তৃতীয় পরিচ্ছেদ : সংখ্যাবাচক শব্দ
১. বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়? [চ.বো. ১২, ০৯, ২০০০] জ
ক সংস্কৃত খ ফারসি গ হিন্দি ঘ ইংরেজি
২. সংখ্যা কী কাজে লাগে? [রা.বো. ৯৪] ঝ
ক পাঠে খ আহারে গ খেলায় ঘ গণনায়
৩. সংখ্যা গণনার মূল একক কী? [য.বো. ১১; দি.বো. ১০; রা.বো. ১৩] ছ
ক দশ খ এক
গ এক এবং শূন্য ঘ এক থেকে নয় পর্যন্ত
৪. অঙ্কবাচক সংখ্যা কোনটি? [য.বো. ৯৪; কু.বো. ৯৫] চ
ক ৯ খ ষষ্ঠ গ সপ্তম ঘ আটই
৫. কোনটি গণনাবাচক শব্দ? [দি.বো. ১০; রা.বো. ১৩] জ
ক ১২ খ দ্বাদশ গ বারো ঘ বারোই
৬. ‘তের’-এর পূরণবাচক শব্দ কোনটি? জ
ক তেরোতম খ ১৩ গ ত্রয়োদশ ঘ তেরোই
৭. ‘চৌদ্দ’-এর পূরণবাচক শব্দ কোনটি? [রা.বো. ০৫] জ
ক চৌদ্দ খ ১৪ গ চতুর্দশ ঘ চৌদ্দই
৮. ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা কোনটি? [ঢা.বো. ১১, ০৩; য.বো. ০৫; চ.বো. ১১, ০১] ছ
ক তিন খ দ্বাদশ গ পনেরোই ঘ দোসরা
৯. কোনটি পূরণবাচক শব্দ? [চ.বো. ১০; য.বো. ১১, ০১; ঢা.বো. ০৭] জ
ক কুড়ি খ দোসরা গ নবম ঘ ২০
১০. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? [ঢা.বো. ০৫, ০৪; চ.বো. ০২; সি.বো. ০৬] চ
ক চার প্রকার খ তিন প্রকার গ পাঁচ প্রকার ঘ দুই প্রকার
১১. ‘দ্বিতীয় লোকটিকে ডাক’Ñএ বাক্যের দ্বিতীয় কোন ধরনের সংখ্যা? [ব.বো. ১০] জ
ক তারিখবাচক খ অঙ্কবাচক
গ ক্রমবাচক ঘ গণনাবাচক
১২. হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি? [রা.বো. ১০] চ
ক চৌঠা খ দশই গ একুশে ঘ তেইশে
১৩. তারিখবাচক সংখ্যা কোনটি? [ব.বো. ১১; কু.বো. ১৩] ঝ
ক ১৫ খ পঞ্চদশ গ পঞ্চম ঘ দোসরা
১৪. ক্রমবাচক সংখ্যা কোনটি [রা.বো. ০১; কু.বো. ১৩] চ
ক দ্বাদশ খ পনেরোই গ উনিশ ঘ ১৮
১৫. ‘ষোলো’ সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি? [রা.বো. ০৭, ০৪] ঝ
ক ১৬ খ ষষ্টিতম গ ষোলোই ঘ ষোড়শ
১৬. কোনো পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়? [ঢা.বো. ০২] জ
ক দেড় খ আড়াই গ সাড়ে ঘ সপাদ