দ্বাদশ অধ্যায়
সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. “বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লি:”-এর প্রতিষ্ঠাতা কে?
জহুরুল ইসলাম খ স্যামসন এইচ চৌধুরী
গ আবুল কালাম আজাদ ঘ লুৎফা সানজিদা
২. উদ্যোগ কী?
কোনো কাজ শুরু করার প্রাথমিক প্রচেষ্টা
খ ব্যবসায় স্থাপনের কার্যক্রম গ্রহণ
গ পণ্য বাজারজাতকরণের কার্যক্রম
ঘ ব্যবসার জন্য অর্থসংস্থান
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সাদমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শিক্ষার হার বাড়ানোর লক্ষ্যে তিনি নিজ গ্রামে একটি বিদ্যালয় স্থাপনে ১০ লক্ষ টাকা ব্যয় করেন। উক্ত বিদ্যালয়ে ৫০ জন শিক্ষক কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়। এতে তার সুনাম বৃদ্ধি হয়।
৩. কোন ধরনের দায়বদ্ধতা থেকে জনাব সাদমান বিদ্যালয় স্থাপন করেন?
সামাজিক খ রাষ্ট্রীয়
গ ব্যক্তিগত ঘ পারিবারিক
৪. দেশকে এগিয়ে নিতে জনাব সাদমানের মতো উদ্যোক্তারা ভ‚মিকা রাখেনÑ
র. কর্মসংস্থান তৈরির মাধ্যমে
রর. জীবনযাত্রার মান উন্নয়নে
ররর. গ্রামীণ অবকাঠামো উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
জহুরুল ইসলাম
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫. জহুরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯২৬ ১৯২৮ গ ১৯৩২ ঘ ১৯৭১
৬. জহুরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক যশোর খ ঢাকা গ ময়মনসিংহ কিশোরগঞ্জ
৭. জহুরুল ইসলামের গ্রামের নাম কী? (জ্ঞান)
ক জগৎপুর খ মিরপুর ভাগলপুর ঘ রামকৃষ্ণপুর
৮. জহুরুল ইসলামের বাবার নাম কী? (জ্ঞান)
আফতাব উদ্দিন খ আফতাব আহমেদ
গ কাশেম ঘ হাশেম
৯. জহুরুল ইসলামের বাবা পেশায় কী ছিলেন? (জ্ঞান)
ক ডাক্তার খ উকিল গ শিক্ষক কন্ট্রাক্টর
১০. জহুরুল ইসলামের মায়ের নাম কী? (জ্ঞান)
ক রোকেয়া খ জেসমিন গ শ্রাবণী রহিমা আক্তার
১১. ভাই-বোনের মধ্যে জহুরুল ইসলামের অবস্থান কত ছিল? (জ্ঞান)
ক প্রথম দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ
১২. জহুরুল ইসলামের চাচার পেশা কী ছিল? (জ্ঞান)
ক কন্ট্রাক্টর খ উকিল ওভারশিয়ার ঘ আমলা
১৩. জহুরুল ইসলাম মেট্রিক পাস করেন কত সালে? (জ্ঞান)
ক ১৯২৫ খ ১৯৪৪ ১৯৪৫ ঘ ১৯৫৮
১৪. জহুরুল ইসলাম কলকাতার কোন হাইস্কুল থেকে মেট্রিক পাস করেন? (জ্ঞান)
ক সেন্ট যোসেফ খ হুগলি
রিপন ঘ পাইলট
১৫. জহুরুল ইসলাম আইএ পরীক্ষায় অংশগ্রহণ করেন কোন কলেজ থেকে? (জ্ঞান)
ক নটর ডেম কলেজ খ এবিসিডি কলেজ
গ পৌর কলেজ হরগঙ্গা কলেজ
১৬. জহুরুল ইসলামের পড়াশোনার সমাপ্তি ঘটে কত সালে? (জ্ঞান)
ক ১৮৪৫ সালে খ ১৯৪৫ সালে
১৯৪৮ সালে ঘ ১৯৬০ সালে
১৭. জহুরুল ইসলাম চাকরিতে যোগ দেন কেন? (অনুধাবন)
আর্থিক অসচ্ছলতার কারণে খ বৈবাহিক কারণে
গ পিতামাতার অনুরোধে ঘ লোভের কারণে
১৮. জহুরুল ইসলাম ১৯৪৮ সালে প্রথম কোন পদে চাকরি নেন? (জ্ঞান)
ওয়ার্ক সরকার খ কর্মী গ পরিচালক ঘ কুলি
১৯. জহুরুল ইসলাম ওয়ার্ক সরকার পদে কত টাকা বেতন পেতেন? (জ্ঞান)
ক ৫০ টাকা ৭৭ টাকা গ ১০০০ টাকা ঘ ১০০০০ টাকা
২০. জহুরুল ইসলাম কত সালে চাকরি ছেড়ে দেন? (জ্ঞান)
ক ১৯৫০ সালে ১৯৫১ সালে
গ ১৯৫২ সালে ঘ ১৯৫৩ সালে
২১. জহুরুল ইসলাম চাকরি ছেড়ে দেন কেন? (অনুধাবন)
ক বিদেশ গমনের জন্য খ পারিবারিক সিদ্ধান্তের জন্য
কণ্ট্রাক্টরি ব্যবসায় করতে ঘ ওকালতি করার জন্য
২২. বাংলাদেশে প্রথম রিয়েল স্টেট ব্যবসায়ের প্রতিষ্ঠাতা কে? [স. বো. ’১৫]
জহুরুল ইসলাম খ স্যামসন এইচ চৌধুরী
গ জনাব জুবের আলী ঘ বগুড়ার নায়েব আলী
২৩. জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত প্রথম ব্যবসায়ের নাম কী? (জ্ঞান)
ক বেঙ্গল ফার্ম লি. বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লি.
গ বেঙ্গল সুগার ঘ আফতাব অটোস
২৪. কত টাকা পুঁজি নিয়ে জহুরুল ইসলাম বেঙ্গল ডেভেলপমেন্ট গড়ে তোলেন? (জ্ঞান)
৩-৪ হাজার খ ৩-৫ হাজার গ ৪-৫ হাজার ঘ ৫-৬ হাজার
২৫. ঠিকাদারি জীবনের শুরুতে জহুরুল ইসলামের প্রথম সম্পাদিত কাজ কোনটি? (জ্ঞান)
ক কিশোরগঞ্জ ভ‚মি অফিস খ বোর্ড অফিস
গ জেলখানা কিশোরগঞ্জ পোস্ট অফিস
২৬. “ঢাকার আশপাশে বসতি বাড়বে”-এটি জহুরুল ইসলাম কীভাবে বুঝেছিলেন? (প্রয়োগ)
ক দক্ষতা দিয়ে দূরদর্শিতা দিয়ে
গ লোকমুখে শুনে ঘ জরিপ করে
২৭. জহুরুল ইসলাম ঢাকার আশপাশে জমি ক্রয় করেছিলেন কেন? (অনুধাবন)
ক কারখানা স্থাপনের জন্য জমির চাহিদা বাড়বে বলে
গ নিজের বাসস্থান নির্মাণের জন্য ঘ হাসপাতাল নির্মাণের জন্য
২৮. জহুরুল ইসলাম টিম্বার কারখানা কোথায় স্থাপন করেন? (জ্ঞান)
ক ঢাকায় খ গাজীপুরে গ সাভারে চট্টগ্রামে
২৯. জহুরুল ইসলাম ঢাকার জিঞ্জিরায় কী স্থাপন করেন? (জ্ঞান)
ক টিম্বার কারখানা গøাস কারখানা
গ রিরোলিং ঘ হাউজিং ব্যবসায়
৩০. জহুরুল ইসলাম প্রতিষ্ঠিত বাংলাদেশের আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
ক সততা হাউজিং খ বিলাস হাউজিং
গ স্বপ্ন হাউজিং ইস্টার্ন হাউজিং
৩১. জহুরুল ইসলাম ইস্টার্ন হাউজিং লিঃ প্রতিষ্ঠা করেন কেন? (অনুধাবন)
আবাসন চাহিদা মেটাতে খ কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে
গ অধিক মুনাফা করতে ঘ দুর্নীতি করতে
৩২. জহুরুল ইসলামের সকল ব্যবসায় প্রতিষ্ঠান কোন গ্র“প অব কোম্পানিজ নামে পরিচিত? (জ্ঞান)
ক জহুরুল খ আফতাব গ উদ্দীন ইসলাম
৩৩. ইসলাম গ্র“প অব কোম্পানিজ কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ক ১৯২৫ ১৯৬৫
গ১৯৭১ ঘ ১৯৭৫
৩৪. ঢাকা রিরোলিং মিলস লি. কার প্রতিষ্ঠিত কোম্পানি? (জ্ঞান)
জহুরুল ইসলাম খ আবুল কামাল আজাদ
গ স্যামসন এইচ চৌধুরী ঘ লুৎফা সানজিদা
৩৫. জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত কোম্পানিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কী পরিমাণ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে? (জ্ঞান)
ক হাজার হাজার প্রায় লক্ষাধিক
গ শত শত ঘ প্রায় কোটির উপরে
৩৬. জহুরুল ইসলাম অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন কীভাবে? (অনুধাবন)
ক বই পড়ে খ বন্ধুদের সাহচার্যে
গ বাবার কাছ থেকে কাজের মাধ্যমে
৩৭. জহুরুল ইসলাম নিজেকে কোন পরিচয়ে সীমাবদ্ধ রাখেননি? (জ্ঞান)
ক রাজনীতিবিদ খ ব্যবসায়ী গ সাহিত্যিক শিল্পপতি
৩৮. শিক্ষা ও স্বাস্থ্যখাতে জহুরুল ইসলাম দান করেছেন কেন? (অনুধাবন)
ক পারিবারিক দায়বদ্ধতার কারণে সামাজিক দায়বদ্ধতার কারণে
গ অর্থনৈতিক দায়বদ্ধতার কারণে ঘ রাজনৈতিক দায়বদ্ধতার কারণে
৩৯. বহু অনাথ আশ্রম কে প্রতিষ্ঠা করেছেন? (জ্ঞান)
ক এইচ চৌধুরী খ জহুরুল হক
জহুরুল ইসলাম ঘ স্যামসন এইচ চৌধুরী
৪০. জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত হাসপাতালটি কোথায় অবস্থিত? (জ্ঞান)
ক থলিয়ারা, ব্রাক্ষণবাড়িয়া বাজিতপুর, কিশোরগঞ্জ
গ সাভার, ঢাকা ঘ গোরদাশপুর, নাটোর
৪১. বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ কোনটি? (জ্ঞান)
ক যশোর মেডিকেল কলেজ খ আদ দ্বীন মেডিকেল কলেজ
গ ইবনে সিনা মেডিকেল কলেজ জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
৪২. কোন সফল উদ্যোক্তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন? (জ্ঞান)
ক স্যামসন এইচ, চৌধুরী জহুরুল ইসলাম
গ নায়েব আলী ঘ আবুল কালাম আজাদ
৪৩. জহুরুল ইসলামের জীবনাবসান ঘটে কত সালে? (জ্ঞান)
ক ১৮৯০ খ ১৯৯০ ১৯৯৫ ঘ ২০১২
৪৪. জহুরুল ইসলামকে আখ্যায়িত করা হয়েছে কোন উপাধিতে? (জ্ঞান)
ক সফল উদ্যোক্তা খ জনহৈতিষী কর্মবীর ঘ বীর উত্তম
৪৫. জহুরুল ইসলামের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ বাড়তে থাকার কারণ কোনটি বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
ক ব্যবসায়ে সফলতা জমির দাম বাড়া
গ জমির দাম কমা ঘ অধিক মুনাফা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৬. জহুরুল ইসলামের জীবনে প্রভাব পড়েছিলÑ (অনুধাবন)
র. চাচার চাকরি
রর. বাবার চাকরি
ররর. পিতার কন্ট্রাক্টরি ব্যবসা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৭. জহুরুল ইসলামকে সার্থক ব্যবসায় উদ্যোক্তা হতে সাহায্য করেছে- (অনুধাবন)
র. পরিশ্রম
রর. ব্যবসায়ের প্রতি একাগ্রতা
ররর. আন্তরিকতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৪৮. উদ্যোক্তাকে সফল হতে সাহায্য করেÑ (অনুধাবন)
র. পরিশ্রম
রর. সততা
ররর. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও রর র, রর ও ররর
৪৯. কঠোর পরিশ্রম, ব্যবসায়ের প্রতি একাগ্রতা ও আন্তরিকতা জহুরুল ইসলামকে গড়ে তোলে- (অনুধাবন)
র. সার্থক ব্যবসায় উদ্যোক্তা হিসেবে
রর. অন্যতম ধনাঢ্য ব্যক্তি হিসেবে
ররর. সফল সংগঠক হিসেবে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. জহুরুল ইসলাম দুই বছরেই দ্বিতীয় ও প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে পরিণত হওয়ার কারণÑ (অনুধাবন)
র. সততা
রর. গুণগত মান
ররর. আন্তরিকতা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫১. জহুরুল ইসলামের সব অর্জনই সম্ভব হয়েছেÑ (অনুধাবন)
র. কঠোর পরিশ্রমে
রর. আন্তরিকতায়
ররর. কৃতিত্ব অর্জনের আকাক্সক্ষায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. জহুরুল ইসলাম বিনিয়োগ করেছিলেন- (অনুধাবন)
র. বাড়ি নির্মাণে
রর. দাতব্য প্রতিষ্ঠান নির্মাণে
ররর. রাস্তা নির্মাণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৩. জহুরুল ইসলাম তার ক্রয়কৃত জমি কাজে লাগান- (অনুধাবন)
র. শিল্প স্থাপনে
রর. আবাসিক গৃহনির্মাণে
ররর. দাতব্য প্রতিষ্ঠান নির্মাণে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৪. জহুরুল ইসলাম মডেল ছিলেনÑ (অনুধাবন)
র. সমাজ সংস্কারকের
রর. রাজনীতিবিদদের
ররর. ব্যবস্থাপকের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৫. জহুরুল ইসলাম প্রতিষ্ঠা করেন- (অনুধাবন)
র. মাদরাসা রর. ক্লাব
ররর. হাসপাতাল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৬. জহুরুল ইসলামের অন্যতম কীর্তি- (অনুধাবন)
র. নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট
রর. মাছরাঙা টেলিভিশন
ররর. জহুরুল ইসলাম এডুকেশন কমপ্লেক্স
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মাকসুদুল একজন সফল উদ্যোক্তা। পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং আত্মবিশ্বাস তাকে সফল মানুষে পরিণত করেছিল। নতুন ব্যবসাক্ষেত্র নির্বাচনে তার পারদর্শিতা ছিল অতুলনীয়। তিনি শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর জনহিতকর হাত প্রসারিত করেন।
৫৭. জনাব মাকসুদুলের সাথে কোন উদ্যোক্তার মিল রয়েছে? (প্রয়োগ)
জহুরুল ইসলাম খ শাহিদা বেগম
গ নায়েব আলী ঘ আবুল কালাম আজাদ
৫৮. উক্ত উদ্যোক্তার জীবনী পাঠ করে নবীন উদ্যোক্তারা অনুশীলন করবেÑ(উচ্চতর দক্ষতা)
র. সততা
রর. পরিশ্রম
ররর. পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও :
আরফান চৌধুরী শীতলক্ষ্যা নদীর তীরে একটি অটোমোবাইলস কারখানা প্রতিষ্ঠা করেছেন। এখানে ৩৫ জন কর্মচারী কাজ করে। তিনি লক্ষ করলেন নদীর পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা একটি খাল পার হয়ে সেই বিদ্যালয়ে যায়। খালের উপর যে সেতুটি রয়েছে তা খুবই নড়বড়ে। ছাত্রছাত্রীরা খুব ভয়ে ভয়ে সেই সেতু পার হয়। তাই তার ব্যবসায়ের মুনাফা দিয়ে তিনি সেতুটি সংস্কার করে দিলেন।
৫৯. উদ্দীপকের আরফান চৌধুরীর সাথে পাঠ্যবইয়ের কোন উদ্যোক্তার মিল রয়েছে? (প্রয়োগ)
ক স্যামসন এইচ চৌধুরী জহুরুল ইসলাম
গ শাহিদা বেগম ঘ আবুল কালাম আজাদ
৬০. উদ্যোক্তা হিসেবে আরফান চৌধুরীকে বলা যায় (উচ্চতর দক্ষতা)
র. সমাজসেবক
রর. ব্যবসায়ী
ররর. ব্যবস্থাপক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
স্যামসন এইচ চৌধুরী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬১. স্কয়ার গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে? (জ্ঞান)
ক বাবলু চৌধুরী খ জহুরুল ইসলাম
গ বাজিত হক স্যামসন এইচ চৌধুরী
৬২. স্যামসন এইচ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ঢাকা খ রাজবাড়ী গ মাদারীপুর ফরিদপুর
৬৩. স্যামসন এইচ চৌধুরীর পিতা পেশায় কী ছিলেন? (জ্ঞান)
ক চেয়ারম্যান খ কন্ট্রাক্টর
গ মার্কেটিং অফিসার মেডিকেল অফিসার
৬৪. স্যামসন এইচ চৌধুরী সিনিয়র কেমব্রিজ ডিগ্রি অর্জন করেন কলকাতার কোন উচ্চবিদ্যালয় থেকে? (জ্ঞান)
ক কৃষ্ণপুর বিষ্ণুপুর গ মাধবপুর ঘ যাদবপুর
৬৫. স্যামসন এইচ চৌধুরী কোথা থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন? (জ্ঞান)
ক ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় খ ঢাকা বিশ্ববিদ্যালয়
হাভার্ড ইউনিভার্সিটি স্কুল ঘ বোস্টন ইউনিভার্সিটি স্কুল
৬৬. স্যামসন এইচ চৌধুরী হাভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে কোন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন? (জ্ঞান)
ক হিসাববিজ্ঞান খ ফার্মেসী
ব্যবস্থাপনা ঘ ব্যাংকিং
৬৭. স্যামসন এইচ চৌধুরী ছোটবেলা থেকে ওষুধ নিয়ে নাড়াচাড়া করতেন কেন? (অনুধাবন)
ক মাতার পেশার জন্য পিতার পেশার কারণে
গ অসুস্থ থাকার কারণে ঘ কৌতূহল বশত
৬৮. স্যামসন এইচ চৌধুরীর প্রাথমিক ব্যবসায় কী ছিল? (জ্ঞান)
ওষুধের দোকান খ মুদি দোকান
গ স্বর্ণের দোকান ঘ কাপড়ের দোকান
৬৯. স্যামসন এইচ চৌধুরী কত সালে প্রথম ব্যবসায় শুরু করেন? (জ্ঞান)
ক ১৯৫১ ১৯৫২ গ ১৯৭১ ঘ ১৯৭৫
৭০. স্যামসন এইচ চৌধুরী কত সালে ওষুধ কারখানা স্থাপনের লাইসেন্স পান? (জ্ঞান)
ক ১৯৫২ খ ১৯৫৪ গ ১৯৫৬ ১৯৫৮
৭১. স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক উদ্যোক্তার সংখ্যা কত ছিল? (জ্ঞান)
ক ২ জন ৪ জন গ ৬ জন ঘ ৮ জন
৭২. স্কায়ার ফার্মাসিউটিক্যালসে প্রাতিষ্ঠাকালীন কতজন শ্রমিক ছিল? (জ্ঞান)
ক ১১ জন ১২ জন গ ১৩ জন ঘ ১৪ জন
৭৩. স্কয়ার ফার্মাসিউটিক্যালসে প্রস্তুতকৃত প্রথম ওষুধ কোনটি? (জ্ঞান)
ক বোটন সিরাপ খ এটন সিরাপ এস্টন সিরাপ ঘ ডিম্যাক্স
৭৪. প্রেসক্রিপশনে ডাক্তাররা এস্টন সিরাপের নাম উলেখ করতেন কেন? (অনুধাবন)
গুণগত মানের কারণে খ দাম সস্তার কারণে
গ দ্রæত কার্যকারিতার কারণে ঘ রোগীদের চাহিদার কারণে
৭৫. স্যামসন এইচ চৌধুরীর জীবনী থেকে কোন সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে? (অনুধাবন)
কোনো কাজই ছোট নয় খ শিক্ষাই জাতির মেরুদণ্ড
গ মুনাফা অর্জনই ব্যবসায়ের উদ্দেশ্য ঘ দক্ষতাই ব্যবসায় সাফল্যের ভিত্তি
৭৬. বর্তমানে স্কয়ার কোম্পানিতে নিয়োজিত শ্রমিক সংখ্যা কত? (জ্ঞান)
ক প্রায় ২০,০০০ প্রায় ৩০,০০০
গ প্রায় ৪০,০০০ ঘ প্রায় ৫০,০০০
৭৭. মিডিয়াতে অবদান রয়েছে কোন গ্র“পটির? (জ্ঞান)
ক নাভানা গ্র“প খ থ্রি স্টার গ্র“প স্কয়ার গ্র“প ঘ বিডি গ্র“প
৭৮. স্কয়ারের ওষুধ বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে? (জ্ঞান)
ক ৪৯টি ৫০টি গ ৫১টি ঘ ৫২টি
৭৯. কত অর্থবছরে স্কয়ার গ্র“প বছরের সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত হয়েছিল? (জ্ঞান)
ক ২০০৫-২০০৬ খ ২০০৭-২০০৮
২০০৯-২০১০ ঘ ২০১০-২০১১
৮০. ২০০৯-১০ অর্থবছরে স্কয়ার গ্র“প বছরের সেরা করদাতা নির্বাচিত হয়েছিল। এতে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? (প্রয়োগ)
রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা খ ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা
গ কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা ঘ ব্যক্তিগত দায়বদ্ধতা
৮১. স্যামসন এইচ চৌধুরীকে সফল উদ্যোক্তার কাতারে পৌঁছতে সাহায্য করে কোনটি? (অনুধাবন)
ক টাকার নেশা খ সম্পদের নেশা
গ কর্মী সৃষ্টির নেশা শিল্প সৃষ্টির নেশা
৮২. শ্রমিকবান্ধব শিল্পপতি কে? (জ্ঞান)
ক জহুরুল ইসলাম খ নায়েব আলী
গ শাহেদা বেগম স্যামসন এইচ চৌধুরী
৮৩. স্যামসন এইচ চৌধুরী সিআইপি নির্বাচিত হন কত সালে? (জ্ঞান)
ক ২০০৯ সালে ২০১০ সালে গ ২০১১ সালে ঘ ২০১২ সালে
৮৪. ঈওচ অর্থ কী? (জ্ঞান)
ক ঈযরবভ রহাবঃ ঢ়বৎংড়হ
ঈড়সসবৎপরধষষু রসঢ়ড়ৎঃধহঃ ঢ়বৎংড়হ
গ ঈযরবভ রসঢ়ড়ৎঃধহঃ ঢ়ধৎপবষ
ঘ ঈযরবভ রহপবঢ়ঃ
৮৫. স্যামসন এইচ চৌধুরী কত সালে আমেরিকান চেম্বার অব কমার্সের দৃষ্টিতে ‘বিজনেস এক্সিকিউটিভ’ অব দি ইয়ার নির্বাচিত হন? (জ্ঞান)
ক ১৯৯্র ১৯৯৮ গ ২০০৫ ঘ ২০০৬
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৬. উদ্যোক্তা হিসেবে স্যামসন এইচ চৌধুরী অবদান রেখেছেন- (অনুধাবন)
র. পণ্য উৎপাদন খাতে
রর. জাতীয় আয় বৃদ্ধিতে
ররর. ক‚টনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৭. স্যামসন এইচ চৌধুরী দায়িত্ব পালন করেছেনÑ (অনুধাবন)
র. ম্যানেজার হিসেবে
রর. হিসাবরক্ষক হিসেবে
ররর. শ্রমিক হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৮৮. বাংলাদেশের শিল্পবাণিজ্যের ইতিহাসে স্মরণীয় নাম স্যামসন এইচ চৌধুরী। তিনি ছিলেন- (প্রয়োগ)
র. মালিক
রর. ম্যানেজার
ররর. কেরানি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৮৯. স্কয়ার গ্র“পের সুনাম বিশ্বব্যাপী। এ গ্র“পের অবদান রয়েছে- (প্রয়োগ)
র. কৃষিপণ্যে
রর. তথ্যপ্রযুক্তিতে
ররর. আবাসিক বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র, ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯০. স্কয়ারের পণ্য বিদেশে সমাদৃত। এর কারণ- (উচ্চতর দক্ষতা)
র. গুণগতমান
রর. উচ্চমূল্য
ররর. প্রতিযোগিতামূলক মূল্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯১. সারাবিশ্বের স্বনামধন্য একটি গ্র“প স্কয়ার গ্রুপ। এর আওতাভুক্ত শাখা হলোÑ (উচ্চতর দক্ষতা)
র. স্কয়ার হোল্ডিংস
রর. স্কয়ার বাইন্ডিং
ররর. স্কয়ার স্পিনিংস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯২. স্কয়ার বিভিন্ন ধরনের পণ্য বিদেশে রপ্তানি করে। এর মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
র. কর্মসংস্থান সৃষ্টি হয়
রর. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
ররর. জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
শাহিদা বেগম গৃহবধূ থেকে উদ্যোক্তা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৩. গৃহবধু থেকে উদ্যোক্তা হয়েছেন কে? (জ্ঞান)
ক শাহিদা আক্তার শাহিদা বেগম
গ শাহিদা খানম ঘ শাহিদা আহমেদ
৯৪. লিবার্টি জেন্টস টেইলারের স্বত্বাধিকারী কে? (জ্ঞান)
শহিদা বেগম খ শাহিদা খানম
গ জরিনা বেগম ঘ শ্রাবণী আক্তার
৯৫. উদ্যোক্তা শাহিদা বেগমের জন্য কোন উক্তিটি যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা)
ক পূর্ব অভিজ্ঞতাই তাকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে
খ সফল উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসায় শুরু করেছিলেন
নিতান্ত প্রয়োজনে ব্যবসায় শুরু করেছিলেন
ঘ কৃতিত্বার্জনের জন্য ব্যবসায় শুরু করেছিলেন
৯৬. শাহিদা বেগমের টেইলারিং ব্যবসায়ে কোনটি অনুপস্থিত ছিল? (জ্ঞান)
ক দক্ষতা অভিজ্ঞতা
গ সৃজনশীলতা ঘ গহনা
৯৭. শাহিদা বেগম কোন গুণটির কারণে পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছেন? (অনুধাবন)
দৃঢ় মনোবল খ সৃজনশীলতা
গ দূরদর্শিতা ঘ কৃতিত্ব অর্জনের আকাক্সক্ষা
৯৮. কত সালে শাহিদা বেগমের স্বামী মারা যান? (জ্ঞান)
১৯৯৭ খ ১৯৯৯ গ ২০০৬ ঘ ২০০৭
৯৯. শাহিদা বেগমের সামান্য সম্বল কোনটি ছিল? (জ্ঞান)
ক টাকা পয়সা খ জমি গ অভিজ্ঞতা গহনা
১০০. শাহিদা বেগমের প্রাথমিক পুঁজির পরিমাণ কত ছিল? (জ্ঞান)
ক দশ হাজার খ বিশ হাজার
গ চলিশ হাজার পঞ্চাশ হাজার
১০১. শাহিদা বেগম কার নিকট থেকে টেইলারিং কাজ শিখেন? (জ্ঞান)
ক স্বামীর নিকট থেকে খ প্রশিক্ষণের মাধ্যমে
দোকানের কর্মচারীর নিকট থেকে ঘ সরকারিভাবে
১০২. শাহিদা বেগম উদ্যোগমূলক কাজে অংশগ্রহণ করেছিলেন কেন? (অনুধাবন)
ক বড় উদ্যোক্তা হবার স্বপ্নে খ ব্যবসায়িক জ্ঞানের প্রয়োগ ঘটাতে
পারিবারিক প্রয়োজনে ঘ কর্তৃত্বার্জনের জন্য
১০৩. শাহিদা বেগম দারিদ্র্যতার মাঝেও হাল ছেড়ে দেননি। এটি তার কোন গুণের বহিঃপ্রকাশ? (প্রয়োগ)
ক সৃজনশীলতার আত্মবিশ্বাসের
গ একাগ্রতার ঘ সাফল্য অর্জনের আকাক্সক্ষা
১০৪. শাহিদা বেগমের জীবনী থেকে কোন শিক্ষা গ্রহণ করা যায়? (উচ্চতর দক্ষতা)
ক অভিজ্ঞতাই ব্যবসায়ের মূল চাবিকাঠি
খ শিক্ষা ছাড়া ব্যবসায় অচল
পরিস্থিতি মোকাবিলায় সামর্থ্যই সফলতা দান করে
ঘ বেশি পুঁজিই ব্যবসায়ে সফলতা আনে
১০৫. একজন নারী উদ্যোক্তা হিসেবে শাহিদা বেগম কত সালে এসএমই ফাউন্ডেশন থেকে পুরস্কৃত হন? (জ্ঞান)
ক ২০০৬ ২০০৮ গ ২০১০ ঘ ২০১২
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৬. শাহিদা বেগমের সফল উদ্যোক্তা হওয়ার প্রকৃত কারণ- (উচ্চতর দক্ষতা)
র. আত্মবিশ্বাস
রর. কঠিন মনোবল
ররর. কৃতিত্ব অর্জন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৭. উদ্যোক্তাকে সাফল্য ও সম্মান এনে দেয়Ñ (অনুধাবন)
র. দৃঢ় মনোবল
রর. পরিশ্রম
ররর. সততা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৮. শাহিদা বেগম একজন নারী উদ্যোক্তা। তিনি টেইলারিং ব্যবসায় শুরু করেনÑ (অনুধাবন)
র. গহনা বিক্রি করে
রর. স্বামীর দেয়া টাকা দিয়ে
ররর. দুইজন কর্মচারী নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর র ও ররর ঘ র, রর ও ররর
১০৯. সখিনা বেগম গৃহবধু থেকে উদ্যোক্তা হতে চান। এজন্য প্রয়োজন- (প্রয়োগ)
র. আত্মবিশ্বাস
রর. কঠিন মনোবল
ররর. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১০. শাহিদা বেগমের সফলতার মূল কারণ- (উচ্চতর দক্ষতা)
র. দৃঢ় মনোবল
রর. পরিশ্রম
ররর. অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১১. আজাদ প্রোডাক্টসের স্বত্বাধিকারী কে? (জ্ঞান)
ক আবুল কামাল সুজন আবুল কালাম আজাদ
গ আজাদ সুমন ঘ এ কে সুমন
১১২. আবুল কালাম আজাদ জীবনের প্রথমে কত টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন? (জ্ঞান)
ক ২৫০ টাকা খ ৩৫০ টাকা ৪৫০ টাকা ঘ ৫৫০ টাকা
১১৩. আবুল কালাম আজাদ তার বাবার সাথে বাজারে গিয়ে কী দেখে ব্যবসায়ে মনোনিবেশ করার চিন্তা করলেন? (জ্ঞান)
ক ইলিশ মাছ বিক্রি খ কাঁঠাল বিক্রি নারিকেল বিক্রি ঘ পেঁপে বিক্রি
১১৪. আবুল কালাম আজাদ নারিকেল আনা-নেওয়া করতেন কীভাবে? (জ্ঞান)
ক ট্রলারে করে নৌকায় করে
গ জাহাজে করে ঘ রিকশায় করে
১১৫. আবুল কালাম আজাদের প্রাথমিক ব্যবসায় ছিল কোনটি? (জ্ঞান)
ক তেল বিক্রি নারিকেল বিক্রি
গ কার্ড বিক্রি ঘ কলা বিক্রি
১১৬. আবুল কালাম আজাদ কেন ঢাকায় এসেছিলেন? (অনুধাবন)
ক নারিকেলের ব্যবসা করতে খ পড়াশোনা করার জন্য
গ পোস্টার বিক্রি করতে কিছু করার আশায়
১১৭. ঢাকায় জীবনের শুরুতে আবুল কালাম আজাদ কীভাবে সময় কাটাতেন? (অনুধাবন)
ক পাঠাগারে পড়াশোনা করে খ কারখানায় কাজ করে
পথে ঘুর ঘুরে আর স্বপ্ন দেখে ঘ বড়লোক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে
১১৮. সারাদিন ঘুরে ঘুরে আজাদ তারকাদের পোস্টার বিক্রি করতেন। এখানে আবুল কালাম আজাদের কোন গুণটি প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
ক সৃজনশীলতা খ একাগ্রতা কঠোর পরিশ্রম ঘ সাহস
১১৯. আবুল কালাম আজাদের কষ্টের জীবন শুরু হয় কখন? (জ্ঞান)
ক গ্রাম্যজীবন থেকে শহরে জীবন থেকে
গ ছাত্র জীবন থেকে ঘ কর্মজীবন থেকে
১২০. আবুল কালাম আজাদের পোস্টার বিক্রির দোকানের নাম কী ছিল? (জ্ঞান)
ক আজাদ হাউজ আজাদ পোস্টার হাউজ
গ নেকলেস হাউজ ঘ বুক হাউজ
১২১. আজাদ পোস্টার হাউজের কর্ণধার কে? (জ্ঞান)
ক জহুরুল ইসলাম আবুল কালাম আজাদ
গ লুৎফা সানজিদা ঘ স্যামসন এইচ চৌধরী
১২২. আবুল কালাম আজাদ কোথায় ঝুলিয়ে রেখে পোস্টার বিক্রি করতেন? (জ্ঞান)
ক সানন্দা জুয়েলার্স এর সামনে
এল. রহমান জুয়েলার্স এর সামনে
গ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে
ঘ বায়তুল মোকাররমের উত্তর গেটে
১২৩. কোন ধরনের সহায়তার মাধ্যমে আবুল কালাম আজাদ ‘আজাদ পোস্টার হাউজ’ গড়ে তুলেছিলেন? (প্রয়োগ)
উদ্দীপনামূলক খ সমর্থনমূলক
গ সংরক্ষণমূলক ঘ সরকারি সহায়তা
১২৪. আবুল কালাম আজাদের মতে তার সাফল্যের কারণ কোনটি? (অনুধাবন)
ক বাবার অনুপ্রেরণা ও নগদ অর্থ
মায়ের দোয়া ও তার কঠোর পরিশ্রম
গ তার কঠোর পরিশ্রম ও বন্ধুদের সহযোগিতা
ঘ খালাতো ভাই ও সরকারের সাহায্য
১২৫. “রত্মগর্ভা মা অ্যাওয়ার্ড” প্রদান করা হয় কত সাল থেকে? (জ্ঞান)
ক ২০০২ ২০০৩ গ ২০০৫ ঘ ২০০৮
১২৬. রত্মগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদানে কতজন সন্তানের সাফল্য গণ্য করা হয়? (জ্ঞান)
ক ২ জন খ ৩ জন
কমপক্ষে ৩ জন ঘ কমপক্ষে ৫ জন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৭. উদ্যোক্তার গুণাবলি হিসেবে আবুল কালাম আজাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেÑ (অনুধাবন)
র. কঠোর পরিশ্রম
রর. সাফল্য লাভের তীব্র আকাক্সক্ষা
ররর. সব কাজকে সম্মান করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১২৮. আবুল কালাম আজাদ প্রথমে পোস্টার বিক্রি করতেন- (অনুধাবন)
র. খাম্বার সাথে ঝুলিয়ে
রর. জুয়েলারি দোকানের সামনে
ররর. বায়তুল মোকাররমের পাশে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৯. আবুল কালাম আজাদের পোস্টার হাউজ ছিল একটি- (অনুধাবন)
র. ভ্রাম্যমাণ দোকান
রর. তারকাদের পোস্টার বিক্রির দোকান
ররর. বিশাল ইন্ডাস্ট্রিজ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩০. আবুল কালাম আজাদের সফলতার মূলভিত্তি হলোÑ (অনুধাবন)
র. কঠোর পরিশ্রম রর. মায়ের দোয়া
ররর. সমর্থনমূলক সহায়তা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩১. আবুল কালাম আজাদের জীবনী নতুন উদ্যোক্তাদের জন্য শিক্ষা প্রদান করেÑ (উচ্চতর দক্ষতা)
র. কঠোর পরিশ্রমের
রর. সঠিক প্রকল্প চিহ্নিতকরণের
ররর. সামাজিক বাধা দূর করার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
লুৎফা সানজিদা : সংগ্রামময় জীবনে সফল
উদ্যোক্তা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩২. সংগ্রামময় জীবনে সফল উদ্যোক্তা কে? (জ্ঞান)
ক স্যামসন এইচ চৌধুরী খ নায়েব আলী
গ শাহিদা বেগম লুৎফা সানজিদা
১৩৩. বাংলাদেশের বন্দরনগরী কোনটি? (জ্ঞান)
ক ঢাকা খ খুলনা গ নারায়ণগঞ্জ চট্টগ্রাম
১৩৪. হালি শহরের অনিন্দ্য বুটিক ও পার্লারের মালিক কে? (জ্ঞান)
ক প্রেমা খ সুরমা গ সানজিদা প্রেমা লুৎফা সানজিদা
১৩৫. লুৎফা সানজিদার প্রাথমিক মূলধন ছিল কত টাকা? (জ্ঞান)
ক ১০ হাজার ১৫ হাজার গ ২০ হাজার ঘ ৩০ হাজার
১৩৬. লুৎফা সানজিদা কোন প্রতিষ্ঠান হতে ঋণ নিয়েছিলেন? (জ্ঞান)
ক ব্র্যাক ব্যাংক খ গ্রামীণ ব্যাংক মাইডাস ঘ আশা
১৩৭. চিটাগাং শপিং কমপ্লেক্সে শোরুম দেওয়ার জন্য লুৎফা সানজিদা কত টাকা ঋণ নেন? (জ্ঞান)
ক ২৫,০০০ টাকা ৫০,০০০ টাকা
গ ৭০,০০০ টাকা ঘ ১,০০,০০০ টাকা
১৩৮. লুৎফা সানজিদা পার্টটাইম চাকরি শুরু করেন কত সালে? (জ্ঞান)
ক ১৯৭০ খ ১৯৮০ ১৯৮৮ ঘ ১৯৯০
১৩৯. লুৎফা সানজিদা নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করতেন। তার এ কাজটি কিসের অন্তুর্ভুক্ত? (প্রয়োগ)
সামাজিক দায়বদ্ধতা খ রাজনৈতিক কর্মসূচি
গ অর্থনৈতিক কর্মকাণ্ড ঘ নৈতিক গুণাবলি
১৪০. লুৎফা সানজিদার জীবনের মূলমন্ত্র কোনটি? (অনুধাবন)
ক সততা খ সৃজনশীলতা গ অভিজ্ঞতা সংগ্রাম
১৪১. লুৎফা সানজিদাকে সফল উদ্যোক্তা তৈরিতে সহায়তা করেছে কোনটি? (অনুধাবন)
ক আইনগত সহায়তা ঋণ সুবিধা
গ রাজনৈতিক সুবিধা ঘ পরিবেশগত সুবিধা
১৪২. উদ্যোক্তা লুৎফা সানজিদার জন্য প্রযোজ্য উক্তি কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক পূর্ব অভিজ্ঞতা তাকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে
খ শখের বসে ব্যবসায় শুরু করেছিলেন
মাইডাসের সহায়তায় ব্যবসায় স¤প্রসারণ করেছিলেন
ঘ অন্যের অধীনে চাকরি পছন্দ না হওয়ায় ব্যবসায় শুরু করেছিলেন
১৪৩. চকভিউ মার্কেটে শোরুম দেওয়াকে লুৎফা সানজিদার জীবনের কী হিসেবে মূল্যায়িত হয়? (উচ্চতর দক্ষতা)
ঘুরে দাঁড়ানোর সময় খ খারাপ সময়
গ সততার সময় ঘ সাফল্যের সময়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৪. সংগ্রামময় জীবনের অধিকারী লুৎফা সানজিদা- (অনুধাবন)
র. বুটিক হাউসের মালিক
রর. একটি পার্লারের মালিক
ররর. একটি ওষুধ কোম্পানির মালিক
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৫. উদ্যোক্তার গুণাবলি হিসেবে লুৎফা সানজিদার মধ্যে রয়েছে- (অনুধাবন)
র. ধৈর্য
রর. পরিশ্রম
ররর. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৬. লুৎফা সানজিদা বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করে দেন- (অনুধাবন)
র. প্রতিবন্ধী নারীদের
রর. স্বামী পরিত্যক্তা নারীদের
ররর. নির্যাতিতা নারীদের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৪৭. লুৎফা সানজিদাকে ব্যবসায়ী হিসেবে সফল হতে সাহায্য করেছে- (অনুধাবন)
র. নিজস্ব শ্রম
রর. কর্মচারীদের শ্রম
ররর. ক্রেতাদের স্বতঃস্ফ‚র্ততা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৪৮. লুৎফা সানজিদা তার উদ্যোগমূলক বাধা অপসারণ করেন- (অনুধাবন)
র. ধৈর্য ধরে
রর. পরিশ্রম করে
ররর. সরকারি সহায়তায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৯ ও ১৫০ নং প্রশ্নের উত্তর দাও :
আকলিমা খাতুন ঘরে বসে ক্রিস্টাল পাথরের নানারকম শোপিছ তৈরি করে বিক্রি করেন। তার মেয়ে আবিদা পাঁচ বছর বয়স থেকেই মাকে এসব কাজে সাহায্য করে আসছে। ১৫ বছর বয়সে আবিদাও ক্রিস্টাল পাথরের শোপিছ তৈরিতে বেশ দক্ষ হয়ে ওঠে। পরবর্তীতে সে তাদের গ্রামের বাড়িতে একটি শোপিছ তৈরির কারখানা গড়ে তোলে। বর্তমানে সারাদেশে তার কারখানায় উৎপাদিত শোপিছ বেশ সমাদৃত।
১৪৯. আকলিমা খাতুনের বৈশিষ্ট্যের সাথে পাঠ্যবইয়ের কোন উদ্যোক্তার মিল রয়েছে? (প্রয়োগ)
ক মিনতি রানী খ শাহিদা বেগম
গ অনিতা মিত্র লুৎফা সানজিদা
১৫০. আকলিমা খাতুনের মত উদ্যোক্তাকে সফল হতে সাহায্য করে- (উচ্চতর দক্ষতা)
র. পরিশ্রম
রর. অভিজ্ঞতা
ররর. সাহসিকতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
বগুড়ার নায়েব আলী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫১. নায়েব আলী কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ঢাকা খ রাজশাহী বগুড়া ঘ খুলনা
১৫২. নায়েব আলীর বাবার নাম কী? (জ্ঞান)
ক সাত্তার আলী আব্দুস সাত্তার গ সুমন ঘ কেরামত
১৫৩. নায়েব আলী বিদেশে সর্বস্বান্ত হন কার খপ্পরে পড়ে? (জ্ঞান)
ক সরকার খ পুলিশ গ মালিক আদম ব্যাপারী
১৫৪. নায়েব আলী বিদেশ থেকে ফেরত আসার পর কোন ধরনের পরিকল্পনা নেন? (জ্ঞান)
ক কৃষিকাজের হাঁস পালনের
গ গবাদিপশু পালনের ঘ মৎস চাষের
১৫৫. নায়েব আলীর হাঁসের খামার গড়ে ওঠার কারণে কতজন লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে? (জ্ঞান)
ক ৫০ খ ৩০ ১০ ঘ ৪০
১৫৬. নায়েব আলী কত টাকা নিয়ে হাঁস পালন শুরু করেন? (জ্ঞান)
এক হাজার খ দুই হাজার
গ তিন হাজার ঘ পাঁচ হাজার
১৫৭. নায়েব আলী নিঃস্ব হন কীভাবে? (অনুধাবন)
বিদেশ গিয়ে খ ঋণ নিয়ে
গ হাঁস পালন করে ঘ মাছ চাষ করে
১৫৮. মানুষের ভাগ্য উন্নয়নে কোনটি সহায়ক হয়? (অনুধাবন)
ক হতাশা ও পর্যাপ্ত পুঁজি শ্রম, মেধা ও পুঁজির সমন্বয়
গ মানুষের দয়া ও পুঁজি ঘ সততা ও সরকারি সহায়তা
১৫৯. উদ্যোক্তা নায়েব আলির জন্য যথোপযুক্ত উক্তি কোনটি? (উচ্চতর দক্ষতা)
পরিকল্পনামাফিক কাজই সফলতা এনেছে
খ চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতাই সফলতা এনেছে
গ ক্রেতাদের স্বতঃস্ফ‚র্ত পদচারণাই সফলতা এনেছে
ঘ ঋণ সহায়তাই ব্যবসায়ে সফলতা এনেছে
১৬০. উদ্যোক্তা হতে কোন উপাদানটির কথা নায়েব আলী বিবেচনায় রেখেছিলেন বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
প্রাকৃতিক পরিবেশ খ রাজনৈতিক স্থিতিশীলতা
গ আর্থিক সামর্থ্য ঘ সামাজিক পরিবেশ
১৬১. নায়েব আলীর জীবনী পাঠ করে আমাদের যুবকসমাজ কিসে উদ্বুদ্ধ হবে? (উচ্চতর দক্ষতা)
ক চাকরিতে আত্মকর্মসংস্থানে
গ ব্যবসায়ে ঘ দেশপ্রেমে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬২. নায়েব আলী ছিলেনÑ (অনুধাবন)
র. সামান্য লেখাপড়া জানা লোক
রর. একজন উচ্চশিক্ষিত উদ্যোক্তা
ররর. ২৭ বছরের যুবক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৩. হাঁসের খামারের মাধ্যমে নায়েব আলীর- (অনুধাবন)
র. জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে
রর. নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে
ররর. বেকার সমস্যা সমাধান হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬৪. নায়েব আলী নিজেই কিছু করার সিদ্ধান্ত নেনÑ (অনুধাবন)
র. ধৈর্য ধরে
রর. বুদ্ধিকে সম্বল করে
ররর. সরকারি সহায়তায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৫. বগুড়ার নায়েব আলী ভাগোন্নয়ন করেছেন- (অনুধাবন)
র. শ্রমের মাধ্যমে
রর. মেধার মাধ্যমে
ররর. সামান্য পুঁজির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও ররর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬৬. নায়েব আলীর স্বপ্ন হলোÑ (অনুধাবন)
র. বেকারদের হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দেওয়া
রর. কর্মসংস্থান সৃষ্টি
ররর. আদর্শ গ্রাম প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৭ ও ১৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
রিফাত এমএ পাশ করার পর নিজের পছন্দমতো কোনো চাকরি খুঁজে পেল না। তাই মাধ্যমিক ব্যবসায় উদ্যোগ বইয়ে জহুরুল ইসলাম, স্যামসন এইচ চৌধুরী, আবুল কালাম আজাদ প্রভৃতি সফল উদ্যোক্তাদের জীবনী পড়ে তার মধ্যে ছোট বেলা থেকে উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন জেগেছিল এবার তা পূরণ করার চেষ্টা শুরু করল। অবশেষে তিনি সফলতা লাভ করেন।
১৬৭. রিফাত কাকে উদ্যোক্তা বলবেন? (প্রয়োগ)
যিনি কিছু করার জন্য উদ্যোগ গ্রহণ করেন
খ যিনি নিজস্ব অর্থ দ্বারা ব্যবসায় শুরু করেন
গ যিনি ব্যবসায় সফলতা লাভ করেন
ঘ যিনি নতুন কিছু করার চিন্তা করেন
১৬৮. রিফাতকে সফলতা লাভে সহায়তা করে- (উচ্চতর দক্ষতা)
র. কঠোর পরিশ্রম রর. নিজস্ব বুদ্ধিমত্তা ররর. সরকারি সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৯. বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লি.-এর প্রতিষ্ঠাতা কে?
জহুরুল ইসলাম খ স্যামসন এইচ চৌধুরী
গ আবুল কালাম আজাদ ঘ লুৎফা সানজিদা
১৭০. ইসলাম গ্রæপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
ক নায়েব আলী জহুরুল ইসলাম
গ আবুল কালাম আজাদ ঘ স্যামসন এইচ চৌধুরী
১৭১. ইস্টার্ন হাউজিং লিমিটেডের প্রতিষ্ঠাতা কে?
ক স্যামসন এইচ চৌধুরী খ আবুল কালাম আজাদ
জহুরুল ইসলাম ঘ তপন চৌধুরী
১৭২. নাভানা লি.-এর প্রতিষ্ঠাতা কে?
ক আফতাব আহমেদ খ স্যামসন এইচ চৌধুরী
জহুরুল ইসলাম ঘ আজাদ হক
১৭৩. স্যামসন এইচ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক ১৯২৫ ১৯২৬
গ ১৯২৭ ঘ ১৯২৯
১৭৪. স্যামসন এইচ চৌধুরী পণ্যের কোন দিকটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন?
ক পণ্যের মূল্য খ পণ্যের সাইজ
গুণগতমান ঘ মুনাফা
১৭৫. মাছরাঙ্গা টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন কে?
ক জহুরুল ইসলাম স্যামসন এইচ চৌধুরী
গ আবুল কালাম আজাদ ঘ নায়েব আলী
১৭৬. স্যামসন এইচ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
ক ২০১০ সালে খ ২০১১ সালে
২০১২ সালে ঘ ২০১৩ সালে
১৭৭. বিজনেস এক্সিকিউটিভ অব দি ইয়ার কে নির্বাচিত হয়েছিলেন?
ক জহুরুল ইসলাম স্যামসন এইচ চৌধুরী
গ নায়েব আলী ঘ শাহেদা বেগম
১৭৮. লিবার্টি জেন্টস টেইলার কোথায় অবস্থিত?
ক ঢাকা বরিশাল
গ খুলনা ঘ যশোর
১৭৯. রতœগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করে কোন প্রতিষ্ঠান?
ক চ্যানেল আই আজাদ প্রোডাক্টস
গ স্কয়ার গ্রæপ ঘ নাভানা লি.
১৮০. রতœগর্ভা মা অ্যাওয়ার্ড কেন দেয়া হয়?
ক মায়েদের মধ্যে আস্থা বৃদ্ধি করার জন্য
খ মায়েদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য
মায়েদের সম্মান বৃদ্ধি করার জন্য
ঘ মায়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য
১৮১. উদ্যোক্তা আবুল কালাম আজাদ তার ব্যবসায়ের শুরুতে কীভাবে দ্রæত সাড়া পেলেন?
দেশের নামকরা তারকাদের পোস্টার ও ভিউকার্ড তৈরি করে
খ মুক্তিযুদ্ধকালীন তোলা বিভিন্ন ছবি ছাপিয়ে
গ বাঘ ও হরিণের ছবি প্রকাশ করে
ঘ দেশের গণ্যমান্য ব্যক্তিদের ছবি ছাপিয়ে
১৮২. নায়েব আলী হাঁসের খামার গড়ে তোলেন কত সালে?
ক ২০০৭ খ ২০০৮
২০০৯ ঘ ২০১০
১৮৩. নায়েব আলীর দেখাদেখি তার এলাকায় কী গড়ে ওঠেছে?
ক মুরগির খামার হাঁসের খামার
গ কবুতরের খামার ঘ কায়েল পাখির খামার
১৮৪. জহুরুল ইসলামের জীবনী পাঠ করে নবীন উদ্যোক্তারা অনুশীলন করবে-
র. আত্মবিশ্বাস
রর. সততা
ররর. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
১৮৫. স্যামসন এইচ চৌধুরীর সাফল্যের ভিত্তি হলো-
র. ধৈর্য
রর. অধ্যবসায়
ররর. সততা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
১৮৬. স্যামসন এইচ চৌধুরী একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস গঠিত হয়-
র. চারজন উদ্যোক্তা মিলে
রর. মোট ১২ জন শ্রমিক নিয়ে
ররর. ৮২ হাজার টাকার মূলধন নিয়ে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৭. শাহিদা বেগমকে সাফল্য ও সম্মান এনে দিয়েছে-
র. দৃঢ় মনোবল রর. সৃজনশীলতা
ররর. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৮. লুৎফা সানজিদা প্রশিক্ষণ দেন-
র. প্রতিবন্ধী নারীদের রর. শিক্ষিত নারীদের
ররর. নির্যাতিত নারীদের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৯. নায়েব আলীর ব্যবসায়ে সফলতা লাভের কারণ-
র. অনুক‚ল পরিবেশ
রর. প্রাকৃতিক খাবারের সহজলভ্যতা
ররর. ধৈর্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও :
অফুরন্ত উদ্যম ও সাহস নিয়ে স্যামসন এইচ চৌধুরী ওষুধ উৎপাদন করেন। তার উদ্ভাবিত ওষুধের গুণগত মান ছিল উন্নত।
১৯০. স্যামসন এইচ চৌধুরীর ওষুধের গুণগত মান ছিল উন্নত। এটি কোন গুণের বহিঃপ্রকাশ?
সততা খ অধ্যবসায়ী
গ পরিশ্রমী ঘ উদ্যমী
১৯১. সামসন এইচ চৌধুরীর পুঁজি বলতে ছিল-
র. উদ্যম রর. প্রচুর অর্থ
ররর. সাহস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯২. উদ্যোক্তাগণÑ (অনুধাবন)
র. উদ্যোগ গ্রহণ করেন
রর. অর্থনৈতিক উন্নয়নে ভ‚মিকা রাখেন
ররর. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৩. পিতার পেশা উদ্যোগ গ্রহণে সহায়তা করেছেÑ (অনুধাবন)
র. আবুল কালাম আজাদকে
রর. জহুরুল ইসলামকে
ররর. স্যামসন এইচ চৌধুরীকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৪. জনহিতকরণ কাজে অবদান রাখেনÑ (অনুধাবন)
র. জহুরুল ইসলাম রর. লুৎফা সানজিদা
ররর. স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৫. জনাব জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরী ছিলেনÑ (অনুধাবন)
র. সৃজনশীল রর. পরিশ্রমী
ররর. জনহিতৈষী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৬. সফল নারী উদ্যোক্তা হলেনÑ (অনুধাবন)
র. শাহিদা বেগম রর. সাহেরা খাতুন
ররর. লুৎফা সানজিদা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৭. ১২০০ টাকার কম পুঁজি নিয়ে প্রথম ব্যবসায় শুরু করেনÑ (অনুধাবন)
র. লুৎফা সানজিদা
রর. আবুল কালাম আজাদ
ররর. নায়েব আলী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৮. সামির সফল উদ্যোক্তার জীবনী পড়লেন। এ থেকে তিনি বুঝতে পারেন সফল উদ্যোক্তা হতে হলে থাকা প্রয়োজনÑ (প্রয়োগ)
র. ধৈর্য রর. সততা ররর. পর্যাপ্ত পুঁজি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৯. সফল উদ্যোক্তাদের জীবনী সহায়তা করেÑ (অনুধাবন)
র. নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে
রর. সঠিক পথ প্রদর্শনে
ররর. ব্যবসায়ের পুঁজি সংগ্রহে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০০. প্রত্যেক উদ্যোক্তার সাফল্যের পেছনে রয়েছেÑ (অনুধাবন)
র. কঠোর পরিশ্রম রর. অধ্যবসায়
ররর. প্রাতিষ্ঠানিক শিক্ষা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০১. জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরী অবদান রেখেছেনÑ (অনুধাবন)
র. স্বাস্থ্য খাতে রর. কৃষি খাতে
ররর. গার্মেন্টস খাতে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০২ ও ২০৩ নং প্রশ্নের উত্তর দাও :
আলো লাইব্রেরি থেকে বিভিন্ন রকম ভিউ কার্ড কিনল। প্রতিটি কার্ডে ছোট করে লেখা ছিল ‘আজাদ প্রোডাক্টস’।
২০২. আলো যে প্রতিষ্ঠানটির কার্ড ক্রয় করেছে সে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে? (প্রয়োগ)
ক আজাদ আব্দুল্লাহ আবুল কালাম আজাদ
গ জহুরুল ইসলাম ঘ শাহিদা বেগম
২০৩. উল্লিখিত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার মতো উদ্যোক্তা হলেনÑ (উচ্চতর দক্ষতা)
র. মোহাম্মদ আলী রর. নায়েব আলী
ররর. জহুরুল ইসলাম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর