তৃতীয় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১০ প্রযুক্তির সঙ্গে পরিচয়

তৃতীয় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১০ প্রযুক্তির সঙ্গে পরিচয় পোস্টে এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নউত্তর সহ অতিরিক্ত সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নউত্তর ও ৩য় শ্রেণির বিজ্ঞান বইয়ের শেষে দেওয়া প্রশ্নের উত্তর দেখতে নিচে চোখ রাখুন।

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১০ প্রযুক্তির সঙ্গে পরিচয়

>> অধ্যায়টির মূলভাব জেনে নিই
প্রাচীনকালে পৃথিবীর মানুষ ছিল গুহাবাসী। নানা প্রতিক‚লতার বিরুদ্ধে যুদ্ধ করে মানুষকে টিকে থাকতে হতো। তারা প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করে নানা প্রকার প্রযুক্তি উদ্ভাবন করতে থাকে। এ সময় মানুষ দৈনন্দিন প্রয়োজনে শাবল, কোদাল, লাঙল, চাকা, আগুন, নৌকা ইত্যাদি উদ্ভাবন করে। ফলে মানুষের জীবনমান সহজতর হতে থাকে। সময়ের বিবর্তনে মানুষের জ্ঞান বাড়তে থাকে। এরপর মানুষ প্রযুক্তির উন্নতি করতে থাকে এবং উদ্ভাবন করে জাহাজ, লঞ্চ, উড়োজাহাজ, হেলিকপ্টার, বাস, ট্রাক, রেল, কলম, পেনসিল, কম্পিউটার ইত্যাদি। নতুন প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে জীবনযাত্রার মান বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১০ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১। শূন্যস্থান পূরণ কর।
(১) লাঙল একটি প্রযুক্তি যা — কাজে ব্যবহার হয়।
(২) পাঠ্যপুস্তক একটি — প্রযুক্তি।
(৩) যোগাযোগ ব্যবস্থাকে জল, স্থল এবং — এ তিন ভাগে ভাগ করা যায়।
উত্তর : ১. কৃষি, ২. শিক্ষা, ৩. আকাশ।
২। সঠিক উত্তরটিতে (চ) টিক চিহ্ন দাও।
(১) কোনটি আধুনিক প্রযুক্তি?
ক. কোদাল খ. লাঙল
গ. কাস্তে চ ঘ. ট্রাক্টর
(২) কোন প্রযুক্তিটি প্রথমে তৈরি হয়েছে?
ক. কলম চ খ. কাগজ
গ. বই ঘ. মুদ্রণযন্ত্র
(৩) কোনটি যাতায়াত প্রযুক্তি?
ক. কম্পিউটার খ. টেলিফোন
চ গ. উড়োজাহাজ ঘ. ট্রাক্টর

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
(১) প্রযুক্তি কী ব্যাখ্যা কর।
উত্তর : প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি, যা আমাদের কাজে লাগে। প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয়।
(২) প্রযুক্তি আমাদের যাতায়াতে কীভাবে সহায়তা করে?
উত্তর : যাতায়াতে প্রযুক্তির ফলে আমরা খুব দ্রæত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এবং মালামাল পরিবহন করতে পারি। চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন খুব সহজে এবং খুব দ্রæত অনেক দূরে যেতে পারে। আকাশপথে আমরা অল্প সময়ে অনেক দূরে যেতে পারি এমনকি মানুষ এখন চাঁদেও যাচ্ছে।
(৩) মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন?
উত্তর : প্রযুক্তি আমাদের কোনো কাজকে সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়। প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে। তাই মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে।
(৪) কৃষি ক্ষেত্রে ২টি প্রাচীন এবং দুইটি আধুনিক প্রযুক্তির নাম লেখ।
উত্তর :
কৃষি ক্ষেত্রে প্রাচীন প্রযুক্তি শাবল ও কোদাল
কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ট্রাক্টর ও সেচ পাম্প
৪। ডানপাশের শব্দের সঙ্গে বামপাশের শব্দের মিল কর :
পড়া
চাষ করা
যাতায়াত
লেখা ট্রেন
লাঙল
পেনসিল
বই
উত্তর :
পড়া – বই
চাষ করা – লাঙল
যাতায়াত – ট্রেন
লেখা – পেনসিল

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১০ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

>> সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ :
১) শ্রেণিকক্ষের বø্যাকবোর্ড একটি প্রযুক্তি।
২) মালামাল পরিবহন এবং মাছ চাষে প্রযুক্তির কোনো ভ‚মিকা নেই।
৩) প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
৪) প্রযুক্তির উন্নয়ন সবসময়ই হচ্ছে।
৫) শাবল, কোদাল ও লাঙল হলো আধুনিক কৃষি প্রযুক্তি।
উত্তর : ১) স, ২) মি, ৩) স, ৪) স, ৫) মি।
>> বামপাশের সঙ্গে ডানপাশের অংশের মিল কর :
ক) পেনসিল, পাঠ্যপুস্তক, খাতা ইত্যাদি যাতায়াত প্রযুক্তি
খ) প্রযুক্তির উন্নতি জমি চাষাবাদের কাজ
গ) স্থলপথ, জলপথ ও আকাশপথের প্রযুক্তি জীবনযাত্রার উন্নতি
ঘ) গরু ও ঘোড়ার ব্যবহার আধুনিক কৃষি প্রযুক্তি
ঙ) ট্রাক্টর ও সেচপাম্প শিক্ষা প্রযুক্তি
উত্তর :
ক) পেনসিল, পাঠ্যপুস্তক, খাতা ইত্যাদি-শিক্ষা প্রযুক্তি।
খ) প্রযুক্তির উন্নতি – জীবনযাত্রার উন্নতি।
গ) স্থলপথ, জলপথ ও আকাশপথের প্রযুক্তি – যাতায়াত প্রযুক্তি।
ঘ) গরু ও ঘোড়ার ব্যবহার – জমি চাষাবাদের কাজ।
ঙ) ট্রাক্টর ও সেচপাম্প – আধুনিক কৃষি প্রযুক্তি।
>> শূন্যস্থান পূরণ কর :
১) আধুনিককালে জমি চাষ করার জন্য — ব্যবহৃত হয়।
২) প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে — ও — করে।
৩) যাতায়াত প্রযুক্তিকে — ভাগে ভাগ করা যায়।
৪) — ও — আবিষ্কারের ফলে যাতায়াত ব্যবস্থা সহজ ও দ্রæত হয়েছে।
৫) আকাশপথে চলাচলের জন্য উদ্ভাবিত হয়েছে — এবং —।
৬) মানুষ — ওপর তথ্য ও জ্ঞানের বিষয় লিখে রাখত।
৭) মানুষ ছাপার জন্য — উদ্ভাবন করেছে।
উত্তর : ১) ট্রাক্টর, ২) আরামদায়ক, নিরাপদ, ৩) তিন, ৪) চাকা, ইঞ্জিন, ৫) উড়োজাহাজ, হেলিকপ্টার, ৬) কাগজের, ৭) মুদ্রণযন্ত্র।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. প্রযুক্তি কাকে বলে?
উত্তর : বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের প্রয়োজনে উন্নয়ন ও যুগোপযোগী করাকে প্রযুক্তি বলে।
২. কৃষিকাজের আধুনিক প্রযুক্তিগুলো কী কী?
উত্তর : কৃষিকাজের আধুনিক প্রযুক্তিগুলো হলোÑ বীজ রোপণ যন্ত্র, সেচপাম্প, ট্রাক্টর, বীজ বপন যন্ত্র, রাসায়নিক সার দেওয়ার কৌশল, উইডার, শস্য কাটার যন্ত্র ইত্যাদি।
৩. যাতায়াত প্রযুক্তি কত প্রকার ও কী কী?
উত্তর : যাতায়াত প্রযুক্তি তিন প্রকার। যথাÑ স্থলপথ, জলপথ ও আকাশ।
৪. দুটি প্রযুক্তির নাম লেখ যার কারণে যাতায়াত প্রযুক্তি সহজ ও দ্রæততর হয়েছে।
উত্তর : চাকা ও ইঞ্জিন আবিস্কারের কারণে যাতায়াত প্রযুক্তি সহজ ও দ্রæততর হয়েছে।
৫. শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত আধুনিককালের কয়েকটি প্রযুক্তির নাম লেখ।
উত্তর : শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত আধুনিককালের কয়েকটি প্রযুক্তি হলো কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা ইত্যাদি।
৬. প্রাচীনকালে ব্যবহৃত কয়েকটি কৃষি প্রযুক্তির নাম লেখ।
উত্তর : প্রাচীনকালে ব্যবহৃত কয়েকটি কৃষিপ্রযুক্তি হলো শাবল, কোদাল, কাস্তে ইত্যাদি।

কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

ন্ধ সাধারণ
১. প্রযুক্তির উন্নয়ন কীভাবে হয়েছে?
উত্তর : যাতায়াত, শিক্ষা ও কৃষির বিভিন্ন উপকরণ উদ্ভাবনের ফলে প্রযুক্তির উন্নয়ন ঘটছে। চাকা আবিষ্কারে যাতায়াতে বিরাট উন্নতি ঘটলেও ইঞ্জিন উদ্ভাবনে মানুষ এখন খুব সহজে এবং দ্রæত অনেক দূরে যেতে পারে। কাগজ ও মুদ্রণযন্ত্রের আবিষ্কার শিক্ষার প্রভ‚ত উন্নতি ঘটলেও এর সাথে কম্পিউটার ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তির ব্যবহার শিক্ষাকে আরো আকর্ষণীয় ও মানসম্মত করে তুলছে। কোদাল, কাস্তে ও লাঙলের পরিবর্তে ট্রাক্টর ও সেচ পাম্পের ব্যবহার কৃষি উৎপাদন বাড়তে সহায়তা করছে। এভাবে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন জিনিস উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন ঘটায় আমাদের জীবনযাত্রা সহজ ও নিরাপদ হচ্ছে।
২. কৃষি, যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম লেখ। কয়েকটি প্রাচীন এবং আধুনিক প্রযুক্তির নাম লেখ।
উত্তর :
কৃষি প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি শিক্ষা প্রযুক্তি
ট্রাক্টর সাইকেল কলম
লাঙল মোটরগাড়ি বই
সেচব্যবস্থা হেলিকপ্টার টেপরেকর্ডার
কাস্তে গরুর গাড়ি প্রজেক্টর
শাবল পুল মুদ্রণযন্ত্র
কোদাল উড়োজাহাজ বø্যাকবোর্ড
নৌকা পেনসিল
ভেলা
ফেরি
কয়েকটি প্রাচীন ও কয়েকটি আধুনিক প্রযুক্তির নাম নিচে দেওয়া হলোÑ
প্রাচীন প্রযুক্তি আধুনিক প্রযুক্তি
১) পশুর চামড়ার পোশাক, শাবল, কোদাল। ১) জমিতে রাসায়নিক সার দেওয়ার কৌশল, সেচপাম্প, ট্রাক্টর।
২) পাথরের হাতিয়ার। ২) পেট্রোল ইঞ্জিন।
৩) গাছের বাকল ও পাতার পোশাক। ৩) টেলিভিশন, মোবাইল, মোটরগাড়ি।
৪) শীত থেকে রক্ষার জন্য আগুনের আবিষ্কার। ৪) কম্পিউটার, বাস, ট্রাক, উড়োজাহাজ।
৩. প্রযুক্তি কী? প্রযুক্তি আমাদের জীবনকে কীভাবে সহজ করে?
উত্তর : প্রযুক্তি হচ্ছে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে।
প্রযুক্তি আমাদের কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে বলে আমাদের জীবন আজ সহজ হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন কাজে প্রযুক্তি ব্যবহার করি। পড়াশোনার জন্য পেন্সিল, বই খাতা ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে জ্ঞান অর্জন করি। যাতায়াতে বাস, জাহাজ, হেলিকপ্টার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে সময় অপচয় রোধ করি। কৃষিকাজে কোদাল, লাঙল, টাক্টর ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে ফলনের পরিমাণ বৃদ্ধি করি। আর এভাবেই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে।
ন্ধ যোগ্যতাভিত্তিক
৪. বাড়ির পাশের মহাসড়ক দিয়ে বিভিন্ন প্রকার ইঞ্জিন চালিত গাড়ি চলাচল করে। ইঞ্জিন চালিত গাড়ি কী ধরনের প্রযুক্তি? প্রযুক্তি কী কারণে উদ্ভাবন হয়েছে বলে তুমি মনে কর? আমাদের জীবনে প্রযুক্তির পাঁচটি প্রভাব লেখ।
উত্তর : ইঞ্জিন চালিত গাড়ি স্থলপথের আধুনিক যাতায়াত প্রযুক্তি।
প্রযুক্তি আমাদের কোনো কাজকে সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয়। প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে। তাই মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে।
আমাদের জীবনে প্রযুক্তি নানা প্রকার উৎকর্ষ সাধন করেছে। যেমনÑ
ক. চাকা ও ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ বিভিন্ন গাড়ির মাধ্যমে অতি অল্প সময়ে দ্রæত যাতায়াত করতে পারে।
খ. প্রযুক্তির উন্নয়নের ফলে তৈরি হয়েছে উড়োজাহাজ, হেলিকাপ্টার ইত্যাদি যা আকাশপথে ভ্রমণকে দ্রæততর করেছে।
গ. কম্পিউটার, প্রজেক্টর, কাগজ, কলম ইত্যাদি আবিষ্কারের ফলে জ্ঞান অর্জন এখন অনেক সহজ হয়েছে।
ঘ. আধুনিক কৃষি ব্যবস্থায় ট্রাক্টর ও সেচ যন্ত্র ব্যবহৃত হওয়ার ফলে ফসল উৎপাদন সহজ ও সাশ্রয় হয়েছে।
ঙ. আধুনিক প্রযুক্তির সাহায্যে মাছ চাষ, মুরগি পালন ও গবাদি পশু পালনের ফলে আমাদের খাদ্য চাহিদা পূরণ সম্ভব হয়েছে।

 

 

Scroll to Top