পঞ্চম অধ্যায়
আদর্শ জীবন চরিত
ভ‚মিকা
পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত অন্যের জন্য আদর্শ। আদর্শ জীবন বলতে বুঝি, যে জীবন অনুসরণ করলে মানুষের জীবন সুন্দর ও সুগঠিত হয়। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.) সর্বকালের মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ। ইসলামে এরকম অনেক মনীষীই রয়েছেনÑ যেমন : হযরত আবু বকর (রা.), হযরত উমর ফারুক (রা.), হযরত খাদিজা (রা.), হযরত ইমাম আবু হানিফা (র.), হযরত আব্দুল কাদের জিলানী (র.) প্রভৃতি। সুতরাং, বাস্তবজীবনে এসব মনীষীর সমাজ সেবামূলক কাজ, অসা¤প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর, সুশৃংখল ও সফল জীবন লাভ করা যায়।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ন্ধ পাঠ-১ : হযরত মুহাম্মদ (স.) -এর জীবনাদর্শ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. মহানবি (স.)-এর জন্ম সন কোনটি? (জ্ঞান)
ক ৫০০ খ ৫১০ ৫৭০ ঘ ৬২২
২. মহানবি (স.)-কোথায় হিজরত করেন? (জ্ঞান)
ক মক্কায় মদিনায় গ সিরিয়ায় ঘ ইরাকে
৩. ওকাজ মেলায় জুয়াকে কেন্দ্র করে কোন যুদ্ধ হয়? (জ্ঞান)
ক বদর ফিজার গ উহুদ ঘ খন্ধক
৪. হযরত মুহাম্মদ (স.)-এর পিতার নাম কী? (জ্ঞান)
ক আবু লাহাব আব্দুলাহ
গ আবু তালিব ঘ আব্দুল মুত্তালিব
৫. হযরত মুহাম্মদ (স.) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন?
ক ১০ খ ২০ গ ৩০ ৪০
৬. মহানবি (স.) কে আল-আমিন বলা হয় কেন? (অনুধাবন)
তিনি ছিলেন সত্যের মূর্ত প্রতীক
খ তিনি ছিলেন দানশীল
গ তিনি ছিলেন বিচক্ষণ
ঘ তিনি ছিলেন উদার
৭. আরবের লোকেরা কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত কেন?
ক লুণ্ঠনের ভয়ে
লজ্জা ও দরিদ্রতার ভয়ে
গ সামাজিক সম্মানের ভয়ে
ঘ কন্যাদের জন্য তাদের দরদ ছিল না
৮. হারুন একজন ধর্ম প্রচারকের কথা বলেন যিনি ছয় বছর বয়সে মাকে হারান। হারুন কোন ধর্মপ্রচারকের কথা বলেন? (প্রয়োগ)
হযরত মুহাম্মদ (স.) খ হযরত মুসা (আ.)
গ হযরত হারুন (আ.) ঘ হযরত ইবরাহিম (আ.)
৯. জাহেলি যুগের ন্যায় করিম তার মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়। এরূপ কাজের ফলে করিমের পরকালে কী হবে? (উচ্চতর দক্ষতা)
শাস্তি খ শান্তি
গ আরাম ঘ গুনাহ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০. হযরত মুহাম্মদ (স.)-এর আগমনের পূর্বে আরবে ছিল (অনুধাবন)
র. ঝগড়া-বিবাদ
রর. চুরি-ডাকাতি
ররর. হত্যা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
মানবজাতিকে হিদায়াত করার জন্য আলাহ তায়ালা একজন রাসুলকে পৃথিবীতে প্রেরণ করেন এবং তাঁকে নবুয়ত দেন। তাকে সবাই আল আমিন বলে ডাকত।
১১. অনুচ্ছেদে কোন রাসুলের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
হযরত মুহাম্মদ (স.) খ হযরত ইবরাহিম (আ.)
গ হযরত মুসা (আ.) ঘ হযরত ঈসা (আ.)
১২. উক্ত রাসুলকে আল-আমিন বলে ডাকার কারণ (উচ্চতর দক্ষতা)
র. তিনি বিশ্বাসী ছিলেন বলে
রর. তিনি সত্যবাদী ছিলেন বলে
ররর. তিনি ধনসম্পদওয়ালা ছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-২ : হযরত আবু বকর (রা.)-এর জীবনাদর্শ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩. হযরত আবু বকর (রা.)-এর পিতার নাম কী? [খুলনা জিলা স্কুল]
ক আব্দুলাহ ওসমান
গ ইমাম আবু হানিফা ঘ শওকত
১৪. হযরত আবু বকর (রা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
৫৭৩ খ ৬৩০ গ ৫৭২ ঘ ৫৭৪
১৫. হযরত আবু বকর (রা.)-এর মাতার নাম কী? (জ্ঞান)
ক হালিমা খ মোমেনা গ আমিনা সালমা
১৬. ইয়ামামার যুদ্ধ শুরু হয় কখন? [মনিপুর উচ্চ বিদ্যালয়]
ক ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩৩ খ্রিষ্টাব্দে
গ ৬৩৪ খ্রিষ্টাব্দে ঘ ৬৩০ খ্রিষ্টাব্দে
১৭. হযরত আবু বকর (রা.) কে প্রথম খলিফা বলা হয় কেন? (অনুধাবন)
তিনি মহানবি (স.) এর ইন্তিকালের পর খলিফা হন
খ তিনি উমর (রা.) এর ইন্তিকালের পর খলিফা হন
গ তিনি উসমান (রা.) এর ইন্তিকালের পর খলিফা হন
ঘ তিনি মুয়াবিয়া (রা.) এর ইন্তিকালের পর খলিফা হন
১৮. হযরত আবু বকর (রা.) কে সিদ্দিক উপাধি দেওয়া হয় কেন? (অনুধাবন)
ক তিনি মহানবি (স.) এর সাথি ছিলেন
তিনি মেরাজের ঘটনা অকপটে বিশ্বাস করেন
গ তিনি প্রথম খলিফা হওয়ায়
ঘ তিনি রিদ্দার যুদ্ধ করার কারণে
১৯. কুরআন পাঠের সময় হযরত আবু বকর (রা.)-এর চোখ দিয়ে অশ্রæ ঝরত কেন?
ক তার চোখে রোগ ছিল
খ তার মাথা ব্যাথা হতো
গ তার চোখ অন্ধ ছিল
কুরআনের মহিমায় উজ্জীবিত হয়ে
২০. মহানবি (স.)-এর ইন্তিকালের পর বিভিন্ন সমস্যাবলি হযরত আবু বকর (রা.) কঠোরহস্তে দমন করেন? এতে তার কী প্রকাশ পায়? (প্রয়োগ)
ক বদান্যতা বিচক্ষণতা
গ অসারতা ঘ নীতিহীনতা
২১. হযরত আবু বকর (রা.) কঠোর হস্তে সমস্ত বিশৃঙ্খলা দূর করার ফলে ইসলামে কী আসে? (উচ্চতর দক্ষতা)
শান্তি খ অশান্তি গ বিশৃঙ্খলা ঘ যুদ্ধ
২২. হযরত আবু বকর (রা.) ইসলাম গ্রহণ করে তা প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। এর ফলে কী হয়? (উচ্চতর দক্ষতা)
ক তিনি টাকা উপার্জন করেন
মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে
গ তিনি সুনাম অর্জন করেন
ঘ তার প্রতিপত্তি বেড়ে যায়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩. হযরত আবু বকর (রা.)-এর উপাধি ছিল (উচ্চতর দক্ষতা)
র. সিদ্দিক
রর. আতিক
ররর. জিলান
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪. হযরত আবু বকর (রা) ছিলেন (উচ্চতর দক্ষতা)
র. সাহসী
রর. ধৈর্যশীল
ররর. স্বল্পভাষী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
শাহিন সাহেব নম্র ও ভদ্র প্রকৃতির লোক। কুরআন পাঠের সময় তার দু’চোখ দিয়ে অশ্রæ ঝরে।
২৫. শাহিনের জীবন কার জীবনের প্রতিচ্ছবি? (প্রয়োগ)
হযরত আবু বকর (রা.) খ হযরত উমর (রা.)-এর
গ হযরত ওসমান (রা.) ঘ হযরত আলী (রা.)-এর
২৬. উক্ত মনীষীর অনুকরণের ফলে শাহিন (উচ্চতর দক্ষতা)
র. মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিত হবেন
রর. ধৈর্যশীলতার গুণ অর্জিত হবে
ররর. প্রভাবশালী নেতা হতে পারবেন
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ র ও ররর র ও রর
ন্ধ পাঠ-৩ : হযরত উমর ফারুক (রা.)-এর জীবনাদর্শ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭. হযরত উমর (রা.) কত খ্রিষ্টাব্দে খলিফা নির্বাচিত হন? (জ্ঞান)
ক ৬৩২ ৬৩৪ গ ৬৭০ ঘ ৬৮০
২৮. হযরত মুহাম্মদ (স.) -এর নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশে কতজন ব্যক্তি লেখাপড়া জানতেন? (জ্ঞান)
ক ১৫ খ ১৬ ১৭ ঘ ১৮
২৯. হযরত মুহাম্মদ (স.) কে হত্যার উদ্দেশ্যে কতটি উট পুরস্কার ঘোষণা করা হয়? (জ্ঞান)
ক ৮০ ১০০ গ ১২০ ঘ ১৫০
৩০. যিনি অগ্নিশর্মা হয়ে বোনের বাড়ি গেলেন। তিনি কে? (প্রয়োগ)
ক হযরত আলী (রা.)
খ হযরত আবু বকর (রা.)
হযরত উমর ফারুক (রা.)
ঘ হযরত সাবিত (রা.)
৩১. হযরত উমর (রা.) মুসলিম জাহানের কততম খলিফা? (জ্ঞান)
ক প্রথম দ্বিতীয়
গ তৃতীয় ঘ চতুর্থ
৩২. হযরত উমর (রা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ৫৮১ খ ৫৮২ ৫৮৩ ঘ ৫৮৪
৩৩. উমর (রা.) বিচারব্যবস্থায় কেমন ছিলেন?
ক কোমল খ নমনীয়
ন্যায়পরায়ণ ঘ অন্যায়
৩৪. হযরত উমর (রা.)-এর উপাধি কী ছিল?
ক সিদ্দিক ফারুক গ গণি ঘ আসাদুলাহ
৩৫. হযরত উমর (রা.) প্রাথমিক অবস্থায় ইসলামের বিপক্ষে অবস্থান নেন কেন? (অনুধাবন)
ইসলামের শত্রæ হওয়ায়
খ টাকা না পাওয়ায়
গ মাথা খারাপ হওয়ায়
ঘ মানুষের প্ররোচনায়
৩৬. হযরত উমর (রা.) মহানবি (স.) কে হত্যার উদ্দেশ্যে গেলেন কেন? (অনুধাবন)
ক রাগ বেশি থাকায় খ তার বিকৃত মস্তিষ্ক থাকায়
পুরষ্কারের আশায় ঘ মানুষকে খুশি করতে
৩৭. হযরত উমর (রা.) এর মন পরিবর্তন হলো কেন? (অনুধাবন)
ক আশাহত হওয়ায় খ পরিবর্তন হওয়া স্বাভাবিক
গ মন পরিবর্তনশীল কুরআনের মহিমায়
৩৮. সোহেল হযরত উমর (রা.)-এর অনুসরণ করার ফলস্বরূপ আখিরাতে কী পাবে? (উচ্চতর দক্ষতা)
ক আরাফ জান্নাত গ জাহান্নাম ঘ হুর
৩৯. হযরত উমর (রা.) ইসলাম গ্রহণ করার ফলাফল কী হয়েছিল? (উচ্চতর দক্ষতা)
ক ইসলাম দুর্বল হয়েছিল খ মুসলমানগণ যিম্মি হয়েছিল
ইসলামের শক্তি বেড়ে গিয়েছিল ঘ ইসলামের অনেক ক্ষতি হয়েছিল
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪০. হযরত উমর (রা.) উম্মুক্ত তলোয়ার হাতে হত্যার উদ্দেশ্যে বের হওয়ার ফলে
র. মুসলমানগণ ভয় পায়
রর. সবাই হাসতে থাকে
ররর. সবাই বাহবা দেয়
নিচের কোনটি সঠিক?
র খ রর গ ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও :
ঢ দেশের শাসক ছিলো আইমাদ। তিনি খুবই সহজসরল জীবনযাপন করতেন। স্বাভাবিক লোভ-লালসা ও জাঁকজমক তাকে স্পর্শ করেনি, তার মধ্যে কঠোরতা ও কোমলতার ব্যাপক সমন্বয় ঘটেছিল। [মোহাম্মদপুর উ: বালিকা বি:, ঢাকা]
৪১. ঢ দেশের শাসক আইমাদ কোন খলিফার প্রতিচ্ছবি?
ক হযরত আবু বকর (রা.)-এর
খ হযরত উসমান (রা.)-এর
হযরত উমর (রা.)-এর
ঘ হযরত আলী (রা.)-এর
৪২. উক্ত অনুসরণীয় শাসককে স্পর্শ করতে পারেনি-
র. লোভ-লালসা
রর. বিলাসিতা
ররর. জাঁকজমক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ন্ধ পাঠ-৪ : হযরত খাদিজা (রা.)-এর জীবনাদর্শ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৩. হযরত খাদিজা (রা.) কে ছিলেন? (জ্ঞান)
মহানবি (স.)-এর স্ত্রী খ মহানবি (স.)-এর মেয়ে
গ একজন বৃদ্ধা মহিলা ঘ একজন সাধারণ মহিলা
৪৪. হযরত খাদিজা (রা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
৫৫৬ খ ৫৫৭ গ ৫৫৮ ঘ ৫৫৯
৪৫. হযরত খাদিজা (রা.)-এর পিতার নাম কী ছিল? (জ্ঞান)
ক আসাদ বিন ওয়ালিদ খোয়াইলিদ ইবনে আসাদ
গ আবু বকর ঘ আবু তালিব
৪৬. হযরত খাদিজা (রা.) মহানবি (স.) কে বিবাহ করলেন কেন?
মহানবি (স.) এর সততায় মুগ্ধ হয়ে
খ মহানবি (স.) এর চেহারা সুন্দর হওয়ায়
গ মহানবি (স.) কে তিনি ভালোবাসতেন
ঘ মহানবি (স.) এতিম হওয়ায়
৪৭. হযরত খাদিজা (রা.) কেন প্রসিদ্ধ নারী হিসেবে অভিহিত হন? (অনুধাবন)
তিনি ইসলামের জন্য সম্পদ ব্যয় করেন
খ তিনি দয়ালু হওয়ায়
গ প্রথম ইসলাম গ্রহণকারী
ঘ ধনী হওয়ায়
৪৮. হযরত খাদিজা (রা.) মহানবি (স.) কে তার ব্যবসার দায়িত্ব দিলেন কেন? (অনুধাবন)
ক ভালোবাসতেন বলে খ সুন্দর ছিলেন বলে
সততায় মুগ্ধ হয়ে ঘ এতিম হওয়ায়
৪৯. হযরত খাদিজা (রা.) মহানবি (স.) কে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যান কেন? (অনুধাবন)
ক তাকে দাওয়াত দেয়ার জন্য
হেরা গুহায় সংঘটিত ঘটনা জানার জন্য
গ বিদ্য শিক্ষার জন্য
ঘ ওয়ারাকা প্রভাবশালী ছিলেন
৫০. লাবিদা তার স্বামীকে ভালোবাসেন। স্বামীর যাবতীয় কাজে তাকে সাহায্য করেন। স্বামীর অনুপস্থিতিতে তার জন্য ব্যাকুল থাকেন। লাবিদার জীবন কোন মহীয়সীর জীবনের সাথে মিলে যায়? (প্রয়োগ)
ক মাদার তেরেসার খ আনন্দময়ীর
গ বেগম রোকেয়ার হযরত খাদিজা (রা.) এর
৫১. মহানবি (স.) বলেছেন আল্লাহ খাদিজার চেয়ে কোনো উত্তম নারী আমাকে দেননি। এতে খাদিজার কী প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
শ্রেষ্ঠত্ব খ ভালোবাসা
গ সহানুভ‚তি ঘ মমতা
৫২. মায়মুনার বয়স চল্লিশ বছর। সে তার পাশের গ্রামের পঁচিশ বছর বয়সী সাইফুলকে বিবাহ করে। তার সাথে কোন মহীয়সীর জীবনের সাদৃশ্য রয়েছে?
হযরত খাদিজা (রা.) –এর
খ হযরত আয়িশা (রা.) -এর
গ হযরত আসিয়া (আ.) –এর
ঘ হযরত হাজেরা (আ.) -এর
৫৩. খাদিজা (রা.)-এর গর্ভে হযরত মুহাম্মদ (স.)-এর কতজন কন্যা সন্তানের জš§ হয়? (প্রয়োগ)
৪ খ ৫ গ ৩ ঘ ২
৫৪. হযরত খাদিজা (রা.) কোন মাসে পরলোকগমন করেন? (প্রয়োগ)
রমযান মাসে খ শাবান মাসে
গ যিলকদ মাসে ঘ যিলহজ মাসে
৫৫. শিরিন প্রতিদিন দান সদকা করেন। নিয়মিত নামায পড়েন। তার সাথে কোন মহীয়সীর সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
হযরত খাদিজা (রা.) খ হযরত আসিয়া (রা.)
গ হযরত মায়মুনা (রা.) ঘ হযরত জুবাইদা (রা.)
৫৬. মহানবি (স.) মর্মাহত হলেন কেন? (অনুধাবন)
মহানবি (স.) -এর পুত্রগণ ইন্তেকাল করায়
খ মহানবি (স.) -এর কন্যাগণ ইন্তেকাল করায়
গ মহানবি (স.) -এর চাচা ইন্তেকাল করায়
ঘ মহানবি (স.) -এর দাদা ইন্তেকাল করায়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৭. হযরত খাদিজা (রা.)-এর গর্ভে জন্মগ্রহণকারী মহানবি (স.)-এর পুত্র সন্তানদের নাম ছিল (অনুধাবন)
র. কাছিম রর. আবদুলাহ
ররর. জাহিদ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. হযরত খাদিজা ছিলেনÑ (অনুধাবন)
র. পূণ্যবতী
রর. আদর্শবান
ররর. বিলাসী
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও :
সতীসাধ্বী রাবেয়া এতিম মামুনকে বিশটি উটের মোহরানা ধার্য করে বিবাহ করে। এ বিবাহ মামুনের চাচার সম্মতিতে অনুষ্ঠিত হয়।
৫৯. রাবেয়ার জীবন কোন মহীয়সীর জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ?
হযরত খাদিজা (রা.) খ হযরত আয়িশা (রা.)
গ হযরত উম্মে সালমা (রা.) ঘ হযরত মায়মুনা (রা.)
৬০. রাবেয়া বজায় রেখেছেন
র. হযরত খাদিজা (রা.)-এর আদর্শ
রর. হযরত আয়িশা (রা.)-এর আদর্শ
ররর. হযরত মায়মুনা (রা.)-এর আদর্শ
নিচের কোনটি সঠিক?
র খ রর গ ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৫ : হযরত ইমাম আবু হানিফা (র.)-এর জীবনাদর্শ
º বোর্ড বই, পৃষ্ঠা ১০৭
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬১. ইমাম আবু হানিফা (র.) কত হিজরীতে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
৮০ খ ৮১ গ ৮২ ঘ ৮৩
৬২. ইমাম আবু হানিফা (র.)-এর আসল নাম কী? (জ্ঞান)
ক নেয়াজ নোমান গ সিদ্দিক ঘ ছাবিত
৬৩. ইমাম আবু হানিফা (র.)-এর বাবার নাম কী? (জ্ঞান)
ছাবিত খ আনাস গ আব্দুলাহ ঘ ফারুক
৬৪. ইমাম আবু হানিফা (র.)-এর জন্ম কোথায়?
ক ভারতে খ আরবে
গ আফগানিস্তানে ইরাকে
৬৫. ইমাম আবু হানিফা (র.)-এর শ্রেষ্ঠ শিষ্য ছিলেন কত জন? (জ্ঞান)
ক ৩ ৪ গ ৫ ঘ ৬
৬৬. ইমাম আবু হানিফা (র.) কত হিজরিতে মারা যান? (জ্ঞান)
ক ১৪৯ ১৫০ গ ১৫১ ঘ ১৫২
৬৭. ‘কুতুবে হানাফিয়্যা’ তে কত হাজার মাসআলা ছিল? (জ্ঞান)
ক ৮২ ৮৩ গ ৮৪ ঘ ৮৫
৬৮. ইমাম আবু হানিফা (র.) বিখ্যাত ছিলেন কেন? (অনুধাবন)
ফিকহ শাস্ত্রের কারণে
খ হাদিস শাস্ত্রের কারণে
গ মানতিক শাস্ত্রের কারণে
ঘ বালাগাত শাস্ত্রের কারণে
৬৯. নাসির হোসেন মাসআলা মাসায়েলে ব্যুৎপত্তি অর্জন করতে চান। এ ক্ষেত্রে তিনি কাকে অনুসরণ করবেন? (প্রয়োগ)
ক ইমাম জয়নুল আবেদীন ইমাম আবু হানিফা
গ ইমাম আবুল হোসেন ঘ ইমাম শাহজাহান
৭০. তালেব ইমাম আবু হানিফা (র.) কে অনুসরণ করার কারণে তার পরকালীন পরিণতি কী হবে? (উচ্চতর দক্ষতা)
জান্নাত লাভ করবে খ জাহান্নাম লাভ করবে
গ আরাম লাভ করবে ঘ শাস্তির সম্মুখীন হবে
৭১. চারটি মাযহাবের মধ্যে হানাফি মাযহাব সর্বশ্রেষ্ঠ। এর কারণ কী?
ক এ মাযহাব নতুন খ এ মাযহাব অতি প্রাচীন
গ এ মাযহাবে লোক বেশি হানাফী মাযহাব সহজ-সরল
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭২. হযরত ইমাম আবু হানিফা (র.) জ্ঞান অর্জন করেছিলেনÑ (অনুধাবন)
র. হাদিস শাস্ত্রে
রর. ফার্সি সাহিত্যে
ররর. ফিকহশাস্ত্রে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৩. হযরত ইমাম আবু হানিফা (র.)-এর শিষ্য ছিলেন (অনুধাবন)
র. ইমাম আবু ইউসুফ (র.)
রর. ইমাম মুহাম্মদ (র.)
ররর. ইমাম যুফার (র.)
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
মাহবুবে এলাহী সরকারের দেওয়া সম্মানজনক প্রস্তাব প্রত্যাখ্যান করে দৈহিক নির্যাতনের শিকার হন এবং কারাবরণ করেন। অবশেষে সরকারের আদেশেই তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়।
৭৪. কোন মহান ব্যক্তির জীবনের সাথে মাহবুবে এলাহীর সাদৃশ্য রয়েছে?(জ্ঞান)
ক ইমাম আবু ইউসুফ (র.)
খ ইমাম মুহাম্মদ (র.)
গ ইমাম যুফার (র.)
ইমাম আবু হানিফা (র.)
৭৫. উক্ত মনীষী মৃত্যুবরণ করে বজায় রেখেছেন (অনুধাবন)
র. সম্মান রর. দৃঢ়তা
ররর. সততা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ন্ধ পাঠ-৬ : হযরত আব্দুল কাদের জিলানী (র.)-এর জীবনাদর্শ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৬. হযরত আব্দুল কাদের জিলানী (র.) কত হিজরিতে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
৪৭০ খ ৪৭১ গ ৪৭২ ঘ ৪৭৩
৭৭. আব্দুল কাদের জিলানী (র.) কোন দেশে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ইরাক ইরান
গ সৌদি আরব ঘ ইয়ামেন
৭৮. আব্দুল কাদের জিলানী (র.)-এর উপনাম কী?
মুহিউদ্দীন খ আব্দুলাহ
গ আবু সালেহ ঘ আবু বকর
৭৯. আব্দুল কাদের জিলানী (র.)-এর মাজার কোথায় অবস্থিত? (জ্ঞান)
বাগদাদে খ মদিনায়
গ মক্কায় ঘ ইরানে
৮০. হযরত আব্দুল কাদের জিলানী (র.) কে জিলানী বলা হয় কেন? (অনুধাবন)
জিলানে তার জš§ হওয়ায়
খ জিলান তার আসল নাম
গ জিলান তার পিতার নাম
ঘ জিলান তার বংশের নাম
৮১. হযরত আব্দুল কাদের জিলানী (র.) কে কুতুবে রাব্বানি বলা হয় কেন? (অনুধাবন)
ক তিনি অনেক কিতার পড়তেন এটি তার উপাধি
গ এটি তার জš§স্থানের নাম ঘ এটি তার তরিকার নাম
৮২. হযরত আব্দুল কাদের জিলানী (র.) কে আওলাদে রাসুল বলা হয় কেন? (অনুধাবন)
ক তার অনেক আওলাদ ছিল খ তার পিতার নাম আওলাদ মিয়া
তিনি রাসুল (স.) এর বংশধর ঘ তিনি আওলাদ বংশের
৮৩. হযরত আব্দুল কাদের জিলানী (র.) বাগদাদ রওয়ানা দিলেন কেন? (অনুধাবন)
ক সফরের উদ্দেশে খ চাকরির উদ্দেশে
গ ব্যবসার উদ্দেশে শিক্ষার উদ্দেশে
৮৪. হযরত আব্দুল কাদের জিলানী (র.) শিশুকালে দিনের বেলায় মাতৃদুগ্ধ পান করেননি কেন? (অনুধাবন)
রমযানের রোযা হওয়ায় খ পেটে অসুখ ছিল
গ ঘুমের কারণে ঘ মা তাকে দুধ দেয়নি
৮৫. জামি জš§গ্রহণ করে দিনের বেলায় মায়ের দুধ পান করেননি। তার সাথে কোন মনীষীর সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক হযরত আবু বকর (রা.)-এর
হযরত আব্দুল কাদের জিলানী (র.)-এর
গ হযরত আদম (আ.)-এর
ঘ হযরত নিজামুদ্দীন (র.)-এর
৮৬. হযরত আব্দুল কাদের জিলানী (র.) বলেন“আফসোস তোমার নিকট পুরোদিনের খাবার মজুদ আছে। অথচ তোমার প্রতিবেশী উপবাস থাকছে।” এতে তার কী প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
মমতা খ নিষ্ঠুরতা গ অভিনয় ঘ বিড়ম্বনা
৮৭. ডাকাত সর্দারের কথায় হযরত আব্দুল কাদের জিলানী (র.) তার নিকট স্বর্ণ থাকার কথা অকপটে স্বীকার করেন। এর ফলে কী হয়েছিল?
ক ডাকাতরা স্বর্ণ নিয়ে গিয়েছিল
খ ডাকাতরা তাকে ধমক দিয়েছিল
ডাকাতরা ভালো হয়ে গিয়েছিল
ঘ ডাকাতরা তাকে হত্যা করেছিল
৮৮. ডাকাতদের ন্যায় আমরাও যদি অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাই তাহলে আমাদের পরকালীন পরিণতি কীরূপ হবে? (উচ্চতর দক্ষতা)
সুখময় খ স্বাভাবিক গ গতিশীল ঘ অশান্তিময়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৯. হযরত আব্দুল কাদের জিলানী (র.)-এর উপাধি ছিল (অনুধাবন)
র. জালালী রর. মুহিউদ্দীন
ররর. কুতুবে রাব্বানি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও :
ক্লাসে শিক্ষক ছাত্রদের এমন একজন মহান সাধকের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করলেন, যিনি ছিলেন সত্যবাদী, বুদ্ধিমান ও আখলাকে হামিদাহ সম্পন্ন মহামানব।
৯০. শিক্ষক কোন মনীষীর জীবন আলোচনা করলেন? (প্রয়োগ)
আব্দুল কাদের জিলানী (র.) খ ইবনুল আরাবী (র.)
গ নিজামুদ্দীন (র.) ঘ মহিউদ্দিন আযমী (র.)
৯১. উক্ত জীবনাদর্শ অনুসরণ করার ফলে সুন্দর হবেÑ (উচ্চতর দক্ষতা)
র. আখলাক
রর. জীবন
ররর. আখিরাত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১ হযরত মুহাম্মদ (স.)-এর জীবনাদর্শ
ইসলামপুর গ্রামে হোসাইন একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের ছয় মাস আগেই তার বাবা মারা যায়। এরপর হোসাইনের বয়স যখন ছয় বছর তখন তার মাও মারা যায়। এরপর এতিম হোসাইন তার দাদার কাছে বড় হতে থাকে। দিন দিন তার মধ্যে বিভিন্ন সৎ গুণাবলি পরিলক্ষিত হচ্ছে। [মোহাম্মদপুর উ: বালিকা বি: ঢাকা]
ক. ‘হিলফুল ফুযুল’ কী? ১
খ. মহানবি (স.) অত্যন্ত মর্মাহত হন কেন? ২
গ. কোন মনীষীর জীবনীর সাথে উদ্দীপকের হোসাইনের জীবনীর মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর, উক্ত মনীষীর গুণাবলি বিশ্বমানবতার জন্য আদর্শস্বরূপ? বিশ্লেষণ কর। ৪
ক মহানবি (স.) কর্তৃক গঠিত একটি শান্তিসংঘ।
খ হযরত খাদিজা (রা.)-এর গর্ভে মহানবি (স.)-এর তিন পুত্র যথা : কাছিম, আব্দুল্লাহ ও তাহির এবং চার কন্যা যথা : হযরত জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা (রা.) জন্মগ্রহণ করেন। কিন্তু পুত্রগণ শৈশবেই দুনিয়া হতে বিদায় নেন। এতে মহানবি (স.) অত্যন্ত মর্মাহত হন।
গ সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (স.)-এর জীবনীর সাথে উদ্দীপকে উলিখিত হোসাইনের জীবনীর মিল রয়েছে। মহানবি হযরত মুহাম্মদ (স.) এতিম ছিলেন। জন্মের পূর্বেই তাঁর পিতা আব্দুলাহ মারা গিয়েছিলেন এবং মাতা আমিনা তাঁর জন্মের ছয় বছরের মধ্যে মারা গিয়েছিলন। এরপর তিনি দাদা আবদুল মুত্তালিবের কাছে বড় হয়েছিলেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই যে, হোসাইনের জšে§র ছয়মাস আগেই তার পিতা মারা যায়। ছয় বছর বয়সে তার মাতাও মারা যায়। এরপর তার দাদার নিকট বড় হতে থাকে। সুতরাং, মহানবি (স.) এর জীবনের সাথে উদ্দীপকের হোসাইনের জীবনের মিল রয়েছে।
ঘ আমি মনে করি, মহানবি (স.) এর গুণাবলি বিশ্বমানবতার জন্য আদর্শস্বরূপ। মহানবি (স.) ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন আদর্শ মহামানব। চারিত্রিক সকল ভালো গুণাগুণ তাঁর মধ্যে পরিলক্ষিত হয়। তিনি অহংকার, অপব্যয়, অর্থহীন ও অনৈতিক কথা থেকে নিজেকে মুক্ত রাখতেন অন্যের ব্যথায় ব্যথিত হতেন। মানবতার কল্যাণে নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন। তিনি ছিলেন সত্যবাদী। তাঁকে আপন-পর সবাই আল-আমিন (বিশ্বাসী) উপাধিতে ভ‚ষিত করেন। এককথায় তিনি পৃথিবীর সকল প্রাণি ও জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন। উদ্দীপকেও দেখা যায়, বড় হওয়ার সাথে সাথে হোসাইনের মধ্যে বিভিন্ন সৎ গুণাবলি পরিলক্ষিত হচ্ছে। মূলত তার এসব গুণাবলি মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর গুণাবলির প্রতিচ্ছবি মাত্র যা বিশ্ব মানবতার জন্য আদর্শস্বরূপ।
প্রশ্ন- ২ হযরত আবু বকর সিদ্দিক (রা.)
মাহফুজ নিয়মিত ইসলামি মনীষীগণের জীবনচরিত অধ্যয়ন করে। আজ সে এমন একজন মনীষীর জীবনচরিত নিয়ে অধ্যয়ন করে যিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। ব্যক্তিগত জীবনে যিনি ছিলেন স্বল্পভাষী, সাহসী, ধৈর্যশীল, বিচক্ষণ ও দূরদর্শী। যিনি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরতের সাথি ছিলেন। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর তিনি ইসলামের ব্যাপক খেদমত করেন।
ক. ইমাম আবু হানিফা (র.)-এর মাযহাবের নাম কী? ১
খ. মহানবি (স.) ‘হিলফুল ফুযুল’ গঠন করলেন কেন? ২
গ. মাহফুজ কোন মনীষীর জীবন চরিত নিয়ে অধ্যয়ন করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত মনীষীর খেলাফত পরবর্তী অবদান মূল্যায়ন কর। ৪
ক ইমাম আবু হানিফা (র.)-এর মাযহাবের নাম হানাফি মাযহাব।
খ শান্তি প্রতিষ্ঠা করার জন্য মহানবি (স.) হিলফুল ফুযুল গঠন করলেন। ওকায মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়। তা একটানা পাঁচ বছর চলতে থাকে। এতে অনেক লোকের প্রাণহানি ঘটে। মহানবি (স.) এসব হানাহানি ও রক্তারক্তি অবস্থা দেখে ব্যথিত হন। অবশেষে তিনি শান্তিকামী কয়েকজন যুবককে নিয়ে হিলফুল ফুযুল নামে একটি শান্তিসংঘ গঠন করেন।
গ মাহফুজ হযরত আবু বকর (রা.) এর জীবনচরিত নিয়ে অধ্যয়ন করেছেন।
হযরত আবু বকর (রা.) ছিলেন স্বল্পভাষী, সাহসী, ধৈর্যশীল, বিচক্ষণ ও দূরদর্শী। সততা, ধর্মভিরুতা ও বদান্যতার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়। দুঃখী ও আর্তের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেন। তিনি ইসলামের জন্য তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। উদ্দীপকে মাহফুজ মূলত হযরত আবু বকর (রা.)-এর জীবনী অধ্যয়ন করে, যিনি প্রথম ইসলামগ্রহণকারী, স্বল্পভাষী, ধৈর্যশীল বিচক্ষণ ও দূরদর্শী এবং মহানবি (স.) এর সাথে হিজরতকারী। সুতরাং বলা যায়, মাহফুজ ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা.)-এর জীবনচরিত অধ্যয়ন করেছেন।
ঘ হযরত মুহাম্মদ (স.)-এর ওফাতের পর হযরত উমর (রা.) ও অন্য সাহাবিগণ হযরত আবু বকর (রা.)-কে খলিফা নির্বাচনের ব্যাপারে পরামর্শ করে তাঁকে ৮ই জুন ৬৩২ খ্রিস্টাব্দে মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত করেন। রাসুল (স.)-এর ওফাতের পর মুসলমানদের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এ সময় কিছু লোক নবি হওয়ার মিথ্যা দাবি করে, আবার কেউ কেউ যাকাত দিতে অস্বীকৃতি জানায়, কেউ কেউ ইসলাম ত্যাগ করে। হযরত আবু বকর সিদ্দিক (রা.) কঠোরভাবে সমস্ত বিশৃংখলা দূর করেন ও শান্তি স্থাপন করেন। তিনি কুরআন সংরক্ষণ ও সংগ্রহ করার জন্য হযরত যায়েদ ইবনে ছাবিত (রা.)-কে নির্দেশ দেন।
প্রশ্ন- ৩ হযরত উমর ফারুক (রা.)-এর ইসলাম গ্রহণ ও ন্যায়পরাণয়তা
সুকান্ত রায় একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি লোকমুখে শুনতে পান তার বোন কামিনি রায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা সুকান্ত শোনার পর ক্ষিপ্ত হয়ে কামিনির বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান কামিনি একটি গ্রন্থ পড়ছেন। এতে সুকান্তের মাথা গরম হয়ে যায় সে তার বোনকে আঘাত করে। কিছুদিন পর সুকান্ত রায়ও ইসলাম ধর্ম গ্রহণ করে ন্যায়নিষ্ঠ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। [মানিকগঞ্জ স. উ: বি:]
ক. আল-আমিন শব্দের অর্থ কী? ১
খ. ইসলামের দ্বিতীয় খলিফা রাতের আঁধারে একাকি বের হতেন কেন? ২
গ. উদ্দীপকের সুকান্তের কাহিনি মুসলিম জাহানের কোন খলিফার কাহিনির সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. “ন্যায়পরায়ণতা ও একনিষ্ঠতা ছিল উক্ত খলিফার শাসনামলের মূলনীতি”। মন্তব্যের পক্ষে যুক্তি উপস্থাপন কর। ৪
ক আল-আমিন শব্দের অর্থ বিশ্বাসী।
খ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) খলিফা নির্বাচিত হওয়ার পর সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আঁধারে একাকি বের হয়ে পড়তেন। প্রয়োজনে নিজের কাঁধে খাদ্যসামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন।
গ উদ্দীপকের সুকান্ত রায়ের কাহিনিটি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)-এর ইসলাম গ্রহণের কাহিনির সাথে মিল রয়েছে। হযরত উমর ফারুক (রা.) ইসলাম গ্রহণের আগে মুহাম্মদ (স.) কে হত্যার উদ্দেশ্যে বের হন। পথে নঈম ইবন আব্দুল্লাহর নিকট থেকে বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর শুনে অগ্নিশর্মা হয়ে বোনের বাড়ি গেলেন। তাঁর বোন ও ভগ্নিপতি তখন পবিত্র কুরআনের সূরা ত্বহা পাঠ করছিলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর আঘাত করতে থাকেন। উদ্দীপকে সুকান্তও অনুরূপ তার বোন কামিনিকে আঘাত করেন। হযরত উমর (রা.) তাঁদের বললেন, তোমরা কী পাঠ করছিলে তা আমাকে দেখাও। উত্তরে তাঁর বোন বলল, এটা পবিত্র গ্রন্থ, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। পরে তিনি পবিত্র হয়ে আসলে তাঁকে কুরআন মজিদ পড়তে দেওয়া হয়। তিনি তখন ইসলাম গ্রহণের উদ্দেশে রাসুল (স.)-এর নিকট যাওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং ইসলাম গ্রহণ করেন। উদ্দীপকের সুকান্তও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। সুতরাং উদ্দীপকের সুকান্তের কাহিনির সাথে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার কাহিনির মিল রয়েছে।
ঘ “ন্যায়পরাণয়তা ও একনিষ্ঠতা ছিল উক্ত খলিফা তথা উমর (রা.)-এর শাসনামলের মূলনীতি।” মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুক্তিসংগত।
রাজ্যশাসনে হযরত উমর (রা.) রাসুল (স.) এর আদর্শ অনুসরণ করতেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর তেমনি মানুষের দুঃখকষ্টে তিনি ছিলেন অতি কোমল। ইনসাফ প্রতিষ্ঠায় তিনি বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সবার জন্য নির্ধারিত ছিল। তাছাড়া জেরুজালেমে যাওয়ার পথে ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ ও একনিষ্ঠ শাসকের বিরল ঘটনা। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, ন্যায়পরায়ণতা ও একনিষ্ঠতা ছিল ‘হযরত উমর (রা.) এর শাসনামলের মূলনীতি”উক্তিটি যথার্থ।
প্রশ্ন- ৪ হযরত খাদিজা (রা.)
কামিল হোসেন একজন ধর্মপরায়ণ যুবক। তার বিয়ের জন্য পার্শ¦বর্তী গ্রামের সালমা খাতুনের প্রস্তাব আসে। সালমা খাতুন বয়সে কামিলের তুলনায় সাত বছরের বড় এবং তার প্রথম স্বামী মারা গেছে। সালমা খাতুনের প্রস্তাব কামিল সাদরে গ্রহণ করে এবং তাদের মধ্যে বিয়ে হয়। দুজনের বয়সের পার্থক্য থাকলেও তারা দাম্পত্য জীবনে খুবই সুখী হয়। সালমা তার স্বামী কামিলকে খুবই ভালোবাসে। স্বামীভক্ত সালমা কামিলকে সৎ কাজে উৎসাহ যোগায়।
ক. ফারুক শব্দের অর্থ কী? ১
খ. হযরত খাদিজা (রা.) মহানবি (স.) কে কীভাবে সান্ত¡না দেন? ২
গ. উদ্দীপকের সালমা খাতুনের সাথে কোন মহীয়সীর জীবনের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর উক্ত মহীয়সীর চারিত্রিক গুণাবলি বিশ্বের নারীদের জন্য অনুকরণীয় আদর্শ? মতামত দাও। ৪
ক ফারুক শব্দের অর্থ সত্য-মিথ্যার পার্থক্যকারী।
খ হযরত খাদিজা (রা.) মহানবি (স.)-কে বিভিন্নভাবে সান্ত¡না দেন। যেমন : হেরা গুহায় নবুয়ত প্রাপ্ত হয়ে মহানবি (স.) যখন ভীত-সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তখন হযরত খাদিজা (রা.) স্বীয় স্বামীর অবস্থা বুঝতে পেরে বুদ্ধিমত্তার সাথে তাঁকে এ বলে সান্ত¡না দেন যে, ‘ভীত হওয়ার কিছু নেই, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, দুস্থ অভাবীদের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন।
গ উদ্দীপকের সালমা খাতুনের সাথে হযরত খাদিজা (রা.)-এর জীবনের মিল রয়েছে। হযরত খাদিজা (রা.) যুবক মুহাম্মদ (স.) এর অসাধারণ চরিত্রগুণে মুগ্ধ হয়ে তাঁর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব করেন। হযরত মুহাম্মদ (স.)-এর বয়স ছিল তখন ২৫ বছর। আর খাদিজা (রা.)-এর বয়স ছিল ৪০ বছর। রাসুল (স.)-এর চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিশটি উটের মোহরের বিনিময়ে এ বিবাহ সম্পন্ন হয়। বয়সের পার্থক্য থাকলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়েছিল। উদ্দীপকে ধর্মপরায়ণ যুবক কামিলকে পার্শ্ববর্তী গ্রামের সালমা বিয়ের প্রস্তাব দেয়। কামিল সে প্রস্তাব সাদরে গ্রহণ করে সালমাকে বিয়ে করে। সালমা কামিলের চেয়ে বয়সে বড় হলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়। সুতরাং এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, উদ্দীপকের সালমার জীবন যেন হযরত খাদিজা (রা.) এর জীবনের প্রতিচ্ছবি।
ঘ আমি মনে করি, উক্ত মহীয়সী নারী হযরত খাদিজা (রা.)-এর চারিত্রিক গুণাবলি বিশ্বের নারীদের জন্য অনুকরণীয় আদর্শ। হযরত খাদিজা (রা.) জাহেলি যুগে জš§গ্রহণ করেও সৎ চরিত্রের অধিকারিণী ছিলেন। তিনি ইসলাম প্রচারে হযরত মুহাম্মদ (স.) কে সাহস ও উৎসাহ প্রদান করতেন। ইসলামের খাতিরে তাঁর সকল সম্পদ দান করার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন। হযরত খাদিজা (রা.) এর স্বামীভক্তি ছিল অতুলনীয়। আবার হযরত মুহাম্মদ (স.) কখনো বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরলে হযরত খাদিজা (রা.) তাঁকে সহানুভ‚তির সাথে সান্ত¡না দিতেন ও সাহস যোগাতেন। সুতরাং উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, উক্ত মহীয়সীর অর্থাৎ হযরত খাদিজা (রা.)-এর চারিত্রিক গুণাবলি বিশ্বের নারীদের জন্য অনুকরণীয় আদর্শ।
প্রশ্ন- ৫ হযরত ইমাম আবু হানিফা (র.)
আব্দুল আলিম একজন উচ্চশিক্ষিত ব্যক্তি। তিনি কলেজে শিক্ষকতা করেন। আব্দুল আলিম অল্প বয়সেই পবিত্র কুরআনের হাফিয হন। জ্ঞান গরিমায় তার কোনো তুলনা হয় না। ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধার প্রতি তিনি বিশেষ নজর দেন।
ক. হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ১
খ. ইমাম আবু হানিফা (র.) এর শৈশবকাল কেমন ছিল? ২
গ. উদ্দীপকের আব্দুল আলিমের আদর্শে ইসলামের কোন মনীষীর আদর্শের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ইসলামে উক্ত মনীষীর অবদান অপরিসীম- মতামত দাও। ৪
ক হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম আবু হানিফা (র.)।
খ শৈশবকালেই ইমাম আবু হানিফা (র.) অসাধারণ মেধার অধিকারী ছিলেন। তিনি অল্প বয়সেই পবিত্র কুরআনের হাফিয হন। তিনি কুরআন, হাদিস ও ফিকহশাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন।
গ উদ্দীপকের আব্দুল আলিমের আদর্শে হযরত ইমাম আবু হানিফা (র.)-এর আদর্শের প্রতিফলন ঘটেছে। হযরত ইমাম আবু হানিফা (র.) অসাধারণ মেধার অধিকারী ছিলেন। তিনি অল্প বয়সেই পবিত্র কুরআনের হাফিয হন। তিনি কুরআন, হাদিস ও ফিকহশাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। তার বহু ছাত্র পরবর্তীতে ইলম চর্চায় আত্মনিয়োগ করেন। উদ্দীপকে আব্দুল আলিমও অল্প বয়সেই পবিত্র কুরআনের হাফিয হন। তিনি ছিলেন অগাধ জ্ঞানের অধিকারী। কলেজের শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার প্রতি তিনি বিশেষ নজর দেন। সুতরাং আমরা বলতে পারি, আব্দুল আলিমের আদর্শে ইমাম আবু হানিফা (র.)-এর আদর্শের প্রতিফলন ঘটেছে।
ঘ ইসলামে উক্ত মনীষী তথা ইমাম আবু হানিফা (র.)-এর অবদান অপরিসীম এ বিষয়ে আমি একমত। ইমাম আবু হানিফা (র.) ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকহশাস্ত্রবিদ। মানুষ যাতে সহজ ও সঠিকভাবে শরিয়তের বিষয়গুলো পালন করতে পারে সেজন্য তিনি শ্রেষ্ঠ ফিকহবিদদের সমন্বয়ে একটি ‘ফিকহ সম্পাদনা পরিষদ’ গঠন করেন। তাঁর সম্পাদিত প্রায় তিরাশি হাজার মাসআলা সংবলিত ‘কুতুবে হানাফিয়্যা’ রচিত হয়। বর্তমানে আমরা তার ফিকহশাস্ত্রেরই অনুসারী। আমরা তার ফিকহশাস্ত্রের ওপর জ্ঞান লাভ করে মুসলিম হিসেবে সফল হতে পারি। সুন্দর জীবন গড়তে পারি। সুতরাং নিঃসন্দেহে ইসলামে ইমাম আবু হানিফা (র.) এর অবদান অপরিসীম।
অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ৬ হযরত মুহাম্মদ (স.)
আমাদের নবি হযরত মুহাম্মদ (স.) জন্মের ছয় বছর পরে মাকে হারান। মাতৃগর্ভে থাকতে বাবাকেও হারিয়েছেন। বাল্যকালেই তিনি ইয়াতিম হন। শিশু বয়সে চারিত্রিক ভালো গুণগুলো তার মধ্যে পরিলক্ষিত হয়েছিল। যুবক বয়সে শান্তি প্রতিষ্ঠার জন্য “হিলফুল ফুযুল” প্রতিষ্ঠা করেন। সকলে তাকে “আল-আমিন” বা বিশ্বাসী বলে ডাকত।
ক. হযরত মুহাম্মদ (স.)-এর মাতার নাম কী? ১
খ. হযরত মুহাম্মদ (স.)-এর জন্মের সময় আরবের সামাজিক অবস্থা কেমন ছিল? ২
গ. উদ্দীপকে উল্লিখিত হযরত মুহাম্মদ (স.)-এর ডাক নামের কারণ বর্ণনা কর। ৩
ঘ. বর্তমানে সমাজে উদ্দীপকের সংগঠনের প্রয়োজনীয়তা কতটুকু? ব্যাখ্যা কর। ৪
ক হযরত মুহাম্মদ (স.)-এর মাতার নাম আমিনা।
খ হযরত মুহাম্মদ (স.)-এর জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ ও জঘন্য। আরবরা নানা পাপে লিপ্ত ছিল। মারামারি, কাটাকাটি, ঝগড়া-বিবাদ, চুরি-ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি ও অরাজকতা করে তাদের জীবন চলত।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ হযরত মুহাম্মদ (স.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ শান্তি প্রতিষ্ঠায় মহানবি (স.)-এর অবদান আলোচনা কর।
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ হযরত মুহাম্মদ (স.) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : হযরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন \ ২ \ হযরত মুহাম্মদ (স.)-এর পিতার নাম কী?
উত্তর : হযরত মুহাম্মদ (স.)-এর পিতার নাম আব্দুলাহ।
প্রশ্ন \ ৩ \ হযরত মুহাম্মদ (স.) কখন পরলোকগমন করেন?
উত্তর : হযরত মুহাম্মদ (স.) ৬৩২ খ্রিষ্টাব্দে মদিনায় পরলোকগমন করেন।
প্রশ্ন \ ৪ \ মহানবি (স.)-এর হিজরতের সময় কে সঙ্গে ছিলেন?
উত্তর : মহানবি (স.)-এর হিজরতের সময় হযরত আবু বকর (রা.) সঙ্গে ছিলেন।
প্রশ্ন \ ৫ \ হযরত আব্দুল কাদের জিলানী (র.) কে ছিলেন?
উত্তর : হযরত আব্দুল কাদের জিলানী (র.) যুগবরেণ্য শ্রেষ্ঠ ওলী ছিলেন। তিনি হযরত ইমাম হোসাইন (রা.)-এর বংশধর ছিলেন।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ প্রাক-ইসলামি যুগে আরবের অবস্থা কেমন ছিল?
উত্তর : প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ ও জঘন্য। তারা মারামারি, কাটাকাটি, ঝগড়া-বিবাদ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি ও অরাজকতায় লিপ্ত ছিল। তারা কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত।
প্রশ্ন \ ২ \ হযরত আব্দুল কাদের জিলানী (র.) -এর শিক্ষাজীবন কেমন ছিল?
উত্তর : হযরত আব্দুল কাদের জিলানী (র.) ছিলেন একজন মহান ওলি। তিনি বাল্যকাল হতেই শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল ও জ্ঞানানুরাগী ছিলেন। শৈশবে তিনি কুরআন মুখস্থ করেন। জিলানে প্রাথমিকশিক্ষা সমাপ্ত করার পর ১৮ বছর বয়সে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশে বাগদাদ গমন করেন। নিজামিয়া মাদরাসায় তাফসির, হাদিস, ফিকহ, উসূল, ধর্মতত্ত¡, তর্কশাস্ত্র, ইতিহাস ও দর্শনে উচ্চ শিক্ষালাভ করেন।