দ্বিতীয় অধ্যায়
লেনদেন
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
লেনদেনের ধারণা
ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় জগতে বিভিন্ন ধরনের ঘটনা উদ্ভব হলেও অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান অর্থাৎ দেয়া ও নেয়া ইংরেজিতে যাকে বলা হয় মরাব ধহফ ঃধশব। সংঘটিত প্রতিটি ঘটনায় একাধিক পক্ষ জড়িত থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ এবং অন্যপক্ষ সুবিধা প্রদান করে। সুতরাং বলা যায়, কোনো দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হলে লেনদেনের সৃষ্টি হয়।
লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য
লেনদেন হতে হলে ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে।
কোনো ঘটনা তখনই লেনদেন হিসেবে গণ্য হবে যখন তার দ্বারা ব্যবসায় বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে।
প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। একপক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্যপক্ষ সুবিধা প্রদান করবে।
প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা হবে।
দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় ধরনের লেনদেন হতে পারে।
ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে। যেমন : অনাদায়ী পাওনা সঞ্চতি, বাট্টা সঞ্চিতি ইত্যাদি।
প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে। হিসাব সমীকরণ হলো : সম্পদ = দায় + মালিকানা স্বত্ব।
হিসাব সমীকরণ
কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, মালিকানা স্বত্ব ও বহির্দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়।
হিসাব সমীকরণ বিশে−ষণ
অ = খ + ঊ
এখানে,
অ = অংংবঃং (সম্পদসমূহ)
খ = খরধনরষরঃরবং (দায়সমূহ)
ঊ = ঊয়ঁরঃু (মালিকানা স্বত্ব)
সম্পদ : সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়।
দায় : দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হয়। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিই হচ্ছে দায়।
মালিকানা স্বত্ব : মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা স্বত্ব। মালিকানা স্বত্বকে চারটি উপাদান অর্থাৎ মালিকের বিনিয়োগ, রেভিনিউ বা আয়, উত্তোলন এবং ব্যয় বা খরচ প্রভাবিত করে।
সুতরাং, হিসাব সমীকরণটিকে বর্ধিত করলে পাওয়া যায়,
সম্পদ = দায় + মূলধন + রেভিনিউ বা আয় Ñ ব্যয় Ñ উত্তোলন
অর্থাৎ অ = খ + (ঈ + জ ঊ উ)
এখানে,
অ = অংংবঃং (সম্পদসমূহ) জ = জবাবহঁব (রেভিনিউ বা আয়)
খ = খরধনরষরঃরবং (দায়সমূহ) ঊ = ঊীঢ়বহংবং (খরচ বা ব্যয়)
ঈ = ঈধঢ়রঃধষ (মূলধন) উ = উৎধরিহমং (উত্তোলন)
হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব
কোনো ঘটনা লেনদেন হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে পাঁচভাবে প্রভাবিত করে থাকে। যথা :
১. মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা স্বত্ব বাড়বে।
২. মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা স্বত্ব কমবে।
৩. একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে।
৪. মালিকানা স্বত্ব বাড়লে মোট দায় কমবে।
৫. মালিকানা স্বত্ব কমলে মোট দায় বাড়বে।
ব্যবসায়িক লেনদেনের উৎস এবং তদ্সংক্রান্ত দলিলপত্রাদি
প্রতিটি লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকে। লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এ সকল প্রমাণপত্র ব্যবহার করা হয়।
চালান : চালান হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা চালান যথাযথভাবে প্রস্তুত করে তার এক কপি
ক্রেতাকে মালের সাথে প্রেরণ করে। চালানে ক্রেতার নাম ও ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। এই চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়।
ভাউচার : আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনের হিসাব লিপিবদ্ধ করার জন্য যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। ভাউচার দুই প্রকার। ক. ডেবিট ভাউচার ও খ. ক্রেডিট ভাউচার।
ক. ডেবিট ভাউচার : পণ্য ক্রয় ও বিভিন্ন খরচ লিপিবদ্ধের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে ডেবিট ভাউচার বলে।
খ. ক্রেডিট ভাউচার : পণ্য বিক্রয় ও বিভিন্ন আয় লিপিবদ্ধের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলে।
ক্যাশমেমো : নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশমেমো ব্যবহার করা হয়। তিন প্রস্থে ক্যাশমেমো তৈরি করা হয়। প্রথম প্রস্থ ক্রেতাকে দেয়া হয়, দ্বিতীয় প্রস্থ বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে, তৃতীয় প্রস্থ বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে।
ডেবিট নোট : ধারে ক্রয়কৃত পণ্য কোনো কারণবশত বিক্রেতার নিকট ফেরত পাঠানো হলে উক্ত ফেরত পণ্যের বিবরণ, মূল্য এবং ফেরত পাঠানোর কারণ উল্লেখ করে ক্রেতা বিক্রেতার নিকট যে চিঠি পাঠায় তাকে ডেবিট নোট বলে।
ক্রেডিট নোট : ধারে বিক্রয়কৃত পণ্য কোনো কারণবশত ক্রেতার নিকট ফেরত আসলে উক্ত ফেরত পণ্যের পূর্ণ বিবরণ, মূল্য এবং ফেরত পাঠানোর কারণ উল্লেখ করে বিক্রেতা ক্রেতার নিকট যে চিঠি পাঠায় তাকে ক্রেডিট নোট বলে। অর্থাৎ ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে ক্রেডিট নোট প্রস্তুত করা হয়।
অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান
প্রশ্ন -১ মি. আশীষ কুমার চক্রবর্তী একজন ব্যবসায়ী। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছেÑ
ডিসেম্বর ০১ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন
ডিসেম্বর ০৩ জনতা ব্যাংকে ৫,০০০ টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো
ডিসেম্বর ০৫ ধারে পণ্য ক্রয় ৫,০০০ টাকা
ডিসেম্বর ০৭ নগদে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা
ডিসেম্বর ১০ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ১০,০০০ টাকা
ডিসেম্বর ১৫ ৩,০০০ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান।
ক. ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর।
খ. ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা কর।
গ. বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও।
১নং প্রশ্নের সমাধান
ক. ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
ডিসে. ১০
ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ১০,০০০
ডিসে. ১৫ আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান ৩,০০০
১৩,০০০
উত্তর : ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ ১৩,০০০ টাকা।
খ. ঘটনাসমূহ হতে লেনদেন চিিহ্নত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা :
তারিখ লেনদেন কিনা কারণসহ ব্যাখ্যা
২০১৪
ডিসেম্বর-১ লেনদেন নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় সম্পদ (নগদ) বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা স্বত্ব (মূলধন) বৃদ্ধি পেয়েছে।
” ৩ লেনদেন নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় কারবারে সম্পদ (নগদ) হ্রাস এবং সম্পদ (ব্যাংক জমা) বৃদ্ধি পেয়েছে।
” ৫ লেনদেন ধারে পণ্য ক্রয় করায় প্রতিষ্ঠানের দায় (পাওনাদার) বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা স্বত্ব (খরচ দ্বারা) হ্রাস পেয়েছে।
” ৭ লেনদেন নগদে পণ্য বিক্রয় করায় প্রতিষ্ঠানের সম্পদ (নগদ) এবং মালিকানা স্বত্ব (আয় দ্বারা) বৃদ্ধি পেয়েছে।
” ১০ লেনদেন নয় ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ করার কারণে কারবারে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি।
” ১৫ লেনদেন নগদে আসবাবপত্র ক্রয় করায় প্রতিষ্ঠানের সম্পদ (আসবাবপত্র) বৃদ্ধি এবং সম্পদ (নগদ) হ্রাস পেয়েছে।
গ. মিঃ আশীষ কুমার চক্রবর্তীর
২০১৪ সালের ডিসেম্বর মাসের লেনদেনসমূহের প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে দেখানো হলো :
তারিখ সম্পদ = দায় মালিকানা স্বত্ব মন্তব্য
নগদ ব্যাংক আসবাবপত্র = পাওনাদার
২০১৪
ডিসেম্বর ১
২০,০০০
=
২০,০০০
মূলধন আনয়ন
উদ্বৃত্ত ২০,০০০ = ২০,০০০
ডিসেম্বর ৩ -৫,০০০ ৫,০০০ =
উদ্বৃত্ত ১৫,০০০ ৫,০০০ = ২০,০০০
ডিসেম্বর ৫ ৫,০০০ -৫,০০০ খরচ
উদ্বৃত্ত ১৫,০০০ ৫,০০০ = ৫,০০০ ১৫,০০০
ডিসেম্বর ৭ ১৫,০০০ = ১৫,০০০ রেভিনিউ বা আয়
উদ্বৃত্ত ৩০,০০০ ৫,০০০ = ৫,০০০ ৩০,০০০
মোট ৩৫,০০০ = ৩৫,০০০
প্রশ্ন -২ ল্ফ মি. শংকর চন্দ্র সাহা একজন ব্যবসায়ী। ২০১৪ জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়-
জানুয়ারি ০২ ৫,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেয়া হলো
জানুয়ারি ০৭ ধারে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা
জানুয়ারি ১০ নগদে মনিহারি ক্রয় ৫০০ টাকা
জানুয়ারি ১২ শংকর চন্দ্র তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন ২,০০০ টাকা
জানুয়ারি ২০ সুমনা ট্রেডার্সের নিকট হতে ৫,০০০ টাকা পাওয়া গেল
জানুয়ারি ২৫ বিজ্ঞাপন বাবদ পরিশোধ ৭০০ টাকা
ক. লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর।
খ. মি. শংকর চন্দ্র সাহা’র লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা লিখ।
গ. মি. শংকর চন্দ্র সাহা’র লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও।
২নং প্রশ্নের সমাধান
ক. লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
জানুয়ারি ০২
একজন ম্যানেজার নিয়োগ
৫,০০০
জানুয়ারি ১২ ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান ২,০০০
মোট ৭,০০০
উত্তর : লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ ৭,০০০ টাকা।
খ. সমীকরণ পদ্ধতিতে মি. শংকর চন্দ্র সাহার ২০১৪ সালের জানুয়ারি মাসের লেনদেনগুলোর কারণ নিম্নরূপ :
তারিখ লেনদেন কিনা কারণসহ ব্যাখ্যা
২০১৪
জানুয়ারি-৭ লেনদেন ধারে পণ্য বিক্রয়ের ফলে ব্যবসায়ের সম্পদ (দেনাদার) এবং মালিকানা স্বত্ব (আয় দ্বারা) বৃদ্ধি পেয়েছে।
” ১০ লেনদেন নগদে মনিহারি ক্রয় করায় ব্যবসায়ের সম্পদ (নগদ) এবং মালিকানা স্বত্ব( ব্যয় দ্বারা) হ্রাস পেয়েছে।
” ২০ লেনদেন সুমনা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ার ফলে ব্যবসায়ের সম্পদ (নগদ) বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ (দেনাদার) হ্রাস পেয়েছে।
” ২৫ লেনদেন বিজ্ঞাপন বাবদ নগদ অর্থ পরিশোধ করার ফলে সম্পদ (নগদ) এবং মালিকানাস্বত্ব (ব্যয় দ্বারা) হ্রাস পেয়েছে।
গ. মিঃ শংকর সাহার
২০১৪ সালের জানুয়ারি মাসের লেনদেনসমূহ হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাব সমীকরণের প্রভাব (অ = খ + ঊ)
২০১৪
জানুয়ারি ৭
দেনাদার হিসাব
বিক্রয় হিসাব
অ বৃদ্ধি
ঊ বৃদ্ধি
জানুয়ারি ১০ মনিহারি হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
জানুয়ারি ২০ নগদান হিসাব
দেনাদার হিসাব অ বৃদ্ধি
অ হ্রাস
জানুয়ারি ২৫ বিজ্ঞাপন হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
প্রশ্ন -৩ ল্ফ জনাব জাকির ২ মে ২০১৪ তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ :
মে ২ : আইন পেশায় ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করা হলো।
মে ৪ : মে মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো ১২,০০০ টাকা
মে ৮ : ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হলো ২৫,০০০ টাকা
মে ১২ : মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো ৮,০০০ টাকা
মে ১৬ : অফিস কর্মচারীর বেতন পরিশোধ ৪,০০০ টাকা
মে ২৫ : ব্যাংক থেকে ধার নেয়া হলো ৩৫,০০০ টাকা
মে ২৭ : মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো ১০,০০০ টাকা
মে ৩০ : বাকিতে ক্রীত যন্ত্রপাতির মূল্য পরিশোধ ১৫,০০০ টাকা
ক. অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য কত?
খ. মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় কর।
গ. মে মাসের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের উপাদানসমূহের উপর প্রভাব দেখাও।
৩নং প্রশ্নের সমাধান
ক. অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
মে ৮
মে ৩০ ধারে অফিস যন্ত্রপাতি ক্রয়
বাদ : ক্রীত যন্ত্রপাতির মূল্য পরিশোধ ২৫,০০০
১৫,০০০
অপরিশোধিত মূল্য ১০,০০০
উত্তর : অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য ১০,০০০ টাকা।
খ. জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
মে ২
আইন পেশায় বিনিয়োগ (মূলধন)
১,৫০,০০০
মে ৪ বাদ : অফিস ভাড়া পরিশোধ (খরচ বৃদ্ধি) ১২,০০০
১,৩৮,০০০
মে ১২ যোগ : নগদে আইনি সেবা প্রদান (রেভিনিউ বা আয় বৃদ্ধি) ৮,০০০
১,৪৬,০০০
মে ১৬ বাদ : কর্মচারীর বেতন পরিশোধ (খরচ বৃদ্ধি) ৪,০০০
১,৪২,০০০
মে ২৭ যোগ : ধারে আইনি সেবা প্রদান (রেভিনিউ বা আয় বৃদ্ধি) ১০,০০০
স্বত্বাধিকারের পরিমাণ ১,৫২,০০০
উত্তর : মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ ১,৫২,০০০ টাকা।
গ.
জনাব জাকিরের
২০১৪ সালের মে মাসের লেনদেনসমূহ হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাব সমীকরণের প্রভাব (অ = খ + ঊ)
২০১৪
মে ০২
নগদান হিসাব
মূলধন হিসাব
অ বৃদ্ধি
ঊ বৃদ্ধি
মে ০৪ ভাড়া হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
মে ০৮ যন্ত্রপাতি হিসাব
প্রদেয় হিসাব অ বৃদ্ধি
খ বৃদ্ধি
মে ১২ নগদান হিসাব
সেবা আয় হিসাব অ বৃদ্ধি
ঊ বৃদ্ধি
মে ১৬ বেতন হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
মে ২৫ নগদান হিসাব
ব্যাংক ঋণ হিসাব অ বৃদ্ধি
খ বৃদ্ধি
মে ২৭ প্রাপ্য হিসাব
সেবা আয় হিসাব অ বৃদ্ধি
ঊ বৃদ্ধি
মে ৩০ প্রদেয় হিসাব
নগদান হিসাব খ হ্রাস
অ হ্রাস
প্রশ্ন -৪ ল্ফ সেলিম ট্রেডার্স ফেব্রæয়ারি ২০১৪ এ জয়া ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন :
ফেব্রæয়ারি ১ নগদে ৫৫ টাকা দরে ১১৫ কেজি চিনি
ফেব্রæয়ারি ৭ ৫২ টাকা দরে ৫৬ কেজি চিনি
ফেব্রæয়ারি ১৫ ১১০ টাকা দরে ৩৫ কেজি মুসুর ডাল
সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর ১২% কারবারী বাট্টা মঞ্জুর করেন।
ক. সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ফেব্রæয়ারি ১ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশমেমো প্রস্তুত কর।
গ. ফেব্রæয়ারি ১৫ তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত কর।
৪নং প্রশ্নের সমাধান
ক. সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
ফেব্রুয়ারি ১ প্রতি কেজি ৫৫ টাকা দরে ১১৫ কেজি চিনি ৬,৩২৫
ফেব্রুয়ারি ৭ প্রতি কেজি ৫২ টাকা দরে ৫৬ কেজি চিনি ২,৯১২
ফেব্রুয়ারি ১৫ প্রতি কেজি ১১০ টাকা দরে ৩৫ কেজি মুসুর ডাল ৩,৮৫০
১৩,০৮৭
বাদ : কারবারি বাট্টা ১২% (১৩,০৮৭ ১২%) ১,৫৭০
মোট বিক্রয় ১১,৫১৭
উত্তর : সেলিম ট্রেডার্স-এর মোট বিক্রয় ১১,৫১৭ টাকা।
খ. ফেব্রæয়ারি ১ তারিখের লেনদেনের ভিত্তিতে ক্যাশমেমো প্রস্তুতকরণ :
ভাউচার নং- সেলিম ট্রেডার্স তারিখ: ১/০২/২০১৪
ক্যাশমেমো
ক্রেতার নাম : জয়া ট্রেডার্স
ঠিকানা : ……………………….
নং বিবরণ দর (টাকা) পরিমাণ টাকার পরিমাণ
১. চিনি
বাদ : কারবারি বাট্টা ১২% ৫৫ ১১৫ কেজি ৬,৩২৫
৭৫৯
মোট ৫,৫৬৬
টাকা (কথায়) : পাঁচ হাজার পাঁচশত ছেষট্টি টাকা মাত্র।
ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর
বি: দ্র: বিক্রীত মাল ফেরত নেয়া হয় না।
গ. ফেব্রæয়ারি ১৫ তারিখের লেনদেন হতে চালান প্রস্তুতকরণ :
সেলিম ট্রেডার্স
চালান নং- চালান তারিখ: ১৫/০২/২০১৪
ক্রেতার নাম : জয়া ট্রেডার্স
ঠিকানা : ……………………….
ক্রমিক নং মালের বিবরণ দর (টাকা) পরিমাণ টাকার পরিমাণ
১. মুসুর ডাল ১১০ ৩৫ কেজি ৩,৮৫০
বাদ : কারবারি বাট্টা ১২% ৪৬২
৩,৩৮৮
টাকা (কথায়) : তিন হাজার তিনশত আটাশি টাকা মাত্র।
বিক্রয় শর্ত :
বি: দ্র: ভুলত্রæটি সংশোধনযোগ্য। বিক্রেতার স্বাক্ষর
প্রশ্ন -৫ ল্ফ মি. রাফি একজন ব্যবসায়ী জানুয়ারি ২০১৪ সালে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয় :
২০১৪
জানুয়ারি- ১ মি. রাফি ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন।
” ৫ বাকিতে মাল ক্রয় ১৫,০০০ টাকা।
” ১০ সুরমা ব্যাংকে ২০,০০০ টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো।
” ২০ ব্যবসায় হতে উত্তোলন ৫,০০০ টাকা।
” ২৫ কাগজ, কলম, কার্বন ক্রয় ২,০০০ টাকা।
” ২৮ দোকান ভাড়া প্রদান ১০,০০০ টাকা।
” ৩০ বাকিতে মাল বিক্রয় ৩০,০০০ টাকা।
” ৩১ দেনাদারের কাছ থেকে ১০,০০০ টাকা পাওয়া গেল।
ক. অ = খ + (ঈ + ঊ উ). বক্সের ভিতর সংকেতটি বসাও এবং সেটি কত তারিখে লেনদেন দ্বারা প্রভাবিত? ২
খ. জানুয়ারি ২৫ থেকে ৩১ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব দেখাও। ৪
গ. জানুয়ারি ১ থেকে ২০ তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপাদানের ভিত্তিতে একটি বিবরণী ছক তৈরি কর। ৪
৫নং প্রশ্নের সমাধান
ক. অ = খ + (ঈ + জ ঊ উ) অর্থাৎ সংকেতটি হলো জ = রেভিনিউ
হিসাব সমীকরণের এই উপাদানটি অর্থাৎ জ ২০১৪ সালের জানুয়ারি ৩০ তারিখের লেনদেন দ্বারা প্রভাবিত।
খ. জানুয়ারি ২৫ থেকে ৩১ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব নিম্নরূপ :
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাব সমীকরণের প্রভাব (অ = খ + ঊ)
জানুয়ারি- ২৫ মনিহারি হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
” ২৮ ভাড়া হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
” ৩০ দেনাদার হিসাব
বিক্রয় হিসাব অ বৃদ্ধি
ঊ বৃদ্ধি
” ৩১ নগদান হিসাব
দেনাদার হিসাব অ বৃদ্ধি
অ হ্রাস
গ. জানুয়ারি ১ থেকে ২০ তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপাদানের ভিত্তিতে বিবরণী ছক প্রস্তুতকরণ :
মি. রাফির
২০১৪ সালের জানুয়ারি মাসের লেনদেনসমূহের প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে দেখানো হলো :
তারিখ সম্পদ = দায় মালিকানা
স্বত্ব মন্তব্য
নগদ ব্যাংক = পাওনাদার
২০১৪
জানু. ১ ১,০০,০০০ = ১,০০,০০০ মূলধন আনয়ন
উদ্বৃত্ত ১,০০,০০০ = ১,০০,০০০
” ৫ ১৫,০০০ ১৫,০০০ খরচ
উদ্বৃত্ত ১,০০,০০০ = ১৫,০০০ ৮৫,০০০
” ১০ ২০,০০০ ২০,০০০
উদ্বৃত্ত ৮০,০০০ ২০,০০০ = ১৫,০০০ ৮৫,০০০
” ২০ ৫,০০০ = ৫,০০০ উত্তোলন
উদ্বৃত্ত ৭৫,০০০ ২০,০০০ = ১৫,০০০ ৮০,০০০
৯৫,০০০ = ৯৫,০০০
প্রশ্ন -৬ ল্ফ মিনা ক্লথস্ ট্রেডার্স, ঢাকা ২০১২ সালের ফেব্রæয়ারি মাসে কাকলী ক্লথস্ স্টোরস, সিলেট এর নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন :
ফেব্রæয়ারি ০১ নগদে ৪০০ টাকা দরে ১৫০টি প্যান্ট।
১০ প্রতিটি ৩০০ টাকা দরে ১৫০টি শার্ট।
২০ প্রতিটি ২৫০ টাকা দরে ১০০টি লুঙ্গি।
২৫ প্রতিটি ৫০ টাকা দরে ১০০টি গেঞ্জি।
ক. মিনা ক্লথস্ ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ কত? ২
খ. ফেব্রæয়ারি ০১ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশমেমো প্রস্তুত কর। ৪
গ. ফেব্রæয়ারি ২০ তারিখের লেনদেন বাকিতে হয়েছে মনে করে একটি চালান প্রস্তুত কর। ৪
৬নং প্রশ্নের সমাধান
ক. মিনা ক্লথস্ ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১২
ফেব্রæ. ১ প্রতিটি ৪০০ টাকা দরে ১৫০টি প্যান্ট ৬০,০০০
” ১০ প্রতিটি ৩০০ টাকা দরে ১৫০টি শার্ট ৪৫,০০০
” ২০ প্রতিটি ২৫০ টাকা দরে ১০০টি লুঙ্গি ২৫,০০০
” ২৫ প্রতিটি ৫০ টাকা দরে ১০০টি গেঞ্জি ৫,০০০
মোট বিক্রয় ১,৩৫,০০০
উত্তর : মিনা ক্লথস্ ট্রেডার্স এর মোট বিক্রয় ১,৩৫,০০০ টাকা।
খ. ফেব্রæয়ারি ০১ তারিখের লেনদেনের ভিত্তিতে ক্যাশমোমো প্রস্তুতকরণ :
মিনা ক্লথস্ ট্রেডার্স
ভাউচার নং …….. ঢাকা তারিখ : ১ ফেব্রæ. ২০১২
ক্যাশমেমো
ক্রেতার নাম : কাকলী ক্লথস্ স্টোর
ঠিকানা : সিলেট
নং বিবরণ দর (টাকা) পরিমাণ টাকার পরিমাণ
১ প্যান্ট ৪০০ ১৫০ পিস ৬০,০০০
৬০,০০০
টাকা (কথায়) : ষাট হাজার টাকা মাত্র।
ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর
বি. দ্র. বিক্রীত পণ্য ফেরত নেয়া হয় না।
গ. ফেব্রæয়ারি ২০ তরিখের লেনদেনর চালান প্রস্তুতকরণ :
মিনা ক্লথস্ ট্রেডার্স
চালান নং …….. ঢাকা তারিখ : ২০ ফেব্রæ. ২০১২
চালান
ক্রেতার নাম : কাকলী ক্লথস্ স্টোর
ঠিকানা : সিলেট
ক্র. নং মালের বিবরণ দর (টাকা) পরিমাণ টাকার পরিমাণ
১ লুঙ্গি ২৫০ ১০০ পিস ২৫,০০০
২৫,০০০
টাকা (কথায়) : পঁচিশ হাজার টাকা মাত্র।
বিক্রয় শর্ত : ……….. বিক্রেতার স্বাক্ষর
বি. দ্র. ভুল ত্রæটি সংশোধনযোগ্য।
প্রশ্ন -৭ ল্ফ জনাব নার্গিস আক্তার মার্চ ০১, ২০১৪ তারিখে টেইলারিং ব্যবসায় শুরু করেন। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
মার্চ ১ ২০,০০০ টাকা বিনিয়োগ করা হলো।
মার্চ ৩ মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো ৫,০০০ টাকা।
মার্চ ৯ নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো ১৫,০০০ টাকা।
মার্চ ১৪ কাপড় সেলাই বাবদ মজুরি আদায় ২,০০০ টাকা
মার্চ ১৭ দোকানের প্রচারণা বাবদ ব্যয় ১,০০০ টাকা।
মার্চ ২২ গ্রাহক হতে সেলাই-এর মজুরি বাবদ প্রাপ্য ১,৫০০ টাকা।
মার্চ ২৫ সেলাই মেশিন মেরামত করা হলো ৩০০ টাকা।
মার্চ ৩০ ২২ তারিখের বিলের অর্থ আদায় ১,২০০ টাকা।
ক. মার্চ মাসের মোট ব্যয় কত? ২
খ. মার্চের ১৪-২৫ তারিখের ঘটনাগুলো লেনদেন কিনা হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা কর। ৪
গ. বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনগুলোর প্রভাব দেখাও। ৪
৭নং প্রশ্নের সমাধান
ক. মার্চ মাসের মোট ব্যয় নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
মার্চ ৩ মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো ৫,০০০
” ১৭ দোকানের প্রচারণা বাবদ অর্থ ব্যয় হলো ১,০০০
” ২৫ সেলাই মেশিন মেরামত করা হলো ৩০০
মোট ব্যয় ৬,৩০০
উত্তর : মার্চ মাসের মোট ব্যয় ৬,৩০০ টাকা।
খ. মার্চের ১৪-২৫ তারিখের ঘটনাগুলো লেনদেন কিনা তা হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করা হলো :
তারিখ লেনদেন কিনা কারণসহ ব্যাখ্যা
২০১৪
মার্চ ১৪ লেনদেন কাপড় সেলাই বাবদ মজুরি আদায় হওয়ায় ব্যবসায়ের সম্পদ (নগদ) এবং মালিকানা স্বত্ব (আয় দ্বারা) বৃদ্ধি পেয়েছে।
” ১৭ লেনদেন দোকানের প্রচারণা বাবদ অর্থ ব্যয় করায় ব্যবসায়ের সম্পদ (নগদ) এবং মালিকানা স্বত্ব (ব্যয় দ্বারা) হ্রাস পেয়েছে।
” ২২ লেনদেন গ্রাহকের নিকট সেলাইয়ের মজুরি বাবদ অর্থ প্রাপ্য হওয়ায় ব্যবসায়ের সম্পদ (দেনাদার) ও মালিকানা স্বত্ব (আয় দ্বারা) বৃদ্ধি পেয়েছে।
” ২৫ লেনদেন সেলাই মেশিন মেরামত করতে অর্থ ব্যয় হওয়ার ফলে ব্যবসায়ের সম্পদ (নগদ) এবং মালিকানা স্বত্ব (ব্যয় দ্বারা) হ্রাস পেয়েছে।
গ.
জনাব নার্গিস আক্তারের
২০১৪ সালের মার্চ মাসের লেনদেনসমূহের প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে বিস্তারিতভাবে দেখানো হলো :
তারিখ সম্পদ = দায় মালিকানা স্বত্ব মন্তব্য
নগদ প্রাপ্য হিসাব মেশিন = প্রদেয় হিসাব
২০১৪
মার্চ ১
২০,০০০
=
২০,০০০
মূলধন আনয়ন
উদ্বৃত্ত ২০,০০০ = ২০,০০০
মার্চ ৩ -৫,০০০ = -৫,০০০ খরচ
উদ্বৃত্ত ১৫,০০০ = ১৫,০০০
মার্চ ৯ -১৫,০০০ ১৫,০০০ =
উদ্বৃত্ত ১৫,০০০ = ১৫,০০০
মার্চ ১৪ ২,০০০ = ২,০০০ রেভিনিউ বা আয়
উদ্বৃত্ত ২,০০০ ১৫,০০০ = ১৭,০০০
মার্চ ১৭ -১,০০০ = -১,০০০ খরচ
উদ্বৃত্ত ১,০০০ ১৫,০০০ = ১৬,০০০
মার্চ ২২ ১,৫০০ = ১,৫০০ আয়
উদ্বৃত্ত ১,০০০ ১,৫০০ ১৫,০০০ = ১৭,৫০০
মার্চ ২৫ -৩০০ = -৩০০ খরচ
উদ্বৃত্ত ৭০০ ১,৫০০ ১৫,০০০ = ১৭,২০০
মার্চ ৩০ ১,২০০ -১,২০০ =
উদ্বৃত্ত ১,৯০০ ৩০০ ১৫,০০০ = ১৭,২০০
মোট ১৭,২০০ = ১৭,২০০
প্রশ্ন -৯ ল্ফ জনাব আহমদ কবিরের কারবার প্রতিষ্ঠানে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছেÑ
১. জনাব আহমদ কবির ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন।
২. ২,০০০ টাকার পণ্য ক্রয় করলেন।
৩. নগদে ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করলেন।
৪. রহিমের নিকট ২,০০০ টাকার পণ্য বিক্রয় করলেন।
৫. অফিসের জন্য ১০,০০০ টাকার মূল্যের দুটি স্টিলের আলমারি ক্রয়ের ফরমায়েশ দিলেন।
৬. রহমান ব্রাদার্সের নিকট হতে ৮,০০০ টাকার একখানি মূল্য তালিকা পাওয়া গেল।
ক. ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর। ২
খ. ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে তার কারণ ব্যাখ্যা কর। ৪
গ. বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও। ৪
৯নং প্রশ্নের সমাধান
ক. ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ নির্ণয় :
ক্রমিক নং বিবরণ টাকা টাকা
১. অফিসের জন্য দুটি স্টিলের আলমারি ক্রয়ের ফরমায়েশ প্রদান ১০,০০০
২. রহমান ট্রেডার্সের নিকট হতে মূল্য তালিকা প্রাপ্তি ৮,০০০
মোট ১৮,০০০
উত্তর : ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ ১৮,০০০ টাকা।
খ. ঘটনাসমূহ হতে লেনদেন চিিহ্নত করে তার কারণ ব্যাখ্যা :
ক্রমিক নং লেনদেন কিনা কারণসহ ব্যাখ্যা
১. লেনদেন নগদ অর্থ প্রতিষ্ঠানে মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনের দুটি পক্ষ বিদ্যমান রয়েছেÑ একটি পক্ষ মালিকের মূলধন এবং অপর পক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা।
২. লেনদেন পণ্য মূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে।
৩. লেনদেন নগদ অর্থ দ্বারা আসবাবপত্র ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি নগদ অর্থ হ্রাস পেয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে।
৪. লেনদেন ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান রহিমকে সুবিধা প্রদান করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি আয়। এতে প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন ঘটেছে।
৫. লেনদেন নয় আলমারি ক্রয়ের ফরমায়েশ প্রদানের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো পণ্যের আদান-প্রদান ঘটেনি ফলে আর্থিক অবস্থার পরিবর্তনও হয়নি।
৬. লেনদেন নয় রহমান ট্রেডার্সের নিকট হতে মূল্য তালিকা পাওয়ায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি।
গ. জনাব আহমদ কবিরের
কারবারি প্রতিষ্ঠানের লেনদেনসমূহের প্রভাব হিসাব সমীকরণের বিবরণী ছকে বিস্তারিতভাবে দেখানো হলো
ক্রমিক নং সম্পদ = দায় মালিকানা স্বত্ব মন্তব্য
নগদ দেনাদার আসবাবপত্র = পাওনাদার
১ ৫০,০০০ = ৫০,০০০ মূলধন আনয়ন
উদ্বৃত্ত ৫০,০০০ = ৫০,০০০
২ -২,০০০ = -২,০০০ খরচ
উদ্বৃত্ত ৪৮,০০০ = ৪৮,০০০
৩ -৫,০০০ ৫,০০০
উদ্বৃত্ত ৪৩,০০০ ৫,০০০ = ৪৮,০০০
৪ ২,০০০ = ২,০০০ রেভিনিউ বা আয়
উদ্বৃত্ত ৪৩,০০০ ২,০০০ ৫,০০০ = ৫০,০০০
মোট ৫০,০০০ = ৫০,০০০
প্রশ্ন -১০ ল্ফ জনাব রফিক একজন খুচরা ব্যবসায়ী। ২০১৫ সালের ফেব্রæয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত ঘটনা ঘটেছেÑ
ফেব্রæয়ারি ১২ : তিনি ১০,০০০ টাকা মূল্যের পণ্য জনাব করিমের নিকট হতে বাকিতে ক্রয় করেন।
ফেব্রæয়ারি ১৬ : করিমের নিকট থেকে ক্রয়কৃত ২০০ টাকা মূল্যের পণ্য নিম্নমানের হওয়ায় ফেরত দেয়া হয়।
ফেব্রæয়ারি ২৩ : তার একজন দেনাদার জনাব সাদেক ১,০০০ টাকা দেনা পরিশোধ না করে নিঃস্ব অবস্থায় মারা যান।
ফেব্রæয়ারি ২৮ : তার ছেলে টিপু স্কুলের বেতন দেয়ার জন্য দোকান থেকে ১,২০০ টাকা নিয়ে যায়।
ক. জনাব রফিকের দায়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. ফেব্রæয়ারি মাসের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব দেখাও। ৪
গ. উপরিউক্ত লেনদেনগুলোর ভিত্তিতে একটি ডেবিট ভাউচার প্রস্তুত কর। ৪
১০নং প্রশ্নের সমাধান
ক. জনাব রফিকের দায়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
ফেব্রæ. ১২
জনাব করিমের নিকট হতে বাকিতে পণ্য ক্রয়
১০,০০০
ফেব্রæ. ১৬ বাদ : নিম্নমানের জন্য পণ্য ফেরত ২০০
মোট দায় ৯,৮০০
উত্তর : জনাব রফিকের দায় ৯,৮০০ টাকা।
খ. জনাব রফিকের
২০১৫ সালের ফেব্রæয়ারি মাসের লেনদেনসমূহ হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাব সমীকরণের প্রভাব (অ = খ + ঊ)
২০১৫
ফেব্রæয়ারি ১২ ক্রয় হিসাব
পাওনাদার (করিম) হিসাব ঊ হ্রাস
খ বৃদ্ধি
ফেব্রæয়ারি ১৬ পাওনাদার (করিম) হিসাব
ক্রয় ফেরত হিসাব খ হ্রাস
ঊ বৃদ্ধি
ফেব্রæয়ারি ২৩ অনাদায়ী পাওনা হিসাব
দেনাদার (সাদেক) হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
ফেব্রæয়ারি ২৮ উত্তোলন হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
গ. ডেবিট ভাউচার প্রস্তুতকরণ :
জনাব রফিক
ডেবিট ভাউচার
তারিখ : ২৮/০২/২০১৫
ডেবিট ভাউচার নম্বর : গ্রহণকারীর নাম : ……….
হিসাব খাতের নাম : বিবিধ খরচ ঠিকানা : ………………
ক্রমিক নং খরচের বিবরণ টাকা
১. উত্তোলন (ছেলের স্কুলের বেতন প্রদান) ১,২০০
১,২০০
ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাবরক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহীতার স্বাক্ষর
প্রশ্ন -১১ ল্ফ জনাব মতিন ক্রয় ও বিক্রয়ের চালান যতœসহকারে সংরক্ষণ করেন। ২০১৫ সালের মার্চ মাসে সংঘটিত তার ব্যবসায়ের ঘটনাসমূহ নিম্নরূপ-
মার্চ ০১ : জনাব মতিন ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
মার্চ ১৩ : আমিনুলের নিকট ১৪,০০০ টাকার পণ্য বিক্রয়।
মার্চ ২০ : ৪,০০০ টাকা মূল্যের পণ্য নগদে ক্রয়।
মার্চ ২৫ : ব্যবসায় থেকে জনাব মতিনের ব্যক্তিগত প্রয়োজনে ১০,০০০ টাকা উত্তোলন করেন।
মাচ ২৭ : বাবুলের নিকট থেকে পণ্য ক্রয় ৬,২০০ টাকা।
মার্চ ২৮ : নিম্নমানের হওয়ায় বাবুলের নিকট ১,২০০ টাকার পণ্য ফেরত পাঠানো হলো।
ক. ৩১ মার্চ তারিখে জনাব মতিনের নগদ তহবিল নির্ণয় কর। ২
খ. বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর মার্চ মাসের লেনদেনসমূহের প্রভাব দেখাও। ৪
গ. জনাব বাবুলের নিকট থেকে ফেরতকৃত পণ্যের জন্য একটি ডেবিট নোট প্রস্তুত কর। ৪
১১নং প্রশ্নের সমাধান
ক. ৩১ মার্চ তারিখে জনাব মতিনের নগদ তহবিল নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
মার্চ ১ মালিক কর্তৃক ব্যবসায়ে নগদ বিনিয়োগ ১,০০,০০০
মার্চ ২০ বাদ : নগদে পণ্য ক্রয় ৪,০০০
৯৬,০০০
মার্চ ২৫ বাদ : মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ১০,০০০
সমাপনী নগদ তহবিল ৮৬,০০০
উত্তর : ৩১ শে মার্চ তারিখে জনাব মতিনের নগদ তহবিল ৮৬,০০০ টাকা।
খ. জনাব মতিনের
২০১৫ সালের মার্চ মাসের লেনদেনসমূহের প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে দেখানো হলো :
তারিখ সম্পদ = দায় মালিকানা স্বত্ব মন্তব্য
নগদ দেনাদার = পাওনাদার
২০১৫
মার্চ ১
১,০০,০০০
=
১,০০,০০০
মূলধন আনয়ন
উদ্বৃত্ত ১,০০,০০০ = ১,০০,০০০
মার্চ ১৩ ১৪,০০০ = ১৪,০০০ রেভিনিউ বা আয়
উদ্বৃত্ত ১,০০,০০০ ১৪,০০০ = ১,১৪,০০০
মার্চ ২০ -৪,০০০ = -৪,০০০ খরচ
উদ্বৃত্ত ৯৬,০০০ ১৪,০০০ = ১,১০,০০০
মার্চ ২৫ -১০,০০০ = -১০,০০০ উত্তোলন
উদ্বৃত্ত ৮৬,০০০ ১৪,০০০ = ১,০০,০০০
মার্চ ২৭ ৬,২০০ ৬,২০০ খরচ
মার্চ ২৮ উদ্বৃত্ত ৮৬,০০০ ১৪,০০০ = ৬,২০০
১, ২০০ ৯৩,৮০০
১,২০০
খরচ হ্রাস
উদ্বৃত্ত ৮৬,০০০ ১৪,০০০ ৫,০০০ ৯৫,০০০
মোট ১,০০,০০০ = ১,০০,০০০
গ. জনাব বাবুলের নিকট থেকে ফেরতকৃত পণ্যের জন্য একটি ডেবিট নোট প্রস্তুতকরণ :
ডেবিট নোট নং – জনাব মতিন তারিখ : ২৮/০৩/২০১৫
ডেবিট নোট
প্রাপকের নাম : জনাব বাবুল
ঠিকানা :
সূত্র: ক্রয়/চালান নং : ……………./ ২৭ মার্চ ২০১৫
তারিখ মালের বিবরণ ও ফেরতের কারণ টাকা
২০১৫
মার্চ ২৮
১,২০০ টাকা মূল্যের পণ্য নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো। উক্ত ফেরত মালের জন্য আপনাদের খাতকে ডেবিট করা হয়েছে। অনুগ্রহপূর্বক উক্ত মূল্য আমাদের হিসাব খাত হতে বাদ দিবেন।
১,২০০
১,২০০
টাকা (কথায়) : এক হাজার দুইশত টাকা মাত্র।