পঞ্চম/ ৫ম শ্রেণির গণিত ১ম অধ্যায় সমাধান (গুণ) পোস্টে আপনাকে স্বাগতম। এখানে পঞ্চম শ্রেণির গণিত প্রশ্ন উত্তর সহ ৫ম শ্রেণির গণিত ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ৫ম শ্রেণির গণিত ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান এবং পঞ্চম শ্রেণির গণিত সমাধান pdf পেয়ে যাবেন।
৫ম শ্রেণির গণিত ১ম অধ্যায় গুণ অনুশীলনীর প্রশ্ন উত্তর
১. গুণ কর :
(১) ১২৩ × ৩২১ (২) ৪৯৮ × ৫৭৬ (৩) ৪০৮ × ২০৩
(৪) ৩২৬৭ × ২৪৫ (৫) ৮৯৭৬ × ৯৫৬ (৬) ৩০২৮ × ৪১৭
(৭) ২৯০৬ × ৮০১ (৮) ৪০০৭ × ৮০৯ (৯) ৭০১০ × ১৪০
সমাধান :
২. গুণ কর :
(১) ৪৩০ × ৫০০ (২) ৮০০ × ৯০০ (৩) ৪৩২০ × ১৯০
(৪) ৬১৫০ × ৮২০ (৫) ৩৪০০ × ৭০০ (৬) ৬০০০ × ৯০০
সমাধান :
(১) ৪৩ × ৫ = ২১৫
৪৩০ × ৫ = ২১৫০
৪৩০ × ৫০০ = ২১৫০০০
উত্তর: ২১৫০০০।
(২) ৮ × ৯ = ৭২
৮০০ × ৯ = ৭২০০
৮০০ × ৯০০ = ৭২০০০০
উত্তর: ৭২০০০০।
(৩) ৪৩২ × ১৯ = ৮২০৮
৪৩২০ × ১৯ = ৮২০৮০
৪৩২০ × ১৯০ = ৮২০৮০০
উত্তর: ৮২০৮০০।
(৪) ৬১৫ × ৮২ = ৫০৪৩০
৬১৫০ × ৮২ = ৫০৪৩০০
৬১৫০ × ৮২০ = ৫০৪৩০০০
উত্তর: ৫০৪৩০০০।
(৫) ৩৪ × ৭ = ২৩৮
৩৪০০ × ৭ = ২৩৮০০
৩৪০০ × ৭০০ = ২৩৮০০০০
উত্তর: ২৩৮০০০০।
(৬) ৬ × ৯ = ৫৪
৬০০০ × ৯ = ৫৪০০০
৬০০০ × ৯০০ = ৫৪০০০০০
উত্তর: ৫৪০০০০০।
৩. সহজ পদ্ধতিতে গুণ কর :
(১) ৯৯৯ × ৪৫ (২) ৯৯০ × ৬০ (৩) ৯৯০ × ৩৬০
(৪) ৯৯০০ × ৪০০ (৫) ১০১ × ২৩ (৬) ১১০ × ২৯০
(৭) ১০০১ × ৭৮ (৮) ১০১০ × ৫৬০ (৯) ১১০০ × ৯০০
সমাধান :
(১) ৯৯৯ × ৪৫
= (১০০০ – ১) × ৪৫
= ১০০০ × ৪৫ – ১ × ৪৫
= ৪৫০০০ – ৪৫
= ৪৪৯৫৫
উত্তর: ৪৪৯৫৫।
(২) ৯৯০ × ৬০
= (১০০০ – ১০) × ৬০
= ১০০০ × ৬০ – ১০ × ৬০
= ৬০০০০ – ৬০০
= ৫৯৪০০
উত্তর: ৫৯৪০০।
(৩) ৯৯০ × ৩৬০
= (১০০০ – ১০) × ৩৬০
= ১০০০ × ৩৬০ – ১০ × ৩৬০
= ৩৬০০০০ – ৩৬০০
= ৩৫৬৪০০
উত্তর: ৩৫৬৪০০।
(৪) ৯৯০০ × ৪০০
= (১০০০০ – ১০০) × ৪০০
= ১০০০০ × ৪০০ – ১০০ × ৪০০
= ৪০০০০০০ – ৪০০০০
= ৩৯৬০০০০
উত্তর: ৩৯৬০০০০।
(৫) ১০১ × ২৩
= (১০০ + ১) × ২৩
= ১০০ × ২৩ + ১ × ২৩
= ২৩০০ + ২৩
= ২৩২৩
উত্তর: ২৩২৩।
(৬) ১১০ × ২৯০
= (১০০ + ১০) × ২৯০
= ১০০ × ২৯০ + ১০ × ২৯০
= ২৯০০০ + ২৯০০
= ৩১৯০০
উত্তর: ৩১৯০০।
(৭) ১০০১ × ৭৮
= (১০০০ + ১) × ৭৮
= ১০০০ × ৭৮ + ১ × ৭৮
= ৭৮০০০ + ৭৮
= ৭৮০৭৮
উত্তর: ৭৮০৭৮।
(৮) ১০১০ × ৫৬০
= (১০০০ + ১০) × ৫৬০
= ১০০০ × ৫৬০ + ১০ × ৫৬০
= ৫৬০০০০ + ৫৬০০
= ৫৬৫৬০০
উত্তর: ৫৬৫৬০০।
(৯) ১১০০ × ৯০০
= (১০০০ + ১০০) × ৯০০
= ১০০০ × ৯০০ + ১০০ × ৯০০
= ৯০০০০০ + ৯০০০০
= ৯৯০০০০
উত্তর: ৯৯০০০০।
৪. খালিঘরে সংখ্যা বসাও :
৫. গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ৩২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে?
সমাধান :
গ্রামে পরিবার আছে : ৩২৪টি
প্রত্যেক পরিবার জমা দেয় : ২৫০ টাকা
মোট জমা হবে : (৩২৪ × ২৫০) টাকা
এখানে,
৩২৪ × ২৫০ ১৬২০০ ৬৪৮০০ ৮১০০০ |
উত্তর: ৮১০০০ টাকা।
🔶🔶 পঞ্চম শ্রেণির গণিত সকল অধ্যায়
৫ম শ্রেণির গণিত ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্ত, ৫ম শ্রেণির গণিত ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান পাচ্ছি না, সমাধান দিলে উপকৃত হব।