নবম-দশম শ্রেণির বাংলা ২য় সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ

চতুর্থ পরিচ্ছেদ : সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ
১. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? [য.বো. ০২; রা.বো. ০৬; সি.বো. ০৬; চ.বো. ০৮; ব.বো. ১৩] চ
ক বচনভেদে খ বর্ণনাভেদে
গ অর্থভেদে ঘ প্রয়োগভেদে
২. কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়? [ব.বো. ০৭; সি.বো. ০৫; ব.বো. ১৩] ঝ
ক ইয়া  এ খ ইলে  লে
গ ইতে  তে ঘ ইনে  নে
৩. সমাপিকা ক্রিয়া গঠিত হয়Ñ [চ.বো. ০৪; কু.বো. ০২] চ
ক ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের
বিভক্তি যুক্ত হয়ে
খ ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে
গ ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়
ঘ ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
৪. অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার?
[চ.বো. ০৪; কু.বো. ০২]
বা, অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?
[রা.বো. ০৬] ছ
ক বারো প্রকার খ তিন প্রকার
গ দুই প্রকার ঘ ছয় প্রকার
৫. ‘বৃষ্টি থেমে গেল’Ñ যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে? [কু.বো. ০২] জ
ক অবিরাম অর্থ খ ক্রমশ অর্থ
গ সমাপ্তি অর্থ ঘ সম্ভাবনা অর্থ
৬. ‘সাপেক্ষতা’Ñ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি? [য.বো. ১১; রা.বো. ০২] ছ
ক আজ গেলেও যা, কাল গেলেও তা
খ তিনি গেলে কাজ হবে
গ চারটা বাজলে স্কুল ছুটি হবে ঘ বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
৭. বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ঐ কর্মপদকে বলেÑ [য.বো. ০২] জ
ক বিধেয় কর্ম খ প্রযোজক কর্ম
গ ধাত্বর্থক কর্ম ঘ দ্বিকর্মক ক্রিয়ার কর্ম
৮. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে? [চ.বো. ০২; সি.বো. ০৭] ঝ
ক এখন আমি যেতে চাই খ এখন ট্রেন ধরতে হবে
গ পদ্মফুল দেখতে সুন্দর ঘ মেলা দেখতে ঢাকা যাবো
৯. ‘কাটিতে কাটিতে ধান এল বরষা’Ñ এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে? [দি.বো. ১২; রা.বো. ০৯, ০৪; ঢা.বো. ১৪] ছ
ক সমকাল খ নিরন্তরতা গ সমাপ্তি ঘ সূচনা
১০. ‘কথাটা ছড়িয়ে পড়েছে।’Ñ যৌগিক ক্রিয়া গঠনে পড় ধাতুটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ০১] ঝ
ক সমাপ্তি খ আকস্মিকতা গ ক্রমশ ঘ ব্যাপ্তি
১১. কোন বাক্যে ‘পরীক্ষা’ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [ব.বো. ০২; য.বো. ১০] চ
ক কষ্টি পাথরে সোনা ঘষে নাও
খ আমরা পরীক্ষা দিয়ে আসছি
গ এখন ভাবতে থাকো ঘ আমাকে করতে দাও
১২. কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া আছে? [য.বো. ০৩] ছ
ক এ নদীতে প্রচুর মাছ আছে
খ আমরা হাত-মুখ ধুয়ে বেড়াতে বের হব
গ রূপকথার গল্প শোনো ঘ তুমি কোথায় যাচ্ছ
১৩. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? [ঢা.বো. ১১; কু.বো. ১১; য.বো. ০৬] জ
ক তোমরা বাড়ি এলে আমরা রওনা হব
খ তুমি চাকরি পেলে কি আর দেশে আসবে
গ সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল
ঘ যতœ করলে রতœ মেলে
১৪. কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়? [ব.বো. ০১] জ
ক সকর্মক ক্রিয়া খ অকর্মক ক্রিয়া
গ প্রযোজক ক্রিয়া ঘ যৌগিক ক্রিয়া
১৫. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়? [য.বো. ০২] জ
ক যৌগিক ক্রিয়া খ অসমাপিকা ক্রিয়া
গ সমাপিকা ক্রিয়া ঘ কোনোটিই নয়
১৬. ‘আমার আর থাকা হয়ে উঠল না’Ñ বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০২] চ
ক সম্ভাবনা অর্থে খ সামান্য অর্থে
গ অবিরাম অর্থে ঘ অভ্যাস অর্থে
১৭. কোন বাক্যে অসমান কর্তা আছে? [চ.বো. ১০] ঝ
ক সে যেতে যেতে থেমে গেল খ এমন চাওয়া চাইতে নেই
গ বালিকাটি গান করে চলে গেলে
ঘ তোমরা বাড়ি এলে আমি রওনা হব
১৮. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? [চ.বো. ১০] চ
ক আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে
খ বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
গ বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না
ঘ তুমি যদি যাও তবে সে যাবে
১৯. চন্দ্র আলো ছড়ালে চকোর পাখা মেলে।Ñ অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে?
[ব.বো. ০৬] ছ
ক এক কর্তা খ নিরপেক্ষ কর্তা
গ ব্যতিহার কর্তা ঘ প্রযোজক কর্তা
২০. কোন বাক্যটিতে ‘এ’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে? [চ.বো. ০৭] ছ
ক আমি যেতে চাই খ চেঁচিয়ে কথা বলো না
গ দেখিতে বাসনা মাগো তোমার চরণ
ঘ বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
২১. ‘খোকা এখন হাঁটতে পারে’Ñ বাক্যে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
[দি.বো. ১৪, ১১] ছ
ক জানা খ সামর্থ্য গ সূচনা ঘ ইচ্ছা
২২. ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’Ñ এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহৃত হয়েছে? [চ.বো. ১১] ছ
ক উপসর্গরূপে খ অনুসর্গরূপে
গ ক্রিয়াবাচক বিশেষ্য রূপে ঘ প্রকৃতি ও প্রত্যয়রূপে
২৩. “এখন শুয়ে পড়।”Ñ এখানে ‘পড়’ ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০১] ছ
ক ক্রমশ অর্থে খ ব্যাপ্তি অর্থে
গ আকস্মিক অর্থে ঘ সমাপ্তি অর্থে
২৪. ‘নিরন্তরতা অর্থে যৌগিক ক্রিয়া কোনটি? ছ
ক ঘটনাটা শুনে রাখ খ তিনি বলতে লাগলেন
গ ছেলেমেয়েরা শুয়ে পড়ল ঘ সাইরেন বেজে উঠল
২৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে?
[ব.বো. ০৯] চ
ক পরীক্ষা দিতে ঢাকা যাব খ দেখতে দেখতে সে এসে গেল
গ মেয়েটি গাইতে জানে ঘ রুমা খেতে ভালোবাসে
২৬. কোন বাক্যে সামর্থ্য বোঝাতে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া বিদ্যমান? [দি.বো. ০৯] ছ
ক রমলা গাইতে জানে খ রাণী এখন হাঁটতে পারে
গ খোকা এখন বাংলা পড়তে শিখেছে
ঘ খুকিকে দৌড়াতে দেখলাম
২৭. অনুসর্গরূপে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে? [ঢা.বো. ০২] চ
ক কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল?
খ বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়
গ কাটিতে কাটিতে ধান এল বরষা
ঘ এখনই ট্রেন ধরতে হবে
২৮. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গরূপে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০২] চ
ক জন্মভ‚মি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ খ এমন চাওয়া চাইতে নেই
গ সে আমার দিকে চাইতে থাকে
ঘ তোমার কী চাইতে ইচ্ছা করে?
২৯. কোন বাক্যের যৌগিক ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করেছে?
[রা.বো. ১০] ছ
ক এক্ষুণি বৃষ্টি এসে পড়বে
খ তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে
গ বৃষ্টি থেমে গেল ঘ সে গান করতে পারে
৩০. কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
[চ.বো. ০৭] জ
ক তিনি হয়তো বসে থাকবেন খ এবার ভাবতে থাক
গ অনেক কাজ করেছ, এখন বসে থাক
ঘ তুমি কি এখন বসে থাকবে?

Leave a Reply