তৃতীয় অধ্যায়
দু’তরফা দাখিলা পদ্ধতি
দু’তরফা দাখিলা পদ্ধতি
ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে আর্থিক ঘটনাবলি সঠিকভাবে ও সুচারুরূপে লিপিবদ্ধ করার যে পদ্ধতি উদ্ভাবন করেন তা দু’তরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। এটি হিসাবরক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকে, যা দাতা ও গ্রহীতা নামে পরিচিত। যে পক্ষ সুবিধা পায় তাকে গ্রহীতা (উবনরঃড়ৎ) ও যে পক্ষ সুবিধা দিয়ে থাকে তাকে দাতা (ঈৎবফরঃড়ৎ) বলে। সুতরাং সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনসমূহের দ্বৈতস্বত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে দু’তরফা দাখিলা পদ্ধতি বলে।
দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বা মূলনীতি
দ্বৈতস্বত্তা : প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকে।
দাতা ও গ্রহীতা : প্রতিটি লেনদেনে সুবিধা গ্রহণকারী গ্রহীতা ও সুবিধা প্রদানকারী দাতা হিসাবে কাজ করে।
ডেবিট ও ক্রেডিট করা : সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করা হয়।
সমান অঙ্কের আদান-প্রদান : প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে।
সামগ্রিক ফলাফল : প্রতিটি লেনদেন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকা দ্বারা লিপিবদ্ধ করায় সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়।
দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ
র. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ
রর. লাভ লোকসান নিরূপণ
ররর. গাণিতিক শুদ্ধতা যাচাই
রা. আর্থিক অবস্থা নিরূপণ
া. ভুলত্রæটি ও জালিয়াতি উদঘাটন ও প্রতিরোধ
ার. ব্যয় নিয়ন্ত্রণ
ারর. মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়
াররর. সঠিক কর নির্ধারণ
রী. সহজ প্রয়োগ
ী. সার্বজনীন স্বীকৃতি
ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি
দু’তরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই
দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত দু’ধরনের হিসাবের বই রাখা হয়।
হিসাব চক্র
হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি
চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। এ কারণে চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জেরসমূহকে পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসেবে দেখানো হয়। চলতি বছরের শেষ তারিখের সম্পদসমূহকে ডেবিট এবং দায়সমূহকে ক্রেডিট করে পরবর্তী হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়।
একতরফা দাখিলা পদ্ধতি
যে সকল ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেন লিপিবদ্ধের সময় কখনো এক পক্ষ, কখনো দুই পক্ষ আবার কখনো কোনপক্ষই লিপিবদ্ধ হয় না বলে এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এ পদ্ধতিতে সম্পদ ও দায়ের হিসাবগুলোই বেশি লিপিবদ্ধ করা হয়।
অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান
প্রশ্ন -১ জনাব পার্থ সাহা একজন কাপড় ব্যবসায়ী। নরসিংদীতে তার ব্যবসায় অবস্থিত। তিনি দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:
ডিসেম্বর ১ নগদ ৭,০০,০০০ টাকা মূলধন স্বরূপ কারবারে আনা হলো।
ডিসেম্বর ১২ ২৫,০০০ টাকার কাপড় ধারে ক্রয় করা হলো।
ডিসেম্বর ২৩ নগদে ৬০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো।
ডিসেম্বর ২৪ কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো ৮,০০০ টাকা।
ডিসেম্বর ৩১ নগদে কমিশন প্রাপ্তি ৬,০০০ টাকা।
ক. ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে?
খ. জনাব পার্থ সাহা এর উপর্যুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর।
গ. জনাব পার্থ সাহা এর উপর্যুক্ত লেনদেনসমূহ হিসাবের কোন কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে?
১নং প্রশ্নের সমাধান
ক. ডিসেম্বর মাসের মোট পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
ডিসেম্বর ১২
ধারে কাপড় ক্রয় করা হলো
২৫,০০০
মোট ক্রয় ২৫,০০০
উত্তর : ডিসেম্বর মাসে মোট ২৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
খ. জনাব পার্থ সাহার ২০১৪ সালের ডিসেম্বর মাসের লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ হিসাব খাত ডেবিট / ক্রেডিট
২০১৪
ডিসেম্বর ১ নগদান হিসাব ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট
” ১২ ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট
” ২৩ আসবাবপত্র হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ২৪ বেতন হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ৩১ নগদান হিসাব ডেবিট
প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট
গ. লেনদেনসমূহ হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হবে তা হলো :
তারিখ বিবরণ প্রাথমিক বই
ডিসেম্বর ১ নগদ মূলধন আনয়ন নগদ প্রাপ্তি জাবেদা
” ১২ ধারে কাপড় ক্রয় ক্রয় জাবেদা
” ২৩ নগদে আসবাবপত্র ক্রয় নগদ প্রদান জাবেদা
” ২৪ কর্মচারীকে বেতন প্রদান নগদ প্রদান জাবেদা
” ৩১ নগদে কমিশন প্রাপ্তি নগদ প্রাপ্তি জাবেদা
প্রশ্ন-২ ল্ফ জনাব শহীদুল ইসলাম তাঁর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৪ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। উক্ত বৎসরে জনাব শহীদুল ইসলাম আরও ৩০,০০০ টাকা নতুন করে ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বৎসরে তিনি মোট ১৫,০০০ টাকা নগদ উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে তাঁর ব্যবসায়ে নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল Ñ
নগদ ৫০,০০০; আসবাবপত্র ৪০,০০০; দেনাদার ৩০,০০০; মজুদ পণ্য ৭০,০০০; ব্যাংক ঋণ ২০,০০০ এবং পাওনাদার ২৫,০০০ টাকা।
ক. জনাব শহীদুল ইসলামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর?
খ. জনাব শহীদুল ইসলামের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর?
গ. ২০১১ সালে জনাব শহীদুল ইসলামের ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর?
২নং প্রশ্নের সমাধান
ক. জনাব শহীদুল ইসলামের প্রারম্ভিক মূলধন নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক মোট সম্পদ
২,০০,০০০
বাদ : প্রারম্ভিক মোট দায় ৮০, ০০০
প্রারম্ভিক মূলধন ১,২০,০০০
উত্তর : জনাব শহিদুল ইসলামের প্রারম্ভিক মূলধন ১,২০,০০০ টাকা।
খ. জনাব শহিদুল ইসলামের সমাপনী মূলধন নির্ণয় :
বিবরণ টাকা টাকা
সমাপনী সম্পদসমূহ :
নগদ ৫০, ০০০
আসবাবপত্র ৪০, ০০০
দেনাদার ৩০, ০০০
মজুদ পণ্য ৭০, ০০০
সমাপনী মোট সম্পদ ১, ৯০,০০০
বাদ : সমাপনী দায়সমূহ
ব্যাংক ঋণ ২০, ০০০
পাওনাদার ২৫, ০০০
সমাপনী মোট দায় ৪৫,০০০
সমাপনী মূলধন ১, ৪৫,০০০
উত্তর : জনাব শহীদুল ইসলামের সমাপনী মূলধন ১০,০০০ টাকা।
গ. জনাব শহীদুল ইসলামের ব্যবসায়ের লাভ/ক্ষতি নির্ণয় :
টাকা টাকা
সমাপনী মূলধন ১,৪৫,০০০
উত্তোলন ১৫,০০০
১,৬০,০০০
বাদ : প্রারম্ভিক মূলধন ১,২০,০০০
অতিরিক্ত মূলধন ৩০,০০০
১,৫০,০০০
লাভ ১০,০০০
উত্তর : জনাব শহীদুল ইসলামের ব্যবসায়ের লাভ ১০,০০০ টাকা।
প্রশ্ন -৩ ল্ফ জনাব খুশি ২০১৪ সালের মার্চ ১ তারিখে নগদ ২,৪০,০০০ টাকা; ৫৬,০০০ টাকার যন্ত্রপাতি; ২১,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে কনফেকশনারী ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন
মার্চ ৩ : কাশেমের নিকট থেকে পণ্য ক্রয় ৩৪,০০০ টাকা
মার্চ ৬ : জাহিদের নিকট বিস্কিট বিক্রয় করেন ১৫,০০০ টাকার
মার্চ ৭ : দোকান ভাড়া প্রদান ৬,৫০০ টাকা
মার্চ ১০ : নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা
মার্চ ১৭ : নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা
মার্চ ১৯ : কেক বিক্রয় ৬,০০০ টাকা
মার্চ ২১ : রাশির নিকট থেকে ময়দা ক্রয় ৭,৫০০ টাকা
মার্চ ২৮ : মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে নেন ৪,৫০০ টাকা
ক. জনাব খুশি এর বিক্রয়ের পরিমাণ কত?
খ. জনাব খুশি এর ১, ৩, ৭ ও ১০ তারিখের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর।
গ. হিসাব সমীকণের উপর মার্চ ৬, ১৭, ১৯, ২৮ তারিখের লেনদেনগুলোর প্রভাব ছকের মাধ্যমে প্রকাশ কর।
৩নং প্রশ্নের সমাধান
ক. জনাব খুশি এর বিক্রয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
মার্চ ০৬
জাহিদের নিকট বিস্কিট বিক্রয়
১৫,০০০
” ১০ নগদে পণ্য বিক্রয় ২৫,০০০
” ১৯ কেক বিক্রয় ৬, ০০০
মোট বিক্রয় ৪৬,০০০
উত্তর : জনাব খুশি এর বিক্রয় ৪৬,০০০ টাকা।
খ. জনাব খুশি এর ২০১৪ সালের মার্চ মাসের ১, ৩, ৭ ও ১০ তারিখের লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় ঃ
তারিখ হিসাব খাত ডেবিট / ক্রেডিট
২০১৪
মার্চ ১ নগদান হিসাব ডেবিট
যন্ত্রপাতি হিসাব ডেবিট
ক্রয় হিসাব ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট
” ৩ ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার (কাশেম) হিসাব ক্রেডিট
” ৭ ভাড়া হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ১০ নগদান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
গ. জনাব খুশি ২০১৪ সালের মার্চ মাসের ৬, ১৭, ১৯ ও ২৮ তারিখের লেনদেনসমূহের প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে দেখানো হলো-
তারিখ সম্পদ = দায় মালিকানা স্বত্ব মন্তব্য
নগদ দেনাদার = পাওনাদার
২০১৪
মার্চ ৬
১৫,০০০
=
১৫,০০০
রেভিনিউ বা আয়
উদ্বৃত্ত ১৫,০০০ = ১৫,০০০
” ১৭ -৫,০০০ = – ৫,০০০ খরচ
উদ্বৃত্ত – ৫,০০০ ১৫,০০০ = ১০,০০০
” ১৯ ৬,০০০ = ৬,০০০ রেভিনিউ বা আয়
উদ্বৃত্ত ১,০০০ ১৫,০০০ = ১৬,০০০
” ২৮ – ৪,৫০০ = ৪,৫০০ উত্তোলন
উদ্বৃত্ত ৩,৫০০ ১৫,০০০ = ১১,৫০০
মোট ১১,৫০০ = ১১,৫০০
প্রশ্ন-৪ ল্ফ জনাব আলম ১ জানুয়ারি ২০১৪ তারিখে নগদ ৫,০০,০০০ টাকা; ২৫,০০০ টাকার আসবাবপত্র; ৫৫,০০০ টাকার পণ্যদ্রব্য ও ৮৫,০০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
জানুয়ারি ০২ অফিস ভাড়া ১২,০০০ টাকা
জানুয়ারি ১০ কাগজ ক্রয় ৫,০০০ টাকা
জানুয়ারি ১২ কম্পিউটার মেরামত ২,০০০ টাকা
জানুয়ারি ২০ মজুরী প্রদান ১,৫০০ টাকা
জানুয়ারি ২৫ প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি
ক. জনাব আলমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
খ. উপরিউক্ত লেনদেনে অংশগ্রহণকারী প্রতিটি হিসাবের শ্রেণিবিভাগ ছকের মাধ্যমে দেখাও।
গ. জনাব আলমের জানুয়ারি মাসের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় কর।
৪নং প্রশ্নের সমাধান
ক. জনাব আলমের প্রারম্ভিক মূলধন নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
জানু. -১ নগদ ৫,০০,০০০
আসবাবপত্র ২৫,০০০
পণ্যদ্রব্য ৫৫,০০০
প্রারম্ভিক মূলধন ৫,৮০,০০০
উত্তর : জনাব আলমের প্রারম্ভিক মূলধন ৫,৮০,০০০ টাকা।
খ. জনাব আলমের ২০১৪ সালের জানুয়ারি মাসের লেনদেনের প্রতিটি হিসাবের শ্রেণিবিন্যাস ছকের মাধ্যমে দেখানো হলো :
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণি বিভাগ
২০১৪
জানুয়ারি ১ নগদান হিসাব সম্পদ
আসবাবপত্র হিসাব সম্পদ
ক্রয় হিসাব ব্যয়
মূলধন হিসাব
ব্যাংক ঋণ হিসাব মালিকানা স্বত্ব
দায়
” ২ ভাড়া হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
” ১০ মনিহারি হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
” ১২ মেরামত হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
” ২০ মজুরি হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
” ২৫ নগদান হিসাব সম্পদ
শিক্ষানবিস সেলামি হিসাব আয়
গ. জনাব আলমের ২০১৪ সালের জানুয়ারি মাসের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ হিসাব খাত ডেবিট / ক্রেডিট
২০১৪
জানুয়ারি ১ নগদান হিসাব ডেবিট
আসবাবপত্র হিসাব ডেবিট
ক্রয় হিসাব ডেবিট
মূলধন হিসাব
ব্যাংক ঋণ হসিাব ক্রেডিট
ক্রেডিট
” ২ ভাড়া হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ১০ মনিহারি হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ১২ মেরামত হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ২০ মজুরি হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ২৫ নগদান হিসাব ডেবিট
শিক্ষানবিস সেলামি হিসাব ক্রেডিট
প্রশ্ন -৫ ল্ফ রতন তালুকদার ব্যবসায়ের যাবতীয় লেনদেন দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবভুক্ত করেন। ২০১৩ সালের মার্চ মাসে ব্যবসায়ের লেনদেন ছিল নিম্নরূপ :
২০১৩
মার্চ ১ মূলধন আনয়ন ১,০০,০০০ টাকা।
” ১০ হাবিবের নিকট নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।
” ১৫ বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।
” ২০ কর্মচারীকে বেতন প্রদান ৮,০০০ টাকা।
ক. রতন তালুকদারের মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিমাণ কত? ২
খ. উক্ত লেনদেনগুলো দ্বারা হিসাবের শ্রেণিবিভাগ ব্যাখ্যাসহ ছকের সাহায্যে দেখাও। ৪
গ. উদ্দীপকের লেনদেনগুলোর দ্বারা কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪
৫নং প্রশ্নের সমাধান
ক. রতন তালুকদারের মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৩
মার্চ ১ মূলধন আনয়ন ১,০০,০০০
” ১০ যোগ : পণ্য বিক্রয় ২৫,০০০
১,২৫,০০০
” ১৫ বাদ : পণ্য ক্রয় ৫,০০০
১,২০,০০০
” ২০ বাদ : বেতন প্রদান ৮,০০০
মালিকানা স্বত্বের পরিমাণ ১,১২,০০০
মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিমাণ (১,১২,০০০ ১,০০,০০০) ১২,০০০
উত্তর : মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিমাণ ১২,০০০ টাকা।
খ. লেনদেনগুলো দ্বারা হিসাবের শ্রেণিবিভাগ ব্যাখ্যাসহ ছকের সাহায্যে দেখানো হলো :
তারিখ লেনদেন হিসাব হিসাবের শ্রেণি ব্যাখ্যা
২০১৩
মার্চ ১ মূলধন আনয়ন ১,০০,০০০ টাকা নগদান হিসাব
মূলধন হিসাব সম্পদ
মালিকানা স্বত্ব নগদ অর্থ মূলধন হিসেবে আনয়ন করায় সম্পদ বৃদ্ধি পায়। মূলধনের ফলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়।
” ১০ হাবিবের নিকট নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা নগদান হিসাব
বিক্রয় হিসাব সম্পদ
আয় নগদ পণ্য বিক্রয়ের ফলে নগদ অর্থ বৃদ্ধি পাওয়ায় সম্পদ বৃদ্ধি পায়। বিক্রয়ের ফলে ব্যবসায়ের আয় বৃদ্ধি পায়।
” ১৫ বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা ক্রয় হিসাব
পাওনাদার হিসাব ব্যয়
দায় ক্রয়ের ফলে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায়। পাওনাদার সৃষ্টি হওয়ায় দায় বৃদ্ধি পায়।
” ২০ কর্মচারীকে বেতন প্রদান ৮,০০০ টাকা বেতন হিসাব
নগদান হিসাব ব্যয়
সম্পদ বেতন প্রদান করায় ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায়। নগদ অর্থ কমায় সম্পদ হ্রাস পায়।
গ. লেনদেন দ্বারা কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট টাকা ক্রেডিট টাকা কারণ
২০১৩
মার্চ ১ নগদান হিসাব ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট ১,০০,০০০
১,০০,০০০ সম্পদ বৃদ্ধি
মালিকানা স্বত্ব বৃদ্ধি
” ১০ নগদান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট ২৫,০০০
২৫,০০০ সম্পদ বৃদ্ধি
আয় বৃদ্ধি
” ১৫ ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট ৫,০০০
৫,০০০ ব্যয় বৃদ্ধি
দায় বৃদ্ধি
” ২০ বেতন হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট ৮,০০০
৮,০০০ ব্যয় বৃদ্ধি
সম্পদ হ্রাস
প্রশ্ন -৬ ল্ফ জনাব আলী ২০১৪ সালের ১ লা মার্চ তারিখে নগদ ২,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র এবং ৭৫,০০০ টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ :
মার্চ- ১০ পণ্য ক্রয় ২৪,০০০ টাকা।
” ১৫ চেকে পণ্য বিক্রয় ১,২৫,০০০ টাকা।
” ২১ ভাড়া প্রদান ৩,৫০০ টাকা।
” ২৮ ব্যাংকে জমা দেয়া হলো ৫০,০০০ টাকা।
ক. জনাব আলীর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. জনাব আলীর ১০, ১৫, ২১ ও ২৮ তারিখের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪
গ. মার্চ ১ তারিখের লেনদেন ব্যতীত অন্যান্য লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। ৪
৬নং প্রশ্নের সমাধান
ক. জনাব আলীর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
নগদ ২,০০,০০০
আসবাবপত্র ১,৫০,০০০
পণ্যদ্রব্য ৭৫,০০০
প্রারম্ভিক মূলধন ৪,২৫,০০০
উত্তর : জনাব আলীর প্রারম্ভিক মূলধন ৪,২৫,০০০ টাকা।
খ. জনাব আলীর ১০, ১৫, ২১ ও ২৮ তারিখের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ হিসাব খাত ডেবিট ক্রেডিট
২০১৪
মার্চ ১০ ক্রয় হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ১৫ ব্যাংক হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
” ২১ ভাড়া হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
” ২৮ ব্যংক হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
গ. মার্চ ১ তারিখের লেনদেন ব্যতীত অন্যান্য লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব :
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাব সমীকরণের প্রভাব (অ = খ + ঊ)
মার্চ- ১০ ক্রয় হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
” ১৫ ব্যাংক হিসাব
বিক্রয় হিসাব অ বৃদ্ধি
ঊ বৃদ্ধি
” ২১ ভাড়া হিসাব
নগদান হিসাব ঊ হ্রাস
অ হ্রাস
” ২৮ ব্যাংক হিসাব
নগদান হিসাব অ বৃদ্ধি
অ হ্রাস
প্রশ্ন -৭ ল্ফ জনাব কামরুল হাসান তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৪ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ যথাক্রমে ৩,০০,০০০ টাকা ও ১,২০,০০০ টাকা ছিল। ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে তাঁর ব্যবসায়ের নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল :
বিবরণ টাকা
হাতে নগদ ১,৫০,০০০
দেনাদার ৪০,০০০
মজুদ পণ্য ৭০,০০০
পাওনাদার ২৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০
আসবাবপত্র ৪০,০০০
উক্ত বছরে জনাব কামরুল হাসান আরও ৫০,০০০ টাকা নতুন করে ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি ১৫,০০০ টাকা নগদ এবং ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।
ক. জনাব কামরুল হাসানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. জনাব কামরুল হাসানের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. ২০১৪ সালে জনাব কামরুল হাসানের ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর। ৪
৭নং প্রশ্নের সমাধান
ক. জনাব কামরুল হাসানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক মোট সম্পদ ৩,০০,০০০
বাদ : প্রারম্ভিক মোট দায় ১,২০,০০০
প্রারম্ভিক মূলধন ১,৮০,০০০
উত্তর : জনাব কামরুল হাসানের প্রারম্ভিক মূলধন ১,৮০,০০০ টাকা।
খ. জনাব কামরুল হাসানের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
সমাপনী সম্পদ :
হাতে নগদ ১,৫০,০০০
দেনাদার ৪০,০০০
মজুদ পণ্য ৭০,০০০
আসবাবপত্র ৪০,০০০
সমাপনী মোট সম্পদ ৩,০০,০০০
বাদ : সমাপনী দায়
পাওনাদার ২৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০
সমাপনী মোট দায় ৩০,০০০
সমাপনী মূলধন ২,৭০,০০০
উত্তর : জনাব কামরুল হাসানের সমাপনী মূলধন ২,৭০,০০০ টাকা।
গ. ২০১৪ সালে জনাব কামরুল হাসানের ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
সমাপনী মূলধন (খ নং হতে আনীত) ২,৭০,০০০
উত্তোলন (১৫,০০০ + ৩,০০০) ১৮,০০০
২,৮৮,০০০
বাদ : প্রারম্ভিক মূলধন (ক নং হতে আনীত) ১,৮০,০০০
অতিরিক্ত মূলধন ৫০,০০০
২,৩০,০০০
মোট লাভ ৫৮,০০০
উত্তর : জনাব কামরুল হাসানের মোট লাভ ৫৮,০০০ টাকা।
প্রশ্ন -৮ ল্ফ আলম সাহেব তাঁর ব্যবসায় বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে হিসাব সংরক্ষণ করেন না। ২০১৩ সালের ১ জানুয়ারি তারিখে তাঁর ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ২,৫০,০০০ টাকা ও ১,১০,০০০ টাকা।
উক্ত বছরে আলম সাহেব নতুন করে আরও ৪০,০০০ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন এবং নিজ প্রয়োজনে ২৫,০০০ টাকা উত্তোলন করেন। বছর শেষে আলম সাহেবের ব্যবসায়ের সম্পদ ও দায়সমূহ ছিল নিম্নরূপ :
হাতে নগদ ৪০,০০০ টাকা, দালানকোঠা ৮০,০০০ টাকা, মজুদ পণ্য ৭০,০০০ টাকা, পাওনাদার ৩০,০০০ টাকা, দেনাদার ৬০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা।
ক. আলম সাহেবের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? ২
খ. বছর শেষে আলম সাহেবের মূলধনের পরিমাণ কত হবে? নির্ণয় কর। ৪
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে আলম সাহেবের লাভ/ক্ষতির পরিমাণ নিরূপণ কর। ৪
৮নং প্রশ্নের সমাধান
ক. আলম সাহেবের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক মোট সম্পদ ২,৫০,০০০
বাদ : প্রারম্ভিক মোট দায় ১,১০,০০০
প্রারম্ভিক মূলধন ১,৪০,০০০
উত্তর : আলম সাহেবের প্রারম্ভিক মূলধন ১,৪০,০০০ টাকা।
খ. আলম সাহেবের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
সমাপনী সম্পদসমূহ :
হাতে নগদ ৪০,০০০
দালানকোটা ৮০,০০০
মজুদ পণ্য ৭০,০০০
দেনাদার ৬০,০০০
সমাপনী মোট সম্পদ ২,৫০,০০০
বাদ : সমাপনী দায়সমূহ :
পাওনাদার ৩০,০০০
ব্যাংক ঋণ ৫০,০০০
সমাপনী মোট দায় ৮০,০০০
সমাপনী মূলধন ১,৭০,০০০
উত্তর : বছর শেষে আলম সাহেবের মূলধন ১,৭০,০০০ টাকা হবে।
গ. আলম সাহেবের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
সমাপনী মূলধন ১,৭০,০০০
উত্তোলন ২৫,০০০
১,৯৫,০০০
বাদ : প্রারম্ভিক মূলধন ১,৪০,০০০
অতিরিক্ত মূলধন ৪০,০০০
১,৮০,০০০
মোট লাভ ১৫,০০০
উত্তর : আলম সাহেবের মোট লাভ ১৫,০০০ টাকা।
প্রশ্ন -৯ ল্ফ ২০১৫ সালের মে মাসে “মেসার্স জয়া অ্যান্ড কোং” নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়।
১। মিসেস জয়া মুখার্জী কারবারে আরো ২০,০০০ টাকা বিনিয়োগ করলেন।
২। অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো ২৫,০০০ টাকা।
৩। অফিস ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করা হলো ১৮,০০০ টাকা।
৪। রাজনের নিকট বিক্রয় করা হলো ২৫,০০০ টাকা।
৫। ব্যাংক চার্জ ধার্য করল ১,৫০০ টাকা।
৬। ব্যাংক হতে উত্তোলন করা হলো ৬,০০০ টাকা।
৭। ধারে পণ্য ক্রয় করা হলো ১৫,০০০ টাকা।
৮। মজুরি প্রদান করা হলো ৩,০০০ টাকা।
৯। ক্রয় ফেরত ২,০০০ টাকা।
১০। ব্যাংকে জমা দেয়া হলো ১০,০০০ টাকা।
ক. উপর্যুক্ত তথ্যের আলোকে ব্যাংক লেনদেনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. মেসার্স জয়া অ্যান্ড কোং এর মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উপরিউক্ত লেনদেনসমূহ হতে মেসার্স জয়া অ্যান্ড কোং এর হিসাবসমূহ চিহ্নিত করে কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪
৯নং প্রশ্নের সমাধান
ক. ব্যাংক লেনদেনের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ব্যাংক চার্জ ধার্য করল ১,৫০০
ব্যাংক হতে উত্তোলন করা হলো ৬,০০০
ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০
মোট ১৭,৫০০
উত্তর : ব্যাংক লেনদেনের পরিমাণ ১৭,৫০০ টাকা।
খ. মেসার্স জয়া অ্যান্ড কোং এর মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মিসেস জয়া মুখার্জী কর্তৃক কারবারে বিনিয়োগ (মূলধন) ২০,০০০
যোগ : রাজনের নিকট বিক্রয় (আয় বৃদ্ধি) ২৫,০০০
৪৫,০০০
বাদ : ব্যাংক চার্জ ধার্য করল (ব্যয় বৃদ্ধি) ১,৫০০
৪৩,৫০০
বাদ : ধারে পণ্য ক্রয় (ব্যয় বৃদ্ধি) ১৫,০০০
২৮,৫০০
বাদ : মজুরি প্রদান (ব্যয় বৃদ্ধি) ৩,০০০
২৫,৫০০
যোগ : ক্রয় ফেরত (ব্যয় হ্রাস) ২,০০০
মালিকানা স্বত্ব ২৭,৫০০
উত্তর : মেসার্স জয়া অ্যান্ড কোং এর মালিকানা স্বত্ব ২৭,৫০০ টাকা।
গ.
মেসার্স জয়া এন্ড কোং
লেনদেনসমূহ ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণসহ উল্লেখ :
ক্রমিক নং সংশ্লিষ্ট হিসাব ডেবিট / ক্রেডিট কারণ
১. নগদান হিসাব
মূলধন হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
মালিকানা স্বত্ব বৃদ্ধি
২. অফিস সরঞ্জাম হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
সম্পদ হ্রাস
৩. অগ্রিম ভাড়া হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
সম্পদ হ্রাস
৪. দেনাদার হিসাব
বিক্রয় হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
রেভিনিউ বা আয় বৃদ্ধি
৫. ব্যাংক চার্জ হিসাব
ব্যাংক হিসাব ডেবিট
ক্রেডিট খরচ বৃদ্ধি
সম্পদ বৃদ্ধি
৬. নগদান হিসাব
ব্যাংক হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
সম্পদ হ্রাস
৭. ক্রয় হিসাব
পাওনাদার হিসাব ডেবিট
ক্রেডিট খরচ বৃদ্ধি
দায় বৃদ্ধি
৮. মজুরি হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট খরচ বৃদ্ধি
সম্পদ হ্রাস
৯. পাওনাদার হিসাব
ক্রয় ফেরত হিসাব ডেবিট
ক্রেডিট দায় হ্রাস
ব্যয় হ্রাস
১০. ব্যাংক হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
সম্পদ হ্রাস
প্রশ্ন -১০ ল্ফ জনাব আশরাফ চৌধুরী ২০১৫ সালের ১ জানুয়ারি নগদ ৫,০০,০০০ টাকা, ২৫,০০০ টাকার আসবাবপত্র ও ৮৫,০০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নি¤œলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়
জানুয়ারি ২ : অফিস ভাড়া পরিশোধ ১২,০০০ টাকা।
জানুয়ারি ৫ : নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।
জানুয়ারি ১০ : কমিশন প্রাপ্তি ২,৫০০ টাকা।
জানুয়ারি ১৫ : আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ১,৫০০ টাকা।
জানুয়ারি ২০ : আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা।
জানুয়ারি ৩০ : ধারে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা।
ক. জনাব আশরাফ চৌধুরীর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? ২
খ. মাস শেষে জনাব আশরাফের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. ১, ২, ১৫ ও ৩০ তারিখের লেনদেন অংশগ্রহণকারী প্রতিটি হিসাবের শ্রেণি নির্ণয় কর। ৪
১০নং প্রশ্নের সমাধান
ক. জনাব আশরাফ চৌধুরীর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
জানু. -১ নগদ ৫,০০,০০০
আসবাবপত্র ২৫,০০০
প্রারম্ভিক মূলধন ৫,২৫,০০০
উত্তর : জনাব আশরাফ চৌধুরীর প্রারিম্ভিক মূলধন ৫,২৫,০০০ টাকা।
খ. মাস শেষে জনাব আশরাফের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক মূলধন (ক নং হতে আনীত) ৫,২৫,০০০
যোগ : আয়সমূহ
কমিশন প্রাপ্তি ২,৫০০
বিক্রয় ১৫,০০০
মোট আয় ১৭,৫০০
৫,৪২,৫০০
বাদ : ব্যয়সমূহ
অফিস ভাড়া ১২,০০০
ক্রয় ৫,০০০
অবচয় ১,৫০০
মোট ব্যয় ১৮,৫০০
স্বত্বাধিকারের পরিমাণ ৫,২৪,০০০
উত্তর : মাস শেষে জনাব আশরাফের স্বত্বাধিকারের পরিমাণ ৫,২৪,০০০ টাকা।
গ. ১, ২, ১৫ ও ৩০ তারিখের লেনদেন অংশগ্রহণকারী প্রতিটি হিসাবের শ্রেণি নির্ণয় :
লেনদেনের হিসাব শ্রেণিবিভাগ
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণিবিভাগ
২০১৫
জানুয়ারি ১ নগদান হিসাব
আসবাবপত্র হিসাব
ব্যাংক ঋণ হিসাব
মূলধন হিসাব সম্পদ
সম্পদ
দায়
মালিকানা স্বত্ব
” ২ ভাড়া হিসাব
নগদান হিসাব ব্যয়
সম্পদ
” ১৫ অবচয় হিসাব
পুঞ্জিভ‚ত অবচয় আসবাবপত্র হিসাব ব্যয়
সম্পদ
” ৩০ দেনাদার হিসাব
বিক্রয় হিসাব সম্পদ
রেভিনিউ বা আয়
প্রশ্ন-১১ ল্ফ ২০১৫ সালের ১ মার্চ তারিখে রহিমবক্স এন্ড কোং নগদ ১০,০০০ টাকা এবং ৭,০০০ টাকার আসবাবপত্র মূলধনস্বরূপ আনয়ন করে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হলো :
মার্চ ৪ সুশীল এন্ড কোং-এর নিকট থেকে পণ্য ক্রয় করা হলো ১১,০০০ টাকা।
মার্চ ২০ জয়ার নিকট থেকে ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয়।
মার্চ ২২ অফিসের জন্য একটি ফটোস্টেট মেশিন ক্রয় করা হলো ২০,০০০ টাকা।
মার্চ ২৪ ক্রীত মালের পরিবহন খরচ প্রদান করা হলো ২০০ টাকা।
মার্চ ২৮ নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।
ক. রহিম বক্স এন্ড কোং এর মোট পণ্য ক্রয়ের পরিমাণ কত? ২
খ. রহিম বক্স এন্ড কোং এর মার্চ মাসের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪
গ. উপরিউক্ত লেনদেনে অংশগ্রহণকারী প্রতিটি হিসাবের শ্রেণিবিভাগ ছকের মাধ্যমে দেখাও। ৪
১১নং প্রশ্নের সমাধান
ক. রহিম বক্স এন্ড কোং-এর মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
মার্চ ৪ সুশীল এন্ড কোং এর নিকট থেকে পণ্য ক্রয় ১১,০০০
” ২৮ নগদে পণ্য ক্রয় ৫,০০০
মোট ক্রয় ১৬,০০০
উত্তর : রহিম বক্স এন্ড কোং-এর মোট পণ্য ক্রয়ের পরিমাণ ১৬,০০০ টাকা।
খ. রহিম বক্স এন্ড কোং-এর ২০১৫ সালের মার্চ মাসের লেনদেনসমূহের ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ হিসাব খাত ডেবিট/ক্রেডিট
২০১৫
মার্চ ১ নগদান হিসাব
আসবাবপত্র হিসাব
মূলধন হিসাব ডেবিট
ডেবিট
ক্রেডিট
” ৪ ক্রয় হিসাব
পাওনাদার হিসাব ডেবিট
ক্রেডিট
” ২০ আসবাবপত্র হিসাব
সরবরাহকারী হিসাব ডেবিট
ক্রেডিট
” ২২ অফিস সরঞ্জাম হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট
” ২৪ পরিবহন হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট
” ২৮ ক্রয় হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট
গ. রহিম বক্স এন্ড কোং-এর ২০১৫ সালের মার্চ মাসের লেনদেনের প্রতিটি হিসাবের শ্রেণিবিভাগ ছকের মাধ্যমে দেখানো হলো :
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণি বিভাগ
২০১৫
মার্চ ১ নগদান হিসাব সম্পদ
আসবাবপত্র হিসাব সম্পদ
মূলধন হিসাব মালিকানা স্বত্ব
” ৪ ক্রয় হিসাব ব্যয়
পাওনাদার (সুশীল এন্ড কোং) হিসাব দায়
” ২০ আসবাবপত্র হিসাব সম্পদ
সরবরাহকারী হিসাব দায়
” ২২ অফিস সরঞ্জাম হিসাব সম্পদ
নগদান হিসাব সম্পদ
” ২৪ পরিবহন হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
” ২৮ ক্রয় হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
প্রশ্ন -১২ ল্ফ জনাব রফিক নগদ ১,০০,০০০০ টাকা ও ১০,০০০ টাকার পণ্য নিয়ে ২০১৫ সালের ১ লা জানুয়ারি তারিখে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তিনি নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করেন :
জানুয়ারি ২ ব্যবসায়ের প্রয়োজনে ১৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন।
” ৭ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করেন ২৭,০০০ টাকার।
” ১০ ১০,০০০ টাকা জমা দিয়ে সোনালী ব্যাংকে একটি হিসাব খোলেন।
ক. জনাব রফিকের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. উল্লিখিত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত কর। ৪
গ. লেনদেনসমূহ যে সমস্ত প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে উক্ত বইগুলো চিিহ্নত কর। ৪
১২নং প্রশ্নের সমাধান
ক. জনাব রফিকের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা
২০১৫
জানুয়ারি ১ ব্যবসায়ে পণ্য আনয়ন ১০,০০০
” ৭ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় ২৭,০০০
মোট ৩৭,০০০
উত্তর : জনাব রফিকের মোট ক্রয় ৩৭,০০০ টাকা।
খ. জনাব রফিকের ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্তকরণ :
তারিখ হিসাব খাত ডেবিট/ক্রেডিট
২০১৫
জানুয়ারি ১ নগদান হিসাব ডেবিট
ক্রয় হিসাব ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট
” ২ আসবাবপত্র হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট
” ৭ ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট
” ১০ ব্যাংক হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
গ. উপরিউক্ত লেনদেনেগুলো যে সমস্ত প্রাথমিক বহিতে লিপিবদ্ধ হবে সেগুলো নিম্নে প্রদত্ত হলো :
তারিখ বিবরণ প্রাথমিক বই
২০১৫
জানুয়ারি ১
নগদ অর্থ মূলধন হিসেবে আনয়ন
পণ্য মূলধন হিসেবে আনয়ন
নগদ প্রাপ্তি জাবেদা
প্রকৃত জাবেদা
” ২ ব্যবসায়ের প্রয়োজনে আসবাবপত্র ক্রয় নগদ প্রদান জাবেদা
” ৭ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় নগদ প্রদান জাবেদা
” ১০ নগদ অর্থ জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা নগদ প্রদান জাবেদা
প্রশ্ন -১৩ ল্ফ মি. সুমন একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে তাঁর হিসাব বই সংরক্ষণ করেন। ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে তার মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ১,৮০,০০০ টাকা ও ৯০,০০০ টাকা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার কারবারের অবস্থা নিম্নরূপ ছিল :
টাকা
নগদ তহবিল ৩০,০০০
ব্যাংকে জমা ২৫,০০০
মজুদ পণ্য ৫০,০০০
বিবিধ দেনাদার ৬০,০০০
বিবিধ পাওনাদার ৪০,০০০
আসবাবপত্র ২০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ৪৫,০০০
২০১৫ সালে তিনি মোট ৩৬,০০০ টাকা নগদ উত্তোলন করেন। এছাড়াও উক্ত বছরের মাঝামাঝিতে ১২,০০০ অতিরিক্ত মূলধন হিসাবে কারবারে আনয়ন করেন।
ক. মি. সুমনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. মি. সুমনের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. মি. সুমনের ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর। ৪
১৩নং প্রশ্নের সমাধান
ক. মি. সুমনের প্রারম্ভিক মূলধন নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক মোট সম্পদ ১,৮০,০০০
বাদ : প্রারম্ভিক মোট দায় ৯০,০০০
প্রারম্ভিক মূলধন ৯০,০০০
উত্তর : মি. সুমনের প্রারম্ভিক মূলধন ৯০,০০০ টাকা।
খ. মি. সুমনের সমাপনী মূলধন নির্ণয় :
বিবরণ টাকা টাকা
সমাপনী সম্পদসমূহ :
নগদ তহবিল
৩০,০০০
ব্যাংক জমা ২৫,০০০
মজুদ পণ্য ৫০,০০০
বিবিধ দেনাদার ৬০,০০০
আসবাবপত্র ২০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ৪৫,০০০
সমাপনী মোট সম্পদ ২,৩০,০০০
বাদ : সমাপনী দায়সমূহ :
বিবিধ পাওনাদার ৪০,০০০
সমাপনী মোট দায় ৪০,০০০
সমাপনী মূলধন ১,৯০,০০০
উত্তর : মি. সুমনের সমাপনী মূলধন ১,৯০,০০০ টাকা।
গ. মি. সুমনের ব্যবসায়ের লাভ/ক্ষতি নির্ণয় :
বিবরণ টাকা টাকা
সমাপনী মূলধন ১,৯০,০০০
উত্তোলন ৩৬,০০০
২,২৬,০০০
বাদ : প্রারম্ভিক মূলধন ৯০,০০০
অতিরিক্ত মূলধন ১২,০০০
১,০২,০০০
লাভ ১,২৪,০০০
উত্তর : মি. সুমনের ব্যবসায়ের লাভ ১,২৪,০০০ টাকা।
প্রশ্ন – ১৪ ল্ফ সুকুমার চন্দ্র রায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। দু’তরফা দাখিলা সম্পর্কে বেশি জ্ঞান না থাকায় তিনি তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। ২০১৫ সালের ১লা জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল ৮০,০০০ টাকা। উক্ত বছরে তিনি অতিরিক্ত মূলধন আনয়ন করেন ২০,০০০ টাকা। নিম্নোক্ত তথ্যাবলি তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে।
১/১/২০১৫ ৩১/১২/২০১৫
হাতে নগদ ২৫, ০০০ ৩৫,০০০
মজুদ পণ্য ২০,০০০ ২০,০০০
দেনাদার ১৮,০০০ ৪০,০০০
পাওনাদার ১৩,০০০ ১০,০০০
আসবাবপত্র ৪০,০০০ ৪০,০০০
ব্যাংক ঋণ ১০,০০০ ৫,০০০
ক. প্রারম্ভিক সম্পদের পরিমাণ কত? ২
খ. সুকুমার চন্দ্র রায়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. সুকুমার চন্দ্র রায়ের ব্যবসায়ের মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা হলে উত্তোলনের পরিমাণ নির্ণয় কর। ৪
১৪নং প্রশ্নের সমাধান
ক. প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
হাতে নগদ ২৫,০০০
মজুদ পণ্য ২০,০০০
দেনাদার ১৮,০০০
আসবাবপত্র ৪০,০০০
প্রারম্ভিক মোট সম্পদ ১,০৩,০০০
উত্তর : সুকুমার চন্দ্র রায়ের প্রারম্ভিক সম্পদ ১,০৩,০০০ টাকা।
খ. সুকুমার চন্দ্র রায়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
সমাপনী সম্পদসমূহ :
হাতে নগদ ৩৫,০০০
মজুদ পণ্য ২০,০০০
দেনাদার ৪০,০০০
আসবাবপত্র ৪০,০০০
সমাপনী মোট সম্পদ ১,৩৫,০০০
বাদ : সমাপনী দায়সমূহ :
পাওনাদার ১০,০০০
ব্যাংক ঋণ ৫,০০০
সমাপনী মোট দায় ১৫,০০০
সমাপনী মূলধন ১,২০,০০০
উত্তর : সুকুমার চন্দ্র রায়ের সমাপনী মূলধন ১,২০,০০০ টাকা।
গ. সুকুমার চন্দ্র রায়ের উত্তোলনের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক মূলধন ৮০,০০০
যোগ : অতিরিক্ত মূলধন ২০,০০০
মুনাফা ৩৫,০০০০
১,৩৫,০০০
বাদ : সমাপনী মূলধন ১,২০,০০০
উত্তোলন ১৫,০০০
উত্তর : সুকুমার চন্দ্র রায়ের উত্তোলন ১৫,০০০ টাকা।