৪র্থ শ্রেণির/ চতুর্থ শ্রেণির গণিত প্রথম অধ্যায় বড় সংখ্যা ও স্থানীয় মান অনুশীলনীর প্রশ্ন সমাধান নিচে দেওয়া হলো। এখানে অনুশীলনীর সমাধানের সাথে সাথে এই অধ্যায়ের ভীতরের প্রশ্নগুলোর উত্তর ও দেওয়া হলো।
চতুর্থ শ্রেণির গণিত প্রথম অধ্যায় বড় সংখ্যা ও স্থানীয় মান
১.১ পাঁচ অঙ্কের সংখ্যা
ছবিতে আরও ৩৪২৫ টি টিকেট রয়েছে, সর্বমোট টিকেট সংখ্যা হল (১০০০০+৩৪২৫) = ১৩৪২৫টি
অঙ্কে লেখা:
১। সাতান্ন হাজার তিনশত তেষট্টি = ৫৭৩৬৩
২। ত্রিশ হাজার ছয়শত পাঁচ = ৩০৬০৫
৩। ছিয়াশি হাজার দুই = ৮৬০০২
৪। ৪টি দশ হাজার ও ৯টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা
৪টি দশ হাজার=৪×১০০০০= ৪০০০০
৯টি এক হাজার=৯×১০০০= ৯০০০
∴ গঠিত সংখ্যা= ৪৯০০০ (যোগ করে)
৫। ৬টি দশ হাজার, ৭টি এক হাজার ও ৫টি দশ দ্বারা গঠিত সংখ্যা
৬টি দশ হাজার =৬×১০০০০=৬০০০০
৭টি এক হাজার =৭×১০০০ = ৭০০০
৫টি দশ =৫×১০ = ৫০
∴ গঠিত সংখ্যা= ৬৭০৫০ (যোগ করে)
২। উচ্চস্বরে পড়, কথায় লেখ ও স্থানীয় মান নির্নয় করঃ
১। ৪১২৩৪৭৬ ২। ৬৮৭১০৩৫ ৩। ৫৬০৯৩২০ ৪। ১১১১১১১
সমাধানঃ
১। ৪১২৩৪৭৬ = একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর।
৪ ১ ২ ৩ ৪ ৭ ৬
। । । । । । ।__৬ একক_৬
। । । । । ।____৭ দশক_৭০
। । । । ।________৪ শতক_৪০০
। । । ।___________৩ হাজার_৩০০০
। । ।_____________২ অযুত__২০০০০
। ।_________________১ লক্ষ__১০০০০০
।____________________৪ নিযুত_৪০০০০০০
২। ৬৮৭১০৩৫ =আটষাট্টি লক্ষ একাত্তর হাজার পঁঅয়ত্রিশ।
৬ ৮ ৭ ১ ০ ৩ ৫
। । । । । । ।__৫ একক__৫
। । । । । ।____৩ দশক__৩০
। । । । ।______০ শতক__০
। । । ।________১ হাজার__১০০০
। । ।___________৭ অযুত__৭০০০০
। ।______________৮ লক্ষ__৮০০০০০
।_________________৬ নিযুত__৬০০০০০০
৩। ৫৬০৯৩২০=ছাপান্ন লক্ষ নয় হাজার তিনশত বিশ।
৫ ৬ ০ ৯ ৩ ২ ০
। । । । । । ।__০ একক__০
। । । । । ।_____২ দশক__২০
। । । । ।_______৩ শতক__৩০০
। । । ।__________৯ হাজার__৯০০০
। । ।_____________০ অযুত__০
। ।________________৬ লক্ষ__৬০০০০০
।___________________৫ নিযুত__৫০০০০০০
৪। ১১১১১১১=এগারো লক্ষ এগারো হাজার একশত এগারো।
১ ১ ১ ১ ১ ১ ১
। । । । । । ।__১ একক__১
। । । । । ।____১ দশক__১০
। । । । ।______১ শতক__১০০
। । । ।_________১ হাজার__১০০০
। । ।____________১ অযুত__১০০০০
। ।_______________১ লক্ষ__১০০০০০
।__________________১ নিযুত__১০০০০০০
৩। সংখ্যায় লিখি:
১। পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত চৌত্রিশ = ৫৭৩৬৩৪
২। একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শত ছত্রিশ = ৩১৪৫৯৩৬
৩। নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই = ৯৯৯৯৯৯৯
৪। ৭টি লক্ষ ও ৩টি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা
৭টি লক্ষ =৭×১০০০০০=৭০০০০০০
৩টি দশ হাজার=৩×১০০০০=৩০০০০
∴ গঠিত সংখ্যা=৭৩০০০০
(৫) ৪টি দশ লক্ষ, ৮টি হাজার ও ৩টি শত দ্বারা গঠিত সংখ্যা
৪টি দশ লক্ষ=৪×১০০০০০০=৪০০০০০০
৮টি হাজার =৮×১০০০ = ৮০০০০
৩টি শত =৩×১০০ = ৩০০
∴ গঠিত সংখ্যা= ৪০৮০৩০০
৪। উচ্চস্বরে পড়, কথায় লেখ ও স্থানীয় মান নির্নয় করঃ
১। ১৯৫৮৪৯৭২ ২। ২৫০০৭০২৪
সমাধানঃ
১। ১৯৫৮৪৯৭২=এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শত বাহাত্তর।
১ ৯ ৫ ৮ ৪ ৯ ৭ ২
। । । । । । । ।_২ একক__২
। । । । । । ।___ ৭ দশক__৭০
। । । । । ।______৯ শতক__৯০০
। । । । ।________৪ হাজার__৪০০০
। । । ।___________৮ অযুত__৮০০০০
। । ।______________৫ লক্ষ___৫০০০০০
। ।_________________৯ নিযুত__৯০০০০০০
।____________________১ কোটি __১০০০০০০০
২। ২৫০০৭০২৪ =দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ
২ ৫ ০ ০ ৭ ০ ২ ৪
। । । । । । । ।__৪ একক__৪
। । । । । । ।_____২ দশক__২০
। । । । । ।_______০ শতক___০
। । । । ।__________৭ হাজার__৭০০০
। । । ।_____________০ অযুত__০
। । ।________________০ লক্ষ___০
। ।___________________৫ নিযুত__৫০০০০০০
।______________________২ কোটি __২০০০০০০০
২। অংকে লেখঃ
(১) এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শত আঠারো = ১১২১৩৬১৮
(২) দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই =২০২০২০০২
৫. সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং পড়ঃ
১। ৯৮৭৮৪৬৮৯ (২) ৬৮২৫৭১২ (৩) ১৩০৪০৫ (৪) ৭০০০৪ (৫) ২১৭১ (৬) ৪৪৪৪৪৪৪৪
সমাধানঃ
১। ৯,৮৭,৮৪,৬৮৯=নয় কোটি সাতাশি লক্ষ চুরাশি হাজার ছয়শত উননব্বই
২। ৬৮,২৫,৭১২=আটষাট্টি লক্ষ পঁচিষ হাজার সাতশত বারো
৩। ১,৩০,৪০৫=এক লক্ষ ত্রিশ হাজার চারশত পাঁচ
৪। ৭০,০০৪=সত্তর হাজার চার
৫। ২,১৭১=দুই হাজার একশত একাত্তর
৬। ৪,৪৪,৪৪,৪৪৪=চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ
১। ক, খ ও গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখঃ
২। সংখ্যারেখায় সংখ্যাগুলো চিহ্নিত করঃ
১। ৪০০০, ১৬০০০, ২৯০০০
২। ৩০০০০, ৩০০০০০
৩। ৭২০০০, ৮০২০০০, ৮৯০০০
৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায় ১.৪ অনুশীলনী ১ সমাধান
১। কথায় লেখ এবং স্থানীয় মান নির্নয় করঃ
১। ৮৭২৯৩১ ২) ৫১৭৮৫৭২
৩) ১৩৫৭২৪৬৮ ৪) ১০১০১০১
সমাধানঃ
১। ৮৭২৯৩১”আট লক্ষ বাহাত্তর হাজার নয়শত একত্রিশ”
৮ ৭ ২ ৯ ৩ ১
। । । । । ।_১ একক__১
। । । । ।____৩ দশক__৩০
। । । ।_______৯ শতক__৯০০
। । ।_________২ হাজার__২০০০
। ।____________৭ অযুত__৭০০০০
।______________ ৮ লক্ষ__৮০০০০০
২। ৫১৭৮৫৭২”একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর”
৫ ১ ৭ ৮ ৫ ৭ ২
। । । । । । ।_২ একক__২
। । । । । ।____৭ দশক__৭০
। । । । ।_______৫ শতক__৫০০
। । । ।__________৮ হাজার__৮০০০
। । ।_____________৭ অযুত__৭০০০০
। ।________________১ লক্ষ__১০০০০০
।___________________৫ নিযুত__৫০০০০০০
৩। ১৩৫৭২৪৬৮ ”এক কোটি পঁইয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশত আটষাট্টি”
১ ৩ ৫ ৭ ২ ৪ ৬ ৮
। । । । । । । ।_৮ একক__৮
। । । । । । ।___৬ দশক__৬০
। । । । । ।______৪ শতক__৪০০
। । । । ।_________২ হাজার__২০০০
। । । ।____________৭ অযুত__৭০০০০
। । ।_______________৫ লক্ষ__৫০০০০০
। ।__________________৩ নিযুত__৩০০০০০০
।_____________________১ কোটি__১০০০০০০০
৪) ১০১০১০১”দশ লক্ষ দশ হাজার একশত এক”
১ ০ ১ ০ ১ ০ ১
। । । । । । ।_১ একক__১
। । । । । ।___০ দশক__০
। । । । ।______১ শতক__১০০
। । । ।________০ হাজার__০
। । ।__________১ অযুত__১০০০০
। ।____________০ লক্ষ__০
।_______________১ নিযুত__১০০০০০০
২। সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখ:
(১) ৪৫ হাজার দিয়ে তৈরি সংখ্যা
সমাধান: ৪৫ হাজার দিয়ে তৈরি সংখ্যা = ৪৫০০০
৪৫০০০ “পঁয়তাল্লিশ হাজার”।
(২) ১০০ লক্ষ দিয়ে তৈরি সংখ্যা
সমাধান: ১ লক্ষ = ১০০০০০
১০০ লক্ষ দিয়ে তৈরি সংখ্যা = ১০০ × ১০০০০০
= ১০০০০০০০
১০০০০০০০ “এক কোটি”।
(৩) ১০০০ হাজার দিয়ে তৈরি সংখ্যা
সমাধান: ১ হাজার = ১০০০
১০০০ হাজার দিয়ে তৈরি সংখ্যা = ১০০০ × ১০০০
= ১০০০০০০
১০০০০০ “দশ লক্ষ”।
(৪) ১২৭ হাজার দিয়ে তৈরি সংখ্যা
সমাধান: ১ হাজার = ১০০০
১২৭ হাজার দিয়ে তৈরি সংখ্যা = ১২৭ × ১০০০
= ১২৭০০০
১২৭০০০ “এক লক্ষ সাতাশ হাজার”।
(৫) ১০ লক্ষ, ১০ হাজার, ১০ শত ও ১০ দিয়ে তৈরি সংখ্যা
সমাধান:
১০ লক্ষ = ১০০০০০০
১০ হাজার = ১০০০০
১০ শত = ১০০০
১০
১০১১০১০
১০১১০১০ “দশ লক্ষ এগারো হাজার দশ”
৩। সংখ্যাগুলো উচ্চ স্বরে পড় ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও :
সমাধান:
উদাহরণ: ৪৮৬৩৯ (১) ৪০২৫৩৭ (২) ৭০৮০৩৯৯
৪। সঠিক স্থানে কমা বসাও :
(১) ১৩৫২৪৬৮৯
(২) ৯৭৫৭৮৩৪
(৩) ৫৫৫৫৫৫৫৫
সমাধান:
(১) ১,৩৫,২৪,৬৮৯
(২) ৯৭,৫৭,৮৩৪
(৩) ৫,৫৫,৫৫,৫৫৫
৫। (১) “ক” থেকে “গ” স্থানে সংখ্যা বসাও :
৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায় ১.৬ অনুশীলনী ২
১। নিচের সংখ্যাগুলো তুলনা কর এবং <, >, অথবা = চিহ্ন বসাও
১) ৮৪৯৯____৮৫১১
২) ১১১০০____১১০০১
৩) ২৮৯৯৯৯____২৯০০০১
৪) ২২২২২২১____২২২২২২৩
৫) ১০১১০০১____১০১১০০১
৬) ৫৫৫৫৫৫____৫৫৫৫৫৫৫
সমাধানঃ
(১) সংখ্যাদ্বয়ের হাজারের অঙ্ক সমান, শতকের স্থানে ৪ থেকে ৫ বড়
∴, ৮৪৯৯<৮৫১১
(২) সংখ্যাদয়ের অযুত ও হাজারে অঙ্ক সমান কিন্তু শতকের স্থানের ০ থেকে ১ বড়।
∴, ১১১০০>১১০০১
(৩) সংখ্যাদ্বয়ের লক্ষ স্থানের অঙ্ক সমান কিন্তু অযুত স্থানে ৮ থেকে ৯ বড়।
∴, ২৮৯৯৯৯<২৯০০০১
(৪) সংখাদ্বয়ে নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক ও দশকের অঙ্ক সমান কিন্তু এককের স্থানে ১ থেকে ৩ বড়।
∴, ২২২২২২১<২২২২২২৩
(৫) সংখ্যাদ্বয়ের সকল স্থানের অঙ্ক সমান।
∴, ১০১১০০১=১০১১০০১।
(৬) ৫৫৫৫৫৫ এর অঙ্ক সংখ্যা ৫৫৫৫৫ থেকে বেশী।
∴, ৫৫৫৫৫৫৫>৫৫৫৫৫৫
২। নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করঃ
০ ২ ৯ ৬ ৮ ৪
১) বৃহত্তম সংখ্যাটি তৈরি কর।
২) ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি কর।
৩) বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি কর।
৪) ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি কর।
সমাধানঃ
১) বৃহত্তম সংখ্যাটি=৯৮৬৪২০
২) ক্ষুদ্রতম সংখ্যাটি=২০৪৬৮৯
৩) বৃহত্তম বিজোড় সংখ্যাটি=৮৬৪২০৯
৪) ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি =২০৪৬৮৯
৩. কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হল। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিন্ম তা নির্নয় কর।
শহরের নাম জনসংখ্যা
ক ৩৭১৯৯৩
খ ২৪৫৬৮৯১
গ ৩৭০৪২৩১
ঘ ৪৫৮৯৪৭৬
ঙ ৮৮৬৩৯৭
সমাধানঃ
ছোট থেকে বড় ক্রমে সাজানো হলোঃ
ক ৩৭১৯৯৩
ঙ ৮৮৬৩৯৭
খ ২৪৫৬৮৯১
গ ৩৭০৪২৩১
ঘ ৪৫৮৯৪৭৬
∴ ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও ক শহরের জনসংখ্যা সর্বনিন্ম।