দ্বিতীয় শ্রেণির গণিত ২য় অধ্যায় যোগ

দ্বিতীয় শ্রেণির গণিত ২য় অধ্যায় যোগ এর নিজে করি অংশের উত্তর এখানে দেওয়া হলো।

২য় শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় যোগ

দ্বিতীয় শ্রেণির গণিত ২য় অধ্যায় যোগ নিজে করি অংশের উত্তর

১। যোগ করি
২৯        ৫৬         ৩৮        ১৯        ৭৬
+৪৩    + ২৭       + ৩৪    + ২৫    + ১৮

—-   ——-    ———   ——-    ——-

৭২      ৮৩        ৭২            ৪৪         ৯৪

৪৩       ১৮      ২৪         ৪8      ৭৬
+৩৭  + ৫২    +২৬      +৭৯     + ৮

—–   ——    ——    ——-    ——

৮০     ৭০       ৫০       ১২৩       ৮৪

৯        ৫     ৩১     ৪৫         ৮
+ ৮৩   +৫৭    +৯     +৫     +৮২

——   ——   —–  —–   ——

৯২     ৬২      ৪০    ৫০       ৯০

২। যোগ করি
২৮ + ৩৭=৬৫ ;  ৪৯+ ২৩=৮২ ;  ৫৫+১৬=৭১ ; ৬৪ + ২৭= ৯১;
৪৭+ ৪৫=৯২;  ৪৬ + ৩৬=৮২;  ৩৫+২৯=৬৪;  ১৩+ ৭৮=৯১;
৫৭+১৩=৭০;  ৩৮ + ২২=৬০;  ৪৫ + ৩৫=৮০;  ২৬+৬৪=৯০;
৩৯+৩=৪২;  ৪৫ +৭=৫২;  ৬+৫৮=৬৪;  ৫+৬৮=৭৩;
৪৭+৩=৫০; ৮১+৯=৯০;  ২+৪৮=৫০;  ৬+৭৪=৮০

৩। শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের ১৮ জন খেলোয়াড় বাংলাদেশে খেলতে এসেছেন । বাংলাদেশ দলেও ১৮ জন খেলোয়াড় আছেন। দুই দলে মোট কতজন খেলোয়াড় আছেন?

উত্তরঃ ১৮+১৮=৩৬ জন

৪। একটি বিদ্যালয়ের ছিতীয় শ্রেণিতে ২৬ জন ছাত্রী ও ২৫ জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণিতে মোট কত জন শিক্ষার্থী আছে ?

উত্তরঃ ২৬+২৫=৫১ জন

৫। সৃষ্টিদের বাগানে ২৬টি গোলাপ গাছ ও ৩৫টি বেলি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে ?

উত্তরঃ ২৬+৩৫=৬১টি গাছ আছে।

৬। আলি তাদের গাছ থেকে ২ কাঁদি ডাব পেড়েছে। এক কাঁদিতে ১৯টি ডাব এবং অন্য কাঁদিতে ১৮টি ভাব আছে । একত্রে কতগুলো ডাব আছে ?

উত্তরঃ ১৯+১৮=৩৭টি ডাব আছে।

৭। শান্তিদের পারিবারিক লাইব্রেরিতে গল্পের ৫২টি বই ও ৩৮টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে ?

উত্তরঃ ৫২+৩৮=৯০টি বই আছে।

৮। রাজু বাজার থেকে ৪৫ টাকার মাছ ও ৩৮ টাকার সবজি কিনল । সে মোট কত খরচ করল ?

উত্তরঃ ৪৫+৩৮=৮৩ টাকা খরচ করল।

৯। অনি ও তার বন্ধুরা দুই দলে ২১শে ফেব্রুয়ারির প্রভাত-ফেরিতে গেল । এক দলে ২৯ জন ও অন্য দলে ৩৫ জন আছে । দুই দলে কতজন আছে ?

উত্তরঃ ২৯+৩৫=৬৪ জন আছে।

১০। রিয়াজ তার চৌবাচ্চায় ৩৫টি শিং মাছ ও ৪৭টি তেলাপিয়া মাছ রাখল । সে কতগুলো মাছ চৌবাচ্চায় রাখল ?

উত্তরঃ ৩৫+৪৭=৮২ টি মাছ রাখল।

১১। আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে ৪২টি গাড়ি ও বিকালে ৩৯টি গাড়ি যেতে দেখেছে । এ দিন বাড়ির সামনে দিয়ে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে ?

উত্তরঃ ৪২+৩৯= ৮১ টি গাড়ি যেতে দেখেছে।

১২। একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেন । প্রথম দিন ৫৬ জন ক্রেতা এসেছিলেন। পরের দিন ৩৪ জন ক্রেতা এসেছিলেন । ওই ২ দিনে তার দোকানে কতজন ক্রেতা এসেছিলেন ?

উত্তরঃ ৫৬+৩৪= ৯০ জন ক্রেতা এসেছিলেন।

Leave a Reply