নবম-দশম শ্রেণির বাংলা ২য় শব্দের শ্রেণিবিভাগ

একাদশ পরিচ্ছেদ : শব্দের শ্রেণিবিভাগ
১. ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ? [ঢা.বো. ০৮, ০৩; য.বো. ১১; ব.বো. ১০, ০১; কু.বো. ০৮; রা.বো. ১১, ০২; চ.বো. ১৩] ছ
ক যৌগিক খ রূঢ়ি গ দেশি ঘ যোগরূঢ়
২. যোগরূঢ় শব্দ কোনটি? [রা.বো. ০৯; চ.বো. ০৮; সি.বো. ০৭, ০৪, ০১] জ
ক বাঁশি খ পাঞ্জাবি গ পঙ্কজ ঘ বাবুয়ানা
৩. যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ? [রা.বো. ০৪; কু.বো. ০১; সি.বো. ১০, ০৩, ০১]
বা, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কী বলে? [কু.বো. ১১; রা.বো. ১৩] ছ
ক মৌলিক শব্দ খ যৌগিক শব্দ গ রূঢ়িশব্দ ঘ যোগরূঢ় শব্দ
৪. যৌগিক শব্দ কোনটি? [ঢা.বো. ০৭, ০৫; কু.বো. ০২] চ
ক গায়ক খ প্রবীণ গ তৈল ঘ জলধি
৫. কোন দুটি যৌগিক শব্দ? [ব.বো. ০৫; কু.বো. ১৩] চ
ক দৌহিত্র, নায়ক খ হস্তী, বাঁশি
গ রাজপুত্র, মহাযাত্রা ঘ পঙ্কজ, জলধি
৬. যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে? [চ.বো. ১১; ঢা.বো. ০১] ছ
ক যৌগিক শব্দ খ রূঢ়ি শব্দ
গ যোগরূঢ় শব্দ ঘ মৌলিক শব্দ
৭. কোনটি যোগরূঢ় শব্দ? [চ.বো. ০৫, ০২; য.বো. ১০] ঝ
ক কর্তব্য খ তৈল গ সন্দেশ ঘ জলধি/পঙ্কজ
৮. ‘দৌহিত্র’ কোন শব্দ? [ঢা.বো. ০৫; ব.বো. ০৭, ০২; সি.বো. ০২]
বা, অর্থানুসারে ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ? [ঢা.বো. ০৯] ছ
ক রূঢ়ি শব্দ খ যৌগিক শব্দ
গ যোগরূঢ় শব্দ ঘ দেশি শব্দ
৯. গায়ক = গৈ + ণক (অক) অর্থ গান করে যে, কোন শব্দের উদাহরণ? [কু.বো. ০২] জ
ক যোগরূঢ় শব্দের খ নবসৃষ্ট শব্দের
গ যৌগিক শব্দের ঘ রূঢ়ি শব্দের
১০. ‘দৌহিত্র’ অর্থ কী? [সি.বো. ০৪] জ
ক দুজন হিতাকাক্সক্ষী খ দেয়ালের লেখন
গ কন্যার পুত্র ঘ ছেলের পুত্র
১১. ‘গবেষণা’ একটিÑ [য.বো. ০৪]
বা, অর্থগতভাবে ‘গবেষণা’ কোন ধরনের শব্দ? [চ.বো. ০৯; ব.বো. ১১, ০৬] ছ
ক যৌগিক শব্দ খ রূঢ় শব্দ
গ যোগরূঢ় শব্দ ঘ নবসৃষ্ট শব্দ
১২. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী? [য.বো. ১১; চ.বো. ০৪; ঢা.বো. ১৪] জ
ক অন্য দেশ খ সুস্বাদু খাবার গ সংবাদ ঘ মিষ্টান্ন
১৩. ‘মহাযাত্রা’Ñ কোন প্রকারের শব্দ? [সি.বো. ০৯; রা.বো. ০৭, ০৫; ব.বো. ০৪; ঢা.বো. ১৪] ঝ
ক যৌগিক খ রূঢ়ি গ মৌলিক ঘ যোগরূঢ় শব্দ
১৪. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ? [য.বো. ০৯] চ
ক যোগরূঢ় শব্দ খ মৌলিক শব্দ
গ রূঢ়ি শব্দ ঘ যৌগিক শব্দ
১৫. ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [ব.বো. ০৪] ঝ
ক নিচয় খ শর্বরী গ অভ্র ঘ জলধি
১৬. ‘জলধি’ এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে? [ব.বো. ০২] জ
ক জলাশয় খ জল রাখার পাত্র
গ সমুদ্র ঘ কলসি
১৭. ‘জলধি’ কোন শব্দ? [সি.বো. ০৬; কু.বো. ০৬; সি.বো. ১৩] ঝ
ক যৌগিক শব্দ খ মৌলিক শব্দ
গ রূঢ়ি শব্দ ঘ যোগরূঢ় শব্দ
১৮. কোন রূঢ়ি শব্দটি উপসর্গ যোগে গঠিত হয়েছে? [চ.বো. ১১; ঢা.বো. ১১; য.বো. ০৬, ০১] ঝ
ক বাঁশি খ তৈল গ পাঞ্জাবি ঘ প্রবীণ
১৯. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে? [ঢা.বো. ০৬]
বা, এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে? [চ.বো. ০৬] জ
ক পদ খ বাক্য গ শব্দ ঘ ধ্বনি
২০. উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? [কু.বো. ০৯; য.বো. ১০, ০৩; ব.বো. ০৭] জ
ক দু ভাগে খ তিন ভাগে গ পাঁচ ভাগে ঘ ছয় ভাগে
২১. ভাষার মূল উপকরণ কী? [সি.বো. ১০] ঝ
ক অক্ষর খ ধ্বনি গ বর্ণ ঘ শব্দ
২২. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? [ঢা.বো. ০২] চ
ক তিন ভাগে খ চার ভাগে
গ পাঁচ ভাগে ঘ ছয় ভাগে
২৩. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? [ঢা.বো. ০৪] ছ
ক যৌগিক শব্দ খ মৌলিক শব্দ
গ সাধিত শব্দ ঘ রূঢ় শব্দ
২৪. ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? [রা.বো. ০৭; সি.বো. ০২] জ
ক পুত্রের রাজা খ রাজা যে পুত্র
গ রাজার পুত্র ঘ জাতি বিশেষ
২৫. ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়Ñ তাই শব্দটিÑ [কু.বো. ০২; ব.বো. ০৮; য.বো. ১৩] ঝ
ক বিভক্তিযুক্ত শব্দ খ বিদেশি শব্দ
গ রাজার পুত্র ঘ জাতি বিশেষ
২৬. কোনটি যৌগিক শব্দ? [য.বো. ০২; চ.বো. ০৬] ঝ
ক বাঁশি খ পাঞ্জাবি গ পঙ্কজ ঘ বাবুয়ানা
২৭. মৌলিক শব্দ কোনটি? [রা.বো. ০৪, ২০০০; ব.বো. ০১] জ
ক গায়ক খ গোলাপি গ গোলাপ ঘ হরিণ
২৮. সাধিত শব্দগুলো সাধারণÑ [য.বো. ০৩] চ
ক অর্থবাচক শব্দ খ স্ত্রীবাচক শব্দ
গ পুরুষবাচক শব্দ ঘ জাতিবাচক
২৯. প্র + শাসন = প্রশাসন, এ শব্দটি গঠন অনুসারেÑ [য.বো. ০৮] ছ
ক মৌলিক শব্দ খ সাধিত শব্দ
গ যৌগিক শব্দ ঘ যোগরূঢ় শব্দ
৩০. কোনটি রূঢ়ি শব্দ? [সি.বো. ১১] চ
ক বাঁশি খ দৌহিত্র গ জলধি ঘ গায়ক
৩১. তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা হয়, তা কী কী? [সি.বো. ২০০০; ব.বো. ০৮] চ
ক উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক
খ তত্ত¡ীয়, ব্যবহারিক, আঞ্চলিক
গ উৎপত্তিমূলক, ব্যুৎপত্তিমূলক, উৎসমূলক
ঘ উৎপত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক
৩২. গঠন অনুসারে শব্দ কত প্রকার? [য.বো. ০৬; কু.বো. ০৮, ০৬] চ
ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার
৩৩. কোন রূঢ়ি শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে? [চ.বো. ১১] জ
ক বাঁশি খ তৈল গ প্রবীণ ঘ পাঞ্জাবি

Leave a Reply