ষষ্ঠ পরিচ্ছেদ : ক্রিয়া-বিভক্তি : সাধু ও চলিত
১. বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে? [সি.বো. ১৩; ব.বো. ০৯, ০৭; কু.োব. ১৩, ১১, ০৫; রা.বো. ০৪; ঢা.বো. ০৩, ০৬; চ.বো. ১৩; য.বো. ১২, ০৪, ০২; দি.বো. ১২, ০৯] জ
ক বাইশটি খ একুশটি গ বিশটি ঘ উনিশটি
২. ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়? [কু.বো. ০৩; চ.বো. ০৯; সি.বো. ১০; য.বো. ০৫] চ
ক ধাতুর বানানের ধরন খ ক্রিয়াপদ গঠনের নিয়ম
গ ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম
ঘ ধাতুর গঠন অনুসারে শ্রেণিবিন্যাস
৩. ‘ঘুরা’ এর আদিগণ কোনটি? [চ.বো. ০১; ব.বো. ১১] জ
ক ঝিমা খ খোঁচা গ উঁচা ঘ দৌড়া
৪. ‘নহ্’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি? [চ.বো. ১১; ব.বো. ০৯] জ
ক নহি খ নহে গ নই ঘ নয়
৫. বাংলা ভাষায় যে কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাদের কী বলে? [কু.বো. ০৪] জ
ক ণিজন্ত ধাতু খ অজ্ঞাতমূল ধাতু
গ অসম্পূর্ণ ধাতু ঘ প্রযোজক ধাতু
৬. ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়? [দি.বো. ১৩, ১১; সি.বো. ০৬; ঢা.বো. ১০; রা.বো. ১৩] জ
ক ৪টি খ ৩টি গ ২টি ঘ ৫টি
৭. ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদেরকে বলেÑ [চ.বো. ০৩] ঝ
ক অনুসর্গ খ প্রত্যয় গ কৃৎ প্রত্যয় ঘ ক্রিয়া বিভক্তি
৮. অনুরোধে বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি? [য.বো. ২০০০] ঝ
ক খোদা তোমার হায়াত দারাজ করুন
খ ওগো আজ তোরা যাসেেন ঘরের বাহিরে
গ রোগ হলে ওষুধ খাবে ঘ কাজটি করে ফেলো
৯. উঁচা, লুকা, ফুড়াÑ কোন আদিগণের উদাহরণ? [কু.বো. ১০] ছ
ক ধোঁয়া খ ঘুরা গ দৌড়া ঘ ফিরা
১০. ‘গণ’ শব্দের অর্থ কী? [কু.বো. ০৪] ছ
ক গুচ্ছ খ শ্রেণি গ প্রকার ঘ দল
১১. ছিটা, ঝিমা, চিরা, শিখা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
[ব.বো. ০৬; রা.বো. ১০] ঝ
ক ঘুরা খ নি গ লাফা ঘ ফিরা
১২. কোনটি অসম্পূর্ণ ধাতু? [রা.বো. ০১] জ
ক রাখ্ খ উঠ্ গ বট্ ঘ র্ক
১৩. ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদেরকে বলেÑ [চ.বো. ০৩] জ
ক অনুসর্গ খ প্রত্যয় গ ক্রিয়া-বিভক্তি ঘ কৃৎপ্রত্যয়
১৪. কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না? [চ.বো. ০৮] ঝ
ক কালভেদে খ পুরুষভেদে গ বাচ্যভেদে ঘ বচনভেদে