দ্বিতীয় শ্রেণির গণিত ১ম অধ্যায় সংখ্যা পোস্টে জোড় ও বিজোড় সংখ্যা, স্থানীয় মান, সংখ্যার তুলনা, ও ক্রমবাচক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে।
২য় শ্রেণির গণিত প্রথম অধ্যায় সংখ্যা
৫১ থেকে ১০০ বানান
৫১ -একান্ন ৫২ -বায়ান্ন ৫৩ -তিপ্পান্ন ৫৪ -চুয়ান্ন ৫৫ -পঞ্চান্ন ৫৬ -ছাপ্পান্ন ৫৭ -সাতান্ন ৫৮ -আটান্ন ৫৯ -ঊনষাট ৬০ -ষাট৬১ -একষট্টি ৬২- বাষট্টি ৬৩ -তেষট্টি ৬৪ -চৌষট্টি ৬৫ -পঁয়ষট্টি ৬৬ -ছেষট্টি ৬৭ -সাতষট্টি |
৬৮ -আটষট্টি ৬৯ -ঊনসত্তর ৭০ -সত্তর৭১ -একাত্তর ৭২ -বাহাত্তর ৭৩ -তিয়াত্তর ৭৪ -চুয়াত্তর ৭৫ -পঁচাত্তর৭৬ -ছিয়াত্তর ৭৭ -সাতাত্তর ৭৮- আটাত্তর ৭৯ -ঊনআশি ৮০- আশি৮১ -একাশি ৮২- বিরাশি ৮৩ -তিরাশি ৮৪- চুরাশি |
৮৫ -পঁচাশি ৮৬ -ছিয়াশি ৮৭ -সাতাশি ৮৮ -আটাশি ৮৯ -ঊননব্বই ৯০- নব্বই৯১ -একানব্বই ৯২- বিরানব্বই ৯৩ -তিরানব্বই ৯৪ -চুরানব্বই ৯৫ -পঁচানব্বই ৯৬ -ছিয়ানব্বই ৯৭- সাতানব্বই ৯৮ -আটানব্বই ৯৯- নিরানব্বই ১০০ -একশত |
১ম অধ্যায় সংখ্যা নিজে কর ১৫ পৃষ্ঠার উত্তর
সংখ্যাগুলো দশের সাহায্যে পড়ি ও দাগ টেনে মিল করি।
২। অঙ্কে লিখ
আটাত্তর-৭৮, পঁচানব্বই-৯৫ ,আশি-৮০, ঊনসত্তর-৬৯, সাতাশি-৮৭, সাতাত্তর-৭৭
৩। কথায় লিখি
৯২-বিরানব্বই, ৮৪-চুরাশি, ৫৭-সাতান্ন, ৬৯-ঊনসত্তর, ৭৫-পঁচাত্তর, ৬৬-ছেষট্টি, ৮১-একাশি, ৯৯-নিরানব্বই
৪। ৫৬ থেকে ৬৫ পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি।
অঙ্কে : ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫।
৫। ৮৮ থেকে ১০০ পর্যন্ত কথায় লিখি।
৮৮-অটাশি, ৮৯-ঊননব্বই, ৯০-নব্বই, ৯১-একানব্বই, ৯২-বিরানব্বই, ৯৩-তিরানব্বই, ৯৪-চুরানব্বই, ৯৫-পঁচানব্বই, ৯৬-ছিয়ানব্বই, ৯৭-সাতানব্বই, ৯৮-আটানব্বই, ৯৯-নিরানব্বই, ১০০-একশত
৭। খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি।
উত্তর :
(ক) ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০
(খ) ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০
(গ) ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫
(ঘ) ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০
৮। যোগ করি । যোগফল বিজোড় হলে গোল দাগ দিই।
৫+৩, ৪+৫, ২+৬, ১+৪, ৭+২
উত্তর= ৫+৩=৮, ৪+৫=৯, ২+৬=৮, ১+৪=৫, ৭+২=৯
৯। বিয়োগ করি । বিয়োগফল জোড় হলে গোল দাগ দিই ।
উত্তরঃ ৬-৫=১, ৯-৪=৫, ৮-২=৬, ৬-১=৫, ৫-৩=২
১০। শিশুদের লাইনে রতন পিছনে থেকে অফ্টম এবং তার সামনে আরও ৯ জন শিশু আছে। লাইনে কত জন শিশু আছে ?
উত্তরঃ ১৭জন
১১। আকাশ একটি বই পড়ছে। এখন সে নবম পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরও ৭ পৃষ্ঠা আছে। বইয়ে মোট কত পৃষ্ঠা আছে ?
উত্তরঃ ১৬ পৃষ্ঠা
আরো পড়ুনঃ