নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং পঞ্চম অধ্যায় মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন বহুনির্বাচনী প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায়
মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
 মূলধন বাজেটিং
খ অর্থের সময়মূল্য
গ বাট্টার হার নির্ধারণ
ঘ বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি
২. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি?
ক বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ  বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ
গ বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ঘ বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
৩. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
ক প্রারম্ভিক বিনিয়োগ খ নগদ বহিঃপ্রবাহ
গ মোট চলতি ব্যয়  মোট অবচয়
৪. মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ?
 প্রকল্প নির্বাচন
খ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ প্রকল্পের মুনাফার হার নির্ণয়
৫. ডাঃ শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নিবেন?
ক রোগীর ওষুধ ক্রয়  এক্স-রে মেশিন ক্রয়
গ ওষুধের মূল্য নির্ধারণ ঘ হাসপাতাল ভবনের রং পরিবর্তন
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ প্রশ্নের উত্তর দাও :
সিমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পর পর ৪ বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে ৪ দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন।
৬. মিসেস বর্ণার অনুসৃত পদ্ধতি কোনটি?
 গড় মুনাফা হার খ পে-ব্যাক সময়
গ নিট বর্তমান মূল্য ঘ অভ্যন্তরীণ মুনাফার হার
৭. উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো-
র. অর্থের সময় মূল্য উপেক্ষিত
রর. সকল নগদ প্রবাহের মূল্য সমান
ররর. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৮. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপÑ [স. বো. ’১৫]
 বাট্টার হার নির্ধারণ খ মুনাফার হার নির্ধারণ
গ ঝুঁকির হার নির্ধারণ ঘ সুদের হার নির্ধারণ
৯. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি? [স. বো. ’১৫]
ক গড় মোট মুনাফাগড় বিনিয়োগ  গড় নিট মুনাফাগড় বিনিয়োগ
গ গড় মোট মুনাফামোট বিনিয়োগ ঘ গড় নিট মুনাফামোট বিনিয়োগ
১০. মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি? [স. বো. ’১৫]
ক দুইটি খ তিনটি
 চারটি ঘ পাঁচটি
১১. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় [স. বো. ’১৫]
র. নগদ প্রবাহ প্রাক্কলনের পর
রর. বাট্টা হার নির্ধারণের পর
ররর. বহিঃপ্রবাহ নির্ধারণের পর
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও :
অরিন নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন।
১২. অরিন মূলধন বাজেটিং-এ কোন সিদ্ধান্ত নেবেন? [স. বো. ’১৫]
ক ঔষধ ক্রয় খ প্যাড তৈরি
গ মূল্য নির্ধারণ  এক্সরে মেশিন ক্রয়
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
বিহঙ্গ এন্টারপ্রাইজ একটি প্রকল্পে ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করে যা থেকে আগামী ৫ বছরে নগদ প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৬৫,০০০ টাকা। পে-ব্যাক সময় পদ্ধতিতে প্রকল্পটির মূলধন বাজেটিং করা হয়। [স. বো. ’১৫]
১৩. প্রকল্পটির পে-ব্যাক সময় কত?
 ৩ বছর
খ ৩ বছর ৬ মাস
গ ৪ বছর ৬ মাস
ঘ ৫ বছর
১৪. প্রকল্পটির মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলোÑ
র. সবকটি বছরের নগদ প্রবাহ গণনা করা হয়নি
রর. বিনিয়োগকৃত টাকার সময়মূল্য বিবেচিত হয়নি
ররর. লাভের কোনো নির্দিষ্ট হার নেই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
 র, রর ও ররর

মূলধন বাজেটিং ¡ পৃষ্ঠাÑ৪৬
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫. ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য কোন ধরনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগ  দীর্ঘমেয়াদি বিনিয়োগ
গ স্বল্পমেয়াদি অর্থায়ন ঘ দীর্ঘমেয়াদি অর্থায়ন
১৬. ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কিসের ওপর? (অনুধাবন)
ক মোট মুনাফা অর্জন ক্ষমতার ওপর
 দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর
গ স্থায়ী সম্পত্তি অর্জনের ক্ষমতার ওপর
ঘ সম্পত্তি নগদায়ন ক্ষমতার ওপর
১৭. নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি? (প্রয়োগ)
ক নগদ অর্থ খ কাঁচামাল
 দালানকোঠা ঘ বিনিয়োগের সুদ
১৮. নিচের কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত? (জ্ঞান)
ক কাঁচামাল ক্রয় খ শ্রমিকের মজুরি প্রদান
 উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন ঘ ঋণের সুদ প্রদান
১৯. নিচের কোন ক্ষেত্রে একজন ব্যবসায়ী মূলধন বাজেটিংয়ের নীতিমালা অনুসরণ করবেন? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগের গুরুত্ব নির্ণয়ে
 দীর্ঘমেয়াদি বিনিয়োগের লাভজনকতা মূল্যায়নে
গ চলতি ব্যয় নির্বাহের উৎস নির্বাচনে
ঘ কর ফাঁকি দেয়ার পথ অনুসন্ধানে
২০. কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? (জ্ঞান)
 অর্থায়নের নীতিমালা খ উৎপাদন প্রক্রিয়া
গ অর্থায়নের প্রক্রিয়া ঘ অভ্যন্তরীণ মুনাফা
২১. নিচের কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নয়? (অনুধাবন)
ক মুদি দোকানের জন্য ফ্রিজ ক্রয়
খ দর্জি দোকানের জন্য সেলাই মেশিন ক্রয়
গ সেলুনের চুল কাটার মেশিন ক্রয়
 কর্মচারীদের বেতন প্রদানের সিদ্ধান্ত
২২. মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)
 মূল্যায়ন খ বিনিয়োগ
গ সিদ্ধান্ত ঘ নীতি
২৩. নিচের কোনটি অর্থায়নের মূল্যায়ন প্রক্রিয়া? (জ্ঞান)
ক অর্থায়ন সিদ্ধান্ত খ বিনিয়োগ সিদ্ধান্ত
 মূলধন বাজেটিং ঘ আদর্শ বিচ্যুতি
২৪. আয়-ব্যয় প্রাক্কলন শেষে এসব সিদ্ধান্তের কী নির্ণয় করতে হয়? (জ্ঞান)
 নিট নগদ প্রবাহ খ অবচয়
গ মূলধনী ব্যয় ঘ পরিচালন ব্যয়
২৫. নিট মুনাফা কীভাবে নির্ণয় করা হয়? (অনুধাবন)
ক বিক্রয় থেকে কর বাদ দিয়ে
খ বিক্রয় থেকে স্থায়ী খরচ বাদ দিয়ে
 বিক্রয় থেকে করসহ সব খরচ বাদ দিয়ে
ঘ বিক্রয় থেকে করসহ চলতি খরচ বাদ দিয়ে
২৬. মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? (জ্ঞান)
ক আয় খ ব্যয়
 অবচয় ঘ অগ্রিম আয়
২৭. কোনো বিনিয়োগের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে নিচের কোনটি হয়? (অনুধাবন)
 বিনিয়োগটি লাভজনক ও গ্রহণযোগ্য বিবেচিত হয়
খ বিনিয়োগটি অলাভজনক ও পরিবর্তনযোগ্য বিবেচিত হয়
গ বিনিয়োগটি লাভজনক ও পরিবর্তনযোগ্য বিবেচিত হয়
ঘ বিনিয়োগটি লাভজনক ও অগ্রহণযোগ্য বিবেচিত হয়
২৮. বিনিয়োগ সিদ্ধান্তের আয়-ব্যয় প্রাক্কলন করে কী বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)
 সম্ভাব্য লাভজনকতা খ সম্ভাব্য ঝুঁকির পরিমাণ
গ সম্ভাব্য লোকসান ঘ সম্ভাব্য সুযোগ
২৯. মূলধন বাজেটিং ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্তের সাথে জড়িত? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগ  দীর্ঘমেয়াদি বিনিয়োগ
গ স্বল্পমেয়াদি অর্থায়ন ঘ দীর্ঘমেয়াদি অর্থায়ন
৩০. আকরাম হোসেন একজন বিনিয়োগকারী তিনি বিভিন্ন প্রকল্প হতে লাভজনক প্রকল্পটি বাছাই করতে কোন প্রক্রিয়ার সাহায্য নেবেন? (প্রয়োগ)
ক আদর্শ বিচ্যুতির  মূলধন বাজেটিংয়ের
গ মুনাফা নীতির ঘ তারল্য নীতির
৩১. ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির ক্রয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি প্রয়োগ করা হয়? (জ্ঞান)
 মূলধন বাজেটিং খ অবচয় পদ্ধতি
গ নগদায়ন পদ্ধতি ঘ অর্থায়ন প্রক্রিয়া
৩২. ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য জমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করতে কোনটির প্রয়োজন? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি অর্থায়ন সিদ্ধান্ত খ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ
 দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত ঘ অর্থায়ন সিদ্ধান্ত সঠিকভাবে মূল্যায়ন
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৩. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত হলো (অনুধাবন)
র. স্থায়ী সম্পত্তি ক্রয়
রর. নতুন পণ্য বাজারে ছাড়া
ররর. কর্মচারী নিয়োগ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৪. রাসেল একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়কে স¤প্রসারণ করতে চান। এখানে রাসেলের ব্যবসায়ের স¤প্রসারণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো (প্রয়োগ)
র. নতুন মেশিন স্থাপন
রর. উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন
ররর. শেয়ার সংখ্যা বাড়ানো
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৫. মূলধন বাজেটিং প্রয়োগ করা হয় (অনুধাবন)
র. দালানকোঠা ক্রয়ে
রর. বিক্রয় বৃদ্ধিতে
ররর. উৎপাদন পদ্ধতির আধুনিকায়নে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৬. প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে বিনিয়োগ সিদ্ধান্ত (অনুধাবন)
র. লাভজনক হয় রর. আধুনিক হয়
ররর. গ্রহণযোগ্য হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আব্দুল্লাহ একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছেন। এর জন্য তাকে জমি, দালানকোঠা, কারখানা নির্মাণ, মেশিনারিজ ইত্যাদি ক্রয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার বন্ধু করিম সাহেব তাকে ক্রয় করার আগে মূলধন বাজেটিং প্রয়োগ করতে বললেন।
৩৭. জনাব আব্দুল্লাহ তার ব্যবসায়ের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করবেন? (প্রয়োগ)
ক দীর্ঘমেয়াদি অর্থায়নের
 দীর্ঘমেয়াদি বিনিয়োগের
গ ব্যবসায়ের ধরন নির্বাচনে
ঘ ব্যবসায়ের আইনি জটিলতা নিরসনে
৩৮. জনাব আব্দুল্লাহর জমি, দালানকোঠা, মেশিনারিজ ক্রয় ইত্যাদি সিদ্ধান্তে ভুল হলে (উচ্চতর দক্ষতা)
র. সংশোধনের সুযোগ সাধারণত থাকে না
রর. কারবারে বড় অংকের ক্ষতি হয়
ররর. কারবার লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শিশির একজন দর্জি দোকানদার। সে একটি মেশিন নিয়ে কাজ করে। এলাকায় চাহিদা থাকায় সে আরও দুটি নতুন মেশিন ক্রয় করে দোকান স¤প্রসারণের কথা ভাবছে।
৩৯. জনাব শিশিরের এ সিদ্ধান্তটি কোন ধরনের সিদ্ধান্ত? (প্রয়োগ)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগ  দীর্ঘমেয়াদি বিনিয়োগ
গ জাতীয় উন্নয়নমূলক ঘ স্বকর্মসংস্থানমূলক
৪০. জনাব শিশির সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে কোনটি ঘটবে? (উচ্চতর দক্ষতা)
ক বৃহৎ অংকের ক্ষতি  ব্যবসায় সাফল্য
গ প্রকল্পের ব্যর্থতা ঘ কর দায় হ্রাস
মূলধন বাজেটিং-এর গুরুত্ব  পৃষ্ঠা Ñ ৪৬
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪১. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? (জ্ঞান)
ক অর্থায়ন সিদ্ধান্ত  মূলধন বাজেটিং
গ আর্থিক পরিকল্পনা ঘ ক্রয় সিদ্ধান্ত
৪২. মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে কোনটি হয়? (অনুধাবন)
ক কারবারে স্বল্পমেয়াদি অর্থায়ন হয়  কারবারের মূল লক্ষ্য অর্জিত হয়
গ কারবারের স্থায়ী দায় বৃদ্ধি পায় ঘ কারবারের নগদায়ন সহজ হয়
৪৩. মূলধন বাজেটিং ব্যর্থ হলে তার দায়িত্ব কাকে নিতে হয়? (জ্ঞান)
ক ক্রয় ব্যবস্থাপককে খ সাধারণ ব্যবস্থাপককে
গ বিক্রয় ব্যবস্থাপককে  অর্থ ব্যবস্থাপককে
৪৪. একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
 মুনাফা অর্জন খ সেবা দান
গ পণ্য উৎপাদন ঘ বিক্রয়
৪৫. কোম্পানি নগদ প্রবাহ পাবার আশায় কী করে? (অনুধাবন)
ক ঋণ গ্রহণ করে
 উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে
গ স্থায়ী সম্পত্তি বিক্রয় করে
ঘ অধিক বিক্রয়ের ব্যবস্থা করে
৪৬. প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে কেন?
ক বাট্টা হার কমানোর জন্য
খ নিট বর্তমান মূল্য বৃদ্ধির জন্য
গ পর্যাপ্ত পরিমাণে মোট মুনাফা অর্জনের জন্য
 পর্যাপ্ত নগদ প্রবাহ আনায়নের জন্য
৪৭. মুনাফা অর্জনে কোনটি ভ‚মিকা পালন করে?
ক অর্থায়ন খ অর্থের সময়মূল্য
 মূলধন বাজেটিং ঘ ঝুঁকি নির্ণয়
৪৮. কোন সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠানের মুনাফা অনেকাংশে নির্ভর করে? (জ্ঞান)
 মূলধন বাজেটিং খ স্বল্পমেয়াদি বিনিয়োগ
গ দীর্ঘমেয়াদি বিনিয়োগ ঘ চলতি মূলধন
৪৯. ত্রæটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের কারণে কোনটি হয়? (অনুধাবন)
ক কারবারের মুনাফা বৃদ্ধি পায়
 কারবার লোকসানের সম্মুখীন হয়
গ কারবার দেউলিয়া হয়ে যায়
ঘ কারবার ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হয়
৫০. মূলধন বাজেটিং পদ্ধতি কোনটিতে বিশেষ ভ‚মিকা পালন করেÑ (জ্ঞান)
ক ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি খ নিট মুনাফা বৃদ্ধি
 ব্যবসায়ের উত্তরোত্তর সমৃদ্ধি ঘ ব্যবসায়ের লক্ষ্য অর্জন
৫১. স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন এবং প্রতিস্থাপনের জন্য কিসের প্রয়োজন হয়? (অনুধাবন)
 বড় অংকের তহবিল খ স্বল্পমেয়াদি অর্থায়ন
গ বড় অংকের মাশুল ঘ বড় আকারের ঋণ
৫২. স্থায়ী সম্পত্তি সম্পর্কিত সকল মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য কোনটি প্রয়োজন হয়? (অনুধাবন)
 বড় অংকের তহবিল খ কম বাট্টা হার
গ প্রকৃত সুদের হার ঘ অধিক নগদ প্রবাহ
৫৩. মূলধন বাজেটিং সিদ্ধান্তে ভুল হলে তা প্রতিষ্ঠানে কিরূপ প্রভাব ফেলে? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়
খ প্রতিষ্ঠানের আয়-ব্যয় সমান হয়
গ প্রতিষ্ঠানের বড় অংকের মুনাফা লাভ করে
 প্রতিষ্ঠান বড় অংকের ক্ষতির সম্মুখীন হয়
৫৪. নিচের কোন সিদ্ধান্তটি গ্রহণের ক্ষেত্রে সাদেক সাহেব অধিক সতর্কতা অবলম্বন করতে হয়? (প্রয়োগ)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে  দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে
গ মূলধন জাতীয় আয় সিদ্ধান্তে ঘ মুনাফাসংক্রান্ত সিদ্ধান্তে
৫৫. মূলধন বাজেটিংয়ের সাথে জড়িত অনুমানগুলো কিসের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
ক বর্তমান খ অতীত
 ভবিষ্যৎ ঘ ঘটনা
৫৬. মূলধন বাজেটিং কী ধরনের সিদ্ধান্ত? (জ্ঞান)
ক ঝুঁকিবিহীন খ ঝুঁক্তিমুক্ত
 ঝুঁকিযুক্ত ঘ ক্ষেত্রবিশেষে ঝুঁকিমুক্ত
৫৭. আশিক চন্দ্র ব্যাংক ঋণ নিয়ে একটি কারখানা স্থাপনের পর জানতে পারেন উক্ত এলাকায় সরকার নতুন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদান বন্ধ রেখেছে। ফলে তার প্রকল্পটি অলাভজনক প্রতীয়মান হয়। আশিক চন্দ্র ক্ষতির সম্মুখীন হয়েছেন কেন? (প্রয়োগ)
ক সৃষ্ট অনিশ্চয়তার কারণে
খ অর্থের সময়মূল্যের কারণে
গ মুনাফা সংক্রান্ত জটিলতার কারণে
 মূলধন বাজেটিং সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৮. একজন উদ্যোক্তা হিসেবে জনাব বিকাশ যে সিদ্ধান্তগুলো ব্যবসায় পরিচালনার বিভিন্ন সময় গ্রহণ করে থাকেন সেগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
র. নতুন পণ্য বাজারে ছাড়া
রর. স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন
ররর. উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৫৯. মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ  (অনুধাবন)
র. বিনিয়োগের পর্যাপ্ত আয় নিশ্চিতকরণে
রর. বড় অংকের বিনিয়োগের কারণে
ররর. ঝুঁকি নিরূপণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৬০. ব্যবসায়ের উদ্দেশ্য সফল হয় (অনুধাবন)
র. মূলধন বাজেটিং কৌশল বাস্তবসম্মত হলে
রর. মূলধন বাজেটিং কৌশল প্রয়োগ না করলে
ররর. মূলধন বাজেটিং কৌশল সঠিকভাবে গৃহীত হলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬১. মূলধন বাজেটিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগের (অনুধাবন)
র. মুনাফা বিশ্লেষণ করা হয়
রর. ঝুঁকি নিরূপণ করা হয়
ররর. গ্রহণযোগ্যতা যাচাই করা হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
৬২. মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য বড় অঙ্কের তহবিল প্রয়োজন (উচ্চতর দক্ষতা)
র. দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে
রর. স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে
ররর. শ্রমিকদের বৃহৎ বেতন প্রদানের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
জাকির হোসেনের একটি ছাতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করে তিনি প্রচুর পরিমাণ ছাতা প্রস্তুত করে রাখলেন। কিন্তু বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়ায় তাকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হলো।
৬৩. জাকির হোসেন কীভাবে ঝুঁকি প্রতিরোধ করতে পারেন? (প্রয়োগ)
ক মূলধন খরচ নির্ণয় করে
খ প্রতিষ্ঠানের মূলধন কাঠামো পরিবর্তন করে
গ প্রতিষ্ঠানের লভ্যাংশ নীতি পরিবর্তন করে
 মূলধন বাজেটিংয়ের মাধ্যমে ঝুঁকি নিরূপণ করে
৬৪. জাকির হোসেনের ব্যবসায়ের উদ্দেশ্য সফল হবে (উচ্চতর দক্ষতা)
র. মূলধন বাজেটিং -এর মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিলে
রর. মূলধন বাজেটিং কৌশল বাস্তবসম্মত হলে
ররর. মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগ না করলে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
মূলধন বাজেটিং-এর প্রয়োগ  পৃষ্ঠা Ñ ৪৭
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৫. দীর্ঘমেয়াদি বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়? (জ্ঞান)
ক অর্থায়নের উৎস মূল্যায়ন খ লভ্যাংশ নীতি
 মূলধন বাজেটিং ঘ মূলধন ব্যয় নির্ণয়
৬৬. নিচের কোনটি মূলধন বাজেটিংয়ের প্রয়োগ ক্ষেত্র নয়? (অনুধাবন)
ক স্থায়ী সম্পত্তির ক্রয় খ পণ্য বৈচিত্র্যায়ণ
গ প্রতিস্থাপন ও আধুনিকায়ন  কাঁচামাল ক্রয়
৬৭. কোনো কোম্পানি নতুন ব্যবসায় শুরু করতে গেলে সর্বপ্রথম কোনটির প্রয়োজন হয়? (জ্ঞান)
ক চলতি সম্পত্তি খ কাঁচামাল
 স্থায়ী সম্পত্তি ঘ মজুদ পণ্য
৬৮. নতুন ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়? (অনুধাবন)
ক ব্যবসায়ের ধরন নির্বাচনে খ ব্যবসায়ের স্থান নির্বাচনে
 ব্যবসায়ের স্থায়ী সম্পত্তি ক্রয়ে ঘ ব্যবসায়ের স্বল্পমেয়াদি অর্থায়নে
৬৯. রাফি একটি রেস্টুরেন্টের মালিক। তিনি ব্যবসায় শুরুর সময় চেয়ার-টেবিল, রান্নার অন্যান্য সরঞ্জাম ইত্যাদি ক্রয় করেন। রেস্টুরেন্টের জন্য রাফির ক্রয়কৃত সরঞ্জামাদিকে কী বলা হয়? (প্রয়োগ)
ক মূলধন ব্যয় খ চলতি খরচ
গ মুনাফা জাতীয় ব্যয়  স্থায়ী সম্পত্তি
৭০. সবুজ সাহেব কয়েকজন বন্ধুর সাথে মিলে একটি সার কারখানা প্রতিষ্ঠা করেছেন। উৎপাদন কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা নতুন একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য সবুজ সাহেবের কোন মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহার করা উচিত? (প্রয়োগ)
 মূলধন বাজেটিং খ মূলধন ব্যয়
গ অনিশ্চয়তা ঘ লভ্যাংশ নীতি
৭১. চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় শুরুর পর কিসের প্রয়োজন হয়? (জ্ঞান)
ক নতুন বিনিয়োগ করা খ স্থায়ী সম্পত্তি ক্রয় করা
 উৎপাদন ক্ষমতা বাড়ানোর ঘ দক্ষ শ্রমিক নির্বাচন করা
৭২. কোনটি নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত? (জ্ঞান)
ক বিমা খরচ খ কাঁচামাল ক্রয়
 ব্যবসায় স¤প্রসারণ ঘ কর্মচারীদের বেতন
৭৩. নিচের কোনটি ব্যবসায় স¤প্রসারণমূলক কাজ? (অনুধাবন)
ক উৎপাদন ইউনিটের জন্য কাঁচামাল ক্রয়
 উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের পরিকল্পনা প্রণয়ন
গ উৎপাদন পদ্ধতি পরিবর্তন ও আধুনিকায়ন
ঘ উৎপাদন ইউনিটের শ্রমিকদের বেতন প্রদান
৭৪. মিনা জুস কোম্পানি তার আমের জুসের পাশাপাশি আঙ্গুরের জুস বাজারজাত করলে তা লাভজনক হবে কিনা তা মূল্যায়নে কোন পদ্ধতি ব্যবহার করবে? (প্রয়োগ)
ক মুনাফা বাজেটিং  মূলধন বাজেটিং
গ ঝুঁকি মূল্যায়ন ঘ সম্ভাব্য আয় নির্ধারণ পদ্ধতি
৭৫. চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য কেন বাজারে ছাড়া হয়? (অনুধাবন)
ক ব্যবসায় আধুনিকায়নের জন্য
 ব্যবসায় স¤প্রসারণের জন্য
গ ব্যবসায়ের ধরন পরিবর্তনের জন্য
ঘ ব্যবসায়ের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণের জন্য
৭৬. সেলুন ব্যবসায়ী তার দোকানের পুরাতন সাজসজ্জা পরিবর্তন করে এসি সেলুন প্রতিস্থাপনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতির সাহায্য নিবেন? (প্রয়োগ)
ক আদর্শ বিচ্যুতি খ মুনাফা বাজেটিং
 মূলধন বাজেটিং ঘ আধুনিকায়ন পদ্ধতি
৭৭. স্থায়ী সম্পত্তি অকেজো বা নষ্ট হয়ে গেলে তা প্রতিস্থাপনের জন্য কীভাবে লাভজনকতা নির্ণয় করা হয়? (উচ্চতর দক্ষতা)
ক মুনাফা বাজেটিং প্রয়োগ করে খ উন্নয়ন বাজেট প্রয়োগ করে
 মূলধন বাজেটিং প্রয়োগ করে ঘ অনুন্নয়ন বাজেট প্রস্তুত করে
৭৮. মূলধন বাজেটিং প্রয়োগ করে পুরাতন উৎপাদন পদ্ধতির সাথে নতুন পদ্ধতির তুলনা করে লাভজনকতা নির্ণয় করা হয় কখন? (উচ্চতর দক্ষতা)
ক পণ্যের বৈচিত্র্য আনয়নে  ব্যবসায় প্রতিস্থাপন ও আধুনিকায়নে
গ নতুন ব্যবসায় স্থাপন ঘ ব্যবসায় স¤প্রসারণে
৭৯. মি. খোরশেদ একটি গার্মেন্টস ফ্যাক্টরির কর্ণধার। তার ফ্যাক্টরিতে দুইটি মেশিন অকেজো হয়ে পড়েছে। মি. খোরশেদ অকেজো মেশিন প্রতিস্থাপন অথবা নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেয়ার জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করবেন? (প্রয়োগ)
ক ব্যবসায় অর্থায়নের নীতি খ অর্থের সময়মূল্যের ধারণা
 মূলধন বাজেটিং ঘ বহিস্থ উৎস অনুসন্ধান
৮০. ব্যবসায় প্রতিষ্ঠানে উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নের কারণ কোনটি? (অনুধাবন)
ক স্থায়ী খরচ কমানো এবং আয় বৃদ্ধি
খ প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ নির্দিষ্ট করা
গ প্রতিষ্ঠানের চলতি ও স্থায়ী খরচ হ্রাস করা
 উৎপাদন খরচ কমানো এবং মুনাফা বৃদ্ধি
৮১. আকরাম হোসেন একটি কারখানার মালিক। তিনি নিচের কোন কাজটি সম্পাদনের ক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করবেন না? (প্রয়োগ)
 কারখানার কাঁচামাল ক্রয়ে খ ব্যবসায় স¤প্রসারণে
গ নতুন পণ্য বাজারে ছাড়তে ঘ কারখানা প্রতিস্থাপনে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮২. মূলধন বাজেটিংয়ের আওতাধীন (অনুধাবন)
র. স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন
রর. পণ্যের বৈচিত্র্যায়ণ
ররর. ব্যবসায় আধুনিকায়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৮৩. হুমায়ুন সাহেব তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পে ব্যবসায় স¤প্রসারণ করতে চান। ব্যবসায় স¤প্রসারণ কাজে অন্তর্ভুক্ত হবে- (প্রয়োগ)
র. নতুন মেশিন স্থাপন
রর. উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন
ররর. প্রতিষ্ঠানের শেয়ার সংখ্যা বাড়ানো
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও :
মানিক সাহেবের গাজীপুরে একটি জুস ফ্যাক্টরি আছে। যেখানে কমলার জুস প্রস্তুত করা হয়। তিনি সিদ্ধান্ত নিলেন কমলার জুসের পাশাপাশি সেখানে নতুন করে চকলেট ও আঙুরের জুস প্রস্তুত করে বাজারে আনবেন।
৮৪. মানিক সাহেব তার গৃহীত সিদ্ধান্তটির লাভজনকতা কীভাবে নির্ণয় করবেন? (প্রয়োগ)
ক মুনাফা বাজেটিং পদ্ধতির মাধ্যমে
 মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে
গ ঝুঁকি মূল্যায়ন করে
ঘ ব্যাপক প্রচারণার মাধ্যমে
৮৫. মানিক সাহেবকে নতুন পণ্য বাজারে প্রচলনের ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত নিতে হবে, তা হলো (উচ্চতর দক্ষতা)
র. সম্ভাব্য নগদ প্রবাহ
রর. পণ্যের উৎপাদন খরচ
ররর. পণ্যের বাজার চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
মূলধন বাজেটিং-এর প্রক্রিয়া  পৃষ্ঠাÑ৪৮
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৬. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টি? (জ্ঞান)
ক ২  ৩
গ ৪ ঘ ৫
৮৭. মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপে কী করা হয়? (অনুধাবন)
ক নগদ প্রবাহকে নগদ মূল্যে রূপান্তর
খ মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন
 বিক্রয় ও চলতি খরচ পূর্বানুমান
ঘ বিনিয়োগ প্রকল্পের ধরন ও ঝুঁকি বিবেচনা
৮৮. নিচের কোনটির কারণে প্রতিষ্ঠানে নগদ বহিঃপ্রবাহ ঘটে? (জ্ঞান)
ক বিক্রয়  মূলধনী ব্যয়
গ বিনিয়োগের সুদ ঘ উপভাড়া
৮৯. নগদ প্রবাহ প্রাক্কলনে চলতি খরচ, মূলধনী ব্যয় ও অন্যান্য খরচ পূর্বানুমান থেকে কী ঘটে? (জ্ঞান)
ক ক্ষতি খ নগদ আন্তঃপ্রবাহ
 নগদ বহিঃপ্রবাহ ঘ মূলধনী ব্যয়
৯০. প্রতিষ্ঠানের মোট ব্যয়ের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয়? (জ্ঞান)
ক নগদ প্রবাহ  নগদ বহিঃপ্রবাহ
গ নগদ আন্তঃপ্রবাহ ঘ ক্রমযোজিত নগদ প্রবাহ
৯১. প্রতি বছর মোট অর্জিত আয় থেকে কোনটি পাওয়া যায়? (জ্ঞান)
ক ক্রমযোজিত নগদ প্রবাহ খ বহিঃনগদ প্রবাহ
 আন্তঃনগদ প্রবাহ ঘ নগদ প্রবাহ
৯২. পণ্যের সফল ভবিষ্যৎ বিক্রয়মূল্য ও বিক্রয় হারের অনুমানের ভিত্তিতে কোনটি প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক ক্রয় বাজেট খ স্থায়ী খরচের তালিকা
গ সঠিক মূলধনী বাজেট  সঠিক নগদ প্রবাহ প্রাক্কলন
৯৩. নিচের কোনটি চলতি খরচ? (জ্ঞান)
ক অফিস ভাড়া খ বিমা খরচ
গ অবচয়  কর্মচারীদের বেতন
৯৪. আনোয়ার সাহেব একটি মেশিন ক্রয় করেছিল ২ বছর আগে। এ বছর তার মেশিন মেরামত ব্যয় ১০,০০০ টাকা, মেশিন ক্রয় ১,০০,০০০ টাকা এবং অবচয় বাবদ ৩০,০০০ টাকা ব্যয় হলো। এ বছর কোম্পানিটির মেশিন বাবদ চলতি খরচ কত? (প্রয়োগ)
ক ১,০০,০০০ টাকা খ ৩০,০০০ টাকা
 ১০,০০০ টাকা ঘ ৪০,০০০ টাকা
৯৫. নিচের কোনটি স্থায়ী খরচ? (জ্ঞান)
ক কাঁচামাল ক্রয় খ কর্মচারীদের বেতন
 অফিস ভাড়া ঘ আন্তঃপরিবহন খরচ
৯৬. রয়েল বাংলা লি. ২০১৫ সালে তাদের অফিস ভাড়া বাবদ ৪০,০০০ টাকা, কর্মচারী বেতন ৩০,০০০ টাকা এবং কাঁচামাল ক্রয় বাবদ ১০,০০০ টাকা ব্যয় করল। তাদের স্থায়ী খরচ কত? (প্রয়োগ)
ক ১,৪০,০০০ টাকা  ৪০,০০০ টাকা
গ ৮০,০০০ টাকা ঘ ৫০,০০০ টাকা
৯৭. প্রতিষ্ঠানের স্থায়ী খরচ ও চলতি খরচ অনুমানে ভুল হলে কোনটি হয়? (অনুধাবন)
 মূলধন বাজেটিং সিদ্ধান্তে ভুল হয় খ মূলধন বাজেটিংয়ে প্রভাব পড়ে না
গ আদর্শ বিচ্যুতি ভুল ফল ঘ ব্যবসায় স¤প্রসারণে বিলম্ব
৯৮. ভবিষ্যতে আগত নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হয় কীভাবে? (অনুধাবন)
ক মূলধন ব্যয় নির্ণয়ের মাধ্যমে খ শেয়ারে বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে
 মূলধন বাজেটিংয়ের মাধ্যমে ঘ ভোক্তা ঋণের মাধ্যমে
৯৯. ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও বর্তমান মূল্য সমান না হওয়ার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক নগদ প্রবাহ প্রাক্কলন খ গড় মুনাফার হার
গ অভ্যন্তরীণ মুনাফার হার  অর্থের সময়মূল্য
১০০. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় সেটির বর্তমান মূল্য তত কম। এর যুক্তিযুক্ত কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক মূলধন বাজেটিং সমস্যা  অর্থের সময়মূল্যের ভিন্নতা
গ গড় মুনাফার ভিন্নতা ঘ অভ্যন্তরীণ মুনাফার হারের ভিন্নতা
১০১. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টা হার প্রয়োজন হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক নগদ প্রবাহকে প্রাক্কলন করতে
খ নির্বাচিত প্রকল্পের বাজেট প্রস্তুত করতে
 ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে
ঘ নগদ প্রবাহের ভিত্তিতে প্রকল্পের আয়-ব্যয় নির্ধারণ করতে
১০২. কোন প্রক্রিয়ায় ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়? (জ্ঞান)
ক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায়  বাট্টাকরণ প্রক্রিয়ায়
গ অর্থায়ন প্রক্রিয়ায় ঘ বিনিয়োগ প্রক্রিয়ায়
১০৩. ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক নিট মুনাফা  বাট্টা হার
গ নিট বর্তমান মূল্য ঘ মূলধন ব্যয়
১০৪. প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কী হিসেবে ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক চক্রবৃদ্ধি হার  বাট্টা হার
গ মোট খরচ ঘ চলতি খরচ
১০৫. কখন বাট্টা হার নির্ধারণ করতে হয়? (জ্ঞান)
ক কর প্রদানের সময় খ মুনাফা নির্ণয়ের পূর্বে
 আয়-ব্যয় প্রাক্কলনের পূর্বে ঘ আয়-ব্যয় প্রাক্কলনের পরে
১০৬. মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের শেষ ধাপ কোনটি? (জ্ঞান)
ক প্রকল্প বাস্তবায়ন
খ বাট্টা হার নির্ণয়
গ নগদ প্রবাহ প্রাক্কলন
 মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ
১০৭. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় কখন? (অনুধাবন)
ক নগদ প্রবাহ প্রাক্কলন ও বাট্টা হার নির্ধারণের পূর্বে
খ নগদ প্রবাহ প্রাক্কলনের পূর্বে কিন্তু বাট্টা হার নির্ধারণের পরে
গ নগদ প্রবাহ প্রাক্কলনের পরে কিন্তু বাট্টা হার নির্ধারণের পূর্বে
 নগদ প্রবাহ প্রাক্কলন ও বাট্টা হার নির্ধারণের পরে
১০৮. অনিবমা চন্দ্র আর্থিক ব্যবস্থাপক হিসেবে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় নগদ প্রবাহ প্রাক্কলন এবং বাট্টা হার নির্ধারণের কাজ সম্পন্ন করেছেন। এখন তিনি কী করবেন? (প্রয়োগ)
ক নিট পরিচালন আয় নির্ণয় খ নিট প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়
 মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ঘ মুনাফা বাজেটিং পদ্ধতি বাস্তবায়ন
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৯. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের ধাপ হলো (অনুধাবন)
র. নগদ প্রবাহ প্রাক্কলন
রর. বাট্টা হার নির্ধারণ
ররর. মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১১০. কোনো ব্যবসায়ের সঠিক নগদ প্রবাহ প্রাক্কলন নির্ভর করে (অনুধাবন)
র. বিক্রয় অনুমানের ওপর
রর. চলতি খরচ অনুমানের ওপর
ররর. স্থায়ী খরচ অনুমানের ওপর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১১১. প্রতিষ্ঠানের মোট বিক্রয় নির্ণয় করতে হলে পূর্বানুমান করতে হয় (অনুধাবন)
র. প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয়মূল্য
রর. প্রতি বছর পণ্য বিক্রয়ের পরিমাণ
ররর. প্রতিটি পণ্যের উৎপাদন খরচ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১২. প্রতিষ্ঠানের স্থায়ী ও চলতি খরচ প্রাক্কলনে ভুল হলে (অনুধাবন)
র. মূলধন বাজেটিং ভুল সিদ্ধান্ত দিতে পারে
রর. প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে
ররর. ব্যবসায়ের প্রচার বিলম্বিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৩. মি. রাশেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপক হিসেবে নিয়োজিত আছেন। তিনি এ বছরের জন্য প্রতিষ্ঠানের নগদ প্রবাহ প্রাক্কলন করবেন। এমতাবস্থায় তাকে নির্ধারণ করতে হবে (প্রয়োগ)
র. মূলধন ব্যয়
রর. চলতি খরচ
ররর. অনিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৪. নগদ প্রবাহ প্রাক্কলন করার সময় অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয় (অনুধাবন)
র. চলতি খরচ
রর. ক্রয় অনুমান
ররর. স্থায়ী খরচ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৫. জনাব মোহন তার ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ প্রবাহ প্রাক্কলন করতে চান। এজন্য তাকে নির্ধারণ করতে হবে (প্রয়োগ)
র. মূলধন ব্যয়
রর. চলতি খরচ
ররর. অন্যান্য ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১১৬. মূলধন বাজেটিংয়ের সঠিক পদ্ধতি নির্বাচন করতে হয় (অনুধাবন)
র. প্রকল্পের ধরন অনুসারে
রর. প্রকল্পের ঝুঁকি বিবেচনা করে
ররর. প্রকল্পের গড় নিট মুনাফা অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহ  পৃষ্ঠাÑ৪৯
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৭. নিচের কোনটি প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্তে সঠিক দিক নির্দেশনা দেয়? (জ্ঞান)
 মূলধন বাজেটিং পদ্ধতি খ শেয়ারে বিনিয়োগ পদ্ধতি
গ মূলধন ব্যয় নির্ণয় পদ্ধতি ঘ কারবারি অর্থায়ন পদ্ধতি
১১৮. মূলধন বাজেটিং পদ্ধতিসমূহের কাজ কী? (জ্ঞান)
 লাভজনক প্রকল্প নির্বাচন খ সম্ভাব্য প্রকল্প নির্ণয়
গ বাট্টা হার নির্ণয় ঘ মুনাফা হার নির্ণয়
১১৯. মূলধন বাজেটিং পদ্ধতির ব্যবহার কোথায় লক্ষ করা যায়? (অনুধাবন)
ক আর্থিক ফলাফল বিশ্লেষণে  বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
গ নগদ লভ্যাংশ মূল্যায়নে ঘ মুনাফার পর্যাপ্ততা নির্ণয়ে
১২০. মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি? (জ্ঞান)
 গড় মুনাফার হার খ পে-ব্যাক সময়
গ নিট বর্তমান মূল্য ঘ অভ্যন্তরীণ মুনাফা হার
১২১. কী হতে প্রাপ্ত তথ্যাদি গড় মুনাফা নির্ধারণে ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক উৎপাদন বিবরণী খ অনুপাত বিশ্লেষণ
 আর্থিক প্রতিবেদন ঘ গড় মূলধনী ব্যয়
১২২. গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে কোনটি বিবেচনা করা হয়? (জ্ঞান)
ক প্রকৃত সুদের হার খ বাট্টা হার
 নিট মুনাফা ঘ গড় মূলধন ব্যয়
১২৩. মূলধন বাজেটিংয়ের কোন পদ্ধতিতে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়? (জ্ঞান)
ক পে-ব্যাক সময়  গড় মুনাফার হার
গ নিট বর্তমান মূল্য ঘ অভ্যন্তরীণ মুনাফা হার
১২৪. বিক্রয় থেকে করসহ সব খরচ বাদ দিলে কী পাওয়া যাবে? (জ্ঞান)
ক গড় বিনিয়োগ  নিট মুনাফা
গ নিট গড় মুনাফা ঘ আন্তঃনগদ প্রবাহ
১২৫. প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
ক আদর্শ বিচ্যুতি খ নিট মুনাফা
 গড় মুনাফা ঘ গড় বিনিয়োগ
১২৬. গড় মুনাফার হার কীভাবে নির্ণয় করা যায়? (অনুধাবন)
ক নিট মুনাফাকে মোট বিনিয়োগ দ্বারা ভাগ করে
খ মোট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে
গ গড় বিনিয়োগকে গড় নিট মুনাফা দ্বারা ভাগ করে
 গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে
১২৭. প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
ক মোট বিনিয়োগ  গড় মুনাফা
গ নিট মুনাফা ঘ মোট মুনাফা
১২৮. ব্যাংক হতে ঋণ নিয়ে প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত নিলে অবশ্যই গড় মুনাফার হার কত হতে হবে? (প্রয়োগ)
 ব্যাংকের কাক্সিক্ষত হারের বেশি খ গ্রহীতার কাক্সিক্ষত হারের বেশি
গ গ্রহীতার কাক্সিক্ষত হারের কম ঘ ব্যাংকের কাক্সিক্ষত হারের কম
১২৯. প্রতিষ্ঠানের কোনটি কম হলে ঋণ পাওয়া যায় না? (জ্ঞান)
ক নিট মুনাফার হার  গড় মুনাফার হার
গ বিনিয়োগ হার ঘ অবচয় হার
১৩০. কামরুল সাহেব তার ‘ক’ প্রকল্পের অর্থায়নের জন্য ব্যাংক ঋণ গ্রহণের চেষ্টা করে ব্যর্থ হলেন কেন? (প্রয়োগ)
ক গড় মুনাফার হার বাট্টা হার অপেক্ষা কম
 গড় মুনাফার হার প্রত্যাশিত হার অপেক্ষা কম
গ গড় মুনাফার হার প্রত্যাশিত হার অপেক্ষা বেশি
ঘ গড় মুনাফার হার প্রত্যাশিত হারের সমান
১৩১. গড় মুনাফার হার পদ্ধতিতে বিনিয়োগ প্রকল্প বাতিল করা হয় কেন? (অনুধাবন)
ক গড় মুনাফার হার প্রত্যাশিত হার থেকে বেশি হলে
 গড় মুনাফার হার প্রত্যাশিত হার থেকে কম হলে
গ নগদ বহিঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ থেকে বেশি হলে
ঘ নগদ আন্তঃপ্রবাহ নগদ বহিঃপ্রবাহ থেকে কম হলে
১৩২. কোনো বিনিয়োগ প্রকল্পের গড় মুনাফার হার প্রত্যাশিত হার অপেক্ষা বেশি হলে প্রকল্পটি কী ধরনের হবে? (অনুধাবন)
ক স¤প্রসারণযোগ্য খ বাতিলযোগ্য
 গ্রহণযোগ্য ঘ আধুনিকায়নযোগ্য
১৩৩. কোনো একটি বিনিয়োগ প্রকল্পের গড় মুনাফার হার কাক্সিক্ষত হারের সমান হলে কী হবে? (অনুধাবন)
ক প্রকল্পটি স¤প্রসারণ হবে  প্রকল্পটি গ্রহণযোগ্য হবে
গ প্রকল্পটি বাতিল করা হবে ঘ প্রকল্পটি আধুনিকায়ন করা হবে
১৩৪. গড় মুনাফার হার পদ্ধতি সহজ হওয়া সত্তে¡ও সকলের নিকট নির্ভরযোগ্য নয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক নিট মুনাফার পরিবর্তে নগদ প্রবাহ ব্যবহার করে
 নিট মুনাফা ব্যবহার করে, যার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে
গ ভবিষ্যতের নগদ প্রবাহকে সমমূল্যে বিবেচনা করে
ঘ মুনাফা ও বিনিয়োগকে আলাদা সংখ্যা দ্বারা ভাগ করে
১৩৫. গড় মুনাফার হার পদ্ধতি ব্যবহারের অসুবিধা কোনটি? (অনুধাবন)
ক বিনিয়োগ প্রকল্পের ঝুঁকি বিবেচনা করা
খ অর্থের সময়মূল্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া
গ প্রকল্পের নগদ প্রবাহ ভবিষ্যতের বছরগুলো থেকে আসে
 নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা
১৩৬. গড় মুনাফা পদ্ধতির সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোনটি? (অনুধাবন)
ক প্রকল্পের মুনাফা পরিমাণ বিবেচনা না করা
খ অর্থের সময়গত মূল্যকে বিবেচনা করা
 সব নগদ প্রবাহকে সমমূল্যের বিবেচনা করা
ঘ নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা
১৩৭. গেøারি সুজ লিমিটেডের প্রকল্প অ-এর ২০১৫ সালের বার্ষিক গড় নিট মুনাফা ৫০,০০০ টাকা, মোট মুনাফা, ১,১০,০০০ টাকা এবং গড় বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হলে, উক্ত প্রকল্পের গড় মুনাফার হার কত? (প্রয়োগ)
 ১০% খ ৩২%
গ ২২% ঘ ৫%
১৩৮. রাহাত ট্রেডার্সের ২০১৫ সালের গড় নিট মুনাফা ৯০,০০০ টাকা এবং গড় মুনাফার হার ২০% হলে, উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত ছিল? (প্রয়োগ)
ক ৫,০০,০০০ টাকা খ ৯,০০,০০০ টাকা
 ৪,৫০,০০০ টাকা ঘ ১০,০০,০০০ টাকা
১৩৯. বিমল ঘোষ তার প্রতিষ্ঠানের জন্য জাপান থেকে একটি মেশিন আমদানি করেছেন যা থেকে আগামী পাঁচ বছর যথাক্রমে ২৫,০০০ টাকা, ৩৭,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৪৩,০০০ টাকা এবং ২৯,০০০ টাকার মুনাফা পাওয়া যাবে। এর গড় মুনাফা কোনটি? (প্রয়োগ)
ক ৩১,০০০ টাকা খ ৩২,৭৫০ টাকা
 ৩৪,৮০০ টাকা ঘ ৪৯,৬৫০ টাকা
১৪০. রাণী এন্টারপ্রাইজের ‘রাণী হলুদ গুঁড়া’ প্রকল্পের আয়ুষ্কাল ৩ বছর এবং প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা ও সমাপনী বিনিয়োগ ৯০,০০০ টাকা হলে প্রকল্পটির গড় বিনিয়োগ কত? (প্রয়োগ)
ক ১,০০,০০০ টাকা খ ৯০,০০০ টাকা
 ৯৫,০০০ টাকা ঘ ৬৩,০০০ টাকা
১৪১. রাণী ট্রেডার্সের গড় মুনাফা ২৩,০০০ টাকা এবং প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা হলে, গড় বিনিয়োগ কত? (প্রয়োগ)
ক ২৩,০০০ টাকা খ ৩৬,৫০০ টাকা
গ ৫০,০০০ টাকা  ২৫,০০০ টাকা
১৪২. ৪ বছর মেয়াদি কোনো প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৭৫ লাখ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত হবে? (প্রয়োগ)
ক ৭৫ লাখ টাকা খ ৫০ লাখ টাকা
 ৩৭.৫ লাখ টাকা ঘ ৩৭.২৫ লাখ টাকা
১৪৩. প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে তা কোন পদ্ধতি নির্দেশ করে? (জ্ঞান)
ক গড় মুনাফার হার পদ্ধতি  পে-ব্যাক সময় পদ্ধতি
গ নিট বর্তমান মূল্য পদ্ধতি ঘ অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি
১৪৪. মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি কোনটি? (জ্ঞান)
ক অভ্যন্তরীণ মুনাফা হার খ গড় মুনাফার হার
গ নিট বর্তমান মূল্য  পে-ব্যাক সময়
১৪৫. প্রকল্পের আন্তঃপ্রবাহ সমান হলে পে-ব্যাক সময় নির্ণয়ে কোন সূত্র ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক বিনিয়োগগড় নিট মুনাফা খ গড় নিট মুনাফাগড় বিনিয়োগ
গ বার্ষিক নগদ প্রবাহবিনিয়োগ  বিনিয়োগবার্ষিক নগদ প্রবাহ
১৪৬. আবুল তার সেলুনের জন্য ২০,০০০ টাকার হুইল চেয়ার কিনেছে। ক্রয়কৃত হুইল চেয়ার ব্যবহার করে সে ব্যবসায় হতে আগামী ৬ বছর ৪,০০০ টাকা করে আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। এক্ষেত্রে পে-ব্যাক সময় কত হবে? (প্রয়োগ)
ক ২ বছর খ ৪ বছর
 ৫ বছর ঘ ৬ বছর
১৪৭. একটি মেশিন ক্রয়ের যদি বার্ষিক ১৫,০০০ টাকা হারে ৪ বছর নগদ আন্তঃপ্রবাহ ঘটে এবং পে-ব্যাক সময় যদি ৩ বছর হয় তবে মেশিনে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? (উচ্চতর দক্ষতা)
ক ৬০,০০০ টাকা  ৪৫,০০০ টাকা
গ ৩০,০০০ টাকা ঘ ৯০,০০০ টাকা
১৪৮. প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহ সমান না হলে পে-ব্যাক সময় নির্ণয় করার জন্য নিচের কোনটি ব্যবহার করতে হয়? (অনুধাবন)
ক নিট বর্তমান মূল্য খ নগদ আন্তঃপ্রবাহ
গ নগদ বহিঃপ্রবাহ  ক্রমযোজিত নগদ প্রবাহ
১৪৯. ক্রমযোজিত নগদ প্রবাহ বিনিয়োগকৃত মূলধনের সমান না হওয়া পর্যন্ত নগদ আন্তঃপ্রবাহগুলোকে কী করা হয়? (অনুধাবন)
ক ক্রমান্বয়ে বিয়োগ খ ক্রমান্বয়ে ভাগ
গ ক্রমান্বয়ে গুণ  ক্রমান্বয়ে যোগ
১৫০. শাহীনুর প্লাস্টিক কোম্পানির ২০১৫ সালের কর ৫,০০,০০০ টাকা, নিট মুনাফা ৪৫,০০,০০০ টাকা, অবচয় ২০,০০,০০০ টাকা এবং মোট মুনাফা ৫০,০০,০০০ টাকা হলে, উক্ত বছরে কোম্পানির নগদ আন্তঃপ্রবাহ কত? (প্রয়োগ)
ক ৫০,০০,০০০ টাকা  ৬৫,০০,০০০ টাকা
গ ১,১৫,০০,০০০ টাকা ঘ ৯৫,০০,০০০ টাকা
১৫১. মীম এন্টারপ্রাইজের নিট মুনাফা ২৫,০০০ টাকা এবং অবচয় ৫,০০০ টাকা হলে, নগদ আন্তঃপ্রবাহ কত? (প্রয়োগ)
ক ১৫,০০০ টাকা খ ২০,০০০ টাকা
গ ১০,০০০ টাকা  ৩০,০০০ টাকা
১৫২. প্রারম্ভিক বিনিয়োগ ৫০০ লাখ টাকা হলে এবং নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছর ১০০ লাখ টাকা, ২য় বছর ৩০০ লাখ টাকা এবং তৃতীয় বছর ৪০০ লাখ টাকা হলে উক্ত প্রকল্পের পে-ব্যাক সময় কত? (উচ্চতর দক্ষতা)
ক ২ বছর খ ২ বছর ৬ মাস
 ২ বছর ৩ মাস ঘ ৩ বছর
১৫৩. প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা মাপকাঠি হিসেবে কোনটি ব্যবহার করেন? (অনুধাবন)
ক বাট্টা হার খ নিট মুনাফা
গ নগদ আন্তঃপ্রবাহ  পে-ব্যাক সময়
১৫৪. পে-ব্যাক কাল অতিবাহিত হলে কোনটি হয়? (অনুধাবন)
ক প্রতিষ্ঠান লাভবান হয়
 প্রতিষ্ঠান ক্ষতির হাত থেকে রক্ষা পায়
গ প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ শুরু হয়
ঘ প্রকল্পের গ্রহণযোগ্যতা বুঝতে পারা যায়
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৫. প্রকল্প নির্বাচন করার জন্য মূলধন বাজেটিংয়ের কাজ হলো (অনুধাবন)
র. লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ প্রকল্প গ্রহণ
রর. লাভজনক প্রকল্প গ্রহণ
ররর. ১০ বছর মেয়াদি প্রকল্প গ্রহণ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৬. গড় মুনাফার হার পদ্ধতির মূল অসুবিধা হলো (অনুধাবন)
র. এটি নগদ প্রবাহ বিবেচনা করে না
রর. এটি অর্থের সময়মূল্য বিবেচনা করে না
ররর. এটিতে অনুমান বেশি ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৭. ব্যবস্থাপক পে-ব্যাক সময় নির্ধারণ করেন (অনুধাবন)
র. বিনিয়োগের ধরন বিবেচনা করে
রর. বিনিয়োগ ঝুঁকি বিবেচনা করে
ররর. বিনিয়োগ আয় বিবেচনা করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
বেঙ্গল নিট কোম্পানি তাড়াহুড়ো করে কয়েকটি মেশিন ক্রয়ের কারণে বড় অঙ্কের টাকা লোকসান দিতে হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কোম্পানির নতুন নিয়োগপ্রাপ্ত ফাইন্যান্স অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মূলধন বাজেটিংয়ের কয়েকটি পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নিতে বললেন।
১৫৮. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি প্রয়োগ করে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে কোনটি হবে? (প্রয়োগ)
ক প্রতিষ্ঠানের কর দায় হ্রাস পাবে  প্রতিষ্ঠানের সাফল্য অর্জিত হবে
গ প্রতিষ্ঠানের বৃহৎ ক্ষতি হবে ঘ প্রতিষ্ঠানের টিকে থাকা কষ্টকর হবে
১৫৯. কোনো নতুন বিনিয়োগ সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা মূল্যায়নে উদ্দীপকের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে পদ্ধতিগুলো ব্যবহার করবেন (উচ্চতর দক্ষতা)
র. ভবিষ্যৎ মূল্য নির্ধারণ পদ্ধতি
রর. গড় মুনাফার হার পদ্ধতি
ররর. পে-ব্যাক সময় পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৬০ ও ১৬১ নং প্রশ্নের উত্তর দাও :
রাহাত এন্টারপ্রাইজ ৩৫,০০০ টাকা খরচ করে একটি মেশিন ক্রয় করেছে। মেশিনটির আয়ুষ্কাল ৩ বছর এবং উক্ত মেয়াদ শেষে এর কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। মেশিন হতে আগামী তিন বছর যথাক্রমে ৪,০০০ টাকা, ৫,০০০ টাকা ও ৬,০০০ টাকা নিট মুনাফা পাওয়া যাবে।
১৬০. রাহাত এন্টারপ্রাইজের মেশিনটির বাৎসরিক অবচয় কত হবে? (প্রয়োগ)
ক ১৬,৫৬০ টাকা খ ১৩,৫৭৪ টাকা
 ১১,৬৬৬ টাকা ঘ ১৫,৩৯০ টাকা
১৬১. রাহাত এন্টারপ্রাইজের দ্বিতীয় বছরের নগদ আন্ত:প্রবাহ কত হবে? (প্রয়োগ)
ক ১৫,৬৬৬ টাকা  ১৬,৬৬৬ টাকা
গ ১৭,৬৬৬ টাকা ঘ ১৮,৬৬৬ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১৬২ ও ১৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
কচি লি.-এর প্রকল্পে বিনিয়োগকৃত মূলধন ৬০,০০০ টাকা যা থেকে আগামী ৫ বছর যাবত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৮,০০০ টাকা, ১২,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ২০,০০০ টাকা এবং ২১,০০০ টাকা।
১৬২. প্রকল্পটির তৃতীয় বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ কত? (প্রয়োগ)
ক ৮,০০০ টাকা খ ২০,০০০ টাকা
 ৪৫,০০০ টাকা ঘ ৬৫,০০০ টাকা
১৬৩. প্রকল্পের পে-ব্যাক সময় কত হবে? (প্রয়োগ)
ক ৩ বছর ৬ মাস  ৩ বছর ৯ মাস
গ ৪ বছর ২ মাস ঘ ৪ বছর ৫ মাস

১৬৪. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্থায়ী সম্পত্তি হিসেবে গণ্য হয়? [ক্যান্টনমেন্ট হাইস্কুল, যশোর; বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
 যন্ত্রপাতি ক্রয় খ দোকান ভাড়া
গ কর্মচারির বেতন ঘ বিদ্যুৎ বিল
১৬৫. ব্যবসায়ের প্রতিটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কোন কাজটি করতে হয়? [নড়াইল সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়]
ক অর্থের সময়মূল্য নির্ধারণ খ দীর্ঘমেয়াদি অর্থায়ন
 আয়-ব্যয় প্রাক্কলন ঘ নগদ প্রবাহ অনুমান
১৬৬. কোনটি বিনিয়োগ প্রকল্পের আয়-ব্যয় প্রাক্কলন শেষ করে নির্ধারণ করা হয়? [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
 নিট মুনাফা খ লিভারেজ
গ বাট্টা হার ঘ নগদ প্রবাহ
১৬৭. আয় থেকে ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়?
[আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ]
ক মোট দেয় কর  মোট মুনাফা
গ মোট ক্ষতি ঘ মোট শেয়ার
১৬৮. মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়?
[আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ]
ক অবচয় খ নগদ প্রবাহ
গ সঞ্চিতি  নিট মুনাফা
১৬৯. নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কী পাওয়া যায়?
[ক্যান্টনমেন্ট হাইস্কুল, যশোর]
 নগদ আন্তঃপ্রবাহ খ ক্রমযোজিত নগদ প্রবাহ
গ পরিচালন নগদ প্রবাহ ঘ নগদ বহিঃপ্রবাহ
১৭০. উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নে কিসের প্রয়োগ লক্ষ করা যায়? [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
 মূলধন বাজেটিংয়ের খ অর্থের সময়মূল্যের
গ বহিস্থ তহবিলের ঘ গড় মূলধন ব্যয়ের
১৭১. কোন উৎস থেকে প্রতিষ্ঠানে আন্তঃনগদ প্রবাহ ঘটে?
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
 বিক্রয় খ নিট মুনাফা
গ গড় বিনিয়োগ ঘ ক্রয়
১৭২. প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচ একত্র করলে কোনটি পাওয়া যায়? [সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়, সিলেট]
ক মোট আয় খ মোট মুনাফা
গ মোট আয়কর  মোট ব্যয়
১৭৩. প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
 গড় মুনাফার হার খ পে-ব্যাক সময়
গ ক্রমযোজিত নগদ প্রবাহ ঘ নিট বর্তমান মূল্য
নিচের উদ্দীপকটি পড়ে ১৭৪ ও ১৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
আকরাম, ওমর ও কাজল তিন বন্ধু আলাদা আলাদা ব্যবসায় করেন। আকরাম তার ডিপার্টমেন্টাল স্টোরের জন্য একটি ফ্রিজ কেনার চিন্তা করছে। মাস দুই আগে ওমর তিনটি সেলাই মেশিন নিয়ে দর্জি ব্যবসায় শুরু করে। অন্যদিকে কাজল সেলুন ব্যবসায়ের জন্য হুইল চেয়ার ও চুল কাটার মেশিন কিনেছে।
[সরাইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রা‏হ্মণবাড়িয়া]
১৭৪. তিন বন্ধুর বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক হবে কি না তা জানতে কোনটি প্রয়োজন?
ক ব্যবসায় প্রক্রিয়া  মূল্যায়ন প্রক্রিয়া
গ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া ঘ উৎপাদন প্রক্রিয়া
১৭৫. তিন বন্ধুর ব্যবসায়ের জন্য গৃহীত সিদ্ধান্তের উপযুক্ত মূল্যায়ন প্রক্রিয়া হবে কোনটি?
 মূলধন বাজেটিং খ মূলধন ব্যয়
গ লভ্যাংশ নীতি ঘ মূলধন কাঠামো
নিচের উদ্দীপকটি পড়ে ১৭৬ ও ১৭৭ নং প্রশ্নের উত্তর দাও :
সিরাজ এন্টারপ্রাইজ ৩৫,০০০ টাকা ব্যয়ে একটি মেশিন ক্রয় করতে চায়। মেশিনটির আয়ুষ্কাল ৩ বছর এবং আয়ুষ্কাল শেষে এর কোনো অবশিষ্ট মূল্য নেই। মেশিন হতে প্রতি বছর নিট মুনাফা পাওয়া যাবে যথাক্রমে ৫,০০০, ৪,০০০ এবং ৬,০০০ টাকা। [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজ]
১৭৬. সিরাজ এন্টারপ্রাইজের গড় বিনিয়োগ কত?
ক ৩৫,০০০ টাকা খ ১১,৬৬৬ টাকা
 ১৭,৫০০ টাকা ঘ ১৫,০০০ টাকা
১৭৭. মেশিনটিতে গড় বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হার কত হবে?
 ২৮.৬% খ ২৮.৯%
গ ২৯.২% ঘ ২৯.৭%
নিচের উদ্দীপকটি পড়ে ১৭৮ ও ১৭৯ নং প্রশ্নের উত্তর দাও :
‘রাফি এন্টারপ্রাইজ’ একটি মেশিন ক্রয় করবে যার ক্রয়মূল্য ৯০,০০০ টাকা এবং আনুপাতিক আয়ুষ্কাল ৩ বছর। প্রকল্পটি হতে প্রতি বছর আগত নগদ প্রবাহ হবে যথাক্রমে ৪২,০০০ টাকা, ৩৮,০০০ টাকা এবং ২৯,০০০ টাকা।
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
১৭৮. ক্রয়কৃত মেশিনটির দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহের পরিমাণ কত হবে?
ক ১,০৯,০০০ টাকা খ ৯০,০০০ টাকা
 ৮০,০০০ টাকা ঘ ৪২,০০০ টাকা
১৭৯. মেশিনটির পরিশোধকাল কত বছর?
ক ২.৩ বছর খ ২.৫ বছর
 ২.৮ বছর ঘ ২.৯ বছর

১৮০. দীর্ঘ মেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের আয় নির্ভর করে
রর. প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে
ররর. প্রতিষ্ঠানের অস্তিত্ব নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১৮১. মূলধন বাজেটিং-এর প্রয়োগ রয়েছে (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ক্রয়ে
রর. প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি বিনিয়োগে
ররর. প্রকল্পের লাভজনকতা নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮২. জনাব আশরাফ একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। তিনি মূলধন বাজেটিং প্রয়োগ করবেন (প্রয়োগ)
র. তার ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য নির্ণয়ে
রর. নতুন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিতে
ররর. নগদ প্রবাহ প্রাক্কলনের পরিবর্তে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৩. বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয় (অনুধাবন)
র. মুদি দোকানের ফ্রিজ ক্রয়ে
রর. শিল্প কারখানা স¤প্রসারণে
ররর. কর্মচারীদের বেতন প্রদানে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৪. ব্যবসায় প্রতিষ্ঠানের আধুনিকায়নে (অনুধাবন)
র. মূলধন বাজেটিং-এর প্রয়োগ রয়েছে
রর. বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয়
ররর. স্বল্পমেয়াাদি বিনিয়োগ আবশ্যক
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৫. মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে
রর. প্রতিষ্ঠানের আয়ুঙ্কাল নির্ধারণে
ররর. প্রতিষ্ঠানের উৎপাদন খরচ হ্রাসকরণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর

Leave a Reply