নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দশম অধ্যায়
ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. সমর্থনমূলক সহায়তা কোনটি?
ক পরামর্শ দান খ তথ্য সরবরাহ
 পুঁজির সংস্থান ঘ ব্যবসায় আধুনিকায়ন
২. শিল্প স্থাপনে সহজে কেউ এগিয়ে আসতে চায় না কেন?
ক এতে সৃজনশীলতার প্রয়োজন হয় খ কাজটি গঠনমূলক বলে
 এ কাজে ঝুঁকি নিতে হয় বলে ঘ নিজস্ব পুঁজির প্রয়োজন হয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
সিলেটের নিশাত আফরিন ২০১১ সালে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী তৈরির একটি প্রকল্প হাতে নেন। উৎপাদন প্রক্রিয়া শুরু করতে গিয়ে আর্থিক সংকটে পড়ায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হন এবং প্রতিষ্ঠান থেকে কিছু ঋণ নেন। কর অবকাশ সুবিধা পাওয়ার কারণে দিন দিন তার ব্যবসায়ের উন্নতি হতে লাগল।
৩. নিশাত আফরিন ২০১৫ সালে অর্জিত আয়ের ওপর কত ভাগ কর অবকাশ পাবেন?
ক ১০০% খ ৭৫%  ৫০% ঘ ২৫%
৪. আর্থিক প্রতিষ্ঠানটির সহায়তার ফলে প্রধানতÑ
র. দেশে নারী উদ্যোক্তার উন্নয়ন হবে রর. বৃহৎ শিল্পের উন্নয়ন সাধিত হবে
ররর. দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫. কখন একজন নারী শিল্পোদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন?
ক কোনো ব্যবসায়ের অংশীদার হলে
খ কোম্পানির অন্তত একটি শেয়ার কিনলে
 কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক হলে
ঘ সমবায় সমিতির সদস্য হলে
৬. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক ১৯৬৫  ১৯৭৩ গ ১৯৮২ ঘ ১৯৯৭
৭. সমর্থনমূলক সহায়তা নয় কোনটি?
ক শিল্প প্রতিষ্ঠান নিবন্ধীকরণ খ পুঁজির সংস্থান
 অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ ঘ কর অবকাশ

ভ‚মিকা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮. ব্যবসায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য কোনটি অধিকতর প্রয়োজন? (জ্ঞান)
 সহায়তা খ সুনাম গ জমি ঘ দালান
৯. কখন একটি ব্যবসায়ের বিভিন্ন সহায়তা প্রয়োজন হয়? (অনুধাবন)
ক ব্যবসায়ের মাঝামাঝি খ ব্যবসায়ের শেষে
 উদ্যোগ গ্রহণ পর্যায়ে ঘ লেনদেন করার সময়
১০. উদ্যোক্তাকে শিল্প স্থাপনে অনুপ্রাণিত করে কোনটি? (জ্ঞান)
ক প্রতিযোগী বাজার ব্যবস্থা  প্রয়োজনীয় সহায়তা
গ একচেটিয়া অর্থ বিনিয়োগ ঘ ঋণের স্বল্প সুদ
১১. কোনটি একজন সম্ভাবনাময় উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপন ও সফলভাবে পরিচালনা করতে অনুপ্রাণিত করে? (অনুধাবনা)
ক অধিক মূলধন খ কম ঝুঁকি  সহায়তা ঘ দক্ষ ম্যানেজার
১২. শিল্পোদ্যোগ গ্রহণে সহায়ক সেবা প্রদান করে কোনটি? (জ্ঞান)
 বাংলাদেশ শিল্পনীতি খ বিমা
গ ব্যাংকিং আইন ঘ বাণিজ্য মন্ত্রণালয়
উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবার ধারণা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩. নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন কোন ধরনের কাজ? (অনুধাবন)
ক সামাজিক খ রাজনৈতিক গ উদার  সৃজনশীল
১৪. নিচের কোনটির সাথে ঝুঁকি বিদ্যমান? (জ্ঞান)
 নতুন ব্যবসায় স্থাপন খ চাকরি
গ সঞ্চয়পত্র ক্রয় ঘ ডিবেঞ্চার ক্রয়
১৫. আশরাফুল ব্যবসায় স্থাপন করতে চায়। তার এ কাজে কোনটি অবশ্যই বিদ্যমান থাকবে? (প্রয়োগ)
ক মুনাফা  ঝুঁকি গ সুদ ঘ মূলধন
১৬. সহজে কেউ কোন কাজে এগিয়ে আসতে চায় না? (জ্ঞান)
 শিল্প স্থাপন খ চাকরি
গ জমি ক্রয় ঘ ব্যাংকে অর্থ সঞ্চয়
১৭. ব্যবসায় উদ্যোগের ঝুঁকি নিরসনে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
 সহায়তা খ অধিকা মুনাফা অর্জন
গ অধিক প্রতিযোগিতা ঘ উন্নত পণ্য
১৮. তামান্না একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করতে চান। এজন্য তার কোনটি প্রয়োজন? (প্রয়োগ)
ক সেবা  সহায়তা গ ঝুঁকি ঘ মুনাফা
১৯. শিল্প নীতিতে বিভিন্ন সহায়ক দিক উদ্যোক্তাদের কী ধরনের সহায়তা প্রদান করবে? (অনুধাবন)
ক ঝুঁকিমূলক  অনুপ্রেরণামূলক গ সিদ্ধান্ত গ্রহণে ঘ প্রতিক‚ল সহায়তা
২০. অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ প্রদান কোন ধরনের সহায়তা? (জ্ঞান)
 উদ্দীপনামূলক খ সমর্থনমূলক গ সংরক্ষণমূলক ঘ আর্থিক
২১. সাখাওয়াত রংপুরে ব্যবসায় স্থাপন করে কর অবকাশ সুবিধা পেলেন। কর অবকাশ ব্যবসায়ের জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন? (প্রয়োগ)
 উদ্দীপনামূলক খ সমর্থনমূলক গ সংরক্ষণমূলক ঘ প্রণোদনামূলক
২২. কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ কোন ধরনের সহযোগিতা? (জ্ঞান)
 উদ্দীপনামূলক খ সমর্থনমূলক গ সংরক্ষণমূলক ঘ নিয়ন্ত্রণমূলক
২৩. কামরুলের কাগজ নির্মাণ কারখানায় সরকার অবকাঠামোগত সুবিধা প্রদান করলেন। এটি কোন ধরনের সহায়তা? (প্রয়োগ)
ক উদ্দীপনামূলক  সমর্থনমূলক গ সংরক্ষণমূলক ঘ সামাজিক
২৪. ব্যবসায় স¤প্রসারণের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করা কোন ধরনের সহায়তা? (অনুধাবন)
ক উদ্দীপনামূলক খ সমর্থনমূলক  সংরক্ষণমূলক ঘ গ্রহণমূলক
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৫. ব্যবসায় বা শিল্প স্থাপন হলোÑ (অনুধাবন)
র. সৃজনশীল কাজ রর. গঠনমূলক কাজ
ররর. নৈমিত্তিক কাজ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬. প্রকৃতি অনুযায়ী সহায়তা হলোÑ (অনুধাবন)
র. উদ্দীপনামূলক রর. সমর্থনমূলক
ররর. সংরক্ষণমূলক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৭. সাইদুল ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করার চিন্তা করছে। তার জন্য সহায়তা প্রয়োজন- (প্রয়োগ)
র. উদ্দীপনামূলক রর. সমর্থনমূলক
ররর. সংরক্ষণমূলক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৮. সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহের ভ‚মিকা হলোÑ (উচ্চতর দক্ষতা)
র. দিকনির্দেশনা প্রদান রর. আর্থিক সহায়তা প্রদান
ররর. তথ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৯. উদ্দীপনামূলক সহায়তার উদাহরণ হলোÑ (অনুধাবন)
র. পরামর্শ দান রর. তথ্য সরবরাহ
ররর. প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩০. উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্তÑ (অনুধাবন)
র. অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ
রর. বিনিয়োগের সুযোগ-সুবিধা অবহিতকরণ
ররর. সরকারি সাহায্য সম্পর্কে প্রচার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩১. সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা সুবিধা পেয়ে থাকেন- (অনুধাবন)
র. শিল্প স্থাপন রর. পরিচালনা ররর. সম্পদ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩২. সংরক্ষণমূলক সহায়তার বৈশিষ্ট্য হলোÑ (অনুধাবন)
র. ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা
রর. ব্যবসায় স¤প্রসারণের প্রতিবন্ধকতা দূরীকরণ
ররর. কর অবকাশ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৩. সংরক্ষণমূলক সহায়তা যে ধরনের প্রতিবন্ধকতা দূর করে- (অনুধাবন)
র. কার্যক্রম পরিচালনা রর. স¤প্রসারণ
ররর. নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
হাফিজ প্রশিকা থেকে মৌমাছি পালনের ওপর প্রশিক্ষণ এবং ঋণ নিয়ে মৌমাছি চাষ শুরু করেন। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করে সফলভাবে ব্যবসা পরিচালনা করে তিনি সফলতা লাভ করেন।
৩৪. প্রশিকা থেকে প্রশিক্ষণ গ্রহণ কোন ধরনের সহায়তার অন্তর্গত? (প্রয়োগ)
 উদ্দীপনামূলক খ সংরক্ষণমূলক
গ সমর্থনমূলক ঘ বেসরকারিমলূক
৩৫. হাফিজের মৌমাছি চাষ একটিÑ (অনুধাবন)
র. ঝুঁকিপূর্ণ কাজ
রর. গঠনমূলক কাজ
ররর. সৃজনশীল কাজ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
সহায়তার বিভিন্ন উৎস
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৬. কোন ধরনের প্রতিষ্ঠান ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে অবদান রাখছে? (জ্ঞান)
 সরকারি ও বেসরকারি খ আধাসরকারি
গ সরকারি ঘ বেসরকারি
৩৭. ব্যবসায় উদ্যোগে সহায়তার জন্য সরকারি-বেসরকারি কী গড়ে উঠেছে? (অনুধাবন)
 প্রতিষ্ঠান খ আইন গ নিয়ম ঘ ব্যবস্থাপনা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৮. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে সহায়তা পাওয়া যায়- (উচ্চতর দক্ষতা)
র. শিল্প স্থাপনে উদ্যোগ গ্রহণে
রর. শিল্প স্থাপনে
ররর. পণ্যদ্রব্য বিপণনে প্রয়োজনীয় নির্দেশনায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩৯. সরকারি সহায়তার অন্তর্ভুক্ত হলোÑ (অনুধাবন)
র. বিসিক রর. বিটাক ররর. বিডিবিএল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪০. বঙ্গবন্ধু কত সালে শ্রম, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? (জ্ঞান)
ক ১৯৪৭  ১৯৫৭ গ ১৯৬৭ ঘ ১৯৭২
৪১. বঙ্গবন্ধু কোথায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠার বিল উপস্থাপন করেন? (জ্ঞান)
ক জাতিসংঘে খ জাতীয় সংসদে
 গণপরিষদে ঘ সার্কে
৪২. কে সর্বপ্রথম ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন প্রতিষ্ঠার বিল উপস্থাপন করেন? (জ্ঞান)
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ জিয়াউর রহমান
গ ইয়াহিয়া ঘ এরশাদ
৪৩. ১৯৫৭ সালের কত তারিখে পূর্ব পাকিস্তানে ক্ষুদ্র ও কুটির শিল্পপ্রতিষ্ঠার বিল পাস হয়? (জ্ঞান)
 ৩০ মে খ ৩০ জুন গ ৩০ আগস্ট ঘ ৩১ ডিসেম্বর
৪৪. ক্ষুদ্র ও কুটির শিল্প তৎকালীন পূর্ব পাকিস্তানে কী নামে পরিচিত ছিল? (জ্ঞান)
ক পইসিক  ইপসিক গ বিসিক ঘ সিবিক
৪৫. ইপসিক-এর বর্তমান নাম কী? (জ্ঞান)
ক বিপসিক  বিসিক গ বিডিবিএল ঘ আইসিবি
৪৬. দেশ স্বাধীন হওয়ার পর ক্ষুদ্র ও কুটির শিল্প কী নাম ধারণ করে? (জ্ঞান)
ক ইপসিক খ সিসিক  বিসিক ঘ সিবিক
৪৭. কত সালে বিসিক-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়? (জ্ঞান)
ক ২০০০ খ ২০০৮ গ ২০১০  ২০১২
৪৮. বিসিক কোন মন্ত্রণালয়ের অধীন? (জ্ঞান)
ক বাণিজ্য মন্ত্রণালয়  শিল্প মন্ত্রণালয়
গ অর্থ মন্ত্রণালয় ঘ খাদ্য মন্ত্রণালয়
৪৯. ক্ষুদ্র ও কুটির শিল্পের স¤প্রসারণে সরকারি খাতের প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
ক ইপসিক  বিসিক গ বিডিবিএল ঘ বাণিজ্যিক ব্যাংক
৫০. জাতীয় শিল্প খাতের উন্নয়নে বিসিক কী করে? (জ্ঞান)
ক বিনিয়োগ করে  বিনিয়োগে পরামর্শ দান
গ ক্ষুদ্র ও কুটির শিল্পপ্রতিষ্ঠা ঘ পরিকল্পনা গ্রহণ
৫১. বিসিকের প্রধান কাজ বলতে কোনটি বোঝায়? (অনুধাবন)
ক ঋণ প্রদান খ আইন প্রণয়ন
 বিনিয়োগে পরামর্শ দান ঘ করনীতি বাস্তবায়ন
৫২. নিচের কোনটি বিসিক প্রদত্ত সহায়তা? (অনুধাবন)
 উদ্যোক্তা চিহ্নিতকরণ খ প্রযুক্তিগত জ্ঞানদান
গ আবিষ্কার ও উদ্ভাবন ঘ শিল্প গবেষণার দিক নির্দেশনা
৫৩. নিচের কোনটি বিসিক প্রদত্ত সহায়তা নয়? (অনুধাবন)
ক প্রকল্প মূল্যায়ন খ অবকাঠামোগত উন্নয়ন
গ কাঁচামাল সরবরাহে সাহায্য  শিল্প গবেষণার দিকনির্দেশনা
৫৪. শিল্প স্থাপনসম্পর্কিত পরামর্শের জন্য উদ্যোক্তাগণকে কোথায় যোগাযোগ করতে হয়? (জ্ঞান)
 বিসিকের সহায়ক কেন্দ্রে খ শিল্প মন্ত্রণালয়ে
গ সমবায় অধিদপ্তরে ঘ বাণিজ্য মন্ত্রণালয়ে
৫৫. ২০১২ সালের এপ্রিল পর্যন্ত সারাদেশে বিসিকের মোট শিল্পনগরী কার্যালয় কয়টি? (জ্ঞান)
ক ৫০ খ ৬০  ৭৪ ঘ ৮৪
৫৬. বিসিকের প্রশিক্ষণ ইনস্টিটিউট কয়টি? (জ্ঞান)
ক ৪৪ খ ৫৪ গ ৬৪  ৭৪
৫৭. বিসিক কয়টি কারখানা স্থাপন করেছে? (জ্ঞান)
ক ১২০২ খ ২০১২  ৪২৭৭ ঘ ৭৭৪২
৫৮. বিসিক এর শিল্প কারখানায় কত লোকের কর্মসংস্থান হয়েছে? (জ্ঞান)
ক ২২ লাখ ৭০ হাজার  ৩৩ লাখ ৮১ হাজার
গ ৭০ লাখ ২২ হাজার ঘ ৮১ লাখ ৩৩ হাজার
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৯. বিসিক প্রদত্ত সহায়তা হলো- (অনুধাবন)
র. প্রকল্প নির্বাচন রর. পণ্য ডিজাইন ররর. প্রকল্প মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৬০. বিসিক-এর গুরুত্বপূর্ণ কাজ হলো- (অনুধাবন)
র. শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ
রর. ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিস্ট্রেশন
ররর. নতুন পণ্য উদ্ভাবন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬১. বিসিকের সহায়তার অন্তর্ভুক্ত হলোÑ (অনুধাবন)
র. কাঁচামাল সরবরাহে সাহায্য
রর. উৎপাদিত দ্রব্যসামগ্রী বিপণনে সহায়তা
ররর. নতুন পণ্য ও প্রক্রিয়া উদ্ভাবন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
মালিহা এমএ পাস করার পর চাকরির পেছনে ছোটাছুটি না করে শিল্প স্থাপনের মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টির সিদ্ধান্ত নেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি খাতের সহায়তাকারী প্রতিষ্ঠান থেকে পাটের বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুতের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় পাটের বিভিন্ন দ্রব্য প্রস্তুতের জন্য একটি পাট শিল্প কারখানা চালু করেন।
৬২. মালিহা কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা গ্রহণ করেছে? (প্রয়োগ)
ক বিডিবিএল খ বাণিজ্যিক ব্যাংক  বিসিক ঘ ইপসিক
৬৩. মালিহাকে সহায়তাকারী প্রতিষ্ঠানের মূল কাজ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক ঋণ দান  বিনিয়োগ পরামর্শ দান
গ প্রশিক্ষণ প্রদান ঘ যন্ত্রপাতি উন্নয়ন
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
আবিদ হোসেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে বাঁশ ও বেতের শিল্প সংক্রান্ত তথ্যসংগ্রহ করলেন। তথ্য বিশ্লেষণের মাধ্যমে তিনি প্রকল্প গ্রহণ করলেন। প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থাটি সরাসরি সহায়তা করতে পারল না।
৬৪. আবিদ হোসেনের ঋণ প্রাপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কীভাবে সহায়তা করবে? (প্রয়োগ)
 সুপারিশ করে খ সরাসরি ঋণ দিয়ে
গ যন্ত্রপাতি সরবরাহ করে ঘ কাঁচামাল সরবরাহ করে
৬৫. আবিদ হোসেনকে সহায়তাকারী সংস্থার কাজ হলো- (উচ্চতর দক্ষতা)
র. তথ্য সরবরাহ করা রর. উদ্যোক্তা চি‎িহ্নত করা
ররর. প্রকল্প নির্বাচন করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৬. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের সংক্ষিপ্ত রূপ কোনটি? (জ্ঞান)
ক বিডিবিএলটি খ বিসিক  বিডিবিএল ঘ বিডিএসএল
৬৭. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কী ধরনের ব্যাংক? (জ্ঞান)
ক কেন্দ্রীয় ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক
গ শিল্প ব্যাংক ঘ বিশেষায়িত ব্যাংক
৬৮. বাংলাদেশ শিল্পব্যাংক এবং বাংলাদেশ শিল্পঋণ সংস্থা একত্রিত হয়ে গঠিত হয় কোনটি? (জ্ঞান)
ক বিটাক  বিডিবিএল গ বিসিক ঘ ইউসিবিএল
৬৯. বিডিএল কখন থেকে নতুন করে কার্যক্রম শুরু করে? (জ্ঞান)
 ৩ জানুয়ারি ২০১০ সাল খ ৩ জানুয়ারি ২০১১ সাল
গ ৩ জুলাই ২০১২ সাল ঘ ৩ জানুয়ারি ২০০৯ সাল
৭০. কোনটি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে? (অনুধাবন)
ক বেসিস  বিডিবিএল গ বিটাক ঘ ইপসিক
৭১. বিসিকের প্রশিক্ষণ ইনস্টিটিউট কয়টি? (জ্ঞান)
ক ৪৪ খ ৫৪ গ ৬৪  ৭৪
৭২. নিচের কোনটি বিডিবিএল ব্যাংকের প্রধান কাজ? (জ্ঞান)
 শিল্প প্রকল্প স্থাপন খ প্রশিক্ষণ গ নিবন্ধন ঘ নিয়ন্ত্রণ
৭৩. চালু শিল্প প্রকল্পগুলোর আধুনিকীকরণ কোনটির প্রধান কাজ? (অনুধাবন)
ক বিটাক খ বিসিক গ ইপসিক  বিডিবিএল
৭৪. যন্ত্রপাতি পরিবর্তনের জন্য শিল্প উদ্যোক্তাদের ঋণদান কোনটির প্রধান কাজ? (অনুধাবন)
 বিডিবিএল খ বিসিক গ ইপসিক ঘ বিটাক
৭৫. যন্ত্রপাতি স¤প্রসারণের জন্য শিল্প উদ্যোক্তাদের ঋণদান কোনটির প্রধান কাজ? (অনুধাবন)
 বিডিবিএল খ বিসিক গ ইপসিক ঘ বিটাক
৭৬. কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা করা কোনটির প্রধান কাজ? (অনুধাবন)
ক বিসিক  বিডিবিএল গ ইপসিক ঘ বিটাক
৭৭. বিডিবিএল-এর সহায়তার ধরন প্রধানত কত প্রকার? (জ্ঞান)
ক ২  ৩ গ ৪ ঘ ৫
৭৮. বাংলাদেশ কোন ধরনের দেশ? (জ্ঞান)
ক দরিদ্র খ উন্নত গ স্বল্প উন্নত  উন্নয়নশীল
৭৯. উন্নয়নশীল দেশসমূহের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটির ভূমিকা অনস্বীকার্য? (অনুধাবন)
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প খ বৃহদায়তন শিল্প
গ মৎস্য শিল্প ঘ পাট শিল্প
৮০. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কোনটির ভ‚মিকা অনস্বীকার্য? (প্রয়োগ)
ক বৃহৎ শিল্পের খ ক্ষুদ্র শিল্পের
 ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঘ কুটির শিল্পের
৮১. নিচের কোন খাতটি শ্রমঘন? (জ্ঞান)
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প খ কৃষিভিত্তিক শিল্প
গ মৎস্য শিল্প ঘ পাট শিল্প
৮২. কোন খাত জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম? (প্রয়োগ)
ক বৃহৎ শিল্প খ ক্ষুদ্র শিল্প  ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ কুটির শিল্প
৮৩. কোনটিকে ঊসঢ়ষড়ুসবহঃ এবহবৎধঃরহম গধপযরহব হিসেবে বিবেচনা করা হয়? (জ্ঞান)
 এসএমইকে খ এমএসইকে গ বিসিককে ঘ ডিসিসিআই
৮৪. বিডিবিএল কার নির্দেশে এসএমই খাতে ঋণের ৪০% ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করে? (জ্ঞান)
ক বিসিকের খ শিল্প মন্ত্রণালয়ের
 বাংলাদেশ ব্যাংকের ঘ সোনালী ব্যাংকের
৮৫. বিডিবিএল কার নির্দেশ অনুযায়ী ঋণ বিতরণ করে? (অনুধাবন)
ক শিল্প ব্যাংক খ শিল্প ঋণ সংঘ
 বাংলাদেশ ব্যাংক ঘ কৃষি ব্যাংক
৮৬. বিডিবিএল শাখাগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এসএমই খাতে অন্যূন কত ভাগ ঋণ বিতরণ করে? (জ্ঞান)
ক ৩০%  ৪০% গ ৫০% ঘ ৬০%
৮৭. খলিল সাহেব বিডিবিএল-এর শাখা ব্যবস্থাপক। তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করবেন কত ভাগ? (প্রয়োগ)
ক অন্যূন ৩০%  অন্যূন ৪০% গ অন্যূন ৪৫% ঘ অন্যূন ৬০%
৮৮. বিডিবিএল কত ভাগ ঋণ মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করে? (অনুধাবন)
ক ৩০% খ ৪০% গ ৫০%  ৬০%
৮৯. কোন ব্যাংক উৎপাদনমুখী ও কৃষিভিত্তিক সেবা খাতে ঋণ বিতরণে সচেষ্ট থাকে? (জ্ঞান)
ক বাংলাদেশ ব্যাংককে খ ঢাকা ব্যাংককে
 বিডিবিএলকে ঘ কৃষি ব্যাংককে
৯০. নারী উদ্যোক্তা হিসেবে গণ্য হতে হলে কত ভাগ শেয়ারের মালিক হতে হবে? (জ্ঞান)
ক ৪১%  ৫১% গ ৬১% ঘ ৭১%
৯১. আমাদের দেশে প্রায় কত ভাগ নারী? (জ্ঞান)
ক ২০ খ ৪৫  ৫০ ঘ ৫৫
৯২. বিডিবিএল ঋণ প্রদানের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দিয়ে থাকে? (জ্ঞান)
ক উদ্যোক্তাদের  মহিলা উদ্যোক্তাদের
গ যুবকদের ঘ চাকরিজীবীদের
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৩. বিডিবিএল গঠনে একত্রিত করা হয়েছে- (অনুধাবন)
র. বাংলাদেশ শিল্প ব্যাংক রর. বেসিক ব্যাংক
ররর. বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৪. বিডিবিএল কর্তৃক সরবরাহকৃত সহায়তা হলোÑ (অনুধাবন)
র. বাণিজ্যিক ব্যাংকিং
রর. আর্থিক সহায়তা
ররর. কারিগরি সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৯৫. দ্রুত শিল্পায়নের লক্ষ্যে বিডিবিএল যেসব কার্যক্রম পরিচালনা করে- (অনুধাবন)
র. নতুন শিল্প প্রকল্প স্থাপন
রর. চালু শিল্প প্রকল্প আধুনিকীকরণ
ররর. যন্ত্রপাতি পরিবর্তন ও স¤প্রসারণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৯৬. বিডিবিএল-এর প্রধান কাজ হলোÑ (অনুধাবন)
র. যন্ত্রপাতি পরিবর্তনের জন্য ঋণদান
রর. যন্ত্রপাতি স¤প্রসারণের জন্য ঋণদান
ররর. কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৭. ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সম্ভব- (অনুধাবন)
র. কর্মসংস্থান সৃষ্টি রর. বেকারত্ব লাঘব
ররর. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৯৮. সরকার ও কেন্দ্রীয় ব্যাংক উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অগ্রাধিকার দিচ্ছে- (অনুধাবন)
র. শিল্প খাতকে রর. সেবা খাতকে
ররর. ব্যবসায় খাতকে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৯. আমাদের দেশে বিভিন্ন স্থানে বিডিবিএল-এর শাখা আছে। এসব শাখাসমূহকে ঋণ বিতরণে সচেষ্ট থাকতে হয়- (প্রয়োগ)
র. ব্যবসায়ে রর. উৎপাদনমুখী শিল্পে
ররর. কৃষিভিত্তিক সেবা খাতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১০০. কোনো নারী শিল্পোদ্যোক্তা হিসেবে গণ্য হবেন যদি তিনি- (অনুধাবন)
র. ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হন
রর. অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ের পরিচালক হন
ররর. শেয়ারহোল্ডারগণের মধ্যে অন্যূন ৫১%-এর মালিক হন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১০১. অর্থনীতির মূলস্রোতে নারীদের অংশগ্রহণ একান্তভাবেই অপরিহার্য কারণ- (উচ্চতর দক্ষতা)
র. জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই নারী
রর. অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য
ররর. নারী কর্তব্য পালনে খুবই সচেতন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০২. বিডিবিএল গঠনে একত্রিত করা হয়েছে- (অনুধাবন)
র. বাংলাদেশ শিল্প ব্যাংক
রর. বেসিক ব্যাংক
ররর. বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৩. নারী সমাজের রয়েছেÑ (অনুধাবন)
র. নিষ্ঠা ও আগ্রহ
রর. উদ্ভাবনী শক্তি
ররর. শ্রম ও নিপুণতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ শিল্পব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণসংস্থা একত্রিত হয়ে ৩ জানুয়ারি ২০১০ সাল হতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নামে নতুন করে কার্যক্রম শুরু করে। বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা ছাড়াও বিডিবিএল সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগারি সহায়তা প্রদান করে থাকে।
১০৪. উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? (প্রয়োগ)
ক শিল্প ব্যাংক খ স্বায়ত্তশাসিত ব্যাংক
 বাণিজ্যিক ব্যাংক ঘ বিশেষায়িত ব্যাংক
১০৫. বাণিজ্যিক কার্যক্রম ছাড়াও ব্যাংকটি সরকারি ও বেসরকারি শিল্পে সহায়তা প্রদান করে- (উচ্চতর দক্ষতা)
র. আর্থিক কার্যে
রর. কারিগরি কার্যে
ররর. ঝুঁকি স্থানান্তর কার্যে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও:
জাহানারা একজন শেয়ার ব্যবসায়ী। তিনি কবিতা হাউজের ৫১% শেয়ার ক্রয় করলেন। কবিতা হাউজকে সফলতার শীর্ষে পৌঁছনোর জন্য তিনি ঋণ সহায়তা গ্রহণ করলেন।
১০৬. জাহানারা কবিতা হাউজের শেয়ার ক্রয় করায় কী হিসেবে বিবেচিত হবেন? (প্রয়োগ)
 নারী উদ্যোক্তা খ ব্যবস্থাপক
গ মূল উদ্যোক্তা ঘ পরিচালক
১০৭. জাহানারাকে সহজ শর্তে অধিকতর প্রাতিষ্ঠানিক ঋণ প্রদান করবে কোন সংস্থা? (উচ্চতর দক্ষতা)
ক বিসিক  বিডিবিএল
গ বাণিজ্যিক ব্যাংক ঘ মাইডাস
বাণিজ্যিক ব্যাংক
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৮. রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ মোট কয়টি ব্যাংক শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সেবা প্রদান করে আসছে? (জ্ঞান)
ক ৪  ৫ গ ৬ ঘ ৭
১০৯. বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক কোনটি? (জ্ঞান)
ক রূপালী ব্যাংক খ এবি ব্যাংক
 সোনালী ব্যাংক ঘ বাংলাদেশ ব্যাংক
১১০. ব্যবসায়ের ধরন অনুযায়ী এসএমই খাতে সর্বনিম্ন ঋণসীমা কত? (জ্ঞান)
ক ১০ হাজার টাকা  ৫০ হাজার টাকা
গ ১ লক্ষ টাকা ঘ ৫ লক্ষ টাকা
১১১. ব্যবসায়ের ধরন অনুযায়ী সর্বনিম্ন সীমা কত? (জ্ঞান)
ক ৪০ বছর খ ৪৫ বছর  ৫০ বছর ঘ ৬০ বছর
১১২. পলাশ সাহা ব্যবসায় প্রকল্পের জন্য সোনালী ব্যাংকের নিকট ঋণ সহায়তা চাইলেন। তিনি সর্বনিম্ন কত টাকা ঋণ পাবেন? (প্রয়োগ)
ক ২০ হাজার টাকা খ ৪০ হাজার টাকা
 ৫০ হাজার টাকা ঘ ৬০ হাজার টাকা
১১৩. ব্যবসায়ের ধরন অনুযায়ী এসএমই খাতে সর্বোচ্চ ঋণসীমা কত? (জ্ঞান)
ক ৫ কোটি  ১০ কোটি টাকা গ ১৫ কোটি ঘ ২০ কোটি টাকা
১১৪. ব্যবসায় বা প্রকল্পের ধরন অনুযায়ী সোনালী ব্যাংকের ঋণ প্রদান সর্বোচ্চ ঋণসীমা কত? (জ্ঞান)
ক ১০ লক্ষ  ১০ কোটি গ ২০ কোটি ঘ ৩০ কোটি
১১৫. ঋণের মেয়াদ কীসের ওপর নির্ভর করে নির্ধারিত হয়? (প্রয়োগ)
ক ধরন  প্রকল্প গ ঝুঁকি ঘ মুনাফা
১১৬. চলতি মূলধনের ক্ষেত্রে ঋণের মেয়াদ কত বছর হয়ে থাকে? (জ্ঞান)
ক ৬ মাস  ১ বছর গ ১.৫ বছর ঘ ২ বছর
১১৭. মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদ কত বছর হয়? (জ্ঞান)
ক ২-৩ খ ২-৭  ৩Ñ৭ ঘ ৫-৭
১১৮. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাকে ঋণপ্রাপ্তির যোগ্যতা স্বরূপ ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে? (জ্ঞান)
ক ১  ২ গ ৩ ঘ ৪
১১৯. সোনালী ব্যাংক লিমিটেড ব্যবসায়িক ও শিল্প ঋণ প্রদান করে। ঋণ প্রাপ্তির জন্য ব্যবসায়িক কত বছরের অভিজ্ঞতা লাগে? (প্রয়োগ)
ক ১  ২ গ ৩ ঘ ৪
১২০. ঋণ পেতে হলে উদ্যোক্তাকে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হতে হবে। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে উদ্যোক্তার বয়স কত হতে হবে? (প্রয়োগ)
ক ১৫-২০ বছর খ ২০-৪০ বছর
 ১৮-৬০ বছর ঘ ৩০-৬০ বছর
১২১. বাণিজ্যিক ব্যাংক ঋণ দানের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেয়? (জ্ঞান)
ক বেকার যুবক খ সফল ব্যবসায়ী
 মহিলা উদ্যোক্তা ঘ প্রতিবন্ধী উদ্যোক্তা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২২. রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলোÑ (অনুধাবন)
র. জনতা ব্যাংক রর. সোনালী ব্যাংক
ররর. সিটি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৩. বাণিজ্যিক ব্যাংকের সহায়তা কর্মসূচির লক্ষ্য হলোÑ (উচ্চতর দক্ষতা)
র. ক্ষুদ্র শিল্পের প্রসার রর. মাঝারি শিল্পের প্রসার
ররর. অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৪. সোনালী ব্যাংক লিমিটেড সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে এসএমই খাতের উন্নয়নে বিভিন্ন সেবা প্রদান করছে- (অনুধাবন)
র. একমালিকানা কারবারী প্রতিষ্ঠানকে
রর. অংশীদারি কারবারী প্রতিষ্ঠানকে
ররর. প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৫. ঋণের মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্যÑ (অনুধাবন)
র. চলতি মূলধনের ক্ষেত্রে ১ বছর
রর. মেয়াদি ঋণের ক্ষেত্রে ৩-৭ বছর
ররর. বন্ধকি ঋণের ক্ষেত্রে যে কোনো মেয়াদ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৬. বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রাপ্তির যোগ্যতা হলোÑ (অনুধাবন)
র. উদ্যোক্তার ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা
রর. ১৮ থেকে ৬০ বছর বয়স
ররর. দেউলিয়া নয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৭. ঋণের জন্য আবেদন করার অযোগ্য হলেনÑ (অনুধাবন)
র. ঋণখেলাপি
রর. দেউলিয়া
ররর. উন্মাদ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৮. উদ্যোক্তাকে ঋণ পেতে (অনুধাবন)
র. সুস্থ হতে হবে রর. শিক্ষিত হতে হবে
ররর. দেউলিয়া হতে হবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও :
আবিদ দেড় বছর ধরে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করছেন। দোকানের বিক্রয় পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ায় তিনি দোকান স¤প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই তিনি প্রয়োজনীয় ঋণপ্রাপ্তির প্রত্যাশায় জনতা ব্যাংকে আবেদন করলেন। কিন্তু জনতা ব্যাংক তার ঋণ আবেদনটি প্রত্যাখ্যান করলেন।
১২৯. ঋণপ্রাপ্তির জন্য আবিদের কত বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে? (প্রয়োগ)
ক এক বছর  দুই বছর গ তিন বছর ঘ পাঁচ বছর
১৩০. আবিদ ঋণপ্রাপ্তির ক্ষেত্রে অযোগ্য হবেন যদি তিনি- (উচ্চতর দক্ষতা)
র. বাংলাদেশের নাগরিক না হন
রর. ঋণখেলাপি বা দেউলিয়া হন
ররর. ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন না হোন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বেসিক ব্যাংক লিমিটেড
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩১. বেসিক ব্যাংকের পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
 বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ব্যাংক লি.
খ বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কটেজ ব্যাংক লি.
গ বাংলাদেশ স্মল ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লি.
ঘ বাংলাদেশ সোস্যাল ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লি.
১৩২. বেসিক ব্যাংক বাংলাদেশে প্রচলিত কত সালের কোম্পানি আইনের অধীনে কার্যক্রম শুরু করে? (জ্ঞান)
 ১৯১৩ খ ১৯৩২ গ ১৯৪৭ ঘ ১৯৮৪
১৩৩. বেসিক ব্যাংক কত সালে নিবন্ধিত হয়? (জ্ঞান)
ক ১৯৮৪  ১৯৮৮
গ ১৯৯২ ঘ ১৯৯৮
১৩৪. বেসিক ব্যাংক কত সালে ব্যাংকিং কার্যক্রম শুরু করে? (জ্ঞান)
ক ১৯৮৮  ১৯৮৯ গ ১৯৯০ ঘ ১৯৯১
১৩৫. বেসিক ব্যাংক বর্তমানে কত সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে? (জ্ঞান)
ক ১৯৮৮ খ ১৯৮৯  ১৯৯১ ঘ ১৯৯২
১৩৬. বেসিক ব্যাংকের জন্য কোন আইন অনুসরণ করা আবশ্যক? (অনুধাবন)
ক কোম্পানি আইন-১৯৯৪  ব্যাংকিং কোম্পানি আইন-১৯৯১
গ ব্যাংকিং আইন-১৯১৩ ঘ বিমা আইন-১৯৯৪
১৩৭. কোন শিল্পের অর্থায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বেসিক ব্যাংক প্রতিষ্ঠা হয়? (অনুধাবন)
ক কুটির শিল্পের  ক্ষুদ্র শিল্পের গ মাঝারি শিল্পের ঘ বৃহৎ শিল্পের
১৩৮. বেসিক ব্যাংক কেন প্রতিষ্ঠিত হয়েছিল? (অনুধাবন)
 ক্ষুদ্র শিল্পের অর্থায়নে খ মাঝারি শিল্পের অর্থায়নে
গ বৃহদায়তন মূলধন যোগাতে ঘ ঋণ নিয়ন্ত্রণ করতে
১৩৯. বেসিক ব্যাংক তার মোট ঋণযোগ্য তহবিলের কত ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করতে প্রতিশ্রæতিবদ্ধ? (জ্ঞান)
ক ২০ খ ৪০  ৫০ ঘ ৬০
১৪০. ইকবাল সাহেব বেসিক ব্যাংকের কাওরানবাজার শাখার ব্যবস্থাপক। তিনি ঋণযোগ্য তহবিলের কত ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করবেন? (প্রয়োগ)
ক ৪০  ৫০ গ ৬০ ঘ ৭০
১৪১. বেসিক ব্যাংকের ২০০৫ সালে ঋণ প্রদানের পরিমাণ কত? (জ্ঞান)
 ৯৯৮.৭৫ কোটি খ ১২২৪.৩৫ কোটি
গ ১৩৯০.১৪ কোটি ঘ ১৭২২.৬৪ কোটি
১৪২. ২০০৬ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? (জ্ঞান)
ক ৯৯৮.৭৫ কোটি  ১২২৪.৩৫ কোটি
গ ১৩৯০.১৪ কোটি ঘ ১৭২২.৬৪ কোটি টাকা
১৪৩. ২০০৭ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? (জ্ঞান)
ক ৯৯৮.৭৫ কোটি খ ১২২৪.৩৫ কোটি
 ১৩৯০.১৪ কোটি ঘ ১৭২২.৬৪ কোটি
১৪৪. ২০০৮ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? (জ্ঞান)
ক ৯৯৮.৭৫ কোটি খ ১২২৪.৩৫ কোটি
গ ১৩৯০.১৪ কোটি  ১৭২২.৬৪ কোটি টাকা
১৪৫. ২০০৯ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? (জ্ঞান)
ক ১৭২২.৬৪ কোটি  ১৭৮২.৫৪ কোটি
গ ২৭৭৭.৭৯ কোটি ঘ ৩৩৩২.৩১ কোটি টাকা
১৪৬. ২০১০ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? (জ্ঞান)
ক ১৭২২.৬৪ কোটি খ ১৭৮২.৫৪ কোটি
 ২৭৭৭.৭৯ কোটি ঘ ৩৩৩২.৩১ কোটি টাকা
১৪৭. ২০১১ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? (জ্ঞান)
ক ১৭২২.৬৪ কোটি খ ১৭৮২.৫৪ কোটি টাকা
গ ২৭৭৭.৭৯ কোটি  ৩৩৩২.৩১ কোটি টাকা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৮. বেসিক ব্যাংকের পরিচালিত ব্যাংকিং কার্যক্রম হলোÑ (অনুধাবন)
র. উন্নয়ন ব্যাংকিং
রর. ব্যাণিজ্যিক ব্যাংকিং
ররর. কেন্দ্রীয় ব্যাংকিং
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৯. বেসিক ব্যাংক অর্থায়ন করছেÑ (অনুধাবন)
র. ক্ষুদ্র শিল্পে
রর. মাঝারি শিল্পে
ররর. বৃহদায়তন শিল্পে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫০. বেসিক ব্যাংক প্রদত্ত ঋণের খাত হলোÑ (অনুধাবন)
র. ওষুধ শিল্প
রর. পোশাক শিল্প
ররর. পোলট্রি শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৫১. বেসিক ব্যাংকের বিনিয়োগ ক্ষেত্রগুলো হলোÑ (অনুধাবন)
র. পোশাক ও পোলট্রি শিল্প
রর. রাসায়নিক ও ওষুধ শিল্প
ররর. চামড়া ও পাট শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫২. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র প্রকল্পের মূল লক্ষ্য কোনটি? (অনুধাবন)
ক ঋণ প্রদান  শিল্প উৎপাদনশীলতা বৃদ্ধি
গ কর্মসংস্থান সৃষ্টি ঘ কৃষিজ উন্নয়ন
১৫৩. “কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ” কোনটির প্রদত্ত সহায়তা? (জ্ঞান)
ক বেসিস খ বেসিক  বিটাক ঘ ইপসিক
১৫৪. বিটাকের আঞ্চলিক কেন্দ্র অবস্থিত নিচের কোনটিতে? (অনুধাবন)
 চাঁদপুর খ বরিশাল গ যশোর ঘ ময়মনসিংহ
১৫৫. কোথায় বিটাকের আঞ্চলিক কেন্দ্র নেই? (অনুধাবন)
 নারায়ণগঞ্জ খ চট্টগ্রাম গ চাঁদপুর ঘ খুলনা
১৫৬. বিটাকের আরেকটি আঞ্চলিক কেন্দ্রের জন্য কোথায় প্রকল্পের কাজ চলছে? (জ্ঞান)
ক রাজশাহী খ দিনাজপুর গ যশোর  বগুড়া
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৭. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য সংস্থা এর লক্ষ্য হলো- (অনুধাবন)
র. দেশে শিল্পায়ন
রর. অর্থনৈতিক পরিবর্তন
ররর. উৎপাদনশীলতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৮. বিটাকের সহায়তাগুলো হলোÑ (অনুধাবন)
র. কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ
রর. নতুন ডিজাইন ও যন্ত্রপাতির সাথে পরিচিত করানো
ররর. বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনে উদ্ভূত সমস্যা সমাধানে উপদেশ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৫৯. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র প্রদান করে (অনুধাবন)
র. কারিগরি জ্ঞান রর. প্রযুক্তিগত জ্ঞান
ররর. ভৌগোলিক জ্ঞান
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬০. বিটাক-এর উদ্দেশ্য হলোÑ (অনুধাবন)
র. কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান
রর. নতুন যন্ত্রপাতি ও ডিজাইনের সাথে পরিচিত করানো
ররর. যন্ত্রপাতি স্থাপনে উদ্ভূত সমস্যা ও সমাধান প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৬১. বিটাক কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান দান করে- (অনুধাবন)
র. বিভিন্ন প্রকাশনার মাধ্যমে
রর. সেমিনার ও দলগত আলোচনার মাধ্যমে
ররর. প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৬২. বিটাক আধুনিক কারিগরি জ্ঞান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করেÑ (অনুধাবন)
র. সেমিনার
রর. চলচ্চিত্র প্রদর্শনী
ররর. দলগত আলোচনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৩. জাতীয় শিল্পোন্নয়নে কী অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠিত হয়? (অনুধাবন)
 স্বয়ংসম্পূর্ণতা খ বিজয় গ গৌরব ঘ দক্ষতা
১৬৪. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল কোনটি? (অনুধাবন)
ক মুনাফা অর্জন  শিল্পোন্নয়নের স্বয়ংসম্পূর্ণতা
গ আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি ঘ বাণিজ্যিক লাভজনকতা যাচাই
১৬৫. শিল্প ও প্রযুক্তিবিষয়ক সমস্যাবলির ওপর গবেষণা করা নিচের কোনটির অন্যতম উদ্দেশ্য? (প্রয়োগ)
ক বিসিক খ বেসিস
গ বেসিক
 বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
১৬৬. একজন উদ্যোক্তা কোন পরিষদের আবিষ্কৃত পণ্য বা প্রযুক্তি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করে উৎপাদনে অবদান রাখতে পারে? (অনুধাবন)
ক ইওঞঅঈ খ ইঅঝওঈ  ইঈঝওজ ঘ উঈঈও
১৬৭. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কোন ধরনের প্রতিষ্ঠান? (প্রয়োগ)
 সরকারি খ বেসরকারি গ আধা সরকারি ঘ স্বায়ত্তশাসিত
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৮. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উদ্দেশ্য হলোÑ (অনুধাবন)
র. গবেষণা করা
রর. গবেষণায় উৎসাহিত করা
ররর. মুনাফা অর্জন করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৯. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গবেষণার বিষয়বস্তু হলোÑ (অনুধাবন)
র. শিল্প বিষয়ক সমস্যা
রর. প্রযুক্তি বিষয়ক সমস্যা
ররর. বাণিজ্য বিষয়ক সমস্যা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭০ ও ১৭১ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মকসুদ পাটের জিনতত্ত¡ আবিষ্কারের জন্য গবেষণা করতে সচেষ্ট হলেন। এক্ষেত্রে একটি সরকারি সাহায্যকারী প্রতিষ্ঠান তাকে সহায়তা প্রদান করলো। প্রতিষ্ঠানটি জনাব মকসুদের আবিষ্কারকে কাজে লাগানোর প্রতিশ্রæতি প্রদান করল।
১৭০. জনাব মকসুদকে সহায়তাকারী প্রতিষ্ঠানের নাম কী? (প্রয়োগ)
ক বিসিক খ বিডিবিএল
 বিসিএসআইআর ঘ বিটাক
১৭১. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ জনাব মকসুদের আবিষ্কারকে কীভাবে কাজে লাগাবে? (উচ্চতর দক্ষতা)
ক সামাজিকভাবে  বাণিজ্যিকভাবে
গ মানবিকভাবে ঘ অর্থনৈতিকভাবে
যুব উন্নয়ন অধিদপ্তর
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭২. যুব অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? (জ্ঞান)
 যুব ও ক্রীড়া খ বাণিজ্য
গ শিল্প ঘ মহিলা ও শিশুবিষয়ক
১৭৩. রাবেয়া একজন যুব মহিলা। যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে কাজ করে কোন সংস্থা? (প্রয়োগ)
ক বাংলাদেশ ব্যাংক খ বিটাক
 যুব উন্নয়ন অধিদপ্তর ঘ শিক্ষা মন্ত্রণালয়
১৭৪. যুব উন্নয়ন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? (জ্ঞান)
ক যুব মন্ত্রণালয়  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
গ ক্রীড়া মন্ত্রণালয় ঘ অর্থ মন্ত্রণালয়
১৭৫. কোন অধিদপ্তর যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নানা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে? (অনুধাবন)
ক সংস্থাপন মন্ত্রণালয় খ ক্রীড়া মন্ত্রণালয়
 যুব অধিদপ্তর ঘ ক্ষুদ্র ও কুটির শিল্পসংস্থা
১৭৬. যুব উন্নয়ন অধিদপ্তর তার বিভিন্ন অঞ্চলে অবস্থিত কেন্দ্রের মাধ্যমে কাদের প্রশিক্ষণ প্রদান করে? (অনুধাবন)
 যুবক ও যুব মহিলাদের খ মহিলাদের
গ অশিক্ষিত বেকারদের ঘ বৃদ্ধদের
১৭৭. যুব উন্নয়ন অধিদপ্তর মূলত কোন সহায়তাটি করে? (অনুধাবন)
ক ঋণদান  প্রশিক্ষণ
গ পরামর্শ ঘ কাঁচামাল প্রদান
১৭৮. প্রশিক্ষণের পর উদ্যোক্তাদের স্বল্পসুদে পুঁজি সরবরাহ করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান)
 যুব অধিদপ্তর খ মহিলা অধিদপ্তর
গ বিসিক ঘ বিডিবিএল
১৭৯. প্রশিক্ষণের সাথে যুব উন্নয়ন কাদের প্রারম্ভিক পুঁজির ব্যবস্থা করে থাকে (অনুধাবন)
ক ব্যবসায়ীদের খ বেকার যুবকদের
 সম্ভাব্য উদ্যোক্তাদের ঘ প্রশিক্ষকদের
১৮০. যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের কিসের বিনিময়ে প্রারম্ভিক পুঁজি সরবরাহ করে? (অনুধাবন)
ক জামানতের  স্বল্প সুদের গ বন্ধকির ঘ জমি বিক্রির
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮১. যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ প্রদান করেÑ (অনুধাবন)
র. শিক্ষিত যুবকদের
রর. স্বল্প শিক্ষিত যুবকদের
ররর. শিল্পপতিদের
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮২. যুব অধিদপ্তর যুবকদের প্রশিক্ষণ দিয়ে থাকে- (অনুধাবন)
র. ক্ষুদ্র ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে
রর. অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে
ররর. সেলাই ও এমব্রয়ডারির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৩ ও ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও:
সোহেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা থেকে মৎস্য চাষের প্রশিক্ষণ নিয়ে আদর্শ মৎস্য খামার স্থাপন করলেন। প্রতিষ্ঠানটি তাকে প্রাথমিক মূলধনও সরবরাহ করলো।
১৮৩. সোহেলকে সহায়তাকারী সংস্থার নাম কী? (প্রয়োগ)
ক শিল্প ব্যাংক খ গ্রামীণ ব্যাংক
 যুব উন্নয়ন অধিদপ্তর ঘ মহিলা অধিদপ্তর
১৮৪. সোহেলের গৃহীত প্রাথমিক মূলধনের সুদের হার কেমন হবে? (উচ্চতর দক্ষতা)
 স্বল্প খ বেশি গ মাঝামাঝি ঘ চড়া
মহিলা অধিদপ্তর
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৫. মহিলা অধিদপ্তর কোন অঞ্চলের নারীদের নিয়ে কাজ করে? (জ্ঞান)
ক শহরের খ গ্রামের
 শহর ও গ্রামের ঘ সিটি অঞ্চলের
১৮৬. মহিলা অধিদপ্তর কোন ধরনের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে? (জ্ঞান)
ক যুবক উদ্যোক্তা খ ক্ষুদ্র উদ্যোক্তা
 নারী উদ্যোক্তা ঘ শিল্প উদ্যোক্তা
১৮৭. নিচের কোনটি সরকারি সহায়তা? (প্রয়োগ)
 মহিলা অধিদপ্তর খ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ
গ ব্র্যাক ঘ প্রশিকা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৮. মহিলা অধিদপ্তর কর্তৃক মহিলাদের প্রশিক্ষণের মধ্যে রয়েছে- (অনুধাবন)
র. হাঁস-মুরগি ও গবাদি পশুপালন
রর. হস্ত ও বুনন শিল্প
ররর. বাটিক ও সেলাইয়ের কাজ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৮৯. মহিলা অধিদপ্তরের লক্ষ্য হলো- (অনুধাবন)
র. মহিলাদের সৃজনশীলতা বিকাশ
রর. আত্মকর্মসংস্থান
ররর. মহিলাদের ক্ষমতায়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও :
দেশের যুব সমাজের উন্নয়নের পাশাপাশি নারীদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম ও শহরের মহিলাদের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে তাদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে মহিলা অধিদপ্তর নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। মহিলা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণের মধ্যে রয়েছে হাঁস-মুরগি ও গবাদি পশু পালন, হস্তশিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, সেলাই ইত্যাদি।
১৯০. মহিলাদের সৃজনশীলতা, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে কোন অধিদপ্তর কাজ করছে? (প্রয়োগ)
ক সংস্থাপন মন্ত্রণালয়  মহিলা অধিদপ্তর
গ যোগাযোগ মন্ত্রণালয় ঘ যুব উন্নয়ন অধিদপ্তর
১৯১. উদ্দীপকের কার্যক্রমের উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
র. নারীর সৃজনশীলতা বিকাশ
রর. আত্মকর্মসংস্থান সৃষ্টি
ররর. নারীর ক্ষমতায়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বেসরকারি সংস্থা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯২. এনজিও দ্বারা নিচের কোনটি বোঝায়? (জ্ঞান)
ক সরকারি সংস্থা  বেসরকারি সংস্থা
গ বিদেশি সংস্থা ঘ দেশি সংস্থা
১৯৩. বেসরকারি সংস্থা কোনটির উন্নয়নে কাজ করছে? (জ্ঞান)
 উদ্যোক্তা খ শিল্প গ বাণিজ্য ঘ অবকাঠামো
১৯৪. উদ্যোক্তা উন্নয়নে কারা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে? (জ্ঞান)
ক সরকারি সংস্থা  বেসরকারি সংস্থা
গ বিদেশি সংস্থা ঘ দেশি সংস্থা
১৯৫. কোন সংস্থা মূলত গ্রামীণ বিত্তহীন ও স্বল্পবিত্তদের উদ্যোগী হওয়ার ব্যাপারে সাহায্য করে? (জ্ঞান)
ক সরকারি  বেসরকারি সংস্থা
গ আধা-সরকারি ঘ স্বায়ত্তশাসিত
১৯৬. বাংলাদেশে অসংখ্য এনজিওর মধ্যে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? (অনুধাবন)
ক প্রশিকা খ মাইডাস গ আশা  ব্র্যাক
ব্র্যাক
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৭. কত সালের হিসাব মতে ব্র্যাক দেশের সর্ববৃহৎ এনজিও? (জ্ঞান)
ক ২০০০ খ ২০০৬ গ ২০০৮  ২০১০
১৯৮. শুরুতে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কাজ করে কোনটি? (অনুধাবন)
 ব্র্যাক খ প্রশিকা গ মাইডাস ঘ আশা
১৯৯. বর্তমানে দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়ন লক্ষ্য নিয়ে কাজ করে কোন সংস্থাটি? (অনুধাবন)
ক প্রশিকা  ব্র্যাক গ মাইডাস ঘ আশা
২০০. বর্তমানে ব্র্যাক কতটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে? (জ্ঞান)
ক ৬ খ ৩৬ গ ৪৬  ৬৪
২০১. ব্র্যাকের কার্যক্রম কোন লক্ষ্যে পরিচালিত হচ্ছে? (অনুধাবন)
ক শিল্প প্রতিষ্ঠায়  উদ্যোক্তা উন্নয়নে
গ ত্রাণ বিতরণে ঘ পুনর্বাসনে
২০২. ব্র্যাকের ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রমের মধ্যে কোনটি রয়েছে? (জ্ঞান)
 কাপড় বুনন খ সিল্ক গ জামদানি ঘ নকশিকাঁথা
২০৩. বাংলাদেশে গ্রামীণ বিত্তহীন ও স্বল্পবিত্তদের উদ্যোগী হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভ‚মিকা রাখে কোনটি? (অনুধাবন)
 ব্র্যাক খ গ্রামীণ ব্যাংক গ প্রশিকা ঘ মাইডাস
২০৪. ব্র্যাক কীভাবে গ্রামীণ শিল্পজাত সামগ্রীর মান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি করে? (উচ্চতর দক্ষতা)
 আধুনিক ডিজাইন ও প্রযুক্তির মাধ্যমে
খ ঋণ সহায়তার মাধ্যমে
গ যৌথ মালিকানার মাধ্যমে
ঘ উৎপাদনে বৈচিত্র্য আনয়নের মাধ্যমে
২০৫. আধুনিক ডিজাইন ও প্রযুক্তি এখন সময়ের দাবি। তাই গ্রামীণ শিল্পজাত সামগ্রীর কোনটি করা প্রয়োজন? (প্রয়োগ)
ক উন্নয়ন খ উৎপাদন বৃদ্ধি
 উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি ঘ ক্রেতা আকর্ষণ
২০৬. নকশিকাঁথা উন্নয়নে কাজ করছে কোন সংস্থা? (অনুধাবন)
 ব্র্যাক খ প্রশিকা গ মাইডাস ঘ জাগরণী চক্র
২০৭. ব্র্যাকের নিজস্ব ডেইরি ফার্ম কোনটি? (জ্ঞান)
ক পোলার  আড়ং গ মিল্কভিটা ঘ ঈগল
২০৮. ব্র্যাকের নিজস্ব বিপণি কেন্দ্র কোনটি? (অনুধাবন)
 আড়ং খ রঙ্গ গ রস ঘ স্বপ্ন
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০৯. শুরুতে ব্র্যাকের কার্যক্রম ছিল- (অনুধাবন)
র. ত্রাণ প্রদান রর. পুনর্বাসন ররর. অর্থ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১০. বর্তমানে ব্র্যাকের লক্ষ্য হলোÑ (অনুধাবন)
র. দারিদ্র্য বিমোচন
রর. নারীর ক্ষমতায়ন
ররর. পুঁজি সংগ্রহ করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১১. ব্র্যাক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। বর্তমানে এ সংস্থাটি পরিচালিত হচ্ছে- (প্রয়োগ)
র. দারিদ্র্য বিমোচনে
রর. নারীর ক্ষমতায়নে
ররর. বেকারদের কর্মসংস্থানে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১২. উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করে। এ ধরনের কর্মকাণ্ড হলোÑ (প্রয়োগ)
র. ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রম
রর. সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন
ররর. উৎপাদন কেন্দ্র উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২১৩. ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতার্ভুক্তÑ (অনুধাবন)
র. ভ‚মিহীনদের প্রকল্প প্রণয়ন
রর. প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা
ররর. বিপণনে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২১৪. দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
র. সিল্ক
রর. জামদানি
ররর. নকশিকাঁথা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২১৫. ব্র্যাকের অন্তুর্ভুক্ত প্রতিষ্ঠান (অনুধাবন)
র. ডেইরি ফার্ম
রর. বিপণন কেন্দ্র আড়ং
ররর. রং
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
মাইডাস
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১৬. মাইডাস কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
ক সরকারি  বেসরকারি গ আধা সরকারি ঘ স্বায়ত্তশাসিত
২১৭. ব্যবসায়ের ক্ষেত্রে গবেষণা ও অনুসন্ধান পরিচালনা করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান)
ক আশা খ ব্র্যাক  মাইডাস ঘ সারদা
২১৮. উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক বাড়ানোর লক্ষ্যে নিচের কোন এনজিও কাজ চালিয়ে যাচ্ছে? (অনুধাবন)
ক কোডেক খ গ্রামীণ শক্তি
গ মুসলিম এইড  মাইডাস
২১৯. কোন প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিপণনে সহায়তা করে? (অনুধাবন)
ক প্রশিকা খ আশা  মাইডাস ঘ ব্র্যাক
২২০. মাইডাস কোন ক্ষেত্রে সহায়তা প্রদান করে না? (অনুধাবন)
ক আর্থিক খ কারিগরি
গ ব্যবস্থাপনা  আমাদানি-রপ্তানি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২১. ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাইডাস সহায়তা করে- (অনুধাবন)
র. আর্থিকভাবে
রর. কারিগরি দিক দিয়ে
ররর. ব্যবস্থাপনায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২২. মাইডাসের কার্যক্রমের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
র. ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ সুবিধা প্রদান
রর. ব্যবসায় ক্ষেত্র অনুসন্ধান ও গবেষণা পরিচালনা
ররর. শিল্পের বাজারজাতকরণে সহায়তা প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২৩. মাইডাস সহায়তা প্রদান করেÑ (অনুধাবন)
র. ক্ষুদ্র উদ্যোক্তাদের
রর. মাঝারি উদ্যোক্তাদের
ররর. বৃহদায়তন ব্যবসায়ে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
প্রশিকা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৪. কৃষি শিল্প, তাঁত শিল্প, মৌমাছি পালনসহ নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে কোনটি? (জ্ঞান)
ক সোনালী ব্যাংক  প্রশিকা
গ গ্রামীণ ব্যাংক ঘ মহিলা সংগঠন
২২৫. প্রশিকা উদ্যোক্তাদের কী প্রদান করে? (জ্ঞান)
ক ঋণ খ ধার
 ঋণ ও প্রশিক্ষণ ঘ অর্থ

Leave a Reply