You are currently viewing চতুর্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১৩ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ

চতুর্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১৩ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ

চতুর্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১৩ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১. শূন্যস্থান পূরণ কর।
১) বর্ধিত জনসংখ্যার জন্য অধিক —- ও জায়গার প্রয়োজন।
২) বিজ্ঞান ও —- ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রæত বৃদ্ধি পাচ্ছে।
৩) অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক —- ধ্বংস ও পরিবর্তন করছে।
উত্তর : ১) খাদ্য ২) প্রযুক্তির ৩) পরিবেশ।

২. সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।
১) ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি?
ক. খাদ্য উৎপাদন বাড়লে স্থান ও জনসংখ্যা বাড়বে।
√ খ. জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে।
গ. জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা কমবে।
ঘ. জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা একই থাকবে।

৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
১) বনভ‚মি ধ্বংসের ফলে কী ঘটতে পারে?
উত্তর : বনভ‚মি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশুপাখি বিলুপ্ত হতে পারে এবং ভ‚মিক্ষয় ও ভ‚মিধ্বস হতে পারে।
২) মানুষ কীভাবে বনভ‚মি ধ্বংস করছে?
উত্তর : অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ, যেমন- চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভ‚মি ধ্বংস করছে।

৪. বর্ণনামূলক প্রশ্ন :
১) জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদা বৃদ্ধি পায়।
খাদ্য ও বাসস্থান মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মৌলিক অধিকার। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য ও বাসস্থানের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। জনসংখ্য যত বাড়বে, তত বেশি খাবারের প্রয়োজন হবে। বাড়তি মানুষের বসবাসের জন্য বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে সবার জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না।

২) জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী?
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মানুষের মৌলিক চাহিদাগুলো সহজে পূরণ হচ্ছে। উন্নত প্রযুক্তির কারণে মানুষ যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। কাজেই বলা যায়, জনসংখ্যা বৃদ্ধির উপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব অপরিসীম।

৩) বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব ফেলেছে?
উত্তর : বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের ক্ষতি সাধন করছে।
পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। কাজেই প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের ফলে প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন ঘটছে, কখনো কখনো পরিবেশ ধ্বংস হচ্ছে। বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি ও অন্যান্য সম্পদের প্রয়োজন। এই অতিরিক্ত খাদ্য ও বাসস্থানের চাহিদা মেটাতে মানুষ গাছপালা কেটে বনভূমি ধ্বংস করছে, পাহাড় কেটে রাস্তাঘাট তৈরি করছে। বনভ‚মি ধ্বংসের ফলে গাছপালা ও পশুপাখি বিলুপ্ত হচ্ছে, ভ‚মিক্ষয় ও ভ‚মিধ্বস হচ্ছে, বৃষ্টিপাত ও তাপমাত্রা প্রভাবিত হচ্ছে। জ্বালানি সম্পদের অতিরিক্ত ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে।

৫. বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল করি।
আবাসস্থল ধ্বংসের ফল
প্রাকৃতিক সম্পদ আহরণ
প্রাকৃতিক দুর্যোগ
চিকিৎসা প্রযুক্তির উন্নতি খরা
জীবের বিলুপ্তি
মানুষের দীর্ঘায়ু
পরিবেশের পরিবর্তন
উত্তর :
আবাসস্থল ধ্বংসের ফল —- জীবের বিলুপ্তি।
প্রাকৃতিক সম্পদ আহরণ —- পরিবেশের পরিবর্তন।
প্রাকৃতিক দুর্যোগ —- খরা।
চিকিৎসা প্রযুক্তির উন্নতি —- মানুষের দীর্ঘায়ু।

 

চতুর্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১৩ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

⇒ শূন্যস্থান পূরণ কর।
১) বেঁচে থাকার জন্য মানুষের —- সম্পদ প্রয়োজন।
২) পৃথিবীর —- ক্রমাগত বাড়ছে।
৩) অধিক জনসংখ্যার জন্য অধিক —- ও —- প্রয়োজন।
৪) বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ যথেষ্ট পরিমাণ —- উৎপাদন করতে পারছে।
৫) চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ —- ও —- থেকে বাঁচতে পারছে।
৬) বনভ‚মি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশুপাখির —- নষ্ট হয়।
৭) বনভ‚মি ধ্বংসের ফলে —- ও —- হচ্ছে।
৮) প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বৃষ্টিপাত ও —- উপর প্রভাব ফেলে।
উত্তর : ১) প্রাকৃতিক ২) জনসংখ্যা ৩) খাদ্য, জায়গা ৪) খাদ্য ৫) রোগ, দুর্ঘটনা ৬) আবাসস্থল ৭) ভ‚মিক্ষয়, ভ‚মিধ্বস ৮) তাপমাত্রার।

⇒ বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল কর।
অধিক জনসংখ্যা
মানুষের প্রয়োজন
বেঁচে থাকার জন্য প্রয়োজন
গাছপালার আবাসস্থল ধ্বংস
বনভ‚মি ধ্বংস প্রাকৃতিক সম্পদ
জীবের বিলুপ্তি
ভ‚মিক্ষয় ও ভ‚মিধ্বস
অধিক খাবার
খাদ্য ও বাসস্থান
উত্তর : অধিক জনসংখ্যা —- অধিক খাবার।
মানুষের প্রয়োজন —- প্রাকৃতিক সম্পদ।
বেঁচে থাকার জন্য প্রয়োজন —- খাদ্য ও বাসস্থান।
গাছপালার আবাসস্থল ধ্বংস —- জীবের বিলুপ্তি।
বনভ‚মি ধ্বংস —- ভ‚মিক্ষয় ও ভ‚মিধ্বস।

চতুর্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১৩সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকলে কী ঘটবে?
উত্তর : জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও বাসস্থানের অভাব ঘটবে।
২. জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কী?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি।
৩. মানুষ কেন দীর্ঘায়ু লাভ করছে?
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ দীর্ঘায়ু লাভ করছে।
৪. তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ।
উত্তর : তিনটি প্রাকৃতিক দুর্যোগ হলো- ১) বন্যা ২) খরা ৩) ঝড়।
৫. ভ‚মিক্ষয় ও ভ‚মিধ্বসের কারণ কী?
উত্তর : বনভ‚মি ধ্বংসের ফলে ভ‚মিক্ষয় ও ভ‚মিধ্বস হয়।
৬. বাড়তি জনসংখ্যার জন্য কী প্রয়োজন?
উত্তর : বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন।

চতুর্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১৩ কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

⇔ সাধারণ
১. জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকলে বাসস্থানের জায়গা থাকবে না কেন? ব্যখ্যা কর।
উত্তর : যেকোনো দেশের জায়গার পরিমাণ সীমিত। তাই জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকলে একপর্যায়ে বাসস্থানের জায়গা থাকবে না।
বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। জায়গা বা ভ‚মি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। জনসংখ্যার সাথে জায়গা ও খাদ্যের একটি সম্পর্ক রয়েছে। অধিক জনসংখ্যার জন্য অধিক জায়গা ও খাদ্যের প্রয়োজন। বাড়তি জনগণের খাদ্য চাহিদা পূরণের জন্য প্রয়োজন অধিক কৃষিজমি। অন্যান্য চাহিদা, যেমন- বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ইত্যাদির জন্য বনভ‚মি ধ্বংস করা হয়। এভাবে ধীরে ধীরে জমির পরিমাণ কমতে থাকে। তাই জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকলে একসময় বসবাস উপযোগী জায়গা থাকবে না।
২. প্রাকৃতিক দুর্যোগের কারণ ব্যাখ্যা কর।
উত্তর : প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে তাপমাত্রা, বৃষ্টিপাত ইত্যাদি আবহাওয়ার উপাদানগুলো পরিবর্তিত হয়। এর ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।
বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাড়তি জনসংখ্যার বিভিন্ন চাহিদা পূরণে অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে হয়। এর ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটে, কখনো কখনো পরিবেশ ধ্বংস হয়। বনভ‚মি ধ্বংসের ফলে ভ‚মিক্ষয় ও ভ‚মিধ্বস ঘটে। প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলে। এর ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।
⇔ যোগ্যতাভিত্তিক
৩. জনসংখ্যার সাথে জায়গা ও খাদ্যের সম্পর্ক কী? বর্তমানে মানুষ দীর্ঘায়ু লাভ করছে কেন? বাড়তি জনসংখ্যার কারণে তুমি কী কী সমস্যার সম্মুখীন হও? আলোচনা কর।
উত্তর : জনসংখ্যার সাথে জায়গা ও খাদ্যের একটি সম্পর্ক রয়েছে। তা হলো- অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন।
বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অভ‚তপূর্ব উন্নতি সাধিত হয়েছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। তাই বর্তমানে মানুষ দীর্ঘায়ু লাভ করছে।
বাড়তি জনসংখ্যার কারণে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন-
১) বিভিন্ন সময় খাদ্য সংকটের কারণে আমাকে উচ্চমূল্যে তা কিনতে হয়।
২) অপ্রতুল যানবাহনের কারণে আমার যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়।
৩) প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে কাজকর্মে আরাম বোধ করি না।
৪) ঘন ঘন বন্যা, ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি বিভিন্ন সমস্যায় পড়ি।


🔶🔶 চতুর্থ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়

🔶🔶 চতুর্থ শ্রেণির সকল বিষয়

 

This Post Has One Comment

  1. Zanina

    Zanina

Leave a Reply