দ্বিতীয় শ্রেণির বাংলা ২য় অধ্যায় আগের পাঠ থেকে জেনে নিই

দ্বিতীয় শ্রেণির বাংলা ২য় অধ্যায় আগের পাঠ থেকে জেনে নিই অনুশীলনী অংশের উত্তর নিচে দেওয়া হলো।

২য় অধ্যায় আগের পাঠ থেকে জেনে নিই

১, মুখে মুখে উত্তর বলি।
ক. সপ্তাহের কী বার স্কুল ছুটি থাকে?

উত্তরঃ ঐশী ও ওমর শুক্রবারে বাগানে কাজ করে।

খ. বাগানে কী কী গাছ লাগানো হয়েছে?

উত্তরঃ বাগানে এক পাশে ফুলের গাছ এবং অন্য পাশে নানা রকম সবজি লাগানো হয়েছে।

গ. দাদিমা খুশি হয়েছেন কেন?

উত্তরঃ ঐশী ও ওমরের বাগান দেখে দাদিমা খুশি হয়েছেন।

ঘ. তুমি তোমার বাগানে কী গাছ লাগাবে?

উত্তরঃ আমি আমার বাগানে জবা, শিউলি ও গোলাপ ফুলের গাছ লাগাব।

একজন মাজ বিক্রেতা হাটে মাছ বিক্রি করছেন। একটি ছোট মেয়ে বাবার সাথে মাছ কিনতে  এসেছে। মেয়েটির বাবা মাছ বিক্রতার সাথে দর-দাম করছেন। পাশ থেকে অন্য একজন তা দেখছেন। মাছ কিনে মেয়েটি খুশি মনে বাবার সাথে বাড়ি ফিরছেন।

Leave a Reply