নবম-দশম শ্রেণির রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নবম-দশম/এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি এর পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যায় পর্যায় সারণি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. আধুনিক পর্যায় সারণির মূল ভিত্তি কী?
ক পারমাণবিক সংখ্যা খ পারমাণবিক ভর
গ আপেক্ষিক পারমাণবিক ভর √ ইলেকট্রন বিন্যাস
২. A = 1s22s22p63s23p63d34s2; ; মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?

ক Group-2                             ˜ Group-5

গ Group-11                    ঘ Group-13

নিচের সারণি থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
পর্যায় সারণির কোনো একটি গ্রুপের খণ্ডিত অংশ

19K
X
Y
Z

[এখানে X, Y এবং Z প্রতীকী অর্থে; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়]
৩. ‘ঢ’ মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ের?
ক ৩য়
খ ৪র্থ
√ ৫ম
ঘ ৬ষ্ঠ
৪. উল্লিখিত মৌলগুলোর-
i. সর্বশেষ স্তরে ১টি ইলেকট্রন আছে
ii. পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়
iii সক্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii

চতুর্থ অধ্যায় পর্যায় সারণি আরো কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৫. পর্যায় সারণিতে সালফারের অবস্থান কোথায়?
ক ২য় পর্যায়ের ১২ গ্রুপে খ ৩য় পর্যায়ের ৬ গ্রুপে
গ ৪র্থ পর্যায়ের ৪ গ্রুপে √ ৩য় পর্যায়ের ১৬ গ্রুপে
৬. Al্টক তত্তে¡র প্রবর্তক কে?
ক ডোবেরাইনার √ Rb নিউল্যান্ড
গ ল্যাভয়সিয়ে ঘ ম্যান্ডেলিফ
৭. ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়?
√ ১১৮টি খ ১১৪টি গ ৯৮টি ঘ ৮৪টি
৮. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৮, ১ হলে পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?
ক ১ম পর্যায়ে ১ গ্রুপে √ ৪র্থ পর্যায়ে ১ গ্রুপে
গ ৩য় পর্যায়ের ১ গ্রুপে ঘ ৬ষ্ঠ পর্যায়ের ১ গ্রুপে
৯. নিচের কোনটির যোRbী ২?
ক Na খ F
√ Ca ঘ K
১০. ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
ক ১ম খ ২য়
√ ৩য় ঘ ৪র্থ
১১. মনে কর একটি মৌলের সুস্থিত আয়ন A2+, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 মৌলটির গ্রুপ কোনটি?
√ ২ খ ৬
গ ৮ ঘ ১০
১২. Ca-এর অবস্থান পর্যায় সারণির কোন পর্যায়ে ও কোন গ্রুপে?
ক ২, ২ √ ৪, ২ গ ২, ৪ ঘ ২, ৩
১৩. আয়রন পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
ক ২য় খ ৩য় √ ৪র্থ ঘ ৫ম
১৪. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ?
√ Mg খ Si গ Al ঘ S
১৫. কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশী?
ক K খ Si গ Na ঘ Al
১৬. কোনটি নিষ্ক্রিয় ধাতু?
ক Na খ Cu
গ Sn √ Au
১৭. নিচের কোন মৌলটি মুদ্রা ধাতু?
ক Ar √ Ag
গ Cd ঘ At
১৮. নিচের কোনটি মুদ্রা ধাতু?
√ Au খ Hg গ Na ঘ Zn
১৯. নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান?
ক গ্রুপ – ১ খ গ্রুপ – ২ √ গ্রুপ – ৩ ঘ গ্রুপ – ১৬
নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :

পর্যায় গ্রুপ – ১ গ্রুপ – ১৭
1
2 A
3 D
4 E

এখানে A, D ও E কোনো প্রচলিত মৌলের প্রতীক নয়, প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে।
২০. উদ্দীপকের A, D ও E মৌলের –
i. আয়নিকরণ বিভব
ii. পারমাণবিক আকারের ক্রম E > D > A
iii তড়িৎ ঋণাত্মকতা D > E
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii
২১. ঊউ যৌগটি নিচের কোন দ্রাবকে দ্রবণীয়?
√ পানি খ অ্যালকোহল
গ কেরোসিন ঘ কার্বন টেট্রাক্লোরাইড

চতুর্থ অধ্যায় পর্যায় সারণি সমন্মিত কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২৮৮. অবস্থাান্তর মৌলসমূহ পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
ক গ্রুপ-১ থেকে গ্রুপ-৭ √ গ্রুপ-৩ থেকে গ্রুপ-১১
গ গ্রুপ-৮ থেকে গ্রুপ-১৭ ঘ গ্রুপ-৫ থেকে গ্রুপ-১১
২৮৯. কে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন?
ক রাদারফোর্ড খ ডাল্টন
গ বোর √ মোসলে
২৯০. কোনটি উপধাতু?
√ B খ Na
গ Al ঘ P
২৯১. নিচের কোনটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম?
ক Be √B
গ C ঘ V
২৯২. কঠিন অবস্থায় থাকে-
ক O2 √ চ
গ Br ঘ Cl
২৯৩. হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির কোন ক্রমটি সঠিক?
√ F > Cl > Br > I খ F > Br > Cl > I
গ Cl > F > Br > I ঘ Cl > F > Br > I
২৯৪. পর্যায় সারণিতে আর্সেনিকের অবস্থান কোন গ্রুপে?
ক গ্রুপ ১৩ খ গ্রুপ ১৪
√ গ্রুপ ১৫ ঘ গ্রুপ ১৬
২৯৫. পর্যায় সারণির ২নং গ্রুপের মৌলসমূহের জারণ সংখ্যা কত?
ক ০ খ -১
গ +১ √ +২
২৯৬. একটি মৌলের তৃতীয় শক্তিস্তরে ৩টি ইলেকট্রন আছে। এর গ্রুপ কত?
√ III খ VII
গ IV ঘ XIII
২৯৭. ২০১২ সাল পর্যন্ত সর্বমোট শনাক্তকৃত মৌলের সংখ্যা কতটি?
ক ৯৮ খ ১১২
গ ১১৪ √ ১১৮
২৯৮. ১০৯ পারমাণবিক সংখ্যার মৌল কোনটি?
ক Sg √ Mt
গ Bh ঘ Hs
২৯৯. আর্গনের পারমাণবিক ভর কত?
ক ৩৮ খ ৩৯
√ ৪০ ঘ ৪৩
৩০০. কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম?
ক Na+ √ Mg২+
গ Cl ঘ Ar
৩০১. চুনাপাথরের ধনাত্মক মৌলটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
ক ২য় খ ৩য়
√ ৪র্থ ঘ ১ম
৩০২. কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম?
ক Na খ K
গ Rb √ Cs
৩০৩. পর্যায় সারণির ৬ষ্ঠ পর্যায়ে কয়টি মৌল আছে?
√ ১১ খ ১২
গ ১৩ ঘ ১৪
৩০৪. লেড (চন) পর্যায়ে সারণির কোন গ্রুপের মৌল?
ক ৮ খ ১৮
√ ৩২ ঘ ৩৩
৩০৫. মুদ্রা ধাতু পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
√ ১১ খ ১২
গ ১৩ ঘ ১৪
৩০৬. ল্যাভয়সিয়ে কত সালে প্রথম মৌলসমূহকে তিন ভাগে ভাগ করে?
ক ১৭৭৯ খ ১৭৯৯
√ ১৭৮৯ ঘ ১৮৭৯
৩০৭. ব্যতিক্রমী পর্যায় কোনগুলো?
√ ৬ ও ৭ খ ৭ ও ৮
গ ৩ ও ৪ ঘ ৫ ও ৬
৩০৮. ডোবেরাইনারের ত্রয়ী সূত্র প্রকাশিত হয় কত সালে?
ক ১৮১৯ খ ১৮৩৯
√ ১৮২৯ ঘ ১৯২৯
৩০৯. পর্যায় সারণির Rbক কে?
ক ডাল্টন খ ডোবেরাইনার
√ মেন্ডেলিফ ঘ মেয়ার
৩১০. অপধাতু কোনটি?
ক Mg খ Na √ Si ঘ Al
৩১১. কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? [ঢা. বো. ’১৫]
ক Na √ S গ Rb ঘ Mg
৩১২. পর্যায় সারণির বাম দিকের মৌলগুলো কী?
√ ধাতু খ অধাতু
গ অপধাতু ঘ নিষ্ক্রিয় মৌল
৩১৩. পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে একই গ্রুপে আকার কেমন হবে?
ক কমে যাবে
√ বাড়বে
গ অপরিবর্তিত থাকে
ঘ পারমাণবিক সংখ্যার সাথে সম্পৃক্ত নয়
৩১৪. কোন মৌলটি সবচেয়ে কম সক্রিয়?
ক Br √ I
গ Cl ঘ F
৩১৫. মৃৎক্ষার ধাতু কোনটি?
√ Ca খ Li
গ Na ঘ Fe
৩১৬. গ্রুপ-২ এর মৌলসমূহ-
i. মৃৎক্ষার ধাতু
ii. এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে
iii প্রকৃতপক্ষে অবস্থান্তর মৌল
নিচের কোনটি সঠিক?
ক i ও iii খ ii ও iii √ i ও ii ঘ i, ii ও iii
৩১৭. Na, ক, চন মৌলসমূহ-
i. নরম
ii. নিম্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট
iii উচ্চ স্ফুটনাঙ্কবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
√ i ও iii খ i ও ii গ ii ও iii ঘ i, ii ও iii
৩১৮.

        
Mg       Al          X              P               S              Y

i. Y মৌলটির অক্সাইড অ¤øীয়
ii. X ও Y দ্বারা গঠিত যৌগটির সংকেত XY2
iii Mg ও Y দ্বারা গঠিত যৌগটির পানিতে দ্রবণীয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii
৩১৯. ক্যালসিয়াম একটি-
i. মৃৎক্ষার ধাতু
ii. ক্ষার ধাতু
iii তড়িৎ ধনাত্মক ধাতু
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩২০. একটি মৌলের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s23p5 মৌলটি-
i. ১টি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হয়
ii. হ্যালোজেন group-এর সদস্য
iii আণবিক গঠন দ্বি-পরমাণুক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৩২১. পর্যায় সারণির ৩-১০নং গ্রুপের মৌলগুলো-
i. পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে
ii. রঙিন যৌগ গঠন করে
iii সকলেই ধাতু
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩২২. ৫৩ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটি-
i. একটি অধাতু
ii. এর বর্ণ ফিকে হলুদ
iii সমযোজী যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩২৩. A = 1s22s22p6৬; এই ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায়-
i. অ মৌলটি আর্গন
ii. যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা
iii মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৩২৪. ডোবেরাইনার ত্রয়ী সূত্র মেনে চলে-
i. Li, Na, K
ii. Cl, Br, I
iii Fe, Co, Ni
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩২৫. যে সমস্ত মৌলের ইলেকট্রন ফ উপস্তরে প্রবেশ করে তা-
i. ফ বøক
ii. আন্ত:মৌল
iii অবস্থান্তর মৌল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৩২৬ ও ৩২৭ নং প্রশ্নের উত্তর দাও :
জেননসহ অপর তিনটি মৌল X, Y এবং Zএর পারমাণবিক সংখ্যা নিচে দেখানো হলো :

মৌল X Y Xe Z
পারমাণবিক সংখ্যা 52 53 54 55

৩২৬. ঢ মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
ক গ্রুপ III খ গ্রুপ IV
গ গ্রুপ V √ গ্রুপ VI
৩২৭. মুদ্রাধাতু পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
ক গ্রুপ-১০ খ গ্রুপ- ৯
√ গ্রুপ-১১ ঘ গ্রুপ-১২
নিচের চিত্রের আলোকে ৩২৮ – ৩৩০ নং প্রশ্নগুলোর

৩২৮. MgX2 যৌগটিতে পানিতে দ্রবীভ‚ত হয়; কারণ-
i. যৌগটিতে ধনাত্মক-ঋণাত্মক প্রান্ত আছে
ii. পানি একটি পোলার যৌগ
iii পানির সাথে MgX2 যৌগ আয়নিক বন্ধনে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩২৯. উদ্দীপকের উল্লিখিত কোন মৌলের আকার সবচেয়ে বড়?
√ Y খ Mg
গ X ঘ Ar
৩৩০. MgX2 যৌগটি পানিতে দ্রবীভ‚ত হয়; কারণ-
i. যৌগটিতে ধনাত্মক-ঋণাত্মক প্রান্ত আছে
ii. পানি একটি পোলার যৌগ
iii পানির সাথে MgX2 যৌগ আয়নিক বন্ধনে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ দেওয়া হলো। তথ্য থেকে ৩৩১ ও ৩৩২ নং প্রশ্নের উত্তর দাও :

X Si Q Z Cl Ar

৩৩১. পর্যায়টিতে-
i. ঢ মৌলটি আকারে সর্বাপেক্ষা বড়
ii. ঢ ও ত দ্বারা গঠিত যৌগের সংকেত ঢত২
iii ত মৌলটির অক্সাইড অ¤øীয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৩২. উদ্দীপকের পর্যায়টির ঢ মৌলটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক Cl অপেক্ষা-
√ বেশি খ কম
গ সমান ঘ পরিবর্তনশীল
নিচের পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ দেওয়া হলো। তথ্য থেকে ৩৩৩ ও ৩৩৪ নং প্রশ্নের উত্তর দাও :

Mg
X
Ra

৩৩৩. উল্লেখিত গ্রুপটির পঞ্চম মৌলটির নাম কী?
ক বেরিলিয়াম খ রুবিডিয়াম
√ বেরিয়াম ঘ ক্যালসিয়াম
৩৩৪. ঢ মৌলটি-
i. একটি মৃৎক্ষার ধাতু
ii. আকার জধ অপেক্ষা ধাতু
iii Mg অপেক্ষা অধিক সক্রিয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
চ, ছ, জ তিনটি মৌল পর্যায় সারণিতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে পর্যায় পর্যায়ক্রমে অবস্থান করছে। জ একটি নিষ্ক্রিয় গ্যাস।
উদ্দীপক হতে ৩৩৫ ও ৩৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
৩৩৫. চ আয়নের প্রতীক কি হবে?
ক চ খ চ+
গ চ২+ √ চ২
৩৩৬. জ মৌল কয়টি?
ক ৪টি √ ৬টি
গ ৭টি ঘ ৮টি
নিচের তথ্যের আলোকে ৩৩৭ ও ৩৩৮ নং প্রশ্নের উত্তর দাও ;
জেননসহ অপর তিনটি মৌল ঢ, ণ এবং ত এর পারমাণবিক সংখ্যা নিচে দেখানো হল-
মৌল ঢ ণ ঢব ত
পারমাণবিক সংখ্যা ৫২ ৫৩ ৫৪ ৫৫
৩৩৭. ঢ মৌলটি পর্যায় সারণি কোন গ্রুপে অবস্থিত?
ক গ্রুপ III খ IV
গ ঠ √ ঠও
৩৩৮. পর্যায় সারিণেতে ত মৌলটির অবস্থানকারী গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলসমূহের-
i. আকার বাড়ে
ii. গলনাঙ্ক বাড়ে
iii কঠিন অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
অ ও ই সারণির ৪নং পর্যায়ের মৌল। অ মৌলটি ১নং গ্রুপে এবং ই মৌলটি ১৭নং গ্রুপে অবস্থান করে।
উদ্দীপক হতে ৩৩৯ ও ৩৪০ নং প্রশ্নের উত্তর দাও :
৩৩৯. সাধারণ তাপমাত্রায় ই মৌলের ভৌত অবস্থা কিরূপ?
ক কঠিন খ তরল
√ গ্যাসীয় ঘ প্লাজমা
৩৪০. অ মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে কোনটি উৎপন্ন করে?
ক অ √ অ+
গ অ২ ঘ অ২+

 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৪১. পর্যায় সারণিতে- (অনুধাবন)
i. ১৮টি গ্রুপ রয়েছে
ii. তৃতীয় পর্যায় মৌল দ্বারা অপূর্ণ
iii পর্যায়-৪ এ মৌল আছে ৩২টি
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪২. পর্যায় সারণির ভিত্তি হলো- (অনুধাবন)
i. প্রোটন সংখ্যা
ii. পারমাণবিক সংখ্যা
iii ইলেকট্রন বিন্যাস
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩৪৩. আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা হয়- (অনুধাবন)
i. ইলেকট্রন বিন্যাস অনুসারে
ii. পারমাণবিক ভর অনুসারে
iii পারমাণবিক সংখ্যা অনুসারে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪৪. Na, ক, Rb মৌলসমূহ- (অনুধাবন)
i. নরম ও ধাতব
ii. উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট
iii নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪৫. Cu, Ag ও Au ধাতুগুলো-
i. অবস্থান্তর মৌল
ii. উজ্জ্বল
iii মাটিতে থাকে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪৬. পর্যায় সারণির সুবিধা – (অনুধাবন)
i. মৌলের ভৌত ধর্ম জানা
ii. মৌলের রাসায়নিক ধর্ম জানা
iii সহজেই রসায়ন সম্পর্কে জ্ঞান লাভ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ৩৪৭ ও ৩৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
পর্যায় সারণি হলো ছকের মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌলসমূহের ধর্মের একটি ধারণাচিত্র। এতে স্বল্প পরিসরে মৌলসমূহকে তাদের ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে।
৩৪৭. উল্লিখিত ছকে খাড়া স্তম্ভ কতটি? (অনুধাবন)
ক ৭টি √ ১৮টি
গ ১৯টি ঘ ২৫টি
৩৪৮. ছকটির আধুনিক সংস্করণে মৌলসমূহের ধর্মাবলি- (প্রয়োগ)
i. একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরিবর্তিত হয়
ii. পারমাণবিক ভর অনুযায়ী পরিবর্তিত হয়
iii একই গ্রুপে প্রায় একই রকম
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৩৪৯ ও ৩৫০ নং প্রশ্নের উত্তর দাও :
জেননসহ অপর তিনটি মৌল ঢ, ণ এবং ত এর পারমাণবিক সংখ্যা নিচে দেখানো হলো :
মৌল ঢ ণ ঢব ত
পারমাণবিক সংখ্যা ৫২ ৫৩ ৫৪ ৫৫
৩৪৯. ঢ মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? (প্রয়োগ)
ক ১৪ খ ১৫
√ ১৬ ঘ ১৭
৩৫০. পর্যায় সারণিতে ঢব মৌলটির অবস্থান- (অনুধাবন)
i. ক্ষার ধাতুগুলোর গ্রুপে
ii. ১৮নং গ্রুপে
iii নিষ্ক্রিয় মৌলসমূহের গ্রুপে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৩৫১ ও ৩৫২ নং প্রশ্নের উত্তর দাও :
অ এবং ই মৌল দুটির পারমাণবিক সংখ্যা ২০ ও ১৯।
৩৫১. অ মৌলটির অবস্থান পর্যায় সারণির কোন গ্রুপে? (প্রয়োগ)
ক ১ √ ২
গ ১৭ ঘ ১৮
৩৫২. ই মৌলটি (উচ্চতর দক্ষতা)
i. সক্রিয় ধাতু
ii. গলনাংক ও স্ফুটনাংক কম
iii অ এর তুলনায় আকারে বড়
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii গ i ও iii ঘ i, ii ও iii
নিচের ছকটি লক্ষ কর এবং ৩৫৩ ও ৩৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
প্রতীক পারমাণবিক সংখ্যা
Na –
ঢ ১৯
Rb –
৩৫৩. ঢ মৌলটি পর্যায় সারণিতে কোন পর্যায়ে অবস্থান করছে? (প্রয়োগ)
ক দ্বিতীয় খ তৃতীয়
√ চতুর্থ ঘ পঞ্চম
৩৫৪. ঢ মৌলটি- (উচ্চতর দক্ষতা)
i. কঠিন পদার্থ
ii. ছুরি দিয়ে কাটা যায়
iii ক্ষার ধাতু
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii

Leave a Reply