You are currently viewing এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ বহুনির্বাচনি (MCQ)
এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ বহুনির্বাচনি (MCQ)

এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ বহুনির্বাচনি (MCQ)

নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ বহুনির্বাচনী প্রশ্ন mcq অর্থাৎ এসএmmি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ বহুনির্বাচনি (MCQ) দেখতে চোখ রাখুন।

এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় ভৌত রাশি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. কোয়ান্টাম তত্ত¡ কে প্রদান করেন?
√ প্ল্যাঙ্ক খ আইনস্টাইন
গ রাদারফোর্ড ঘ হাইজেনবার্গ
২. বোসন কার নাম থেকে এসেছে?
ক জগদীশ চন্দ্র বসু খ সুভাষ চন্দ্র বসু
√ সত্যেন্দ্রনাথ বসু ঘ শরৎচন্দ্র বসু
৩. নিচের কোনটি মৌলিক রাশি নয়?
ক ভর √ তাপ
গ তড়িৎ প্রবাহ ঘ পদার্থের পরিমাণ
৪. একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ ৪ cm, ভার্নিয়ার সমপাতন ৭ এবং ভার্নিয়ার ধ্র“বক ০.১ mm। দণ্ডটির দৈর্ঘ্য কত?
√ ৪.০৭ cm খ ৪.৭ cm
গ ৪.০৭ mm ঘ ৪.৭ mm

নিচের চিত্র থেকে ৫ এবং ৬ নং প্রশ্নের উত্তর দাও :

এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ বহুনির্বাচনি (MCQ)


৬. ক ও খ চিত্রের আয়তনের অনুপাত-
√ ১ : ০.৬৭৩ খ ১ : ০.০৬৭৩
গ ১ : ০.৭৬৩ ঘ ১ : ০.৬৩৭

৭. বায়ু পাম্প কে আবিষ্কার করেন?
ক রবার্ট বয়েল খ ডা. গিলবার্ট
√ ভন গুয়েরিক ঘ রোমার
৮. সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেনÑ
ক নিউটন √ গ্যালিলিও
গ আর্কিমিডিস ঘ ডেমোক্রিটাস
৯. পাখির ওড়া পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন?
√ লিউনার্দো দ্য-ভিঞ্চি খ ডা. গিলবার্ট
গ রজার বেকন ঘ ইবনে আল হাইসাম
১০. কে আপেক্ষিক তত্ত¡ প্রদান করেন?
ক প্লাঙ্ক √ আইনস্টাইন
গ রাদারফোর্ড ঘ ফ্যারাডে
১১. গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে?
√ গতি ও ত্বরণের খ সরণ ও ত্বরণের
গ বেগ ও সরণের ঘ বল ও ত্বরণের
১২. আলবার্ট আইনস্টাইন কোন তত্ত¡ প্রদান করেন?
ক কোয়ান্টাম তত্ত¡ √ আপেক্ষিক তত্ত¡
গ কণা তত্ত¡ ঘ তড়িৎ চৌম্বক তত্ত¡
১৩. উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে?
√ আল-মাসুদী খ ইবনে আল হাইসাম
গ আল হাজেন ঘ আবদুস সালাম
১৪. নিচের কোনটি লব্ধ রাশি?
ক ভর খ তাপ
গ তড়িৎ প্রবাহ ঘ বল
[সঠিক উত্তর : খ ও ঘ]
১৫. এক অটো ওয়াট সমান কত ওয়াট?
ক ১০-৯w খ ১০-১২w
গ ১০-১৫w √ ১০-১৮w
১৬. প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি ১শম ভরের সিলিন্ডারটির ব্যাসার্ধ কত?
ক ৯.৩ cm খ ৩.৯ cm
গ ২.৯৫ cm √ ১.৯৫ cm
১৭. এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড?
√ ১০-৯ সেকেন্ডে খ ১০-৬ সেকেন্ডে
গ ১০৬ সেকেন্ডে ঘ ১০৯ সেকেন্ডে
১৮. নিচের কোনটি ত্বরণের মাত্রা?
ক LT2 খ LT-1
গ MLT2 √ LT-2
১৯. ভার্নিয়ার স্কেলের ৫০ ঘর সমান প্রধান স্কেলের ৪৯ ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ঘর = ১mm হলে, ভার্নিয়ার ধ্রæবক কত?
ক ০.২ cm খ ০.০২ cm
√ ০.০০২ cm ঘ ০.০০১ cm
২০. যদি ভার্নিয়ার স্কেলের ২০ ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১৯ ঘরের সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রæবক কত হবে?
ক ০.০১ mm √ ০.০৫ mm
গ ০.১ mm ঘ ০.৫ mm
২১. রৈখিক স্কেল পাঠ ৪ mm এবং বৃত্তাকার স্কেলের পাঠের মান ০.১৭ mm তারের ব্যাস কত?
√ ৪.১৭ mm খ ৪১.৭ mm
গ ৪১৭ mm ঘ ৪১০৭ mm
২২. একটি ঘন গোলাকার বস্তুর ব্যাসার্ধ ৎ হলে বস্তুটির আয়তন কত?
ক ১৩ ৎ৩ √ ৪৩ ৎ৩
গ ৩৪ ৎ৩ ঘ ৎ৩
২৩. থামা ঘড়ি ব্যবহৃত হয়Ñ
i. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য
ii. মোবাইল ফোনে
iii. ডিজিটাল ঘড়িতে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii

১.১ পদার্থবিজ্ঞান
♥♥ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪. বিজ্ঞানের কোন শাখা পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করে? (অনুধাবন)
√ পদার্থবিজ্ঞান খ উদ্ভিদবিজ্ঞান
গ রসায়ন ঘ প্রাণিবিজ্ঞান
২৫. পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে? (জ্ঞান)
ক ৭টি খ ৯টি
√ ১০টি ঘ ১১টি
২৬. লোডস্টোনের ‘চৌম্বক ধর্ম’ সম্পর্কে কে জানতেন? (জ্ঞান)
√ থেলিস খ পিথাগোরাস
গ ডেমোক্রিটাস ঘ অ্যারিস্টার্কাস
২৭. পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে? (জ্ঞান)
ক পিথাগোরাস √ ডেমোক্রিটাস
গ ইবনে সিনা ঘ আল হাজেন
২৮. ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে? (জ্ঞান)
ক থেলিস খ অ্যারিস্টার্কাস
গ গ্যালিলিও √ আর্কিমিডিস
২৯. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়? (জ্ঞান)
√ শক্তির সংরক্ষণশীলতা নীতি খ বল বৃদ্ধিকরণ নীতি
গ লিভারের নীতি ঘ আর্কিমিডিসের নীতি
৩০. আলোক তত্তে¡র ক্ষেত্রে কার অবদান উলে­খযোগ্য? (জ্ঞান)
ক আল বিরুনী খ আল মাসুদী
√ ইবনে আল হাইথাম ঘ রজার বেকন
৩১. টলেমির মতবাদের বিরোধিতা করেন কে? (জ্ঞান)
√ আল হাজেন খ ইবনে আল হাইথাম
গ টলেমি ঘ আল বিরুনী
৩২. আল মাসুদী এনসাইক্লোপিডিয়া লেখেন কোন বিষয়ের ওপর? (জ্ঞান)
√ প্রকৃতির ইতিহাস খ ইসলামের ইতিহাস
গ গ্রিক সভ্যতার ইতিহাস ঘ রোমান সভ্যতার ইতিহাস
৩৩. বায়ুকলের উলে­খ পাওয়া যায় কোন বইয়ে? (জ্ঞান)
ক জেনেরা প্লানটারাম √ প্রকৃতির ইতিহাস
গ আল জিবর ওয়াল মুকাবিলা ঘ অরিজিন অব স্পিসিস
৩৪. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? (জ্ঞান)
ক টলেমি √ রজার বেকন
গ লিউনার্দো দ্য ভিঞ্চি ঘ রবার্ট হুক
৩৫. লিউনার্দো দ্য ভিঞ্চি কী ছিলেন? (জ্ঞান)
ক নৃত্য শিল্পী খ বিজ্ঞানী
গ গণিতবিদ √ চিত্রশিল্পী
৩৬. আলোর বেগ পরিমাপ করেন কে? (জ্ঞান)
ক রবার্ট বয়েল খ কেপলার
গ গ্যালিলিও √ রোমার
৩৭. কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন? (জ্ঞান)
ক কেপলার √ রোমার
গ গ্যালিলিও ঘ ডা. গিলবার্ট
৩৮. কোপারনিকাসের সৌরকেন্দ্রিক ধারণার গাণিতিক বর্ণনা দেন কে? (জ্ঞান)
√ কেপলার খ টাইকোব্রাহের
গ কোপারনিকাস ঘ নিউটন
৩৯. বস্তুর পতনের নিয়ম-এর আবিষ্কারকের নাম কী? (জ্ঞান)
√ গ্যালিলিও খ আর্কিমিডিস
গ আইনস্টাইন ঘ নিউটন
৪০. সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করে কে? (জ্ঞান)
ক আইনস্টাইন খ টলেমি
গ অ্যারিস্টটল √ গ্যালিলিও
৪১. সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে? (জ্ঞান)
ক নিউটন √ গ্যালিলিও
গ পিথাগোরাস ঘ মহাবীর
৪২. গ্যালিলিওর উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিকে পূর্ণতার রূপ প্রদান করেন কে? (জ্ঞান)
ক কেপলার খ রজার বেকন
√ নিউটন ঘ আর্কিমিডিস
৪৩. “পদার্থের অবিভাজ্য একক পরমাণু”Ñ কে এ ধারণা দেন? (জ্ঞান)
ক আর্কিমিডিস খ অ্যারিস্টার্কাস
√ ডেমোক্রিটাস ঘ রজার বেকন
৪৪. বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)
ক গ্যালিলিও খ আইনস্টাইন
গ ম্যাক্স প্ল্যাঙ্ক √ নিউটন
৪৫. গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৪৪২ খ ১৪৬৪
√ ১৫৬৪ ঘ ১৬৭৪
৪৬. নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছিল? (উচ্চতর দক্ষতা)
ক বায়ুকল খ বায়ুবাষ্প
√ বাষ্পীয় ইঞ্জিন ঘ ইউরেনিয়াম
৪৭. কত সালে ম্যাক্সওয়েল আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত¡ প্রদান করেন? (জ্ঞান)
ক ১৮৩১ খ ১৮৫৮
√ ১৮৬৪ ঘ ১৮৮৪
৪৮. ১৮৯৬ সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠান কে? (জ্ঞান)
ক হেনরিখ হার্জ খ লেজ
√ মার্কনী ঘ জগদীশ চন্দ্র বসু
৪৯. জগদীশ চন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)
ক ভারত খ চীন
√ বাংলাদেশ ঘ ইতালি
৫০. কোয়ান্টাম তত্ত¡ কখন আবিষ্কৃত হয়? (অনুধাবন)
ক অষ্টাদশ শতাব্দীতে খ ঊনবিংশ শতাব্দীর শেষে
√ বিংশ শতাব্দীর শুরুতে ঘ বিংশ শতাব্দীর শেষে
৫১. কোয়ান্টাম তত্ত¡ আবিষ্কার করেন কে? (জ্ঞান)
ক ম্যাক্সওয়েল খ হাইগেন
√ ম্যাক্স প্ল্যাঙ্ক ঘ নিউটন
৫২. আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক যে তত্ত¡ প্রদান করেন তার নাম কী? (জ্ঞান)
ক রাদারফোর্ড তত্ত¡ খ বোর তত্ত¡
গ কোয়ান্টাম তত্ত¡ √ নিউক্লীয় তত্ত¡
৫৩. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে? (জ্ঞান)
ক জন ডাল্টন খ আর্নেস্ট রাদারফোর্ড
গ বেকেরেল √ নিলস বোর
৫৪. নিউক্লিয়াস ফিশনযোগ্য এটি যে আবিষ্কার করেনÑ (জ্ঞান)
ক ওটো হান ও প্ল্যাঙ্ক খ হেনরী ও স্ট্রেসম্যান
গ হেনরী ও লেঞ্জ √ ওটো হান ও স্ট্রেসম্যান
৫৫. সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন? (জ্ঞান)
ক অক্সফোর্ড খ ক্যালিফোর্নিয়া
গ কলকাতা √ ঢাকা
৫৬. প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্তে¡র শুদ্ধতর প্রমাণ উcm্থাপন করেন কে? (জ্ঞান)
ক ম্যাক্সওয়েল খ আবদুস সালাম
গ সত্যেন্দ্রনাথ দত্ত √ সত্যেন্দ্রনাথ বসু
৫৭. সত্যেন্দ্রনাথ বসুর তত্ত¡ কী নামে পরিচিত? (জ্ঞান)
ক জুলি ও কুরি তত্ত¡ √ বোস-আইনস্টাইন সংখ্যায়ন
গ বসু তত্ত¡ ঘ আপেক্ষিক তত্ত¡
৫৮. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কত জনকে? (জ্ঞান)
ক দুই √ তিন
গ চার ঘ পাঁচ
৫৯. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় উপমহাদেশের কোন বিজ্ঞানীকে? (জ্ঞান)
ক চন্দ্রশেখর রমন √ আবদুস সালাম
গ সত্যেন্দ্রনাথ বসু ঘ স্যার জগদীশ চন্দ্র বসু
৬০. রমনপ্রভাব কোন দেশের বিজ্ঞানীর আবিষ্কার? (জ্ঞান)
√ ভারত খ পাকিস্তান
গ আমেরিকা ঘ স্পেন
৬১. কোন শতাব্দীতে মহাশূন্য অভিযান পরিচালনা করা হয়? (অনুধাবন)
ক ঊনবিংশ √ বিংশ
গ একবিংশ ঘ অষ্টাদশ
৬২. আবহাওয়ার পূর্বাভাস দানে ভ‚মিকা রাখছেÑ (অনুধাবন)
ক টেলিভিশন খ রেডিও
√ কৃত্রিম উপগ্রহ ঘ আইপ্যাড
৬৩. মানুষ চাঁদে পদার্পণ করে কোন শতাব্দীতে? (জ্ঞান)
ক অষ্টাদশ খ ঊনবিংশ
√ বিংশ ঘ একবিংশ
৬৪. পাখির ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? (জ্ঞান)
ক রজার বেকন √ লিউনার্দো দ্য ভিঞ্চি
গ ওমর খৈয়াম ঘ রাইট ভ্রাতৃদ্বয়
৬৫. পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে? (জ্ঞান)
ক নিউটন খ বেকন
√ ডেমোক্রিটাস ঘ পিথাগোরাস
৬৬. ধাতুর ভেজাল নির্ণয় করতে প্রথম কে সমর্থ লাভ করেন? (জ্ঞান)
√ আর্কিমিডিস খ অ্যারিস্টটল
গ অ্যারিস্টার্কাস ঘ পিথাগোরাস
৬৭. কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন? (জ্ঞান)
ক পিথাগোরাস গ আইনস্টাইন
√ নিউটন ঘ স্টিফেন হকিং
৬৮. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন কে? (জ্ঞান)
ক রাদারফোর্ড √ নিলস বোর
গ ডি ব্রগলি ঘ বেকেরেল
৬৯. কে পরমাণু বিষয়ক নিউক্লীয় তত্ত¡ প্রদান করেন? (জ্ঞান)
√ আর্নেস্ট রাদারফোর্ড খ নিলস্ বোর
গ ক্লার্ক ম্যাক্সওয়েল ঘ ম্যাক্স প্ল্যাঙ্ক
৭০. কে লিভারের নীতি আবিষ্কার করেন? (জ্ঞান)
√ আর্কিমিডিস খ অ্যারিস্টটল
গ পিথাগোরাস ঘ গ্যালিলিও
৭১. আলোর তড়িৎ চুম্বকীয় তত্তে¡র বিকাশ ঘটান কে? (জ্ঞান)
√ ক্লার্ক ম্যাক্সওয়েল ক হেনরিখ হার্জ
গ মাইকেল ফ্যারাডে ঘ হেনরী
৭২. সর্বপ্রথম কে তড়িৎকোষ আবিষ্কার করেন? (জ্ঞান)
ক সাইমন ওহম খ রবার্ট কিরশফ
গ আলেসান্দ্রো ভোল্টা √ ওয়েরস্টেড
৭৩. ভারতীয় কোন বিজ্ঞানী পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু? (জ্ঞান)
ক কণাদ খ আর্যভট্ট
√ বরাহ মিহির ঘ মহাবীর
৭৪. “পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞার্থ ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূলভিত্তি”।Ñ উক্তিটি কার? (জ্ঞান)
√ গ্যালিলিও খ নিউটন
গ পিথাগোরাস ঘ টলেমি
৭৫. সর্বপ্রথম বায়ুকলের ধারণা দেন কে? (জ্ঞান)
ক আল ফাজারী খ আর্কিমিডিস
√ আল মাসুদী ঘ কেপলার
৭৬. বস্তুর পতনের নিয়ম ও সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? (জ্ঞান)
ক নিউটন √ গ্যালিলিও
গ আর্কিমিডিস ঘ কেপলার
৭৭. বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বিষয় হলোÑ (অনুধাবন)
√ জ্ঞান খ পদ্ধতি
গ দৃষ্টিভঙ্গি ঘ পরিকল্পনা
৭৮. জার্মান বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেনÑ (অনুধাবন)
ক আলোর প্রতিফলনের সূত্র খ আলোর তরঙ্গতত্ত¡
√ আলোর প্রতিসরণের সূত্র ঘ আলোর কোয়ান্টাম তত্ত¡
৭৯. দুর্বল নিউক্লীয় বল এবং বিদ্যুৎ চৌম্বক বলদ্বয়কে একই বলের দুটি ভিন্নরূপ প্রমাণ করেনÑ (অনুধাবন)
ক প্রফেসর সালাম খ স্টিভেন ওয়াইনবার্গ
গ শেলডন গøাশো √ উপরের সব
৮০. ম্যাক্স প্ল্যাঙ্ক হলেনÑ (অনুধাবন)
√ কোয়ান্টাম তত্তে¡র প্রতিষ্ঠাতা খ তড়িৎ চুম্বক তত্তে¡র প্রতিষ্ঠাতা
গ আপেক্ষিক তত্তে¡র প্রতিষ্ঠাতা ঘ তরঙ্গ তত্তে¡র প্রতিষ্ঠাতা
৮১. সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত হলেনÑ (অনুধাবন)
√ থেলিস খ পিথাগোরাস
গ কোপারনিকাস ঘ গ্যালিলিও
৮২. কে ঘটনা বা সত্যের পর্যবেক্ষণের ওপর বেশি গুরুত্ব আরোপ করতেন? (অনুধাবন)
√ ফ্রান্সিস বেকন খ গ্যালিলিও
গ অ্যারিস্টটল ঘ নিউটন
৮৩. বিংশ শতাব্দীতে আবিষ্কৃত হয় কোনটি? (অনুধাবন)
ক প্লবতা খ এটম
গ লিভার নীতি √ আইসোটোপ
৮৪. আলোর তড়িৎ চুম্বকীয় তত্তে¡র বিকাশ ঘটান কে? (অনুধাবন)
ক হেনরিখ হার্জ √ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
গ লেঞ্জ ঘ মাইকেল ফ্যারাডে
৮৫. পিথাগোরাসের বাদ্যযন্ত্র ও সংগীত বিষয়ক স্কেলের যে অবদানÑ (প্রয়োগ)
√ তারের কম্পন বিষয়ক খ তারের ভর বিষয়ক
গ তারের আকর্ষণ বিষয়ক ঘ তারের প্রসারণ বিষয়ক
৮৬. আর্কিমিডিস গোলীয় দর্পণে সূর্যের রশ্মি কেন্দ্রীভ‚ত করে কৌশল আবিষ্কার করেনÑ (প্রয়োগ)
ক বিদ্যুৎ উৎপাদনের √ আগুন ধরানোর
গ তাপ উৎপাদনের ঘ আলো উৎপাদনের
৮৭. পরমাণু ফিশনযোগ্য আবিষ্কার করে পারমাণবিক বোমার সূচনা করেন প্রথমÑ (উচ্চতর দক্ষতা)
ক ওটো হান খ স্ট্রেসম্যান
গ রাদারফোর্ড √ ওটো হান ও স্ট্রেসম্যান
৮৮. তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠানোর ব্যবস্থা উদ্ভাবন করে বেতার যোগাযোগের জন্মদান করেনÑ (জ্ঞান)
√ মার্কনী খ হেনরিখ হার্জ
গ ক্লার্ক ম্যাক্সওয়েল ঘ মাইকেল ফ্যারাডে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৯. আবিষ্কার-আবিষ্কারকের নাম হলোÑ (প্রয়োগ)
i. বাষ্পীয় ইঞ্জিন – জেমস ওয়াট
ii. কোয়ান্টাম তত্ত¡ – ম্যাক্সপ্ল্যাঙ্ক
iii. এক্সরে – রন্টজেন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
৯০. নিউক্লিয়াস ফিউশনযোগ্য আবিষ্কারের সাথে সম্পর্ক আছেÑ (অনুধাবন)
i. ওটো হান
ii. নিউটন
iii. স্ট্রেসমান
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
৯১. আধুনিক পদার্থবিজ্ঞানে স্থান-কালের ধারণায় পরিবর্তন এনেছেÑ (অনুধাবন)
i. বোর তত্ত¡
ii. কোয়ান্টাম তত্ত¡
iii. আপেক্ষিক তত্ত¡
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
৯২. নিউটনের মতেÑ (প্রয়োগ)
i. স্থান হচ্ছে ত্রিমাত্রিক
ii. স্থানের কোনো শুরু বা শেষ নেই
iii. সময়ের শুরু আছে বা শেষ নেই
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
৯৩. বিজ্ঞানীদের নামের সাথে আবিষ্কারের মিল দেখা যায়Ñ (অনুধাবন)
i. রন্টজেন-এক্সরে
ii. বেকেরেল-তেজস্ক্রিয়তা
iii. ম্যাক্স প্ল্যাঙ্ক-কোয়ান্টাম তত্ত¡
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
৯৪. থেলিস সম্পর্কে সঠিক উক্তি হলোÑ (অনুধাবন)
i. থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ বাণী করে
ii. থেলিস লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন
iii. কম্পমান তারের ওপর থেলিসের কাজ স্থায়ী অবদান রেখেছিল
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৯৫. আলোক তত্তে¡র ক্ষেত্রে উলে­খযোগ্য অবদান রাখেনÑ (অনুধাবন)
i. আল-মাসুদী
ii. আল হাজেন
iii. ইবনে আল হাইথাম
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৯৬. ত্রয়োদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানে অবদান রাখেনÑ (অনুধাবন)
i. হাইগেন
ii. রজার বেকন
iii. লিউনার্দো দ্য ভিঞ্চি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
৯৭. নিউটন তার বিস্ময়কর প্রতিভার দ্বারা আবিষ্কার করেনÑ (অনুধাবন)
i. বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র
ii. সৃতিবিদ্যা
iii. বিশ্বজনীন মহাকর্ষ সূত্র
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৯৮. তাড়িতচৌম্বক তরঙ্গের মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে শক্তি প্রেরণে সক্ষম হনÑ (অনুধাবন)
i. মার্কনী
ii. ক্লার্ক ম্যাক্সওয়েল
iii. জগদীশ চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৯৯. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পদার্থবিজ্ঞানে অসামান্য অবদান রাখেনÑ (অনুধাবন)
i. নিলস বোর
ii. বেকেরেল
iii. রন্টজেন
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১০০. “বোস-আইনস্টাইন সংখ্যায়ন” এর সাথে জড়িতÑ (অনুধাবন)
i. স্যার জগদীশ চন্দ্র বসু
ii. অ্যালবার্ট আইনস্টাইন
iii. সত্যেন্দ্রনাথ বসু
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
১০১. তাড়িত দুর্বল বল আবিষ্কার করেনÑ (অনুধাবন)
i. আবদুস সালাম
ii. স্টিভেন ওয়াইনবার্গ
iii. শেলডন গ্লাশো
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১০২. অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়। কারণÑ (উচ্চতর দক্ষতা)
i. ভৌতবিজ্ঞানের বিকাশ ঘটে ফলে কারিগরি ক্ষেত্রে নাটকীয় উন্নতি সাধিত হয়
ii. বিজ্ঞানীদের গবেষণালব্ধ বিষয়ের সাহায্যে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার হয়
iii. শিল্পপণ্ডিতরা বিজ্ঞান সাধনার পেছনে বিনিয়োগ করেন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও :
মহাবিশ্বে যেকোনো কণার চেয়ে আলোর বেগ বেশি। যখন আলোর বেগ পরিমাপ করা হয় তখন অনেক বিজ্ঞানী ধারণা করতে পারেননি যে, আলোর বেগ এত বেশি হতে পারে।
১০৩. আলোর বেগ পরিমাপ করেন কে? (জ্ঞান)
ক টলেমি খ কেপলার
√ রোমার ঘ কোপারনিকাস
১০৪. কোন উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করা হয়? (জ্ঞান)
ক শনি √ বৃহস্পতি
গ নেপচুন ঘ ইউরেনাস
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও :
প্রাচীন গ্রিক বিজ্ঞানীরা ছিলেন এক অসাধারণ প্রতিভা। বিজ্ঞানের প্রায় অনেক শাখায় তাদের অবদান রয়েছে। পিথাগোরাস প্রথম ব্যক্তি যিনি বস্তুজগতের মৌলিক উপাদান নিয়ে সুস্পষ্ট ধারণা দেয়ার চেষ্টা করেন। আধুনিক পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক ধারণা আমরা তাদের কাছ থেকে পাই।
১০৫. কোন বিজ্ঞানী সর্বপ্রথম শরীর, মন ও আত্মা সবকিছুকেই গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন? (অনুধাবন)
ক থেলিস খ আইনস্টাইন
গ গ্যালিলিও √ পিথাগোরাস
১০৬. কোনটি পিথাগোরাসের গবেষণার বিষয় ছিল না? (উচ্চতর দক্ষতা)
ক বস্তুর মৌলিক উপাদান নিয়ে চিন্তা করা
খ ধর্মকে গাণিতিক রূপ দেয়া
গ কম্পমান তারের ওপর কাজ করা
√ ধাতুর ভেজাল নির্ণয়ে অবদান রাখা
১.২ পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য
♥♥ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৭. পরমাণুর নিউক্লিয়াস আহিত থাকেÑ (অনুধাবন)
ক ঋণাত্মকভাবে খ নিশ্চলভাবে
√ ধনাত্মকভাবে ঘ নিরপেক্ষভাবে
১০৮. নিউক্লিয়াস কী দ্বারা গঠিত? (উচ্চতর দক্ষতা)
ক ইলেকট্রন ও প্রোটন খ ইলেকট্রন ও নিউট্রন
গ প্রোটন ও বোসন √ প্রোটন ও নিউট্রন
১০৯. ইলেকট্রন নিউক্লিয়াসের কোথায় ঘোরে? (অনুধাবন)
ক উপরে খ নিচে
গ ভেতরে √ চারপাশে
১১০. ‘পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মকভাবে আহিত’ এটি কোন শতকের আবিষ্কার? (অনুধাবন)
ক ঊনবিংশ শতাব্দীর শেষে √ বিংশ শতাব্দীর শুরুতে
গ বিংশ শতাব্দীর শেষে ঘ একবিংশ শতাব্দীর শুরুতে
১১১. পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে কোন শতাব্দীতে? (জ্ঞান)
ক অষ্টাদশ শতাব্দীতে √ পঞ্চদশ শতাব্দীতে
গ বিংশ শতাব্দীতে ঘ ঊনবিংশ শতাব্দীতে
১১২. প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার কোন বিজ্ঞানের অবদান? (অনুধাবন)
√ পদার্থবিজ্ঞান খ জ্যোতির্বিদ্যা
গ জীববিজ্ঞান ঘ ভ‚বিদ্যা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৩. পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছেÑ (উচ্চতর দক্ষতা)
i. প্রকৃতির রহস্য উদঘাটন করা
ii. প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করা
iii. প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১১৪. পদার্থবিজ্ঞান আমাদেরÑ (অনুধাবন)
i. কল্পনাকে উদ্দীপ্ত করে
ii. পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে
iii. চিন্তাশক্তির বিকাশ ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১১৫. পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়Ñ (প্রয়োগ)
i. চিকিৎসাবিজ্ঞানে
ii. মনোবিজ্ঞানে
iii. রাষ্ট্রবিজ্ঞানে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১.৩ ভৌত রাশি
♥♥ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৬. যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে? (জ্ঞান)
ক যৌগিক রাশি খ মকর রাশি
গ লব্ধ রাশি √ মৌলিক রাশি
১১৭. নিচের কোনটি লব্ধ রাশি? (অনুধাবন)
ক ভর খ দীপন ক্ষমতা
গ তড়িৎপ্রবাহ √ ঘনত্ব
১১৮. নিচের কোন রাশিটি অন্য রাশির ওপর নির্ভরশীল? (জ্ঞান)
ক তাপমাত্রা √ ওজন
গ তড়িৎ প্রবাহ ঘ দীপন ক্ষমতা
১১৯. প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে? (জ্ঞান)
√ ৭টি খ ৮টি
গ ১১টি ঘ ১৩টি
১২০. কোনটি মৌলিক রাশি নয়? (জ্ঞান)
√ কাজ খ পদার্থের পরিমাণ
গ সময় ঘ ভর
১২১. যাদের জীবন নেই তাদের সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয়Ñ (অনুধাবন)
ক পদার্থবিজ্ঞান √ ভৌতবিজ্ঞান
গ জীববিজ্ঞান ঘ রসায়ন বিজ্ঞান
১২২. ভৌতজগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে? (জ্ঞান)
ক মাত্রা √ রাশি
গ একক ঘ ভর
১২৩. যে একক মৌলিক একক থেকে প্রতিপাদিত হয়েছে তাকে কী একক বলা হয়? (জ্ঞান)
√ লব্ধ একক খ সিজিএস একক
গ এসআই একক ঘ দেশীয় একক
১২৪. সঠিক সমীকরণ কোনটি? (অনুধাবন)
ক বল = ভর  ত্বরণ খ বল = ভর  ত্বরণ সময়
√ বল = ভর  দূরত্ব সময়২ ঘ বল = ভর সময়২দূরত্ব
১২৫. কোনটি মৌলিক রাশি? (অনুধাবন)
ক ঘনত্ব খ আয়তন
গ বল √ ভর
১২৬. কোন রাশিটি অন্য রাশির ওপর নির্ভরশীল? (অনুধাবন)
ক তাপমাত্রা √ ওজন
গ তড়িৎপ্রবাহ ঘ দীপন ক্ষমতা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৭. নিচের তথ্যগুলো লক্ষ করÑ (অনুধাবন)
i. তাপ মৌলিক রাশি
ii. দীপন তীব্রতা মৌলিক রাশি
iii. তড়িৎ প্রবাহ মৌলিক রাশি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১২৮. মৌলিক রাশির অন্তর্ভুক্ত হলোÑ (অনুধাবন)
i. দৈর্ঘ্য, ভর, পদার্থের পরিমাপ
ii. সময়, তাপমাত্রা
iii. তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১২৯. মৌলিক রাশির ওপর নির্ভর করেÑ
i. শক্তি
ii. তড়িৎ প্রবাহ
iii. কাজ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৩০. নিচের সূত্রগুলো লক্ষ করÑ (জ্ঞান)
i. বল = ভর  ত্বরণ
ii. নিউটন = ১ কিলোগ্রাম  ১ মিটার সেকেন্ড২
iii. বল = ভর  দূরত্ব সময়২
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও :
রহিমের ভর ৫০ শম। বাড়ি যাওয়ার রাস্তায় একটি বড় কাঠের টুকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কাঠের টুকরাটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করল।
১৩১. ভর কেমন রাশি? (জ্ঞান)
√ মৌলিক খ ভৌত
গ লব্ধ ঘ যৌগিক
১৩২. বলের সাথে সম্পর্কিত বাক্য হলোÑ (অনুধাবন)
i. বল ভৌত রাশি
ii. বলের মাত্রা [গখঞ -২]
iii. বলের একক প্যাসকেল
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১.৪ পরিমাপের একক
♥♥ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৩. সময়ের একক নির্ধারণে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক ইউরেনিয়াম √ সিজিয়াম
গ রেডিয়াম ঘ থোরিয়াম
১৩৪. আদর্শ ভরের সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা কত? (জ্ঞান)
√ ব্যাস ৩.৯ cm ও উচ্চতা ৩.৯ cm খ ব্যাস ৩.৯ cm ও উচ্চতা ৯.৩ cm
গ ব্যাস ৯.৩ cm ও উচ্চতা ৩.৯ cm ঘ ব্যাস ৯.৩ cm ও উচ্চতা ৯.৩ cm
১৩৫. স্যাভ্রে শহরটি কোন দেশে অবস্থিত? (জ্ঞান)
ক ইংল্যান্ড √ ফ্রান্স
গ ইতালি ঘ জার্মানি
১৩৬. মোল পরিমাপে কোন কার্বন ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক কার্বন-১১ √ কার্বন-১২
গ কার্বন-১৩ ঘ কার্বন-১৪
১৩৭. যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক পরিমাপ খ ভর
গ মৌলিক রাশি √ পরিমাপের একক
১৩৮. মিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি কিসের উদাহরণ? (অনুধাবন)
ক পরিমাপের √ পরিমাপের এককের
গ রাশি ঘ দৈর্ঘ্য, ভর
১৩৯. দীপন ক্ষমতা কোন প্রকার রাশি? (জ্ঞান)
ক লব্ধ √ মৌলিক
গ মিশ্র ঘ যৌগিক
১৪০. মিটার কিসের একক? (জ্ঞান)
ক ভরের খ সময়ের
√ দৈর্ঘ্যরে ঘ তাপমাত্রার
১৪১. সময়ের একক কী? (জ্ঞান)
ক মিটার খ কিলোগ্রাম
√ সেকেন্ড ঘ মোল
১৪২. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী? (জ্ঞান)
ক জুল খ নিউটন
গ প্যাসকেল √ কেলভিন
১৪৩. আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কী? (জ্ঞান)
ক ভোল্ট √ অ্যাম্পিয়ার
গ ওহম ঘ কেলভিন
১৪৪. দীপন তীব্রতার একক কোনটি? (জ্ঞান)
ক কেলভিন খ অ্যাম্পিয়ার
√ ক্যান্ডেলা ঘ মোল
১৪৫. আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী? (জ্ঞান)
ক গ্রাম খ কিলোগ্রাম
√ মোল ঘ পাউন্ড
১৪৬. ১ ভস = কত? (প্রয়োগ)
ক ১০-১১ঋ খ ১০-১১স
গ ১০-১১ং √ ১০-১৫স
১৪৭. ৫ ঊস = কত জুল? (প্রয়োগ)
ক ৫  ১০১২ জুল খ ৫  ১০১৪ জুল
গ ৫  ১০১৭ জুল √ ৫  ১০১৮ জুল
১৪৮. আন্তর্জাতিক পদ্ধতিতে (ঝও) ভরের একক কোনটি? (জ্ঞান)
ক গ্রাম √ কিলোগ্রাম
গ মোল ঘ পাউন্ড
১৪৯. কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কী বলা হয়? (জ্ঞান)
√ পরিমাপ খ ওজন গ ভর ঘ বল
১৫০. ১০৬  ১০৪ = কত? (প্রয়োগ)
ক ১০১০ খ ১০৬
√ ১০২ ঘ ১০
১৫১. ১ ধড সমান কত ওয়াট? (জ্ঞান)
ক ১০–১২ √ ১০–১৮
গ ১০–২৪ ঘ ১০–৩০
১৫২. এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কী বলা হয়? (জ্ঞান)
√ ঝও খ ঈএঝ
গ গকঝ ঘ ওঝট
১৫৩. কোন সাল থেকে দুনিয়াজুড়ে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়? (জ্ঞান)
ক ১৯৬৫ খ ১৯০৬
√ ১৯৬০ ঘ ১৯৯০
১৫৪. এক গিগা কত জুলের সমান? (জ্ঞান)
√ ১০৯ জুল খ ১০১২ জুল
গ ১০৬ জুল ঘ ১০–৯ জুল
১৫৫. মাইক্রো অ্যাম্পিয়ার (অ) = কত? (জ্ঞান)
ক ১০৬ অ্যাম্পিয়ার খ ১০৩ অ্যাম্পিয়ার
√ ১০-৬ অ্যাম্পিয়ার ঘ ১০-৯ অ্যাম্পিয়ার
১৫৬. কোনটি লব্ধ একক? (অনুধাবন)
ক ক্যান্ডেলা √ নিউটন
গ কেলভিন ঘ অ্যাম্পিয়ার
১৫৭. ১০ গিগা জুল এর সঠিক সংকেত কোনটি? (জ্ঞান)
ক ১০ মল খ ১০ এল
গ ১০ মঔ √ ১০ এঔ
১৫৮. এককের উcmর্গ ব্যবহার নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
ক mmঋ খ সঁঋ
গ হঋ √ ঢ়ঋ
১৫৯. ৪ ন্যানো সেকেন্ডের সঠিক সংকেত কোনটি? (জ্ঞান)
ক ৪ ঘঝ খ ৪ হঝ
√ ৪ হং ঘ ৪ ঘং
১৬০. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কোনটি? (অনুধাবন)
√ অ্যাম্পিয়ার খ জুল
গ ওয়াট ঘ ভোল্ট
১৬১. কোন রাশি দুটির একক অভিন্ন? (অনুধাবন)
ক তাপ, তাপমাত্রা √ কাজ, শক্তি
গ কাজ, ক্ষমতা ঘ শক্তি, ক্ষমতা
১৬২. সময়ের একক নির্ধারণে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক রেডিয়াম খ পোলোনিয়াম
√ সিজিয়াম ঘ ইউরেনিয়াম
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৩. মৌলিক রাশির এককসমূহÑ (অনুধাবন)
i. হতে হবে অপরিবর্তিত
ii. সহজে পুনরুৎপাদন করা যাবে না
iii. অন্য এককগুলোর উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
১৬৪. নিচের সম্পর্কগুলো লক্ষ কর : (অনুধাবন)
i. ১ পেটামিটার = ১০১৫ স
ii. ১ পিকোমিটার = ১০-১২ স
iii. ১ ন্যানোমিটার = ১০-৯ স
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
১৬৫. মৌলিক রাশিÑ (অনুধাবন)
i. স্বাধীন
ii. অন্য রাশির উপর নির্ভর করে
iii. অন্যান্য রাশি এর উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
১৬৬. দীপন তীব্রতারÑ (অনুধাবন)
i. এককের প্রতীক ঈফ
ii. এসআই একক ক্যান্ডেলা
iii. প্রতীক ওা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
১৬৭. বিবৃতিগুলো লক্ষ করÑ (উচ্চতর দক্ষতা)
i. ভর পরিমাপে ব্যবহৃত সংকর ধাতুর তৈরি সিলিন্ডারটির ব্যাস ৩.৯ cm এবং উচ্চতা ৩.৯ cm
ii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ১২৭৩.১৬ ভাগকে এক কেলভিন বলে
iii. সিজিয়াম-১৩৩ পরমাণু ১ সেকেন্ডে ৯১৯২৬৩১৭৭০টি স্পন্দন সম্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১.৫ মাত্রা
♥♥ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৮. সময়ের মাত্রা হলোÑ (জ্ঞান)
ক খ √ ঞ
গ ও ঘ ঙ
১৬৯. দৈর্ঘ্যরে মাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়? (জ্ঞান)
ক গ খ ঞ
√ খ ঘ ঋ
১৭০. রাশির মাত্রা নির্দেশ করতে ব্যবহার করা হয়Ñ (উচ্চতর দক্ষতা)
ক রেখা বন্ধনী খ প্রথম বন্ধনী
গ দ্বিতীয় বন্ধনী √ তৃতীয় বন্ধনী
১৭১. কোনটি বলের মাত্রা সমীকরণ? (অনুধাবন)
ক [গখ২ঞ-২] খ [গখ২ঞ-৩]
গ [গLT-1] √ [গLT-2]
১৭২. দীপন তীব্রতার মাত্রা কোনটি? (জ্ঞান)
ক ও √ ঔ
গ খ ঘ গ
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৩. মাত্রা সমীকরণের সীমাবদ্ধতাÑ (উচ্চতর দক্ষতা)
i. মাত্রা সমীকরণের সাহায্যে সকল ভৌত সমস্যা সমাধান করা যায় না
ii. বলবিদ্যা ছাড়া পদার্থবিজ্ঞানের অন্য কোনো শাখায় মাত্রা সমীকরণ ব্যবহার করা যায় না
iii. মাত্রা সমীকরণের সাহায্যে কোনো রাশির একক জানা যায়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৭৪. নিচের তথ্যগুলো লক্ষ করÑ (অনুধাবন)
i. বল প্রয়োগে বস্তুর সরণ হয়
ii. বল = ভর  ত্বরণ
iii. বলের মাত্রা সমীকরণ [গLT-2]
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৭৫. নিচের বিবরণগুলো লক্ষ করÑ (অনুধাবন)
i. আপেক্ষিক রোধের একক স, মাত্রা সমীকরণ [গখ-৩ঞ৩ও-২]
ii. তড়িৎ তীব্রতার একক ঘঈ-১, মাত্রা সমীকরণ [গখঞ-৩ও-১]
iii. তাপধারণ ক্ষমতার একক ঔক-১, মাত্রা সমীকরণ [গখ২ঞ-২-১]
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
১৭৬. নিচের মাত্রাগুলো লক্ষ করÑ (অনুধাবন)
i. [ঋ] = [গLT-2]
ii. [ধ] = [LT-2]
iii. [ধঃ২] = [খ২]
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ১৭৭ ও ১৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
বস্তুর ওজন হলো এক প্রকার বল, যা বস্তুর ভরের ওপর নির্ভর করে।
১৭৭. উদ্দীপকে উল্লিখিত মৌলিক রাশিটি এসআই এককে সংজ্ঞায়িত করতে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি সিলিন্ডার
√ সিজিয়াম – ১৩৩ পরমাণু
গ কার্বন – ১২ পরমাণু
ঘ পানির ত্রৈধবিন্দু
১৭৮. উদ্দীপকে লব্ধ রাশিটির মাত্রা কোনটি? (অনুধাবন)
ক গখ খ গখ-১
গ গLT-1 √ গLT-2
১.৬ বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত
♥♥ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৯. পদার্থবিজ্ঞানের ভাষা কোনটি? (জ্ঞান)
ক রসায়ন √ গণিত
গ পরিসংখ্যান ঘ পৌরনীতি
১৮০. এককের সংকেত কোন অক্ষরে লিখতে হয়? (জ্ঞান)
ক ইটালিক খ গ্রিক
গ চায়নিজ √ রোমান
১৮১. রাশির সংকেত কোন হরফে লিখতে হয়? (জ্ঞান)
√ ইটালিক খ রোমান
গ গ্রিক ঘ জাপানিজ
১৮২. নিচের কোন এককটি সঠিকভাবে লেখা হয়েছে? (জ্ঞান)
ক ঘবঃিড়হ √ ঢ়ধংপধষ
গ ঈড়ঁষড়সন ঘ গবঃবৎ
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৩. পদার্থবিজ্ঞানে ব্যবহৃত – (অনুধাবন)
i. কোনো এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে
ii. কোনো রাশির সংকেত লিখতে হয় বাঁকা হরফে
iii. রাশির সংকেত ও একক লেখার সময় আগে-পরে কোন ভাষার কোন ফন্ট ব্যবহার করা হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১.৭ পরিমাপের যন্ত্রপাতি
♥♥ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৪. স্ক্রু গজের লঘিষ্ঠ গণন ০.০১ mm এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ১০০ হলে, পিচ কত? (প্রয়োগ)
√ ১ mm খ ০.১ mm
গ ০.০১ cm ঘ ০.০০১ cm
১৮৫. একটি ¯øাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ১mm ও ভার্নিয়ার স্কেলের ভাগসংখ্যা ২০ হলে এই স্কেলটি দিয়ে কতটুকু সূ²ভাবে পরিমাপ করা যাবে? (প্রয়োগ)
ক ০.০১ সহ খ ০.০০৫ mm
গ ০.০১ cm √ ০.০০৫ cm
১৮৬. যান্ত্রিক ত্রæটি শূন্য একটি স্ক্রু গজের বৃত্তাকার ভাগ সংখ্যা ী, লঘিষ্ঠ গণন ু এবং স্ক্রুর পিচ ু হলে নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক ী = ুু খ ু = ুী
√ ু = ীু ঘ ীুু = ১
১৮৭. একটি দণ্ডকে ¯øাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মাঝে রাখার ফলে প্রধান স্কেল পাঠ ও ভার্নিয়ার সমপাতন যথাক্রমে ৪ cm ও ৭ cm পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রæবক ০.১ mm হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? (প্রয়োগ)
√ ৪.০৭ cm খ ৪.৭ cm
গ ৪.০৭ mm ঘ ৪.৭ mm
১৮৮. মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা হয়? (অনুধাবন)
√ মিলিমিটার খ মাইক্রোমিটার
গ ন্যানোমিটার ঘ সেন্টিমিটার
১৮৯. ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন? (জ্ঞান)
ক পিয়েরে দ্য কুবার্তা খ জেমস ভার্নিয়ার
√ পিয়েরে ভার্নিয়ার ঘ লিও ভার্নিয়ার
১৯০. পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেনÑ (জ্ঞান)
ক চিকিৎসক √ গণিতবিদ
গ পদার্থবিদ্যা ঘ প্রাণিবিজ্ঞানী
১৯১. মূল স্কেলের পাঠ ১৪ মিমি, ভার্নিয়ার ধ্র“বক ০.১ মিমি এবং ভার্নিয়ার পাঠ ৩ হলে মোট পাঠ কত হবে? (প্রয়োগ)
ক ১৪.৩ সেমি খ ১.৪৩ মিমি
√ ১৪.৩ মিমি ঘ ১৪৩ মিমি
১৯২. ভার্নিয়ার কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ঐ দাগই হবেÑ (অনুধাবন)
ক ভার্নিয়ার ধ্র“বক খ যান্ত্রিক ত্র“টি
√ ভার্নিয়ার সমপাতন ঘ ভার্নিয়ার ক্যালিপার্স
১৯৩. প্রধান স্কেল পাঠ স, ভার্নিয়ার সমপাতন ঠ এবং ভার্নিয়ার ধ্র“বক ঠঈ হলে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হবেÑ (উচ্চতর দক্ষতা)
ক খ = গ + ঠঈ খ খ = গঠ + ঠঈ
গ খ = গঠঈ + ঠ √ খ = গ + ঠ  ঠঈ
১৯৪. ভার্নিয়ার ধ্র“বককে নিচের কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
ক খ √ ঠঈ
গ ঠ ঘ গ
১৯৫. ফাঁপা নলের অন্তর্ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? (জ্ঞান)
ক স্ক্রু গজ খ মিটার স্কেল
গ ভার্নিয়ার স্কেল √ স্লাইড ক্যালিপার্স
১৯৬. একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক মিটার স্কেল খ ভার্নিয়ার স্কেল
√ স্লাইড ক্যালিপার্স ঘ সেন্টিমিটার স্কেল
১৯৭. স্ক্রু গজের সাহায্যে নিচের কোনটির ব্যাসার্ধ নির্ণয় করা হয়? (জ্ঞান)
ক বেলনের উচ্চতা
√ তারের ব্যাসার্ধ
গ ফাঁপা নলের অন্তর্ব্যাস
ঘ ফাঁপা নলের বহির্ব্যাস
১৯৮. স্ক্রু গজের টুপি ঞ একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে কী বলা হয়? (জ্ঞান)
√ পিচ খ লঘিষ্ঠ গণন
গ শূন্য ত্র“টি ঘ পিছট ত্র“টি
১৯৯. বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ৫০ হলে লঘিষ্ঠ গণন কত? (প্রয়োগ)
√ ০.০২ মিমি খ ০.০৪ মিমি
গ ৪০ মিমি ঘ ৫০ মিমি
২০০. একটি তারকে একটি স্ক্রু গজে স্থাপন করার পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে রৈখিক স্কেল পাঠ ২ mm, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ৩০ এবং লঘিষ্ঠ গণন ০.০১ mm। তারটির ব্যাস কত? (প্রয়োগ)
ক ১.৬ mm খ ২.২ mm
√ ২.৩ mm ঘ ৩.৪ mm
২০১. খুব অল্প জিনিসের ভর সূ²ভাবে নির্ণয় করতে হয়Ñ (অনুধাবন)
ক নিক্তি দ্বারা √ তুলা যন্ত্র দ্বারা
গ উভয়টি দ্বারা ঘ স্ক্রু গজ দ্বারা
২০২. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
√ স্টপ ওয়াচ খ রিস্ট ওয়াচ
গ টেবিল ক্লক ঘ ওয়াল ক্লক
২০৩. একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল ২ cm, ভার্নিয়ার পাঠ ৩ এবং ভার্নিয়ার ধ্র“বক ১ mm দণ্ডটির দৈর্ঘ্য কত? (প্রয়োগ)
ক ২.০৩ cm √ ২.৩ cm
গ ২.০৩ mm ঘ ২.৩ mm
২০৪. ভার্নিয়ার ধ্র“বক-এর মান কত? (জ্ঞান)
√ ০.০১ সেমি খ ১ মি
গ ০.০০০১ মিমি ঘ ০.০২ মিমি
২০৫. স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে যান্ত্রিক ত্র“টি হবেÑ (অনুধাবন)
√ ধনাত্মক খ ঋণাত্মক
গ নিরপেক্ষ ঘ নিক্তি
২০৬. পাতের পুরুত্ব নির্ণয়ে কোনটি ব্যবহার করতে হয়? (অনুধাবন)
ক স্লাইড ক্যালিপার্স খ ভার্নিয়ার স্কেল
√ স্ক্রু গজ ঘ ¯িপ্রং নিক্তি
২০৭. একটি তারের দৈর্ঘ্য ৭.৫ সেন্টিমিটার। কোন যন্ত্রের সাহায্যে দ্রুত ও সহজভাবে এই দৈর্ঘ্য মাপা যাবে? (অনুধাবন)
ক স্লাইড ক্যালিপার্স খ স্ক্রু গজ
√ মিটার স্কেল ঘ ভার্নিয়ার স্কেল
২০৮. সিলিন্ডারের ব্যাস মাপা যেতে পারে কোন যন্ত্রের সাহায্যে? (অনুধাবন)
ক গজ লাঠি √ স্লাইড ক্যালিপার্স
গ ভার্নিয়ার স্কেল ঘ মিটার স্কেল
২০৯. দৈর্ঘ্য মাপার সবচেয়ে সরল যন্ত্রÑ (অনুধাবন)
ক ভার্নিয়ার স্কেল √ মিটার স্কেল
গ স্লাইড ক্যালিপার্স ঘ সনোমিটার
২১০. কোন স্কেলের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা যায়? (অনুধাবন)
ক মিটার স্কেল √ ভার্নিয়ার স্কেল
গ সনোমিটার ঘ লাঠি
২১১. স্ক্রু গজের ক্ষেত্রে পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায়? (অনুধাবন)
ক পিচ √ লঘিষ্ঠ গণন
গ ভার্নিয়ার ধ্র“বক ঘ যান্ত্রিক ত্র“টি
২১২. প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ং এবং ভার্নিয়ারের ভাগসংখ্যা হ হলে ভার্নিয়ারের ধ্র“বক নির্ণয়ের সঠিক সূত্র কোনটি? (প্রয়োগ)
ক হং √ ংহ
গ ংহ ঘ ং – হ
২১৩. স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ১০০ এবং যন্ত্রের পিচ ১ মিমি হলে লঘিষ্ঠ গণন কত? (প্রয়োগ)
ক ০.১ mm √ ০.০১ mm
গ ০.০০১ mm ঘ ০.০০০১ mm
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১৪. ডিজিটাল থামা ঘড়ির নির্ভুলতা পরিমাপ হলোÑ (অনুধাবন)
i. – ০.০১ ং
ii. + ০.০১ ং
iii. + ০.১ ং
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
২১৫. ভার্নিয়ার ধ্রæবক নির্ভর করেÑ (অনুধাবন)
i. প্রধান স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর
ii. বৃত্তাকার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর
iii. ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
২১৬. নিচের তথ্যগুলো লক্ষ করÑ (উচ্চতর দক্ষতা)
i. মিটার স্কেল দৈর্ঘ্য পরিমাপের জটিল স্কেল
ii. বস্তুর দৈর্ঘ্য খ = গ + ঠ  ঠঈ
iii. স্লাইড ক্যালিপার্স ব্যবহৃত হয় ফাঁপা নলের অন্তর্ব্যাস ও বহির্ব্যাস নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
২১৭. ভার্নিয়ার স্কেলÑ (অনুধাবন)
i. সেন্টিমিটারের ভগ্নাংশ মাপতে ব্যবহৃত হয়
ii. পিয়েরে ভার্নিয়ার আবিষ্কার করেন
iii. মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
২১৮. স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করা যায়Ñ (অনুধাবন)
i. তারের ব্যাসার্ধ
ii. ছোট ভর
iii. ছোট দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২১৯. তুলাযন্ত্র ব্যবহার করা হয়Ñ (অনুধাবন)
i. পদার্থবিজ্ঞানে
ii. জ্যোতির্বিজ্ঞানে
iii. রসায়নে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২২০. স্ক্রু গজের পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায়Ñ (জ্ঞান)
i. ভার্নিয়ার ধ্র“বক
ii. যান্ত্রিক ত্র“টি
iii. লঘিষ্ঠ গণন
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
√ ররর ঘ i ও iii
২২১. স্লাইড ক্যালিপার্স দ্বারা নির্ণয় করা যায়Ñ (অনুধাবন)
i. বস্তুর ভর
ii. বস্তুর দৈর্ঘ্য
iii. গোলকের আয়তন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
২২২. কোনো স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ ২mm এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ৩০ হলে ঐ অবস্থায় কোনো তারের ব্যাস হবেÑ (প্রয়োগ)
i. ২.৩০ mm
ii. ০.২৩ cm
iii. ১৫ mm
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
২২৩. স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে প্রযোজ্যÑ (জ্ঞান)
i. খ = গ + ঠ  ঠঈ
ii. ফ = খ + ঈ  খঈ
iii. গ = খ – ঠ  ঠঈ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
২২৪. স্লাইড ক্যালিপার্সের ব্যবহার হলোÑ (উচ্চতর দক্ষতা)
i. ফাঁপা নলের অন্তর্ব্যাস নির্ণয়ে
ii. ফাঁপা নলের বহির্ব্যাস নির্ণয়ে
iii. বস্তুর আয়তন নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ i ও ii √ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২২৫ ও ২২৬ নং প্রশ্নের উত্তর দাও :
একটি ¯øাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ৩৯ ভাগ ভার্নিয়ার স্কেলের ৪০ ভাগের সমান। এর প্রধান স্কেলের এক ক্ষুদ্র ভাগের মান ১ mm। উক্ত যন্ত্রটি দ্বারা একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেল ৪ cm এবং ভার্নিয়ারের সমপাতন ৪।
২২৫. যন্ত্রটির ভার্নিয়ার ধ্রæবক কত? (প্রয়োগ)
ক ০.০১ mm খ ০.০০৫ cm
গ ০.০২৫ cm √ ০.০২৫ mm
২২৬. বস্তুটির দৈর্ঘ্য কত? (জ্ঞান)
ক ৪.০৪ cm খ ৪.৪ mm
গ ৪.১ mm √ ৪০.১ mm
নিচের চিত্র ও তথ্য হতে ২২৭ Ñ ২২৯ নং প্রশ্নের উত্তর দাও :
স্কু গজ নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান
চিত্রে প্রদর্শিত ¯ুŒ গজটির বৃত্তাকার স্কেলের সমান ১০০ টি দাগ অঙ্কিত আছে। বৃত্তাকার স্কেল এক ঘর ঘুরালে রৈখিক স্কেল বরাবর দুই ঘর সরণ হয়। প্রধান স্কেল মিলিমিটারে দাগাঙ্কিত রয়েছে।
২২৭. স্ক্রু গজটির লঘিষ্ঠ গণন কত হবে? (প্রয়োগ)
ক ০.০১ mm √ ০.০২ mm
গ ০.০৫ mm ঘ ২০০ mm
২২৮. বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা ৫০ টি হলে লঘিষ্ঠ গণন কত? (প্রয়োগ)
ক ০.০৫ mm √ ০.০৪ mm
গ ৪০ mm ঘ ৫০ mm
২২৯. চিত্রের অবস্থানে যদি এই যন্ত্রের সাহায্যে একটি তারের ব্যাস মাপা হয় তবে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলÑ (প্রয়োগ)
ক ৯৮.৩ mm৩ খ ৬৮.৫ mm২
গ ৫৩.৮ mm২ √ ৪৩.৫ mm২
নিচের টেবিল দেখে ও অনুচ্ছেদটি পড়ে ২৩০ ও ২৩১ নং প্রশ্নের উত্তর দাও :
একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ৫০ ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ৪৯ ভাগের সমান। ঐ স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ ও উচ্চতা মাপার সময় নিম্নরূপ পাঠ পাওয়া যায়।
বস্তুর বৈশিষ্ট্য প্রধান স্কেল পাঠ (mm) ভার্নিয়ার সমপাতন
ব্যাস ৪৫ ২৩
উচ্চতা ৯৮ ২
২৩০. স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্র“বকÑ (প্রয়োগ)
√ ০.০২ mm খ ০.০১ mm
গ ১ mm ঘ ০.০২ cm
২৩১. যদি স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্র“টি -০.১ mm হয় তবে সিলিন্ডারের আয়তনÑ (প্রয়োগ)
ক ০.১৫৯৯৯ mm৩ √ ১৫৯.৯৯ পপ
গ ১.৫৯৯ স৩ ঘ ১.৫৯৯৯ পপ
১.৮ পরিমাপের ত্রæটি ও নির্ভুলতা
♥♥ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩২. একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৬ cm এবং একটি গোলকের ব্যাস ৬ cm। এদের অনুপাত কত? (প্রয়োগ)
ক ১ ঃ ২ খ ২ ঃ ১
√ ১.৯ ঃ ১ ঘ ১ ঃ ১.৯
২৩৩. ৭২২ স দৈর্ঘ্যবিশিষ্ট একটি সিলিন্ডারের ব্যাস কত হলে এর আয়তন ৪স৩ হবে? (জ্ঞান)
ক ১ স খ ২ স
গ ৩ স √ ৪ স
২৩৪. পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্র“টি থাকতে পারে? (জ্ঞান)
ক ২ √ ৩
গ ৪ ঘ ৫
২৩৫. দৈব ত্র“টির প্রত্যাশিত মান কত? (জ্ঞান)
ক ১২ √ ০
গ ১ ঘ -১
২৩৬. যান্ত্রিক ত্র“টি কখন নির্ণয় করতে হয়? (জ্ঞান)
√ পরীক্ষা শুরুর আগে খ পরীক্ষার মাঝে
গ পরীক্ষার শেষে ঘ যন্ত্র কেনার সময়
২৩৭. পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্র“টি আসে তাকে কী বলে? (জ্ঞান)
ক দৈব ত্র“টি খ শূন্য ত্র“টি
গ যান্ত্রিক ত্র“টি √ ব্যক্তিগত ত্র“টি
২৩৮. আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
√ স্লাইড ক্যালিপার্স খ স্ক্রু গজ
গ তুলা যন্ত্র ঘ ভার্নিয়ার স্কেল
২৩৯. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক অ = ফ২ খ অ = ১২ফ২
√ অ = ১৪ফ২ ঘ অ = ১৬ফ২
২৪০. একটি তারের ব্যাস ৪ cm হলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? (প্রয়োগ)
√ ৩.১৪১৬  ১০-৪স২ খ ১০-৪স২
গ ৩.১৪১৬  ১০২স৩ ঘ ৩.১৪১৬  ১০-২স২
২৪১. সিলিন্ডার বা বেলনের আয়তনের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
ক ৪৩ ৎ৩ খ ১৪ ৎ২
√ ৎ২য ঘ ৪৩২য
২৪২. আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? (অনুধাবন)
ক ৪৩ৎ২ খ ৪৩ৎ৩
√ খ  ই  ঐ ঘ খ২  ই  য
২৪৩. ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের বাম পাশে থাকলে কোন ধরনের ত্রæটি হবে? (অনুধাবন)
ক ধনাত্মক √ ঋণাত্মক
গ নিরপেক্ষ ঘ দৈব ত্রæটি
২৪৪. ফ ব্যাস, খ দৈর্ঘ্যবিশিষ্ট কোনো সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? (প্রয়োগ)
ক ১৬ ফ২খ খ ১৪ ফখ২
√ ১৪ ফ২ ঘ ১৪ ফ২খ
২৪৫. ভার্নিয়ারের শূন্য (০) দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডান পাশে থাকলে কোন ধরনের ত্রæটি হবে? (উচ্চতর দক্ষতা)
√ ধনাত্মক
খ ঋণাত্মক
গ ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে
ঘ ধনাত্মক ত্র“টি হলে আপাত পাঠের সাথে যোগ করতে হবে
২৪৬. একটি গোলকের আয়তন ৪৩ ৎ৩, গোলকটির ব্যাসার্ধ ৩ mm হলে আয়তন কত হবে? (উচ্চতর দক্ষতা)
ক ১১৩.০৪ cm ৩ √ ১১৩.০৪ mm ৩
গ ১১.৩০৪ স ৩ ঘ ১২৩ mm ৩
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪৭. নিচের সূত্রগুলো লক্ষ কর যা প্রচলিত অর্থ মেনে চলেÑ (অনুধাবন)
i. ঠ = ১৬ ফ৩
ii. অ = ১৪ ফ২
iii. ঠ = ১৪ ফ২য
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
২৪৮. একটি আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ের সমীকরণ- (জ্ঞান)
i. আয়তন = ৎ৩
ii. আয়তন = দৈর্ঘ্য  প্রস্থ  উচ্চতা
iii. আয়তন = ৎ২য
নিচের কোনটি সঠিক?
ক র √ রর গ i ও ii ঘ i, ii ও iii

২৪৯. নিচের তথ্যগুলো লক্ষ করÑ (উচ্চতর দক্ষতা)
i. তারের ব্যাস উ = খ + ঈ  খঈ
ii. দণ্ডের দৈর্ঘ্য খ = গ + ঠ  ঠঈ
iii. ডিজিটাল স্টপওয়াচ  ০.১ং পর্যন্ত সঠিক পাঠ দিতে থাকে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৫০. ব্যক্তিগত ত্রæটি দেখা দেয় Ñ (অনুধাবন)
i. ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে ভুল করলে
ii. প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে না মিললে
iii. দোলকের দোলনসংখ্যা নির্ণয়ে ভুল করলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

২৫১. উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কী?
ক সিসমোগ্রাফ √ ক্রেস্কোগ্রাফ
গ স্পিডোমিটার ঘ অ্যামিটার
২৫২. কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে, ক্যালরিক বলতে বাস্তবে কিছু নেই?
ক সার্লি খ বটমলি
গ ইনজেন হাউস √ কাউন্ট রামফোর্ড
২৫৩. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্র্রন স্তরের ধারণা দেন কে?
ক রাদারফোর্ড √ নিলস বোর
গ ওটো হান ঘ হাইগেন
২৫৪. স্থানের জ্যামিতিক ধারণা সর্বপ্রথম কে উcm্থাপন করেন?
√ ইউক্লিড খ গ্যালিলিও
গ নিউটন ঘ এরিস্টটল
২৫৫. বোসন কী ধরনের কণা?
ক কৃত্রিম কণা
√ মৌলিক কণা
গ সহমৌলিক কণা
ঘ জটিল কণা
২৫৬. আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাতে?
ক রজার বেকন খ নিউটন
√ গ্যালিলিও ঘ আইনস্টাইন
২৫৭. কার বইয়ে বায়ুকলের উল্লেখ পাওয়া যায়?
ক টলেমী √ আল-মাসুদী
গ আল-হাকিম ঘ গিলবার্ট
২৫৮. আপেক্ষিক তত্ত¡ প্রদান করেন কে?
ক ম্যাক্সওয়েল খ ম্যাক্স প্ল্যাঙ্ক
√ আইনস্টাইন ঘ সত্যেন্দ্রনাথ বসু
২৫৯. নিচের কোন বিজ্ঞানী রাশিয়ার?
ক জোসেফ হেনরি
√ এইচ. এফ. ই. লেঞ্জ
গ মাইকেল ফ্যারাডে
ঘ নিউটন
২৬০. নিউটনের মতে কোনটির শুরু বা শেষ নাই?
ক শক্তি খ ক্ষমতা
গ কাজ √ স্থান
২৬১. কোনটি মৌলিক রাশি?
√ ভর খ বল
গ সরণ ঘ বেগ
২৬২. গিগা ন্যানোর কত গুণ?
√ ১০১৮ গুণ খ ১০৯ গুণ
গ ১০-১৮ গুণ ঘ ১০৬ গুণ
২৬৩. ১ঢ়ঋ = কত ফ্যারাড?
ক ১০১২ঋ √ ১০-১২ঋ
গ ১০৯ঋ ঘ ১০-১৮ঋ
২৬৪. ৬৭৩৩০০০০০০ সংখ্যাটিকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করলে কী হবে?
√ ৬.৭৩৩  ১০৯
খ ৬৭.৩৩  ১০৩
গ ৬.৭৩৩  ১০৬
ঘ ৬৭৩৩  ১০৬
২৬৫. পিথাগোরাস অবদান রেখেছেন-
i. কম্পমান তারের উপর
ii. জ্যামিতিক উপপাদ্যে
iii. পরমাণুর গঠনে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

Leave a Reply