ষষ্ঠ অধ্যায়
মূলধন ব্যয়
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে কী বলা হয়?
মূলধন ব্যয় খ মুনাফার হার
গ বিনিয়োগের সুদ ঘ তহবিলের উৎস
২. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের অন্যতম উৎস?
ক বাণিজ্যিক ব্যাংক খ অর্জিত লভ্যাংশ
গ ব্যবসায়িক ঋণ সংরক্ষিত তহবিল
৩. ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?
ক মুনাফা বৃদ্ধি খ সুদ হ্রাস
কর হ্রাস ঘ তহবিল বৃদ্ধি
৪. মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়-
র. সর্বোচ্চ ঋণের সুবিধা
রর. কাম্য ঋণনীতি
ররর. সর্বনিম্ন মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৫. নান্নু মিয়া ১২% সুদে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে ফার্মেসী ব্যবসায় শুরু করে। কর হার ১২% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত?
১০.৫৬% খ ১২%
গ ১৩.৪৪% ঘ ২৪%
৬. শবনম লিঃ প্রতিটি ৫,০০০ টাকা মূল্যের ৯% অগ্রাধিকার শেয়ার ১০% কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। শবনম লিঃ-এর মূলধন ব্যয় কত?
ক ৯% ১০%
গ ১১.১১% ঘ ১৯%
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব টুটুলের ব্যবসায়ের মোট মূলধন ১ কোটি টাকা যার ৬০% নিজস্ব এবং অবশিষ্টাংশ ১৫% ঋণ। তিনি ২০% মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়?
৭. বর্তমানে টুটুলের ব্যবসায়ের ঋণ মূলধন কত?
ক ২০ লক্ষ খ ৪০ লক্ষ
৬০ লক্ষ ঘ ৭৫ লক্ষ
৮. মূলধন কাঠামো পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন-
র. তহবিলের সুযোগ ব্যয়
রর. গড় মূলধন ব্যয়
ররর. সর্বনিম্ন মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
রর ও ররর ঘ র, রর ও ররর
৯. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে কোনটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে? [স. বো. ’১৫]
ক অবচয় খ মূলধন আয়
গ মুনাফা খরচ মূলধন খরচ
১০. ী কোম্পানির ১০০ টাকা লিখিত মূল্যের শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা। শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ ১৫% হলে মুলধন ব্যয় কত? [স. বো. ’১৫]
ক ৮% ১০%
গ ১২% ঘ ১৫%
ভ‚মিকা ¡ পৃষ্ঠা৫৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. মূলধন ব্যয় কী? (জ্ঞান)
ক সংগৃহীত তহবিলে জমা
খ সংগৃহীত তহবিল হতে আয়
সংগৃহীত তহবিলের ব্যয়
ঘ সংগৃহীত তহবিলের ব্যয়ের হিসাব নির্ধারণ
১২. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে? (জ্ঞান)
ক চলতি ব্যয় খ স্থায়ী ব্যয় মূলধন ব্যয় ঘ উৎপাদন ব্যয়
১৩. তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের নিকট কী হিসেবে বিবেচিত? (জ্ঞান)
ক মূলধন আয় মূলধন ব্যয়
গ স্থায়ী ব্যয় ঘ প্রদেয় লভ্যাংশ
১৪. ব্যবসায়ে প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি? (জ্ঞান)
ক মুনাফা থেকে প্রাপ্ত হয়
মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয়
গ নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত আয়
ঘ স্থায়ী সম্পত্তির বিক্রয় হতে আয়
১৫. প্রতিটি তহবিলের উৎসের মূলধন ব্যয় পৃথকভাবে নির্ণয়ের প্রয়োজন হয় কেন? (উচ্চতর দক্ষতা)
উৎসসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়
খ বিনিয়োগের বিশাল আকার হওয়ায়
গ ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা স¤প্রসারণ না হওয়ায়
ঘ নগদ প্রবাহ সমমূল্যের বিবেচিত হওয়ায়
১৬. তহবিল সরবরাহকারীর নিকট যেটি আয়, তহবিল সংগ্রহকারীর নিকট সেটি কী হিসেবে বিবেচিত? (জ্ঞান)
ক মূলধনী আয় মূলধন খরচ
গ মুনাফা ঘ রাজস্ব ব্যয়
১৭. বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটি হিসেবে গণ্য হয়? (অনুধাবন)
মূলধন খরচ খ প্রত্যক্ষ খরচ
গ পরোক্ষ খরচ ঘ প্রশাসনিক খরচ
১৮. সাগর মোটর সাইকেল কেনার জন্য ১৫% হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে? (প্রয়োগ)
ক ১০% ১৫%\
গ ২০% ঘ ২৫%
১৯. কোন ধরনের প্রতিষ্ঠানসমূহ এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংস্থান করে? (জ্ঞান)
ক অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান খ ক্ষুদ্র প্রতিষ্ঠান
গ মাঝারি প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান
২০. অর্থায়নের বিভিন্ন উৎসের জন্য প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়? (জ্ঞান)
ক মূলধন বাজেটিং খ মূলধন কাঠামো
গ উপরিব্যয় মূলধন ব্যয়
২১. কোনো কোম্পানির মূলধন তহবিলের উৎস যদি দুটি হয়, তবে তার মূলধন খরচ কীভাবে নির্ণয় করতে হয়? (উচ্চতর দক্ষতা)
ক দুটি মূলধন উৎসের খরচের যোগফল দ্বারা
খ দুটি মূলধন উৎসের খরচের বিয়োগফল দ্বারা
গ দুটি মূলধন উৎসের খরচের গুণফল দ্বারা
দুটি মূলধন উৎসের খরচের গড় দ্বারা
২২. বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় তহবিল একাধিক উৎস থেকে সংস্থান করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে কীভাবে বিবেচিত হবে? (উচ্চতর দক্ষতা)
ক সর্বনিম্ন উৎসের মূলধন খরচের হার হিসেবে
খ সর্বোচ্চ উৎসের মূলধন খরচের হার হিসেবে
গ সর্বনিম্ন ও সর্বোচ্চ উৎসের মূলধন খরচের গড় হার হিসেবে
সবগুলো উৎসের মূলধন খরচের গড় হার হিসেবে
২৩. অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে কোনটির ভিন্নতা দেখা দেয়? (অনুধাবন)
ক মূলধন নীতি মূলধন ব্যয়ের হার
গ শেয়ার গ্রাহক সংখ্যা ঘ মার্কেটিং পলিসি
২৪. একটি কোম্পানির শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১২% হলে, কোম্পানির গড় মূলধন খরচ কত? (প্রয়োগ)
ক ৩০% খ ৬% ১৫% ঘ ১২%
২৫. আলম কোল্ড ড্রিংকস লিমিটেড এর শেয়ার মূলধন ১০ লক্ষ টাকা এবং শেয়ারমালিকরা তাদের বিনিয়োগ থেকে ২০% আয় প্রত্যাশা করে। কোম্পানিটির মূলধন ব্যয় কত? (প্রয়োগ)
ক ১০% ২০% গ ১৮.৫৬% ঘ ১৫.৫%
২৬. কোনো কোম্পানির মূলধন খরচ যদি ২০% হয়, তবে প্রতিষ্ঠানটিকে তার বিনিয়োগ হতে ন্যুনতম আয় কত অর্জন করতে হবে? (প্রয়োগ)
ক ১০% ২০% গ ৩০% ঘ ৪০%
২৭. বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে আয় প্রয়োজন, সে হারকে কী বলা হয়? (অনুধাবন)
ক মূলধন খ মূলধন আয় মূলধন খরচ ঘ মূলধন মজুদ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৮. বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে- (অনুধাবন)
র. বন্ড বিক্রির মাধ্যমে রর. ঋণপত্র বিক্রির মাধ্যমে
ররর. ডিমান্ড ড্রাফট বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৯. মূলধন ব্যয় ধারণাটির সাথে জড়িতÑ (অনুধাবন)
র. অর্থায়নের বিভিন্ন উৎসের ব্যয় রর. অর্জিত নিট মুনাফা
ররর. বিনিয়োগকৃত লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩০. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মূলধনের সংস্থান করলে মূলধন ব্যয় নির্ণয় সহজ হয়। কারণ এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হবে- (উচ্চতর দক্ষতা)
র. ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার
রর. বাংলাদেশ ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার
ররর. আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ধার্যকৃত সুদের হার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩১. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মুলধন ব্যয় নিরূপণ করে। কারণ (অনুধাবন)
র. প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে অর্থায়ন করে
রর. বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান
ররর. বিভিন্ন উৎসের মূলধন ব্যয় ভিন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ¡ পৃষ্ঠাÑ৫৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় কেন প্রয়োজন? (অনুধাবন)
ক মোট মূলধন নির্ণয়ের জন্য
খ মোট মুনাফা নির্ণয়ের জন্য
গ মোট অবচয় নির্ণয়ের জন্য
অর্থায়নের সঠিক উৎস নির্ণয়ের জন্য
৩৩. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু? (অনুধাবন)
ক অর্থায়নের উৎস চিহ্নিতকরণ পর্যন্ত
খ বিনিয়োগের উৎস নির্বাচন পর্যন্ত
গ মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যন্ত
প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত
৩৪. ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় করা প্রয়োজন কেন? (অনুধাবন)
ক মোট সম্পদ নির্ণয়ের জন্য খ নতুন পণ্য উৎপাদনের জন্য
গ মানবসম্পদ পরিকল্পনার জন্য বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের জন্য
৩৫. কাম্য ঋণনীতি বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক মূলধনের কত অংশ শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা
খ মূলধনের কত অংশ নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা
গ মূলধনের কত অংশ অভ্যন্তরীণ তহবিল থেকে সংগ্রহ করা
মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা
৩৬. ১৮% মূলধন ব্যয় সম্পন্ন কোনো কোম্পানি যদি ১০% আয় সম্পন্ন কোনো প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে উক্ত বিনিয়োগের পরিণাম কী? (প্রয়োগ)
ক আয়-ব্যয় সমান খ ১৮% হারে মুনাফা
গ ১০% হারে মুনাফা ৮% হারে ক্ষতি বহন
৩৭. তহবিলের খরচ অপেক্ষা কম লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কিরূপ? (উচ্চতর দক্ষতা)
ক অধিক মুনাফা খ আয়-ব্যয় সমান
বৃহৎ আর্থিক ক্ষতি ঘ স্বল্প মুনাফা
৩৮. সুমন ফার্মা ম্যাক ব্যাংক থেকে ১৬% সুদের হারে ৬০ লাখ টাকা ঋণ নিয়ে একটি কারখানা চালু করে। পরবর্তীতে দেখা গেল প্রতিষ্ঠানটি ১০% হারে আয় করতে পারছে। উদ্দীপকে উল্লিখিত সুমন ফার্মার মূলধন ব্যয় কত হবে? (প্রয়োগ)
১৬% খ ১২% গ ১০% ঘ ৮%
৩৯. মূলধনী ব্যয় অপেক্ষা বেশি লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী হতে পারে? (উচ্চতর দক্ষতা)
ক বৃহৎ আর্থিক ক্ষতি খ ব্যবসায় ব্যর্থতা
মুনাফা অর্জন ঘ নিশ্চিত লোকসান
৪০. কোথায় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া আবশ্যক? (অনুধাবন)
ক যেখানে মুনাফা খরচ অপেক্ষা বেশি লাভ করা সম্ভব
যেখানে মূলধন খরচ অপেক্ষা বেশি লাভ করা সম্ভব
গ যেখানে মুনাফা খরচ কাক্সিক্ষত হার অপেক্ষা বেশি
ঘ যেখানে মূলধন খরচ কাক্সিক্ষত হার অপেক্ষা বেশি
৪১. প্রতিটি প্রতিষ্ঠানে কোন ধরনের নীতি থাকে? (জ্ঞান)
ক শেয়ার নীতি খ বণ্টননীতি গ ঋণপত্র নীতি কাম্য ঋণনীতি
৪২. কোনো প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ঋণকৃত হওয়া লাভজনক তা নির্ণয় নীতিকে কী বলে? (জ্ঞান)
কাম্য ঋণনীতি খ খোলাবাজার নীতি
গ মোট জমার হার নীতি ঘ মূলধন নীতি
৪৩. সাইফুল ইসলামের আর্থিক তথ্যগুলো লক্ষ কর : (প্রয়োগ)
শেয়ার মূলধন ৫,০০,০০০ টাকা
সোনালী ব্যাংক হতে ঋণ ৪,০০,০০০ টাকা
আত্মীয়স্বজন হতে ধার ৫০,০০০ টাকা
তার মোট মূলধন নির্ণয় কত?
ক ৪,০০,০০০ টাকা খ ৫,০০,০০০ টাকা
৯,০০,০০০ টাকা ঘ ৯,৫০,০০০ টাকা
৪৪. বিনিয়োগের ওপর সর্বনিম্ন যে হারে আয় হওয়া প্রয়োজন তাকে কী বলে? (অনুধাবন)
মূলধন খরচ খ মুনাফা খরচ গ মূলধন আয় ঘ মুনাফা আয়
৪৫. প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক হওয়ার জন্য কোনটি আবশ্যক? (উচ্চতর দক্ষতা)
ক প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ব্যবস্থাপনা
খ প্রতিষ্ঠানের সঠিক বিনিয়োগ ব্যবস্থাপনা
প্রতিষ্ঠানের মূলধনী খরচ সঠিকভাবে নির্ণয় করা
ঘ প্রতিষ্ঠানের মূলধনী আয় সঠিকভাবে নির্ণয় করা
৪৬. মুমেন লিমিটেড একটি প্রকল্পে বিনিয়োগের জন্য মোট মূলধনের ৫৫% ইক্যুইটি এবং ৪৫% ঋণ থেকে সংগ্রহ করে। এ অনুপাতের প্রেক্ষিতে মুমেন লিমিটেড কোনটি নির্ণয় করবে? (প্রয়োগ)
ক সাধারণ শেয়ার মূলধন খরচ খ বিনিয়োগ সিদ্ধান্ত খরচ
মূলধন কাঠামো খরচ ঘ মূলধন বাজেটিং খরচ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৭. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণে মূলধন খরচের গুরুত্ব অপরিসীম। কারণ সঠিক মূলধন খরচ নির্ণয় ছাড়া (উচ্চতর দক্ষতা)
র. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গঠন সম্ভব নয়
রর. সঠিক মূলধন কাঠামো নির্বাচন করা যায় না
ররর. মুনাফা ব্যয় নির্বাহ করা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. ব্যবসায়ের সঠিক মূলধন কাঠামো নির্বাচনে ভ‚মিকা রাখে (অনুধাবন)
র. মূলধন ব্যয়
রর. কাম্য ঋণ নীতি
ররর. ব্যবসায়ের মালিকের মূলধন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
কামাল সাহেব প্রাইম ব্যাংক থেকে ১৬% সুদের হারে ১ কোটি টাকা ঋণ নিয়ে একটি ফ্যাক্টরি স্থাপন করেন। বছর শেষে প্রতিষ্ঠানের আয় হলো ১২%। এমতাবস্থায় ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারায় ব্যবসায়টি ব্যর্থ হয়।
৪৯. কামাল সাহেবের ব্যবসায়টি ব্যর্থ হলো কেন? (প্রয়োগ)
ক সুদের হার বেশি হওয়ায়
খ পরিকল্পনায় ঘাটতি থাকায়
বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক না হওয়ায়
ঘ পর্যাপ্ত মূলধনের অভাব হওয়ায়
৫০. কোন বিষয়টি সঠিকভাবে নির্ণয় করলে কামাল সাহেবের ব্যবসায়টি সফল হতো? (উচ্চতর দক্ষতা)
ক সুযোগ ব্যয় মূলধনী খরচ গ উপরিব্যয় ঘ প্রতিস্থাপন খরচ
মূলধন ব্যয় নির্ণয় ¡ পৃষ্ঠাÑ৬০
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫১. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সঠিক অর্থায়ন উৎস কোনটি? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি তহবিল দীর্ঘমেয়াদি তহবিল
গ মধ্যমেয়াদি তহবিল ঘ ৩ বছর মেয়াদি তহবিল