নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায়
অর্থায়নের উৎস

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
ক ক্ষুদ্র ঋণ  বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
গ ক্রেতা হতে অগ্রিম গ্রহণ ঘ প্রাপ্য বিল বাট্টাকরণ
২. ব্যবসার প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
র. মূলধন যোগানের ব্যয়
রর. মূলধনের গুরুত্ব ও লক্ষ্য
ররর. বিভিন্ন ধরনের উপকারিতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
পোশাকশিল্প ব্যবসায়ী জনাব বজলুর সাহেব তার নতুন প্রতিষ্ঠানের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি সাত বছরের জন্য ভাড়া নিয়েছেন। অল্প দিনের মধ্যেই তিনি ব্যবসায়ী মহলে সুপরিচিতি লাভ করেন।
৩. জনাব বজলুর সাহেবের তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন?
ক ক্রেতা হতে অগ্রিম গ্রহণ  লিজিং
গ ঋণপত্র ঘ বাণিজ্যিক পত্র
৪. বজলুর সাহেবের তহবিল সংগ্রহের ক্ষেত্রে নিচের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন?
ক সঞ্চিতি তহবিল ব্যবহার  দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ
গ অবণ্টিত লভ্যাংশ ঋণ ঘ বাধ্যতামূলক সুদ প্রদান

৫. বাণিজ্যিকপত্র অর্থায়নের কোন জাতীয় উৎস? [স. বো. ’১৫]
 স্বল্পমেয়াদি খ মধ্যমেয়াদি
গ দীর্ঘমেয়াদি ঘ অভ্যন্তরীণ
৬. দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি কী? [স. বো. ’১৫]
ক ঋণ  লিজিং
গ ঋণপত্র ঘ বন্ড
নিচের উদ্দীপকটি পড় এবং ৭নং প্রশ্নের উত্তর দাও :
পান্না বেকারির মালিক ক্রেতাদের নিকট থেকে বেশ কিছু বিল পান। টাকার প্রয়োজনে তিনি বিলগুলো বাট্টাকরণ করেন।
৭. পান্না বেকারির নিকট বিলগুলোÑ [স.বো. ’১৫]
ক প্রদত্ত বিল  প্রাপ্য বিল
গ প্রদেয় বিল ঘ প্রাপ্ত বিল

ভ‚মিকা  পৃষ্ঠা-১৫
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮. তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বণ্টনকে কী বলে? (জ্ঞান)
ক ব্যবসায় খ বাণিজ্য
গ ব্যাংকিং  অর্থায়ন
৯. কারবারের বিভিন্ন অবস্থায় বিভিন্ন অর্থায়নের উৎস ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)
 বিভিন্ন অর্থায়নের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে
খ বিভিন্ন অর্থায়নের অভিন্ন বৈশিষ্ট্যের কারণে
গ অবস্থার সহিত অর্থায়নের বৈশিষ্ট্য পরিবর্তন হওয়ায়
ঘ কারবারের নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট অর্থায়নের কারণে
১০. কোনটির জন্য শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? (অনুধাবন)
 স্থায়ী মূলধন খ চলতি মূলধন
গ স্থায়ী খরচ ঘ চলতি খরচ
১১. কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত? (জ্ঞান)
 বাকিতে ক্রয় খ নগদ ক্রয়
গ দেশীয় পণ্য ক্রয় ঘ বাকিতে বিক্রয়
১২. কোনটির জন্য স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত? (উচ্চতর দক্ষতা)
 কাঁচামাল ক্রয় খ যন্ত্রপাতি ক্রয়
গ স্থায়ী খরচ ঘ ব্যয় নিয়ন্ত্রণ
১৩. কারবারের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উৎস নির্বাচন কোন ব্যবস্থাপনার কাজ? (জ্ঞান)
ক অর্থ  অর্থায়ন
গ কারবার ঘ হিসাববিজ্ঞান
১৪. তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে কোন বাক্যটি সত্য? (অনুধাবন)
ক তহবিল সংগ্রহের উৎস ভিন্ন হলেও খরচ এক
খ তহবিল সংগ্রহে বিভিন্ন উৎস ব্যবহারে ঝামেলা সৃষ্টি হয়
গ তহবিল সংগ্রহের উৎসে ভিন্নতা থাকলেও ব্যবহার এক
 ভিন্ন মেয়াদভিত্তিক তহবিলের সুবিধা অসুবিধা আলাদা
১৫. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস নির্বাচনে জনাব শফিউল্লাহ নিচের কোন বিষয়টি বিবেচনায় আনবেন না? (প্রয়োগ)
ক তহবিল উৎসের সুবিধা-অসুবিধা
খ তহবিল প্রয়োজনের ধরন ও উদ্দেশ্য
গ প্রতিষ্ঠানের প্রকৃতি
 প্রতিষ্ঠানের সম্ভাব্য মুনাফা
১৬. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
 মুনাফা অর্জন খ সম্পদ বৃদ্ধিকরণ
গ কারবার স¤প্রসারণ ঘ সঞ্চয় বৃদ্ধিকরণ
১৭. মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
 নিট মুনাফা খ নিট ক্ষতি
গ মোট ক্ষতি ঘ মোট আয়
১৮. নিট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
 নিট মুনাফা = মোট মুনাফা – অর্থায়ন খরচ ও কর
খ নিট মুনাফা= মোট মুনাফা + অর্থায়ন খরচ-কর
গ নিট মুনাফা = মোট মুনাফা – অর্থায়ন খরচ + কর
ঘ নিট মুনাফা = মোট সম্পত্তি – অর্থায়ন খরচ
১৯. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া অত্যাবশ্যক? (অনুধাবন)
ক তহবিল বণ্টন ব্যয় খ সম্পদ ব্যয়
গ প্রাথমিক খরচ  তহবিল উৎসের খরচ
২০. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিলের খরচ কিরূপ হওয়া আবশ্যক? (জ্ঞান)
ক সর্বোচ্চ  ন্যূনতম
গ দীর্ঘমেয়াদি ঘ স্বল্পমেয়াদি
২১. কোন প্রতিষ্ঠানের মোট ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হলে কী বুঝায়? (জ্ঞান)
 মোট মুনাফা খ নিট মুনাফা
গ মোট ক্ষতি ঘ নিট ক্ষতি
২২. কিসের জন্য শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? (অনুধাবন)
 স্থায়ী মূলধনের জন্য খ চলতি মূলধনের জন্য
গ স্থায়ী আয়ের জন্য ঘ চলতি আয়ের জন্য
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩. অর্থায়ন বলতে বোঝায় (অনুধাবন)
র. তহবিল সংগ্রহ
রর. তহবিল ব্যবস্থাপনা
ররর. তহবিল বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
২৪. দৈনন্দিন প্রয়োজনে তহবিল সংগ্রহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হলো (অনুধাবন)
র. বাকিতে পণ্য ক্রয় রর. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
ররর. শেয়ার বিক্রি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৫. কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে তহবিল ব্যবহার করা উচিত (অনুধাবন)
র. ধারে ক্রয়
রর. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
ররর. শেয়ার বিক্রয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হবে (অনুধাবন)
র. সর্বোচ্চ সুবিধা প্রদানকারী উৎস হতে
রর. ন্যূনতম খরচযুক্ত উৎস হতে
ররর. সর্বোচ্চ মুনাফা প্রদানকারী উৎস হতে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৭. জনাব কামরুলের মুদি দোকান থেকে ২০১৫ সালে মোট মুনাফা হয়েছে ১ লাখ টাকা। এ থেকে কামরুল নিট মুনাফা পাবেন (প্রয়োগ)
র. কর বাদ দিলে
রর. আমদানি শুল্ক বাদ দিলে
ররর. তহবিল উৎস বাবদ খরচ বাদ দিলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
বিভিন্ন প্রকার তহবিলের উৎসের ধারণা ¡ পৃষ্ঠা – ১৫
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৮. ব্যবসায় করার জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করাকে কী বলে? (জ্ঞান)
ক অর্থায়ন খ বিনিয়োগ
 ব্যবসায় অর্থায়ন ঘ ব্যবসায় ব্যবস্থাপনা
২৯. ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়? (অনুধাবন)
 ব্যবসায়ে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করা
খ ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা
গ ব্যবসায়ের অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা
ঘ ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণ করা
৩০. ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা যায়Ñ (জ্ঞান)
ক স্থায়ী খরচ নির্বাহের জন্য  দৈনন্দিন খরচ নির্বাহের জন্য
গ স্থায়ী সম্পদ অর্জনের জন্য ঘ নতুন খাতে বিনিয়োগের জন্য
৩১. মি. কুদ্দুস নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন খরচ পরিচালনার জন্য কোন ধরনের ঋণ গ্রহণ করতে পারেন? (প্রয়োগ)
 স্বল্পমেয়াদি খ দীর্ঘমেয়াদি
গ মধ্যমেয়াদি ঘ নিজস্ব তহবিল
৩২. জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রূপা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকি সম্পত্তিটি কোন ধরনের? (প্রয়োগ)
ক স্থাবর সম্পত্তি  অস্থাবর সম্পত্তি
গ অদৃশ্যমান সম্পত্তি ঘ স্পর্শনীয় সম্পত্তি
৩৩. বড় ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে ব্যবসায়ের অর্থসংস্থান করে? (অনুধাবন)
 শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে খ পণ্য বিক্রয় করে
গ নিজস্ব তহবিল হতে ঘ স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে
৩৪. কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়? (অনুধাবন)
ক পণ্য বিক্রয়লব্ধ অর্থ খ বাণিজ্যিক ব্যাংক হতে ঋণগ্রহণ
গ বাকিতে কাঁচামাল ক্রয়  শেয়ার ও ঋণপত্র বিক্রয়
৩৫. শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে কোন ধরনের ব্যবসায় সংগঠন? (জ্ঞান)
ক অতিক্ষুদ্র খ ক্ষুদ্র
গ মাঝারি  বড়
৩৬. তহবিল সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো সাধারণত কয়টি উৎস ব্যবহার করে? (জ্ঞান)
 দুই খ তিন
গ চার ঘ ছয়
৩৭. মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়? (জ্ঞান)
 অভ্যন্তরীণ তহবিল খ বহিস্থ তহবিল
গ পারিবারিক তহবিল ঘ সঞ্চিত তহবিল
৩৮. ঋণদাতা কর্তৃক প্রদত্ত তহবিলকে কী বলা হয়? (জ্ঞান)
ক অভ্যন্তরীণ তহবিল  বহিস্থ তহবিল
গ আন্তর্জাতিক তহবিল ঘ অবণ্টিত মুনাফা তহবিল
৩৯. বেশিরভাগ প্রতিষ্ঠানে সাধারণত কোন দু’টি তহবিলের উৎস ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি
 অভ্যন্তরীণ ও বহিস্থ ঘ মুনাফাভিত্তিক ও মালিকানাভিত্তিক
৪০. কীসের উপর ভিত্তি করে তহবিল সংগ্রহ করা উচিত? (জ্ঞান)
ক কারবারের মূলধন খ কারবারের মুনাফা
 কারবারের অবস্থা ঘ কারবারের লক্ষ্য
৪১. কারবারের অর্থায়ন বলতে কোনটিকে বোঝায়? (অনুধাবন)
ক কারবারে মূলধন আনয়ন খ কারবারে নগদ অর্থ আনয়ন
 কারবারের জন্য অর্থায়ন ঘ কারবারের জন্য ঋণ গ্রহণ
৪২. আন্তর্জাতিক তহবিল কোন ধরনের অর্থায়নের উৎস? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি  মধ্যমেয়াদি
গ দীর্ঘমেয়াদি ঘ স্থায়ী
৪৩. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
ক সঞ্চিতি তহবিল খ প্রদেয় বিল
 মালিকের মূলধন ঘ ঋণপত্র
৪৪. স্বল্পমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? (জ্ঞান)
ক দুই খ তিন
 চার ঘ পাঁচ
৪৫. কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
ক বাণিজ্যিক পত্র খ গ্রাম্য মহাজন
 লিজিং ঘ ক্ষুদ্র ঋণ
৪৬. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো কোন ধরনের অর্থসংস্থানের উৎস? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি  মধ্যমেয়াদি
গ দীর্ঘমেয়াদি ঘ অভ্যন্তরীণ
৪৭. কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
ক ঋণ খ ঋণপত্র
গ লিজিং  বেসরকারি প্রতিষ্ঠান
৪৮. রসুলপুর গ্রামের ব্যবসায়ীরা চড়া সুদের বিনিময়ে মহাজনের কাছ থেকে ব্যবসার প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়। এ গ্রামের ব্যবসায়ীরা কোন ধরনের উৎস হতে অর্থায়ন করে? (প্রয়োগ)
ক প্রাতিষ্ঠানিক উৎস  অপ্রাতিষ্ঠানিক উৎস
গ অভ্যন্তরীণ উৎস ঘ আর্থিক প্রতিষ্ঠান
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৯. ব্যবসায়ের দৈনন্দিন খরচের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
র. মেশিন মেরামত
রর. বাড়ি ভাড়া প্রদান
ররর. বিদ্যুৎ বিল প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৫০. ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্য অর্থসংস্থান করা হয় (অনুধাবন)
র. ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করে
রর. বাকিতে মালামাল ক্রয় করে
ররর. বাণিজ্যিক ব্যাংক হতে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৫১. স্থাবর সম্পত্তি হলো (অনুধাবন)
র. বিল্ডিং ফ্যাক্টরি
রর. জমি
ররর. মনিহারি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. স্কয়ার লিমিটেড একটি যৌথ মূলধনী কোম্পানি। পুঁজির সংকট এড়ানোর জন্য প্রতিষ্ঠানটি যে পদক্ষেপ গ্রহণ করতে পারে তা হলো (প্রয়োগ)
র. মূল্যবান মেশিনারিজ ও যন্ত্রপাতি ভাড়া নিতে পারে
রর. বিল্ডিং অথবা জমি ক্রয় না করে লিজ নিতে পারে
ররর. আইন সম্মতভাবে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৫৩. ব্যবসায়ীরা সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে স্থায়ী বিনিয়োগের অর্থ সংগ্রহের চেষ্টা করে। কারণ (উচ্চতর দক্ষতা)
র. এ অর্থ যে কোনো মেয়াদে ব্যবহার করা যায়
রর. এ অর্থের জন্য কোনো সুদ দিতে হয় না
ররর. নিজস্ব সঞ্চয় বিধায় কারও নিকট জবাবদিহি করতে হয় না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৫৪. অস্থাবর সম্পত্তি হলো (অনুধাবন)
র. কাঁচামাল রর. বিক্রয়যোগ্য মালামাল
ররর. যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৫. ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তহবিল সংগ্রহে নানারকম উৎস ব্যবহার করে থাকে- (অনুধাবন)
র. ব্যবসায়ের গঠনগত ভিন্নতার কারণে
রর. ব্যবসায়ের প্রকৃতিগত ভিন্নতার কারণে
ররর. ব্যবসায়ের উদ্দেশ্যগত ভিন্নতার কারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৫৬. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে কারণ প্রতিটি উৎসের রয়েছে (অনুধাবন)
র. মেয়াদের ভিন্নতা রর. খরচের ভিন্নতা
ররর. সুযোগ-সুবিধার ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৫৭. দুলাল দর্জি দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্য সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে যেসব উৎস হতে (প্রয়োগ)
র. গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অনুদান
রর. ঋণদাতা প্রতিষ্ঠান
ররর. মালিকপক্ষ বা নিজস্ব তহবিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলোÑ (অনুধাবন)
র. বাণিজ্যিক পত্র
রর. গ্রাম মহাজন
ররর. ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৯. স্বল্পমেয়াদি প্রাতিষ্ঠানিক তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলোÑ (অনুধাবন)
র. প্রাপ্য বিল বাট্টাকরণ
রর. প্রদেয় বিল
ররর. ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৬০. দীর্ঘমেয়াদি তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
র. ঋণ
রর. ঋণপত্র
ররর. লিজিং
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৬১. বহিস্থ তহবিলের উৎস হতে পারে- (অনুধাবন)
র. স্বল্পমেয়াদি
রর. মধ্যমেয়াদি
ররর. দীর্ঘমেযাদি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ফারুক একটি দর্জি দোকানের মালিক। ব্যবসায়ের শুরুতে তিনি নিজস্ব সঞ্চয় হতে মেশিন ক্রয় করেন। তবে তার নিজস্ব সঞ্চয় যদি যথেষ্ট না হত তবে তিনি বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারতেন।
৬২. জনাব ফারুকের সংগ্রহকৃত তহবিল উৎসের সুবিধা কোনটি? (প্রয়োগ)
ক বড় অংকের হয়
 যেকোন মেয়াদে ব্যবহার করা যায়
গ সুদের হার কম
ঘ উৎসের খরচ কম
৬৩. জনাব ফারুক প্রয়োজনবোধে তহবিল সংগ্রহ করতে পারবেনÑ (উচ্চতর দক্ষতা)
র. বাণিজ্যিক পত্র বিক্রয়ের মাধ্যমে
রর. বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ গ্রহণ করে
ররর. অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধকি ঋণ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
অভ্যন্তরীণ তহবিল ¡ পৃষ্ঠাÑ১৫
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৪. মালিক তার সঞ্চিত মুনাফার মাধ্যমে যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে? (জ্ঞান)
 অভ্যন্তরীণ তহবিল খ বহিস্থ তহবিল
গ স্বল্পমেয়াদি তহবিল ঘ দীর্ঘমেয়াদি তহবিল
৬৫. অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
 দুই খ তিন গ চার ঘ পাঁচ
৬৬. অভ্যন্তরীণ তহবিলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
ক অভ্যন্তরীণ তহবিলে সুদ প্রদান করতে হয়
 অভ্যন্তরীণ তহবিল অব্যবহৃত মুনাফার মাধ্যমে সৃষ্টি হয়
গ অভ্যন্তরীণ তহবিল কর যোগ্য নয়
ঘ অভ্যন্তরীণ তহবিল নির্দিষ্ট মেয়াদান্তে পরিশোধ যোগ্য
অভ্যন্তরীণ উৎসের মালিকানাভিত্তিক শ্রেণিবিভাগ ¡ পৃষ্ঠা Ñ ১৬
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৭. একমালিকানা ব্যবসায়ে অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
 মালিকের নিজস্ব অর্থ খ শেয়ার বিক্রয়ের অর্থ
গ জামানতবিহীন ব্যাংক ঋণ ঘ ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
৬৮. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
ক সঞ্চিতি তহবিল খ প্রদেয় বিল
 মালিকের মূলধন ঘ ঋণপত্র
৬৯. একমালিকানা ব্যবসায় তহবিলের প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
ক ঋণপত্র খ ব্যাংক ঋণ
গ গ্রাম্যমহাজন  মালিকের নিজস্ব তহবিল
৭০. নি¤েœর কোনটি মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস? (জ্ঞান)
ক সঞ্চিত তহবিল খ লভ্যাংশ সমতাকরণ তহবিল
 শেয়ার ঘ অবণ্টিত মুনাফা
৭১. নিচের কোন উৎসটি হতে শুধুমাত্র কোম্পানি তহবিল সংগ্রহ করতে পারে? (অনুধাবন)
ক অবণ্টিত মুনাফা খ জমাতিরিক্ত উত্তোলন
 শেয়ার ইস্যু ঘ লিজিং
৭২. অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারবৃন্দ ব্যবসায়ে যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে? (জ্ঞান)
ক শেয়ার খ ঋণপত্র
গ বিনিয়োগ  মূলধন
৭৩. যৌথ মূলধনী ব্যবসায় কত প্রকার? (জ্ঞান)
 দুই খ তিন
গ চার ঘ পাঁচ
৭৪. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
ক ২ থেকে ১০ জন খ ২ থেকে ২০ জন
গ ২ থেকে ৩০ জন  ২ থেকে ৫০ জন
৭৫. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন উদ্যোক্তা সংখ্যা কত? (জ্ঞান)
ক দুইজন খ তিনজন
 সাতজন ঘ অনির্দিষ্ট
৭৬. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনি¤œ সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
ক ২ জন  ৭ জন
গ ২০ জন ঘ ৫০ জন
৭৭. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
ক সাতজন খ বিশ জন
গ পঞ্চাশ জন  শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
৭৮. শেয়ার বাজারে শেয়ার বিক্রয় না করে নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে কোন সংগঠন? (অনুধাবন)
ক পাবলিক লিমিটেড কোম্পানি  প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ সমবায় সমিতি ঘ অংশীদারি ব্যবসায়
৭৯. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? (অনুধাবন)
 শেয়ার বিক্রয় খ ঋণপত্র বিক্রয়
গ মালিকের নিজস্ব তহবিল ঘ ব্যবসায়ের নিজস্ব জমি বিক্রি করে
৮০. উৎপাদনের উপকরণ কয়টি? (জ্ঞান)
ক দুইটি খ তিনটি
 চারটি ঘ পাঁচটি
৮১. কোন ব্যবসায় সংগঠন জনগণের কাছে শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করে? (অনুধাবন)
 পাবলিক লিমিটেড কোম্পানি খ সমবায় সংগঠন
গ প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘ অংশীদারি ব্যবসায়
৮২. কোন ব্যবসায় সংগঠন জনগণকে শেয়ার ক্রয়ের আবেদন জানাতে পারে? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ প্রাইভেট লিমিটেড কোম্পানি  পাবলিক লিমিটেড কোম্পানি
৮৩. যৌথ মূলধনী কোম্পানির প্রকৃত মালিক কারা? (জ্ঞান)
 শেয়ারহোল্ডাররা খ ঋণপত্রের মালিকরা
গ কোম্পানির উদ্যোক্তারা ঘ কোম্পানির পরিচালকরা
৮৪. কাদের বিনিয়োগকৃত অর্থ ফেরতযোগ্য? (অনুধাবন)
ক মালিকের  ঋণপত্র হোল্ডারদের
গ শেয়ারহোল্ডারদের ঘ ব্যবসায়ীদের
৮৫. তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় সবচেয়ে সুবিধাজনক তহবিল উৎস কোনটি? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদি বহিস্থ উৎস খ স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক উৎস
 মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস ঘ মধ্যমেয়াদি বহিস্থ উৎস
৮৬. বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে শেয়ার হিসাবে বিক্রয় করে কোন ধরনের সংগঠন? (অনুধাবন)
ক অংশীদারি ব্যবসায় খ সমবায় সংগঠন
গ প্রাইভেট লিমিটেড কোম্পানি  পাবলিক লিমিটেড কোম্পানি
৮৭. এক নামক প্রতিষ্ঠানটি স¤প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। এক প্রতিষ্ঠানের ধরন কোনটি? (প্রয়োগ)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
 কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৮. সংগঠনের ভিত্তিতে কারবার হতে পারে (অনুধাবন)
র. একমালিকানা
রর. অংশীদারি
ররর. যৌথ মূলধনী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৮৯. একমালিকানা ব্যবসায়ে অভ্যন্তরীণ তহবিলের উৎস হলো- (অনুধাবন)
র. মালিকের নিজস্ব অর্থ
রর. মালিক কর্তৃক সরবরাহকৃত যে কোনো উৎপাদনের উপকরণ
ররর. ব্যাংক হতে সংগৃহীত স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি ঋণ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯০. প্রাইভেট লিমিটেড কোম্পানি অনুধাবন)
র. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে
রর. জনগণকে শেয়ার ক্রয়ে আমন্ত্রণ জানায়
ররর. নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯১. তারল্যের প্রয়োজনে শেয়ারহোল্ডাররা শেয়ার বিক্রয় করতে পারে (অনুধাবন)
র. সেকেন্ডারি মার্কেটে
রর. ঢাকা স্টক এক্সচেঞ্জে
ররর. শেয়ার বাজারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৯২. পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারহোল্ডারদের কাক্সিক্ষত মুনাফা প্রদান করতে না পারলে (অনুধাবন)
র. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য হ্রাস পায়
রর. শেয়ারহোল্ডাররা হতাশ হয়
ররর. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য স্থিতিশীল থাকে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
এম.এম.জি কোম্পানি লিমিটেড উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে সারা দেশে বেশ সুনাম অর্জন করেছে। কোম্পানিটি শেয়ার বাজারে শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেছে। কোম্পানিটি লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে নিজস্ব সুনাম অটুট রাখতে একটি তহবিল সৃষ্টি করেছে। কোনো আর্থিক বছর কোম্পানিটি কাক্সিক্ষত মুনাফা অর্জনে ব্যর্থ উক্ত তহবিলের সহায়তায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করে।
৯৩. উদ্দীপকের এম.এম.জি কোম্পানিটি কোন ধরনের সংগঠন? (প্রয়োগ)
ক একমালিকানা ব্যবসায় সংগঠন খ অংশীদারি ব্যবসায় সংগঠন
 পাবলিক লিমিটেড কোম্পানি ঘ প্রাইভেট লিমিটেড কোম্পানি
৯৪. এম.এম.জি কোম্পানির মতো যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি তার দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণে- (উচ্চতর দক্ষতা)
র. জামানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারে
রর. শেয়ারের বিকল্প হিসেবে ঋণপত্র ব্যবহার করতে পারে
ররর. স্থায়ী সম্পদ লিজ নিয়ে ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর
গ র ও ররর  র, রর ও ররর
অভ্যন্তরীণ উৎসের মুনাফাভিত্তিক শ্রেণিবিভাগ ¡ পৃষ্ঠা Ñ ১৭
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৫. ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে কী উপার্জন করে? (জ্ঞান)
ক মুনাফা খ সমৃদ্ধি
 অর্থ ঘ সুনাম
৯৬. উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে কে? (অনুধাবন)
ক সরকার খ শেয়ারহোল্ডার
গ ঋণদাতা  ব্যবসায় প্রতিষ্ঠান
৯৭. ঋণের ক্ষেত্রে কোনটি প্রদান করা বাধ্যতামূলক? (জ্ঞান)
ক প্রতিশ্রæতি খ দলিল
গ চুক্তিপত্র  কিস্তি
৯৮. কোন ক্ষেত্রে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কম? (জ্ঞান)
 মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসে খ স্বল্পমেয়াদি বহিস্থ উৎসে
গ মধ্যমেয়াদি বহিস্থ উৎসে ঘ দীর্ঘমেয়াদি বহিস্থ উৎসে
৯৯. তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় সবচেয়ে সুবিধাজনক তহবিল উৎস কোনটি? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদি বহিস্থ উৎস খ স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক উৎস
 মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস ঘ মধ্যমেয়াদি বহিস্থ উৎস
১০০. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক লভ্যাংশ খ সঞ্চিত তহবিল
 অবণ্টিত মুনাফা ঘ লিজিং
১০১. অবণ্টিত মুনাফা কী করা হয়? (অনুধাবন)
ক শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়
খ ঋণদাতাদের মধ্যে বণ্টন করা হয়
 শেয়ারহোল্ডারদের বণ্টন না করে বিনিয়োগ করা হয়
ঘ বিনিয়োগকারীদের বণ্টন না করে জমা রাখা হয়
১০২. শেয়ারহোল্ডারদের মধ্যে অবণ্টিত মুনাফা থেকে কোন তহবিল সৃষ্টি হয়? (জ্ঞান)
ক নগদ তহবিল খ মূলধনী তহবিল
 সঞ্চিতি তহবিল ঘ ভবিষ্যৎ তহবিল
১০৩. সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হয় কেন? (অনুধাবন)
ক ভবিষ্যতের বিশেষ প্রয়োজন পূরণ করার জন্য
 ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য
গ কারবারের চলমান বিপর্যয় মোকাবিলার জন্য
ঘ অনাদায়ী পাওনাজনিত ক্ষতি পূরণের জন্য
১০৪. ২০১৫ সালে মুন্নু সিরামিকস কোম্পানির নিট মুনাফা ১,২০,০০০ টাকা। উক্ত কোম্পানি নিট মুনাফার ৭৫% লভ্যাংশ হিসেবে ঘোষণা করলে অবণ্টিত মুনাফার পরিমাণ কত? (উচ্চতর দক্ষতা)
ক ৯০,০০০ টাকা খ ১,২০,০০০ টাকা
 ৩০,০০০ টাকা ঘ ১,৫০,০০০ টাকা
১০৫. পাবলিক লিমিটেড কোম্পানির মুনাফা লভ্যাংশ হিসেবে কাদের মধ্যে বণ্টিত হয়? (অনুধাবন)
ক জনগণের  শেয়ারহোল্ডারদের
গ অংশীদারদের ঘ সদস্যদের
১০৬. সাধারণত লাভজনক কোম্পানির ক্ষেত্রে শেয়ারহোল্ডাররা নিয়মিতভাবে কী পেয়ে থাকে? (অনুধাবন)
ক সুদ  লভ্যাংশ
গ বোনাস ঘ উপহার
১০৭. কোনটির সাথে কোম্পানির সুনাম জড়িত থাকে? (জ্ঞান)
ক মুনাফা  লভ্যাংশ
গ ঋণের সুদ ঘ বিনিয়োগের সুদ
১০৮. লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কোনটি জড়িত? (জ্ঞান)
ক লাভ-লোকসান খ নিয়ম-কানুন
 সুনাম ঘ কোম্পানির ভবিষ্যত
১০৯. লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টি করা হয় কেন? (অনুধাবন)
ক ভবিষ্যতে ব্যবসায় স¤প্রসারণের জন্য
খ ভবিষ্যৎ আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য
গ প্রদেয় করের পরিমাণ কমানোর জন্য
 প্রতি বছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করার জন্য
১১০. ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য কোন ধরনের তহবিল সৃষ্টি করা হয়? (জ্ঞান)
ক নগদ তহবিল খ ভবিষ্যৎ তহবিল
গ ব্যাংক তহবিল  সঞ্চিতি তহবিল
১১১. সাধারণত বছরে কত বার কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে? (অনুধাবন)
 এক খ দুই গ তিন ঘ চার
১১২. রিফাত এন্টারপ্রাইজ ৭,০০০ টাকা খরচ করে ১০০টি চেয়ার তৈরি করে ১০,০০০ টাকায় বিক্রি করল। বিক্রয় খরচ ৫০০ টাকা হলে নিট মুনাফা কত? (প্রয়োগ)
 ২,৫০০ টাকা খ ৩,০০০ টাকা
গ ৭,০০০ টাকা ঘ ১০,০০০ টাকা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৩. যে কোনো প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায় কখন? (অনুধাবন)
র. মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর
রর. সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর
ররর. মুনাফার একটা অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৪. অবণ্টিত মুনাফা দ্বারা সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হয়Ñ (প্রয়োগ)
র. ভবিষ্যতে ব্যবসায় স¤প্রসারণের জন্য
রর. ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য
ররর. ঋণের সুদ ও কিস্তি পরিশোধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৫. নিট মুনাফা হতে সঞ্চিতি তহবিল সৃষ্টির উদ্দেশ্য (অনুধাবন)
র. ভবিষ্যতে ব্যবসায় স¤প্রসারণ
রর. ভবিষ্যতে আর্থিক বিপর্যয় মোকাবিলা
ররর. ভবিষ্যতে মালিকের ব্যক্তিগত ঝুঁকি মোকাবিলা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৬. লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টির উদ্দেশ্য হলো (প্রয়োগ)
র. প্রতি বছর নিয়মিত লভ্যাংশ প্রদান
রর. কোনো বছর মুনাফা না হলেও লভ্যাংশ প্রদানের সমর্থ অর্জন
ররর. স্থায়ী সম্পত্তি ক্রয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৭ ও ১১৮নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সামির তার ব্যবসায় স¤প্রসারণ করার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে জনতা ব্যাংকে আবেদন করেন কিন্তু, ব্যাংক ঋণ প্রদানে অস্বীকৃতি জানান। অবশেষে তিনি তার বিগত বছরের মুনাফা তহবিল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন।
১১৭. জনাব সামির কোন উৎসটি থেকে তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন? (প্রয়োগ)
ক মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
˜ মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
গ মধ্যমেয়াদি উৎস
ঘ দীর্ঘমেয়াদি উৎস
১১৮. এই উৎসটি ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্যÑ (উচ্চতর দক্ষতা)
র. ঝুঁকি কম
রর. বাধ্যতামূলক সুদ প্রদান করতে হয় না
ররর. সরকারকে ট্যাক্স দিতে হয় না
নিচের কোনটি সঠিক?
˜ র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
বহিস্থ তহবিল ¡ পৃষ্ঠাÑ১৭
১১৯. বাহ্যিক অর্থসংস্থানের সবচেয়ে জনপ্রিয় উৎস কোনটি? (জ্ঞান)
ক ব্যাংক জমাতিরিক্ত  ব্যাংক ঋণ
গ ধার ঘ বাকিতে ক্রয়
১২০. বহিস্থ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
 বাণিজ্যিক ব্যাংক খ মালিকের মূলধন
গ লভ্যাংশ সমতাকরণ তহবিল ঘ শেয়ার
১২১. কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহিস্থ অর্থসংস্থান তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে? (জ্ঞান)
ক বৃহৎ প্রতিষ্ঠান  ক্ষুদ্র প্রতিষ্ঠান
গ উৎপাদনমুখী প্রতিষ্ঠান ঘ সেবামূলক প্রতিষ্ঠান
১২২. বহিস্থ তহবিলের বড় অসুবিধা কোনটি? (অনুধাবন)
ক বেশি হারে সুদ দিতে হবে খ সরকারকে বেশি কর দিতে হয়
 সুদ প্রদান করা বাধ্যতামূলক ঘ তহবিল সংগ্রহ করা কঠিন
১২৩. নিয়মিতভাবে কিস্তি পরিশোধ করতে হয় কোন ক্ষেত্রে? (জ্ঞান)
ক অবণ্টিত মুনাফা খ শেয়ার
গ মালিকের মূলধন  ব্যাংক ঋণ
১২৪. মেয়াদের ভিত্তিতে বহিস্থ তহবিল কয় প্রকার? (জ্ঞান)
ক ২  ৩
গ ৪ ঘ ৫
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৫. বহিস্থ তহবিল বলতে বোঝায় (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস
রর. প্রতিষ্ঠানের ভিতরের কোনো উৎস
ররর. প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক যে কোনো উৎস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৬. বহিস্থ তহবিলের উৎস হলো (অনুধাবন)
র. সঞ্চিতি তহবিল
রর. ঋণপত্র
ররর. ব্যাংক ঋণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
১২৭. ব্যাংক ঋণের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. অনির্দিষ্ট মেয়াদ থাকে
রর. সুদের হার নির্দিষ্ট থাকে
ররর. মেয়াদান্তে আসল পরিশোধ করা বাধ্যতামূলক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
১২৮. বহিস্থ তহবিলের উৎস হতে পারে (অনুধাবন)
র. স্বল্পমেয়াদি
রর. মধ্যমেয়াদি
ররর. দীর্ঘমেয়াদি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
বহিঃস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস ¡ পৃষ্ঠাÑ১৮
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৯. স্বল্পমেয়াদি উৎস হতে অর্থসংস্থানের খরচ কিরূপ? (অনুধাবন)
ক তুলনামূলকভাবে সর্বোচ্চ হতে পারে
খ তুলনামূলকভাবে সর্বনিম্ন হতে পারে
 তুলনামূলকভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুইই হতে পারে
ঘ মধ্যমেয়াদি অপেক্ষা সর্বদা বেশি হবে
১৩০. কোন ধরনের উৎস হতে সবচেয়ে দ্রæততম ও সরল প্রক্রিয়ায় অর্থ আদান-প্রদান করা যায়? (জ্ঞান)
 স্বল্পমেয়াদি খ মধ্যমেয়াদি
গ দীর্ঘমেয়াদি ঘ মুনাফাভিত্তিক
১৩১. প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
 এটি অর্থায়নের সবচেয়ে দ্রæততম ও সরল প্রক্রিয়া
খ এটি এক বছর বা তার কম সময়ের অর্থায়ন প্রক্রিয়া
গ এটি দীর্ঘমেয়াদি অর্থায়নকে অপ্রয়োজনীয় করে তোলে
ঘ এটি ব্যবহার করতে কোনোরূপ পরিকল্পনার প্রয়োজন নেই
১৩২. রায়হান স¤প্রতি বসুন্ধরা মার্কেটে একটি ফ্যাশন শপ চালু করেছে। সে কিছুদিন পরপরই গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নতুন আইটেম দোকানে নিয়ে আসে যার খরচও অনেক বেশি। রায়হানের অর্থসংস্থানের জন্য সুবিধাজনক কোনটি? (প্রয়োগ)
ক নিজস্ব তহবিল  স্বল্পমেয়াদি উৎস
গ মধ্যমেয়াদি উৎস ঘ দীর্ঘমেয়াদি উৎস
১৩৩. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
 দুই খ তিন
গ চার ঘ পাঁচ
১৩৪. বিনিময় বিলের মেয়াদ সাধারণত কত দিন? (জ্ঞান)
ক ৩০ খ ৬০  ৯০ ঘ ১২০
১৩৫. প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কত দিন? (জ্ঞান)
ক ৭ খ ৩০
 ৯০ ঘ ৩৬০
১৩৬. ক্রেতা যে দলিলে নির্দিষ্ট সময় পরে বিক্রেতাকে অর্থ পরিশোধের অঙ্গীকার করে তাকে কী বলে? (জ্ঞান)
ক চুক্তিপত্র খ চালান
গ ভাউচার  বিনিময় বিল
১৩৭. বিক্রেতার নিকট বিনিময় বিল কী হিসেবে বিবেচিত হয়? (অনুধাবন)
 প্রাপ্য বিল খ প্রদেয় বিল
গ চালান ঘ ক্রেডিট নোট
১৩৮. লিখন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নিচের কোনটিকে স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে ব্যবহার করতে পারবেন? (প্রয়োগ)
 প্রাপ্য বিল বাট্টাকরণ খ বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ
গ মালিকের মূলধন ঘ মজুদ মাল বন্ধকিকরণ
১৩৯. ১ বছর মেয়াদি ৭,০০০ টাকার বিল ৩% বাট্টায় বাণিজ্যিক ব্যাংকে ভাঙালে কত টাকা নগদ পাওয়া যাবে? (প্রয়োগ)
 ৬,৭৯০ টাকা খ ৭,২১০ টাকা
গ ৬,৯৪৭ টাকা ঘ ৭,০৫২ টাকা
১৪০. প্রাপ্য বিল বাট্টাকরণকে স্বল্পমেয়াদি উৎস হিসেবে কেন গণ্য করা হয়? (উচ্চতর দক্ষতা)
 প্রাপ্য বিল যেকোনো সময় বাট্টা করে নগদে রূপান্তরযোগ্য
খ প্রাপ্য বিলের অর্থ তিন মাসের মধ্যে পাওয়া যায়
গ প্রাপ্য বিল ক্রেতাকে ফেরত দিয়ে নগদ অর্থ সংগ্রহ করা যায়
ঘ প্রাপ্য বিল নগদ অর্থের ন্যায় ব্যবহার করা যায়
১৪১. প্রদেয় বিল অর্থায়নের কী ধরনের উৎস? (জ্ঞান)
ক মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস  স্বল্পমেয়াদি বহিস্থ উৎস
গ মধ্যমেয়াদি বহিস্থ উৎস ঘ মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
১৪২. ক্রেতার নিকট বিনিময় বিল কোন নামে অভিহিত হয়? (অনুধাবন)
ক প্রাপ্য বিল  প্রদেয় বিল
গ ডেবিট নোট ঘ ভাউচার
১৪৩. অরূপ দত্ত একজন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয়ে তিনি অর্থায়নের কোন উৎসটি ব্যবহার করবেন? (প্রয়োগ)
 বাকিতে ক্রয় খ ক্রেতার নিকট হতে অগ্রিম গ্রহণ
গ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ঘ অবণ্টিত মুনাফা
১৪৪. ২ মাস পর অর্থ পাবে বিনিময় বিলে এ স্বীকৃতির মাধ্যমে নিলয় ট্রেডার্স স¤প্রতি কাসেম ট্রেডার্সের কাছে ২০ লাখ টাকার পণ্য বাকিতে বিক্রয় করে। কাসেম ট্রেডার্সের কাছে বিনিময় বিলটি কী হিসেবে গণ্য হবে? (প্রয়োগ)
ক প্রাপ্য বিল  প্রদেয় বিল
গ চালান রশিদ ঘ প্রদেয় ঋণ
১৪৫. স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
ক প্রাপ্য বিল খ ঋণপত্র
গ প্রদেয় বিল  জামানতবিহীন ব্যাংক ঋণ
১৪৬. হায়দার আলী ন্যাশনাল ব্যাংক থেকে চাহিবামাত্র পরিশোধ করার শর্তে ৫,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন। হায়দার আলীর গৃহীত ঋণটি কী নামে পরিচিত? (প্রয়োগ)
 স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ খ ক্ষুদ্র ঋণ
গ বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ ঘ দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ
১৪৭. জয়নাল তার ব্যবসায়ের জন্য অইঈ ব্যাংক হতে ঋণ নিয়েছে যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়ামাত্রই জয়নাল ঋণ পরিশোধে বাধ্য থাকবে। জয়নালের গৃহীত ঋণটি কী নামে পরিচিত? (প্রয়োগ)
ক স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ  চাহিবামাত্র প্রদেয় ঋণ
গ নগদ ঋণ ঘ মধ্যমেয়াদি ব্যাংক ঋণ
১৪৮. কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পারে? (অনুধাবন)
 যাদের অর্থায়নের বিকল্প উৎস আছে
খ যাদের অর্থায়নে বিকল্প উৎস নেই
গ যাদের বাজারে সুনাম আছে
ঘ যাদের প্রচুর পরিমাণে মূলধন আছে
১৪৯. যেসব প্রতিষ্ঠানে অর্থায়নের বিকল্প উৎস আছে তারা স্বল্প খরচে কোন ধরনের ঋণ ব্যবহার করতে পারে? (অনুধাবন)
 চাহিবামাত্র প্রদেয় ঋণ খ দীর্ঘমেয়াদি ঋণ
গ মধ্যমেয়াদি ঋণ ঘ প্রদত্ত ঋণ
১৫০. ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করাকে কী বলে? (অনুধাবন)
ক চাহিবামাত্র প্রদেয় ঋণ খ ব্যাংক ড্রাফট
 ওভার ড্রাফট ঘ পে-অর্ডার
১৫১. ব্যাংক চাওয়ামাত্রই ঋণগ্রহীতাকে পরিশোধ করতে হয় কোনটি? (অনুধাবন)
ক ব্যাংক ড্রাফট খ ডিমান্ড ড্রাফট
গ হুন্ডি  ব্যাংক ওভার ড্রাফট
১৫২. কোন ধরনের ঋণের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদি উৎস হতে বেশি? (অনুধাবন)
ক প্রাপ্য বিল বাট্টাকরণ খ প্রদেয় বিল
গ বাণিজ্যিক পত্র  ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
১৫৩. যখন ঋণের অর্থ ব্যবহার করা হয় কেবল তখনই সুদ প্রদান করা হয় কোন ধরনের ঋণের ক্ষেত্রে? (অনুধাবন)
ক ঋণপত্র খ গ্রাম্য মহাজন
গ প্রদেয় বিল  ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
১৫৪. কোন ধরনের ঋণ সাধারণত কৃষিনির্ভর? (জ্ঞান)
ক বৃহৎ ঋণ খ মাঝারি ঋণ
গ স্বল্পমেয়াদি ঋণ  ক্ষুদ্র ঋণ
১৫৫. কোন ঋণ ক্ষুদ্র ও কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়? (জ্ঞান)
 ক্ষুদ্র ঋণ খ মাঝারি ঋণ
গ বৃহৎ ঋণ ঘ দীর্ঘমেয়াদি ঋণ
১৫৬. ক্ষুদ্র ঋণ গ্রহণ করা হয় কেন? (অনুধাবন)
 ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণে
খ ক্ষুদ্র কুটির শিল্পের স্থায়ী মূলধনের চাহিদা পূরণে
গ বড় ধরনের প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য
ঘ বড় ধরনের প্রতিষ্ঠানের চলতি ব্যয় নির্বাহের জন্য
১৫৭. ইক্ষু চাষি গনি মিয়া কোন প্রতিষ্ঠান থেকে সহজেই আর্থিক সুবিধা পেতে পারে? (প্রয়োগ)
ক বিমা প্রতিষ্ঠান খ বাংলাদেশ ব্যাংক
গ সোনালী ব্যাংক  কৃষি ব্যাংক
১৫৮. নিচের কোন প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র ঋণ সংগ্রহ করা যায়? (অনুধাবন)
ক বাংলাদেশ ব্যাংক খ সোনালী ব্যাংক
 গ্রামীণ ব্যাংক ঘ বিনিয়োগ ব্যাংক
১৫৯. ক্ষুদ্র মেয়াদি ঋণ প্রদান করা হয় কিসের ভিত্তিতে? (অনুধাবন)
ক ঋণগ্রহীতার নগদ অর্থের চাহিদার ভিত্তিতে
 ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে
গ ঋণদাতার নগদ প্রদানের ক্ষমতার ভিত্তিতে
ঘ ঋণগ্রহীতার বিশেষ প্রয়োজনের ভিত্তিতে
১৬০. রফিকের একটি তাঁত শিল্প কারখানা রয়েছে। উক্ত কারখানার জন্য নিচের কোন উৎসটি থেকে সে স্বল্পমেয়াদি অর্থায়ন করতে পারবে? (প্রয়োগ)
ক ঋণপত্র খ লিজিং
 ক্ষুদ্র ঋণ ঘ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
১৬১. অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার? (জ্ঞান)
ক দুই খ তিন
 চার ঘ পাঁচ
১৬২. স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে সাগর কোনটি ব্যবহার করতে পারবে? (প্রয়োগ)
ক অবণ্টিত মুনাফা  বাণিজ্যিক পত্র
গ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ঘ লভ্যাংশ সমতাকরণ তহবিল
১৬৩. ইস্ট ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটির নিজস্ব সুনাম পুঁজি করে কোনো এক ধরনের মাধ্যম ব্যবহার করে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দিবে। কিসের মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে? (প্রয়োগ)
ক প্রত্যয়পত্র  বাণিজ্যিক পত্র
গ বন্ড বিক্রয় ঘ স্টক বিক্রয়
১৬৪. সারা দেশের মানুষের কাছে বর্ণা টেক্সটাইল একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সাময়িক অর্থ সংকট নিরসনে প্রতিষ্ঠানটি নিচের কোন উৎসটি ব্যবহার করবে? (প্রয়োগ)
 বাণিজ্যিক পত্র খ আন্তর্জাতিক তহবিল
গ লিজিং ঘ ক্ষুদ্র ঋণ
১৬৫. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্য নয় কোনটি? (অনুধাবন)
ক নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ পরিশোধ করতে হয়
খ প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে
গ শেয়ারবাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে বাণিজ্যিক পত্র ক্রয় করা হয়
 দীর্ঘমেয়াদি তহবিলের প্রয়োজনে বাণিজ্যিক পত্র বিক্রি করা হয়
১৬৬. বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে কোনটি? (জ্ঞান)
ক ব্যাংক তহবিল খ নগদ তহবিল
 সুনাম ঘ ব্যবসায়ের যাবতীয় সম্পদ
১৬৭. কোনটি বিক্রয়ে প্রতিষ্ঠানের সুনাম জামানত হিসেবে কাজ করে? (অনুধাবন)
ক পণ্যদ্রব্য খ ঋণপত্র
গ শেয়ার  বাণিজ্যিক পত্র
১৬৮. শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে কোনটি ক্রয় করা হয়? (জ্ঞান)
ক প্রাইজবন্ড খ ঋণপত্র
 বাণিজ্যিক পত্র ঘ আসবাবপত্র
১৬৯. বাণিজ্যিক ব্যাংক ও বিমা কোম্পানি কোনটি বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে? (অনুধাবন)
ক পে-অর্ডার খ বিমা পলিসি
গ ঋণপত্র  বাণিজ্যিক পত্র
১৭০. মজুদ মাল বন্ধকিকরণ করা হয় কিসের জন্য? (জ্ঞান)
 স্বল্পমেয়াদি অর্থসংস্থানের জন্য খ মধ্যমেয়াদি অর্থসংস্থানের জন্য
গ দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য ঘ ব্যাংক ঋণ পাওয়ার জন্য
১৭১. গ্রামের দরিদ্র ব্যক্তিদের স্বল্পমেয়াদে ঋণ প্রদান করে কারা? (জ্ঞান)
ক বাণিজ্যিক ব্যাংক খ শিল্প ব্যাংক
গ বেসরকারি ব্যাংক  গ্রাম্য মহাজন
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭২. সাইফুল ইসলাম ঢাকা নীলক্ষেত এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে বইয়ের ব্যবসায় চালু করতে চান। প্রয়োজনীয় তহবিল সংগ্রহে তিনি উৎস হিসেবে ব্যবহার করতে পারেন (প্রয়োগ)
র. নিজস্ব সঞ্চয় রর. ব্যাংক ঋণ
ররর. ঋণপত্র বিক্রয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৩. জনাব মামুন তার গ্রামে একটি তাঁতশিল্প প্রতিষ্ঠা করতে চান। এজন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে তিনি যে সকল ব্যাংকের সহায়তা নিতে পারেন (প্রয়োগ)
র. গ্রামীণ ব্যাংক
রর. সমবায় ব্যাংক
ররর. যুব উন্নয়ন ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১৭৪. গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে লিয়াকত সাহেব তহবিলের চাহিদা পূরণ করতে পারবেন (প্রয়োগ)
র. স্বল্পমেয়াদি তহবিল
রর. মধ্যমেয়াদি তহবিল
ররর. দীর্ঘমেয়াদি তহবিল
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৫. স্বল্পমেয়াদি প্রতিষ্ঠানিক তহবিল উৎসের উদাহরণ হলো (অনুধাবন)
র. প্রাপ্য বিল বাট্টাকরণ
রর. প্রদেয় বিল
ররর. ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১৭৬. সুদমুক্ত স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস হলো (অনুধাবন)
র. বাকিতে পণ্য ক্রয়
রর. বকেয়া মজুরি
ররর. ব্যাংক ওভার ড্রাফট
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৭. ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে সাধারণত (অনুধাবন)
র. গ্রামীণ ব্যাংক
রর. যুব উন্নয়ন ব্যাংক
ররর. সমবায় ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১৭৮. ক্ষুদ্র ঋণ ব্যবহার করা হয় (অনুধাবন)
র. কুটির শিল্প ব্যবস্থাপনায়
রর. কৃষি উপাদান ক্রয়ে
ররর. হ্যাচারি বা খামার পরিচালনায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১৭৯. বাণিজ্যিক পত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে (অনুধাবন)
র. বাণিজ্যিক ব্যাংক
রর. বিমা কোম্পানি
ররর. পেনশন তহবিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর

Leave a Reply