চতুর্থ পরিচ্ছেদ : বচন
১. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি? [ব.বো. ১০, ০১; ঢা.বো. ০৮, ০৪; রা.বো. ১১, ০৬; চ.বো. ০৬; কু.বো. ১৩; ঢা.বো. ১৩] চ
ক সাহেবান খ সাহেবকুল
গ সাহেবমণ্ডল ঘ সাহেবসমূহ
২. একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়? [ব.বো. ০১] ঝ
ক উচ্চারণগত খ অর্থগত
গ অবস্থানগত ঘ আকৃতিগত
৩. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়? [য.বো. ০৭; কু.বো. ০৫, ০৬; রা.বো. ০৩] ঝ
ক রাশি খ এবং গ বচন ঘ গুলো
৪. কেবল কোন কোন পদের বচনভেদ হয়? [রা.বো. ০২; কু.বো. ১১, ০৯, ০৪; য.বো. ১০; ব.বো. ১৩] চ
ক বিশেষ্য ও সর্বনাম খ বিশেষণ ও সর্বনাম
গ বিশেষ্য ও বিশেষণ ঘ সর্বনাম ও অব্যয়
৫. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়? [ঢা.বো. ০৯, ০৭; ব.বো. ০২] ঝ
ক কুল, সমূহ, বৃন্দ খ বর্গ, বৃন্দ, মালা,
গ কুল, নিচয়, সকল ঘ আবলি, পুঞ্জ, রাশি
৬. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? [চ.বো. ০২, ০৫] ঝ
ক ফুল খ দাম গ গুচ্ছ ঘ বৃন্দ/মণ্ডলী
৭. ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
[রা.বো. ০১] জ
ক নিয়ে খ দাম গ নিকর ঘ রাজি
৮. বচন অর্থ কী? [ঢা.বো. ০৮, ০৩; কু.বো. ০৮; য.বো. ০৮]
বা, বচন অর্থ হলোÑ [ব.বো. ১২, ০৯; সি.বো. ০৪; রা.বো. ০৫] চ
ক সংখ্যার ধারণা খ গণনার ধারণা
গ ক্রমের ধারণা ঘ পরিমাণের ধারণা
৯. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? [চ.বো. ০৯; ঢা.বো. ০৩, ০১; সি.বো. ০২; য.বো. ১৩, ০৯; রা.বো. ১৩] ছ
ক ফুল খ মালা/রাজি গ সমাজ ঘ মণ্ডল
১০. ‘পাল ও যূথ’ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়? [সি.বো. ০৩, ১০, ব.বো. ০৮] ঝ
ক উন্নত প্রাণির বহুবচনে
খ অপ্রাণিবাচক শব্দের বহুবচনে
গ জীবদের বহুবচনে ঘ জন্তুদের বহুবচনে
১১. ‘পর্বত’ শব্দের বহুবচনÑ [ঢা.বো. ০৩] ছ
ক পর্বতগুচ্ছ খ পর্বতমালা গ পর্বতপুঞ্জ ঘ পর্বতসমূহ
১২. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি? [সি.বো. ০৬, ১১, ১৩; য.বো. ০৪; রা.বো. ০৮] ছ
ক আবলি [সি.বো. ১৩] খ সকল/কুল;সব/সমূহ
গ গুচ্ছ ঘ বৃন্দ
১৩. কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? [দি.বো. ০৯; রা.বো. ০৯, ০৬; চ.বো. ০২; সি.বো. ০৭; য.বো. ০৫; কু.বো. ১০, ০৫]
বা, কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো? জ
ক পাল ও পুঞ্জ খ যূথ ও মালা
গ পাল ও যূথ ঘ নিকর ও রাজি
১৪. কোনটি একবচনের উদাহরণ? [ব.বো. ০৩; য.বো. ২০০০] ছ
ক মানুষ মরণশীল
খ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
গ লোকে বলে ঘ বনে বাঘ থাকে
১৫. কোনটি একবচন বোঝায়? [কু.বো. ০৭; চ.বো. ০৫; সি.বো. ০৯] জ
ক লোকে বলে খ মাঠে মাঠে ধান
গ শুনবে যদি গল্পটি ঘ পাখি সব করে রব
১৬. যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে কী বলে? [ঢা.বো. ০২] ছ
ক একবচন খ বহুবচন
গ প্রাণিবাচক বহুবচন ঘ বাংলায় বহুবচন
১৭. সর্বনামের বহুবচন কোনটি? [রা.বো. ৯৬] চ
ক তোমরা খ ফুলদল গ মেঘমালা ঘ দ্বীপপুঞ্জ
১৮. অপ্রাণিবাচক শব্দের ব্যবহৃত বহুবচনবাচক শব্দ কোনগুলো? [রা.বো. ১০; ঢা.বো. ১২] চ
ক দাম, নিকর, রাশি খ কুল, সকল, সব
গ গণ, বৃন্দ, বর্গ ঘ গুলি, গলা, গুলো
১৯. ‘রচনা’ শব্দটির বহুবচন কোনটি? [রা.বো. ৯৬] জ
ক রচনাবৃন্দ খ রচনারাজি গ রচনাবলি ঘ রচনাসকল
২০. কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
[সি.বো. ০৩] জ
ক বাগানে ফুল ফুটেছে খ মানুষ মরণশীল
গ আকাশে চাঁদ উঠেছে ঘ বনে বাঘ আছে
২১. কোনটি বিশেষ্যের একবচন নির্দেশ করে? [সি.বো. ০১] চ
ক টি খ গুলি গ রা ঘ পাল
২২. সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে? [চ.বো. ০১] জ
ক হিন্দি খ প্রাকৃত গ সংস্কৃত ঘ খাঁটি বাংলা
২৩. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ? [চ.বো. ০৮] চ
ক জনগণ খ হস্তিদাম গ ডাকাতবৃন্দ ঘ কুসুমাবলি
২৪. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগ কী সাধিত হয়? [ঢা.বো. ১১, ০২; কু.বো. ১৩] চ
ক বহুবচন খ একবচন গ সন্ধি ঘ লিঙ্গ
২৫. ‘লাল লাল ফুল’Ñএখানে কোন কোন পদ যোগে বহুবচন হয়েছে? [রা.বো. ৯৬] ছ
ক বিশেষ্য ও বিশেষ্য খ বিশেষণ ও বিশেষণ
গ বিশেষ্য ও বিশেষণ ঘ বিশেষণ ও বিশেষ্য
২৬. প্রাণিবাচক বহুবচন কোনটি? [চ.বো. ০৫] ঝ
ক মেঘমালা খ গল্পগুচ্ছ গ রচনাবলি ঘ শিক্ষকবৃন্দ
২৭. উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো? [চ.বো. ১০; ঢা.বো. ১৩] চ
ক বৃন্দ, মণ্ডলী, বর্গ খ কুল, সকল, সব
গ মালা, রাজি, নিকর ঘ গুলা, রা, অজস্র
২৮. নিচের কোন শব্দটির সাথে ‘মণ্ডলী’ ব্যবহৃত হয়? [ব.বো. ১১] জ
ক পাখি খ বৃক্ষ গ শিক্ষক ঘ পর্বত
২৯. ‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে? [ঢা.বো. ২০০০] জ
ক পাখি খ বৃক্ষ গ শিক্ষক ঘ পর্বত
৩০. কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? [চ.বো. ০৩, ০২] চ
ক বর্গ খ কুল গ রাজি ঘ সকল
৩১. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ? [চ.বো. ০৪] ছ
ক তৎসম খ পারিভাষিক গ অর্ধ-তৎসম ঘ বিদেশি
৩২. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
[ঢা.বো. ১২; ব.বো. ১০, ০৪, ০১] চ
ক বচনভেদে খ কালভেদে গ পুরুষভেদে ঘ বর্ণনাভেদে
৩৩. ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে? [ব.বো. ০৬; সি.বো. ০১; দি.বো. ১০]
বা, কোন কোন পদের বচনভেদ হয়? চ
ক বিশেষ্য এবং সর্বনাম পদ খ বিশেষ এবং বিশেষণ পদ
গ সর্বনাম এবং ক্রিয়াপদ ঘ সর্বনাম এবং বিশেষণ পদ
৩৪. কোন বহুবচনবোধক শব্দগুলো প্রাণী বা অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয়? [চ.বো. ০৭] ঝ
ক মণ্ডলী, বর্গ খ গণ, বৃন্দ গ নিচয়, মালা ঘ কুল, সব
৩৫. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ? [য.বো. ০৬] ঝ
ক মনুষ্যযূথ খ পক্ষীবৃন্দ গ জলারাজি ঘ মাতৃকুল
৩৬. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
[ঢা.বো. ১১, ৯৬; ব.বো. ০৭] ঝ
ক বৃন্দ খ কুল গ বর্গ ঘ দাম
৩৭. ‘শৈবাল’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?
[ব.বো. ১০] জ
ক নিকর খ মালা গ দাম ঘ রাজি
৩৮. কোন বহুবচনগুলো সঠিক? [য.বো. ২০০০] চ
ক তরুরাজি, পুষ্পদাম খ মানুষগণ, মানুষবৃন্দ
গ সভ্যসকল, সভ্যসমূহ ঘ ছাত্রীনিচয়, শিক্ষকবর্গ
৩৯. ‘কুসুম’Ñশব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে? [চ.বো. ১১] ছ
ক নিকর খ নিচয় গ মালা ঘ রাজি
৪০. কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে? [চ.বো. ০৭] ছ
ক অজস্র লোক খ লাল লাল ফুল
গ দেখে দেখে যেত ঘ বাগানে ফুল ফুটেছে
৪১. নিম্নের কোনটি বিশেষ্য পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে? [ব.বো. ০২] চ
ক হাঁড়ি হাঁড়ি সন্দেশ খ বাগানে ফুল ফুটেছে
গ অঢেল টাকা পয়সা ঘ অজস্র লোক
৪২. বিশেষ নিয়মে সাধিত ‘বহুবচন’ নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে? [রা.বো. ০৮] জ
ক পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
খ ঘরে বহু মেহমান এসেছে
গ সকলে সব জানে না ঘ মানুষেরা মরণশীল
৪৩. কোনটি সঠিক বহুবচন? [য.বো. ০১] চ
ক হস্তিযূথ খ মন্ত্রীসকল গ তারকাবৃন্দ ঘ কবিতারাজি
৪৪. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন? [কু.বো. ২০০০; সি.বো. ০৬] ছ
ক হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে
খ এটাই করিমদের বাড়ি
গ সিংহ বনে থাকে ঘ বড় বড় মাঠ
৪৫. বিশেষ নিয়মে সাধিত হয়েছে কোনটিতে? [দি.বো. ১২; ব.বো. ০৫] চ
ক রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
খ লাল লাল ফুল
গ বড় বড় মাঠ ঘ অজস্র লোক
৪৬. অপ্রাণিবাচক বিশেষ্য বহুবচনবোধক শব্দ কোনগুলো?
[কু.বো. ০৩] ঝ
ক পাল, যূথ খ সকল, সমূহ
গ গণ, বৃন্দ ঘ রাশি, রাজি