সবচেয়ে কম দামে ডোমেইন কোথায় পাওয়া যায়

You are currently viewing সবচেয়ে কম দামে ডোমেইন কোথায় পাওয়া যায়

একটি ওয়েবসাইটের তৈরির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সঠিক ডোমেইন নাম ক্রয়। বিনিয়োগ কম হলে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবচেয়ে কম দামে ডোমেইন ক্রয়। আজকের পোস্টে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডোমেইন কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করা হবে।

কম দামে ডোমেইন

সবচেয়ে কম দামে ডোমেইন কেনার আগে যে বিষয়গুলো সম্পর্কে বিষদ জানতে হবে তা নিচে আলোচনা করা হলো।

ডোমেইন কি?

ডোমেইন হলো একটি নাম হল যা ইন্টারনেটে একটি স্থায়ী ওয়েবসাইট বা ওয়েব পেজের ঠিকানা। এটি একটি অনন্য নাম যা ইন্টারনেটে ওয়েবসাইটের অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। ডোমেইনের মাধ্যমে ওয়েবপেজের মালিক ও ব্যবহারকরীরা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে। এক কথায় বলতে গেলে বলা যায় যে, ডোমেইন হল একটি ওয়েবসাইটের ঠিকানা বা নাম, যা ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য ব্যবহার হয়।

উদাহরণস্বরূপ, “www.example.com” হল একটি ডোমেইন যা একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েব পেজের ঠিকানা নির্দেশ করবে।

কম দামে ডোমেইন কী ভালো হবে?

ডোমেইনের দাম অনেক সময় অনেক বেশি হতে পারে। যেমন: .com, .net, .org .info এক্সটেনশনগুলির দাম বেশি হয়ে থাকে। তবে বাংলাদেশে কিছু কিছু ডোমেইন হোস্টিং কোম্পানি আছে যারা অনেক কম দামে ডোমেইন হোস্টিং প্রদান করে থাকে। কিন্তু প্রশ্ন হলো এগুলো কেনা কি ঠিক হবে?

আমাদের সাজেশন হচ্ছে আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তাহলে প্রতিষ্ঠিত কোনো কম্পানী থেকে ডোমেইন ক্রয় করুন সেটা দাম বেশি হক বা কম। তবে আপনার যদি বিনিয়োগ কম হয় তাহলে আপনি কম  দামে মোটামুটি মানের কোম্পানী থেকে ডোমেইন ক্রয় করুন।

ডোমেইন যে কোনো সময় আপনি এই হোস্টিং কোম্পানী থেকে অন্য হোস্টিং কোম্পানীতে নিয়ে যেতে পারবেন। তাই এটা নিয়ে চিন্তার কিছু নাই। তবে একেবারে অপরিচিত কোনো কোম্পানী থেকে কম দামে ডোমেইন ক্রয়ের আগে একটু যাচাই বাছাই করে নিন।

কম দামে ডোমেইন পেতে যা করতে হবে

কম দামে ডোমেইন পেতে যা করতে হবে

কম দামে জনপ্রিয় এক্সটেনশবিশিষ্ট (.com, .net, .org .info) ডোমেইন ক্রয় করতে প্রথমে আপনাকে বাংলাংদেশের প্রতিষ্ঠিত সকল ডোমেইন হোস্টিং কোম্পানিগুলোর ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর আপনার কাছে যেখানে ডোমেইনের দাম কম বলে মনে হবে সেখান থেকে ক্রয় করুন। নিচে বাংলাদেশের কিছু জনপ্রিয় ডোমেইন প্রোভাইডারের নাম ও দাম দেওয়া হলো (পোস্ট লেখার সময়কার দাম)।

ডোমেইন কম্পানি  ডোমেইনের দাম
exonhost.com .com (১৫০০৳), .net (১৫৫০৳), .org (১৫৫০৳), .info (২৪৫০৳)
webhostbd.com .com (৯৯৯৳), .net (১৪৪৯৳), .org (১৪৪৯৳), .info (২১৫০৳)
hostseba.com

.com (৳ 1099), .net (৳ 1412), .org( ৳ 899) .info( ৳ 555)

putulhost.com .com (১২৫০৳), .net (১৩৮০৳), .org (১২৫০৳), .info (৪২০৳)
itnuthosting.com .com (৮৫০৳), .net (১৫০০৳), .org (১৪২০৳), .info (২০৫০৳)
hostingbangladesh.com .com (১৫৫০৳), .net (১৭৫০৳), .org (১৫৬০৳), .info (২০০০৳)
mylighthost.com .com (১৫১৪৳), .net (১৮৩২৳), .org (১৮৬৪৳), .info (৩০৩২৳)
ebnhost.com .com (১১৯৯৳), .net (১৬৯০৳), .org (১৬৫০৳), .info (১৩৫০৳)
dianahost.com.bd .com (১৭৫০৳), .net (১৪৫০৳), .org (১৪৫০৳), .info (২১০০৳)

 

উপরের হোস্টিং কোম্পানিগুলো ছাড়াও নিচে কিছু বাংলাদেশি হোস্টিং কোম্পানির নাম দেওয়া হলো। এগুলো আপনারা চেক করতে পারেন।

উপরের ডোমেইন হোস্টিং কোম্পানিগুলোর মত বাংলাদেশে আরো অনেক কোম্পানি রয়েছে। কিন্তু সেগুলো থেকে ডোমেইন কেনা বিপদজনক হতে পারে। আপনারা প্রয়োজনে বাংলাদেশের ডোমেইন হোস্টিং কোম্পানির লিস্ট দেখতে পারেন।

কম দামে ডোমেইন কেনার সুবিধা অসুবিধা

কম দামে ডোমেইন কেনার সুবিধা অসুবিধা

কম দামে ডোমেইন কেনার কিছু সুবিধা আবার কিছু অসুবিধা রয়েছে। নিচে এই বিষয়গুলো তুলনামূলক আলোচনা করা হলো।

সুবিধা  অসুবিধা
অল্প খরতে ডোমেনের নাম ক্রয়। বেশি বিনিয়োগ করা লাগে
ভালো কোম্পানি নাও পাওয়া যেতে পারে। প্রতিষ্ঠিত কোম্পানি পাওয়া যায়
ডোমেইন তথ্য লুকানোর সুবিধা নাও পাওয়া যেতে পারে। ডোমেইন তথ্য লুকানোর সুবিধা
অনেক সময় ডোমেইন নেম হারিয়ে যায় না হারানোর নিশ্চয়তা

 

কম দামে ডোমেইন ক্রয়ে শেষ কথা

কম দামে ডোমেইন পেতে চাইলে উপরোক্ত বিষয়গুলো মাথায় রাখলে সহজেই ভালো ডোমেইন কেনা সম্ভব। সব সময় সস্থা খুজতে গেলে যেমন হয়না তেমনি সস্থা মানেই যে খারাপ জিনিস সেটাও ঠিকনা। ব্লাক ফ্রাইডেতে আপনারা যে কোনো ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে ডোমেইন কিনলে ছাড়ে কিনতে পারবেন।

বিদেশি কম্পানি যেমন: (Namecheap, Godaddy, Hostinger, Bluehost) থেকে ডোমেইন কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিছু চার্জ নিয়ে এই সকল বিদেশী ওয়েবসাইট থেকে ডোমেন হোস্টিং ক্রয় ও রিনিউ করে থাকি।

 

 

Share to help others:

Leave a Reply