নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দ্বাদশ অধ্যায়
ব্যাংক ও গ্রাহক

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. চেক কী?
ক চুক্তির দলিল
খ লিখিত নোটিশ
 আমানতকারীর লিখিত আদেশ
ঘ ব্যক্তিগত দলিল
২. ব্যাংক ও তার গ্রাহকের মধ্যকার সম্পর্ক মূলত-
র. ডেটর-ক্রেডিটর সম্পর্ক
রর. চুক্তিবদ্ধ সম্পর্ক
ররর. সামাজিকতার সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ রর ও ররর
গ র ও ররর ঘ র, রর ও ররর
৩. ব্যাংকের সাথে গ্রাহকের কোন ধরনের সম্পর্ক বাঞ্ছনীয়?
ক সামাজিক সম্পর্ক খ ব্যবসায়িক সম্পর্ক
গ ব্যক্তিগত সম্পর্ক  সততার সম্পর্ক
নিচের উদ্দীপকটি পড়ে ৪ নং প্রশ্নের উত্তর দাও :
দীর্ঘদিন যাবৎ চালানোর পর বিদেশে স্থায়ীভাবে গমনের উদ্দেশ্যে মিসেস সাদিয়া তার সকল প্রকার ব্যাংক লেনদেন বন্ধ করেন।
৪. কী কারণে মিসেস সাদিয়ার সাথে ব্যাংকের সম্পর্কের অবসান ঘটে?
ক আদালত কর্তৃক ঘোষিত সিদ্ধান্তের কারণে
খ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী
গ দীর্ঘকাল লেনদেন না করার কারণে
 মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী

সূচনা  পৃষ্ঠা Ñ১১৩
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কী? (জ্ঞান)
 আস্থা ও বিশ্বাস খ চুক্তিবদ্ধ সম্পর্ক
গ গোপনীয়তা ঘ প্রতিনিধিত্ব
৬. ব্যাংকিং ব্যবস্থার ভিত্তিমূল কী? (জ্ঞান)
ক প্রচুর অর্থ খ ব্যাংকের সেবা
গ ব্যাংক ও গ্রাহকের সততা  ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস
৭. কোন ব্যবসায় ব্যাংক ও গ্রাহকের আস্থা মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়? (অনুধাবন)
 ব্যাংকিং ব্যবসায় খ আমদানি ব্যবসায়
গ রপ্তানি ব্যবসায় ঘ যোগাযোগ ব্যবসায়
৮. সততা, নিষ্ঠা ও বিশ্বাসের ওপর নির্ভর করে কাদের সম্পর্ক তৈরি হয়? (জ্ঞান)
ক গ্রাহক ও গ্রহীতার খ ব্যাংক ও দালালের
 ব্যাংক ও গ্রাহকের ঘ গ্রাহক ও দালালের
৯. ব্যাংকিং ব্যবসায়ে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক কিসের ওপর নির্ভরশীল? (উচ্চতর দক্ষতা)
ক অধিক অর্থ জমা দেয়ার ওপর  সততা, নিষ্ঠা ও বিশ্বাসের ওপর
গ লেনদেনের ওপর ঘ গ্রাহকদের সেবা ও কার্যাবলির ওপর
১০. ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসের অবনতির ফলে ব্যবসায়িক কী পরিণতি হতে পারে? (অনুধাবন)
ক মুনাফা বৃদ্ধি  ক্ষতি সাধন
গ বিক্রয় বৃদ্ধি ঘ সুনাম বৃদ্ধি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসার মূলমন্ত্র, কারণ (উচ্চতর দক্ষতা)
র. এটি ব্যাংকিং ব্যবসার মূলভিত্তি
রর. এই সম্পর্কের অবনতি ক্ষতিকর ব্যবসায়িক পরিণতি টেনে আনে
ররর. এটা ব্যাংকিং ব্যবসায়ে কোনো প্রভাব রাখে না
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ধরন  পৃষ্ঠাÑ১১৩
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২. যিনি ব্যাংকের যে কোনো ধরনের হিসাব অথবা সেবার মাধ্যমে যুক্ত তাকে কী বলে? (জ্ঞান)
ক প্রতিনিধি খ ব্যাংকার
 গ্রাহক ঘ সুবিধা গ্রহণকারী
১৩. ব্যাংক ব্যবসায়ে গ্রাহককে প্রদত্ত সেবা ও কার্যাবলিকে ভিত্তি করে ব্যাংক-গ্রাহক সম্পর্ক কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যায়? (জ্ঞান)
ক ৩ খ ৪
 ৫ ঘ ৬
১৪. ব্যবসায়ী মামুন তার হিসাবের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে থাকে। এখানে মামুন ব্যাংকের কী হিসেবে বিবেচিত হবে? (প্রয়োগ)
ক ব্যাংকার খ সুবিধা গ্রহণকারী
 গ্রাহক ঘ ব্যাংক
১৫. করিম সাহেবের হয়ে মি. জামাল প্রাইম ব্যাংকে তার হিসাবে ৫,০০০ টাকা জমা রাখে। এক্ষেত্রে কার সাথে প্রাইম ব্যাংকের ক্রেডিটরের সম্পর্ক রয়েছে? (প্রয়োগ)
ক মি. জামালের  করিম সাহেবের
গ ব্যাংক ম্যানেজারের ঘ তৃতীয় কোনো পক্ষের
১৬. ব্যাংক ও গ্রাহকের মধ্যে কীভাবে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়? (অনুধাবন)
ক ব্যাংক পরিবর্তনের মধ্য দিয়ে
খ ব্যাংকের শেয়ার কেনার মধ্য দিয়ে
 ব্যাংকে হিসাব খোলার মধ্য দিয়ে
ঘ ব্যাংকের ম্যানেজারের সাথে আত্মীয়তার মধ্য দিয়ে
১৭. জনাব আলফাজ একজন ব্যবসায়ী। তিনি ব্যাংকে হিসাবের মাধ্যমে লেনদেন করার জন্য একটি চলতি হিসাব খোলেন। এতে জনাব আলফাজ ও ব্যাংকের মধ্যে কোন ধরনের সম্পর্ক সৃষ্টি হয়? (প্রয়োগ)
ক দাতা-গ্রহীতা খ গ্রাহক-প্রতিনিধি
 চুক্তিবদ্ধ ঘ দেনাদার-পাওনাদার
১৮. ব্যাংক তার আমানতকারীর জমাকৃত টাকা চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য কেন? (অনুধাবন)
ক ডেটর-ক্রেডিটর সম্পর্কের কারণে
 চুক্তিবদ্ধ সম্পর্কের কারণে
গ বন্ধক দাতা-বন্ধক গ্রহীতা সম্পর্কের কারণে
ঘ গ্রাহক প্রতিনিধি সম্পর্কের কারণে
১৯. অনেক সময় গ্রাহকের অছি হিসেবে কাজ করেÑ (জ্ঞান)
ক গ্রাহকের সম্পদ  ব্যাংক
গ গ্রাহকের ব্যাংক হিসাব ঘ গ্রাহক ও ব্যাংকের সম্পর্ক
২০. গ্রাহকের স্বর্ণালঙ্কার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে ব্যাংক কী হিসেবে কাজ করে? (জ্ঞান)
ক পাওনাদার  অছি
গ ক্রেডিটর ঘ প্রতিনিধি
২১. ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ভিন্ন ধরনের সম্পর্ক কোনটি? (জ্ঞান)
ক গ্রাহক ব্যাংকের প্রতিনিধি খ ব্যাংক গ্রাহকের প্রতিনিধি
 ব্যাংক গ্রাহকের অছি ঘ গ্রাহক ব্যাংকের অছি
২২. সিটি ব্যাংক তার মক্কেলের হয়ে স্বর্ণালঙ্কার জমা রাখে। এখানে সিটি ব্যাংক তার মক্কেলের কী হিসেবে কাজ করে? (প্রয়োগ)
ক প্রতিনিধি খ ডেটর
গ ক্রেডিটর  অছি
২৩. গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে? (জ্ঞান)
ক ক্ষুদ্র খ স্বল্পমেয়াদি
 বন্ধকি ঘ দীর্ঘমেয়াদি
২৪. জামাল সাহেবের গুলশানে একটি বাড়ি আছে। ব্যবসায়ের প্রয়োজনে উক্ত বাড়ির বিপরীতে রবি ব্যাংকের নিকট থেকে ঋণ নিলেন। তার গৃহীত ঋণটি কোন ধরনের ঋণের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক এসএমই খ ভোক্তা ঋণ
 বন্ধকি ঋণ ঘ ক্ষুদ্র ঋণ
২৫. মক্কেলের প্রতিনিধি হিসেবে ব্যাংক কোন কাজটি করে থাকে? (জ্ঞান)
 দেনা-পাওনা নিষ্পত্তি খ সম্পত্তি সংরক্ষণ
গ ডিপোজিট গ্রহণ ঘ ঋণ প্রদান
২৬. নিচের কোনটির মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে? (অনুধাবন)
ক সম্পত্তি সংরক্ষণের মাধ্যমে
খ চাহিবামাত্র অর্থ ফেরত দিয়ে
 দেনা পরিশোধ ও পাওনা আদায়ের মাধ্যমে
ঘ চুক্তিবদ্ধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে
২৭. মক্কেলের দেনা-পাওনা পরিশোধে ব্যাংক কী হিসেবে কাজ করে? (জ্ঞান)
ক ব্যাংকার  প্রতিনিধি
গ মধ্যস্থতাকারী ঘ যোগাযোগকারী
২৮. একজন ব্যক্তি ব্যাংকের কাছে টাকা জমা দিলে সে কী হিসেবে বিবেচিত হবে? (জ্ঞান)
ক অছি  ক্রেডিটর
গ ডেটর ঘ প্রতিনিধি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৯. গ্রাহক বলতে ঐ ব্যক্তিকে বোঝায়, যিনি (অনুধাবন)
র. যে কোনো হিসাবের মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত
রর. অন্যান্য সেবার মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত
ররর. ব্যাংক প্রতিষ্ঠার সাথে যুক্ত
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩০. ব্যাংক গ্রাহক বলতে বোঝায় (অনুধাবন)
র. যিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন
রর. যার ব্যাংক হিসাব আছে
ররর. যিনি ব্যাংকে টাকা জমা রাখেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৩১. ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক হলো (অনুধাবন)
র. প্রতিনিধিত্বের
রর. দাতা ও গ্রহীতার
ররর. অংশীদারিত্বের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৩২. মি. কাজল ত ব্যাংকে তার হিসাবে ১,০০০ টাকা জমা দিলেন। এক্ষেত্রে (প্রয়োগ)
র. ত ব্যাংক ডেটর
রর. মি. কাজল ক্রেডিটর
ররর. মি. কাজল ডেটর
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৩. ব্যাংকের নিকট হতে গ্রাহক ঋণ নিলে (অনুধাবন)
র. ব্যাংক ক্রেডিটর হয়
রর. গ্রাহক ডেটর হয়
ররর. গ্রাহক ক্রেডিটর হয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৪. শারমিন সুমন ব্যাংকে একটি হিসাব খুললেন এবং উক্ত ব্যাংক থেকে তিনি নানা রকম সেবাদি গ্রহণ করেন। শারমিন সুমন ব্যাংকের একজন (প্রয়োগ)
র. গ্রাহক
রর. দেনাদার
ররর. ক্রেডিটর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৫. ব্যাংক গ্রাহকের অছি হিসেবে কাজ করে (অনুধাবন)
র. স্বর্ণালঙ্কার সংরক্ষণের মাধ্যমে
রর. দেনা-পাওনা আদায় ও পরিশোধের মাধ্যমে
ররর. মূল্যবান সম্পদ সংরক্ষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৬. ব্যাংক বন্ধকি ঋণ দিয়ে থাকে (অনুধাবন)
র. সম্পত্তির বিপরীতে
রর. সুদের বিপরীতে
ররর. আমানতকৃত অর্থের বিপরীতে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৭. ব্যাংক কর্তৃক গ্রাহকের সম্পত্তির প্রয়োজন হয় (অনুধাবন)
র. যখন সম্পত্তির বিপরীতে ঋণ দেয়া হয়
রর. যখন বন্ধকি ঋণ দেয়া হয়
ররর. যখন ক্ষুদ্র ঋণ দেয়া হয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৮. ব্যাংক গ্রাহকের পক্ষে প্রতিনিধি হিসেবে কাজ করে- (অনুধাবন)
র. দেনা পরিশোধের মাধ্যমে
রর. পাওনা আদায়ের মাধ্যমে
ররর. স্বর্ণালঙ্কার, দলিলপত্র সংরক্ষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৯. জনাব মোস্তফা কামাল একজন ঘঈঈ ব্যাংকের গ্রাহক। ঘঈঈ ব্যাংক মোস্তফা কামালের- (প্রয়োগ)
র. অছি হিসেবে কাজ করে
রর. প্রতিনিধি হিসেবে কাজ করে
ররর. ব্যাংকার হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও :
আনোয়ার সাহেব জননী ব্যাংকে হিসাব খোলার পর থেকে তার হিসাবে প্রয়োজন অনুযায়ী টাকা জমা দিতে পারেন। আবার প্রয়োজনের সময় অর্থ উত্তোলন করতে পারেন। জননী ব্যাংকও এ কাজ করতে বাধ্য থাকে।
৪০. আনোয়ার সাহেব ও জননী ব্যাংকের মধ্যে কেমন সম্পর্ক সৃষ্টি হয়েছে? (প্রয়োগ)
ক অছির খ প্রতিনিধির
 ডেটর-ক্রেডিটরের ঘ অংশীদারের
৪১. জননী ব্যাংক আনোয়ার সাহেবকে চাহিবামাত্র জমাকৃত টাকা প্রদানে বাধ্য থাকবে কেন? (উচ্চতর দক্ষতা)
 চুক্তিবদ্ধ সম্পর্কের কারণে
খ ব্যাংকার গ্রাহক সম্পর্কের কারণে
গ প্রতিনিধির সম্পর্কের কারণে
ঘ ডেটর-ক্রেডিটর সম্পর্কের কারণে
নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
রহমানের রোমানা ব্যাংকে একটি হিসাব আছে। তিনি তার সম্পত্তি, স্বর্ণালঙ্কার, দলিলপত্র ইত্যাদি ব্যাংকে সংরক্ষণ করেন।
৪২. রোমানা ব্যাংকের সাথে রহমানের কেমন সম্পর্ক বিদ্যমান? (প্রয়োগ)
ক মুনাফার  আইনগত
গ লেনদেনের ঘ অংশীদারিত্বের
৪৩. উদ্দীপকে রোমানা ব্যাংক রহমানের কী হিসেবে কাজ করে? (প্রয়োগ)
 অছি খ পাওনাদার
গ প্রতিনিধি ঘ ট্রাস্টি
গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব ¡ পৃষ্ঠা : ১১৩
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৪. গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব হলোÑ [স.বো. এসএসসি. ’১৫]
ক সততার পরিচয় খ নির্দেশ প্রদান
গ ঋণ পরিশোধ  হিসাবের গোপনীয়তা
৪৫. গ্রাহকের স্বার্থরক্ষা করা ব্যাংকের কোন ধরনের দায়িত্ব? (জ্ঞান)
 পবিত্র খ প্রয়োজনীয়
গ গুরুত্বপূর্ণ ঘ অন্যতম
৪৬. সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা কখন ফেরত দিতে বাধ্য? (জ্ঞান)
ক নির্দিষ্ট সময়ে  চাহিবামাত্র
গ মাস শেষে ঘ বছরের শেষ দিনে
৪৭. ব্যাংক তার সঞ্চয়ী ও চলতি হিসাবে আমানতকারীর অর্থ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারে না কেন? (উচ্চতর দক্ষতা)
ক আইনানুগভাবে অবৈধ বলে
খ বাংলাদেশ ব্যাংকের নিষেধ আছে বলে
 গ্রাহক যে কোনো সময়ে আমানতকৃত অর্থ উত্তোলন করতে পারে
ঘ দীর্ঘমেয়াদে বিনিয়োগ লাভজনক নয় বলে
৪৮. চেকের মাধ্যমে টাকা তোলা হয় কোন হিসাবে? (জ্ঞান)
ক মেয়াদি হিসাবে  সঞ্চয়ী হিসাবে
গ স্থায়ী হিসাবে ঘ পেনশন হিসাবে
৪৯. চলতি ও সঞ্চয়ী হিসাবে জমা টাকা কোনটির মাধ্যমে তুলতে পারে? (অনুধাবন)
 চেকের মাধ্যমে খ বিনিময় বিলের মাধ্যমে
গ পাস বইয়ের মাধ্যমে ঘ প্রতিনিধির মাধ্যমে
৫০. কিসের মাধ্যমে টাকা উত্তোলনের কোনো অনুমতির প্রয়োজন নেই? (অনুধাবন)
 চেকের মাধ্যমে খ জমা বইয়ের মাধ্যমে
গ পাস বইয়ের মাধ্যমে ঘ টোকেনের মাধ্যমে
৫১. কেন ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকে? (জ্ঞান)
ক পাওনাদারের নির্দেশে  গ্রাহকের নির্দেশে
গ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ঘ আইনগত নির্দেশে
৫২. ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে না। এটি কোন ধরনের দায়িত্ব? (অনুধাবন)
 গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব
খ ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব
গ গ্রাহকের প্রতি ব্যাংকের প্রধান দায়িত্ব
ঘ ব্যাংক ও গ্রাহক উভয়েরই দায়িত্ব
৫৩. জনাব সুমনের পাওনাদার জনাব মেহেদীর ব্যাংককে যাবতীয় হিসাব তথ্য তার নিকট প্রকাশ করতে বলে। ব্যাংক এক্ষেত্রে কী করবে? (প্রয়োগ)
ক হিসাব তথ্য প্রকাশ করবে
 হিসাব তথ্য গোপন রাখবে
গ উপযুক্ত প্রমাণপত্র সাপেক্ষে প্রকাশ করবে
ঘ ব্যাংক ম্যানেজারের অনুমতিতে প্রকাশ করবে
৫৪. নিচের কোনটি গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব? (অনুধাবন)
ক ব্যাংক গ্রাহকের অছি হিসেবে কাজ করা
খ ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করা
গ ঋণ পরিশোধ করা
 আমানতকারীর নির্দেশ পালন করা
৫৫. কার নির্দেশে ব্যাংক তার আমানতকারীর অর্থ ব্যবহার করার অধিকার পায়? (জ্ঞান)
ক আদালতের নির্দেশে  আমানতকারীর নির্দেশে
গ বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ঘ পাওনাদারের নির্দেশে
৫৬. ব্যাংক কার নির্দেশ অনুযায়ী কোনো ব্যক্তি বা পক্ষকে অর্থ পরিশোধ করে? (জ্ঞান)
ক বাংলাদেশ ব্যাংকের  আমানতকারীর
গ ব্যাংকের প্রতিনিধির ঘ বন্ধক দাতার
৫৭. মি. সুজন একজন অগ্রণী ব্যাংকের গ্রাহক। অগ্রণী ব্যাংক তার পাওনাদারের টাকা পরিশোধ করবে কোন ক্ষেত্রে? (প্রয়োগ)
ক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে  গ্রাহক নির্দেশ দিলে
গ সময় অতিক্রান্ত হলে ঘ ব্যাংকের ইচ্ছায়
৫৮. ব্যাংক তার মক্কেলের সুদ কীভাবে তার হিসাবে জমা রাখে? (অনুধাবন)
ক অন্য শাখার সাহায্যে খ তৃতীয় পক্ষের সাহায্যে
 স্বয়ংক্রিয়ভাবে ঘ মক্কেলের সাহায্যে
৫৯. কে ঋণগ্রহীতাকে ঋণ পরিশোধের যথাযথ সুবিচার করবে? (জ্ঞান)
ক মহাজন খ ব্যবসায়ী
 ব্যাংক ঘ ঋণের ব্যবসায়ী
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬০. গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব হলো (অনুধাবন)
র. অর্থ ফেরত
রর. হিসাবের গোপনীয়তা
ররর. সুদ আদায়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ রর ও ররর
গ র ও ররর ঘ র, রর ও ররর
৬১. গ্রাহক চেক লিখে টাকা তুলতে পারে (অনুধাবন)
র. চলতি হিসাবের মাধ্যমে
রর. সঞ্চয়ী হিসাবের মাধ্যমে
ররর. স্থায়ী হিসাবের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬২. গ্রাহক ব্যাংক থেকে তার জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে (অনুধাবন)
র. ব্যাংক ম্যানেজারের অনুমতির মাধ্যমে
রর. চাহিবামাত্র
ররর. গ্রাহকের আদেশ অনুযায়ী প্রাপকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
৬৩. ব্যাংক তার মক্কেলের সুদ (অনুধাবন)
র. মক্কেলের নির্দেশে বিনিয়োগ করে
রর. স্বয়ংক্রিয়ভাবে জমাকৃত অর্থের সাথে যোগ করে
ররর. মক্কেলের হিসাবে জমা রাখে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
৬৪. সঠিক সময় ঋণ প্রাপ্তির নিশ্চয়তা বিধানে প্রয়োজন (অনুধাবন)
র. ঋণগ্রহীতার যথার্থ সুবিচার
রর. ঋণ পরিশোধের অতিরিক্ত সময়
ররর. গ্রাহকের সামাজিক মর্যাদা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬৫. ব্যাংক যথাযথ সময়ে গ্রাহক কর্তৃক ঋণ পরিশোধের নিশ্চয়তা পেতে (অনুধাবন)
র. ঋণগ্রহীতাকে যথাযথ সুযোগ দিবে
রর. ঋণ পরিশোধের উপযুক্ত সময় দিবে
ররর. অল্প পরিমাণে ঋণ প্রদান করবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
‘ঢ’ ব্যাংকে জনাব মনির একটি ব্যাংক হিসাব খুললেন। তিনি নগদ টাকা বহনের ঝুঁকি ও গোপনীয়তা রক্ষার জন্য ব্যাংক হিসাবের মাধ্যমে সুষ্ঠুভাবে লেনদেন করে থাকেন। ‘ঢ’ ব্যাংক গ্রাহক মনিরের প্রতি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে চলেছে। এতে ব্যাংক-গ্রাহকের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।
৬৬. ব্যাংক কর্তৃক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করা অযৌক্তিক কেন? (উচ্চতর দক্ষতা)
 গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের দায়িত্ব
খ হিসাবের গোপনীয়তা প্রকাশ করা ব্যাংকিং আইনের আওতাভুক্ত
গ হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করা ব্যাংকের কর্তব্য নয়
ঘ গ্রাহকের হিসাবের প্রতিবেদন অন্য গ্রাহককে জানানো ব্যাংকের কর্তব্য
৬৭. জনাব মনির ‘ঢ’ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। এই ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক মনির সাহেবকে- (প্রয়োগ)
র. যথাযথ সুবিচার করবে
রর. নতুন ঋণ প্রদান করবে
ররর. উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর
 র ও ররর ঘ র, রর ও ররর
ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব ¡ পৃষ্ঠাÑ১১৪
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৮. ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেয়া গ্রাহকের কোন ধরনের দায়িত্ব? (অনুধাবন)
ক সাধারণ দায়িত্ব খ বিশেষ দায়িত্ব
 পরম দায়িত্ব ঘ পবিত্র দায়িত্ব
৬৯. কার সাথে সততার পরিচয় দেওয়া গ্রাহকের পরম দায়িত্ব? (জ্ঞান)
ক ব্যাংকারের  ব্যাংকের
গ সরকারের ঘ বিরোধী দলের
৭০. ব্যাংকে হিসাব খোলার জন্য গ্রাহকের আবশ্যকীয় কর্তব্য কোনটি? (অনুধাবন)
 সঠিক তথ্য প্রদান খ ভুল তথ্য প্রদান
গ নাম পরিবর্তন করা ঘ ঠিকানা পরিবর্তন করা
৭১. সুমা চাকরিজীবী হিসেবে ব্যাংকে একটি হিসাব খুলতে চান। এজন্য তার আবশ্যকীয় কর্তব্য কোনটি? (প্রয়োগ)
 সঠিক তথ্য প্রদান করা খ ভুল তথ্য দেয়া
গ নাম পরিবর্তন করা ঘ ঠিকানা পরিবর্তন করা
৭২. ব্যাংকের প্রতি একজন গ্রাহকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য কোনটি? (জ্ঞান)
 ঋণ পরিশোধ করা খ নগদ অর্থ দিতে বাধ্য থাকা
গ হিসাব গোপন রাখা ঘ স্বয়ংক্রিয়ভাবে সুদ প্রদান করা
৭৩. গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক তার পাওনা টাকা উদ্ধার করে কীভাবে? (অনুধাবন)
ক গ্রাহককে আইনের হাতে সোপর্দ করে
খ চাপ প্রয়োগে নগদ অর্থ প্রদানে বাধ্য করে
 আইনের মাধ্যমে বন্ধকি সম্পত্তি ক্রোক ও বিক্রি করে
ঘ ব্যাংক কর্তৃক গারনিশি অর্ডার জারি করে
৭৪. চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলন থাকলে ব্যাংক কী করে? (জ্ঞান)
ক মুনাফা দেয়  সুদ কাটে
গ উৎসাহিত করে ঘ মুনাফা হিসাবে জমা করে
৭৫. নিচের কোনটি ব্যাংকের প্রতি মক্কেলের পবিত্র দায়িত্ব ও কর্তব্য? (অনুধাবন)
ক সুদ আদায় খ ঋণ গ্রহণ
 ঋণ পরিশোধ ঘ সেবার ফি প্রদান
৭৬. মক্কেল কী অঙ্কনে সতর্কতা এবং নিয়ম-কানুন মেনে চলে? (জ্ঞান)
ক চিত্র  চেক
গ পাস বই ঘ জমা বই
৭৭. আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর লিখিত আদেশকে কী বলে? (জ্ঞান)
ক দলিল  চেক
গ চালান ঘ পাশ বই
৭৮. হস্তান্তরযোগ্য বিনিময় বিলকে কী বলা হয়? (জ্ঞান)
ক স্ট্যাম্প খ ড্রাফট
গ প্রত্যয়নপত্র  চেক
৭৯. ব্যাংক যে ক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে তাকে বলে (জ্ঞান)
 বাহক চেক খ হুকুম চেক
গ দাগহীন চেক ঘ দাগকাটা
৮০. যে ধরনের চেক গ্রাহকের আদেশ অনুযায়ী নির্দিষ্ট প্রাপককে ব্যাংকের হিসাবের ম্যাধমে পরিশোধ করে তাকে কী বলে? (জ্ঞান)
ক বাহক চেক  হুকুম চেক
গ প্রাপ্য বিল ঘ প্রদেয় বিল
৮১. দাগকাটা চেকের অর্থ কাকে দেয়া হয়? (জ্ঞান)
ক বাহককে  আদেশ অনুযায়ী প্রাপককে
গ গ্রাহককে ঘ পাওনাদারকে
৮২. দাগকাটা চেকের অর্থ প্রাপকের হিসাবে পরিশোধ করা হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক ব্যাংক আইন অনুসারে  অধিক নিরাপত্তা বিধানে
গ লেনদেনের সুবিধার কারণে ঘ আদালতের নির্দেশ অনুযায়ী
৮৩. নিচের কোনটির মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়? (অনুধাবন)
ক ঋণ প্রদানের মাধ্যমে খ গ্রাহকের সম্পত্তি সংরক্ষণে
 হিসাব খোলার মাধ্যমে ঘ লেনদেনের মাধ্যমে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৪. সাধারণত আমরা চেক দেখতে পাই (অনুধাবন)
র. বাহক চেক
রর. হুকুম চেক
ররর. ব্যাংক ড্রাফট
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৫. হুকুম চেকের টাকা (অনুধাবন)
র. বাহককে দিতে হয়
রর. আমানতকারীর নির্দেশে প্রাপককে দিতে হয়
ররর. নগদ পরিশোধ করা যায় না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
৮৬. যে ধরনের চেকে নগদে অর্থ পরিশোধের কোনো সুযোগ নেই তাকে বলে (অনুধাবন)
র. বাহক চেক
রর. হুকুম চেক
ররর. দাগকাটা চেক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  রর ও ররর
গ র ও ররর ঘ র, রর ও ররর
৮৭. বাহক চেক ও হুকুম চেকের মধ্যে যে মিলে রয়েছে তা হলো (অনুধাবন)
র. উভয় চেকে প্রাপকের নাম উল্লেখ আবশ্যক নয়
রর. উভয় চেকেই দাগকাটা যায়
ররর. উভয় চেকেই আদেষ্টাকে স্বাক্ষর দিতে হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
মি. লিটন একজন ব্যবসায়ী। তার প্রাইম ব্যাংকে একটি হিসাব আছে। তিনি ব্যাংকের নিকট হতে তার সাভারের বাড়ির বিপরীতে ৩ বছর মেয়াদি একটি ঋণ নেয়। কিন্তু ব্যবসায়ে লোকসানের কারণে তিনি সময়মতো ঋণ পরিশোধ করতে পারেন নি।
৮৮. লিটন সাহেবের গৃহীত ঋণ কোন ধরনের? (প্রয়োগ)
ক ক্ষুদ্র ঋণ খ স্বল্পমেয়াদি ঋণ
 বন্ধকি ঋণ ঘ সাধারণ ঋণ
৮৯. লিটন সাহেব পাওনা পরিশোধ করতে না পারায় প্রাইম ব্যাংক তার পাওনা উদ্ধার করতে পারেÑ (উচ্চতর দক্ষতা)
র. বন্ধকি সম্পত্তি ক্রোকের মাধ্যমে
রর. বাংলাদেশ ব্যাংকের নিকট হতে অনুদান প্রাপ্তির মাধ্যমে
ররর. বন্ধকি সম্পত্তি বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও :
মিলন চেকের প্রাপক। সে চেক ভাঙাতে গেলে ব্যাংক চেকটি তার যেকোনো ব্যাংকের হিসাবে জমা দিতে বলে। অথচ টাকা তার দ্রæত প্রয়োজন।
৯০. মিলন যে চেকটি পেয়েছিল তা কোন ধরনের চেক? (প্রয়োগ)
 সাধারণতভাবে দাগকাটা চেক খ বিশেষভাবে দাগকাটা চেক
গ বাহকের চেক ঘ হুকুম চেক
৯১. মিলন চেকের অর্থ দ্রæত কীভাবে পেতে পারে? (উচ্চতায় দক্ষতা)
ক ব্যাংক থেকে চেক বাট্টা করে
খ চেক ফেরত দিয়ে নগদ অর্থ দাবি করে
 আদেষ্টার অনুস্বাক্ষরে দাগ অপসারণ করিয়ে নিয়ে
ঘ আদেষ্টাকে চেক ভাঙিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে
ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এ সংক্রান্ত তথ্য ¡ পৃষ্ঠা  ১১৫
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯২. গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে ব্যাংক হিসাব কী হয়? (অনুধাবন)
 চুক্তির পরিসমাপ্তি হয় খ চুক্তি বজায় থাকে
গ হিসাব খোলা থাকে ঘ হিসাব চালু থাকে
৯৩. গ্রাহক দেউলিয়া হয়ে গেলে ব্যাংক তার হিসাব বন্ধ করে দেয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক গ্রাহকের সাথে ব্যাংকের সম্পর্ক অবৈধ হয়ে যায় বলে
খ ব্যাংকের আইনের অন্তর্ভুক্ত বলে
গ বাংলাদেশ ব্যাংকের নির্দেশে
 গ্রাহক পরবর্তী লেনদেনে অসমর্থ হয় বলে
৯৪. আইনানুসারে কোন ধরনের ব্যক্তি চুক্তি সম্পাদনের জন্য অবিবেচিত হবে? (জ্ঞান)
ক বৃদ্ধ খ মহিলা
গ নাবালক  মানসিক ভারসাম্যহীন
৯৫. গ্রাহকের ওপর আদালত গারনিশি অর্ডার জারি করলে ব্যাংকের করণীয় কী? (অনুধাবন)
ক গ্রাহকের নিকট হতে ক্ষতিপূরণ দাবি করা
 হিসাব বন্ধ করে দেয়া
গ নতুন হিসাব খোলার নির্দেশ দেয়া
ঘ আংশিক লেনদেন চালু রাখা
৯৬. কোন পরিস্থিতিতে ব্যাংক নিজেই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে? (অনুধাবন)
ক গারনিশি অর্ডার জারি করলে খ ভুল বোঝাবুঝির কারণে
 গ্রাহক সততার নীতি মেনে না চললে ঘ হিসাবের পূর্ণ জের স্থানান্তর করলে
৯৭. মক্কেল ব্যাংকের সাথে কীভাবে সম্পর্ক ছিন্ন করতে পারে? (অনুধাবন)
ক লেনদেন কম করে
খ ঋণ না নিয়ে
গ ব্যাংকারের সাথে খারাপ আচরণ করে
 হিসাব বন্ধ করে
৯৮. ব্যাংকের গ্রাহক যদি তার সমুদয় অর্থ অন্য ব্যক্তির হিসাবে স্থানান্তর করে দেন তাহলে ব্যাংকের সাথে তার কী সম্পর্ক থাকবে? (অনুধাবন)
 সম্পর্কে অবসান ঘটবে
খ কোনো পরিবর্তন হবে না
গ নতুন করে টাকা জমা দিতে হবে
ঘ জমাতিরিক্ত উত্তোলন করতে পারবে
৯৯. মক্কেলের মৃত্যু ঘটলে ব্যাংক কী করবে? (জ্ঞান)
ক গ্রাহকের হিসাবে লেনদেন করবে
খ গ্রাহকের আত্মীয়কে ক্ষতিপূরণ দিবে
 গ্রাহকের হিসাব বন্ধ করে দিবে
ঘ মৃত্যুর পর ৫ বছর পর্যন্ত গ্রাহকের হিসাবে লেনদেন করবে
১০০. গ্রাহক দীর্ঘ সময় হিসাব চালু না রাখলে কী ঘটবে? (জ্ঞান)
ক হিসাব চলতে থাকবে খ অধিক সুদ পাবে
 হিসাব বন্ধ হয়ে যাবে ঘ ব্যাংক চার্জ করবে
১০১. মক্কেল দীর্ঘসময় হিসাব চালু না রাখলে ব্যাংক তার হিসাব বন্ধ করে দেয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
 ভবিষ্যৎ লেনদেনের অনিশ্চয়তার
খ চুক্তিভঙ্গ হয় বলে
গ মক্কেল সততার নীতি ভঙ্গ করে বলে
ঘ ব্যাংকের আইনে এরূপ হিসাব অবৈধ বলে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০২. মক্কেল ও ব্যাংকের ইচ্ছা না থাকা সত্তে¡ও ব্যাংকার গ্রাহকের সম্পর্কের অবসান ঘটে (অনুধাবন)
র. মক্কেলের মৃত্যুজনিত কারণে
রর. যুদ্ধজনিত কারণে
ররর. মক্কেল মানসিক ভারসাম্য হারালে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১০৩. ব্যাংক ও গ্রাহকের চুক্তিবদ্ধ সম্পর্কের পরিসমাপ্তি ঘটে (অনুধাবন)
র. যুদ্ধজনিত কারণে
রর. ব্যাংকের টাকা চুরি হলে
ররর. মক্কেল তার হিসাবের জের স্থানান্তর করলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৪. মক্কেল দীর্ঘ সময় লেনদেন চালু না রাখলে ব্যাংক (অনুধাবন)
র. মক্কেলের হিসাব বন্ধ করে দেয়
রর. মক্কেলের হিসাবের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন বন্ধ করে দেয়
ররর. মক্কেলের বিরুদ্ধে মামলা করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও :
কামাল সাহেব স্বপরিবারে কানাডা চলে যাবেন। তাই ইস্ট ব্যাংক তার নির্দেশনা সাপেক্ষে হিসাবের সম্পূর্ণ জের তার বন্ধু রহিমের হিসাবে স্থানান্তর করল।
১০৫. কামাল সাহেবের নির্দেশনার ফলাফল কী হবে? (প্রয়োগ)
ক কামাল সাহেব নতুন হিসাব খুলবে
খ কামাল সাহেবের হিসাব চলমান থাকবে
 কামাল ও ইস্ট ব্যাংকের সম্পর্ক ছিন্ন হবে
ঘ ব্যাংকের বিদেশস্থ শাখায় হিসাব স্থানান্তরিত হবে
১০৬. কামালের হিসাব হস্তান্তরের মাধ্যমে (উচ্চতর দক্ষতা)
র. ইস্ট ব্যাংক ও কামালের সম্পর্কের অবসান ঘটবে
রর. কামালের হিসাব বন্ধ হয়ে যাবে
ররর. ইস্ট ব্যাংক কামালের নামে নতুন হিসাব খুলবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৭. কোনটি অনুযায়ী ব্যাংক ঋণের সুদ ও আসল প্রদান করা ব্যাংকের দায়িত্ব? [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
 চুক্তি খ মুনাফা
গ উদ্দেশ্য ঘ লক্ষ্য
১০৮. ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তিকে কী বলা হয়? [খুলনা জিলা স্কুল]
ক গ্রাহক  ব্যাংকার
গ ব্যবসায়ী ঘ পাওনাদার
১০৯. ব্যাংক গ্রাহক কাকে বলা হয়? [খুলনা জিলা স্কুল]
 যিনি ব্যাংকিং সুবিধা গ্রহণ করেন
খ যিনি ব্যাংকিং সুবিধা প্রদান করেন
গ ব্যাংক ম্যানেজার
ঘ আমানতকারীর নমিনি
১১০. ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? [খুলনা জিলা স্কুল]
 ডেটর-ক্রেডিটর খ অংশীদারিত্বের
গ মুনাফাভিত্তিক ঘ প্রতিনিধির
১১১. ব্যাংক ও গ্রাহকের মধ্যকার অছির সম্পর্ক কোন ধরনের হয়?
[ক্যান্টনমেন্ট হাইস্কুল, যশোর]
ক মুনাফাভিত্তিক  আইনগত
গ প্রতিনিধির ঘ অংশীদারিত্বের
১১২. সোনালী ব্যাংকের যাত্রাবাড়ী শাখায় ভোল্ট থেকে টাকা উধাও। এর ফলে ব্যাংকের প্রতি গ্রাহকদের মনোভাব কী? [ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ]
 আস্থাহীনতা খ অদক্ষতা
গ প্রশাসনিক দূর্বলতা ঘ সম্পত্তি সংরক্ষণে অপারগতা
১১৩. কে গ্রাহকের টাকা চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য থাকে? [গভঃ মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম]
ক সরকার খ সরকারের মন্ত্রণালয়
গ কর কর্তৃপক্ষ  ব্যাংক
১১৪. ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কী? [জামালপুর জিলা স্কুল]
ক ম্যানেজারের স্বার্থরক্ষা  গ্রাহকের স্বার্থরক্ষা
গ মুনাফা বৃদ্ধি ঘ শেয়ারহোল্ডারের স্বার্থরক্ষা
১১৫. ব্যাংক গ্রাহককে বিভিন্ন সুবিধা দেয়ার বিপরীতে কী নেয়?
[মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
ক নগদ টাকা নেয় খ অতিরিক্ত বন্ধক রাখে
 সেবা ফি কেটে নেয় ঘ আসল কেটে রাখে
১১৬. চেক কয় ধরনের হয়ে থাকে? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
ক ১ খ ২
 ৩ ঘ ৪
১১৭. কোন ধরনের চেকে ব্যাংক বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে?
[দাউদ পাবলিক স্কুল, যশোর সেনানিবাস]
 বাহক চেক খ হুকুম চেক
গ দাগকাটা চেক ঘ ব্যাংক ড্রাফট
১১৮. হুকুম চেকের আরেক নাম কী? [ক্যান্টনমেন্ট হাইস্কুল, যশোর]
ক বাহক চেক খ বিনিময় বিল
 দাগকাটা চেক ঘ হুন্ডি
১১৯. কার দ্বারা গ্রাহক দেউলিয়া ঘোষিত হয়?
[মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
ক পাওনাদার খ দেনাদার
গ বাংলাদেশ ব্যাংক  আদালত
১২০. কে গারনিশি অর্ডার জারি করে? [সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর]
 আদালত খ ব্যাংক
গ পাওনাদার ঘ বাংলাদেশ ব্যাংক
১২১. একটি আদর্শ চেকের বৈশিষ্ট্য হলো [ক্যান্টনমেন্ট হাইস্কুল, যশোর]
র. সঠিক স্বাক্ষর থাকবে
রর. টাকার পরিমাণ অঙ্কে ও কথায় লেখা থাকবে
ররর. সঠিক তারিখ থাকবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১২২. ব্যাংক তার গ্রাহককে ঋণ পরিশোধের জন্য প্রদান করে
[ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
র. সময়
রর. সুযোগ
ররর. অর্থ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৩. ব্যাংকের প্রতি গ্রাহকদের দায়িত্ব হলো [ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
র. সততা
রর. অর্থ ফেরত
ররর. সুদ পরিশোধ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর
 র ও ররর ঘ র, রর ও ররর
১২৪. ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবসান হবে
[মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা]
র. গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে
রর. গ্রাহক মানসিক ভারসাম্য হারালে
ররর. গ্রাহক-এর মৃত্যু হলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর
গ র ও ররর  র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১২৫ ও ১২৬ নং প্রশ্নের উত্তর দাও :
তানভীর সাহেব ওয়েস্ট ব্যাংক থেকে মিথ্যা হিসাব বিবরণীর বিপরীতে ১০ কোটি টাকা ঋণ নেয়। পরবর্তীতে ব্যাংক এ প্রতারণার কথা জানতে পেরে তার সাথে সম্পর্কের অবসান ঘটায়। [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
১২৫. ওয়েস্ট ব্যাংক ঋণদানের মাধ্যমে কী হিসেবে কাজ করছে?
 ক্রেডিটর খ প্রতিনিধি
গ ডেটর ঘ অছি
১২৬. কোন শর্তের আলোকে ওয়েস্ট ব্যাংক তানভীর সাহেবের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে?
ক আদালতের সিদ্ধান্তে খ বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে
গ মক্কেলের সিদ্ধান্তে  ব্যাংকের নিজস্ব সিদ্ধান্তে

 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৭. ব্যাংক এবং গ্রাহকের মধ্যে (অনুধাবন)
র. ডেটর-ক্রেডিটর সম্পর্ক বিদ্যমান
রর. আস্থা ও বিশ্বাস থাকা অপরিহার্য
ররর. যুদ্ধজনিত কারণে সম্পর্ক নষ্ট হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১২৮. ব্যাংক তার গ্রাহককে ঋণ প্রদান করে (অনুধাবন)
র. চুক্তিবদ্ধ সম্পর্কের কারণে
রর. স্থায়ী সম্পত্তির বিপরীতে
ররর. চুক্তি অনুযায়ী সুদ কেটে নেয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১২৯. ব্যাংক তার মক্কেলের (অনুধাবন)
র. অর্থ চাহিবামাত্র পরিশোধ করে
রর. মৃত্যুতে জমাকৃত অর্থ বাজেয়াপ্ত করে
ররর. সম্পত্তি রক্ষায় আছি হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩০. ব্যাংক তার মক্কেলের নির্দেশ অনুযায়ী (অনুধাবন)
র. আমানতের অর্থ ব্যবহার করে
রর. নির্দিষ্ট ব্যক্তিকে অর্থ পরিশোধ করে
ররর. মক্কেলকে দেউলিয়া বলে ঘোষিত করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩১. রাজন ১০,০০০ টাকা জমা দিয়ে উত্তরা ব্যাংকে একটি চলতি হিসাব খুলেছে। এরূপ হিসাব খোলার মধ্য দিয়ে (প্রয়োগ)
র. তাদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কে সৃষ্টি হয়েছে
রর. তারা একে অপরের অংশীদার হিসেবে গণ্য হয়েছে
ররর. তারা পরস্পরের প্রতি দায়িত্ব পালনে সম্মত হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩২. ঋণ পরিশোধের ক্ষেত্রে (অনুধাবন)
র. গ্রাহককে উপযুক্ত সময় ও সুযোগ দিতে হয়
রর. অক্ষমতার দরুণ গ্রাহককে সম্পত্তি হারাতে হয়
ররর. ব্যাংক গ্রাহকের অছি হিসেবে নিযুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৩. বাহক চেক ব্যবহার করে (অনুধাবন)
র. নগদে অর্থ উত্তোলন করা যায় না
রর. সঞ্চয়ী হিসাবে জমানো টাকা তোলা যায়
ররর. চলতি হিসাবের জমাতিরিক্ত উত্তোলন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৪. ব্যাংকে হিসাব খোলার পর গ্রাহককে (অনুধাবন)
র. সততার পরিচয় দিতে হয়
রর. গারনিশি অর্ডার জারি করতে হয়
ররর. আইনগত সম্পর্ক মেনে চলতে হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

Leave a Reply