৫ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান (অনুশীলনী-ভাগ)

You are currently viewing ৫ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান (অনুশীলনী-ভাগ)

পঞ্চম/ ৫ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান দেখতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। এখানে ৫ম শ্রেণির গণিত ২য় অধ্যায় ভাগ অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সেই সাথে পঞ্চম শ্রেণির গণিতের সকল অধ্যায়ের অনুশীলনীর সমাধান সহ ৫ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সৃজনশীল, ৫ম শ্রেণির গণিত অনুশীলনী ২ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিংক শেয়ার করা হয়েছে।

৫ম শ্রেণির গণিত অনুশীলনী ২ ভাগ সমাধান

১. ভাগ কর :
(১) ৫৭২৪৯ ÷ ২২৮ (২) ৪৩৯৩২ ÷ ৫২৩ (৩) ৩২৬৩৭ ÷ ৩০৩
(৪) ২০৩৮৭ ÷ ৪০৬ (৫) ৫৩৩৫২ ÷ ৭০২ (৬) ৪৯৮০০ ÷ ২৩০
(৭) ৫৪০০১ ÷ ৯০৭ (৮) ৩০০০০ ÷ ৪২০ (৯) ১২৩০০ ÷ ৩০০
(১০) ৩৫০০০ ÷ ৭০০ (১১) ৪৮০০০ ÷ ৮০০ (১২) ৭৩৩০০ ÷ ৬০০
সমাধান :


২. সঠিক কি না যাচাই কর :
(১) ২৯৮৪৫ ÷ ২৯৩ এর ভাগফল ১০১ ভাগশেষ ২৮২
(২) ৩৯৪৯৩ ÷ ৩২১ এর ভাগফল ১২৩ ভাগশেষ ১০
(৩) ৯৭৫০০ ÷ ১৮৬ এর ভাগফল ৫২৩ ভাগশেষ ২২২
সমাধান :

                  ১০১
(১) ২৯৩) ২৯৮৪৫
                  ২৯৩
                        ৫৪৫
                        ২৯৩
                               ২৫২
∴ ২৯৮৪৫ ÷ ২৯৩ এর ভাগফল ১০১ ভাগশেষ এবং ২৫২।
সুতরাং ২৯৮৪৫ ÷ ২৯৩ এর ভাগফল ১০১ ভাগশেষ ২৮২ সঠিক নয়।
উত্তর : সঠিক নয়।

                   ১২৩
(২) ৩২১) ৩৯৪৯৩
                 ৩২১
                   ৭৩৯
                   ৬৪২

                      ৯৭৩
                      ৯৬৩
                          ১০
∴ ৩৯৪৯৩ ÷ ৩২১ এর ভাগফল ১২৩ এবং ভাগশেষ ১০ সুতরাং ৩৯৪৯৩ ÷ ৩২১ এর ভাগফল ১২৩ ভাগশেষ ১০ সঠিক।
উত্তর : সঠিক।

(৩) আমরা জানি, ভাগশেষ < ভাজক
এখানে, ভাগশেষ, ভাজক অপেক্ষা বড়।
সুতরাং ৯৫৭০০ ÷ ১৮৬ এর ভাগফল ৫২৩ এবং ভাগশেষ ২২২ সঠিক নয়।
উত্তর : সঠিক নয়।

৩. ভাগ কর :
(১) ৬৯৫ ÷ ১০ (২) ২৮২০ ÷ ১০ (৩) ৬২৩৫ ÷ ১০০
(৪) ৯৪০০ ÷ ১০০ (৫) ৫৪৮২৬ ÷ ১০০ (৬) ৮৫২০০ ÷ ১০০
সমাধান :


৪. কোনো বাড়িতে ৯৮০০০ গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? (উত্তর ক্রমবাচক সংখ্যায়)

সমাধান : আমরা যদি ৯৮০০০ গ্রামকে ৬৫০ গ্রাম দ্বারা ভাগ করি, তাহলে ৯৮০০০ ÷ ৬৫০।

∴ ভাগফল ১৫০, ভাগশেষ ৫০০।
১৫০তম দিন পরে ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকবে।
∴ ১৫০ + ১ = ১৫১ তম দিনে চাল শেষ হবে।
উত্তর : ১৫১তম দিনে।

৫. একটি বই তৈরি করতে ১২৮ তা কাগজ লাগে। ৬০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?
সমাধান : আমরা যদি ৬০০০০ তা কাগজকে ১২৮ তা কাগজ দিয়ে ভাগ করি, তাহলে ৬০০০০ ÷ ১২৮

∴ ভাগফল ৪৬৮, ভাগশেষ ৯৬।
৪৬৮টি বই তৈরি করার পরেও ৯৬ তা কাগজ থেকে যাবে।
সুতরাং ৪৬৮টি বই তৈরি করা যাবে।
উত্তর : ৪৬৮টি।

৬. একটি কোম্পানির ব্যবসায় ৯৫২০০ টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত?
সমাধান : আমরা যদি ৯৫২০০ টাকাকে ৮০০ টাকা দ্বারা ভাগ করি, তাহলে ৯৫২০০ ÷ ৮০০।

∴ ভাগফল ১১৯।
সুতরাং, কর্মচারীর সংখ্যা ১১৯ জন।
উত্তর : ১১৯ জন।

৭. একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০০০০ অতিক্রম করবে? (উত্তর ক্রমবাচক সংখ্যায়)
সমাধান : আমরা যদি ৫০০০০ টাকাকে ৮৫০ টাকা দ্বারা ভাগ করি, তাহলে ৫০০০০ ÷ ৮৫০

∴ ভাগফল ৫৮, ভাগশেষ ৭০০।
৫৮তম মাসে সঞ্চয় করার পরেও ৭০০ টাকা বাকি থাকবে। সুতরাং ৫৮ + ১ = ৫৯তম মাস পর সঞ্চিত টাকা ৫০০০০ অতিক্রম করবে।
উত্তর : ৫৯তম মাসে।

৮. একটি বাক্সে ২৫০টি বস্তু প্যাকেট করা যায়। এরকম ৪৩৫৪৮টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন?
সমাধান : আমরা যদি ৪৩৫৪৮টি বস্তুকে ২৫০টি বস্তু দ্বারা ভাগ করি, তাহলে ৪৩৫৪৮ ÷ ২৫০।

∴ ভাগফল ১৭৪, ভাগশেষ ৪৮।
১৭৪টি বাক্স প্যাকেট করার পরেও ৪৮টি বস্তু বাকি থাকবে।
মোট বাক্স প্রয়োজন (১৭৪ +১) = ১৭৫টি
উত্তর : ১৭৫টি বাক্স।


🔶🔶 পঞ্চম শ্রেণির গণিত সকল অধ্যায়

🔶🔶 পঞ্চম শ্রেণির সকল বিষয়

 

Share to help others:

Leave a Reply