নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং একাদশ অধ্যায় ব্যাংকের আমানত বহুনির্বাচনী প্রশ্নোত্তর

একাদশ অধ্যায়
ব্যাংকের আমানত

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটি?
 ঋণের সুবিধা খ মূলধন গঠন
গ বিনিয়োগ ঘ বৈদেশিক বিনিময়
২. বিপদমুক্ত টাকা বিনিয়োগের স্থান কোনটি?
ক ব্যবসায় খ শেয়ারবাজার
 ব্যাংক ঘ বেসরকারি প্রতিষ্ঠান
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মিন্টু বড়–য়া তার পরিবারসহ কক্সবাজারে বেড়াতে যান। সেখানে যাবতীয় ব্যয় তিনি ইলেকট্রনিক ব্যাংকিং কার্ডের মাধ্যমে সম্পন্ন করেন। কার্ডের সঞ্চিত টাকা ফুরিয়ে এলে তিনি তার ভাইকে তার ব্যাংক হিসাবে টাকা জমা করতে বলেন। অতপর তিনি কিছু টাকা উত্তোলন করেন এবং দুদিন পর পরিবার সমেত বেড়ানো শেষ করে ঢাকায় ফিরে আসেন।
৩. মিন্টু বড়–য়া নিম্নের কোন মাধ্যমে টাকা উত্তোলন করেছিলেন?
ক ফোন ব্যাংকিং
 এটিএম
গ এসএমএস ব্যাংকিং
ঘ ইন্টারনেট ব্যাংকিং
৪. মিন্টু বড়–য়ার সফর ফলপ্রসূ হয়েছিল
র. ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে
রর. ফোন ব্যাংকিংয়ের কল্যাণে
ররর. এসএমএস ব্যাংকিংয়ের সহায়তায়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫. ব্যাংক কোন জাতীয় ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে? [স. বো. ’১৫]
ক জমা রশিদ খ পোস্টাল অর্ডার
 ব্যাংক ড্রাফট ঘ পাস বই
৬. কোন ব্যাংক হিসাব থেকে সবচেয়ে বেশি হারে সুদ পাওয়া যাবে? (জ্ঞান) [স. বো. ’১৫]]
ক চলতি হিসাব খ সঞ্চয়ী হিসাব
গ বিমা সঞ্চয়ী হিসাব  স্থায়ী হিসাব
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
আব্দুল্লাহ একজন বস্ত্র ব্যবসায়ী। তিনি ব্যাংক হিসাবের মাধ্যমে দেন-পাওনা নিষ্পত্তি করেন। কিন্তু পাওনাদারের চাহিদামাফিক টাকা তুলতে না পারায় মুন্নার পরামর্শে অন্য একটি হিসাব খোলার সিদ্ধান্ত নেন। [স. বো. ’১৫]
৭. আবদুল্লাহর বর্তমান ব্যাংক হিসাবটি কোন ধরনের?
 সঞ্চয়ী হিসাব খ চলতি হিসাব
গ মেয়াদি হিসাব ঘ ডিপোজিট পেনশন স্কিম
৮. আবদুল্লাহর জন্য উপযোগী ব্যাংক হিসাব কোনটি?
 চলতি হিসাব খ সঞ্চয়ী হিসাব গ স্থায়ী হিসাব ঘ ঋণ আমানত হিসাব

ব্যাংক আমানতের ধারণা ¡ পৃষ্ঠা Ñ ১০৩
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯. আমানত কোন ব্যবসায়ের মূল উৎস? (জ্ঞান)
 ব্যাংকিং খ বিমা
গ মৎস্য ঘ পণ্য
১০. ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস কী? (জ্ঞান)
 আমানত খ তারল্য
গ মূলধন ঘ মুনাফা
১১. ব্যাংক কীভাবে আমানত সংগ্রহ করে? (অনুধাবন)
ক ব্যাংকিং লেনদেনের মাধ্যমে খ ব্যাংকের বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে
 বিভিন্ন হিসাবের মাধ্যমে ঘ পরিশোধিত মূলধনের মাধ্যমে
১২. ব্যাংক থেকে গ্রাহক তার প্রয়োজনমতো অর্থ কীভাবে উত্তোলন করতে পারে? (অনুধাবন)
ক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে
 চেক বা অন্যান্য ব্যাংকিং পণ্যের মাধ্যমে
গ বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে
ঘ শেয়ার বাজারের মাধ্যমে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩. ব্যাংক বিভিন্ন হিসাব খোলার মাধ্যমে (অনুধাবন)
র. আমানত সংগ্রহ করে
রর. অনুদান সংগ্রহ করে
ররর. ঋণ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
 র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৪. যেসব হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে সেগুলো হলো (অনুধাবন)
র. চলতি হিসাব
রর. সঞ্চয়ী হিসাব
ররর. স্থায়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
 র, রর ও ররর
ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব ¡ পৃষ্ঠা Ñ ১০৩
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫. ব্যাংক আমানতের উদ্দেশ্যকে কয়ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
ক দুই  তিন গ চার ঘ পাঁচ
১৬. সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ভেবে মোমেন, মেহেদী ও সুমন ব্যাংক আমানত রাখে। এক্ষেত্রে ব্যাংক হিসাব কার জন্য ভ‚মিকা পালন করছে? (প্রয়োগ)
ক সামষ্টিক অর্থনীতির জন্য খ ব্যাংকের জন্য
 ব্যষ্টিক অর্থনীতির জন্য ঘ গ্রাহকের জন্য
১৭. ব্যাংক ঋণ সুবিধা প্রদান করা থেকে বিরত থাকে কোন ধরনের হিসাবের ক্ষেত্রে? (জ্ঞান)
ক চলতি হিসাব  সঞ্চয়ী হিসাব
গ স্থায়ী হিসাব ঘ ঋণ-আমানতি হিসাব
১৮. ব্যাংক থেকে ঋণ সুবিধা পাওয়া সম্ভব কীভাবে? (অনুধাবন)
ক অর্থ প্রেরণের মাধ্যমে  ব্যাংকে হিসাব খুলে
গ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে ঘ ব্যাংকে পরিচিতির মাধ্যমে
১৯. অনুপম একজন চিনি ব্যবসায়ী। তিনি কাসেমের নিকট থেকে চিনি কিনে তাকে ‘ট’ ব্যাংকের একটি চেক প্রদান করলেন। তিনি কীভাবে কাসেমকে ‘ট’ ব্যাংকের চেক প্রদানে সমর্থ হলেন? (প্রয়োগ)
ক ট ব্যাংকের ব্যাংকার পরিচিত হওয়ায়
খ ব্যাংক ম্যানেজারের অনুমতি থাকায়
গ ব্যাংকে অনুপমের সম্পত্তির দলিল জমা থাকায়
 ট ব্যাংকে অনুপমের হিসাব থাকায়
২০. ব্যাংকে টাকা জমা রাখাকে ঝুঁকিহীন বিনিয়োগ বলা হয় কেন? (অনুধাবন)
ক অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটায় বলে
খ ঋণ আমানত সৃষ্টি করে বলে
 সময়মতো নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় বলে
ঘ আমানতের সর্বোচ্চ নিরাপত্তা থাকে বলে
২১. ব্যাংক কোন ধরনের বিনিয়োগ? (অনুধাবন)
 ঝুঁকিহীন খ ঝুঁকিবহুল গ সেবামূলক ঘ বৈদেশিক
২২. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক কীভাবে গ্রাহকদের অনুপ্রেরণা বাড়ায়? (অনুধাবন)
 সেবামূলক কার্যাদি প্রদান করে খ বিনিয়োগ বৃদ্ধি করে
গ কর্মসংস্থান সৃষ্টি করে ঘ উৎপাদন বৃদ্ধি করে
২৩. কোন হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়? (জ্ঞান)
ক স্থায়ী হিসাব  চলতি হিসাব
গ সঞ্চয়ী হিসাব ঘ নামিক হিসাব
২৪. ব্যাংক জনগণকে কীভাবে হিসাব সংরক্ষণে আকৃষ্ট করে? (অনুধাবন)
ক অধিক চার্জে ব্যাংক হিসাব খোলার মাধ্যমে
 জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধার মাধ্যমে
গ ব্যাংকের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে
ঘ অধিক সুদ মঞ্জুর করে
২৫. ব্যাংক একজন গ্রাহককে সেবামূলক কার্যাদি প্রদান করে কেন? (উচ্চতর দক্ষতা)
ক ব্যবসায়িক লেনদেন সহজ করার জন্য
খ তহবিল গঠনে সহায়তা করার জন্য
 হিসাব খুলতে আকৃষ্ট করার জন্য
ঘ অধিক মুনাফা অর্জনের জন্য
২৬. ব্যাংক কীভাবে তহবিল গঠন করে? (অনুধাবন)
ক বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে
খ বৈদেশিক মুদ্রার ব্যবসায় করে
 জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাব গ্রহণ করে
ঘ কর্মসংস্থানের সুযোগ করে
২৭. কওঈ ব্যাংক তাদের অগণিত গ্রাহকের জমাকৃত অর্থ বিভিন্ন ধরনের হিসাবের মাধ্যমে সংগ্রহ করে। আবার সেই অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে। এভাবে কওঈ ব্যাংকে সংরক্ষিত গ্রাহকদের হিসাব কোন পক্ষের হয়ে কাজ করছে? (প্রয়োগ)
ক গ্রাহক  ব্যাংক
গ ব্যবসায়ী ঘ সরকার
২৮. লাভজনক বিনিয়োগ নিশ্চিত করা ব্যাংকের কী হিসেবে বিবেচিত? (অনুধাবন)
 উদ্দেশ্য খ আওতা
গ কার্যাবলি ঘ পদক্ষেপ
২৯. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
ক নিরাপত্তা খ প্রত্যাশা
 সঞ্চয় প্রবণতা ঘ ঋণ
৩০. ব্যাংক হিসাবের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়? (জ্ঞান)
ক মুনাফা  বিনিয়োগ
গ ঝুঁকি ঘ মূলধন
৩১. ব্যাংক কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়? (অনুধাবন)
 আমদানি-রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে
খ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে
গ অর্থনৈতিক উন্নতিতে সাহায্যে করে
ঘ বৈদেশিক মুদ্রা অর্জন করে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. ব্যাংক আমানত উদ্দেশ্যের প্রেক্ষাপটগুলো হলো (অনুধাবন)
র. গ্রাহক
রর. ব্যাংক
ররর. ব্যাষ্টিক অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৩৩. আমানতকারীদের উদ্বৃত্ত অর্থ ব্যাংক (অনুধাবন)
র. নিরাপদে সংরক্ষণ করে
রর. অন্য জায়গায় বিনিয়োগ করে
ররর. ঋণ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৩৪. ব্যাংকের ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করার উপকরণগুলো হলো (অনুধাবন)
র. চেক
রর. পে-অর্ডার
ররর. ব্যাংক ড্রাফট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৩৫. ব্যাংক একজন গ্রাহককে লেনদেনে সহায়তা দিয়ে থাকে (অনুধাবন)
র. চেক দিয়ে অর্থ উত্তোলনের সুবিধা দিয়ে
রর. বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে
ররর. ব্যাংক ড্রাফটের সুবিধা দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৩৬. ব্যাংক ঋণ প্রদান করে (অনুধাবন)
র. চলতি হিসাবের গ্রাহকদের
রর. সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের
ররর. স্থায়ী হিসাবের গ্রাহকদের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৭. ব্যাংক হিসাবের মাধ্যমে সহজে সম্ভব হয় (অনুধাবন)
র. অর্থ স্থানান্তর করা রর. লেনদেনের নিষ্পত্তি করা
ররর. ঋণের পরিমাণ বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৮. জাতীয় অর্থনীতির সমৃদ্ধিতে ব্যাংক আমানতের ভ‚মিকা হলো (অনুধাবন)
র. সঞ্চয় প্রবণতা সৃষ্টিতে সহায়তা করে
রর. পুঁজি বা মূলধন গঠনে সহায়তা করে
ররর. ব্যবসায়ের মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৯. ব্যাংক হিসাবের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি (অনুধাবন)
র. উৎপাদন প্রবৃদ্ধি ঘটে
রর. সামাজিক প্রবৃদ্ধি ঘটে
ররর. অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪০. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে (অনুধাবন)
র. তহবিল গঠিত হয়
রর. বিনিয়োগ বৃদ্ধি পায়
ররর. আমানত সংগৃহীত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও :
মি. আহাদ একজন ব্যবসায়ী। তার ব্যবসায়ের মালামাল ক্রয় করার জন্য কিছু অর্থের প্রয়োজন হয়। তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্ত হলে, ব্যাংকের কর্মকর্তা তাকে জানান ঋণ পেতে হলে তাকে ব্যাংকের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
৪১. ব্যাংক থেকে ঋণ পেতে মি. আহাদকে কী করতে হবে? (প্রয়োগ)
ক ব্যাংকে পরিচিত হতে হবে
খ সুপারিশ করতে হবে
গ অর্থ সঞ্চয় করতে হবে
 ব্যাংক হিসাব খুলতে হবে
৪২. ব্যাংকের সাথে উক্ত সম্পর্কের ফলে মি. আহাদ- (উচ্চতর দক্ষতা)
র. অর্থ স্থানান্তর করতে পারবেন
রর. লেনদেন নিষ্পত্তি করতে পারবেন
ররর. ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যাংক হিসাবের প্রকারভেদ ¡ পৃষ্ঠা Ñ ১০৪
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৩. ব্যাংকে মূলত কয় ধরনের হিসাব থাকে? (জ্ঞান)
ক ২  ৩
গ ৪ ঘ ৫
৪৪. কোন হিসাবের মাধ্যমে যতবার খুশি টাকা রাখা যায় এবং উত্তোলন করা যায়? (অনুধাবন)
ক সঞ্চয়ী হিসাব খ স্থায়ী হিসাব
 চলতি হিসাব ঘ ঋণ আমানতি হিসাব
৪৫. কোনটি ব্যাংকের চলতি হিসাবের বৈশিষ্ট্য নির্দেশ করে? (অনুধাবন)
ক যে কোনো পরিমাণ অর্থ দিয়ে এ হিসাব খোলা যায়
খ এ আমানত ব্যাংক বিনিয়োগ করতে পারে
গ ব্যাংক আমানতের বিপরীতে সুদ দিতে বাধ্য
 চাহিবামাত্র ব্যাংক মক্কেলকে অর্থ প্রদান করে
৪৬. নগদ লেনদেনের জন্য কোন হিসাব সবচেয়ে সুবিধাজনক? (জ্ঞান)
 চলতি হিসাব খ স্থায়ী হিসাব
গ সঞ্চয়ী হিসাব ঘ মেয়াদি হিসাব
৪৭. কোন হিসাবে সাধারণত সুদ প্রদান করা হয় না? (জ্ঞান)
 চলতি হিসাব খ সঞ্চয়ী হিসাব
গ স্থায়ী হিসাব ঘ বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব
৪৮. কোন হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়? (জ্ঞান)
ক বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব  চলতি হিসাব
গ স্থায়ী হিসাব ঘ সঞ্চয়ী হিসাব
৪৯. চলতি আমানতের টাকা ব্যাংক বিনিয়োগ করতে অপরাগ হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক মুনাফার পরিমাণ কম হয় বলে
খ জমাকৃত টাকার ওপর সুদ দেওয়া হয় না বলে
 গ্রাহককে চাহিবামাত্র অর্থ প্রদান করতে হয়
ঘ ব্যাংকের পরিচালনা ব্যয় অধিক হয় বলে
৫০. তারেক ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে গিয়ে দেখলেন তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই। কিন্তু তা সত্তে¡ও তিনি অর্থ উত্তোলন করতে সমর্থ হলেন। ব্যাংক তারেককে টাকা প্রদানের কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক প্রশাসনিক হস্তক্ষেপ ছিল খ অর্থনৈতিক সমৃদ্ধির আশায়
 জমাতিরিক্ত ঋণ দিয়েছে ঘ ব্যবসায়িক ঋণ দিয়েছে
৫১. কোন হিসাবে যতবার খুশি টাকা জমা রাখা যায় কিন্তু নিয়ম ব্যতীত টাকা উত্তোলন অসম্ভব? (জ্ঞান)
ক চলতি হিসাব খ স্কুল সঞ্চয়ী হিসাব
গ স্থায়ী হিসাবে  সঞ্চয়ী হিসাব
৫২. সঞ্চয়ী হিসাবের মাধ্যমে সপ্তাহে কতবার টাকা উত্তোলন করা যায়? (জ্ঞান)
 ২ খ ৩
গ ৪ ঘ ৫
৫৩. সঞ্চয়ী হিসাব কাদের জন্য অধিক উপযোগী? (জ্ঞান)
 নির্দিষ্ট আয়ের জনগণ খ অধিক আয়ের ব্যবসায়ী
গ অনির্দিষ্ট আয়ের জনগণ ঘ ক্ষুদ্র ব্যবসায়ী
৫৪. স্বল্প পরিমাণ লেনদেনের গ্রাহক কোন হিসাব খোলে? (অনুধাবন)
ক মেয়াদি আমানত হিসাব  সঞ্চয়ী হিসাব
গ স্থায়ী হিসাব ঘ চলতি হিসাব
৫৫. একজন শিক্ষকের জন্য কোন হিসাব প্রযোজ্য? (জ্ঞান)
ক চলতি খ স্থায়ী
 সঞ্চয়ী ঘ স্কুল সঞ্চয়ী
৫৬. একটি নির্দিষ্ট সময়ের জন্য যে হিসাব খোলা হয় তার নাম কী? (অনুধাবন)
ক চলতি হিসাব খ সঞ্চয়ী হিসাব
 স্থায়ী হিসাব ঘ স্কুল সঞ্চয়ী হিসাব
৫৭. স্থায়ী হিসাবে সুদের হারে তারতম্য হয় কী অনুসারে? (অনুধাবন)
ক টাকার পরিমাণ অনুসারে  জমার মেয়াদ অনুসারে
গ জমার উদ্দেশ্য অনুসারে ঘ বিভিন্ন ব্যাংকভেদে
৫৮. কোন হিসাবের মাধ্যমে গ্রাহক মেয়াদ পূর্তির আগে টাকা উত্তোলন করতে পারে না? (অনুধাবন)
ক চলতি হিসাব  স্থায়ী হিসাব
গ সঞ্চয়ী হিসাব ঘ ডিপোজিট পেনশন স্কিম হিসাব
৫৯. মৌসুমী আক্তারের স্বামী জার্মানিতে থাকেন। সংসার খরচের জন্য তার স্বামী যে টাকা পাঠান তার একটি বড় অংশ অলস হিসেবে পড়ে থাকে। তিনি ব্যাংক হিসাব খুলতে চাইলে তার কী করা উচিত? (উচ্চতর দক্ষতা)
ক চলতি হিসাব খোলা  স্থায়ী আমানত রাখা
গ সঞ্চয়ী হিসাব খোলা ঘ বিমা সঞ্চয়ী হিসাব খোলা
৬০. মি. জামিল সাহেব নিঃসন্তান। তিনি সিন্ধান্ত নিলেন তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যাংকে টাকা রেখে দেবেন। মি. জামিল সাহেবের জন্য কোন হিসাব উপযুক্ত হবে? (প্রয়োগ)
ক সঞ্চয়ী হিসাব  স্থায়ী হিসাব
গ চলতি হিসাব ঘ বিমা সঞ্চয়ী হিসাব
৬১. স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করার উদ্দেশ্যে যে হিসাব খোলা হয় তার নাম কী? (প্রয়োগ)
ক স্থায়ী হিসাব  স্কুল সঞ্চয়ী হিসাব
গ সঞ্চয়ী হিসাব ঘ বিমা সঞ্চয়ী হিসাব
৬২. ব্যাংক কীভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে? (অনুধাবন)
 স্কুল সঞ্চয়ী হিসাব খোলার সুবিধা দিয়ে
খ বিভিন্ন প্রলোভনকৃত প্রস্তাব প্রচারের মাধ্যমে
গ যে কোনো পণ্য ক্রয়ে ঋণের সুবিধা দিয়ে
ঘ ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে
৬৩. ব্যাংক শিক্ষার্থীদের সঞ্চিত টাকা জমা রাখে কোন হিসাবের মাধ্যমে? (জ্ঞান)
ক সঞ্চয়ী হিসাব খ বিমা সঞ্চয়ী হিসাব
 স্কুল সঞ্চয়ী হিসাব ঘ চলতি হিসাব
৬৪. বরকত নবম শ্রেণির ছাত্র। সে অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছে। সে বৃত্তির টাকা দিয়ে ব্যাংকে একটি হিসাব খুলতে চায়। কিন্তু ব্যাংক হিসাব সম্পর্কে তার ধারণা কম। এখানে তার জন্য কোন হিসাব প্রযোজ্য? (প্রয়োগ)
ক চলতি হিসাব খ সঞ্চয়ী চলতি হিসাব
 স্কুল সঞ্চয়ী হিসাব ঘ স্থায়ী হিসাব
৬৫. কোন হিসাবের মাধ্যমে সঞ্চয়ী হিসাব এবং জীবন বিমার সুবিধা একত্রে পাওয়া যায়? (অনুধাবন)
ক চলতি হিসাব খ স্কুল সঞ্চয়ী হিসাব
গ ঋণ আমানতি  বিমা সঞ্চয়ী হিসাব
৬৬. বিমা সঞ্চয়ী হিসাবে কোন ধরনের বিমার সুবিধা পাওয়া যায়? (জ্ঞান)
ক ডাক জীবন বিমা  জীবন বিমা
গ অগ্নিবিমা ঘ নৌবিমা
৬৭. কোন হিসাবের মধ্যে প্রাপ্ত সুদ হতে প্রিমিয়াম বাদ দেওয়া হয়? (অনুধাবন)
ক ডিপোজিট পেনশন স্কিম হিসাব খ ঋণ আমানতি হিসাব
গ সঞ্চয়ী হিসাব  বিমা সঞ্চয়ী হিসাব
৬৮. বৈদেশিক মুদ্রা হিসাবের গ্রাহক কে? (জ্ঞান)
 বৈদেশিক মুদ্রা অর্জনকারী খ বিশেষায়িত প্রতিষ্ঠানসমূহ
গ কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ ঘ অভ্যন্তরীণ সকল ব্যবসায়ী
৬৯. কোন হিসাবের মাধ্যমে একমাত্র বৈদেশিক মুদ্রার লেনদেন হয়ে থাকে? (অনুধাবন)
ক বিনিয়োগ হিসাব খ রপ্তানি হিসাব
 বৈদেশিক মুদ্রা হিসাব ঘ ডিপোজিট স্কিম হিসাব
৭০. প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় কোন হিসাবে? (জ্ঞান)
ক চলতি হিসাবে খ স্থায়ী হিসাবে
গ বৈদেশিক মুদ্রা হিসাবে  ডিপোজিট পেনশন স্কিম হিসাব
৭১. নির্দিষ্ট মেয়াদ শেষে সুদসহ জমাকারীর অর্থ ফেরত দেওয়া হয় কোন হিসাবে? (জ্ঞান)
ক চলতি হিসাবে খ ঋণ আমানতি হিসাবে
গ বৈদেশিক মুদ্রা হিসাবে  ডিপোজিট পেনশন স্কিম হিসাব
৭২. কোন হিসাবে সপ্তাহান্তে বা মাসের শেষে বাধ্যতামূলকভাবে অর্থ জমা নেয়া হয়? (জ্ঞান)
ক বিমা সঞ্চয়ী হিসাবে খ স্থায়ী হিসাবে
গ ফরেন কারেন্সি হিসাবে  ডিপোজিট পেনশন স্কিম হিসাবে
৭৩. মুদ্রা বিনিয়োগকারীদের জন্য বিশেষ গুরুত্ব বহনকারী ব্যাংক হিসাব কোনটি? (জ্ঞান)
 ডিপোজিট পেনশন স্কিম হিসাব খ ঋণ আমানতি হিসাব
গ বৈদেশিক মুদ্রা হিসাব ঘ ফরেন ডিপোজিট হিসাব
৭৪. ব্যাংক কেন নগদ অর্থের পরিবর্তে চেকের মাধ্যমে ঋণের অর্থ প্রদান করে? (উচ্চতর দক্ষতা)
ক অধিক মুনাফা অর্জনের জন্য
খ অধিক চার্জ কাটার জন্য
 ঋণ থেকে আমানত সৃষ্টি করার জন্য
ঘ স্থায়ী হিসাবের সীমাবদ্ধতার জন্য
৭৫. কোন হিসাবের মাধ্যমে ব্যাংক নগদ অর্থে ঋণ প্রদান না করে চেকে ঋণ প্রদান করে? (অনুধাবন)
 ঋণ আমানতি হিসাব খ সঞ্চয়ী হিসাব
গ স্থায়ী হিসাব ঘ বৈদেশিক মুদ্রা হিসাব
৭৬. ঋণদানের ক্ষেত্রে গ্রাহকের নামে ঋণ হিসাব খুলে ব্যাংক ঐ হিসাবে ঋণের টাকা স্থানান্তর করে। ফলে ঋণ থেকে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
ক সম্পত্তির খ বিনিয়োগের
 আমানতের ঘ মূলধনের
৭৭. বিভিন্ন ধরনের ব্যাংক হিসাবের উদ্ভবের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি উপযুক্ত? (উচ্চতর দক্ষতা)
ক ব্যাংকের আমানতের পরিমাণ বৃদ্ধি করার উদ্দেশ্য
 বিভিন্ন শ্রেণির জনগণের পেশা ও আয় এবং রুচি ও পছন্দের পার্থক্য
গ জনগণের নিকট ছড়ানো ছিটানো সঞ্চয়গুলো একত্রিত করা
ঘ মূলধন গঠনের মাধ্যমে ঋণদানের পরিমাণ বৃদ্ধি করা
৭৮. সঞ্চয়ী হিসাবে ব্যাংক কীভাবে সুদ প্রদান করে? (অনুধাবন)
ক অধিক হারে  স্বল্প হারে
গ দ্রæতগতিতে ঘ স্বল্পগতিতে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৯. চলতি হিসাব সাধারণত (অনুধাবন)
র. ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক
রর. বিধি-নিষেধযুক্ত হিসাব পরিচালনা করে
ররর. জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮০. সঞ্চয়ী হিসাবের সুবিধা হলো (অনুধাবন)
র. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে
রর. ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে
ররর. স্বল্প ও স্থায়ী আয়ের মানুষের জন্য উপযোগী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮১. সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে অভিন্নতা রয়েছে (অনুধাবন)
র. চেক বই সরবরাহ
রর. সুদ প্রাপ্তিতে
ররর. অর্থ উত্তোলনের বাধ্যবাধকতায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
৮২. স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা দেয়া হয়
রর. মেয়াদ শেষে মোট জমাকৃত অর্থ উত্তোলন করা যায়
ররর. ঋণ সুবিধা থেকে গ্রাহক বঞ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৩. ঋণ সুবিধা পাওয়া যায় (অনুধাবন)
র. স্থায়ী হিসাবের বিপরীতে
রর. সঞ্চয়ী হিসাবের বিপরীতে
ররর. চলতি হিসাবের বিপরীত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৪. স্থায়ী হিসাবে (অনুধাবন)
র. বিশেষ প্রয়োজনে অর্থ উত্তোলন করা যায়
রর. নির্দিষ্ট মেয়াদ থাকে
ররর. সুদ বা লাভের পরিমাণ বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৫. স্থায়ী হিসাবে ব্যাংক সমর্থ হয় (অনুধাবন)
র. অধিক সুদ প্রদানে
রর. অধিক বিনিয়োগে
ররর. অধিক ঋণদানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৬. স্থায়ী হিসাবে টাকা রাখা যায় (অনুধাবন)
র. ১ বছরের জন্য
রর. ছয় মাসের জন্য
ররর. ৫ বছরের জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৭. ডিপোজিট পেনশন স্কিমে প্রতিমাসে / সপ্তাহে টাকা রাখা যায় (অনুধাবন)
র. ১০০ টাকা
রর. ২০০ টাকা
ররর. ৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৮. ডিপোজিট পেনশন স্কিমে টাকা জমা রাখা যায় (অনুধাবন)
র. মাসিক ভিত্তিতে
রর. সাপ্তাহিক ভিত্তিতে
ররর. বার্ষিক ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৯. ঋণ থেকে আমানত সৃষ্টির প্রক্রিয়ায় উপযোগ বৃদ্ধি পায় (অনুধাবন)
র. অর্থের
রর. ঋণের
ররর. আমানতের
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯০. সানি সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি ব্যাংকে হিসাব খোলার প্রয়োজনবোধ করেন। সানি সাহেব হিসাব খুলতে গিয়ে প্রথমে বিবেচনা করবেন (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের লেনদেনের পরিমাণ
রর. ব্যবসায়ের লেনদেনের ধরন
ররর. ব্যবসায়ের লেনদেনের প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯১. ব্যাংক হিসাবকে শ্রেণিবিভাগ করা হয় (অনুধাবন)
র. মানুষের জীবিকার ভিত্তিতে
রর. প্রয়োজনের ভিত্তিতে
ররর. সময় অবস্থানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
জামালপুরের মি. রহিম নিজস্ব পুঁজি নিয়ে একটি পাইকারি ব্যবসায় স্থাপন করেন। তিনি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপকের পরামর্শ নিয়ে একটি উপযুক্ত ব্যাংক হিসাব খোলেন।
৯২. মি. রহিমের জন্য উপযুক্ত ব্যাংক হিসাব কোনটি? (প্রয়োগ)
ক বিমা সঞ্চয়ী হিসাব খ ডিপোজিট পেনশন স্কিম হিসাব
গ স্থায়ী হিসাব  চলতি হিসাব
৯৩. মি. রহিম তার ব্যাংক হিসাব থেকে যে ধরনের সুবিধা পাবেন তা হলো (উচ্চতর দক্ষতা)
র. ব্যাংক চলাকালীন যতবার ইচ্ছা টাকা ওঠাতে পারবেন
রর. জমাকৃত অর্থের জন্য সুদ পাবেন
ররর. জমাতিরিক্ত ঋণ নিতে পারবেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
নাহিদ ব্যাংকে হিসাব খুলেছে। কিন্তু কোনো শনাক্তকারীর প্রয়োজন হয়নি। নাহিদ সহজে হিসাব খুলতে পারলেও হিসাব থেকে নাহিদ কোথাও টাকা পাঠাতে পারছেন না।
৯৪. নাহিদ ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছে? (প্রয়োগ)
ক চলতি হিসাব খ ঋণ আমানতি হিসাব
গ সঞ্চয়ী হিসাব  স্থায়ী হিসাব
৯৫. নাহিদের হিসাব থেকে প্রাপ্ত সুবিধাগুলো হলো (উচ্চতর দক্ষতা)
র. অধিক হারে সুদ প্রাপ্তি
রর. ঝুঁকি অপেক্ষাকৃত কম
ররর. অনলাইন ব্যাংকিং সুবিধা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় ¡ পৃষ্ঠা Ñ ১০৬
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৬. হিসাব খোলার জন্য সঠিক ব্যাংক নির্বাচন কিসের ওপর নির্ভরশীল? (অনুধাবন)
ক ব্যাংকারের প্রকৃতি ও প্রয়োজনের ওপর
 ব্যাংকের প্রকৃতি ও গ্রাহকের প্রয়োজনের ওপর
গ হিসাব গ্রহীতার প্রকৃতি ও প্রয়োজনের ওপর
ঘ দেশের সরকারের প্রকৃতি ও প্রয়োজনের ওপর
৯৭. সহজে লেনদেনের জন্য গ্রাহক ব্যাংকের কোন বিষয়ে বেশি গুরুত্ব দেয়? (অনুধাবন)
ক ব্যাংকের সেবা খ ব্যাংকের কার্যাবলি
 ব্যাংকের অবস্থান ঘ ব্যাংকের মুনাফা
৯৮. ব্যাংকের সাফল্য ও কার্যদক্ষতা কোনটির ওপর নির্ভরশীল? (অনুধাবন)
ক অধিক কর্মী খ ব্যাংকের পরিবেশ
 দক্ষ ব্যবস্থাপনা ঘ মুনাফা বৃদ্ধি
৯৯. দুটি ব্যাংকের মধ্যে দক্ষতা বিচারে কোন উক্তিটি যথার্থ? (উচ্চতর দক্ষতা)
ক বেশি গড় সময়ে সেবা প্রদান  কম গড় সময়ে সেবা প্রদান
গ উচ্চতর সেবা প্রদান ঘ নিম্ন ঋণ জামানত গ্রহণ
১০০. ব্যাংকের কর্মচারীদের দক্ষতা সম্পর্কে জানা যায় কীভাবে? (অনুধাবন)
ক কর্মীদের শিক্ষাগত যোগ্যতা দেখে
 কম সময়ের মধ্যে বেশি সেবা প্রদান অনুসারে
গ কর্মচারীদের ব্যবহার দেখে
ঘ ব্যাংকের উন্নতি পরিমাপ করে
১০১. ‘ট’ ব্যাংকে শরীফের হিসাব খোলার জন্য ব্যাংক কর্মী স্বল্পসময়ে নিজ থেকে শরীফের ফরম পূরণ করে টাকা জমা দিয়ে হিসাব খুলে দেয়। এ ক্ষেত্রে ব্যাংকের কোন দিকটি পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
ক ব্যাংকের মুনাফা  দক্ষ ব্যবস্থাপনা
গ সুবিধাজনক অবস্থান ঘ আর্থিক সচ্ছলতা
১০২. ব্যাংক হিসাব খোলার সময় ব্যাংকের কোন ধরনের সেবা বিবেচ্য? (জ্ঞান)
ক একমুখী সেবা খ বৈদেশিক সেবা
গ সম্পদবিষয়ক সেবাসমূহ  বহুমুখী সেবা
১০৩. হিসাব খোলার ক্ষেত্রে কোন ব্যাংক উপযোগী? (অনুধাবন)
 বহুমুখী সেবা প্রদানকারী ব্যাংক খ একমুখী সেবা প্রদানকারী ব্যাংক
গ দ্বিমুখী সেবা প্রদানকারী ব্যাংক ঘ অল্প সেবা প্রদানকারী ব্যাংক
১০৪. বৈদেশিক মুদ্রা বিনিময়ের প্রয়োজন হলে সে ব্যাংক অবশ্যই কী হতে হবে? (অনুধাবন)
ক প্রচুর বৈদেশিক মুদ্রা থাকতে হবে
 বৈদেশিক মুদ্রা বিনিময়ে অনুমতিপ্রাপ্ত হতে হবে
গ বৈদেশিক মুদ্রা না থাকলেও চলবে
ঘ ব্যাংক বিদেশি আইন অনুযায়ী চলবে
১০৫. ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে বিশেষ ভ‚মিকা পালন করে থাকে কোনটি? (অনুধাবন)
ক ব্যাংকের অবস্থান  ব্যাংকের সুনাম
গ ব্যাংকের শাখা ঘ ব্যাংকের মূলধন
১০৬. ব্যাংকের কার্য সামর্থ্যরে ধারণা পাওয়া যায় কোনটির মাধ্যমে? (অনুধাবন)
ক ব্যাংকের মুনাফা বিশ্লেষণ করে
খ ব্যাংকের কর্মী সংখ্যা অনুসারে
 ব্যাংকের সুনাম যাচাই করে
ঘ ব্যাংকের তহবিল গঠনের ক্ষমতা দেখে
১০৭. কোন ব্যাংক গ্রাহকের জন্য উপযোগী? (অনুধাবন)
 অধিক শাখা সম্পন্ন ব্যাংক খ তালিকাহীন ব্যাংক
গ কম শাখা সম্পন্ন ব্যাংক ঘ শাখাবিহীন ব্যাংক
১০৮. জিলানী এন্টারপ্রাইজের ব্যবসায়িক পরিসীমা সমগ্র দেশে বিস্তৃত। ব্যবসায়িক সফলতা এবং হিসাব সংক্রান্ত বিষয়ের জন্য তার প্রতিদিনের ব্যাংকিং লেনদেন জানার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে জিলানী এন্টারপ্রাইজ কোন ব্যাংকে হিসাব খুলবে? (প্রয়োগ)
ক একক ব্যাংকে খ গ্রæপ ব্যাংকে
 শাখা ব্যাংকে ঘ আঞ্চলিক ব্যাংকে
১০৯. কোন ব্যাংক সকলের নিকট নিরাপদ? (অনুধাবন)
ক অতালিকাভুক্ত ব্যাংক  তালিকাভুক্ত ব্যাংক
গ শাখা ব্যাংক ঘ বহুমুখী সেবা ব্যাংক
১১০. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক অধিক গ্রহণযোগ্য কেন? (উচ্চতর দক্ষতা)
ক অধিক ঋণ সুবিধা পায় বলে খ ব্যাংক চার্জ কম বলে
গ সুদ বেশি দেয় বলে  অধিক নিরাপত্তার জন্য
১১১. ব্যাংক নির্বাচনে নির্ভরযোগ্যতা অর্জনে কোনটি জরুরি? (অনুধাবন)
ক ব্যাংকের মুনাফা হার  ব্যাংকের প্রতিষ্ঠাকাল
গ ব্যাংকের সুদ হার ঘ ব্যাংকের সুনাম
১১২. ঋণ গ্রহণের ক্ষেত্রে অপেক্ষাকৃত পছন্দনীয় ব্যাংক কোনটি? (জ্ঞান)
ক যে ব্যাংক অধিক নিরাপদশীল
খ যে ব্যাংকের হিসাব ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বেশি
 যে ব্যাংকের ঋণদান নীতি অপেক্ষাকৃত নমনীয়
ঘ যে ব্যাংক অধিক ঋণ প্রদান করে
১১৩. ব্যাংক হিসাব খোলার জন্য সর্বোত্তম বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
ক ঋণের সুদ অধিক খ আমানতের সুদ কম
গ ব্যাংক চার্জ সমানুপাতিক  স্বল্প চার্জে অধিক সেবা
১১৪. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? (জ্ঞান)
ক ঋণের সুবিধা খ বিলাস বহুল শাখা
গ বৈদেশিক বিনিময়  ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৫. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করতে হয় তা হলো (প্রয়োগ)
র. ব্যাংকের অবস্থান
রর. দক্ষতা
ররর. বহুমুখী সেবা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১১৬. ব্যাংক ব্যবস্থাপনা দক্ষ হওয়ার কারণে (অনুধাবন)
র. ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ে
রর. ব্যাংকে মানুষ হিসাব খুলতে আগ্রহী হয়
ররর. ব্যাংকের কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৭. ব্যাংকের সুনাম সম্পর্কে গ্রাহক ধারণা পায় (অনুধাবন)
র. ব্যাংকের প্রতিযোগীর সংখ্যা বিবেচনা করে
রর. জনগণের নিকট ব্যাংকটি পরিচিতি যাচাই করে
ররর. ব্যাংকটির কার্যক্রম পরিচালনার সময় জানার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১১৮. গ্রাহকগণের ব্যাংক নির্বাচনে বিবেচিত হয় (অনুধাবন)
র. ব্যাংক চার্জ হার
রর. ব্যাংক সুদ হার
ররর. ব্যাংকের সুনাম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১১৯. গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য ব্যাংকের বৈশিষ্ট্যগুলো হলো (অনুধাবন)
র. অধিক হারে ব্যাংক চার্জ ধার্য করবে
রর. উচ্চ হারে আমানতের ওপর সুদ দিবে
ররর. অল্প হারে ঋণের ওপর সুদ ধার্য করবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১২০. আজকাল গ্রাহকগণ ইলেকট্রনিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে যেসকল বিষয় বিবেচনা করছেন সেগুলো হলো (প্রয়োগ)
র. মোবাইল ব্যাংকিং
রর. এনি ব্রাঞ্চ ব্যাংকিং
ররর. এটিএম সেবা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
ব্যাংক হিসাব খোলার ও বন্ধের পদ্ধতি ¡ পৃষ্ঠা Ñ ১০৬
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২১. ব্যবসায় পরিচালনায় যখন প্রচুর সংখ্যক লেনদেন হয় তখন গ্রাহকদের জন্য কোন হিসাব খোলা উত্তম? (প্রয়োগ)
ক সঞ্চয়ী হিসাব  চলতি হিসাব
গ স্থায়ী হিসাব ঘ ঋণ আমানতি হিসাব
১২২. একজন ব্যবসায়ীর জন্য উপযোগী হিসাব কোনটি? (জ্ঞান)
ক বিশেষ স্থায়ী হিসাব খ স্থায়ী হিসাব
 চলতি হিসাব ঘ সঞ্চয়ী হিসাব
১২৩. একজন গৃহিনীর জন্য কোন হিসাব প্রযোজ্য? (প্রয়োগ)
ক চলতি হিসাব খ স্থায়ী হিসাব
 সঞ্চয়ী হিসাব ঘ বিশেষ চলতি হিসাব
১২৪. দশম শ্রেণির এক ছাত্র টাকা জমানোর উদ্দেশ্যে ন্যাশনাল ব্যাংকে একটি হিসাব খুলল। এটি কোন ধরনের হিসাব? (প্রয়োগ)
ক বিমা সঞ্চয়ী  স্কুল সঞ্চয়ী
গ সঞ্চয়ী ঘ ডিপোজিট সঞ্চয়ী
১২৫. কোন ধরনের প্রতিষ্ঠান ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে পারে? (জ্ঞান)
 শিক্ষা প্রতিষ্ঠান খ শিল্প-কারখানা
গ সিএ ফার্ম ঘ ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান
১২৬. গ্রাহক কখন মেয়াদি হিসাব খুলে থাকেন? (অনুধাবন)
ক অধিক লেনদেনের ক্ষেত্রে খ বড় অংকের লেনদেনের ক্ষেত্রে
 মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে ঘ বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে
১২৭. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমেই কোন কাজটি সম্পন্ন করতে হয়? (জ্ঞান)
 গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ খ প্রাথমিক জমা প্রদান করা
গ নিবন্ধনপত্র জমা দেয়া ঘ ট্রেড লাইসেন্স জমা দেয়া
১২৮. কোন হিসাব নির্দিষ্ট পরিমাণ অর্থ পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে জমা ও উত্তোলন করা যায়? (অনুধাবন)
ক বিমা সঞ্চয়ী হিসাব খ পেনশন সঞ্চয়ী হিসাব
গ সাধারণ সঞ্চয়ী হিসাব  পৌনঃপৌনিক সঞ্চয়ী হিসাব
১২৯. ব্যাংক হিসাব নয় কোনটি? (জ্ঞান)
ক সঞ্চয়ী হিসাব খ চলতি হিসাব
 এফডিআর ঘ এফসি
১৩০. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে আমানতকারীকে সুবিধাজনক শাখা থেকে কোনটি সংগ্রহ করতে হবে? (জ্ঞান)
ক দলিল খ নিবন্ধনপত্র
 আবেদনপত্র ঘ ঋণপত্র
১৩১. কোম্পানির হিসাব খোলার ক্ষেত্রে কোনটি প্রদান করতে হয়? (জ্ঞান)
ক স্মারকলিপি খ প্রাথমিক জমা
গ নিবন্ধনপত্র  ট্রেড লাইসেন্স
১৩২. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য নয় কোনটি? (অনুধাবন)
ক প্রাথমিক আমানত খ নমুনা স্বাক্ষর
গ পরিচিতি  প্রাথমিক জামানত
১৩৩. কোম্পানির ক্ষেত্রে কীভাবে হিসাব বন্ধ করতে হয়? (অনুধাবন)
ক পরিমেল নিয়মাবলির মাধ্যমে
খ নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত নিবন্ধনপত্রের মাধ্যমে
 অনুমোদিত সভার অনুরোধপত্রের মাধ্যমে
ঘ ঋণপত্র বিক্রয় করে
১৩৪. ব্যাংক কখন গ্রাহকের অনুরোধে হিসাব বন্ধ করে দেয়? (জ্ঞান)
ক সম্পর্কের অবনতি হলে  ঋণ না থাকলে
গ চার্জ আদায় না হলে ঘ সুদ প্রাপ্তি না থাকলে
১৩৫. চলতি ও সঞ্চয়ী হিসাব বন্ধ করতে হলে কার বরাবর আবেদন করতে হয়? (জ্ঞান)
ক পরিচালকের খ চেয়ারম্যানের
 ব্যবস্থাপকের ঘ কর্মকর্তার
১৩৬. হিসাব খোলার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় কাদের? (জ্ঞান)
ক কোম্পানির খ সরকারি কর্মকর্তার
গ স্কুল ছাত্রের  অংশীদারি ব্যবসায়ের
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৭. চলতি হিসাব যে ধরনের গ্রাহকের জন্য প্রযোজ্য (অনুধাবন)
র. অধিক লেনদেনকারী
রর. বৈদেশিক বিনিময়ে নিয়োজিত ব্যক্তি
ররর. বড় অংকের লেনদেনকারী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৮. একই ধরনের হিসাব খোলার পদ্ধতি হলো (অনুধাবন)
র. চলতি হিসাব রর. স্থায়ী হিসাব
ররর. সঞ্চয়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৯. গ্রাহক পরিচিতি ফরমের নমুনায় যেসকল বিষয়ের উল্লেখ থাকে (অনুধাবন)
র. গ্রাহকের নাম রর. আয়ের উৎস
ররর. জাতীয় সনদপত্র
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪০. হিসাব খোলার ক্ষেত্রে সত্যায়িত কপি প্রয়োজন হয় (অনুধাবন)
র. জাতীয় পরিচয়পত্র
রর. পাসপোর্ট
ররর. গাড়ি চালনার লাইসেন্সের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪১. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ে প্রয়োজন (অনুধাবন)
র. ট্রেড লাইসেন্স রর. চুক্তিপত্রের কপি
ররর. ব্যবসায়িক স্থান
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪২. ব্যাংক হিসাব বন্ধ করতে গ্রাহকের করণীয় হলো (অনুধাবন)
র. হিসাব বন্ধ করার অনুরোধপত্র জমা দেয়া
রর. অব্যবহৃত চেক বই ফেরত দেয়া
ররর. সকল জমা বই ফিরিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৩. ব্যাংক হিসাব বন্ধ করতে গিয়ে ফেরত দিতে হয় (অনুধাবন)
র. জমা বই রর. পাস বই
ররর. চেক বই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৪. ব্যাংক যে কারণে মক্কেলের হিসাব বন্ধ করে দিতে পারে (প্রয়োগ)
র. আদালতের নির্দেশে
রর. মক্কেলের হিসাবে লেনদেন বেশি হলে
ররর. মক্কেলের মৃত্যু হলে বা দেউলিয়া হলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৪৫ ও ১৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আতাউর একজন সাধারণ চাকরিজীবী। তিনি একটি ব্যাংক হিসাব খুলতে গেলে তার একজন সত্যায়নকারীর প্রয়োজন হয়। এছাড়া ব্যাংক হিসাব খুলতে তাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে বলে ব্যাংক কর্মকর্তা জানায়।
১৪৫. এ হিসাব খুলতে জনাব আতাউরের সত্যায়নকারী কে হতে পারে? (প্রয়োগ)
ক তার মা-বাবা খ তার নিয়োগকর্তা
 ব্যাংকের একজন গ্রাহক ঘ স্থানীয় চেয়ারম্যান
১৪৬. আতাউরকে ব্যাংক হিসাব খুলতে জমা দিতে হবে (উচ্চতর দক্ষতা)
র. পাসপোর্ট সাইজের ছবি
রর. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
ররর. হিসাব পরিচালনার প্রাতিষ্ঠানিক অনুমতিপত্র
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ইউনুস ব্যাংকে হিসাব খোলার জন্য মনস্থির করলেন। এ জন্য তিনি সোনালী ব্যাংক থেকে আবেদন ফরম নিয়ে যথাযথ পদ্ধতিতে পূরণ করে সুপারিশকারীর স্বাক্ষরসহ জমা দিলেন। ব্যাংক তাকে একটি চেক বই ও পাস বই প্রদান করেন।
১৪৭. জনাব ইউনুসের ব্যাংক হিসাব খোলার জন্য সুপারিশকারীর স্বাক্ষর প্রয়োজন হয় কেন? (প্রয়োগ)
ক আবেদনকারীর জমা বৃদ্ধির জন্য
 আবেদনকারীর পরিচয় শনাক্ত করার জন্য
গ ব্যাংকে মুনাফা বৃদ্ধির জন্য
ঘ ব্যাংকে জালিয়াতি রোধের জন্য
১৪৮. জনাব ইউসুফ আবেদন ফরমে উল্লেখ করবেন (প্রয়োগ)
র. নাম ও ঠিকানা রর. পেশা ও আয়ের পরিমাণ
ররর. জন্ম তারিখ ও বিবাহের তারিখ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ইলেকট্রনিক ব্যাংকিং-এর বিভিন্ন পণ্য ও সেবা ¡ পৃষ্ঠা Ñ ১০৮
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৯. তথ্য প্রযুক্তির আধুনিকায়নের সাথে ব্যাংকিং ব্যবসায়ে কোনটির আবির্ভাব ঘটে? (জ্ঞান)
ক বিভিন্ন রীতি-নীতি খ নগদ আদান-প্রদান
গ হিসাব ব্যবস্থা  ইলেকট্রনিক ব্যাংকিং
১৫০. ইলেকট্রনিক ব্যাংকিং-এর ক্ষেত্রে কত ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ থাকে? (জ্ঞান)
ক ২১ ঘণ্টা খ ২২ ঘণ্টা
গ ২৩ ঘণ্টা  ২৪ ঘণ্টা
১৫১. ডেবিট ও ক্রেডিট কার্ডকে কোন ধরনের কার্ডের সাথে তুলনা করা হয়? (অনুধাবন)
ক ম্যাগনেটিক কার্ড  ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড
গ এক ধরনের কাগজের কার্ড ঘ পানি ও অগ্নিরোধক কার্ড
১৫২. কোন কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকেটা করতে পারে? (অনুধাবন)
 ডেবিট কার্ড খ এটিএম
গ ফোন ব্যাংকিং ঘ ইন্টারনেট ব্যাংকিং
১৫৩. ডেবিট কার্ডের বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
ক এটি আসলে এক ধরনের ব্যক্তিগত ঋণ
খ আন্তর্জাতিকভাবে এ কার্ড ব্যবহার সম্ভব
 ব্যাংক হিসাবে টাকা থাকলে অর্থ উত্তোলন সম্ভব
ঘ এটি এক প্রকার পানি ও অগ্নিরোধক কার্ড
১৫৪. শপিংমল থেকে কেনাকাটা করা যায় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
ক ফোন ব্যাংকিং  ক্রেডিট কার্ড
গ কল সেন্টার সেবা ঘ এসএমএস ব্যাংকিং
১৫৫. কোন কার্ডে বাকিতে মালামাল ক্রয়ের সুযোগ থাকে? (জ্ঞান)
ক ডেবিট কার্ডে  ক্রেডিট কার্ডে
গ পাঞ্চিং কার্ডে ঘ ম্যাগনেটিক কার্ডে
১৫৬. কোন কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ, যা নির্দিষ্ট সময়ান্তে গ্রাহককে সুদসহ পরিশোধ করতে হয়? (অনুধাবন)
ক ডেবিট কার্ড  ক্রেডিট কার্ড
গ এটিএম ঘ ফোন ব্যাংকিং
১৫৭. কোনটিকে ব্যক্তিগত ঋণ বলা হয়? (জ্ঞান)
ক ডেবিট কার্ড  ক্রেডিট কার্ড
গ এটিএম ঘ সুইফট
১৫৮. কোন কার্ডে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই? (অনুধাবন)
 ক্রেডিট কার্ড খ ডেবিট কার্ড
গ এনি ব্রাঞ্চ কার্ড ঘ বিয়ের কার্ড
১৫৯. ইলিয়াস সাহেব রঙ ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য কিনে। কিন্তু ব্যাংক হিসাবে অর্থ না থাকা সত্তে¡ও তিনি বিল কীভাবে পরিশোধ করতে সক্ষম হলো? (প্রয়োগ)
 ক্রেডিট কার্ডের মাধ্যমে খ ডেবিট কার্ডের মাধ্যমে
গ ফোনের মাধ্যমে ঘ চেকের মাধ্যমে
১৬০. অঞগ বলতে কোনটি বোঝায়? (জ্ঞান)
ক অঁঃড়সধঃরপ ঞবষষবৎ গধপযরহব
 অঁঃড়সধঃবফ ঞবষষবৎ গধপযরহব
গ অঁঃযবহঃরপ ঞবষষবৎ গধপযরহব
ঘ অঁঃড়সধঃবফ ঞবপযহরপধষ গধপযরহব
১৬১. কোন ইলেকট্রনিক যন্ত্র দ্বারা গ্রাহক ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়া প্রাথমিক লেনদেন করতে পারে? (অনুধাবন)
ক কম্পিউটার  এটিএম
গ ইন্টারনেট ব্যাংকিং ঘ ফোন ব্যাংকিং
১৬২. অফিস সময়ের বাইরেও ব্যাংক হতে কীভাবে নগদ টাকা উত্তোলন করা সম্ভব? (অনুধাবন)
ক কর্মীর মাধ্যমে  এটিএম বুথের সাহায্যে
গ পরিচালকের মাধ্যমে ঘ সার্ভারের মাধ্যমে
১৬৩. স্কুলের টাকা জমাদানের জন্য মিথুনের টাকা উত্তোলন করা প্রয়োজন। ব্যাংক চলাকালীন সময় শেষ হয়ে যাওয়ায়, এখন মিথুন কোনটির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে? (প্রয়োগ)
ক ইন্টারনেটের মাধ্যমে খ ধারের সাহায্যে
গ কাজ করার মাধ্যমে  এটিএম বুথের সাহায্যে
১৬৪. কোন ব্যাংকিং সেবায় গ্রাহকের পরিচয় সত্যতা দরকার হয়? (অনুধাবন)
 ফোন ব্যাংকিং খ ইন্টারনেট ব্যাংকিং
গ এনি ব্রাঞ্চ ব্যাংকিং ঘ এসএমএস ব্যাংকিং
১৬৫. ফোন ব্যাংকিং-এ কোনটি লক্ষ রাখতে হয়? (জ্ঞান)
ক সকল উপকরণের সহজলভ্যতা  গ্রাহকের পরিচয় সত্যতা
গ গ্রাহকের অভিভাবক চি‎িহ্নতকরণ ঘ দক্ষ কর্মী দ্বারা পরিচালনা করা
১৬৬. ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমেও সম্ভব হয় কোনটির সহায়তায়? (জ্ঞান)
ক এনি ব্রাঞ্চ ব্যাংকিং খ কল সেন্টার
গ ইন্টারনেট ব্যাংকিং  ফোন ব্যাংকিং
১৬৭. মোবাইল এসএমএসের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক ইন্টারনেট ব্যাংকিং খ মোবাইল ব্যাংকিং
 এসএমএস ব্যাংকিং ঘ ফোন ব্যাংকিং
১৬৮. এসএমএস-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করতে পারার যুক্তিসংগত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক ফোন কোম্পানির সেবা
খ সাধারণ ব্যাংকিং সেবা
 ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
ঘ গ্রাহকদের অত্যধিক চাহিদা
১৬৯. ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক কীভাবে নিবন্ধিত হয়? (অনুধাবন)
 ওয়েবসাইট নাম ও পাসওয়ার্ড দ্বারা খ ওয়েবসাইট ঠিকানা দ্বারা
গ ওয়েবসাইট ছবি দ্বারা ঘ ওয়েবসাইট ভিডিও দ্বারা
১৭০. এনি ব্রাঞ্চ ব্যাংকিং-এর উদাহরণ হতে পারে কোনটি? (অনুধাবন)
ক ইন্টারনেটের মাধ্যমে টাকা উত্তোলন
খ ফোনে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ টাকা পাঠানো
গ এটিএম বুথে টাকা জমা দেয়া
 নারায়ণগঞ্জ শাখায় ব্যাংক হিসাব খুলে খুলনায় লেনদেন করা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭১. ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কিত উপযুক্ত তথ্য হলো (উচ্চতর দক্ষতা)
র. এ ধরনের সেবা প্রদানে বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে রয়েছে
রর. এ সেবা অফিস সময়ের মধ্যে সহজলভ্য
ররর. ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুবিধা থাকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭২. নগদ অর্থ ব্যতীত কেনাকাটা করা সম্ভব (অনুধাবন)
র. ডেবিট কার্ডের মাধ্যমে
রর. সম্পত্তির দলিলের বিনিময়ে
ররর. ক্রেডিট কার্ডের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৩. এটিএম বুথে যেসব কার্য সম্পাদন করা যায় তা হলো (অনুধাবন)
র. টাকা উত্তোলন
রর. হিসাবের বিবরণী নেয়া
ররর. চেক জমাদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১৭৪. এসএমএস ব্যাংকিং-এর প্রয়োজন হয় (অনুধাবন)
র. হিসাবের স্থিতির জন্য
রর. ব্যাংকিং খবর জানার জন্য
ররর. চেক বইয়ের অনুরোধের জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৫. ব্যাংকিং ব্যবসায়ে ইলেকট্রনিক পণ্যের আবির্ভাব ঘটে (অনুধাবন)
র. কম্পিউটার আধুনিকায়নের জন্য
রর. ইলেকট্রনিক দ্রব্যাদির জন্য
ররর. পাসবই-এর জন্য
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৬. ইলেকট্রনিক ব্যাংকিং সেবায় ব্যবহৃত পণ্য (প্রয়োগ)
র. এটিএম
রর. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড
ররর. এনি ব্রাঞ্চ ব্যাংকিং
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৭৭ ও ১৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
মি. সুমন তার ব্যবসায়ের সুবিধার্থে ইন্টারনেট ব্যাংকিং-এর নিবন্ধিত হন এবং ব্যাংক হিসাবের মাধ্যমে দেশে বিদেশে নানান জায়গায় লেনদেন সম্পাদন করে থাকেন। এতে তার ব্যবসায় প্রসার ঘটে।
১৭৭. মি. সুমনের জন্য ইন্টারনেট ব্যাংকিং নিরাপদ কীভাবে?
 পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত খ সার্ভার দ্বারা নিবন্ধিত
গ ব্যাংক দ্বারা নিবন্ধিত ঘ নাম দ্বারা নিবন্ধিত
১৭৮. মি. সুমনের ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণের কারণ হচ্ছে-
র. যেকোনো সময়ে হিসাবের বিবরণী দেখা
রর. তহবিল স্থানান্তর করতে পারা
ররর. যেকোনো স্থান থেকে বিল প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা, তার ভবিষ্যৎ ও বাংলাদেশ ¡ পৃষ্ঠা Ñ ১০৯
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৯. ইলেকট্রনিক ব্যাংকিং ক্ষেত্রে কত ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ থাকে। (জ্ঞান)
ক ১২ খ ১৮ গ ২২  ২৪
১৮০. ই-ব্যাংকিং সেবা কাদের নিকট বেশি জনপ্রিয়? (জ্ঞান)
ক চাকরিজীবী গ্রাহকদের খ ব্যবসায়ী গ্রাহকদের
গ শ্রমজীবী গ্রাহকদের  কর্মব্যস্ত গ্রাহকদের
১৮১. কোন ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বাংলাদেশে ভবিষ্যৎ উজ্জ্বল বলে প্রতীয়মান হয়? (জ্ঞান)
ক বাণিজ্যিক ব্যাংক  ই-ব্যাংকিং
গ কেন্দ্রীয় ব্যাংক ঘ শাখা ব্যাংকিং
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮২. ইলেকট্রনিক ব্যাংকিং প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে (অনুধাবন)
র. স্বল্পসময়ের মধ্যে অর্থ স্থানান্তর করে
রর. ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদান করে
ররর. দেশ-বিদেশ থেকে আসা রেমিটেন্স বিতরণ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর

Leave a Reply