নবম-দশম শ্রেণির বাংলা ২য় তদ্ধিত প্রত্যয়

দশম পরিচ্ছেদ : তদ্ধিত প্রত্যয়
১. কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
[ব.বো. ১১; কু.বো. ০৫; সি.বো. ০২; চ.বো. ১৩, ১০] ছ
ক গেঁয়ো খ মেছো গ টেকো ঘ গেছো
২. অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি? [ব.বো. ০১; রা.বো. ০২] জ
ক মিঠাই খ লোনা গ লেজুড় ঘ সাপুড়ে
৩. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? [রা.বো. ১০, ০৩, ০৭; ব.বো. ১৩, ১১, ০১; য.বো. ০১; কু.বো. ০৯; ঢা.বো. ১০, ০৮, ০৪; দি.বো. ১১] ঝ
ক মহি + মা খ মহা + ইমা
গ মহা + ইমন ঘ মহৎ + ইমন
৪. কোনটিতে ‘অপত্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? [সি.বো. ০৭; য.বো. ০২] ছ
ক আগ্নেয় খ দাশরথি গ হৈমন্তিক ঘ সৌর
৫. ধাতু বা প্রকৃতির অন্ত্য ধ্বনির আগের ধ্বনিকে কী বলে?
[য.বো. ০২] ছ
ক গুণ খ উপধা গ টি ঘ ইৎ
৬. প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [সি.বো. ০৯; ব.বো. ০৭; চ.বো. ০৫] জ
ক সুশ্রী খ সফল গ জেলে ঘ মহাত্মা
৭. শব্দমূল কোনটি? [চ.বো. ০৬] চ
ক নাম প্রকৃতি খ প্রত্যয় গ বিভক্তি ঘ ক্রিয়া প্রকৃতি
৮. ‘আদরার্থে’ ব্যবহৃত হয় কোনটি? জ
ক বোনাই খ কেষ্টা গ নিমাই ঘ গিন্নীপনা
৯. কোন শব্দে প্রত্যয় ‘অবজ্ঞার্থে’ ব্যবহৃত হয়েছে? [য.বো. ০৭; চ.বো. ০২; সি.বো. ১৩, ০৬; ঢা.বো. ১৩] ছ
ক নিমাই খ চোর/কেষ্টা গ মুটে ঘ কানাই
১০. ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়? [রা.বো. ০৯; ব.বো. ০২] ঝ
ক মালিক অর্থে খ জাত অর্থে
গ ব্যবসায় অথে ঘ ভাব অর্থে
১১. ‘সদৃশ্য’ অর্থে তদ্ধিত প্রত্যয়? [রা.বো. ০৯; দি.বো. ১০] জ
ক চোরা খ ডিঙা গ বাঘা ঘ চাকা
১২. শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয়Ñ [রা.বো. ২০০০] চ
ক তদ্ধিত প্রত্যয় খ অন্ত প্রত্যয়
গ কৃৎ প্রত্যয় ঘ আন প্রত্যয়
১৩. কোন শব্দে বৃহদার্থে ‘আ’ প্রত্যয় ব্যবহৃত হয়েছে? [য.বো. ০৪; সি.বো. ০৩] জ
ক বাঘ + আ = বাঘা খ হাত + আ = হাতা
গ ডিঙি + আ = ডিঙা ঘ জট + আ = জটা
১৪. ‘দার ও বাজ’ প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার? [সি.বো. ০৩] জ
ক উর্দু ও হিন্দি খ হিন্দি ও ফরাসি
গ দুটোই ফারসি ঘ ফারসি ও উর্দু
১৫. বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয়Ñ [কু.বো. ০৯; সি.বো. ০৪; রা.বো. ০৪] ছ
ক চার প্রকার খ তিন প্রকার
গ দু প্রকার ঘ ছয় প্রকার
১৬. ‘মেধাবী’Ñএর প্রকৃতি প্রত্যয় কী? [ব.বো. ০২; কু.বো. ০১] জ
ক মেধা + আবী খ মেধা + ইন
গ মেধা + বিন্ ঘ মেধা + ঈন
১৭. বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? [ঢা.বো. ০১] চ
ক গিন্নীপনা খ মেঘলা গ নীলিমা ঘ মেধাবী
১৮. বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? [সি.বো. ০৭, ০৪; য.বো. ০৪]
বা, বৃহদার্থে ‘আ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? [ঢা.বো. ১১] চ
ক ডিঙা খ ডিঙি গ ডাঙা ঘ ডোঙা
১৯. ‘ডিঙি’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
[কু.বো. ১১; সি.বো. ০৪] চ
ক বৃহদার্থে খ ক্ষুদ্রার্থে গ সমার্থে ঘ ভিন্নার্থে
২০. ‘বৈজ্ঞানিক’ শব্দটিতে কী অর্থে ষ্ণিক প্রত্যয় যুক্ত হয়েছে?
[ব.বো. ০৪] চ
ক দক্ষ বা বেত্তা অর্থে খ বিষয়ক অর্থে
গ ভাবার্থে ঘ বিশেষণ গঠনে
২১. ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [চ.বো. ১২; য.বো. ০৬] চ
ক শিশু + ষ্ণ খ শিশু + জ্ঞ্য
গ শিশু + শয ঘ শৈ + শয
২২. বৃহদার্থে ‘আনী’ প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে? [ব.বো. ০৫] চ
ক অরণ্যানী খ ইন্দ্রানী গ মাতুলানী ঘ অচার্যানী
২৩. নিচের কোন তদ্ধিতান্ত পদটি ‘ইমন’ প্রত্যয় যোগে গঠিত?
[চ.বো. ০১; য.বো. ০৫] ঝ
ক কুসুমিত খ মাধুর্য গ পঙ্কিল ঘ নীলিমা
২৪. কোন শব্দে ‘বৃত্তি’ অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে? [ঢা.বো. ০৭; চ.বো. ১৩] চ
ক পোদ্দারী খ জমিদারী গ সরকারী ঘ রেশমী
২৫. যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকে বলেÑ [চ.বো. ০৩] ছ
ক কৃৎপ্রত্যয় খ তদ্ধিত প্রত্যয় গ অনুসর্গ ঘ শব্দ বিভক্তি
২৬. তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী? [দি.বো. ১৩, ১১; ব.বো. ১৩] জ
ক প্রত্যয়ান্ত শব্দ খ কৃদন্ত শব্দ
গ তদ্ধিতান্ত শব্দ ঘ সাধিত শব্দ
২৭. ‘চোর’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায়? [কু.বো. ৯৯; চ.বো. ০৬] ছ
ক শ্রদ্ধা খ অবজ্ঞা গ সাদৃশ্য ঘ সামীপ্য
২৮. কোনটি ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে? [চ.বো. ০৭] ছ
ক ঢাক + আই = ঢাকাই খ কানু + আই = কানাই
গ বাহাদুর + ই = বাহাদুরি ঘ লাজ + উক = লাজুক
২৯. ‘পুস্তিকা’ শব্দে ‘ইকা’ কোন অর্থে যুক্ত হয়েছে? [ঢা.বো. ১৩] জ
ক বহুবচন বোঝাতে খ বৃহদার্থে
গ ক্ষুদ্রার্থে ঘ বিশেষ অর্থে
৩০. কোনটিতে বৃত্তি অর্থে ই/ঈ প্রত্যয় হয়েছে? [চ.বো. ০৭] জ
ক জমিদার + ঈ = জমিদারী খ ভাগলপুর + ঈ = ভাগলপুরী
গ মোক্তার + ঈ = মোক্তারী ঘ দান + ঈ = দানী
৩১. কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে? [চ.বো. ২০০০]
বা, ‘উপকরণ’ বোঝাতে ‘এ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে? [য.বো. ০৮; চ.বো. ০৮] চ
ক পাথুরে খ মেছো গ জেলে ঘ মহাত্মা
৩২. কোনটি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ? [চ.বো. ১০] জ
ক পাঠক খ লাজুক গ বালক ঘ ডাকু
৩৩. ‘কুসুমিত’ এর প্রকৃতি-প্রত্যয় কোনটি? [সি.বো. ০৮] ঝ
ক কুসুম + ঈত খ কুসুম + উত
গ কুসুম + ঊত ঘ কুসুম + ইত
৩৪. ‘গরিষ্ঠ’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? [দি.বো. ১০] ছ
ক গরি + ইষ্ঠ খ গুরু + ইষ্ঠ গ গরি + ষ্ঠ ঘ গুরু + ষ্ঠ
৩৫. নৈপুণ্য বোঝাতে ইয়া  এ প্রত্যয়ের উদাহরণ কোনটি? [ঢা.বো. ০২] জ
ক মুটে খ জেলে গ খুনে ঘ বেলে
৩৬. টাক + উয়া = টেকোÑ কোন ধরনের তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? [ব.বো. ০৬] চ
ক বাংলা তদ্ধিত খ বিদেশি তদ্ধিত
গ সংস্কৃত তদ্ধিত ঘ বাংলা কৃৎ
৩৭. ওয়ান  আন কোন ভাষার প্রত্যয়? [ঢা.বো. ০২] চ
ক হিন্দি খ ফারসি গ আরবি ঘ ইংরেজি
৩৮. বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি? [চ.বো. ০৪] জ
ক হাজিরা খ হাতা গ জবানবন্দী ঘ লঘিষ্ঠ
৩৯. ‘সই’ কোন প্রত্যয়? [ঢা.বো. ০২] জ
ক বাংলা কৃৎ খ বাংলা তদ্ধিত
গ বিদেশি তদ্ধিত ঘ সংস্কৃত তদ্ধিত
৪০. ‘জাত’ অর্থে কোনটিতে ‘আই’ প্রত্যয় যুক্ত হয়েছে? [ঢা.বো. ০৬; দি.বো. ১৩; কু.বো. ১৩] চ
ক ঢাকাই/পাবনাই খ মোগলাই
গ মিঠাই ঘ চড়াই
৪১. ঢাকা + আই = ঢাকাইÑ এখানে ‘আই’ প্রত্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [চ.বো. ১০] চ
ক জাত অর্থে খ ভাব অর্থে গ বৃত্তি অর্থে ঘ মালিক অর্থে
৪২. জাত অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? [কু.বো. ১০] ছ
ক জমিদারী খ রেশমী গ দোকানী ঘ চাষী
৪৩. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [য.বো. ০৬] ছ
ক মানু + ষ্ণ খ মনু + ষ্ণ গ মনু + ষ্ণ্য ঘ মনু + বতুপ
৪৪. ‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [দি.বো. ০৯] চ
ক সুভগ + ষ্ণ্য খ সুভগ + ষ্ণ
গ সৌভগ + ষ্ণ্য ঘ সৌভগ + ষ্ণ
৪৫. বিশেষ্য পদ গঠন ‘র’ প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে? [কু. বো. ৯৬, ৯৪] চ
ক মধুর খ চামড়া গ ডাক্তার ঘ আমার
৪৬. মনু + ষ্ণ = মানবÑ ‘ষ্ণ’ প্রত্যয়টি কী অর্থে যুক্ত হয়েছে? [ব.বো. ০৫; য.বো. ১৩] ছ
ক উপাসক খ অপত্য গ ভাব ঘ সম্পর্ক বুঝাতে
৪৭. কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ? [চ.বো. ১১] ঝ
ক কাব্য খ শীতল গ শ্রীমান ঘ সৌর

Leave a Reply