নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় বহুনির্বাচনী প্রশ্নোত্তর

ষষ্ঠ অধ্যায়
মূলধন ব্যয়

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে কী বলা হয়?
 মূলধন ব্যয় খ মুনাফার হার
গ বিনিয়োগের সুদ ঘ তহবিলের উৎস
২. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের অন্যতম উৎস?
ক বাণিজ্যিক ব্যাংক খ অর্জিত লভ্যাংশ
গ ব্যবসায়িক ঋণ  সংরক্ষিত তহবিল
৩. ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?
ক মুনাফা বৃদ্ধি খ সুদ হ্রাস
 কর হ্রাস ঘ তহবিল বৃদ্ধি
৪. মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়-
র. সর্বোচ্চ ঋণের সুবিধা
রর. কাম্য ঋণনীতি
ররর. সর্বনিম্ন মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
৫. নান্নু মিয়া ১২% সুদে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে ফার্মেসী ব্যবসায় শুরু করে। কর হার ১২% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত?
 ১০.৫৬% খ ১২%
গ ১৩.৪৪% ঘ ২৪%
৬. শবনম লিঃ প্রতিটি ৫,০০০ টাকা মূল্যের ৯% অগ্রাধিকার শেয়ার ১০% কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। শবনম লিঃ-এর মূলধন ব্যয় কত?
ক ৯%  ১০%
গ ১১.১১% ঘ ১৯%
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব টুটুলের ব্যবসায়ের মোট মূলধন ১ কোটি টাকা যার ৬০% নিজস্ব এবং অবশিষ্টাংশ ১৫% ঋণ। তিনি ২০% মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়?
৭. বর্তমানে টুটুলের ব্যবসায়ের ঋণ মূলধন কত?
ক ২০ লক্ষ খ ৪০ লক্ষ
 ৬০ লক্ষ ঘ ৭৫ লক্ষ
৮. মূলধন কাঠামো পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন-
র. তহবিলের সুযোগ ব্যয়
রর. গড় মূলধন ব্যয়
ররর. সর্বনিম্ন মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর

৯. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে কোনটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে? [স. বো. ’১৫]
ক অবচয় খ মূলধন আয়
গ মুনাফা খরচ  মূলধন খরচ
১০. ী কোম্পানির ১০০ টাকা লিখিত মূল্যের শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা। শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ ১৫% হলে মুলধন ব্যয় কত? [স. বো. ’১৫]
ক ৮%  ১০%
গ ১২% ঘ ১৫%

ভ‚মিকা ¡ পৃষ্ঠা৫৯
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. মূলধন ব্যয় কী? (জ্ঞান)
ক সংগৃহীত তহবিলে জমা
খ সংগৃহীত তহবিল হতে আয়
 সংগৃহীত তহবিলের ব্যয়
ঘ সংগৃহীত তহবিলের ব্যয়ের হিসাব নির্ধারণ
১২. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে? (জ্ঞান)
ক চলতি ব্যয় খ স্থায়ী ব্যয়  মূলধন ব্যয় ঘ উৎপাদন ব্যয়
১৩. তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের নিকট কী হিসেবে বিবেচিত? (জ্ঞান)
ক মূলধন আয়  মূলধন ব্যয়
গ স্থায়ী ব্যয় ঘ প্রদেয় লভ্যাংশ
১৪. ব্যবসায়ে প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি? (জ্ঞান)
ক মুনাফা থেকে প্রাপ্ত হয়
 মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয়
গ নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত আয়
ঘ স্থায়ী সম্পত্তির বিক্রয় হতে আয়
১৫. প্রতিটি তহবিলের উৎসের মূলধন ব্যয় পৃথকভাবে নির্ণয়ের প্রয়োজন হয় কেন? (উচ্চতর দক্ষতা)
 উৎসসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়
খ বিনিয়োগের বিশাল আকার হওয়ায়
গ ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা স¤প্রসারণ না হওয়ায়
ঘ নগদ প্রবাহ সমমূল্যের বিবেচিত হওয়ায়
১৬. তহবিল সরবরাহকারীর নিকট যেটি আয়, তহবিল সংগ্রহকারীর নিকট সেটি কী হিসেবে বিবেচিত? (জ্ঞান)
ক মূলধনী আয়  মূলধন খরচ
গ মুনাফা ঘ রাজস্ব ব্যয়
১৭. বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটি হিসেবে গণ্য হয়? (অনুধাবন)
 মূলধন খরচ খ প্রত্যক্ষ খরচ
গ পরোক্ষ খরচ ঘ প্রশাসনিক খরচ
১৮. সাগর মোটর সাইকেল কেনার জন্য ১৫% হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে? (প্রয়োগ)
ক ১০%  ১৫%\
গ ২০% ঘ ২৫%
১৯. কোন ধরনের প্রতিষ্ঠানসমূহ এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংস্থান করে? (জ্ঞান)
ক অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান খ ক্ষুদ্র প্রতিষ্ঠান
গ মাঝারি প্রতিষ্ঠান  বড় প্রতিষ্ঠান
২০. অর্থায়নের বিভিন্ন উৎসের জন্য প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়? (জ্ঞান)
ক মূলধন বাজেটিং খ মূলধন কাঠামো
গ উপরিব্যয়  মূলধন ব্যয়
২১. কোনো কোম্পানির মূলধন তহবিলের উৎস যদি দুটি হয়, তবে তার মূলধন খরচ কীভাবে নির্ণয় করতে হয়? (উচ্চতর দক্ষতা)
ক দুটি মূলধন উৎসের খরচের যোগফল দ্বারা
খ দুটি মূলধন উৎসের খরচের বিয়োগফল দ্বারা
গ দুটি মূলধন উৎসের খরচের গুণফল দ্বারা
 দুটি মূলধন উৎসের খরচের গড় দ্বারা
২২. বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় তহবিল একাধিক উৎস থেকে সংস্থান করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে কীভাবে বিবেচিত হবে? (উচ্চতর দক্ষতা)
ক সর্বনিম্ন উৎসের মূলধন খরচের হার হিসেবে
খ সর্বোচ্চ উৎসের মূলধন খরচের হার হিসেবে
গ সর্বনিম্ন ও সর্বোচ্চ উৎসের মূলধন খরচের গড় হার হিসেবে
 সবগুলো উৎসের মূলধন খরচের গড় হার হিসেবে
২৩. অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে কোনটির ভিন্নতা দেখা দেয়? (অনুধাবন)
ক মূলধন নীতি  মূলধন ব্যয়ের হার
গ শেয়ার গ্রাহক সংখ্যা ঘ মার্কেটিং পলিসি
২৪. একটি কোম্পানির শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১২% হলে, কোম্পানির গড় মূলধন খরচ কত? (প্রয়োগ)
ক ৩০% খ ৬%  ১৫% ঘ ১২%
২৫. আলম কোল্ড ড্রিংকস লিমিটেড এর শেয়ার মূলধন ১০ লক্ষ টাকা এবং শেয়ারমালিকরা তাদের বিনিয়োগ থেকে ২০% আয় প্রত্যাশা করে। কোম্পানিটির মূলধন ব্যয় কত? (প্রয়োগ)
ক ১০%  ২০% গ ১৮.৫৬% ঘ ১৫.৫%
২৬. কোনো কোম্পানির মূলধন খরচ যদি ২০% হয়, তবে প্রতিষ্ঠানটিকে তার বিনিয়োগ হতে ন্যুনতম আয় কত অর্জন করতে হবে? (প্রয়োগ)
ক ১০%  ২০% গ ৩০% ঘ ৪০%
২৭. বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে আয় প্রয়োজন, সে হারকে কী বলা হয়? (অনুধাবন)
ক মূলধন খ মূলধন আয়  মূলধন খরচ ঘ মূলধন মজুদ
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৮. বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে- (অনুধাবন)
র. বন্ড বিক্রির মাধ্যমে রর. ঋণপত্র বিক্রির মাধ্যমে
ররর. ডিমান্ড ড্রাফট বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৯. মূলধন ব্যয় ধারণাটির সাথে জড়িতÑ (অনুধাবন)
র. অর্থায়নের বিভিন্ন উৎসের ব্যয় রর. অর্জিত নিট মুনাফা
ররর. বিনিয়োগকৃত লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩০. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মূলধনের সংস্থান করলে মূলধন ব্যয় নির্ণয় সহজ হয়। কারণ এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হবে- (উচ্চতর দক্ষতা)
র. ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার
রর. বাংলাদেশ ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার
ররর. আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ধার্যকৃত সুদের হার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩১. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মুলধন ব্যয় নিরূপণ করে। কারণ (অনুধাবন)
র. প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে অর্থায়ন করে
রর. বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান
ররর. বিভিন্ন উৎসের মূলধন ব্যয় ভিন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ¡ পৃষ্ঠাÑ৫৯
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় কেন প্রয়োজন? (অনুধাবন)
ক মোট মূলধন নির্ণয়ের জন্য
খ মোট মুনাফা নির্ণয়ের জন্য
গ মোট অবচয় নির্ণয়ের জন্য
 অর্থায়নের সঠিক উৎস নির্ণয়ের জন্য
৩৩. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু? (অনুধাবন)
ক অর্থায়নের উৎস চিহ্নিতকরণ পর্যন্ত
খ বিনিয়োগের উৎস নির্বাচন পর্যন্ত
গ মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যন্ত
 প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত
৩৪. ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় করা প্রয়োজন কেন? (অনুধাবন)
ক মোট সম্পদ নির্ণয়ের জন্য খ নতুন পণ্য উৎপাদনের জন্য
গ মানবসম্পদ পরিকল্পনার জন্য  বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের জন্য
৩৫. কাম্য ঋণনীতি বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক মূলধনের কত অংশ শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা
খ মূলধনের কত অংশ নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা
গ মূলধনের কত অংশ অভ্যন্তরীণ তহবিল থেকে সংগ্রহ করা
 মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা
৩৬. ১৮% মূলধন ব্যয় সম্পন্ন কোনো কোম্পানি যদি ১০% আয় সম্পন্ন কোনো প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে উক্ত বিনিয়োগের পরিণাম কী? (প্রয়োগ)
ক আয়-ব্যয় সমান খ ১৮% হারে মুনাফা
গ ১০% হারে মুনাফা  ৮% হারে ক্ষতি বহন
৩৭. তহবিলের খরচ অপেক্ষা কম লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কিরূপ? (উচ্চতর দক্ষতা)
ক অধিক মুনাফা খ আয়-ব্যয় সমান
 বৃহৎ আর্থিক ক্ষতি ঘ স্বল্প মুনাফা
৩৮. সুমন ফার্মা ম্যাক ব্যাংক থেকে ১৬% সুদের হারে ৬০ লাখ টাকা ঋণ নিয়ে একটি কারখানা চালু করে। পরবর্তীতে দেখা গেল প্রতিষ্ঠানটি ১০% হারে আয় করতে পারছে। উদ্দীপকে উল্লিখিত সুমন ফার্মার মূলধন ব্যয় কত হবে? (প্রয়োগ)
 ১৬% খ ১২% গ ১০% ঘ ৮%
৩৯. মূলধনী ব্যয় অপেক্ষা বেশি লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী হতে পারে? (উচ্চতর দক্ষতা)
ক বৃহৎ আর্থিক ক্ষতি খ ব্যবসায় ব্যর্থতা
 মুনাফা অর্জন ঘ নিশ্চিত লোকসান
৪০. কোথায় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া আবশ্যক? (অনুধাবন)
ক যেখানে মুনাফা খরচ অপেক্ষা বেশি লাভ করা সম্ভব
 যেখানে মূলধন খরচ অপেক্ষা বেশি লাভ করা সম্ভব
গ যেখানে মুনাফা খরচ কাক্সিক্ষত হার অপেক্ষা বেশি
ঘ যেখানে মূলধন খরচ কাক্সিক্ষত হার অপেক্ষা বেশি
৪১. প্রতিটি প্রতিষ্ঠানে কোন ধরনের নীতি থাকে? (জ্ঞান)
ক শেয়ার নীতি খ বণ্টননীতি গ ঋণপত্র নীতি  কাম্য ঋণনীতি
৪২. কোনো প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ঋণকৃত হওয়া লাভজনক তা নির্ণয় নীতিকে কী বলে? (জ্ঞান)
 কাম্য ঋণনীতি খ খোলাবাজার নীতি
গ মোট জমার হার নীতি ঘ মূলধন নীতি
৪৩. সাইফুল ইসলামের আর্থিক তথ্যগুলো লক্ষ কর : (প্রয়োগ)
শেয়ার মূলধন ৫,০০,০০০ টাকা
সোনালী ব্যাংক হতে ঋণ ৪,০০,০০০ টাকা
আত্মীয়স্বজন হতে ধার ৫০,০০০ টাকা
তার মোট মূলধন নির্ণয় কত?
ক ৪,০০,০০০ টাকা খ ৫,০০,০০০ টাকা
 ৯,০০,০০০ টাকা ঘ ৯,৫০,০০০ টাকা
৪৪. বিনিয়োগের ওপর সর্বনিম্ন যে হারে আয় হওয়া প্রয়োজন তাকে কী বলে? (অনুধাবন)
 মূলধন খরচ খ মুনাফা খরচ গ মূলধন আয় ঘ মুনাফা আয়
৪৫. প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক হওয়ার জন্য কোনটি আবশ্যক? (উচ্চতর দক্ষতা)
ক প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ব্যবস্থাপনা
খ প্রতিষ্ঠানের সঠিক বিনিয়োগ ব্যবস্থাপনা
 প্রতিষ্ঠানের মূলধনী খরচ সঠিকভাবে নির্ণয় করা
ঘ প্রতিষ্ঠানের মূলধনী আয় সঠিকভাবে নির্ণয় করা
৪৬. মুমেন লিমিটেড একটি প্রকল্পে বিনিয়োগের জন্য মোট মূলধনের ৫৫% ইক্যুইটি এবং ৪৫% ঋণ থেকে সংগ্রহ করে। এ অনুপাতের প্রেক্ষিতে মুমেন লিমিটেড কোনটি নির্ণয় করবে? (প্রয়োগ)
ক সাধারণ শেয়ার মূলধন খরচ খ বিনিয়োগ সিদ্ধান্ত খরচ
 মূলধন কাঠামো খরচ ঘ মূলধন বাজেটিং খরচ
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৭. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণে মূলধন খরচের গুরুত্ব অপরিসীম। কারণ সঠিক মূলধন খরচ নির্ণয় ছাড়া (উচ্চতর দক্ষতা)
র. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গঠন সম্ভব নয়
রর. সঠিক মূলধন কাঠামো নির্বাচন করা যায় না
ররর. মুনাফা ব্যয় নির্বাহ করা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. ব্যবসায়ের সঠিক মূলধন কাঠামো নির্বাচনে ভ‚মিকা রাখে (অনুধাবন)
র. মূলধন ব্যয়
রর. কাম্য ঋণ নীতি
ররর. ব্যবসায়ের মালিকের মূলধন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
কামাল সাহেব প্রাইম ব্যাংক থেকে ১৬% সুদের হারে ১ কোটি টাকা ঋণ নিয়ে একটি ফ্যাক্টরি স্থাপন করেন। বছর শেষে প্রতিষ্ঠানের আয় হলো ১২%। এমতাবস্থায় ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারায় ব্যবসায়টি ব্যর্থ হয়।
৪৯. কামাল সাহেবের ব্যবসায়টি ব্যর্থ হলো কেন? (প্রয়োগ)
ক সুদের হার বেশি হওয়ায়
খ পরিকল্পনায় ঘাটতি থাকায়
 বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক না হওয়ায়
ঘ পর্যাপ্ত মূলধনের অভাব হওয়ায়
৫০. কোন বিষয়টি সঠিকভাবে নির্ণয় করলে কামাল সাহেবের ব্যবসায়টি সফল হতো? (উচ্চতর দক্ষতা)
ক সুযোগ ব্যয়  মূলধনী খরচ গ উপরিব্যয় ঘ প্রতিস্থাপন খরচ
মূলধন ব্যয় নির্ণয় ¡ পৃষ্ঠাÑ৬০
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫১. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সঠিক অর্থায়ন উৎস কোনটি? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি তহবিল  দীর্ঘমেয়াদি তহবিল
গ মধ্যমেয়াদি তহবিল ঘ ৩ বছর মেয়াদি তহবিল

 

Leave a Reply