠিক চিত্র পাওয়ার জন্যে নি¤েœাক্ত তিনটি ধাপে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় :
১. প্রাপ্তি ও প্রদান হিসাব (জবপবরঢ়ঃং ধহফ চধুসবহঃং অপপড়ঁহঃং)
২. আয়-ব্যয় বিবরণী (ঝঃধঃবসবহঃং ড়ভ ওহপড়সব ধহফ ঊীঢ়বহফরঃঁৎব)
৩. আর্থিক অবস্থার বিবরণী (ঝঃধঃবসবহঃং ড়ভ ঋরহধহপরধষ চড়ংরঃরড়হ)
জ্জ প্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্য
১. প্রাপ্তি ও প্রদান হিসাব নগদান বইয়ের মত কিন্তু নগদান বই নয়।
২. বাম পাশে প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স এবং ডানদিকে সমাপনী নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স লেখা হয়।
৩. যাবতীয় প্রাপ্তি বাম দিকে এবং যাবতীয় প্রদান ডাক দিকে লেখা হয়।
৪. এখানে প্রাপ্তি ও প্রদানসমূহ সময়কাল বিবেচনায় না এনে চলতি, পূর্ববর্তী ও পরবর্তী সকল কালের হিসাব লিপিবদ্ধ করা হয়।
৫. বর্তমান বছরের বকেয়া আয় ও ব্যয় এখানে লিপিবদ্ধ করা হয় না।
৬. নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান বেশি হতে পারে না বিধায় বাম দিক সব সময় বড় হয়।
৭. এখানে স্থায়ী সম্পদের অবচয় অন্তর্ভুক্ত করা হয় না।
৮. এ হিসাবের মাধ্যমে নগদ প্রবাহ (ঈধংয ঋষড়)ি জানা যায়।
অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান
প্রশ্ন -১ ১লা জানুয়ারি ২০১৪ তারিখে ডা. মাহাদীর পারিবারিক অবস্থা নিম্নরূপ :
বাড়িঘর ১০,০০,০০০ টাকা, আসবাবপত্র ৯০,০০০ টাকা, বিনিয়োগ ১০,০০০ টাকা, গহনাপত্র ৮০,০০০ টাকা, হাতে নগদ ৩,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ৬,০০০ টাকা।
ডা. মাহাদীর পারিবারিক প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১শে ডিসেম্বর ২০১৪ সালের সমাপ্ত বছরের
প্রাপ্তিসমূহ টাকা পরিশোধসমূহ টাকা
হাতে নগদ (১-১-১৪) ৩,০০০ খাদ্য সামগ্রী ক্রয় ৬০,০০০
বেতন ৩,৬৩,০০০ দৈনন্দিন বাজার ১,২০,০০০
বিনিয়োগের সুদ ১,৫০০ টেলিভিশন ক্রয় ২৩,০০০
রোগী দেখে প্রাপ্তি ১,২০,০০০ খবরের কাগজ ৩,৫০০
শিক্ষা খরচ ২৮,০০০
গ্যাস, পানি, বিদ্যুৎ ২১,০০০
ব্যাংকে স্থায়ী আমানত ২,২৫,০০০
উদ্বৃত্ত ৭,০০০
৪,৮৭,৫০০ ৪,৮৭,৫০০
অন্যান্য তথ্যাবলী :
১. গ্যাস, পানি ও বিদ্যুৎ খরচ ১,৫০০ টাকা বকেয়া আছে।
২. বিনিয়োগের সুদ ১,০০০ টাকা পাওয়া যায়নি।
ক. ডা. মাহাদীর পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর।
খ. ৩১ শে ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের তার পরিবারের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর।
গ. উক্ত তারিখের ডা. মাহাদীর পরিবারের আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
১নং প্রশ্নের সমাধান
ক. ডা. মাহাদীর পারিবারিক তহবিল নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পদসমূহ :
বাড়িঘর ১০,০০,০০০
আসবাবপত্র ৯০,০০০
বিনিয়োগ ১০,০০০
গহনাপত্র ৮০,০০০
হাতে নগদ ৩,০০০
মোট প্রারম্ভিক সম্পদ ১১,৮৩,০০০
বাদ : প্রারম্ভিক দায়সমূহ :
ব্যাংক ঋণ ৬,০০০
মোট প্রারম্ভিক দায় ৬,০০০
পারিবারিক তহবিল ১১,৭৭,০০০
উত্তর : পারিবারিক তহবিল ১১,৭৭,০০০ টাকা।
খ. ডা. মাহাদীর পরিবারের
আয়-ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা টাকা
আয়সমূহ :
বেতন ৩,৬৩,০০০
বিনিয়োগের সুদ ১,৫০০
যোগ : অনাদায়ী বিনিয়োগের সুদ ১,০০০
২,৫০০
রোগী দেখে আয় ১,২০,০০০
মোট আয় ৪,৮৫,৫০০
ব্যয়সমূহ :
খাদ্য সামগ্রী ক্রয় ৬০,০০০
দৈনন্দিন বাজার ১,২০,০০০
খবরের কাগজ ৩,৫০০
শিক্ষা খরচ ২৮,০০০
গ্যাস, পানি, বিদ্যুৎ ২১,০০০
যোগ : বকেয়া ১,৫০০
২২,৫০০
ব্যয় ২,৩৪,০০০
ব্যয়াতিরিক্ত আয় (মোট আয়-মোট ব্যয়) ২,৫১,৫০০
উত্তর :ব্যয়াতিরিক্ত আয় ২,৫১,৫০০ টাকা।
গ. ডা: মাহাদীর পরিবারের
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখের
বিবরণ টাকা টাকা টাকা
সম্পদসমূহ
হাতে নগদ জমা (উদ্বৃত্ত) ৭,০০০
বাড়িঘর ১০,০০,০০০
আসবাবপত্র ৯০,০০০
বিনিয়োগ ১০,০০০
বিনিয়োগের বকেয়া সুদ ১,০০০
গহনাপত্র ৮০,০০০
টেলিভিশন ২৩,০০০
ব্যাংকে স্থায়ী আমানত ২,২৫,০০০
মোট সম্পদ ১৪,৩৬,০০০
দায় ও পারিবারিক তহবিল
ব্যাংক ঋণ ৬,০০০
বকেয়া গ্যাস, পানি ও বিদ্যুৎ ১,৫০০
৭,৫০০
পারিবারিক তহবিল ১১,৭৭,০০০
যোগ : ব্যয়াতিরিক্ত আয় ২,৫১,৫০০
১৪,২৮,৫০০
মোট দায় ও পারিবারিক তহবিল ১৪,৩৬,০০০
উত্তর : আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ১৪,৩৬,০০০ টাকা।
প্রশ্ন -২ ল্ফ জনাব আহসান হাবিব মাসে ১২,০০০ টাকা বেতনে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করেন। এছাড়াও তিনি একটি কলেজে পার্টটাইম লেকচারার হিসেবে মাসে ৫,০০০ টাকা সম্মানী পান। ২০১৪ সালের ১ জানুয়ারী তার ২,০০,০০০ টাকা এবং ডিপিএস এ জমা ১,০০,০০০ টাকা। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ :
খাদ্যসামগ্রী ক্রয় ৩০,০০০ টাকা। বাড়িভাড়া প্রদান ৫০,৪০০ টাকা। দৈনন্দিন বাজার খরচ ২৪,০০০ টাকা। আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা। মুদি ও মনিহারি বিল ২,৫০০ টাকা। গহনা ক্রয় ৬০,০০০ টাকা। ডিপোজিট পেনশন স্কিমে জমা ১৫,২০০ টাকা।
ক. উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় কর।
২নং প্রশ্নের সমাধান
ক. জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পদসমূহ :
হাতে নগদ ২,০০,০০০
ডিপিএস.এ জমা ১,০০,০০০
মোট প্রারম্ভিক সম্পদ পারিবারিক তহবিল ৩,০০,০০০
উত্তর : পারিবারিক তহবিল ৩,০০,০০০ টাকা।
খ. জনাব আহসান হাবিবের
প্রাপ্তি-প্রদান হিসাব
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ ২,০০,০০০ খাদ্য সামগ্রী ক্রয় ৩০,০০০
বেতন প্রাপ্তি (১২,০০০ ১২) ১,৪৪,০০০ বাড়িভাড়া প্রদান ৫০,৪০০
সম্মানী (৫,০০০ ১২) ৬০,০০০ দৈনিক বাজার খরচ ২৪,০০০
আসবাবপত্র ক্রয় ১৫,০০০
মুদি ও মনিহারি বিল ২,৫০০
গহনা ক্রয় ৬০,০০০
ডিপোজিট পেনশন স্কিমে জমা ১৫,২০০
নগদ তহবিল (সমাপনী) ২,০৬,৯০০
৪,০৪,০০০ ৪,০৪,০০০
উত্তর : সমাপনী নগদ তহবিল ২,০৬,৯০০ টাকা।
গ. জনাব আহসান হাবিবের পরিবারের
আয়-ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
আয়সমূহ :
বেতন (১২০০০১২) ১,৪৪,০০০
পার্টটাইম লেকচারের সম্মানী (৫,০০০ ১২) ৬০,০০০
মোট আয় ২,০৪,০০০
ব্যয়সমূহ :
খাদ্য সামগ্রী ক্রয় ৩০,০০০
বাড়িভাড়া প্রদান ৫০,৪০০
দৈনন্দিন বাজার খরচ ২৪,০০০
মুদি ও মনিহারি বিল ২,৫০০
মোট ব্যয় ১,০৬,৯০০
আয় উদ্বৃত্ত (মোট আয় – মোট ব্যয়) ৯৭,১০০
উত্তর : আয় উদ্বৃত্ত ৯৭,১০০ টাকা।
প্রশ্ন-৩ ল্ফ এক বিঘার একটি পুকুরে মৎস্য চাষ প্রকল্পে ১ বছরে নিম্নলিখিত আয় ব্যয় হয়েছে-
পুকুরের বার্ষিক লিজ ও সংস্কার খরচ ২০,০০০
মাছের পোনা ক্রয় ৪,০০০
চুন ক্রয় প্রতি কেজি ১০.০০ টাকা দরে ৪০ কেজি
জৈব সার প্রতি কেজি ৫.০০ টাকা দরে ১০০ কেজি
অজৈব সার প্রতি কেজি ১০.০০ টাকা দরে ১০ কেজি
চালের কুঁড়া প্রতি কেজি ৫.০০ টাকা দরে ৫০০ কেজি
সরিষার খৈল প্রতি কেজি ১৫.০০ টাকা দরে ১০০ কেজি
পাহাড়া ও রক্ষণাবেক্ষণ কাজের নিয়োজিত শ্রমিকের বেতন ১৫,০০০
পানি সেচ ২,০০০
মাছ ধরার খরচ ২,৫০০
বিবিধ খরচ ৩,০০০
প্রকল্পটির জন্য ১৫% হার সুদে ১ লক্ষ টাকা ব্যাংক ঋণ নেওয়া হয়েছে।
ক. প্রকল্পে মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছে?
খ. মাছ চাষ প্রকল্পে ১,০০০ কেজি মাছ উৎপাদন হলে প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ কর।
গ. প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রয় করা হলে প্রকল্পের নিট মুনাফা কত?
৩নং প্রশ্নের সমাধান
ক. প্রকল্পে মোট বিনিয়োগ নির্ণয় :
বিবরণ টাকা
পুকুরের বার্ষিক লিজ ও সংস্কার খরচ ২০,০০০
বিনিয়োগকৃত মোট ব্যয় ২০,০০০
উত্তর : প্রকল্পে মোট ২০,০০০ টাকা বিনিয়োগ করা হয়েছে।
খ. মাছ চাষ প্রকল্পে ১,০০০ কেজি মাছ উৎপাদনে প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ :
ব্যয়ের বিবরণ টাকা টাকা
১. আনুষঙ্গিক খরচ
চুন ক্রয় (৪০ কেজি ১০ টাকা দরে) ৪০০
২. মাছের পোনা ক্রয় ৪,০০০
৩. সার প্রয়োগ :
জৈব সার (১০০ কেজি ৫ টাকা দরে) ৫০০
অজৈব সার (১০ কেজি ১০ টাকা দরে) ১০০
৬০০
৪. মাছের খাদ্য :
সরিষার খৈল (১০০ কেজি ১৫ টাকা দরে) ১,৫০০
চালের কুড়া (৫০০ কেজি ৫ টাকা দরে) ২,৫০০
৪,০০০
৫. মজুরি :
পাহাড়া ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত শ্রমিকের বেতন ১৫,০০০
৬. মাছ সংগ্রহ খরচ :
পানি সেচ ২,০০০
মাছ ধরার খরচ ২,৫০০
বিবিধ খরচ ৩,০০০
৭,৫০০
মোট ব্যয় ৩১,৫০০
উত্তর : মোট ব্যয় ৩১,৫০০ টাকা।
গ. প্রতি কেজি ১৫০ টাকা দরে মাছ বিক্রয় প্রকল্পের নিট মুনাফা নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মোট আয় – মাছ বিক্রয় (১,০০০ কেজি ১৫০ টাকা দরে)
বাদ : বিনিয়োগকৃত ব্যয়
পরিচালনা ব্যয়
ব্যাংক ঋণের সুদ (১,০০,০০০ ১৫%)
মোট ব্যয়
২০,০০০
৩১,৫০০
১৫,০০০ ১,৫০,০০০
৬৬,৫০০
নিট মুনাফা ৮৩,৫০০
উত্তর : নিট মুনাফা ৮৩,৫০০ টাকা।
প্রশ্ন -৪ ল্ফ মানিকগঞ্জের নয়নতারা তার স্বামীর সহায়তায় চার বছর মেয়াদী একটি পারিবারিক দুগ্ধ খামার স্থাপন করেন। তাঁর খামারের বিনিয়োগ ও অন্যান্য তথ্যাবলি নিম্নে উপস্থাপন করা হলো:
গোয়াল ঘর ও গাভীর মূল্য বাবদ ১,২৫,০০০ টাকা
খাবারপত্র, পানির পাত্র, বালতি, দোহন যন্ত্র ক্রয় ১৪,০০০ টাকা
গো-খাদ্য, চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রতি বছরের জন্য ৪০,০০০ টাকা
১ম বছরে আয় ১,০০,০০০ টাকা
২য় ও ৩য় বছরে আয় ১,৫০,০০০ টাকা
৪র্থ বছরে আয় ৭০,০০০ টাকা
প্রকল্প শেষে গাভী ও বাছুর বিক্রয় বাবদ আয় ১,২০,০০০ টাকা
উক্ত প্রকল্পের জন্য ১৫% সরল সুদে স্থানীয় এনজিও হতে ১ (এক) লক্ষ টাকা ঋণ নেয়া হয়েছে এবং প্রকল্পটি বীমাকরণে মোট ৫,০০০ টাকা বীমা সেলামী পরিশোধ করা হয়েছিল।
ক. প্রকল্পটিতে নয়নতারার বিনিয়োগকৃত মোট মূলধন কত?
খ. উক্ত প্রকল্পের মোট আবর্তক ব্যয় নির্ণয় কর।
গ. মেয়াদ শেষে উক্ত প্রকল্প হতে নয়নতারার নিট লাভের পরিমাণ নির্ণয় কর।
৪নং প্রশ্নের সমাধান
ক. প্রকল্পটিতে নয়নতারার বিনিয়োগকৃত মোট মূলধন নির্ণয় :
বিবরণ টাকা টাকা
গোয়াল ঘর ও গাভীর মূল্য বাবদ ১,২৫,০০০
খাবারপাত্র, পানির পাত্র, বালতি, দোহন যন্ত্র ক্রয় ১৪,০০০
বিনিয়োগকৃত মোট মূলধন ১,৩৯,০০০
উত্তর : বিনিয়োগকৃত মোট মূলধন ১,৩৯,০০০ টাকা।
খ. প্রকল্পের মোট আবর্তক ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা
গোখাদ্য, চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ (৪০,০০০ ৪) ১,৬০,০০০
মোট আবর্তক ব্যয় ১,৬০,০০০
উত্তর : মোট আবর্তক ব্যয় ১,৬০,০০০ টাকা।
গ. মেয়াদ শেষে নয়ন তারার নিট লাভ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মোট আয় :
প্রথম বছরের আয় ১,০০,০০০
দ্বিতীয় ও তৃতীয় বছরের আয় ১,৫০,০০০
চতুর্থ বছরে আয় ৭০,০০০
প্রকল্প শেষে গাভী ও বাছুর বিক্রয় ১,২০,০০০
মোট আয় ৪,৪০,০০০
বাদ : বিনিয়োগকৃত ব্যয় ১,৩৯,০০০
আবর্তক ব্যয় ১,৬০,০০০
১৫% ঋণের সুদ (১,০০,০০০ ১৫%) ৪ ৬০,০০০
বিমা সেলামি পরিশোধ ৫,০০০
মোট ব্যয় ৩,৬৪,০০০
নিট লাভ ৭৬,০০০
উত্তর : নিট লাভ ৭৬,০০০ টাকা।
প্রশ্ন -৫ ল্ফ জানুয়ারি ২০১৩ তারিখে ডাঃ জয়ের পারিবারিক অবস্থা নিম্নরূপ :
বাড়িঘর ১৫,০০,০০০ টাকা, ১০% বিনিয়োগ ২০,০০০ টাকা, আসবাবপত্র ১,০০,০০০ টাকা, গহনাপত্র ১,২৫,০০০ টাকা, ব্যাংক ঋণ ১,৫০,০০০ টাকা
ডা. জয়ের পারিবারিক প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর, ২০১৩ সালের সমাপ্ত বছরের
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
বেতন ৪,২০,০০০ খাদ্যসামগ্রী ক্রয় ২,০৫,০০০
বিনিয়োগের সুদ ১,৫০০ খঈউ টেলিভিশন ক্রয় ৩০,০০০
রোগী দেখে প্রাপ্তি ১,৫০,০০০ শিক্ষা খরচ ৬৫,০০০
গ্যাস, পানি, বিদ্যুৎ ২৫,০০০
ব্যাংকে স্থায়ী আমানত ১,২১,০০০
ব্যাংকে ঋণ পরিশোধ ৩০,০০০
ফ্রিজ ক্রয় ৫০,০০০
উদ্বৃত্ত ৪৫,৫০০
৫,৭১,৫০০ ৫,৭১,৫০০
অন্যান্য তথ্যাবলি :
(১) গ্যাস, পানি ও বিদ্যুৎ খরচ ২,০০০ টাকা বকেয়া আছে।
(২) বিনিয়োগের সুদ ৫০০ টাকা পাওয়া যায়নি।
ক. ডা. জয়ের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর। ২
খ. ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে সমাপ্ত বছরের তার পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত কর। ৪
গ. উক্ত তারিখের ডা. জয়ের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর। ৪
৫নং প্রশ্নের সমাধান
ক. ডা. জয়ের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পদসমূহ :
বাড়িঘর ১৫,০০,০০০
১০% বিনিয়োগ ২০,০০০
আসবাবপত্র ১,০০,০০০
গহনাপত্র ১,২৫,০০০
মোট প্রারম্ভিক সম্পদ ১৭,৪৫,০০০
বাদ : প্রারম্ভিক দায়সমূহ :
ব্যাংক ঋণ ১,৫০,০০০
মোট প্রারম্ভিক দায় ১,৫০,০০০
পারিবারিক তহবিল ১৫,৯৫,০০০
উত্তর : ডা. জয়ের পারিবারিক তহবিল ১৫,৯৫,০০০ টাকা।
খ. ডা. জয়ের পরিবারের
আয় ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৩ সালের তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা টাকা
আয়সমূহ :
বেতন ৪,২০,০০০
বিনিয়োগের সুদ ১,৫০০
যোগ : বকেয়া ৫০০
২,০০০
রোগী দেখে প্রাপ্তি ১,৫০,০০০
মোট আয় ৫,৭২,০০০
ব্যয়সমূহ :
খাদ্যসামগ্রী ক্রয় ২,০৫,০০০
শিক্ষা খরচ ৬৫,০০০
গ্যাস, পানি, বিদ্যুৎ ২৫,০০০
যোগ : বকেয়া ২,০০০
২৭,০০০
মোট ব্যয় ২,৯৭,০০০
ব্যয়াতিরিক্ত আয় (মোট আয়-মোট ব্যয়) ২,৭৫,০০০
উত্তর : ডা. জয়ের ব্যয়াতিরিক্ত আয় ২,৭৫,০০০ টাকা।
গ. ডা. জয়ের পরিবারের
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৩ তারিখের
বিবরণ টাকা টাকা টাকা
সম্পদসমূহ
হাতে নগদ ৪৫,৫০০
বাড়িঘর ১৫,০০,০০০
১০% বিনিয়োগ ২০,০০০
বিনিয়োগের বকেয়া সুদ ৫০০
২০,৫০০
আসবাবপত্র ১,০০,০০০
গহনাপত্র ১,২৫,০০০
খঈউ টেলিভিশন ক্রয় ৩০,০০০
ব্যাংকে স্থায়ী আমানত ১,২১,০০০
ফ্রিজ ক্রয় ৫০,০০০
মোট সম্পদ ১৯,৯২,০০০
দায়সমূহ ও পারিবারিক তহবিল
ব্যাংক ঋণ ১,৫০,০০০
বাদ : পরিশোধ ৩০,০০০
১,২০,০০০
বকেয়া গ্যাস, পানি ও বিদ্যুৎ ২,০০০
পারিবারিক তহবিল ১৫,৯৫,০০০
যোগ : ব্যয়াতিরিক্ত আয় ২,৭৫,০০০
১৮,৭০,০০০
মোট দায় ও পারিবারিক তহবিল ১৯,৯২,০০০
উত্তর : ডা. জয়ের পরিবারের আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ১৯,৯২,০০০ টাকা।
প্রশ্ন -৬ ল্ফ জনাব নাছিমা আক্তার পেশায় একজন ব্যাংকার। ১ জানুয়ারি ২০১২ সালে তাঁর পারিবারিক অবস্থা ছিল নিম্নরূপ ঃ
ফ্ল্যাট ১৮,০০,০০০ টাকা, আসবাবপত্র ৮০,০০০ টাকা, গহনা ১,২০,০০০ টাকা, ইলেকট্রনিক্স দ্রব্যাদি ৫০,০০০ টাকা, হাতে নগদ ৩,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ৩০,০০০ টাকা।
জনাব নাছিমা আক্তারের প্রাপ্তি প্রদান হিসাব ঃ
প্রাপ্তি সমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ ৩,০০০ খাদ্যসামগ্রী ক্রয় ১,৪৪,০০০
বেতন ৪,২০,০০০ দৈনন্দিন বাজার ১,৩২,০০০
শিক্ষা খরচ ৬০,০০০
আপ্যায়ন খরচ ৪৮,০০০
ঋণ পরিশোধ ৫,০০০
গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ১৮,০০০
আয়কর প্রদান ১০,০০০
ফোন বিল ৩,৬০০
হাতে নগদ ২,৪০০
৪,২৩,০০০ ৪,২৩,০০০
ক. জনাব নাছিমা আক্তারের প্রারম্ভিক পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর। ২
খ. ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে সমাপ্ত বছরে তাঁর পরিবারের আয়-ব্যয় বিবরণী তৈরি কর। ৪
গ. উক্ত তারিখে জনাব নাছিমা আক্তারের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর। ৪
৬নং প্রশ্নের সমাধান
ক. জনাব নাছিমা আক্তারের প্রারম্ভিক পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্ররম্ভিক সম্পদসমূহ :
ফ্ল্যাট ১৮,০০,০০০
আসবাবপত্র ৮০,০০০
গহনা ১,২০,০০০
ইলেকট্রনিক্স দ্রব্যাদি ৫০,০০০
হাতে নগদ ৩,০০০
মোট প্রারম্ভিক সম্পদ ২০,৫৩,০০০
বাদ : প্ররম্ভিক দায়সমূহ :
ব্যাংক ঋণ ৩০,০০০
মোট প্রারম্ভিক দায় ৩০,০০০
প্রারম্ভিক পারিবারিক তহবিল ২০,২৩,০০০
উত্তর : জনাব নাছিমা আক্তারের প্রারম্ভিক পারিবারিক তহবিল ২০,২৩,০০০ টাকা।
খ. জনাব নাছিমা আক্তারের
আয়-ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১২ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
আয়সমূহ :
বেতন ৪,২০,০০০
মোট আয় ৪,২০,০০০
ব্যয়সমূহ :
খাদ্যসামগ্রী ক্রয় ১,৪৪,০০০
দৈনন্দিন বাজার ১,৩২,০০০
শিক্ষা খরচ ৬০,০০০
আপ্যায়ন খরচ ৪৮,০০০
গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ১৮,০০০
আয়কর প্রদান ১০,০০০
ফোন বিল ৩,৬০০
মোট ব্যয় ৪,১৫,৬০০
ব্যয়াতিরিক্ত আয় (মোট আয়-মোট ব্যয়) ৪,৪০০
উত্তর : জনাব নাছিমা আক্তারের ব্যয়াতিরিক্ত আয় ৪,৪০০ টাকা।
গ. জনাব নাছিমা আক্তারের
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১২ তারিখের
বিবরণ টাকা টাকা টাকা
সম্পদসমূহ
ফ্ল্যাট ১৮,০০,০০০
আসবাবপত্র ৮০,০০০
গহনা ১,২০,০০০
ইলেকট্রনিক্স দ্রব্যাদি ৫০,০০০
হাতে নগদ ২,৪০০
মোট সম্পদ ২০,৫২,৪০০
দায়সমূহ ও পারিবারিক তহবিল
ব্যাংক ঋণ ৩০,০০০
বাদ : পরিশোধ ৫,০০০
২৫,০০০
পারিবারিক তহবিল ২০,২৩,০০০
যোগ : ব্যায়াতিরিক্ত আয় ৪,৪০০
২০,২৭,৪০০
মোট দায় ও পারিবারিক তহবিল ২০,৫২,৪০০
উত্তর : জনাব নাছিমা আক্তারের আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২০,৫২,৪০০ টাকা।
প্রশ্ন -৭ ল্ফ ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে অধ্যাপক ড. রায়হান এর পারিবারিক অবস্থা নিম্নরূপ :
টাকা টাকা
বাড়িঘর ১০,০০,০০০ গহনাপত্র ১,৫০,০০০
আসবাবপত্র ৭০,০০০ বিনিয়োগ ১,০০,০০০
হাতে নগদ ৩০,০০০ ব্যাংক ঋণ ৫০,০০০
অধ্যাপক ড. রায়হান
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর ২০১০
প্রাপ্তি টাকা প্রদান টাকা
হাতে নগদ (১-১-১০) ৩০,০০০ খাদ্যসামগ্রী ক্রয় ১,০০,০০০
বেতন ৪,৪০,০০০ শিক্ষা খরচ ৩০,০০০
বিনিয়োগের সুদ ৫,০০০ শেয়ারে বিনিয়োগ ১,৫০,০০০
বাড়িভাড়া হতে প্রাপ্তি ১,২৫,০০০ কম্পিউটার ক্রয় ৪০,০০০
উপহার ক্রয় ৫,০০০
খবরের কাগজের বিল ৫,০০০
গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ৩০,০০০
চিকিৎসা খরচ ১০,০০০
ব্যাংকে স্থায়ী আমানত ২,০০,০০০
বাড়ি মেরামত ২০,০০০
হাতে নগদ (৩১-১২-১০) ১০,০০০
৬,০০,০০০ ৬,০০,০০০
অন্যান্য তথ্যাবলী ঃ
(১) গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল বকেয়া আছে ২,০০০ টাকা।
(২) বিনিয়োগের সুদ ১,০০০ টাকা এখনও আদায় হয়নি।
ক. অধ্যাপক ড. রায়হানের পারিবারিক তহবিল নির্ণয় কর। ২
খ. বৎসরের শেষে তাঁর পরিবারের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর। ৪
গ. ঐ তারিখে (বৎসরের শেষে) তাঁর পরিবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪
৭নং প্রশ্নের সমাধান
ক. অধ্যাপক ড. রায়হানের পারিবারিক তহবিল নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পদসমূহ :
বাড়িঘর ১০,০০,০০০
আসবাবপত্র ৭০,০০০
হাতে নগদ ৩০,০০০
গহনাপত্র ১,৫০,০০০
বিনিয়োগ ১,০০,০০০
মোট প্রারম্ভিক সম্পদ ১৩,৫০,০০০
বাদ : প্রারম্ভিক দায়সমূহ :
ব্যাংক ঋণ ৫০,০০০
মোট প্রারম্ভিক দায় ৫০,০০০
পারিবারিক তহবিল ১৩,০০,০০০
উত্তর : অধ্যাপক ড. রায়হানের পারিবারিক তহবিল ১৩,০০,০০০ টাকা।
খ. অধ্যাপক ড. রায়হান
আয়-ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১০ তারিখের সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা টাকা
আয়সমূহ :
বেতন ৪,৪০,০০০
বিনিয়োগের সুদ ৫,০০০
যোগ : অনাদায়ী বিনিয়োগের সুদ ১,০০০
৬,০০০
বাড়িভাড়া হতে প্রাপ্তি ১,২৫,০০০
মোট আয় ৫,৭১,০০০
ব্যয়সমূহ :
খাদ্যসামগ্রী ক্রয় ১,০০,০০০
শিক্ষা খরচ ৩০,০০০
উপহার ক্রয় ৫,০০০
খবরের কাগজের বিল ৫,০০০
গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ৩০,০০০
যোগ : বকেয়া ২,০০০
৩২,০০০
চিকিৎসা খরচ ১০,০০০
বাড়ি মেরামত ২০,০০০
মোট ব্যয় ২,০২,০০০
ব্যয়াতিরিক্ত আয় (মোট আয় – মোট ব্যয়) ৩,৬৯,০০০
উত্তর : অধ্যাপক ড. রায়হানের পরিবারের ব্যয়াতিরিক্ত আয় ৩,৬৯,০০০ টাকা।
গ. অধ্যাপক ড. রায়হান
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১০ তারিখের
বিবরণ টাকা টাকা টাকা
সম্পদসমূহ
হাতে নগদ ১০,০০০
বাড়িঘর ১০,০০,০০০
আসবাবপত্র ৭০,০০০
গহনাপত্র ১,৫০,০০০
বিনিয়োগ ১,০০,০০০
বকেয়া বিনিয়োগের সুদ ১,০০০
শেয়ারে বিনিয়োগ ১,৫০,০০০
কম্পিউটার ক্রয় ৪০,০০০
ব্যাংকে স্থায়ী আমানত ২,০০,০০০
মোট সম্পদ ১৭,২১,০০০
দায়সমূহ ও পারিবারিক তহবিল
ব্যাংক ঋণ ৫০,০০০
বকেয়া গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ২,০০০
পারিবারিক তহবিল ১৩,০০,০০০
যোগ : ব্যয়াতিরিক্ত আয় ৩,৬৯,০০০
১৬,৬৯,০০০
মোট দায়সমূহ ও পারিবারিক তহবিল ১৭,২১,০০০
উত্তর : অধ্যাপক ড. রায়হানের আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ১৭,২১,০০০ টাকা।
প্রশ্ন -৮ ল্ফ জনাব মামুন ১৫,০০০ টাকা মাসিক বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্টটাইম লেকচারার হিসেবে মাসিক ৬,০০০ টাকা সম্মানী পান। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে তাঁর পারিবারিক আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ :
নগদ তহবিল ৩০,০০০ টাকা, বাড়িঘর ৫,০০,০০০ টাকা, বিনিয়োগ ৬০,০০০ টাকা, বন্ধকি ঋণ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনাপত্র ৯০,০০০ টাকা এবং পাওনাদার ২০,০০০ টাকা।
উক্ত বছরে তাঁর পরিবারের অন্যান্য লেনদেন হলো :
টাকা
খাদ্য সামগ্রী ক্রয় ২৫,০০০
দৈনন্দিন বাজার খরচ ৫৪,০০০
শিক্ষা খরচ ৩০,০০০
কাপড় ক্রয় ১২,০০০
কম্পিউটার ক্রয় ২৬,০০০
গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ২৪,০০০
ব্যাংকে স্থায়ী আমানত ১৮,০০০
খবরের কাগজ ২,০০০
ক. জনাব মামুনের পারিবারিক দায়ের পরিমাণ কত? ২
খ. বছর শেষে জনাব মামুনের পরিবারের নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারের আয়ের উদ্বৃত্ত/ঘাটতি নির্ণয় কর। ৪
৮নং প্রশ্নের সমাধান
ক. জনাব মামুনের পরিবারিক দায়ের পরিমাণ নির্ণয় :
হিসাবের নাম টাকা টাকা
বন্ধকি ঋণ ৮০,০০০
পাওনাদার ২০,০০০
মোট পারিবারিক দায় ১,০০,০০০
উত্তর : জনাব মামুনের পারিবারিক দায় ১,০০,০০০ টাকা।
খ. জনাব মামুন
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ (১-১-২০১৪) ৩০,০০০
বেতন (১৫,০০০ ১২) ১,৮০,০০০ খাদ্য সামগ্রী ক্রয় ২৫,০০০
পার্টটাইম বেতন (৬,০০০ ১২) ৭২,০০০ দৈনন্দিন বাজার খরচ ৫৪,০০০
শিক্ষা খরচ ৩০,০০০
কাপড় ক্রয় ১২,০০০
কম্পিউটার ক্রয় ২৬,০০০
গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ২৪,০০০
ব্যাংকে স্থায়ী আমানত ১৮,০০০
খবরের কাগজ ২,০০০
নগদ উদ্বৃত্ত (সমাপনী) ৯১,০০০
২,৮২,০০০ ২,৮২,০০০
উত্তর : জনাব মামুনের পরিবারের নগদ উদ্বৃত্ত ৯১,০০০ টাকা।
গ. জনাব মামুন
আয়ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
আয়সমূহ :
বেতন ১,৮০,০০০
পার্ট টাইম বেতন ৭২,০০০
মোট আয় ২,৫২,০০০
ব্যয়সমূহ :
খাদ্য সামগ্রী ক্রয়
২৫,০০০
দৈনন্দিন বাজার খরচ ৫৪,০০০
শিক্ষা খরচ ৩০,০০০
কাপড় ক্রয় ১২,০০০
গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ২৪,০০০
খবরের কাগজ ২,০০০
মোট ব্যয় ১,৪৭,০০০
ব্যয়াতিরিক্ত আয় (মোট আয়-মোট ব্যয়) ১,০৫,০০০
উত্তর : জনাব মামুনের পরিবারের ব্যয়াতিরিক্ত আয় ১,০৫,০০০ টাকা।
প্রশ্ন -৯ ল্ফ জনাব সাকিব ইকবালের ১ জানুয়ারি ২০১৪ তারিখে সম্পদ ও দায়-দেনার পরিমাণ নিম্নরূপ :
টাকা
হাতে নগদ ৬০,০০০
আসবাবপত্র ৬,০০,০০০
তৈজসপত্র ১,৫০,০০০
গৃহ নির্মাণ ঋণ ৩,০০,০০০
উক্ত বছরে তার প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ :
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ (১-১-২০১৪) ৬০,০০০ খাদ্যসামগ্রী ক্রয় ৬০,০০০
বেতন প্রাপ্তি ২,৫০,০০০ মুদির দোকান বিল ৩,০০০
কৃষি খাতে আয় ৬০,০০০ কম্পিউটার ক্রয় ৪০,০০০
পুরাতন খবরের কাগজ বিক্রি ৩,০০০ গ্যাস, পানি ও বিদ্যুৎ ৬,০০০
খবরের কাগজ বিল ৩,০০০
ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা ৩০,০০০
টেলিভিশন ক্রয় ৫০,০০০
গৃহ নির্মাণ ঋণ পরিশোধ ১,০০,০০০
গৃহ নির্মাণ ঋণের সুদ ১,০০০
হাতে নগদ (৩১-১২-২০১৪) ৮০,০০০
৩,৭৩,০০০ ৩,৭৩,০০০
ক. জনাব সাকিব ইকবালের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর। ২
খ. জনাব সাকিব ইকবালের ব্যয়াতিরিক্ত আয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উক্ত তারিখে জনাব সাকিব ইকবালের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪
৯নং প্রশ্নের সমাধান
ক. জনাব সাকিব ইকবালের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পদসমূহ :
হাতে নগদ ৬০,০০০
আসবাবপত্র ৬,০০,০০০
তৈজসপত্র ১,৫০,০০০
মোট প্রারম্ভিক সম্পদ ৮,১০,০০০
বাদ : প্রারম্ভিক দায়সমূহ
গৃহ নির্মাণ ঋণ ৩,০০,০০০
মোট প্রারম্ভিক দায় ৩,০০,০০০
পারিবারিক তহবিল ৫,১০,০০০
উত্তর : জনাব সাকিব ইকবালের পারিবারিক তহবিল ৫,১০,০০০ টাকা।
খ. জনাব সাকিব ইকবাল
আয়-ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
আয়সমূহ :
বেতন প্রাপ্তি ২,৫০,০০০
কৃষি খাতে আয় ৬০,০০০
পুরাতন খবরের কাগজ বিক্রি ৩,০০০
মোট আয় ৩,১৩,০০০
ব্যয়সমূহ :
খাদ্যসামগ্রী ক্রয় ৬০,০০০
মুদির দেকান বিল ৩,০০০
গ্যাস, পানি ও বিদ্যুৎ ৬,০০০
খবরের কাগজ বিল ৩,০০০
গৃহ নির্মাণ ঋণের সুদ ১,০০০
মোট ব্যয় ৭৩,০০০
ব্যয়াতিরিক্ত ব্যয় (মোট আয় মোট ব্যয়) ২,৪০,০০০
উত্তর : জনাব সাকিব ইকবালের ব্যয়াতিরিক্ত আয় ২,৪০,০০০ টাকা।
গ. জনাব সাকিব ইকবাল
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখের
বিবরণ টাকা টাকা টাকা
সম্পদসমূহ
হাতে নগদ ৮০,০০০
আসবাবপত্র ৬,০০,০০০
তৈজসপত্র ১,৫০,০০০
কম্পিউটার ক্রয় ৪০,০০০
ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা ৩০,০০০
টেলিভিশন ক্রয় ৫০,০০০
মোট সম্পদ ৯,৫০,০০০
দায় ও পারিবারিক তহবিল
গৃহ নির্মাণ ঋণ ৩,০০,০০০
বাদ : পরিশোধ ১,০০,০০০
২,০০,০০০
পারিবারিক তহবিল ৫,১০,০০০
যোগ : ব্যয়াতিরিক্ত আয় ২,৪০,০০০
৭,৫০,০০০
মোট দায় ও পারিবারিক তহবিল ৯,৫০,০০০
উত্তর : জনাব সাকিব ইকবালের আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৯,৫০,০০০ টাকা।
প্রশ্ন -১০ ল্ফ জনাব সিকদার এর ১ জানুয়ারি ২০১৩ তারিখে সম্পদ ও দায় দেনার পরিমাণ ছিল- ঘরবাড়ি ৩,০০,০০০ টাকা, আসবাবপত্র ১,০০,০০০ টাকা, নগদ ৫০,০০০ টাকা, ব্যাংকে জমা ৫০,০০০ টাকা, আত্মীয় স্বজনের নিকট পাওনা ৫০,০০০ টাকা এবং ঋণ ৪০,০০০ টাকা।
জনাব সিকদার
প্রাপ্তি প্রদান হিসাব
৩১ ডিসেম্বর, ২০১৩
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ তহবিল ৫০,০০০ খাদ্যসামগ্রী ক্রয় ৭৫,০০০
বেতন ১,৮০,০০০ বস্ত্র ক্রয় ৫০,০০০
অন্যান্য আয় ১০,০০০ যাতায়াত ৩০,০০০
কৃষি থেকে আয় ৩০,০০০ টেলিফোন ও মোবাইল খরচ ১২,০০০
কম্পিউটার ক্রয় ৩০,০০০
বিদ্যুৎ বিল পরিশোধ ২৫,০০০
আলমারি ক্রয় ৮,০০০
উদ্বৃত্ত (৩১-১২-১৩) ২০,০০০
২,৭০,০০০ ২,৭০,০০০
ক. জনাব সিকদার এর প্রাপ্তি ও প্রদান হিসাব হতে মূলধনজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. জনাব সিকদার এর ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় বিবরণী তৈরি কর। ৪
গ. উক্ত তারিখে জনাব সিকদার এর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪
১০নং প্রশ্নের সমাধান
ক. জনাব সিকদারের প্রাপ্তি ও প্রদান হিসাব হতে মূলধনজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
কম্পিউটার ক্রয় ৩০,০০০
আলমারি ক্রয় ৮,০০০
ঋণ পরিশোধ ২০,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ৫৮,০০০
উত্তর : মূলধন জাতীয় ব্যয় ৫৮,০০০ টাকা।
খ. জনাব সিকদারের
আয়-ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
আয়সমূহ :
বেতন ১,৮০,০০০
অন্যান্য ক্রয় ১০,০০০
কৃষি থেকে আয় ৩০,০০০
মোট আয় ২,২০,০০০
ব্যয়সমূহ :
খাদ্য সামগ্রী ক্রয় ৭৫,০০০
বস্ত্র ক্রয় ৫০,০০০
যাতায়াত ৩০,০০০
টেলিফোন ও মোবাইল খরচ ১২,০০০
বিদ্যুৎ বিল পরিশোধ ২৫,০০০
মোট খরচ ১,৯২,০০০
ব্যয়াতিরিক্ত আয় (মোট আয় মোট ব্যয়) ২৮,০০০
উত্তর : ব্যয়াতিরিক্ত আয় ২৮,০০০ টাকা।
গ. জনাব সিকদারের
আর্থিক অবস্থার বিবরনী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখের
বিবরণ টাকা টাকা টাকা
সম্পদসমূহ :
নগদ তহবিল (৩১-১২-১৩) ২০,০০০
ঘরবাড়ি ৩,০০,০০০
আসবাবপত্র ১,০০,০০০
যোগ : আলমারি ক্রয় ৮,০০০
১,০৮,০০০
ব্যাংক জমা ৫০,০০০
আত্মীয় স্বজনের নিকট পাওনা ৫০,০০০
কম্পিউটার ৩০,০০০
মোট সম্পদ ৫,৫৮,০০০
দায় ও পারিবারিক তহবিল :
ঋণ ৪০,০০০
বাদ : পরিশোধ ২০,০০০
২০,০০০
পারিবারিক তহবিল (নোট-১) ৫,১০,০০০
যোগ : ব্যয়াতিরিক্ত আয় ২৮,০০০
৫,৩৮,০০০
মোট দায় ও পারিবারিক তহবিল ৫,৫৮,০০০
নোট -১ :
পারিবারিক তহবিল = প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায়
= (ঘরবাড়ি + আসবাবপত্র + নগদ + ব্যাংক জমা + আত্মীয় স্বজনের নিকট পাওনা) ঋণ
= (৩,০০,০০০ + ১,০০,০০০ + ৫০,০০০ + ৫০,০০০ + ৫০,০০০) ৪০,০০০
= ৫,১০,০০০ টাকা।
উত্তর : আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৫,৫৮,৮০০।
প্রশ্ন -১১ ল্ফ মি. পিন্টু দাসের ১লা জানুয়ারি ২০১৪ সালের সম্পদ ও দেনার পরিমাণ ছিল :
বাড়ি ২০,০০,০০০ টাকা, আসবাবপত্র ২,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৫,০০,০০০ টাকা। উক্ত বছরের তার প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ :
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর, ২০১৪ সালের সমাপ্ত বছরের
প্রাপ্তি টাকা প্রদান টাকা
বেতন ৩,৬০,০০০ খাদ্যসামগ্রী ১,২০,০০০
বাড়ি ভাড়া ৪০,০০০ চিকিৎসা খরচ ৮০,০০০
পড়াশোনা খরচ ৬০,০০০
জ্বালানি ও বিদ্যুৎ খরচ ৪০,০০০
ফ্রিজ ক্রয় ৩৫,০০০
হাতে নগদ (৩১-১২-১৪) ৬৫,০০০
৪,০০,০০০ ৪,০০,০০০
[রা. বো. ’১৫]
ক. পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর। ২
খ. মোট প্রাপ্তির উপর খাদ্যসামগ্রী, চিকিৎসা, পড়াশোনা এবং জ্বালানি ও বিদ্যুৎ খরচের শতকরা হার দেখাও। ৪
গ. ব্যাংক ঋণের সুদ ২৫,০০০ টাকা এবং বাড়িভাড়া ২০,০০০ টাকা বকেয়া ধরে উক্ত বছরের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর। ৪
১১নং প্রশ্নের সমাধান
ক. মি. পিন্টু দাসের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পদসমূহ :
বাড়ি ২০,০০,০০০
আসবাবাপত্র ২,০০,০০০
মোট প্রারম্ভিক সম্পদ ২২,০০,০০০
বাদ : প্রারম্ভিক দায়সমূহ
ব্যাংক ঋণ ৫,০০,০০০
মোট প্রারম্ভিক দায় ৫,০০,০০০
পারিবারিক তহবিল ১৭,০০,০০০
উত্তর : পারিবারিক তহবিল ১৭,০০,০০০ টাকা।
খ. মোট প্রাপ্তির উপর খাদ্যসামগ্রী, চিকিৎসা, পড়াশোনা এবং জ্বালানি ও বিদ্যুৎ খরচের শতকরা হার নির্ণয় :
বিবরণ মোট প্রাপ্তি ব্যয়ের পরিমাণ খরচের শতকরা হার
বেতন ৩,৬০,০০০
বাড়িভাড়া ৪০,০০০
৪,০০,০০০
১. খাদ্যসামগ্রী (১,২০,০০০ ৪,০০,০০০ ১০০) ১,২০,০০০ ৩০%
২. চিকিৎসা খরচ (৮০০,০০০ ৪,০০,০০০ ১০০) ৮০,০০০ ২০%
৩. পড়াশোনা খরচ (৬০,০০০ ৪,০০,০০০ ১০০) ৬০,০০০ ১৫%
৪. জ্বালানি ও বিদ্যুৎ খরচ (৪০,০০০ ৪,০০,০০০ ১০০) ৪০,০০০ ১০%
উত্তর : মি. পিন্টু দাসের মোট প্রাপ্তির উপর তার পরিবারের খাদ্য সামগ্রী, চিকিৎসা, পড়াশোনা এবং জ্বালানি ও বিদ্যুৎ খরচের শতকরা হার যথাক্রমে ৩০%, ২০%, ১৫%, ১০%।
গ. মি. পিন্টু দাসের
আয়-ব্যয় বিবরণী
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা টাকা
আয়সমূহ :
বেতন ৩,৬০,০০০
বাড়িভাড়া ৪০,০০০
যোগ : বকেয়া ২০,০০০
৬০,০০০
মোট আয় ৪,২০,০০০
ব্যয়সমূহ :
খাদ্যসামগ্রী ১,২০,০০০
চিকিৎসা খরচ ৮০,০০০
পড়াশোনা খরচ ৬০,০০০
জ্বালানি ও বিদ্যুৎ খরচ ৪০,০০০
বকেয়া ব্যাংক ঋণের সুদ ২৫,০০০
মোট ব্যয় ৩,২৫,০০০
ব্যয়াতিরিক্ত আয় (মোট আয় – মোট ব্যয়) ৯৫,০০০
উত্তর : মি. পিন্টু দাসের পরিবারের ব্যয়াতিরিক্ত আয় ৯৫,০০০ টাকা।
প্রশ্ন -১২ ল্ফ জনাব আরিফের পরিবারের ১লা জানুয়ারি ২০১৪ তারিখের সম্পদ ও দায়সমূহ নিম্নরূপ : আসবাবপত্র ৫,০০,০০০ টাকা, দালানকোঠা ২,০০,০০০ টাকা, স্থায়ী আমানত ৭৫,০০০ টাকা, ব্যাংক ঋণ ১,২৫,০০০ টাকা, হাতে নগদ ৬০,০০০ টাকা।
উক্ত বছরে তার পারিবারিক প্রাপ্তি ও প্রদানসমূহ নিম্নরূপ :
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ (১-১-১৪) ৬০,০০০ খাদ্য ক্রয় ৫৫,০০০
বেতন প্রাপ্তি ১,৮০,০০০ মনিহারি ৫,০০০
বিনিয়োগের সুদ ৭,০০০ বাড়িভাড়া ২৩,৫০০
ঋণ পরিশোধ ৫০,০০০
আপ্যায়ন খরচ ১,৫০০
টিভি ক্রয় ১৭,০০০
হাতে নগদ ৯৫,০০০
২,৪৭,০০০ ২,৪৭,০০০
ক. জনাব আরিফের পরিবারের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর। ২
খ. ৩১ শে ডিসেম্বর, ২০১৪ তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় বিবরণী তৈরি কর। ৪
গ. জনাব আরিফের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪
১২নং প্রশ্নের সমাধান
ক. জনাব আরিফের পরিবারের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পদসমূহ :
আসবাবপত্র ৫,০০,০০০
দালানকোঠা ২,০০,০০০
স্থায়ী আমানত ৭৫,০০০
হাতে নগদ ৬০,০০০
মোট প্রারম্ভিক সম্পদ ৮,৩৫,০০০
বাদ : প্রারম্ভিক দায়সমূহ :
ব্যাংক ঋণ ১,২৫,০০০
মোট প্রারম্ভিক দায় ১,২৫,০০০
পারিবারিক তহবিল ৭,১০,০০০
উত্তর : জনাব আরিফের পরিবারের পারিবারিক তহবিল ৭,১০,০০০ টাকা।
খ. জনাব আরিফের
আয়-ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
আয়সমূহ :
বেতন প্রাপ্তি ১,৮০,০০০
বিনিয়োগের সুদ ৭,০০০
মোট আয় ১,৮৭,০০০
ব্যয়সমূহ :
খাদ্য ক্রয় ৫৫,০০০
মনিহারি ৫,০০০
বাড়ি ভাড়া ২৩,৫০০
আপ্যায়ন খরচ ১,৫০০
মোট ব্যয় ৮৫,০০০
ব্যয়াতিরিক্ত আয় (মোট আয়ব্যয়) ১,০২,০০০
উত্তর : জনাব আরিফের পরিবারের ব্যয়াতিরিক্ত আয় ১,০২,০০০ টাকা।
গ. জনাব আরিফের
আর্থিক অবস্থায় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখের
বিবরণ টাকা টাকা টাকা
সম্পদসমূহ
হাতে নগদ ৯৫,০০০
আসবাবপত্র ৫,০০,০০০
দালানকোঠা ২,০০,০০০
স্থায়ী আমানত ৭৫,০০০
টিভি ক্রয় ১৭,০০০
মোট সম্পদ ৮,৮৭,০০০
দায় ও পারিবারিক তহবিল
ব্যাংক ঋণ ১,২৫,০০০
বাদ : পরিশোধ ৫০,০০০
৭৫,০০০
পারিবারিক তহবিল ৭,১০,০০০
যোগ : ব্যয়াতিরিক্ত আয় ১,০২,০০০
মোট ব্যয় ৮,১২,০০০
মোট দায় ও পারিবারিক তহবিল ৮,৮৭,০০০
উত্তর : জনাব আরিফের পরিবারের আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৮,৮৭,০০০ টাকা।
প্রশ্ন -১৩ ল্ফ জনাব আজিজ পেশায় একজন চিকিৎসক। তিনি চাকুরির পাশাপাশি প্রাইভেট প্রাকটিসের মাধ্যমে অর্থ উপার্জন করেন। ৩১ ডিসেম্বর ২০১৫ সালের সমাপ্ত বছরের তার প্রাপ্তি ও প্রদান হিসাব ছিল নিম্নরূপ :
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর ২০১৪ সালের সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ (০১-০১-২০১৪) ২৫,০০০ শেয়ারে বিনিয়োগ ১,০০,০০০
ব্যাংকে জমা (০১-০১-২০১৪) ৩৫,০০০ খাদ্য সামগ্রী ক্রয় ৩০,০০০
বেতন থেকে আয় ১,৫০,০০০ ড্রাইভারের বেতন ৩৬,০০০
প্রাইভেট প্রাকটিস থেকে প্রাপ্ত ১,২০,০০০ গাড়ি মেরামত ২০,০০০
বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি ৩০,০০০ পড়াশোনা খরচ ২৫,০০০
টিউশন ফিস ১৮,০০০
কম্পিউটার ক্রয় ৪০,০০০
চিকিৎসা খরচ ৭,০০০
বিদ্যুৎ জ্বালানি খরচ ১২,০০০
মাছ মাংস ডিম ১০,০০০
আলমারি ক্রয় ১৫,০০০
উপহার ক্রয় ৭,০০০
হাতে নগদ (৩১-১২১৪) ৪০,০০০
৩,৬০,০০০ ৩,৬০,০০০
০১-০১-২০১৪ তারিখে সম্পদ ও দায়ের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ : আসবাবপত্র ২৫,০০০ টাকা; যন্ত্রপাতি ১৫,০০০ টাকা; পাওনাদার হিসাব ১২,০০০ টাকা।
৩১-১২-১৪ তারিখে অন্যান্য তথ্যাবলি : (১) চলতি বছরের বেতন বকেয়া ৭,০০০ টাকা। (২) প্রাপ্ত বাড়ি ভাড়ার ২,৫০০ টাকা পূর্ববর্তী বছরের এবং চলতি সালের বাড়িভাড়া ৩,২০০ টাকা এখনো আদায় হয়নি। (৩) ড্রাইভারের বেতন বকেয়া ২,৪০০ টাকা।
ক. জনাব আজিজ-এর পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর। ২
খ. জনাব আজিজ-এর ৩১ ডিসেম্বর, ২০১৪ তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর। ৪
গ. একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪
১৩নং প্রশ্নের সমাধান
ক. জনাব আজিজের প্রারম্ভিক পারিবারিক তহবিল নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পদসমূহ :
হাতে নগদ (১-১-২০১৪) ২৫,০০০
ব্যাংকে জমা (১-১-২০১৪) ৩৫,০০০
আসবাবপত্র ২৫,০০০
যন্ত্রপাতি ১৫,০০০
অনাদায়ী বাড়িভাড়া ২,৫০০
মোট প্রারম্ভিক সম্পদ ১,০২,৫০০
বাদ : প্রারম্ভিক দায়সমূহ
পাওনাদার ১২,০০০
মোট প্রারম্ভিক দায় ১২,০০০
পারিবারিক তহবিল ৯০,৫০০
উত্তর : পারিবারিক তহবিলের পরিমাণ ৯০,৫০০ টাকা।
খ. জনাব আজিজের
আয়-ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ সালের সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা টাকা
আয়সমূহ :
বেতন প্রাপ্তি ১,৫০,০০০
যোগ : বকেয়া বেতন ৭,০০০
১,৫৭,০০০
প্রাইভেট প্রাকটিস থেকে প্রাপ্তি ১,২০,০০০
বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি (৩০,০০০ ২,৫০০ + ৩,২০০) ৩০,৭০০
মোট আয় ৩,০৭,৭০০
বাদ : ব্যয়সমূহ :
খাদ্য সামগ্রী ক্রয় ৩০,০০০
ড্রাইভারের বেতন ৩৬,০০০
যোগ : বকেয়া বেতন ২,৪০০
৩৮,৪০০
গাড়ি মেরামত ২০,০০০
পড়াশোনা খরচ ২৫,০০০
টিউশন ফিস ১৮,০০০
চিকিৎসা খরচ ৭,০০০
বিদ্যুৎ খরচ ১২,০০০
মাছ মাংস ডিম ১০,০০০
উপহার ক্রয় ৭,০০০
মোট ব্যয় ১,৬৭,৪০০
আয় উদ্বৃত্ত (মোট আয়-মোট ব্যয়) ১,৪০,৩০০
উত্তর : আয় উদ্বৃত্ত ১,৪০,৩০০ টাকা।
টীকা : গাড়ি মেরামত ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরা হয়েছে।
গ. জনাব আজিজ
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখের
বিবরণ টাকা টাকা টাকা
সম্পদসমূহ
হাতে নগদ ৪০,০০০
অনাদায়ী বেতন ৭,০০০
অনাদায়ী ভাড়া ৩,২০০
আসবাবপত্র ২৫,০০০
যন্ত্রপাতি ১৫,০০০
শেয়ারে বিনিয়োগ ১,০০,০০০
কম্পিউটার ৪০,০০০
আলমারি ১৫,০০০
মোট সম্পদ ২,৪৫,২০০
দায় ও পারিবারিক তহবিল
পাওনাদার ১২,০০০
ড্রাইভারের বকেয়া বেতন ২,৪০০
পারিবারিক তহবিল ৩০,৫০০
যোগ : আয় উদ্বৃত্ত ১,৪০,৩০০
২,৩০,৮০০
মোট দায় ও পারিবারিক তহবিল ২,৪৫,২০০
উত্তর : আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২,৪৫,২০০ টাকা।
প্রশ্ন -১৪ ল্ফ জনাব আশরাফ আলীর একটি পারিবারিক দুগ্ধ খামার আছে। এটি তার পরিবারের দুধের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের ব্যবস্থা করেছে। জনাব আশরাফ আলীর খামারের তথ্যাবলি উপস্থাপন করা হলো :
খামার ঘর ও গাভীর মূল্য বাবদ মূলধন বিনিয়োগ ৮০,০০০ টাকা; প্রতি বছর আবর্তক খরচের পরিমাণ ২০,০০০ টাকা। প্রথম বছর দুধ ও গোবর বিক্রয় থেকে আয় হয় ২৫,০০০ টাকা; ২য় বছর থেকে ৬ষ্ঠ বছর পর্যন্ত প্রতি বছর দুধ, গোবর ও বাছুর বিক্রি থেকে আয় হয় ৪৫,০০০ টাকা; ৭ম বছর থেকে দুধ, গোবর ও গাভীর বিক্রয় থেকে আয় হয় ৭৫,০০০ টাকা। এ প্রকল্পের জন্যে বার্ষিক ১৫% সুদে ৫০,০০০ টাকা ব্যাংক ঋণ নেওয়া হয়েছে।
ক. দুগ্ধ খামার প্রকল্পটির ৭ বছরের ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. প্রকল্পটির ৭ বছরের আয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উক্ত প্রকল্পে জনাব আশরাফ আলীর নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর। ৪
১৪নং প্রশ্নের সমাধান
ক. প্রকল্পের ৭ বছরের ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
আবর্তক ব্যয় (২০,০০০ ৭) ১,৪০,০০০
ঋণের সুদ (৫০,০০০ ১৫%) ৭ ৫২,৫০০
মোট ব্যয় ১,৯২,৫০০
উত্তর : মোট ব্যয় ১,৯২,৫০০ টাকা
খ. প্রকল্পের ৭ বছরের আয়ের পরিমাণ নির্ণয় কর :
বিবরণ টাকা টাকা
১ম বছর দুধ ও গোবর থেকে আয় ২৫,০০০
২য় থেকে ৬ষ্ঠ বছর পর্যন্ত আয় (৪৫,০০০ ৫ ২,২৫,০০০
৭ম বছরে দুধ গোবর ও গাভী বিক্রয় থেকে আয় ৭৫,০০০
মোট আয় ৩,২৫,০০০
উত্তর : মোট আয় ৩,২৫,০০০ টাকা।
গ. জনাব আশরাফ আলীর
আয় ও ব্যয়ের সংক্ষিপ্ত সার
বিবরণ টাকা টাকা
মোট আয় ৩,২৫,০০০
বাদ : বিনিয়োগকৃত মোট ব্যয় (খামার খর ও গাভীর ক্রয়মূল্য) ৮০,০০০
আবর্তক ব্রয় (ক হতে আনীত) ১,৪০,০০০
ব্যাংক ঋণের সুদ (ক হতে আনীত) ৫২,৫০০
২,৭২,৫০০
নিট মুনাফা ৫২,৫০০
উত্তর : নিট মুনাফা ৫২,৫০০ টাকা।