চতুর্থ অধ্যায়
মালিকানার ভিত্তিতে ব্যবসায়
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?
ক অংশীদারি একমালিকানা গ সমবায় ঘ যৌথ মূলধনী
২. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংকট দেখা দেয়?
ক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে খ চুক্তি লিখিত না হলে
গ মুনাফা কম হলে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রসুলপুর গ্রামের দরিদ্র গৃহবধূরা নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য একটি সমিতি গঠন করেন। স্থানীয় এনজিও থেকে কিছু ঋণ নিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরি করে শহরে বিক্রয় করেন। একদিন তাদেরই একজন সদস্য শহরে পণ্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়লে সম্পূর্ণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হলেও পরবর্তীতে সকলে একনিষ্ঠভাবে কাজ করে তাদের উন্নয়নের ধারা বজায় রাখেন।
৩. উদ্দীপকে উল্লিখিত সমিতিটি কোন সমিতির অন্তর্ভুক্ত?
বিত্তহীন খ ভ‚মিহীন গ ব্যবসায়ী ঘ কৃষি
৪. উল্লিখিত সমিতিটি সফল হওয়ার কারণÑ
র. পারস্পরিক আস্থা
রর. সহযোগিতাপূর্ণ মনোভাব
ররর. গণতান্ত্রিক মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫. নিবন্ধনবিহীন অংশীদারি ব্যবসায় সংগঠন কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না?
১০০ খ ৫০০
গ ১০০০ ঘ ২০০০
৬. শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন?
১৮ বছরের ঊর্ধ্বে খ ১৯ বছরের ঊর্ধ্বে
গ ২০ বছরের ঊর্ধ্বে ঘ ২১ বছরের ঊর্ধ্বে
ভ‚মিকা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? (জ্ঞান)
ক জনকল্যাণ খ সামাজিক কল্যাণ
মুনাফা অর্জন ঘ কর্মসংস্থান
৮. মুনাফা অর্জনের উদ্দেশ্য বিভিন্ন প্রকার পণ্য-দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
ব্যবসায় খ শিল্প
গ বাণিজ্য ঘ প্রত্যক্ষ সেবা
৯. ব্যবসায় কী ধরনের কর্মকাণ্ডের সমষ্টি? (জ্ঞান)
ক উৎপাদনমূলক খ বণ্টনমূলক
বৈধ অর্থনৈতিক ঘ সকল অর্থনৈতিক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০. ব্যবসায়ের আওতাভুক্ত হলোÑ (অনুধাবন)
র. পণ্যদ্রব্য উৎপাদন করা
রর. পণ্যদ্রব্য বণ্টন করা
ররর. পণ্যদ্রব্য ভোগ করা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১. বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠন সৃষ্টি হওয়ার কারণÑ (অনুধাবন)
র. মালিকানা
রর. ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা
ররর. ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১২. ব্যবসায় সংগঠনগুলোর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়Ñ (অনুধাবন)
র. উদ্দেশ্যের ভিত্তিতে
রর. বৈশিষ্ট্যের ভিত্তিতে
ররর. কার্যক্ষেত্রের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৩. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের শ্রেণিবিভাগ হলোÑ (অনুধাবন)
র. একমালিকানা ব্যবসায়
রর. অংশীদারি ব্যবসায়
ররর. সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪. ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে কেন? (অনুধাবন)
মানুষের চাহিদা পূরণে খ রাজনীতি করতে
গ জুলুম করতে ঘ বিক্রয় করতে
১৫. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় কোনটিতে? (জ্ঞান)
ক আইনগত বাধ্যবাধকতা খ পরিচালনা
গ বিলোপসাধন উদ্দেশ্য
১৬. বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠনকে কিসের ভিত্তিতে ভাগ করা যায়? (অনুধাবন)
ক অভিজ্ঞতার ভিত্তিতে খ মূলধনের ভিত্তিতে
মালিকানার ভিত্তিতে ঘ সুনামের ভিত্তিতে
একমালিকানা ব্যবসায়ের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭. একমালিকানা ব্যবসায়ের মালিক কত জন? (জ্ঞান)
এক খ দুই গ তিন ঘ চার
১৮. একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় কী বলে? (জ্ঞান)
একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ ক্ষুদ্র ব্যবসায় ঘ রাষ্ট্রীয় ব্যবসায়
১৯. পৃথিবীতে সর্বপ্রথম কোন ধরনের ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল? (জ্ঞান)
ক অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায়
গ সমবায় সমিতি ঘ কোম্পানি সংগঠন
২০. মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন যোগাড় করে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে তখন তাকে কী বলে? (জ্ঞান)
ক অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায়
গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি
২১. কোন ব্যবসায়ের গঠন সবচেয়ে সহজ? (অনুধাবন)
একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ সমবায়
২২. একমালিকানা কারবারের আয়তন কিরূপ? (অনুধাবন)
ক বৃহৎ খ মাঝারি ক্ষুদ্র ঘ অতিবৃহৎ
২৩. পৌরসভা এলাকায় হস্তশিল্পের দোকান স্থাপনের জন্য কোনটি প্রয়োজন হবে? (প্রয়োগ)
ক লবিং খ রাজনৈতিক পরিচয়
ট্রেড লাইসেন্স ঘ অধিক পুঁজি
২৪. ট্রেড লাইসেন্স সরবরাহ করে কে? (জ্ঞান)
ক ইউনিয়ন কর্তৃপক্ষ খ জেলা কর্তৃপক্ষ
পৌর কর্তৃপক্ষ ঘ মন্ত্রী
২৫. রহমান একটি চায়ের দোকান দিতে চান। চায়ের দোকানটি কোন ধরনের সংগঠন? (প্রয়োগ)
একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ রাষ্ট্রীয়
২৬. সবজির দোকানের মালিকানার ধরন কিরূপ? (উচ্চতর দক্ষতা)
একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ রাষ্ট্রীয়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭. সাধারণভাবে একমালিকানা বলা হয় যখন একজন ব্যক্তির মালিকানায় কোনো ব্যবসায় প্রতিষ্ঠানÑ (অনুধাবন)
র. প্রতিষ্ঠিত হয় রর. পরিচালিত
ররর. নিয়ন্ত্রিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৮. একমালিকানা ব্যবসায় একটিÑ (অনুধাবন)
র. প্রাচীন ব্যবসায় রর. জনপ্রিয় ব্যবসায়
ররর. বৃহদায়তন ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৯. আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানই একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে ওঠেছে। এর পিছনে কারণ হলো (উচ্চতর দক্ষতা)
র. এটি জীবিকা অর্জনের সহজ উপায়
রর. স্বল্প পুঁজিতে এরূপ ব্যবসায় গড়ে তোলা যায়
ররর. দ্রæত বড়লোক হওয়ার সহজ উপায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩০. একমালিকানা ব্যবসায়ে কর্মচারী নিয়োগ করা যায় (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের চাহিদা বৃদ্ধি পেলে রর. কার্যক্রম বৃদ্ধি পেলে
ররর. মুনাফার পরিমাণ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩১. আমাদের দেশে যেসব ব্যবসায় একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত সেগুলো হলো (অনুধাবন)
র. চায়ের দোকান রর. মুদি দোকান ররর. সবজি দোকান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য? (অনুধাবন)
একমালিকানা খ অংশীদারি গ যৌথ মূলধনী ঘ সমবায়
৩৩. নিজস্ব অর্থসংস্থান কোন ব্যবসায়ের বৈশিষ্ট্য? (জ্ঞান)
ক যৌথ মূলধনী খ সমবায় গ অংশীদারি একমালিকানা
৩৪. একমালিকানা ব্যবসায়ের গঠন সহজ কেন? (অনুধাবন)
ক ঝুঁকি মালিক বহন করে আইনগত ঝামেলা কম
গ ক্ষুদ্র আকার ঘ স্বল্প মূলধন
৩৫. আইনগত ঝামেলা সবচেয়ে কম থাকে কোন ধরনের ব্যবসায়ে? (জ্ঞান)
ক সমবায় সমিতি খ অংশীদারি
একমালিকানা ব্যবসায় ঘ রাষ্ট্রীয় ব্যবসায়
৩৬. একমালিকানা ব্যবসায়ে মূলধন যোগান দেন কে? (জ্ঞান)
ক সরকার মালিক গ কর্মচারী ঘ বিদেশি
৩৭. ক্ষুদ্র পরিসর ও স্বল্প মূলধন নিয়ে কোন ব্যবসায় গড়ে ওঠে? (জ্ঞান)
একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ পাবলিক লিমিটেড কোম্পানি ঘ প্রাইভেট লিমিটেড কোম্পানি
৩৮. একমালিকানা ব্যবসায়ে ঝুঁকি বহন করে কে? (জ্ঞান)
ক সরকার মালিক গ কর্মচারী ঘ ভোক্তা
৩৯. একমালিকানা ব্যবসায়ের ঝুঁকি কীভাবে মালিক বহন করেন? (অনুধাবন)
ক দ্বৈতভাবে খ সবাই মিলে গ রাষ্ট্রীয়ভাবে এককভাবে
৪০. পৃথক সত্তা নেই কোন ব্যবসায়ের? (জ্ঞান)
ক অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায়
গ রাষ্ট্রীয় ব্যবসায় ঘ সমবায় ব্যবসায়
৪১. কার চোখে একমালিকানা ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই? (জ্ঞান)
ক সরকারের খ মালিকের গ পরিচালকের আইনের
৪২. একমালিকানা ব্যবসায় মালিক ও ব্যবসায়ের সম্পর্ক কীরূপ? (অনুধাবন)
ক আলাদা খ ভিন্ন গ বিচ্ছিন্ন অভিন্ন
৪৩. কোন ব্যবসায়ের দায় অসীম? (জ্ঞান)
ক রাষ্ট্রীয় ব্যবসায় খ সমবায় সমিতি
গ অংশীদারি একমালিকানা
৪৪. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল? (জ্ঞান)
ক সরকারের মালিকের গ নেতার ঘ আইনের
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৫. একমালিকানা ব্যবসায়ের মালিক যেসব ভ‚মিকা রাখে তা হলো (অনুধাবন)
র. পরিচালক রর. অর্থের যোগানদাতা
ররর. সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৪৬. আলম রহমান শ্যাম বাজারে একটি কাপড়ের দোকান স্থাপন করলেন। তিনি একাই ভোগ করবেন (প্রয়োগ)
র. মুনাফা রর. ক্ষতি ররর. ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৪৭. রবিউল স্বল্প পুঁজি নিয়ে সবজি ব্যবসায় শুরু করেন। তার ব্যবসায়ে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে তা হলো (প্রয়োগ)
র. সহজ গঠন রর. স্বল্প মূলধন ররর. অসীম দায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৪৮. একমালিকানা ব্যবসায়ের মালিক মূলধন সংগ্রহ করতে পারেনÑ (অনুধাবন)
র. নিজস্ব সঞ্চয় দিয়ে রর. আত্মীয়স্বজন থেকে ধার করে
ররর. ব্যাংক থেকে ঋণ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৪৯. একমালিকানা ব্যবসায়ের দায় পরিশোধিত হয় যেভাবে (উচ্চতর দক্ষতা)
র. ব্যক্তিগত সঞ্চয় থেকে রর. ব্যক্তিগত সম্পদ থেকে
ররর. ব্যবসায়ের সম্পদ থেকে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. আইন সৃষ্ট প্রতিষ্ঠান রর. মালিকের স্বাধীনতা
ররর. একক ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৫১. শফিক মিয়া একটি মনিহারির দোকান দিয়েছেন। তার ওপর নির্ভর করবেÑ (প্রয়োগ)
র. দোকান চালু রাখা রর. দোকান স¤প্রসারণ করা
ররর. দোকান বন্ধ রাখা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫২. কুলসুম নকশিকাঁথা বিক্রির জন্য দোকান স্থাপন করতে চান। এজন্য তাকে পোহাতে হবে (প্রয়োগ)
র. আইনগত ঝামেলা রর. মূলধনগত ঝামেলা
ররর. পরিচালনাগত ঝামেলা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
রতœা একটি বুটিক শপ স্থাপন করলেন। তার কাপড়ের মান ভালো হওয়ায় এবং ক্রেতাদের সাথে তার সুন্দর আচরণের জন্য তার ব্যবসায় স্বল্প সময়ের মধ্যেই সাফল্য লাভ করেছে।
৫৩. ‘বুটিক শপ’ কোন ধরনের ব্যবসায়ের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায়
গ সমবায় ব্যবসায় ঘ রাষ্ট্রীয় ব্যবসায়
৫৪. ব্যবসায়ের মালিক হিসেবে রতœাকে গ্রহণ করতে হবেÑ (উচ্চতর দক্ষতা)
র. লোকসান রর. দায় ররর. ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৫. একমালিকানা ব্যবসায় বৃহদায়তন ব্যবসায় টিকে আছে কীভাবে? (উচ্চতর দক্ষতা)
ক জালিয়াতি করে প্রতিযোগিতা করে
গ জোর করে ঘ দয়া করে
৫৬. আত্মকর্মসংস্থানের জন্য সবচেয়ে উপযোগী ব্যবসায় সংগঠন কোনটি? (অনুধাবন)
একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ কোম্পানি ব্যবসায় ঘ রাষ্ট্রীয় ব্যবসায়
৫৭. সোখিনা বাঁশ ও বেতের শিল্পকর্মে পারদর্শী। তার জন্য কোন ধরনের ব্যবসায় সংগঠন সবচেয়ে উপযুক্ত? (প্রয়োগ)
ক অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায়
গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি
৫৮. কোনটির ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত? (অনুধাবন)
ক রিয়েল এস্টেট খ ফাইন্যান্সিয়াল
মৃৎশিল্প ঘ চামড়া শিল্প
৫৯. নিচের কোনটি কম ঝুঁকির ব্যবসায়? (অনুধাবন)
ক সবজির দোকান খ খাবারের দোকান
চালের দোকান ঘ ফার্নিচারের দোকান
৬০. আশিকুর রহমান একটি ওষুধের দোকান দিতে চায়। দোকানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? (প্রয়োগ)
একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ যৌথ মূলধনী
৬১. কোনটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় সংগঠন? (জ্ঞান)
ক চায়ের দোকান খ জুয়েলারি দোকান
গ কাপড়ের দোকান ওষুধের দোকান
৬২. কোনটি একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র? (অনুধাবন)
রেস্টুরেন্ট খ পাঁচ তারকা হোটেল
গ কয়লা উত্তোলন ঘ ইস্পাত তৈরি
৬৩. পচনশীল পণ্যের জন্য উপযোগী ব্যবসায় কোনটি? (জ্ঞান)
একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ সমবায়
৬৪. শাকসবজি ও ফলমূলের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় উপযুক্ত? (অনুধাবন)
ক অংশীদারি একমালিকানা
গ পারিবারিক ব্যবসায় ঘ সমবায়
৬৫. পেশাভিত্তিক ব্যবসায় কোনটি? (জ্ঞান)
ডাক্তারি খ রেস্টুরেন্ট
গ চায়ের দোকান ঘ শাকসবজির দোকান
৬৬. নিচের কোনটি পেশাভিত্তিক ব্যবসায়? (অনুধাবন)
ক ওষুধের দোকান খ দর্জির দোকান
আইন ব্যবসায় ঘ মিষ্টির দোকান
৬৭. পেশাদারী ব্যবসায়ের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযুক্ত? (জ্ঞান)
ক অংশীদারি খ সমবায় গ কোম্পানি একমালিকানা
৬৮. নিচের কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত? (অনুধাবন)
বিউটি পার্লার খ চালের দোকান
গ চিত্রকর্মের দোকান ঘ ছবি তোলার দোকান
৬৯. পরিবর্তনশীল রুচি ও চাহিদার পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় সবচেয়ে উপযুক্ত? (জ্ঞান)
একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি
৭০. ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়? (জ্ঞান)
একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ যৌথ মূলধনী ব্যবসায় ঘ সমবায় সমিতি
৭১. দর্জিগিরি, ফটোগ্রাফি প্রভৃতিতে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে বিধায় কোন ভিত্তিতে এরূপ ব্যবসায় স্থাপন উপযোগী? (অনুধাবন)
একমালিকানার ভিত্তিতে খ অংশীদারির ভিত্তিতে
গ সমবায়ের ভিত্তিতে ঘ যৌথ মালিকানার ভিত্তিতে
৭২. এ্যানি চৌধুরী একজন চিত্রশিল্পী। তার জন্য উপযুক্ত ব্যবসায় সংগঠন কোনটি? (প্রয়োগ)
একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ রাষ্ট্রীয়
৭৩. কৃষিপণ্যের জন্য উপযোগী ব্যবসায় কোনটি? (জ্ঞান)
একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ কোম্পানি
৭৪. কল্পনা রানি এলেঙ্গা কলেজের সামনে বই খাতার দোকান দিলেন। দোকানটির মালিকানার ধরন কোন ধরনের? (জ্ঞান)
ক যৌথ মূলধনী খ অংশীদারি
একমালিকানা ঘ সমবায় সমিতি
৭৫. মুন্নী একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। তার ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
ক অংশীদারি একমালিকানা
গ রাষ্ট্রীয় ঘ কোম্পানি সংগঠন
৭৬. বাংলাদেশে মোট ব্যবসায় সংগঠনের শতকরা কত ভাগেরও বেশি একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত? (জ্ঞান)
ক ৯০ ভাগের ৮০ ভাগের গ ৭০ ভাগের ঘ ৬০ ভাগের
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৭. একমালিকানা ব্যবসায় জনপ্রিয় কারণ (অনুধাবন)
র. অনন্য বৈশিষ্ট্যের জন্য রর. অসীম দায়ের জন্য
ররর. অনন্য সুবিধার জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৮. স্বল্প মূলধন নিয়ে যেসব একমালিকানা ব্যবসায় গঠন করা যায় সেগুলো হলো (অনুধাবন)
র. পানের দোকান রর. সবজির দোকান
ররর. ওষুধের দোকান
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৯. একমালিকানা ব্যবসায় পরিচালনা করা সম্ভব যেসব ক্ষেত্রে, তা হলো (অনুধাবন)
র. বিউটি পার্লার রর. সেলুন ররর. রেস্টুরেন্ট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৮০. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো হলোÑ (অনুধাবন)
র. স্থানীয় চাহিদার পণ্য রর. দ্রæত পরিবর্তনশীল চাহিদার পণ্য
ররর. পচনশীল পণ্যের ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৮১. একমালিকানা ব্যবসায়ের জন্য খুবই উপযোগী ( উচ্চতর দক্ষতা)
র. বহুদিন ধরে স্থায়ী হয় এমন পণ্য
রর. প্রতিনিয়ত রুচি ও ফ্যাশন পরিবর্তন হয় এমন পণ্য
ররর. ব্যক্তি শিল্পকর্মের যোগসূত্র রয়েছে এমন পণ্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৮২. মি. আবিরের বেইলী স্টার মার্কেটে দুটি স্বর্ণের দোকান আছে। তার জন্য একমালিকানা ব্যবসায় উপযুক্ত। কারণ (উচ্চতর দক্ষতা)
র. এ ব্যবসায়ে আবিরের প্রত্যক্ষ তদারকি অপরিহার্য
রর. এ ধরনের ব্যবসায় কম ঝুঁকি রয়েছে বলে
ররর. এ ধরনের ব্যবসায়ে ব্যক্তিক শিল্পকর্মের যোগসূত্র রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৩. একমালিকানা ব্যবসায় শুরু করা যায় (অনুধাবন)
র. স্বল্প মূলধন নিয়ে রর. স্বল্প পরিসরে
ররর. যেকোনো সময়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৮৪. বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজন (উচ্চতর দক্ষতা)
র. সহজ ঋণ ব্যবস্থা রর. সরকারি সহযোগিতা
ররর. একমালিকানায় উদ্বুদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকায় মি. সাজ্জাদের ‘স্বপ্ন এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বর্তমানে মোবাইল ফোনের কলরেট হ্রাসের কারণে প্রতিষ্ঠানটির উপার্জনের পরিমাণ হ্রাস পেয়েছে।
৮৫. মি. সাজ্জাদের ব্যবসায়টির ধরন কিরূপ? (প্রয়োগ)
ক উৎপাদন প্রতিষ্ঠান খ ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান
সেবাদানকারী প্রতিষ্ঠান ঘ বাণিজ্য সহায়ক প্রতিষ্ঠান
৮৬. মি. সাজ্জাদ যদি ব্যবসায়টি চালিয়ে যেতে চান তবে তার জন্য কোনটি যুক্তিযুক্ত হবে? (উচ্চতর দক্ষতা)
ক সেবা মান উন্নয়ন খ ইন্টারনেট সংযোগ গ্রহণ
সেবা প্রদানের চার্জ হ্রাসকরণ ঘ নতুন গ্রাহক খুঁজে বের করা
অংশীদারি ব্যবসায়ের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৭. ব্যবসায়ের পরিধি বৃদ্ধির জন্য কোন ধরনের ব্যবসায়ের উদ্ভব হয়? (জ্ঞান)
ক একমালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায়
গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি
৮৮. একাধিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি ও সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে ওঠে তাকে কী বলে? (জ্ঞান)
ক একমালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায়
গ সমবায় ব্যবসায় ঘ রাষ্ট্রীয় ব্যবসায়
৮৯. দায়িত্ব বিভাজন কোন ধরনের ব্যবসায়ে সমস্যার সৃষ্টি করে? (অনুধাবন)
ক সমবায় সমিতি খ একমালিকানা ব্যবসায়
অংশীদারি ব্যবসায় ঘ কোম্পানি সংগঠন
৯০. মিলি ও লিলি একসাথে ব্যবসায় করতে চান। তাদের জন্য উপযোগী ব্যবসায় কোনটি হবে? (প্রয়োগ)
ক একমালিকানা অংশীদারি গ সমবায় ঘ কোম্পানি
৯১. অংশীদারি ব্যবসায়ের সদস্যরা কীভাবে মিলিত হন? (অনুধাবন)
ক জোরপূর্বক স্বেচ্ছায়
গ বল প্রয়োগে ঘ দুর্নীতির মাধ্যমে
৯২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়–য়া ১০ জন ছাত্র চুক্তিবদ্ধ হয়ে সাভার সুপার মার্কেটে একটি জুতার দোকান দিল। ছাত্রদের সংগঠনটি কী প্রকৃতির? (প্রয়োগ)
ক ব্যাংকিং অংশীদারি সংগঠন সাধারণ অংশীদারি সংগঠন
গ যৌথ মূলধনী কোম্পানি ঘ সমবায় সমিতি
৯৩. রাজু ও সাজু তাদের ব্যবসায়ের চুক্তি নিবন্ধন করতে চান। এটি কত সালের আইন অনুসারে হবে? (প্রয়োগ)
১৯৩২ খ ১৯৯৪ গ ১৯০৭ ঘ ১৯০৮
৯৪. “সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে।” এ সংজ্ঞাটি কত আইন মতে দেওয়া হয়েছে? (জ্ঞান)
ক ১৯১৩ সালের কোম্পানি আইনের ৪ ধারা মতে
১৯৩২ সালের অংশীদারি আইনের ৪ ধারা মতে
গ ১৯৮৪ সালের অংশীদারি আইনের ৪ ধারা মতে
ঘ ১৯১৪ সালের কোম্পানি আইনের ৪ ধারা মতে
৯৫. অংশীদারি ব্যবসায়ের কত ধারায় অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে? (জ্ঞান)
৪ ধারায় খ ৫ ধারায় গ ৬ ধারায় ঘ ১৩ ধারায়
৯৬. অংশীদারি সম্পর্ক সৃষ্টিকারীকে কী বলা হয়? (জ্ঞান)
ক দালাল খ নাবালক অংশীদার ঘ মোড়ল
৯৭. ব্যবসায় পরিবারের দ্বিতীয় সদস্য কোনটি? (জ্ঞান)
ক একমালিকানা অংশীদারি গ যৌথ মূলধনী ঘ রাষ্ট্রীয়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৮. অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটে (অনুধাবন)
র. ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়ার জন্য
রর. একমালিকানার সীমাবদ্ধ কাটানোর জন্য
ররর. মূলধন সমস্যার সমাধান ঘটানোর জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯৯. অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটার কারণ (অনুধাবন)
র. মূলধনের যোগান
রর. ব্যক্তিগত সামর্থ্যরে সীমাবদ্ধতার অবসান
ররর. বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ-সুবিধা ভোগ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১০০. অংশীদারি ব্যবসায় পরিচালিত হতে পারে (উচ্চতর দক্ষতা)
র. সকলের দ্বারা রর. সকলের পক্ষে একজনের দ্বারা
ররর. সরকার দ্বারা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অংশীদারি ব্যবসায়ের গঠন
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০১. অংশীদারি ব্যবসায় গঠিত হয় কেন? (অনুধাবন)
মুনাফা অর্জনের জন্য খ সেবা প্রদানের জন্য
গ দান-খয়রাতের জন্য ঘ সামাজিক উন্নয়নের জন্য
১০২. আইনগত জটিলতা ভোগ করতে হয় না কোন ধরনের ব্যবসায় সংগঠনে? (জ্ঞান)
ক কোম্পানি সংগঠন খ সমবায় সমিতি
গ রাষ্ট্রীয় ব্যবসায় অংশীদারি ব্যবসায়
১০৩. নিচের কোনটির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠন করা হয়? (অনুধাবন)
ক আইনের মাধ্যমে চুক্তির মাধ্যমে
গ ব্যক্তিগত উদ্যোগে ঘ রাষ্ট্রীয়ভাবে
১০৪. চুক্তি থেকে কী সম্পর্ক সৃষ্টি হয়? (জ্ঞান)
অংশীদারি সম্পর্ক খ ব্যক্তিগত সম্পর্ক
গ দেনা-পাওনা সম্পর্ক ঘ দাতা-গ্রহিতা সম্পর্ক
১০৫. জনাব হারুন অংশীদারি ব্যবসায় গঠনের জন্য আগ্রহী। এজন্য তাকে কমপক্ষে কতজন ব্যক্তির মধ্যে চুক্তি সম্পাদন করতে হবে? (প্রয়োগ)
২ খ ৪ গ ৬ ঘ ৮
১০৬. অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কী? (জ্ঞান)
চুক্তি খ অর্থ গ সম্পর্ক ঘ কর্মী
১০৭. অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য কোথা থেকে লাইসেন্স সংগ্রহ করা যায়? (জ্ঞান)
ক রাজস্ব ভবন খ শেয়ারবাজার
সিটি কর্পোরেশন ঘ ডাক বিভাগ
১০৮. অংশীদারি ব্যবসায় শুরু করতে কী প্রয়োজন? (জ্ঞান)
ট্রেড লাইসেন্স খ চুক্তিপত্র
গ বৈদেশিক অনুদান ঘ দেশীয় অনুদান
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৯. মূলত অংশীদারি ব্যবসায় বলতে বোঝায় (অনুধাবন)
র. দুই বা ততোধিক ব্যক্তির মুনাফা অর্জনের সংগঠন
রর. অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক
ররর. সব অংশীদার স্বতন্ত্র
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১০. একমালিকানা ব্যবসায়ের সাথে অংশীদারি ব্যবসায়ের যেসব ক্ষেত্রে মিল রয়েছে সেগুলো হলো (অনুধাবন)
র. সদস্য সংখ্যা রর. সহজ গঠন ররর. আইনগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১১১. অংশীদারদের মধ্যে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, বিরোধ এবং মামলা এড়ানোর জন্য চুক্তি হওয়া উচিত (অনুধাবন)
র. অলিখিত রর. লিখিত ররর. নিবন্ধিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১১২. ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় (প্রয়োগ)
র. সিটি কর্পোরেশন রর. পৌরসভা
ররর. থানা থেকে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও :
মি. বিজয় ও মি. সুজায় দুজনে জমানো টাকা দিয়ে একটি দেশীয় ফ্যাশন হাউস চালুর উদ্যোগ নিলেন। ব্যবসায়ের আইনগত সুবিধা পাওয়ার জন্য তারা লাইসেন্সও সংগ্রহ করলেন।
১১৩. মি. বিজয় ও মি. সুজয় কোন ধরনের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত? (প্রয়োগ)
ক কোম্পানি সংগঠন খ হোল্ডিং
অংশীদারি ঘ জয়েন্ট ভেনচার
১১৪. মি. বিজয় ও মি. সুজয় যেসব জায়গা থেকে লাইসেন্স সংগ্রহ করতে পারে, তা হলো (উচ্চতর দক্ষতা)
র. রাজস্ব ভবন রর. সিটি কর্পোরেশন
ররর. পৌরসভা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৫. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
ক ৩টি ৫টি গ ৭টি ঘ ১০টি
১১৬. একমালিকানা থেকে অংশীদারি ব্যবসায় কোনটির জন্য আলাদা? (জ্ঞান)
ক সৌন্দর্য বৈশিষ্ট্য গ স্থান ঘ আবেদন
১১৭. অংশীদারি ব্যবসায় কিসের মাধ্যমে শুরু করতে পারে? (জ্ঞান)
ক দেশীয় অনুদানের মাধ্যমে খ বিদেশি অনুদানের মাধ্যমে
গ ট্রেড লাইসেন্সের মাধ্যমে মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে
১১৮. অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্যসংখ্যা কত? (জ্ঞান)
ক ৫ জন খ ১০ জন ২০ জন ঘ ৩০ জন
১১৯. ব্যাংকি অংশীদারিত্বে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
ক ২ জন খ ৫ জন ১০ জন ঘ ২০ জন
১২০. নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হিসেবে কাজ করে? (অনুধাবন)
ক নিবন্ধনপত্র খ কার্যারম্ভপত্র চুক্তিপত্র ঘ উদ্বৃত্তপত্র
১২১. রতœা, রিতু ও রিদি মিলে বেনারশি শাড়ির ব্যবসায় শুরু করল। তাদের ব্যবসায় কিসের ভিত্তিতে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে? (জ্ঞান)
ক অংশীদারদের ইচ্ছার ভিত্তিতে খ আইনের ভিত্তিতে
চুক্তির ভিত্তিতে ঘ আওতার ভিত্তিতে
১২২. লায়লা ও শায়লা চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠন করলেন। তাদের ব্যবসায়ের মূলধন কীভাবে সংগৃহীত হবে? (প্রয়োগ)
চুক্তি অনুসারে খ আইনানুসারে গ সমহারে ঘ অসমহারে
১২৩. মিম ও মুমু সমঅংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ১,২৫,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করল। মুমুর পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধনস্বরূপ গণ্য হবে। মুমু শতকরা কত ভাগ মুনাফা পাবে? (প্রয়োগ)
ক শতকরা ৩০ ভাগ শতকরা ৫০ ভাগ
গ শতকরা ৬৩ ভাগ ঘ শতকরা ৭৫ ভাগ
১২৪. পিয়াল ও পরশ একটি অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য। তাদের প্রতিবেশি বন্ধু পিয়াশ অংশীদার হতে চায়। পিয়াশ অংশীদার হতে পারে কিসের ভিত্তিতে? (প্রয়োগ)
চুক্তির ভিত্তিতে খ সামাজিক মর্যাদার ভিত্তিতে
গ প্রতিবেশি সম্পর্কের ভিত্তিতে ঘ বন্ধু সম্পর্কের ভিত্তিতে
১২৫. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কিসের প্রয়োজন হবে? (অনুধাবন)
ক দক্ষতার খ অভিজ্ঞতার
গ সুনামের অংশীদারদের সম্মতির
১২৬. অংশীদারি ব্যবসায়ের দায় কেমন? (জ্ঞান)
ক সীমিত অসীম গ বয়স ভিত্তিক ঘ চুক্তি অনুযায়ী
১২৭. নিচের কোনটির ওপর ভিত্তি করে অংশীদারি ব্যবসায় গড়ে ওঠে? (অনুধাবন)
ক আইনের প্রতি শ্রদ্ধা রেখে খ উদ্যোগের ওপর
গ নিবন্ধনের ওপর ভিত্তি করে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর
১২৮. অংশীদারি ব্যবসায়ের সফলতা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
ক মূলধনের ওপর খ শিক্ষাগত যোগ্যতার ওপর
পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ঘ সুনামের ওপর
১২৯. অংশীদারি ব্যবসায়ের কোন ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই? (জ্ঞান)
ক সদস্য সংখ্যা খ পরিচালনা গ চুক্তি নিবন্ধন
১৩০. অংশীদারি ব্যবসায়ের আইনগত সত্তা হিসেবে নিচের কোনটি সঠিক তথ্য? (অনুধাবন)
ক আইনগত সত্তা আছে খ পৃথক সত্তা আছে
পৃথক আইনগত সত্তা নেই ঘ কৃত্রিম সত্তা আছে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩১. চুক্তিবদ্ধ সম্পর্কের আলোকেই অংশীদারি ব্যবসায়Ñ (অনুধাবন)
র. গঠিত হয় রর. পরিচালিক হয়
ররর. নিয়ন্ত্রিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩২. অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে (অনুধাবন)
র. লিখিত রর. নিবন্ধিত ররর. মৌখিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩৩. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলোÑ (অনুধাবন)
র. লাভ-লোকসান বণ্টন রর. সীমাহীন দায়
ররর. সসীম দায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৪. অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে হলে অবশ্যই (উচ্চতর দক্ষতা)
র. অর্থ সরবরাহ করতে হবে রর. চুক্তির দ্বারা আবদ্ধ হতে হবে
ররর. সাবালক ও সুস্থ ব্যক্তি হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৫. অংশীদারি ব্যবসায়Ñ (অনুধাবন)
র. একমালিকানার ব্যবসায়ের মতোই প্রাচীন
রর. পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে
ররর. নিবন্ধনের মাধ্যমে আইনগত সত্তা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৬. অংশীদারি ব্যবসায় গঠিত হয় যে ভিত্তির ওপর নির্ভর করে (উচ্চতর দক্ষতা)
র. পারস্পরিক আস্থা রর. পারস্পরিক বিশ্বাস
ররর. ঘৃণা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৭. অলি ও হাবিব একটি অংশীদারি ব্যবসায় সংগঠন করতে চায়। তাদের ব্যবসায়ের ভিত্তি হতে পারে (প্রয়োগ)
র. পারস্পরিক আস্থার ভিত্তিতে রর. পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে
ররর. বিনোয়োজিত মূলধনের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৮. অংশীদারি ব্যবসায়ের (অনুধাবন)
র. ভিত্তি চুক্তি রর. দায় অসীম ররর. নিবন্ধন বাধ্যতামূলক
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৯. অংশীদারি ব্যবসায় গঠনের জন্য কোনটি অপরিহার্য? (জ্ঞান)
ক স্থায়িত্ব চুক্তিপত্র গ অস্তিত্ব ঘ আইনগত সত্তা
১৪০. অংশীদারি ব্যবসায়ের জন্য কোনটি বাধ্যতামূলক? (জ্ঞান)
চুক্তি খ বিবরণপত্র গ উদ্বৃত্তপত্র ঘ চুক্তিপত্র
১৪১. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কী? (জ্ঞান)
চুক্তি খ চুক্তিপত্র গ বিবরণপত্র ঘ উদ্বৃত্তপত্র
১৪২. ‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে মর্যাদা থেকে নয়।’ এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে? (অনুধাবন)
ক ১৯১৩ সাল ১৯৩২ সাল গ ১৯৯৪ সাল ঘ ২০১০ সাল
১৪৩. অংশীদারদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয় কীভাবে? (অনুধাবন)
চুক্তি অনুসারে খ নিবন্ধনপত্র অনুসারে
গ ব্যবসায়ের হিসাবপত্র অনুসারে ঘ আদালতের মাধ্যমে
১৪৪. চুক্তিপত্র কত জন অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়? (জ্ঞান)
ক ২ জন খ ৫ জন গ ১০ জন সকল অংশীদার
১৪৫. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হয় কোনটি? (জ্ঞান)
ক নিবন্ধনপত্র চুক্তিপত্র গ স্মারকলিপি ঘ সংঘবিধি
১৪৬. চুক্তিতে উল্লেখ না থাকলে ব্যবসায় পরিচালনায় নিয়োজিত অংশীদার কত পারিশ্রমিক পাবে? (জ্ঞান)
ক মাসিক ১,০০০ টাকা হারে খ বাৎসরিক ১২,০০০ টাকা হারে
গ অংশীদারের চাহিদানুযায়ী কোনো পারিশ্রমিক দেয়া হয় না
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৭. অংশীদারদের নিজেদের স্বার্থে চুক্তি হওয়া উচিত (অনুধাবন)
র. লিখিত রর. নিবন্ধিত ররর. মৌলিখ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৮. ইলিয়াস, ইকবাল ও ইমু একটি অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য। ইকবাল ক্যান্সারজনিত কারণে মৃত্যুবরণ করলে তার ছেলে ইমরান মুনাফায় অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটির অংশীদার হলো (উচ্চতর দক্ষতা)
র. ইলিয়াস রর. ইমু ররর. ইমরান
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৯. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু কয়টি? (জ্ঞান)
ক ১০টি খ ১৫টি ১৭টি ঘ ২০টি
১৫০. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা কোথায় উল্লেখ করা হয়? (জ্ঞান)
ক অংশীদারি আইনে খ অংশীদারি চুক্তিতে
অংশীদারি চুক্তিপত্রে ঘ নিলামে
১৫১. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকবে কোন বিষয়টি? (জ্ঞান)
ক লাইসেন্স সংগ্রহ পদ্ধতি খ আইনগত বাধ্যবাধকতা
ব্যবসায়ের স্থায়িত্ব ঘ সুনাম
১৫২. মাসুদ, মামুন ও মিলন একটি অংশীদারি ব্যবসায় শুরু করে এবং একটি অংশীদারি চুক্তি করে। মাসুদ অন্যান্য অংশীদারের চেয়ে দ্বিগুণ মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায় ৫০,০০০ টাকা ক্ষতির সম্মুখীন হয়। ব্যবসায়ের এসব ক্ষতি কীভাবে বণ্টিত হবে? (প্রয়োগ)
ক সমানভাবে সবার মাঝে বণ্টন করা হবে
খ অংশীদারদের সাথে বছরের শেষে আলাপ-আলোচনার মাধ্যমে
অংশীদারি চুক্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী
ঘ যে পরিমাণ মূলধন তারা বিনিয়োগ করেছে তার ভিত্তিতে
১৫৩. অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বণ্টনের অনুপাত উল্লেখ থাকে কোথায়? (জ্ঞান)
ক বিবরণপত্রে খ স্মারকলিপিতে
চুক্তিপত্রে ঘ পরিমেল নিয়মাবলিতে
১৫৪. অংশীদারি ব্যবসায়ের ব্যাংক হিসাব পরিচালনাকারীর নাম কোথায় উল্লেখ থাকে? (প্রয়োগ)
ক চুক্তিতে খ আইনে গ বিবরণপত্রে চুক্তিপত্রে
১৫৫. নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারের বিদায়ের নিয়মাবলি লিপিবদ্ধ থাকে কোথায়? (অনুধাবন)
ক পরিচালনা বিবরণীতে খ ব্যাংকের হিসাব বইয়ে
চুক্তিতে ঘ স্বারকলিপিতে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৬. অংশীদারি চুক্তিপত্রে বিভিন্ন বিষয় উল্লেখ করতে হবে কারণ (প্রয়োগ)
র. বিভেদ মেটাতে রর. বিরোধ মেটাতে
ররর. পরিচালনাগত জটিলতা মেটাতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৫৭. অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু হলো (অনুধাবন)
র. ব্যবসায়ের সুনাম মূল্যায়ন সম্পর্কিত বিধি-বিধান
রর. ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তি
ররর. ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ও হার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
নিঝুম ও নির্ঝর একটি অংশীদারি ব্যবসায় শুরু করে। ব্যবসায়ের আয়তন ও আকার আরও বৃদ্ধির জন্য নতুন অংশীদার হিসেবে নিশাত যোগদান করে। তারা ব্যবসায় করার জন্য একটি চুক্তিতে আবদ্ধ হয়। এ চুক্তিই তাদের ব্যবসায়ের মূল ভিত্তি। তাদের চুক্তির শর্ত তারা পরিবর্তন করতে পারবে।
১৫৮. নিঝুম, নির্ঝর ও নিশাত ব্যবসায়ের চুক্তিপত্রের শর্ত কীভাবে পরিবর্তন করবে? (প্রয়োগ)
ক সরকারের সম্মতিক্রমে অংশীদারদের সম্মতিক্রমে
গ পরিচালকদের সম্মতিক্রমে ঘ জনগণের সম্মতিক্রমে
১৫৯. নিঝুম, নির্ঝর ও নিশাত তিনজন অংশীদার। তাদের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক অধিক পুঁজি সংগ্রহ খ দক্ষ পরিচালনা
চ‚ড়ান্ত সদ্বিশ্বাস ঘ ব্যবসায়ের আয়তন ও আকার বৃদ্ধি
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬০. ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে কী বলে? (জ্ঞান)
নিবন্ধন খ লাইসেন্স গ ট্রেড ঘ অনুসন্ধি
১৬১. অংশীদারি ব্যবসায়ের কোনটি নিবন্ধন করতে হয়? (জ্ঞান)
ক সম্পদ খ দায় নাম ঘ বিবরণ
১৬২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করা হয় কোন অফিসে? (জ্ঞান)
ক পৌরসভায় খ সিটি করপোরেশনে
গ ভ‚মি অফিসে নিবন্ধন অফিসে
১৬৩. অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়? (অনুধাবন)
ক চুক্তিটি লিখিত হলে
খ চুক্তিটি মৌখিক হলে
সংগঠনটি নিবন্ধিত হলে
ঘ নিবন্ধনের জন্য নির্ধারিত ফি প্রদান করলে
১৬৪. সিমি ও সোমা নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের অংশীদার। সিমি অধিকার আদায়ে সোমার বিরুদ্ধে কী করতে পারবেন? (প্রয়োগ)
মামলা খ হামলা গ জবরদস্তি ঘ ডাকাতি
১৬৫. কোনটি নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সুবিধা? (অনুধাবন)
চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের
খ সম্পত্তি পুনরুদ্ধার
গ ব্যবসায়ের বিলোপসাধন
ঘ বিশ্বাস ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ
১৬৬. কোন ধরনের অংশীদারি ব্যবসায় বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে? (অনুধাবন)
ক লিখিত চুক্তির অংশীদারি ব্যবসায় খ অলিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
নিবন্ধিত অংশীদারি ব্যবসায় ঘ অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়
১৬৭. জনাব আলমগীর একটি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। তিনি কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা আদায় করতে পারেন না? (প্রয়োগ)
১০০ টাকার বেশি খ ১,০০০ টাকার বেশি
গ ২,০০০ টাকার বেশি ঘ ৪,০০০ টাকার বেশি
১৬৮. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্যে আবেদনপত্রে কয়টি বিষয় উল্লেখ করা প্রয়োজন? (জ্ঞান)
ক ৪ ৮ গ ১২ ঘ ১৬
১৬৯. কোনটি অংশদারি ব্যবসায় নিবন্ধনের আবেদনপত্রে উল্লেখ করতে হয়? (জ্ঞান)
ক মূলধনের পরিমাণ খ নতুন অংশীদার গ্রহণ
ব্যবসায়ের উদ্দেশ্য ঘ বিলোপসাধন পদ্ধতি
১৭০. নিবন্ধনের আবেদনপত্রে কতজন অংশীদারের স্বাক্ষর প্রয়োজন? (জ্ঞান)
ক দুজন খ তিনজন গ চারজন সকলের
১৭১. নিবন্ধক অফিস থেকে কী প্রাপ্তির মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত হয়? (জ্ঞান)
ক ই-মেইল খ সংবাদ গ ফোনকল পত্র
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন হলো (অনুধাবন)
র. অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন রর. অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন
ররর. অংশীদারদের স্থাবর সম্পত্তি নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৩. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের ফলে (অনুধাবন)
র. চুক্তিপত্র আইনসম্মত দলিলরূপে স্বীকৃতি পায়
রর. ব্যবসায় পৃথক সত্তা লাভ করে
ররর. পাওনা আদায় সহজ হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৪. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করতে হবে (অনুধাবন)
র. অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য রর. মামলার সুযোগ পাওয়ার জন্য
ররর. দুর্নীতি করার জন্য
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৫. মিম এন্টারপ্রাইজ একটি অংশীদারি ফার্ম। ফার্মটি নিবন্ধন করা হয় নি। ফলে অংশীদাররা সুবিধা হতে বঞ্চিত হবেন (প্রয়োগ)
র. পাওনা আদায়ে বাধা রর. তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা
ররর. অপর অংশীদারদের বিরুদ্ধে মামলা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৭৬. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের জন্য যে বিষয় উল্লেখ করতে হয়
(উচ্চতর দক্ষতা)
র. প্রতিষ্ঠানের নাম রর. ব্যবসায়ের উদ্দেশ্য
ররর. ব্যবসায় শুরুর তারিখ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৭৭. একটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য প্রয়োজন (অনুধাবন)
র. অংশীদারি প্রতিষ্ঠানের নাম রর. ব্যবসায়ের উদ্দেশ্য
ররর. মূলধনের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৮. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন করার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে (উচ্চতর দক্ষতা)
র. অংশীদারদের মনোনীত যেকোনো একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়
রর. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়
ররর. যথাযথ পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অংশীদারের প্রকারভেদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৯. অংশীদার ব্যবসায়ে কোন অংশীদারদের দায় অসীম? (জ্ঞান)
সাধারণ অংশীদার খ ঘুমন্ত অংশীদার
গ নামমাত্র অংশীদার ঘ সীমিত অংশীদার
১৮০. ঝষববঢ়রহম চধৎঃহবৎ কী? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার ঘুমন্ত অংশীদার
গ সীমিত অংশীদার ঘ নামমাত্র অংশীদার
১৮১. মূলধন বিনিয়োগ না করে যদি কোনো ব্যক্তি নিজের দক্ষতা, পরিশ্রম ব্যবসায়ে বিনিয়োগ করে তবে তাকে কী বলে? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার খ কর্মী অংশীদার
নামমাত্র অংশীদার ঘ ঘুমন্ত অংশীদার
১৮২. নামমাত্র অংশীদারের ক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য? (অনুধাবন)
ক মূলধন বিনিয়োগ করে
খ ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
অর্থের বিনিময়ে নামের সুনাম ব্যবহারের অনুমতি দেয়
ঘ নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়
১৮৩. শিহাব হোসেন মমতা ট্রেডার্সের একজন সক্রিয় অংশীদার। তিনি ২০১৪ সালে তার মূলধন উত্তোলন না করে তা ব্যবসায় জমা রাখেন। এ অবস্থায় জনাব শিহাবকে কিরূপ অংশীদার হিসেবে চিিহ্নত করা যেতে পারে? (প্রয়োগ)
আপাতদৃষ্টিতে অংশীদার খ সীমিত অংশীদার
গ সাধারণ অংশীদার ঘ নামমাত্র অংশীদার
১৮৪. কোন অংশীদার ব্যবসায়ের পাওনাদার? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার খ ঘুমন্ত অংশীদার
আপাতদৃষ্টিতে অংশীদার ঘ সীমিত অংশীদার
১৮৫. খরসরঃবফ চধৎঃহবৎ কী? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার খ ঘুমন্ত অংশীদার
সীমিত অংশীদার ঘ অনুমতি অংশীদার
১৮৬. তুলি, জলি ও মিলি একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। মি. তুলি অবসর গ্রহণের পর তার ছেলে শিহাব (নাবালক) ঐ প্রতিষ্ঠানের সকলের সম্মতিক্রমে কোন ধরনের অংশীদার হিসেবে পরিগণিত হবে? (প্রয়োগ)
সীমিত অংশীদার খ ঘুমন্ত অংশীদার
গ সাধারণ অংশীদার ঘ নামমাত্র অংশীদার
১৮৭. রিয়াজ কোনো প্রকার অংশীদার না হয়েও নিজেকে স্টার হোটেলের একজন অংশীদার বলে পরিচয় দেয়। রিয়াজকে কোন ধরনের অংশীদার বলা যায়? (প্রয়োগ)
ক আপাতদৃষ্টিতে অংশীদার খ সীমাবদ্ধ অংশীদার
আচরণে অনুমিত অংশীদার ঘ প্রতিবদ্ধ অংশীদার
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৮. সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. মূলধন বিনিয়োগ করে
রর. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে
ররর. শুধুমাত্র নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৯. ঘুমন্ত অংশীদার ব্যবসায়ে (অনুধাবন)
র. মূলধন বিনিয়োগ করে না রর. মূলধন বিনিয়োগ করে
ররর. চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৯০. আপাতদৃষ্টিতে অংশীদার হলো (অনুধাবন)
র. মূলধন বিনিয়োগ করে না
রর. অবসর গ্রহণের পর মূলধন উত্তোলন করে না
ররর. মূলধনকে ঋণ হিসেবে জমা রাখে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৯১. সীমিত অংশীদারের বৈশিষ্ট্য হলো (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের দায় মূলধন দ্বারা সীমাবদ্ধ
রর. পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না
ররর. লাভ-ক্ষতি বণ্টনে অংশগ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিজের অনুচ্ছেদটি পড়ে ১৯২ ও ১৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
রাজু, সাজু ও মিজু একটা অংশীদারি ব্যবসায় পরিচালনা করে আসছিল। কিছুদিন পূর্বে জনাব সাজু মারা যায়। অনেক চিন্তার পর তারা তার নাবালক ছেলেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে গ্রহণ করে।
১৯২. সাজুর ছেলেকে কোন ধরনের অংশীদার বলা হবে? (প্রয়োগ)
ক সাধারণ অংশীদার খ নামমাত্র অংশীদার
সীমিত অংশীদার ঘ ঘুমন্ত অংশীদার
১৯৩. এক্ষেত্রে নাবালককে অংশীদার হিসেবে রাখার পিছনে যে উদ্দেশ্যে কাজ করেছে (উচ্চতর দক্ষতা)
র. নাবালককে ব্যবসায়ের সুবিধা প্রদান করা
রর. ব্যবসায়কে পূর্ব অবস্থায় ধরে রাখা
ররর. নাবালকের সম্পত্তি ধীরে ধীরে গ্রাস করা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিজের অনুচ্ছেদটি পড়ে ১৯৪ ও ১৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
আকাশ, আকিব ও আকমল তিনজন সমান মূলধন নিয়ে অংশীদারি ব্যবসায় গড়ে তুলেছে। তিনজনে সমান মুনাফা পেলেও আকমল ব্যবসায় পরিচালনায় অংশ নেয় না।
১৯৪. আকমল কোন ধরনের অংশীদার? (প্রয়োগ)
ক নামমাত্র ঘুমন্ত গ সীমাবদ্ধ ঘ আপাতদৃষ্টিতে
১৯৫. উক্ত প্রতিষ্ঠানে আকমল অংশীদার হিসেবে (উচ্চতর দক্ষতা)
র. মূলধন বিনিয়োগ করে রর. চুক্তি অনুযায়ী লভ্যাংশ পায়
ররর. তার দায় সসীম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৬. চুক্তিতে কোনো বিষয় উল্লেখ করা না থাকলে তা কীভাবে নিষ্পত্তি করা হয়? (অনুধাবন)
ক আদালতের দ্বারা
খ অংশীদারগণের মত অনুযায়ী
গ সরকারের নির্দেশে
১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী
১৯৭. ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় অংশীদারি সম্পর্কের বিলোপসাধনের সংজ্ঞা দেওয়া হয়েছে? (জ্ঞান)
৩৯ ধারায় খ ৪০ ধারায় গ ৪১ ধারায় ঘ ৪২ ধারায়
১৯৮. অংশীদারি আইনের কত ধারা অনুসারে সকল অংশীদারের সম্মতিক্রমে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন হতে পারে? (জ্ঞান)
ক ৩৯ ধারা ৪০ ধারা গ ৪১ ধারা ঘ ৪২ ধারা
১৯৯. অংশীদারি আইনের কত ধারা অনুসারে অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে? (জ্ঞান)
ক ৪০ ৪১ গ ৪২ ঘ ৪৩
২০০. বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে কয়টি কারণে? (জ্ঞান)
২ খ ৩ গ ৪ ঘ ৫
২০১. অংশীদারি প্রতিষ্ঠানে ন্যূনতম সদস্য ২ জন রাখা সম্ভব না হলে কীভাবে বিলোপসাধন হবে? (অনুধাবন)
ক আদালত কর্তৃক খ বিজ্ঞপ্তি দ্বারা
গ বিশেষ ঘটনার প্রেক্ষিতে বাধ্যতামূলকভাবে
২০২. একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া ঘোষিত হলে কীভাবে বিলোপসাধন ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক সম্মতিক্রমে বাধ্যতামূলক
গ বিশেষ ঘটনা দ্বারা ঘ বিজ্ঞপ্তি দ্বারা
২০৩. মনি বিদেশি মাছ চাষের অংশীদারি ফার্মে যোগ দিলেন। সরকার বিদেশি মাছ চাষ অবৈধ ঘোষণা করাতে মনির ব্যবসায়ে কী ঘটতে পারে? (প্রয়োগ)
ক সম্মতিক্রমে বিলোপসাধন খ ঐচ্ছিকভাবে বিরোপসাধন
বাধ্যতামূলক বিলোপসাধন ঘ আদালত কর্তৃক বিলোপসাধন
২০৪. নিচের কোনটি অংশীদারি ব্যবসায় বিলোপের বিশেষ ঘটনা? (অনুধাবন)
ক ব্যবসায়ের কোনো কার্য আইন বিরুদ্ধে হলে
কোনো অংশীদারের মৃত্যু ঘটলে
গ কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
ঘ অংশীদারের দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে
২০৫. কোন কারণে অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে? (অনুধাবন)
ক অংশীদাররা ঝগড়া করলে
খ কোনো অংশীদার ব্যবসায় পরিচালনার কাজ না করলে
কোনো অংশীদারের মৃত্যু হলে
ঘ সকল অংশীদার বা একজন ছাড়া সকল অংশীদার দেউলিয়া হলে
২০৬. নিপা, শিলা ও ইলা ‘ঈ’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে। বর্তমানে নিপা ঋণগ্রস্ত এবং আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়েছেন। এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানটির কোন ধরনের বিলোপসাধন হবে? (প্রয়োগ)
ক বাধ্যতামূলক বিশেষ ঘটনা সাপেক্ষ
গ আদালত কর্তৃক ঘ বিজ্ঞপ্তি দ্বারা
২০৭. অংশীদারি ব্যবসায় বিজ্ঞপ্তির মাধ্যমে কত ধারা অনুসারে বিলোপসাধন ঘটে? (জ্ঞান)
ক ৪০ খ ৪১ গ ৪২ ৪৩
২০৮. বিজ্ঞপ্তি দ্বারা বিলোপসাধন ঘটে কোন অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে? (জ্ঞান)
ক সাধারণ খ নিবন্ধিত ঐচ্ছিক ঘ বিশেষ
২০৯. এক বা একাধিক অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটালে তাকে কী বলে? (জ্ঞান)
ক আদালতের মাধ্যমে বিলোপসাধন
খ বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপসাধন
বিজ্ঞপ্তি দ্বারা ঐচ্ছিক বিলোপসাধন
ঘ বাধ্যতামূলক বিলোপসাধন
২১০. অংশীদারি ব্যবসায় আদালতের নির্দেশে বিলোপ সাধন ঘটতে পারে অংশীদারি আইনের কত ধারা অনুসারে? (জ্ঞান)
ক ৩৯ ধারা খ ৪০ ধারা গ ৪৩ ধারা ৪৪ ধারা
২১১. কোন অবস্থায় আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হয়? (অনুধাবন)
ক কোনো অংশীদার ধনী হলে কোনো অংশীদার পাগল হলে
গ ব্যবসায়ের মেয়াদ উত্তীর্ণ হলে ঘ কোনো অংশীদার অবসর গ্রহণ করলে
২১২. অংশীদারের মস্তিষ্ক বিকৃতি হওয়াতে ব্যবসায় কোন ধরনের বিলোপসাধন ঘটে? (প্রয়োগ)
ক বাধ্যতামূলক খ সম্মতিক্রমে
গ বিজ্ঞপ্তি দ্বারা আদালতের নির্দেশে
২১৩. একটি টেক্সটাইল মিলের অংশীদার সুর্বণা। সড়ক দুর্ঘটনায় সুর্বণা পঙ্গু হয়ে যায় ফলে চিরতরে প্রতিষ্ঠানের কর্তব্য পালনে অসমর্থ হয়। প্রতিষ্ঠানটির বিলোপসাধন হবে কীভাবে? (উচ্চতর দক্ষতা)
ক বাধ্যতামূলক বিলোপসাধন
খ বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
আদালতের নির্দেশে বিলোপসাধন
ঘ সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপসাধন
২১৪. চুক্তিভঙ্গের ফলে অংশীদারি ব্যবসায়ে কোন ধরনের বিলোপসাধন হবে? (অনুধাবন)
ক ঐচ্ছিক খ বাধ্যতামূলক
গ বিজ্ঞপ্তির আদালতের মাধ্যমে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১৫. সাধারণ অংশীদারি ব্যবসায় বিলোপসাধন হয় (অনুধাবন)
র. সবাই একমত হয়ে বিলোপসাধন করলে
রর. বিজ্ঞপ্তি দিয়ে বিলোপসাধন করলে
ররর. বাধ্যতামূলক বিলোসাধন করলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২১৬. অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটে অংশীদারগণেরÑ (অনুধাবন)
র. আস্থাহীনতার কারণে রর. বিশ্বাসের অভাব হলে
ররর. চুক্তিবদ্ধ হলে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৭. অংশীদারি আইনের বিধান অনুসারে বিভিন্ন প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায় বিলুপ্তি হতে পারেÑ (অনুধাবন)
র. সকলে একমত হয়ে বিলোপসাধন
রর. বাধ্যতামূলক বিলোপসাধন
ররর. বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২১৮. বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন হতে পারে (অনুধাবন)
র. কোনো অংশীদার মৃত্যু হলে
রর. কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে
ররর. কোনো অংশীদার মস্তিষ্ক বিকৃতি ঘটলে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৯. আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হওয়ার কারণ হলো (উচ্চতর দক্ষতা)
র. কোনো অংশীদারের মৃত্যু হলে
রর. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
ররর. কোনো অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২০. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের? (জ্ঞান)
ক ক্ষণস্থায়ী প্রকৃতির চিরস্থায়ী প্রকৃতির
গ অস্থায়ী প্রকৃতির ঘ নির্দিষ্ট মেয়াদি
২২১. যৌথ মূলধনী ব্যবসায়ের অপর নাম কী? (জ্ঞান)
ক অংশীদারি কোম্পানি
গ মাল্টি ন্যাশনাল ঘ ডিপার্টমেন্টাল স্টোর
২২২. উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয় কেন? (অনুধাবন)
ক যুদ্ধের কারণে শিল্প বিপ্লবের কারণে
গ ডিনামাইট আবিষ্কারের কারণে ঘ প্রযুক্তির কারণে
২২৩. অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপের কৃষিতে, শিল্পকারখানায়, কয়লা উত্তোলনে ও পরিবহন ব্যবস্থায় যে প্রযুক্তিগত পরিবর্তন সাধিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক সামাজিক বিপ্লব খ রাজনৈতিক বিপ্লব
শিল্প বিপ্লব ঘ কৃষি বিপ্লব
২২৪. শিল্প বিপ্লব ঘটে কোন শতাব্দীতে? (জ্ঞান)
ক সপ্তদশ শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে
গ উনবিংশ শতাব্দীর শেষে ঘ বিংশ শতাব্দীতে
২২৫. সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে কোথায়? (জ্ঞান)
ক দক্ষিণ আমেরিকাতে খ এশিয়াতে
গ অস্ট্রেলিয়াতে ইউরোপে
২২৬. বাংলাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন প্রচলিত ছিল কত সালের? (জ্ঞান)
ক ১৮৪৪ খ ১৮৫০ ১৯১৩ ঘ ১৯৯৪
২২৭. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? (জ্ঞান)
ক রবার্ট হুক খ আলেকজান্ডার গ আর্মস্ট্রং জেমস ওয়াট
২২৮. উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটে কী আবিষ্কারের মাধ্যমে? (জ্ঞান)
ক রকেট খ জাহাজ গ মোটরগাড়ি বাষ্পীয় ইঞ্জিন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৯. শিল্পবিপ্লবের মাধ্যমে পরিবর্তন ঘটে (অনুধাবন)
র. উৎপাদন ব্যবস্থায় রর. ব্যবসায়ের প্রকৃতিতে
ররর. ব্যবসায়ের আওতায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৩০. যৌথ মূলধনি কোম্পানি হচ্ছেÑ (অনুধাবন)
র. আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন রর. সমবায় সংগঠন
ররর. স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর র ও ররর ঘ র, রর ও ররর
যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩১. কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায় থেকে আলাদা কীভাবে? (অনুধাবন)
ক সম্পদ দিয়ে খ শ্রম দিয়ে
গ মান দিয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে
২৩২. আইনসৃষ্ট প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
ক অংশীদারি ব্যবসায় কোম্পানি সংগঠন
গ সমবায় সংগঠন ঘ একক মালিকানা
২৩৩. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা কত? (জ্ঞান)
২ জন খ ৩ জন গ ৭ জন ঘ ১০ জন
২৩৪. মি. জুয়েল তার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন মিলে ২৫ সদস্যবিশিষ্ট একটি ফার্মসিটিউক্যাল লি. গঠন করলেন। এটি কোন ধরনের কোম্পানি সংগঠন? (প্রয়োগ)
ক অসীম দায়বিশিষ্ট কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ পাবলিক লিমিটেড কোম্পানি ঘ সীমিত দায়বিশিষ্ট কোম্পানি
২৩৫. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা কত? (জ্ঞান)
৭ জন খ ৯ জন গ ১১ জন ঘ ২১ জন
২৩৬. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্যসংখ্যা কত? (জ্ঞান)
ক ৫০ জন খ ২০ জন
গ ৩০ জন শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
২৩৭. আগ্রহী ব্যক্তিগণ কীভাবে কোম্পানি গঠন করেন? (উচ্চতর দক্ষতা)
স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে খ জোরপূর্বক সংঘবদ্ধ হয়ে
গ বিভিন্নভাবে ঘ বিদ্রোহ করে
২৩৮. কোম্পানি ব্যবসায় কোন বৈশিষ্ট্যের কারণে নিজ নামে অপর প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির সাথে লেনদেন, চুক্তি ও মামলা করতে পারে? (অনুধাবন)
ক আইনসৃষ্ট প্রতিষ্ঠান কৃত্রিম ব্যক্তিসত্তা
গ চিরন্তন অস্তিত্ব ঘ সীমাবদ্ধ দায়
২৩৯. কোম্পানি নিজ নামে অন্যের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে কীভাবে? (অনুধাবন)
ক মূলধন বেশি বলে খ সদস্য বেশি বলে
আইনগত অস্তিত্বের কারণে ঘ বৃহৎ সংগঠন বলে
২৪০. কোম্পানির সকল কাজে ও কাগজপত্রে কিসের ব্যবহার বাধ্যতামূলক? (জ্ঞান)
ক পেটেন্ট খ ট্রেডমার্ক সিল ঘ স্বাক্ষর
২৪১. কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের নাম কী? (জ্ঞান)
ক বন্ড শেয়ার গ ডিবেঞ্চার ঘ ঋণপত্র
২৪২. মি. করিম ঢ কোম্পানির প্রতিটি ১,০০০ টাকা দামের ৫টি শেয়ার ক্রয় করেন। কোম্পানিতে তার দায়ের সীমা কত? (প্রয়োগ)
ক ১,০০০ টাকা ৫,০০০ টাকা
গ ১০,০০০ টাকা ঘ ৫০,০০০ টাকা
২৪৩. যৌথ মূলধনী ব্যবসায়ের প্রেক্ষিতে লিমিটেড শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? (অনুধাবন)
দায়ের সঙ্গে খ আয়ের সঙ্গে
গ সদস্য সংখ্যার সাথে ঘ আয়-ব্যয়ের সাথে
২৪৪. কোন ব্যবসায়ের ওপর জনগণের আস্থা বেশি? (জ্ঞান)
ক একমালিকানা ব্যবসায়ের খ অংশীদারি ব্যবসায়ের
যৌথ মূলধনী ব্যবসায়ের ঘ পাইকারি ব্যবসায়ের
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪৫. কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে যেসব উক্ত সত্য সেগুলো হলো (অনুধাবন)
র. এটি একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান
রর. গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালক নিয়োগ দান
ররর. আনুষ্ঠানিকভাবে বিলোপ ঘটানো হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৪৬. কৃত্রিম ব্যক্তিসত্তা হওয়ার কারণে কোম্পানি যেসব সুবিধা ভোগ করে থাকে সেগুলো হলো (অনুধাবন)
র. সিল ব্যবহার করতে পারে
রর. অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে
ররর. প্রয়োজনে মামলা করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৪৭. মি. জুয়েল ৩০ জন সদস্য নিয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে ‘জুয়েল সিমেন্ট কোং’ গঠন করেন। তার ব্যবসায়ে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো হলো (প্রয়োগ)
র. মূলধনের প্রাচুর্য রর. সীমিত দায়
ররর. কৃত্রিম ব্যক্তিসত্তা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৪৮. কোম্পানি গঠন জটিল (অনুধাবন)
র. আইনগত ঝামেলা থাকায় রর. আনুষ্ঠানিকতা থাকায়
ররর. আইন মেনে চলায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৪৯. কোম্পানির সিল ব্যবহার করা বাধ্যতামূলক- (উচ্চতর দক্ষতা)
র. কাগজপত্রে রর. শুধু বিলোপের সময়
ররর. সকল কাজে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৫০. যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ধরন (প্রয়োগ)
র. বেশ সহজ রর. জটিল ররর. আনুষ্ঠানিকতাপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২৫১. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যাÑ (অনুধাবন)
র. সর্বনিম্ন দুইজন রর. সর্বোচ্চ পঞ্চাশ জন
ররর. শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
২৫২. পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যাÑ (অনুধাবন)
র. অনির্দিষ্ট সংখ্যক রর. সর্বনিম্ন ৭ জন
ররর. সর্বোচ্চ শেয়ার সংখ্যা সমান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২৫৩. যৌথ মূলধনী কোম্পানি একটি আইন সৃষ্ট কোম্পানি। কোম্পানি গঠন করতে যে দলিল প্রস্তুত করতে হবেÑ (অনুধাবন)
র. স্মারকলিপি রর. পরিমেল নিয়মাবলি
ররর. ট্রেড লাইসেন্স
নিচের কোনটি সঠিক?
র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠনের প্রকারভেদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৫৪. কোম্পানি সংগঠন কয় প্রকার? (জ্ঞান)
দুই খ তিন গ চার ঘ পাঁচ
২৫৫. শ্রাবণী ও জরিনা বেগম দুজন মিলে কোম্পানি গঠন করলেন। কোম্পানিটি কোন ধরনের? (প্রয়োগ)
প্রাইভেট লি. খ পাবলিক লি. গ সরকারি ঘ বিদেশি
২৫৬. কোন কোম্পানির শেয়ার হস্তান্তর অধিকার সীমিত? (জ্ঞান)
প্রাইভেট লি. খ পাবলিক লি. গ দেশীয় ঘ বিদেশি
২৫৭. কোন কোম্পানির সদস্যরা শুধু নিজেরাই শেয়ার ক্রয় করতে পারেন? (জ্ঞান)
ক পাবলিক লি. কো. প্রাইভেট লি. কো.
গ বিদেশি কো. ঘ দেশি কো.
২৫৮. প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন? (জ্ঞান)
২ জন খ ৩ জন গ ৫ জন ঘ ৭ জন
২৫৯. মি. সাকিব ও তার ৫ বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে। এখন তারা ব্যবসায়টি কোম্পানিতে রূপান্তরিত করতে চায়। তবে শেয়ারের মালিকানা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে তাদের গঠিত নতুন সংগঠন কাঠামোটি কী হিসেবে বিবেচিত হবে? (উচ্চতর দক্ষতা)
প্রাইভেট লি. কোম্পানি খ সংবিধিবদ্ধ কোম্পানি
গ পাবলিক লি. কোম্পানি ঘ সমবায় প্রতিষ্ঠান
২৬০. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী একই পরিবারের পাঁচ সদস্য মিলে একটি ব্যবসায়ের নিবন্ধন করান। তাদের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
ক একমালিকানা খ অংশীদারি
প্রাইভেট লি. কোম্পানি ঘ পাবলিক লি. কোম্পানি
২৬১. শেয়ার বিক্রি করতে পারে কোন কোম্পানি? (জ্ঞান)
ক প্রাইভেট পাবলিক গ সরকারি ঘ অনিবন্ধিত
২৬২. ঋণপত্র বিক্রি করতে পারে কোন কোম্পানি? (জ্ঞান)
ক প্রাইভেট পাবলিক গ সরকারি ঘ অনিবন্ধিত
২৬৩. কোন ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবন্ধ? (জ্ঞান)
ক সমবায় সমিতি খ প্রাইভেট লিমিটেড কোম্পানি
পাবলিক লিমিটেড কোম্পানি ঘ অসীম দায়সম্পন্ন কোম্পানি
২৬৪. পাবলিক লিমিটেড কোম্পানির অনন্য বৈশিষ্ট্য হলো কোনটি? (উচ্চতর দক্ষতা)
শেয়ার হস্তান্তরযোগ্যতা খ দায়
গ সম্পদ ঘ আবেদন
২৬৫. কোন কোম্পানি বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ের জন্য আহŸান জানাতে পারে? (জ্ঞান)
ক অংশীদারি ব্যবসায় পাবলিক লিমিটেড
গ প্রাইভেট লিমিটেড ঘ একমালিকানা ব্যবসায়
২৬৬. সানরাইজ কোম্পানির সদস্য সংখ্যা ৬০ জন। কোম্পানিটি কোন ধরনের? (প্রয়োগ)
ক প্রাইভেট পাবলিক গ দেশীয় ঘ বিদেশি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬৭. প্রাইভেট লিমিটেড কোম্পানির আয়তন ক্ষুদ্র হয় কারণ (অনুধাবন)
র. সদস্য সংখ্যা কম হওয়ায়
রর. মূলধন সীমিত হওয়ায়
ররর. চাহিদা কম থাকায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৮. পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে যথোপযুক্ত উক্তি হলো (উচ্চতর দক্ষতা)
র. নিবন্ধিত হওয়ার পর এর কার্যারম্ভ করার কোনো বাধা থাকে না
রর. সর্বনিম্ন সদস্য সংখ্যা ৭ জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ
ররর. শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রচার করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬৯. বৃহদায়তন কর্মসংস্থান সৃষ্টি করে? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ সমবায় সংগঠন কোম্পানি সংগঠন
২৭০. উন্নত প্রযুক্তিসমৃদ্ধ শিল্প কারখানা গড়ে তুলতে উপযুক্ত সংগঠন কোনটি?
(অনুধাবন)
ক একমালিকানা খ অংশীদারি কোম্পানি ঘ সমবায়
২৭১. কোন ধরনের ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠার জন্য বিশাল পরিমাণ মূলধন প্রয়োজন হয়? (অনুধাবন)
ক একমালিকানা খ অংশীদারি কোম্পানি ঘ সমবায়
২৭২. কোন ব্যবসায় প্রতিষ্ঠানে একসাথে অধিক লোকের কর্মসংস্থান হয়? (জ্ঞান)
ক অংশীদারি যৌথ মূলধনী গ রাষ্ট্রীয় ঘ সমবায়
২৭৩. জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে বেকার সমস্যা প্রকট। মজুরি ও বেতন ভিত্তিক অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানটি গঠন করা যেতে পারে? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান খ অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান
যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান ঘ সমবায় ব্যবসায় প্রতিষ্ঠান
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭৪. কোম্পানি সংগঠনের গুরুত্বপূর্ণ ভ‚মিকা হলো (অনুধাবন)
র. অর্থনৈতিক উন্নয়ন রর. কর্মসংস্থান বৃদ্ধি
ররর. আন্তর্জাতিক সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৭৫. যৌথ মূলধনী সংগঠনÑ (অনুধাবন)
র. বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে
রর. শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে
ররর. সদস্যদের জন্য অসীম দায় সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৭৬. একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের তুলনায় যৌথ মূলধনী ব্যবসায়েÑ (অনুধাবন)
র. দায় অসীম রর. ঝুঁকি বেশি
ররর. আয় বেশি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
কোম্পানির গঠন প্রক্রিয়া
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭৭. কোম্পানি গঠনের প্রক্রিয়াগুলো কীভাবে সম্পাদিত হয় (অনুধাবন)
ধারাবাহিকভাবে খ এলোমেলোভাবে
গ স্বাভাবিকভাবে ঘ ইচ্ছে মতো
২৭৮. কোম্পানি গঠনের প্রাথমিক পর্যায় কোনটি? (জ্ঞান)
উদ্যোগ গ্রহণ খ দলিলপত্র প্রণয়ন
গ নিবন্ধন ঘ কার্যারম্ভ
২৭৯. কোম্পানি গঠনের গুরুত্বপূর্ণ দলিল কয়টি? (জ্ঞান)
২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি
২৮০. কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ থাকে কোন দলিলে? (অনুধাবন)
ক স্বারকলিপি পরিমেল নিয়মাবলি
গ নিবন্ধনপত্র ঘ লাইসেন্স
২৮১. নিবন্ধন অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হয় কিসের বিনিময়ে? (জ্ঞান)
ফি খ ঘুষ গ সম্পদ ঘ গহনা
২৮২. নিবন্ধনপত্র পাওয়ার পর কোন কোম্পানি কাজ শুরু করতে পারে? (জ্ঞান)
প্রাইভেট খ পাবলিক
গ সমবায় ঘ বিশেষ
২৮৩. পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভপত্র প্রয়োজন কেন? (অনুধাবন)
কাজ শুরু করতে খ দুর্নীতি করতে
গ বিজ্ঞাপন দিতে ঘ শেয়ার ছাড়তে
২৮৪. যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন প্রদান করেন কে? (জ্ঞান)
নিবন্ধক খ ঢাকা স্টক এক্সচেঞ্জ
গ জেলা প্রশাসক ঘ সরকার
২৮৫. মি. রয় একটি স্টিল কোম্পানি গঠনের জন্য নিবন্ধনপত্র সংগ্রহ করেছেন। কিন্তু তিনি কোম্পানির কার্যক্রম করার জন্য তার কোনটি দরকার? (প্রয়োগ)
ক স্মারকলিপি খ পরিমেল নিয়মাবলি
কার্যারম্ভের অনুমতিপত্র ঘ প্রত্যয়নপত্র
২৮৬. কোম্পানির মূল দলিল কোনটি? (জ্ঞান)
স্বারকলিপি খ পরিমেল নিয়মাবলি
গ ট্রেড লাইসেন্স ঘ ট্রেড মার্ক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৮৭. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য দাখিল করতে হয় (অনুধাবন)
র. ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র
রর. শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র
ররর. বিজ্ঞাপনী ফলকের ছবি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৮৮. নিবন্ধক উক্ত কোম্পানিটিকে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবেন (অনুধাবন)
র. কাগজপত্র ঠিক থাকলে রর. সন্তুষ্ট থাকলে
ররর. জালিয়াতি করলে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৮৯. কোম্পানি গঠন করতে যে দলিল প্রস্তুত করতে হবে (প্রয়োগ)
র. স্মারকলিপি
রর. পরিমেল নিয়মাবলি
ররর. কাবিননামা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
সমবায় সমিতি ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৯০. সমবায়ের শাব্দিক অর্থ কী? (জ্ঞান)
ক উদ্যোগ সম্মিলিত প্রচেষ্টা
গ স্বেচ্ছাসায় ঘ স্বেচ্ছাসেবী
২৯১. সমবায়ের উৎপত্তি ঘটে কোন ধরনের অনুপ্রেরণা থেকে? (অনুধাবন)
ক একক প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টা
গ রাজনৈতিক প্রচেষ্টা ঘ জবরদখল
২৯২. সমাজে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয় কিসের প্রভাবে? (উচ্চতর দক্ষতা)
পুঁজিবাদী ব্যবস্থা খ গণতান্ত্রিক ব্যবস্থা
গ সমাজতান্ত্রিক ব্যবস্থা ঘ সাম্যতা
২৯৩. পুঁজিবাদি সমাজের বৈষম্য দূরীভ‚ত হয় কিসের মাধ্যমে? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
সমবায় সমিতি ঘ রাষ্ট্রীয় ব্যবসায়
২৯৪. বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি রচডেল সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
ক ১৮৩৪ ১৮৪৪ গ ১৯৩৪ ঘ ১৯৪৪
২৯৫. সমবায় সমিতি প্রথমে প্রতিষ্ঠিত হয় কোথায়? (জ্ঞান)
রচডেল, ইংল্যান্ড খ টোকিও, জাপান
গ দিল্লি, ভারত ঘ ঢাকা, বাংলাদেশ
২৯৬. ইংল্যান্ডের রচডেল সমিতি কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? (জ্ঞান)
ক অংশীদারি সমবায় গ রাষ্ট্রীয় ঘ যৌথ মূলধনী
২৯৭. রচডেল সমবায় সমিতি কতজন তাঁতি গড়ে তুলেছিলেন? (জ্ঞান)
ক ২০ জন খ ২৫ জন গ ৩০ জন ২৮ জন
২৯৮. রচডেল সমবায় সমিতির প্রাথমিক পুঁজি কত ছিল? (জ্ঞান)
ক ২৮ ডলার ২৮ স্টার্লিং পাউন্ড
গ ২৮ রুপি ঘ ২৮ টাকা
২৯৯. উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ করা হয়? (জ্ঞান)
ক ১৮০৪ খ ১৮৮৪ ১৯০৪ ঘ ১৯৮৪
৩০০. কলকাতায় বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
ক ১৯০৪ খ ১৯১২ ১৯১৮ ঘ ১৯২০
৩০১. ইঅজউ কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ক ১৯১৮ ১৯৫৯ গ ১৯৭২ ঘ ২০০৯
৩০২. কুমিল্লার ইঅজউ-এর প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)
ড. আক্তার হামিদ খান খ অ্যাডভোকেট আ. হামিদ
গ মওলানা আ. হামিদ খান ঘ হামিদুর রহমান আজাদ
৩০৩. বাংলাদেশে সমবায় আন্দোলনের পথিকৃৎ কে? (জ্ঞান)
ক বঙ্গবন্ধু খ জিয়াউর রহমান
ড. আখতার হামিদ খান ঘ দেবব্রত সিংহ
৩০৪. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (ইঅজউ) কোথায় প্রতিষ্ঠিত? (জ্ঞান)
ক ঢাকা খ যশোর কুমিল্লা ঘ খুলনা
৩০৫. নিচের কোনটি সমবায় সমিতির অন্তর্ভুক্ত? (জ্ঞান)
ইঅজউ খ বাটা সু লিমিটেড
গ ইউনিলিভার ঘ স্বর্ণকারের দোকান
৩০৬. ইঅজউ অর্থ কী? (জ্ঞান)
ক ইধহমষধফবংয অৎসু জড়ধফ উবাবষড়ঢ়সবহঃ
খ ইধহমষধফবংয অরৎ জড়ধফ উৎরাবৎ
ইধহমষধফবংয অপধফবসু ভড়ৎ জঁৎধষ উবাবষড়ঢ়সবহঃ
ঘ ইরৎফং আধরৎু জবংরফব উড়াব
৩০৭. মিল্কভিটা কী? (জ্ঞান)
ক দুগ্ধ উৎপাদন সময় সংগঠন
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.
গ বাংলাদেশ জাতীয় মহিলা সমবায় সমিতি লি.
ঘ বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি লি.
৩০৮. ২০০৯ সালের হিসাব মতে, বাংলাদেশে কতটি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে? (জ্ঞান)
১,৬৩,৪০৮টি খ ১,৫৩,৪০৮টি
গ ১,৬৫,৪০৮টি ঘ ১,৫৫,৪০৮টি
৩০৯. বর্তমানে বাংলাদেশের সকল সমবায় সমিতি কত সালের আইন অনুযায়ী পরিচালিত? (জ্ঞান)
ক ১৯৭২ ২০০১ গ ২০০৪ ঘ ২০০৯
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩১০. সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয় (অনুধাবন)
র. গণতন্ত্র
রর. সততা
ররর. আস্থা ও বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৩১১. আর্থিক বৈষম্যের শিকার হয় (অনুধাবন)
র. স্বল্পবিত্তরা
রর. মধ্যবিত্তরা
ররর. পেশাজীবী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৩১২. সমবায় আন্দোলনের সূচনা হয় (অনুধাবন)
র. পশ্চিম ইউরোপে
রর. উত্তর আমেরিকায়
ররর. জাপানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১৩ ও ৩১৪ নং প্রশ্নের উত্তর দাও :
আন্দুলিয়া গ্রামের দুগ্ধ উৎপাদনকারীরা মিলে একটি সমবায় সমিতি গঠন করলেন। সমিতির সদস্যরা একত্রিত হওয়াতে যেমন দুধের ন্যায্যমূল্য নিশ্চিত হলো তেমনি তারা অধিকার আদায়ে সচেতন হলেন।
৩১৩. আন্দুলিয়া গ্রামের সমবায় সমিতিটির মূল লক্ষ্য কোনটি? (প্রয়োগ)
ক মুনাফা অর্জন খ দুধ উৎপাদন
সদস্যদের কল্যাণ সাধন ঘ কর প্রদান
৩১৪. আন্দুলিয়া গ্রামের সমিতিটির সাথে বাংলাদেশের কোন সমিতির মিল রয়েছে? (উচ্চতর দক্ষতা)
মিল্ক ভিটা খ মিডফোর্ড
গ রচডেল ঘ ডেসটিনি
সমবায় সংগঠনের বৈশিষ্ট্য
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩১৫. সমবায় সংগঠনের মূলধন বিনিয়োজিত হয় কীভাবে? (অনুধাবন)
ক চুক্তি অনুসারে সমতার ভিত্তিতে
গ অসমভাবে ঘ ইচ্ছামতো
৩১৬. সমবায় সংগঠনের ঝুঁকি ও সুযোগ-সুবিধা কীভাবে ভাগ হয়? (অনুধাবন)
ন্যায়সঙ্গতভাবে খ স্বৈরতান্ত্রিকভাবে
গ এককভাবে ঘ পিতৃতান্ত্রিকভাবে
৩১৭. মধ্যস্থকারীদের শোষণ থেকে রক্ষা পেতে কোন ব্যবসায় উপযোগী? (জ্ঞান)
ক একনায়কতন্ত্র সমবায়
গ অংশীদারি ঘ কোম্পানি
৩১৮. সমবায়ের প্রধান উদ্দেশ্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক মুনাফা অর্জন খ স্বেচ্ছাচারিতা
গ সম্পদ বৃদ্ধি আত্মনির্ভরশীলতা অর্জন
৩১৯. ২০০১ সমবায় আইনে কয় ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে? (জ্ঞান)
তিন খ চার
গ পাঁচ ঘ ছয়
৩২০. সমবায় গঠন করতে সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে হবে? (প্রয়োগ)
ক ২০ জন খ ৩০ জন
গ ৪০ জন সর্বাধিকের সীমা নেই
৩২১. জাতীয় সমবায় সমিতি কয়টি কেন্দ্রীয় সমবায় মিলে গঠিত হয়? (জ্ঞান)
ক ৫টি ১০টি গ ২০টি ঘ ৩০টি
৩২২. কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য নিচের কোনটি হতে পারবে? (অনুধাবন)
ক ১০ জন ব্যক্তি ১০টি প্রাথমিক সমবায় সমিতি
গ ২ জন ব্যক্তি ঘ ২০ জন ব্যক্তি
৩২৩. সমবায় সমিতির প্রত্যেকটি সদস্যকে কমপক্ষে কয়টি শেয়ার ক্রয় করতে হবে? (জ্ঞান)
১টি খ ২টি গ ৩টি ঘ ৪টি
৩২৪. সমবায় সমিতির একজন ব্যক্তির সর্বোচ্চ শেয়ার ক্রয়ের সীমা কত? (জ্ঞান)
ক ৫,০০০ টাকা খ ৬,০০০ টাকা
গ মোট মূলধনের ১৫% মোট মূলধনের ২৫%
৩২৫. মাগুরা জেলার কতিপয় বেগুন ব্যবসায়ী একটি সমবায় সমিতি গঠন করেন। একজন বেগুন ব্যবসায়ী কত ভাগ শেয়ার ক্রয় করতে পারবেন? (প্রয়োগ)
ক ১২ ভাগ খ ১৩ ভাগ গ ১৪ ভাগ ১৫ ভাগ
৩২৬. দৌলতপুর গ্রামের মধ্যবিত্তরা মিলে ভোক্তা সমবায় সমিতি গঠন করলেন। সমিতির কোনো সদস্য সর্বোচ্চ কতগুলো শেয়ার ক্রয় করতে পারবেন? (প্রয়োগ)
মূলধনের এক-পঞ্চমাংশ খ সব শেয়ার
গ দশ হাজার শেয়ার ঘ একটি শেয়ার
৩২৭. মারুফ একটি সমবায় সমিতির সদস্য। সমিতিতে তার দায় কিরূপ? (প্রয়োগ)
ক সম্পদ দ্বারা সীমাবদ্ধ খ অসীম
শেয়ার দ্বারা সীমাবদ্ধ ঘ মূলধন দ্বারা সীমাবদ্ধ
৩২৮. সমবায় সমিতির ব্যবস্থাপনার কার্যাবলি কাদের ওপর ন্যস্ত থাকে? (জ্ঞান)
ক সদস্যদের ওপর ব্যবস্থাপনা পর্ষদের ওপর
গ উদ্যোক্তাদের ওপর ঘ অভিজ্ঞ সদস্যদের ওপর