You are currently viewing এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ)
এসএসসি পদার্থবিজ্ঞান

এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ)

নবম দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো

নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বহুনির্বাচনী (MCQ)

১. রেল লাইন নির্মাণের সময় দুইটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন?
ক লোহা সাশ্রয় করার জন্য
খ গ্রীষ্মকালে রেল লাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য
গ রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য
✅ তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য

২. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
ক পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই
✅ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই
গ পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই
ঘ পাখার বাতাস সরাসরি লোমক‚প দিয়ে শরীরে ঢুকে যায় তাই

৩. সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক i খ ii ✅ ii ও iii ঘ i, ii ও iii

চিত্রের সাহায্যে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

 

 

 

 

 

৪. সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল?
ক ২ মিনিট খ ৪ মিনিট
✅ ৬ মিনিট ঘ ৮ মিনিট

৫. গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট?
✅ ৬ খ ৮
গ ১২ ঘ ১৮

৬. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত কেলভিন?
ক ৩৬.৮৯K খ ৯৮.৪K
গ ১৩৬.৮৯K ✅ ৩০৯.৮৯K

৭. সিসার আপেক্ষিক তাপ কত?
ক ৫১০ Jkg-1K-1 খ ৪০০ Jkg-1K-1
গ ২৩০ Jkg-1K-1 ✅ ১৩০ Jkg-1K-1

৮. ১০০ গ্রাম পানির তাপমাত্রা ৩০°C থেকে ৩৫°C পর্যন্ত উঠাতে কী পরিমাণ তাপের প্রয়োজন?
ক ২১ J খ ২১০ J ✅ ২১০০ J ঘ ২১০০০ J

৯. নিচের কোন সম্পর্কটি সঠিক?
✅ γ = ৩α এবং β = ২α খ γ = ২β এবং β = ২α
\beta {\rm{ = }}\frac{\alpha }{2}{\rm{ = }}\frac{\gamma }{3} ৩ ঘ \alpha {\rm{ = }}\frac{\gamma }{2}{\rm{ = }}\frac{\beta }{3}

১০. একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা ৯৮.৪৪°F. হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত?
ক ৩৬.৯১°C খ ৩৬.৯০°F
✅ ৩৬.৮৯°C ঘ ৩৬.৮৮°C

১১. পানির আপেক্ষিক তাপ কত?
✅ ৪২০০ Jkg-1K-1 খ ২৮০০ Jkg-1K-1
গ ২১০০ Jkg-1K-1 ঘ ২০০০ Jkg-1K-1

১২. এক জুল = কত ক্যালরী?
ক ৪২ খ ৪.২ গ ২.৪ ✅ ০.২৪

১৩. ক্যালরিমিতির মূলনীতি কোনটি?
ক গৃহীত তাপ > বর্জিত তাপ ✅ গৃহীত তাপ = বর্জিত তাপ
গ গৃহীত তাপ < বর্জিত তাপ ঘ বর্জিত তাপ < গৃহীত তাপ

১৪. একজন মানুষের দেহের তাপমাত্রা ১০০°F হলে, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত?
✅ ৩৭.৭৭°C খ ১০০°C গ ২১২°C ঘ ৩৭৩°C

১৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত?
ক -২৭৩ K ✅ ২৭৩ K গ ৩৭৩ K ঘ ১২৭৩ K

১৬. ২৫°C তাপমাত্রার পানি এবং ৬০°C তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে?
✅ ২৫°C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
খ ২৫°C তাপমাত্রার পানি তাপ বর্জন করবে
গ ৬০°C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
ঘ উভয় প্রকার পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

১৭. কোন তাপমাত্রায় পানি ফুটতে থাকে?
ক ৩২°F খ ১০০°F ✅ ২১২°F ঘ ৩৭৩°F

১৮. নিচের কোনটির আপেক্ষিক তাপ ২০০০Jkg-1K-1?
ক কেরোসিন ✅ জলীয় বাষ্প গ বরফ ঘ পানি

১৯. নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক α = ২β = ৩γ ✅ \alpha {\rm{ = }}\frac{\beta }{2}{\rm{ = }}\frac{\gamma }{3}

গ ২α = ২β = γ ঘ ৩α = ২β = γ

২০. ২ Kg ভরের পানির তাপমাত্রা ৫০°C বৃদ্ধি করতে কী পরিমাণ তাপশক্তির প্রয়োজন?
ক ২.১ × ১০৫ J ✅ ৪.২ × ১০৫ J
গ ৬.৭২ × ১০৫ J ঘ ৪৫.৩৬ × ১০৫ J

২১. ১০ মস পানির তাপমাত্রা 1 K বাড়াতে কত তাপের প্রয়োজন?
ক ৪.২ × ১০৪ J খ ৪.২ × ১০৩ J
গ ৪.২ × ১০৫ J ঘ ৪.২ × ১০২ J
[সঠিক উত্তর : ৪২ J]

২২. বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়?
ক ৭০°C খ ১০০°C
গ ১২০°C ✅ যেকোনো তাপমাত্রায়

২৩. মোমের ক্ষেত্রে-
i. চাপ বাড়ালে গলনাঙ্ক হ্রাস পায়
ii. চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায়
iii. গলে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii

২৪. সুপ্ত তাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়
ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
iii. বস্তুর আন্তঃআণবিক বন্ধন শিথিল হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii ✅ ii ও iii ঘ i, ii ও iii

২৫. দুই টুকরো বরফের স্পর্শতলে চাপ বৃদ্ধি করলে-
i. বরফের গলনাঙ্ক কমে যাবে
ii. স্পর্শতলের উষ্ণতা বৃদ্ধি পাবে
iii. স্পর্শতলের বরফ গলে যাবে
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii

নিচের চিত্র হতে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :

চিত্র ঃ সময়ের সাপেক্ষে বিভিন্ন তাপমাত্রার চারটি কঠিন
পদার্থের (A, B, C, D) অবস্থার পরিবর্তনের লেখচিত্র।
২৬. কোন পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি?
✅ A খ B
গ C ঘ D

২৭. ১২ং পরে পদার্থগুলোর অবস্থা কিরূপ হবে?
ক A কঠিন, B তরল খB তরল, C কঠিন
গ A তরল, D তরল ✅ B কঠিন, C তরল
একটি টেস্ট টিউবে কিছু মোম নিয়ে তার মধ্যে থার্মোমিটার রেখে ধীরে ধীরে সুষমভাবে তাপ দেওয়া হলো এবং প্রতি ৫ মিনিট অন্তর অন্তর পাঠ লিপিবদ্ধ করা হলো। এভাবে প্রাপ্ত তথ্য থেকে নিম্নের লেখচিত্রটি পাওয়া গেল।

উল্লিখিত তথ্য থেকে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
২৮. মোমের স্ফুটনাংক কত?
ক ৪৫ ক ✅ ৪৫৩ K
গ ০°C ঘ -২৭৩ K

২৯. লেখচিত্র থেকে পাওয়া যায় মোমের-
i. আপেক্ষিক তাপ
ii. গলনাঙ্ক
iii. স্ফুটনাঙ্ক
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii
✅ ii ও iii ঘ i, ii ও iii
তাপমাত্রা বনাম সময় লেখচিত্রটি লক্ষ করে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :

৩০. সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় কত মিনিট?
ক ৫ খ ১০
✅ ১৫ ঘ ২০

৩১. বরফ গলা পানির তাপমাত্রা স্ফুটনাংকে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট?
ক ১৫ ✅ ২০
গ ২৫ ঘ ৩৫

এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় MCQ অনুচ্ছেদ অনুযায়ী

৬.১ তাপ ও তাপমাত্রা
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. তাপের আদান-প্রদান কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
ক তাপের পরিমাণ ✅ তাপীয় অবস্থা
গ পরিবেশ ঘ উপাদান
৩৩. কোনো বস্তুতে তাপ প্রদান করলে অণুগুলোর গতি কেমন হয়? (জ্ঞান)
✅ বেড়ে যায় খ কমে যায়
গ স্থির থাকে ঘ কখনো বাড়ে, কখনো কমে
৩৪. পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে? (জ্ঞান)
ক স্থিতিশীল ✅ গতিশীল
গ স্থির ঘ প্রথমে গতিশীল, পরে স্থিতিশীল
৩৫. ত্রৈধবিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায় অবস্থান করে? (জ্ঞান)
ক ২ ✅ ৩
গ ৪ ঘ ৫
৩৬. নিচের কোনটি এক প্রকার শক্তি? (জ্ঞান)
✅ তাপ খ তাপমাত্রা
গ জুল ঘ ক্যালরি
৩৭. উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ তাপ খ তাপমাত্রা
গ বিভব শক্তি ঘ প্রসারণ
৩৮. পদার্থের অণুগুলোতে নিচের কোনটি আছে? (জ্ঞান)
ক বিভব শক্তি ✅ গতিশক্তি
গ তাপশক্তি ঘ শব্দশক্তি
৩৯. নিচের কোনটির গতিশক্তি আছে? (অনুধাবন)
✅ অণুর খ তাপমাত্রার
গ তাপের ঘ শব্দের
৪০. কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির- (জ্ঞান)
✅ সমানুপাতিক খ সমান
গ ব্যস্তানুপাতিক ঘ বর্গের সমানুপাতিক
৪১. নিচের কোনটির কারণে অণুর গতি বেড়ে যায়? (অনুধাবন)
ক তাপমাত্রা ✅ তাপ
গ বিভব শক্তি ঘ গলন
৪২. অণুর গতি বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যাবে? (অনুধাবন)
✅ গতিশক্তি খ বিভব শক্তি
গ বিভব শক্তি ও গতিশক্তি ঘ আয়তন
৪৩. ঝও পদ্ধতিতে তাপের একক কী? (জ্ঞান)
ক ওয়াট ✅ জুল
গ ক্যালরি ঘ কেলভিন
৪৪. পূর্বে তাপের একক হিসেবে কী ব্যবহৃত হতো? (জ্ঞান)
✅ ক্যালরি খ ওয়াট
গ জুল ঘ কেলভিন
৪৫. ১ J = কত? (জ্ঞান)
ক ৪.২ cal খ ৪.১ cal
গ ৪.৪ cal ✅ ০.২৪ cal
৪৬. নিচের কোনটির পার্থক্যের জন্য তাপশক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়? (অনুধাবন)
ক তাপের ✅ উষ্ণতার
গ শক্তির ঘ ক্ষমতার
৪৭. দুইটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে? (অনুধাবন)
ক তাপের পরিমাণও একই হবে
✅ তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
গ তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
ঘ বস্তুদ্বয়ের ভর সমান হবে
৪৮. দুটি পাত্রে সমান ভরের পানির তাপমাত্রা ভিন্ন হলে তাপের কী ঘটবে? (জ্ঞান)
ক যে পাত্রের তাপমাত্রা কম তার তাপ বেশি
✅ যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ বেশি
গ যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ কম
ঘ উভয় পাত্রের পানির তাপ সমান
৪৯. তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? (জ্ঞান)
✅ থার্মোমিটার খ ক্যালরিমিটার
গ ব্যারোমিটার ঘ অ্যামিটার
৫০. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? (জ্ঞান)
ক সেলসিয়াস ✅ কেলভিন
গ ফারেনহাইট ঘ সেন্টিগ্রেড
৫১. যদি এক টুকরা গরম লোহা ঠাণ্ডা পানির পাত্রে ডুবানো হয় তবে কোনটি তাপ হারাবে? (অনুধাবন)
✅ গরম লোহা খ পানি
গ পানি ও গরম লোহা দুটিই ঘ পাত্র
৫২. পানির ত্রৈধবিন্দু বলতে কোন তাপমাত্রাকে বোঝায়? (উচ্চতর দক্ষতা)
✅ যে তাপমাত্রায় পানি, বরফ এবং জলীয় বাষ্পরূপে সহাবস্থান করে
খ যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়
গ যে তাপমাত্রায় পানির আয়তন শূন্য হয়ে যায়
ঘ যে তাপমাত্রায় পানি সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়
৫৩. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার \frac{{\bf{1}}}{{{\bf{273}} \cdot 16}} ভাগকে কী বলা হয়? (জ্ঞান)
✅ ১ K খ ১°C
গ ১°F ঘ ১°R
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৪. নিচের তথ্যগুলো লক্ষ কর- (অনুধাবন)
i. তাপ এক প্রকার শক্তি
ii. তাপের একক কেলভিন
iii. ১ cal = ৪.২ J
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৫৫. তাপের প্রবাহ নির্ভর করে- (অনুধাবন)
i. তাপের পরিমাণের ওপর
ii. তাপমাত্রার পার্থক্যের ওপর
iii. বস্তুদ্বয়ের আপেক্ষিক তাপীয় অবস্থার ওপর
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
✅ ii ও iii ঘ i, ii ও iii
৫৬. তাপমাত্রা হচ্ছে- (অনুধাবন)
i. বস্তুর উষ্ণতার নির্দেশক
ii. বস্তুর তাপীয় অবস্থা
iii. বস্তুর তাপ নির্দেশক একটি সংখ্যা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৫৭. তাপমাত্রার ক্ষেত্রে- (প্রয়োগ)
i. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা ২৭৩ K
ii. তাপমাত্রার একক কেলভিন
iii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার \frac{{\bf{1}}}{{{\bf{273}} \cdot 16}} ভাগই 1 K
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ✅ i, ii ও iii
👉 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
ভিন্ন তাপমাত্রায় দুইটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে তাদের মধ্যে তাপের আদান-প্রদান ঘটে। বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করে এবং কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করে।
৫৮. বস্তুদ্বয়ের মধ্যে কতক্ষণ তাপের আদান-প্রদান ঘটবে? (অনুধাবন)
ক কম তাপমাত্রার বস্তুর তাপ বেশি না হওয়া পর্যন্ত
খ বেশি তাপমাত্রার বস্তর তাপ কম না হওয়া পর্যন্ত
✅ দুইটি বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত
ঘ কম তাপমাত্রার বস্তুর তাপমাত্রা বেশি না হওয়া পর্যন্ত
৫৯. উদ্দীপকের তথ্য অনুসারে নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক গৃহীত তাপ > বর্জিত তাপ
খ গৃহীত তাপ < বর্জিত তাপ
✅ বর্জিত তাপ = গৃহীত তাপ
ঘ গৃহীত তাপ ≠ বর্জিত তাপ
৬.২ পদার্থের তাপমাত্রিক ধর্ম
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬০. তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূ²ভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মকেই পদার্থের কী বলা হয়? (জ্ঞান)
✅ তাপমাত্রিক ধর্ম খ তাপ
গ স্ফুটনাঙ্ক ঘ গলনাঙ্ক
৬১. যে পদার্থের তাপমাত্রিক ধর্ম আছে তাকে কী বলে? (জ্ঞান)
✅ তাপমাত্রিক পদার্থ খ তাপমাত্রিক ধর্ম
গ অপরিবাহী ঘ পরিবাহী
৬২. নিচের কোন যন্ত্রে তাপমাত্রিক পদার্থ ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক ক্যালরিমিটারে ✅ থার্মোমিটারে
গ ব্যারোমিটারে ঘ ক্রোনোমিটারে
৬৩. পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির? (অনুধাবন)
ক ভৌত ✅ তাপমাত্রিক
গ রাসায়নিক ঘ আয়তনিক
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৪. তাপমাত্রিক ধর্ম হচ্ছে- (অনুধাবন)
i. আয়তন
ii. রোধ
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
৬৫. পারদ থার্মোমিটারে- (উচ্চতর দক্ষতা)
i. পারদস্তম্ভের দৈর্ঘ্য তাপমিতিক ধর্ম
ii. ধ্রæব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিবর্তিত হয়
iii. পারদ তাপমিতিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
৬৬. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে- (অনুধাবন)
i. ধ্রæব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে
ii. গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে
iii. পারদ হলো তাপমাত্রিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক র খ ii
✅ i ও ii ঘ ii ও iii
৬.৩ সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৭. সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা ৩০°C হলে ফারেনহাইট স্কেলে কত হবে? (প্রয়োগ)
ক ৮০°F খ ৮২°F
গ ৮৪°F ✅ ৮৬°F
৬৮. একজন রোগীর দেহের তাপমাত্রা ১০২°F। কেলভিন স্কেলে এটি কত? (প্রয়োগ)
✅ প্রায় ৩১2K খ প্রায় ৩২2K
গ প্রায় ৩৩2K ঘ প্রায় ৩৪2K
৬৯. -২০°C কে কেলভিনে প্রকাশ করলে কত হবে? (প্রয়োগ)
ক -২৫৩ ✅ ২৫৩
গ -২৯৩ ঘ ২৯৩
৭০. কোনো দিনের তাপমাত্রা ২৮°C হলে ফারেনহাইটে ঐ তাপমাত্রা কত হবে? (প্রয়োগ)
ক ৩৭3K খ ২৭3K
✅ ১০0K ঘ 0K
৭১. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়? (জ্ঞান)
ক একটি ✅ দুইটি
গ তিনটি ঘ চারটি
৭২. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য যে দুটি তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় সে তাপমাত্রা দুটিকে কী বলা হয়? (অনুধাবন)
✅ স্থিরাঙ্ক খ ঊর্ধ্ব স্থিরাঙ্ক
গ নিম্ন স্থিরাঙ্ক ঘ হিমাঙ্ক
৭৩. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক ✅ নিম্ন স্থিরাঙ্ক
গ সুপ্ততাপ ঘ হিমাঙ্ক
৭৪. প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানির যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ ঊর্ধ্ব স্থিরাঙ্ক খ নিম্ন স্থিরাঙ্ক
গ হিমাঙ্ক ঘ স্থিরাঙ্ক
৭৫. দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে? (জ্ঞান)
✅ মৌলিক ব্যবধান খ তাপমাত্রা ব্যবধান
গ তাপ ব্যবধান ঘ যৌগিক ব্যবধান
৭৬. তাপমাত্রার প্রচলিত স্কেল কয়টি? (জ্ঞান)
ক ২ ✅ ৩ গ ৪ ঘ ৫
৭৭. সেলসিয়াস স্কেলের তাপমাত্রার একক কী? (জ্ঞান)
ক °F ✅ °C
গ K ঘ C
৭৮. কেলভিন স্কেলে তাপমাত্রার একক কী? (জ্ঞান)
✅ K খ °F
গ °C ঘ R
৭৯. সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ১০০°C ✅ ০°C
গ ৩২°F ঘ ২৭৩°ক
৮০. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ০°C ✅ ১০০°C
গ ২১২F ঘ ৩৭3K
৮১. ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ০°F ✅ ৩২°F
গ ২৭৩°F ঘ -২৭৩°F
৮২. ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ৩৭৩°F ✅ ২১২°F
গ ১০০°F ঘ ৭২°F
৮৩. কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ১০0K খ ২১2K
✅ ২৭3K ঘ ৩৭3K
৮৪. কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পাঠ একই হবে? (প্রয়োগ)
ক −২৭৩° ✅ −৪০°
গ ০° ঘ ৯০°
৮৫. কোনোকিছুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত কেলভিন স্কেলে তার চেয়ে কত বেশি? (প্রয়োগ)
✅ ২৭৩ K খ ১০০ ক
গ -২৭৩ K ঘ −১০০ ক
৮৬. ১°C তাপমাত্রা সমান কত কেলভিন? (প্রয়োগ)
✅ ২৭৪ ক খ ২৭৩ K
গ 1 K ঘ – ২৭৩ K
৮৭. তাপমাত্রার পার্থক্য ১°C কত কেলভিনের সমান? (প্রয়োগ)
✅ 1 K খ ১°F
গ ২°C ঘ ২৭৪ ক
৮৮. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত? (জ্ঞান)
ক ৯৮°F ✅ ৯৮.৪°F
গ ৮৯ঋ ঘ ৮৯.৪°F
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৯. ঊর্ধ্ব স্থিরাঙ্ককে বলে- (অনুধাবন)
i. স্ফুটনাঙ্ক
ii. বাষ্পবিন্দু
iii. হিমাঙ্ক
নিচের কোনটি সঠিক?
ক র খ ii
গ iiর ✅ i ও ii
৯০. হিমাঙ্ক বলতে বুঝায় প্রমাণ চাপে যে তাপমাত্রা- (অনুধাবন)
i. বিশুদ্ধ বরফ গলে পানি হয়
ii. পানি জমে বরফ হয়
iii. পানি ফুটে বাষ্প হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

৬.৪ বস্তুর তাপমাত্রা বৃদ্ধি ও অভ্যন্তরীণ শক্তি
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯১. আণবিক গতিতত্ত¡ অনুসারে পদার্থের অণুগুলো সর্বদা কেমন? (জ্ঞান)
✅ গতিশীল খ স্থিতিশীল
গ মাঝে মাঝে স্থিতিশীল ঘ মাঝে মাঝে গতিশীল
৯২. পদার্থের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তির কয়টি অংশ বিদ্যমান? (অনুধাবন)
✅ ২ খ ৩
গ ৪ ঘ ৫
৯৩. কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোন বল বিদ্যমান? (জ্ঞান)
✅ আকর্ষণ-বিকর্ষণ খ আকর্ষণ
গ বিকর্ষণ ঘ মহাকর্ষ
৯৪. কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই? (প্রয়োগ)
✅ অক্সিজেন খ পানি
গ লোহা ঘ পারদ
৯৫. গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে নিচের কোনটি নেই? (অনুধাবন)
✅ বিভব শক্তি খ বিকর্ষণ বল
গ আকর্ষণ বল ঘ গতিশক্তি
৯৬. পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কী বলে? (অনুধাবন)
✅ অভ্যন্তরীণ শক্তি খ বাহ্যিক শক্তি
গ বিভব শক্তি ঘ গতিশক্তি
৯৭. কোনো বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে নিচের কোনটি বাড়ে? (অনুধাবন)
✅ অভ্যন্তরীণ শক্তি খ বিভব শক্তি
গ গতিশক্তি ঘ চাপ
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৮. কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে- (জ্ঞান)
i. আকর্ষণ-বিকর্ষণ বল আছে
ii. আকর্ষণ-বিকর্ষণ বল নেই
iii. বিভব শক্তি আছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৯৯. অভ্যন্তরীণ শক্তি- (অনুধাবন)
i. শুধু বিভব শক্তি
ii. তাপ প্রদানে বৃদ্ধি পায়
iii. বিভব ও গতিশক্তির সমষ্টি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১০০. একটি ধাতব বলকে উত্তপ্ত করলে- (প্রয়োগ)
i. এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
ii. এর তাপমাত্রা বৃদ্ধি পায়
iii. এর বিভব শক্তি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬.৫ পদার্থের তাপীয় প্রসারণ
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০১. কোনো কঠিন বস্তুকে উত্তপ্ত করলে এর মধ্যস্থিত অণুগুলোর কী ঘটে? (অনুধাবন)
ক স্থিতিশক্তি বাড়ে ✅ গতিশক্তি বাড়ে
গ স্থির থাকে ঘ সংকুচিত হয়
১০২. একটি অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন অণুটি কী অনুভব করে? (অনুধাবন)
✅ বিকর্ষণ বল খ আকর্ষণ বল
গ তাপ ঘ তাপমাত্রা
১০৩. দুইটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যায়? (অনুধাবন)
✅ আকর্ষণ খ বিকর্ষণ
গ তাপমাত্রা ঘ স্পন্দন
১০৪. তাপ প্রয়োগে কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়? (অনুধাবন)
✅ গ্যাসীয় খ তরল
গ কঠিন ঘ কঠিন ও গ্যাসীয়
১০৫. কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ বেশি হয়- কারণ কী? (অনুধাবন)
ক তরলের অণুগুলোর গতিশক্তি স্বভাবতই বেশি থাকে
✅ তরলের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কম
গ তরলের সাথে সাথে পাত্রের প্রসারণ হয়
ঘ তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের প্রভাব থাকে না
১০৬. দুই অণুর মধ্যে দূরত্ব সাম্যাবস্থার তুলনায় কমে গেলে বিকর্ষণ বলের কী ঘটবে? (জ্ঞান)
ক শূন্য হয় খ হ্রাস পায়
✅ দ্রæত বৃদ্ধি পায় ঘ অপরিবর্তিত থাকে
১০৭. কোনো বস্তুর গড় সাম্যাবস্থায় বাইরের দিকে সরে গেলে বস্তু কী লাভ করে? (অনুধাবন)
✅ প্রসারণ খ সংকোচন
গ সাম্যাবস্থা ঘ আকর্ষণ
১০৮. তাপীয় প্রসারণ কোন পদার্থের সবচেয়ে কম? (অনুধাবন)
ক হাইড্রোজেনের ✅ লোহার
গ পানির ঘ পারদের
১০৯. তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম? (জ্ঞান)
ক তরল ✅ কঠিন
গ বায়বীয় ঘ বাষ্পীয়
১১০. কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলোর- (অনুধাবন)
✅ গতিশক্তি বেড়ে যায় খ স্থিতিশক্তি বেড়ে যায়
গ আন্তঃআণবিক শক্তি বেড়ে যায় ঘ বিভব শক্তি বেড়ে যায়
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১১. তাপ প্রয়োগে প্রায় সকল পদার্থই- (অনুধাবন)
i. প্রসারিত হয়
ii. সংকুচিত হয়
iii. গতিশীল হয়
নিচের কোনটি সঠিক?
✅ র খ ii
গ iiর ঘ i ও iii
১১২. পদার্থের তাপীয় প্রসারণ- (অনুধাবন)
i. তরল পদার্থের বেশি
ii. গ্যাসীয় পদার্থের বেশি
iii. কঠিন পদার্থের বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ✅ ii
গ iiর ঘ i, ii ও iii
৬.৬ কঠিন পদার্থের প্রসারণ
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৩. কঠিন পদার্থের প্রসারণ কত প্রকার? (জ্ঞান)
ক এক খ দুই
✅ তিন ঘ চার
১১৪. একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে যদি এর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক দৈর্ঘ্য প্রসারণ খ আয়তন প্রসারণ
✅ ক্ষেত্র প্রসারণ ঘ প্রস্থ প্রসারণ
১১৫. ১ স২ ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা ১ক বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলে? (জ্ঞান)
✅ ক্ষেত্র প্রসারণ সহগ খ দৈর্ঘ্য প্রসারণ সহগ
গ আয়তন প্রসারণ সহগ ঘ প্রস্থ প্রসারণ সহগ
১১৬. ৩০°C তাপমাত্রায় একটি ধাতব পাত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি পেলে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? (প্রয়োগ)
ক ১১ × ১০-৬ ক-১ ✅ ৩৩.৩৩ × ১০-৬ ক-১
গ ৩৯.৩ × ১০-৬ ক-১ ঘ ৪২.৩ × ১০-৬ ক-১
১১৭. তামার ক্ষেত্র প্রসারণ সহগ ৩৩.৪ × ১০-৬ ক-১ হলে, আয়তন প্রসারণ সহগ কত? (প্রয়োগ)
ক ৩৩.৪ × ১০-৬ ক-১ খ ৪৬.৮ × ১০-৬ ক-১
গ ৬৬.৮ × ১০-৬ ক-১ ✅ ৫০.১ × ১০-৬ ক-১
১১৮. কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ ১২ × ১০-৬ ক-১ হলে, ক্ষেত্র প্রসারণ সহগ কত? (প্রয়োগ)
✅ ৮ × ১০-৬ ক-১ খ ৯ × ১০-৬ ক-১
গ ১০ × ১০-৬ ক-১ ঘ ১১ × ১০-৬ ক-১
১১৯. কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে ঐ বস্তুটির কী বলে? (জ্ঞান)
ক ক্ষেত্র প্রসারণ ✅ দৈর্ঘ্য প্রসারণ
গ আয়তন প্রসারণ ঘ দৈর্ঘ্য প্রসারণ সহগ
১২০. ১ স দৈর্ঘ্যরে কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের কী বলে? (জ্ঞান)
✅ দৈর্ঘ্য প্রসারণ সহগ খ ক্ষেত্র প্রসারণ সহগ
গ আয়তন প্রসারণ সহগ ঘ গলনাঙ্ক
১২১. কঠিন পদার্থের প্রসারণ সহগের একক কী? (জ্ঞান)
ক C খ ক
✅ ক-১ ঘ স-১
১২২. তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? (জ্ঞান)
ক ১৬.৭ × ১০-৬ক খ ১৪.৭ × ১০-৬ক-১
✅ ১৬.৭ × ১০-৬ক-১ ঘ ১৪.৭ × ১০-৬ক
১২৩. তামার ক্ষেত্র প্রসারণ সহগ কোনটি? (অনুধাবন)
✅ ৩৩.৪ × ১০-৬ক-১ খ ৩৩.৩ × ১০-৬ক-১
গ ৩৩.২ × ১০-৬ক-১ ঘ ৩৩.৪ × ১০-৬ক
১২৪. কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়- একে কী বলা হয়? (জ্ঞান)
✅ আয়তন প্রসারণ খ ক্ষেত্র-প্রসারণ
গ দৈর্ঘ্য প্রসারণ ঘ আপেক্ষিক তাপ
১২৫. ১ স৩ আয়তনের কোনো পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলা হয়? (জ্ঞান)
✅ আয়তন প্রসারণ সহগ
খ ক্ষেত্র প্রসারণ সহগ
গ দৈর্ঘ্য প্রসারণ সহগ
ঘ আয়তন প্রসারণ
১২৬. কোনটি সঠিক সম্পর্ক? (প্রয়োগ)
ক α = ২β = γ ✅ ৬α = ৩β = ২γ
গ ২α = β = γ ঘ ২α = ৩γ = β
১২৭. কোনো পদার্থের আয়তন প্রসারণ-সহগ এর দৈর্ঘ্য প্রসারণ-সহগের কত গুণ? (জ্ঞান)
ক দ্বিগুণ ✅ তিনগুণ
গ চারগুণ ঘ পাঁচগুণ
১২৮. তামার আয়তন প্রসারণ সহগ নিচের কোনটি? (প্রয়োগ)
ক ৫০ × ১০-৬শ-১ খ ৫০ × ১০-৬ক
✅ ৫০.১ × ১০-৬শ-১ ঘ ৫০.২ × ১০-৬ক-১
১২৯. ১স দৈর্ঘ্যরে লোহার কোনো দণ্ডের তাপমাত্রা ১ক বৃদ্ধির জন্য এর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে? (প্রয়োগ)
ক ১১.৬ × ১০–৬ ক–১ ✅ ৬ × ১০–৬ স
গ ১১ × ১০–৬ স ঘ ১.১৬ × ১০–৬ ক
১৩০. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ ৩৩ × ১০-৬ক-১ হলে এর ক্ষেত্র প্রসারণ সহগ কত? (প্রয়োগ)
ক ১১ × ১০–৬ ক–১ খ ২২ × ১০–৬ ক–১
✅ ৬৬ × ১০–৬ ক–১ ঘ ২২ × ১০–৪ ক–১
১৩১. ২০°C তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য ১০০ স। ৫০°C তাপমাত্রায় এর দৈর্ঘ্য ১০০.০৩৩ স হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? (প্রয়োগ)
ক১.১ × ১০–৬ ক–১ খ ১১ × ১০৫ ক–১
✅ ১১ × ১০–৬ ক–১ ঘ ১.১ × ১০–৫ ক–১
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩২. রেল লাইনে দুটি রেলের সংযোগস্থলে ফাঁক থাকে, কারণ- (অনুধাবন)
i. রেল লাইন সংকোচনের জন্য যথেষ্ট জায়গা দরকার
ii. রেল লাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা দরকার
iii. এরূপ ফাঁক মারাত্মক দুর্ঘটনা রোধ করে
নিচের কোনটি সঠিক?
ক র খ ii
গ i ও ii ✅ ii ও iii
১৩৩. ১স দৈর্ঘ্যরে তামার দণ্ডের তাপমাত্রা ১ক বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়- (প্রয়োগ)
i. ১৬.৭ × ১০-৬ ক-১
ii. ০.০০০০১৬৭ ক-১
iii. ১৮.৭ × ১০-৬ ক-১
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৩৪. তাপ প্রয়োগে ধাতব দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ- (অনুধাবন)
i. সকল ধাতুর সমান হয়
ii. একই পদার্থের সুষম হয়
iii. আদি দৈর্ঘ্য ও তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii ✅ i, ii ও iii
৬.৭ তরল পদার্থের প্রসারণ
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৫. তরল পদার্থের নিচের কোনটি আছে? (জ্ঞান)
ক দৈর্ঘ্য খ প্রস্থ
গ ক্ষেত্রফল ✅ আয়তন
১৩৬. তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে এর কোনটি বৃদ্ধি পায়? (অনুধাবন)
ক ক্ষেত্রফল ✅ আয়তন
গ প্রস্থ ঘ দৈর্ঘ্য
১৩৭. তরলের প্রসারণ বলতে কোন প্রসারণ বোঝায়? (অনুধাবন)
ক ক্ষেত্র প্রসারণ খ দৈর্ঘ্য প্রসারণ
✅ আয়তন প্রসারণ ঘ পার্শ্ব প্রসারণ
১৩৮. একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সমআয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ কেমন হয়? (অনুধাবন)
✅ বিভিন্ন খ একই
গ অভিন্ন ঘ দ্বিগুণ
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৯. তরল পদার্থের নির্দিষ্ট- (অনুধাবন)
i. আকার আছে
ii. ক্ষেত্রফল নেই
iii. আয়তন নেই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৪০. একই তাপমাত্রা বৃদ্ধির জন্য- (অনুধাবন)
i. সমআয়তনের বিভিন্ন তরলের প্রসারণ বিভিন্ন হয়
ii. সমআয়তনের বিভিন্ন তরলের প্রসারণ একই হয়
iii. সমআয়তনের অ্যালকোহল ও কেরোসিনের প্রসারণ বিভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬.৮ তরলের প্রকৃত ও আপাত প্রসারণ
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪১. তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করলে তরলের যে প্রসারণ হয় তা কোন ধরনের প্রসারণ? (জ্ঞান)
✅ আপাত প্রসারণ খ প্রকৃত প্রসারণ
গ ক্ষেত্র প্রসারণ ঘ মৌলিক প্রসারণ
১৪২. পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান)
ক প্রকৃত প্রসারণ ✅ আপাত প্রসারণ
গ আয়তন প্রসারণ ঘ ক্ষেত্র প্রসারণ
১৪৩. পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান)
✅ প্রকৃত প্রসারণ খ আপাত প্রসারণ
গ আয়তন প্রসারণ ঘ ক্ষেত্র প্রসারণ
১৪৪. তরল ও পাত্র সমান প্রসারণশীল হলে তরলের আপাত প্রসারণ কিরূপ হবে? (অনুধাবন)
✅ শূন্য খ ধনাত্মক
গ ঋণাত্মক ঘ অসীম
১৪৫. তরলের প্রসারণ কত প্রকার? (জ্ঞান)
✅ দুই খ তিন
গ চার ঘ ছয়
১৪৬. প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? (অনুধাবন)
ক ঠধ = ঠৎ + ঠম ✅ ঠৎ = ঠধ + ঠম
গ ঠধ = ঠম – ঠৎ ঘ ঠৎ = ঠধ – ঠম
১৪৭. একটি ফ্লাস্কে অ দাগ পর্যন্ত তরল নেওয়া হয়েছে। ফ্লাস্কের তলায় তাপ দেওয়ার ফলে তরলের পৃষ্ঠ ই দাগ পর্যন্ত নেমে আসল। তারপর আবার তরল পৃষ্ঠ অ অতিক্রম করে C দাগে পৌঁছল। পাত্রের প্রসারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক অ C ✅ অই
গ ই C ঘ অই + অ C
১৪৮. তরলের প্রকৃত প্রসারণকে কী দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
✅ ঠৎ খ ঠধ
গ ঠম ঘ ঠর
১৪৯. তরলের আপাত প্রসারণকে কী দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
ক ঠম ✅ ঠধ
গ ঠৎ ঘ ঠঢ়
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫০. কোনো পাত্রে তরল নিয়ে উত্তপ্ত করলে- (অনুধাবন)
i. আগে পাত্র এবং পরে তরল প্রসারিত হয়
ii. আগে তরল এবং পরে পাত্র প্রসারিত হয়
iii. পাত্র এবং তরল উভয়ই তাপ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৫১. তরল ও পাত্রের প্রসারণ সমান হলে তরলের আপাত প্রসারণ-
(উচ্চতর দক্ষতা)
i. ধনাত্মক হতে পারে
ii. ঋণাত্মক হতে পারে
iii. শূন্য হতে পারে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
১৫২. তরলের প্রসারণ বলতে বোঝায়- (অনুধাবন)
i. প্রকৃত প্রসারণকে
ii. আপাত প্রসারণকে
iii. প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণকে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
👉 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
পাশের চিত্র হতে ১৫৩ ও ১৫৪ নং প্রশ্নের উত্তর দাও :

ফ্লাস্কটিতে তাপ প্রয়োগে ফ্লাস্ক এবং তরল উভয়েরই প্রসারণ ঘটে। ফ্লাস্কের প্রসারণ বিবেচনা না করলে তরলটির উপর পৃষ্ঠ অ হতে C-তে পৌঁছে। আবার শুধু ফ্লাস্কের প্রসারণ বিবেচনা করে তরল পৃষ্ঠ অ হতে ই-তে নেমে আসে।
১৫৩. ই C প্রসারণকে কী বলে? (প্রয়োগ)
ক তরলের আপাত প্রসারণ ✅ তরলের প্রকৃত প্রসারণ
গ পাত্রের আপাত প্রসারণ ঘ পাত্রের প্রকৃত প্রসারণ
১৫৪. অই প্রসারণকে কী বলে? (প্রয়োগ)
ক তরলের আপাত প্রসারণ খ তরলের প্রকৃত প্রসারণ
গ পাত্রের প্রকৃত প্রসারণ ✅ পাত্রের প্রসারণ
৬.৯ তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপ
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৫. গাড়ির ইঞ্জিন ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?
(উচ্চতর দক্ষতা)
ক পানির নিম্ন আপেক্ষিক তাপ ✅ পানির উচ্চ আপেক্ষিক তাপ
গ পানির সুপ্ততাপ বেশি ঘ পানির তাপ পরিবহনাঙ্ক বেশি
১৫৬. কোনো বস্তুর তাপমাত্রা ১ক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কী বলা হয়? (জ্ঞান)
✅ তাপধারণ ক্ষমতা খ আপেক্ষিক তাপ
গ সুপ্ততাপ ঘ গলন তাপ
১৫৭. তাপধারণ ক্ষমতা বস্তুর কোনটির ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক অবস্থা ✅ উপাদান
গ ঘনত্ব ঘ আয়তন
১৫৮. তাপধারণ ক্ষমতা বস্তুর কোনটির ওপর অনির্ভরশীল? (অনুধাবন)
ক উপাদান খ ভর
গ তাপমাত্রা ✅ বস্তুর আকার
১৫৯. তাপধারণ ক্ষমতার একক কী? (জ্ঞান)
ক Jং-১ ✅ Jক-১
গ J ঘ ক-১
১৬০. কোনো বস্তুর তাপমাত্রা ১ক বাড়াতে যে তাপ লাগে ১0K বাড়াতে তার চেয়ে কতগুণ তাপ লাগবে? (প্রয়োগ)
ক ৫ ✅ ১০
গ ২০ ঘ ২৫
১৬১. তাপধারণ ক্ষমতা নির্ণয়ের সঠিক সূত্র কোনটি? (জ্ঞান)
ক ছ = C∆ ✅ C = ছ∆
গ ∆ = Cছ ঘ C = ∆ছ
১৬২. ১ Kg ভরের বস্তুর তাপমাত্রা ১ক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের কী বলা হয়? (জ্ঞান)
✅ আপেক্ষিক তাপ খ তাপধারণ ক্ষমতা
গ সুপ্ততাপ ঘ আপেক্ষিক সুপ্ততাপ
১৬৩. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়? (জ্ঞান)
ক সুপ্ততাপ ✅ আপেক্ষিক তাপ
গ ক্যালরি ঘ আপেক্ষিক গুরুত্ব
১৬৪. আপেক্ষিক তাপ কী? (অনুধাবন)
✅ বস্তুর উপাদানের বৈশিষ্ট্য খ বস্তুর বৈশিষ্ট্য
গ তাপমাত্রার বৈশিষ্ট্য ঘ আয়তনের বৈশিষ্ট্য
১৬৫. আপেক্ষিক তাপের একক কী? (জ্ঞান)
ক Jক-১ খ Jং-১
গ JKg-১ ✅ Jkg-1K-1
১৬৬. জলীয়বাষ্পের আপেক্ষিক তাপ কত? (জ্ঞান)
ক ১০৪০ Jkg-1K-1 ✅ ২০০০ Jkg-1K-1
গ ১০০০ Jkg-1K-1 ঘ ৯৫০ Jkg-1K-1
১৬৭. তামার আপেক্ষিক তাপ কত? (জ্ঞান)
✅ ৪০০ Jkg-1K-1 খ ২৩০ Jkg-1K-1
গ ২১০ Jkg-1K-1 ঘ ৪৬০ Jkg-1K-1
১৬৮. কোনো বস্তুর আপেক্ষিক তাপ কোনটির ওপর নির্ভর করে? (জ্ঞান)
✅ উপাদান খ আয়তন
গ ভর ঘ ঘনত্ব
১৬৯. নিচের কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বাধিক? (অনুধাবন)
ক বরফ ✅ পানি
গ তামা ঘ লোহা
১৭০. নিচের কোন সম্পর্কটি সঠিক? (প্রয়োগ)
ক ছ = ঝস∆ ✅ ঝ = ছস∆
গ ∆ = ঝছস ঘ ঝ = ছ∆স
১৭১. রুপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1? (প্রয়োগ)
ক ৪৬০ ✅ ২৩০
গ ৪০০ ঘ ৬৭০
১৭২. ১Kg পানির তাপমাত্রা ১ক কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা ১ক বৃদ্ধি করা যাবে? (প্রয়োগ)
✅ ২ Kg খ ০.৫ Kg
গ ০.১ Kg ঘ ১০ Kg
১৭৩. ১০Kg ভরের পানির তাপমাত্রা ১ক বাড়াতে কত তাপের প্রয়োজন? (প্রয়োগ)
ক ৪.২ × ১০৩J ✅ ৪.২ × ১০৪J
গ ৪.২ × ১০৫J ঘ ৪.২ × ১০২J
১৭৪. সিসার আপেক্ষিক তাপ ১৩০ Kg-১ক-১ হলে ৪ Kg ভরের সিসার তাপমাত্রা ২০°C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন? (প্রয়োগ)
✅ ১০৪০০ খ ৩৮০৯০
গ ২৬০০ ঘ ৫২০
১৭৫. আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কোনটি? (প্রয়োগ)
ক আপেক্ষিক তাপ = ভরতাপধারণ ক্ষমতা
খ তাপধারণ ক্ষমতা = ভরআপেক্ষিক তাপ
✅ আপেক্ষিক তাপ = তাপধারণ ক্ষমতাভর
ঘ ভর = তাপধারণ ক্ষমতা × আপেক্ষিক তাপ
১৭৬. সKg ভরের তাপধারণ ক্ষমতা কত জুল? (অনুধাবন)
✅ সঝ জুল খ ঝ জুল
গ সঝ∆ জুল ঘ ঝ জুল
১৭৭. তাপধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ ও ভরের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? (প্রয়োগ)
ক স = Cঝ ✅ C = সঝ
গ ঝ = স C ঘ C = সঝ
১৭৮. তাপধারণ ক্ষমতা নির্ণয়ের সম্পর্ক কোনটি? (প্রয়োগ)
ক আপেক্ষিক তাপ = ভরতাপধারণ ক্ষমতা
খ তাপধারণ ক্ষমতা = ভরআপেক্ষিক তাপ
✅ তাপধারণ ক্ষমতা = ভর × আপেক্ষিক তাপ
ঘ আপেক্ষিক তাপ = ভর × তাপধারণ ক্ষমতা
১৭৯. কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ঝ হলে স Kg ভরের ওপর বস্তুর তাপমাত্রা ১ক বাড়াতে কত জুল তাপের প্রয়োজন হবে? (প্রয়োগ)
ক ঝ খ ঝস
✅ সঝ ঘ সঝ
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮০. তাপধারণ ক্ষমতার ক্ষেত্রে- (অনুধাবন)
i. এটি বস্তুর উপাদানের ধর্ম
ii. এটি একক ভরের সাথে সংশ্লিষ্ট
iii. তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় না
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
✅ ii ও iii ঘ i, ii ও iii
১৮১. তাপধারণ ক্ষমতা নির্ভর করে বস্তুর- (অনুধাবন)
i. উপাদানের ওপর
ii. ভরের ওপর
iii. প্রকৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৮২. আপেক্ষিক তাপের ক্ষেত্রে- (প্রয়োগ)
i. পানির আপেক্ষিক তাপ ৪২০০ Jkg-1K-1
ii. তামার আপেক্ষিক তাপ ৪০০ Jkg-1K-1
iii. আপেক্ষিক তাপ = ভরতাপধারণ ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৮৩. সমান ভরের কিছু পদার্থের মধ্যে আপেক্ষিক তাপ বেশি- (উচ্চতর দক্ষতা)
i. যাদের তাপধারণ ক্ষমতা বেশি
ii. যাদের তাপধারণ ক্ষমতা ও ভরের অনুপাত বেশি
iii. যাদের তাপধারণ ক্ষমতা ও তাপমাত্রার পার্থক্যের অনুপাত বেশি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৮৪. আপেক্ষিক তাপের ক্ষেত্রে- (অনুধাবন)
i. পানির সবচেয়ে বেশি
ii. গিøসারিনের সবচেয়ে বেশি
iii. গিøসারিন অপেক্ষা বেনজিনের কম
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৮৫. আপেক্ষিক তাপ- (প্রয়োগ)
i. ঝ = ছস∆
ii. ঝ = Cছস
iii. ঝ = ১সছ∆
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬.১০ তাপ পরিমাপের মূলনীতি
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৬. ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কিসের আদান প্রদান হয়? (অনুধাবন)
ক তাপমাত্রা ✅ তাপের
গ চাপের ঘ আয়তনের
১৮৭. কোনো বস্তু থেকে যদি তাপ অপসারণ করা হয় তবে কী ঘটে? (অনুধাবন)
ক তাপ বাড়ে খ তাপমাত্রা বাড়ে
✅ তাপমাত্রা কমে ঘ কোনো পরিবর্তন হয় না
১৮৮. তাপ পরিমাপের মূলনীতি কোনটি? (জ্ঞান)
✅ গৃহীত তাপ = বর্জিত তাপ
খ গৃহীত তাপ > বর্জিত তাপ
গ গৃহীত তাপমাত্রা = বর্জিত তাপমাত্রা
ঘ গৃহীত তাপ < বর্জিত তাপ
১৮৯. অসম তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে থাকলে বেশি তাপমাত্রার বস্তু কোনটি করে? (অনুধাবন)
ক তাপ গ্রহণ খ তাপমাত্রা গ্রহণ
✅ তাপ বর্জন ঘ তাপমাত্রা বর্জন
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯০. তাপ পরিমাপের মূলনীতি নির্দেশ করে- (অনুধাবন)
i. গরম বস্তুর বর্জিত তাপ = ঠাণ্ডা বস্তুর গৃহীত তাপ
ii. শক্তির সংরক্ষণ সূত্র
iii. ভরবেগের সংরক্ষণ সূত্র
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬.১১ পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯১. সমভরের পানি ও বরফের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে পানির তুলনায় বরফের কতগুণ তাপ দরকার? (প্রয়োগ)
ক ১৪ খ ১২
গ ১ ✅ ২
১৯২. পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? (অনুধাবন)
ক দুই ✅ তিন
গ চার ঘ পাঁচ
১৯৩. পানি তিন অবস্থায় থাকে নিচের কোনটির কারণে? (অনুধাবন)
ক চাপ ✅ তাপমাত্রা
গ আর্দ্রতা ঘ তাপ
১৯৪. কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করাকে কী বলে? (জ্ঞান)
ক ঘনীভবন ✅ গলন
গ বাষ্পীভবন ঘ স্ফুটন
১৯৫. ০°C তাপমাত্রার নিচের বরফকে তাপ দিলে প্রথমে কোন অবস্থা প্রাপ্ত হবে? (অনুধাবন)
✅ ০°C তাপমাত্রার বরফ খ ০°C তাপমাত্রার পানি
গ ০°C তাপমাত্রার বাষ্প ঘ ১০০°C তাপমাত্রার পানি
১৯৬. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা কোন কাজে লাগে? (অনুধাবন)
ক আন্তঃআণবিক বন্ধনযুক্ত করতে
✅ আন্তঃআণবিক বন্ধন ভাঙতে
গ আন্তঃআণবিক শক্তি বাড়াতে
ঘ ঘনীভবন
১৯৭. তরলের আন্তঃআণবিক বন্ধন ভাঙতে কোনটির প্রভাব বিদ্যমান? (অনুধাবন)
ক চাপের ✅ তাপের
গ জলীয় বাষ্পের ঘ গলনের
১৯৮. পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য কোনটির প্রভাব উল্লেখযোগ্য? (অনুধাবন)
ক চাপ ✅ তাপ
গ কম্পন ঘ ঘনত্ব
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৯. পানির তিনটি অবস্থা নির্ভর করে- (অনুধাবন)
i. বায়ুচাপের ওপর
ii. তাপমাত্রার ওপর
iii. আয়তনের ওপর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২০০. বায়বীয় পদার্থ থেকে তাপ অপসারণ করলে তা- (প্রয়োগ)
i. তরল হয়
ii. কঠিন হয়
iii. গ্যাসীয় হয়
নিচের কোনটি সঠিক?
✅ র খ ii
গ iiর ঘ i ও iii
৬.১২ গলন, বাষ্পীভবন ও ঘনীভবন
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০১. তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কী বলে? (জ্ঞান)
✅ গলন খ বাষ্পায়ন
গ ঘনীভবন ঘ স্ফুটন
২০২. যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে ওই তাপমাত্রাকে কী বলে? (জ্ঞান)
✅ গলনাঙ্ক খ গলন
গ স্ফুটনাঙ্ক ঘ বাষ্পায়ন
২০৩. বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে হতে পারে? (অনুধাবন)
ক ১টি ✅ ২টি
গ ৩টি ঘ ৪টি
২০৪. নিচের কোনটি বাষ্পীভবন পদ্ধতি? (জ্ঞান)
✅ বাষ্পায়ন ও স্ফুটন খ স্ফুটন
গ বাষ্পায়ন ঘ গলন
২০৫. তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে কী বলে? (জ্ঞান)
ক স্ফুটন ✅ বাষ্পায়ন
গ ঊর্ধ্বপাতন ঘ গলন
২০৬. পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির ভ‚মিকা উল্লেখযোগ্য? (অনুধাবন)
ক তাপমাত্রার ✅ তাপের
গ আয়তনের ঘ ঘনত্বের
২০৭. তাপ প্রয়োগে নির্দিষ্ট তাপমাত্রায় তরলকে বায়বীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
ক গলন ✅ স্ফুটন
গ বাষ্পায়ন ঘ পাতন
২০৮. তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রæত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? (জ্ঞান)
✅ স্ফুটন খ বাষ্পায়ন
গ বাষ্পীভবন ঘ ঘনীভবন
২০৯. যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয়, তাকে ওই তরলের কী বলে? (জ্ঞান)
ক বাষ্পীভবন ✅ স্ফুটনাঙ্ক
গ স্ফুটন ঘ বাষ্পায়ন
২১০. বাষ্প থেকে তরল হওয়ার প্রক্রিয়া কোনটি? (অনুধাবন)
✅ ঘনীভবন খ স্ফুটন
গ বাষ্পায়ন ঘ ঊর্ধ্বপাতন
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১১. বাষ্পায়ন নির্ভর করে- (অনুধাবন)
i. বায়ুর আর্দ্রতার ওপর
ii. তরলের প্রকৃতির ওপর
iii. তরলের তাপমাত্রার ওপর
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
২১২. স্ফুটন সম্পর্কে নিচের উক্তিগুলো লক্ষ কর- (অনুধাবন)
i. তরলের সকল অংশে সংঘটিত হয়
ii. এটি একটি মন্থর প্রক্রিয়া
iii. শুধু নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
✅ i ও iii ঘ i, ii ও iii
২১৩. ভেজা কাপড় রোদে শুকিয়ে যায়, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. বাষ্পীভবনের জন্য
ii. স্বতঃবাষ্পীভবনের জন্য
iii. তাপমাত্রার জন্য
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
✅ i ও iii ঘ i, ii ও iii
২১৪. স্ফুটন প্রভাবিত হওয়ার কারণ- (অনুধাবন)
i. তরল পদার্থের প্রকৃতি
ii. তরলের মুক্ততলের ওপর চাপ
iii. বায়ুপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
৬.১৩ গলনাঙ্কের উপর চাপের প্রভাব
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১৫. দুই টুকরো বরফকে চাপ দিলে ওদের সংযোগস্থলের গলনাঙ্ক কত হবে? (জ্ঞান)
ক ০°C ✅ ০°C এর নিচে
গ ০.০০৭৮ °C ঘ ০.০৭৮°C
২১৬. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করেও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে? (জ্ঞান)
✅ পুনঃশিলীভবন খ গলন ও ঘনীভবন
গ ঘনীভবন ঘ বাষ্পীভবন
২১৭. চাপ প্রয়োগে বস্তুর গলনাঙ্ক কী হয়? (অনুধাবন)
ক বেড়ে যায় খ কমে যায়
✅ পরিবর্তিত হয় ঘ অপরিবর্তিত থাকে
২১৮. নিচের কোন পদার্থটি তরল থেকে কঠিনে রূপান্তরিত করা হলে আয়তন কমে যায়? (অনুধাবন)
✅ মোম খ বরফ
গ লোহা ঘ এন্টিমনি
২১৯. গলনের ফলে নিচের কোনটির আয়তন বৃদ্ধি পায়? (অনুধাবন)
ক বিসমাথ খ বরফ গ ঢালাই লোহা ✅ মোম
২২০. নিচের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে? (অনুধাবন)
✅ বরফ খ মোম
গ তামা ঘ সোনা
২২১. নিচের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক বাড়ে? (অনুধাবন)
ক বরফ ✅ মোম
গ ঢালাই লোহা ঘ পিতল
২২২. কোনটি কম তাপমাত্রায় গলে? (অনুধাবন)
ক মোম ✅ বরফ
গ তামা ঘ লোহা
২২৩. মোম, তামা ইত্যাদি বস্তুর গলনের সময় আয়তন হ্রাস পায়। এদের গলনাঙ্কের ওপর চাপের প্রভাব কী রকম? (উচ্চতর দক্ষতা)
ক চাপ বাড়লে এদের গলনাঙ্ক বৃদ্ধি পায়
✅ চাপ বাড়লে এদের গলনাঙ্ক হ্রাস পায়
গ এদের গলনাঙ্কের ওপর চাপের কোনো প্রভাব নেই
ঘ চাপ কমলে এদের গলনাঙ্ক হ্রাস পায়
২২৪. পুনঃশিলীভবনের জন্য নিচের কোন কথাটি সর্বাধিক মানানসই?
(উচ্চতর দক্ষতা)
ক দুটি বরফের টুকরায় চাপ দিলে ওদের সংযোগস্থলের গলনাঙ্ক ০°C-এর চেয়ে বেশি হয়
✅ চাপ প্রয়োগে কঠিন বস্তু গলে যায় এবং চাপ প্রত্যাহারে আবার এটি কঠিন অবস্থা প্রাপ্ত হয়
গ বায়ুশূন্য স্থানে বরফের গলনাঙ্ক ০.০০৭৮°C বলেই চাপ প্রয়োগে বরফ গলে যায়
ঘ চাপ প্রয়োগে কঠিন বস্তু গলে যায়। ফলে আয়তন বেড়ে যায়, এজন্য চাপ প্রত্যাহার করলে পুনরায় কঠিন অবস্থায় ফিরে আসে
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৫. দুই টুকরা বরফ একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যাওয়ার কারণ-
i. গলনাঙ্কের পরিবর্তন
ii. এর বাষ্পীভবন
iii. পুনঃশিলীভবন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
২২৬.

উপরের লেখচিত্র অনুসারে- (উচ্চতর দক্ষতা)
i. চ বস্তুটি গলছে না
ii. জ বস্তুটির পূর্বে চ বস্তুটি গলতে শুরু করেছে
iii. ছ বস্তুটির পূর্বে চ বস্তুটি গলতে শুরু করেছে
নিচের কোনটি সঠিক?
ক র খ ii ✅ i ও ii ঘ ii ও iii
👉 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ২২৭ ও ২২৮ নং প্রশ্নের উত্তর দাও :
কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তুটি গলতে শুরু করে এবং গলা সম্পন্ন না হওয়া পর্যন্ত বস্তুটির তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। বস্তুটি সম্পূর্ণ গলে গেলে এবং তাপ সরবরাহ অব্যাহত থাকলে বস্তুটির তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন উপাদানের তিনটি কঠিন বস্তুতে (চ, ছ এবং জ) তাপ প্রয়োগের ফলে গলনের ফলাফল নিচের লেখচিত্রে প্রদর্শিত হলো।

২২৭. উপরের লেখচিত্র অনুসারে নিচের কোন বিবৃতি সঠিক? (অনুধাবন)
✅ চ বস্তুটি গলছে না
খ জ বস্তুটির পূর্বে চ বস্তুটি গলতে শুরু করে
গ ছ বস্তুটির পূর্বে চ বস্তুটি গলতে শুরু করে
ঘ ছ বস্তুটির পূর্বে জ বস্তুটির গলা সম্পন্ন হয়
২২৮. ৩ মিনিট পর চ, ছ এবং জ বস্তুটির জন্য গ্রাফ হতে কী সিদ্ধান্ত গ্রহণ করা যায়? (উচ্চতর দক্ষতা)
ক জ এবং ছ বস্তুটি গলনাঙ্কে পৌঁছায়নি কিন্তু জ বস্তুটির অবস্থার পরিবর্তন হয়েছে
✅ চ বস্তুটি গলছে না, ছ বস্তুটির অবস্থার পরিবর্তন হয়েছে এবং জ বস্তুটি গলন প্রক্রিয়ায় রয়েছে
গ চ বস্তুটি গলছে ছ বস্তুটির অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু জ বস্তুটি সম্পূর্ণ গলে গেছে
ঘ চ বস্তু জ বস্তুটি গলন প্রক্রিয়ায় রয়েছে এবং ছ বস্তুটির অবস্থান পরিবর্তন ঘটেছে
৬.১৪ গলনের সুপ্ততাপ ও বাষ্পীভবনের সুপ্ততাপ
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৯. সুপ্ততাপের ফলে কী হয়? (অনুধাবন)
ক তাপমাত্রা বৃদ্ধি পায় ✅ অবস্থার পরিবর্তন হয়
গ তাপমাত্রা হ্রাস পায় ঘ অভ্যন্তরীণ শক্তি অপরিবর্তিত থাকে
২৩০. যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে? (জ্ঞান)
ক গলনাঙ্ক খ স্ফুটনাঙ্ক
গ গলন ✅ গলনের সুপ্ততাপ
২৩১. তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তাপমাত্রা স্ফুটনাঙ্কে চলে আসে তখন কোনটি স্থির থাকে? (অনুধাবন)
✅ তাপমাত্রা খ তাপ
গ গলনাঙ্ক ঘ হিমাঙ্ক
২৩২. যে তাপ পদার্থের তাপমাত্রার বৃদ্ধি না করে শুধু অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী বলে? (জ্ঞান)
ক গলনাঙ্ক ✅ সুপ্ততাপ
গ স্ফুটনাঙ্ক ঘ হিমাঙ্ক
২৩৩. যে পরিমাণ তাপ তরল পদার্থকে বাষ্পীয় অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে? (জ্ঞান)
ক তাপ ✅ বাষ্পীভবনের সুপ্ততাপ
গ গলনের সুপ্ততাপ ঘ তাপমাত্রা
২৩৪. কোন পাত্রে পানি বেশি ঠাণ্ডা থাকবে? (অনুধাবন)
✅ মাটির কলসিতে খ কাচের পাত্রে
গ পিতলের কলসিতে ঘ প্লাস্টিকের পাত্রে
২৩৫. নিচের কোনটি তাপমাত্রা অপরিবর্তিত রাখে? (অনুধাবন)
✅ সুপ্ততাপ খ তাপ
গ চাপ ঘ আয়তন
২৩৬. কোন পাত্রের পানির বাষ্পায়ন সম্ভব? (জ্ঞান)
✅ মাটি খ পিতল
গ কাচ ঘ কাসা
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩৭. নিচের তথ্যগুলো লক্ষ কর- (অনুধাবন)
i. মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে
ii. মাটির কলসিতে পানি ঠাণ্ডা থাকে
iii. কাচ বা পিতলের পাত্রের পানির বাষ্পায়নের সুযোগ থাকে না
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
২৩৮.
i. স্পর্শতলে চাপ পড়ায় সেখানে গলনাঙ্ক কমে যায়
ii. স্পর্শতলে গলনাঙ্ক ০°C এর চেয়ে কম হয়
iii. চাপ অপসারণ করলে গলনাঙ্ক ০°C হয়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক i ও ii খ ii ও iii
গ i ও iii ✅ i, ii ও iii
৬.১৫ বিভিন্ন বিষয়ের উপর বাষ্পায়নের নির্ভরশীলতা
👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩৯. তরলের ওপর বায়ুপ্রবাহ বেড়ে গেলে বাষ্পায়ন কেমন হয়? (অনুধাবন)
ক কমে যায় ✅ বেড়ে যায়
গ স্থির থাকে ঘ শূন্য হয়
২৪০. তরলের ওপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কেমন হয়? (অনুধাবন)
ক বেড়ে যায় ✅ কমে যায়
গ স্থির থাকে ঘ সর্বোচ্চ হয়
২৪১. চাপ কমলে বাষ্পায়নের হার কেমন হয়? (অনুধাবন)
ক কমে যায় ✅ বেড়ে যায়
গ স্থির থাকে ঘ সর্বনিম্ন হয়
২৪২. তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার কেমন হয়? (অনুধাবন)
ক কম হয় ✅ বেশি হয়
গ স্থির থাকে ঘ সর্বনিম্ন হয়
২৪৩. কোন তরলের বাষ্পায়নের হার সর্বাধিক? (অনুধাবন)
✅ উদ্বায়ী তরল খ অনুদ্বায়ী তরল
গ মিশ্র তরল ঘ অবিশুদ্ধ তরল
২৪৪. কোনটির বাষ্পায়নের হার সর্বাধিক? (অনুধাবন)
ক পানি ✅ নিশাদল
গ অ্যালকোহল ঘ গিøসারিন
২৪৫. শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? (অনুধাবন)
ক বায়ু আর্দ্র থাকে ✅ বায়ু শুষ্ক থাকে
গ বায়ু ভেজা থাকে ঘ বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে
👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪৬. নিম্নলিখিত বিষয়ের ওপর বাষ্পায়ন নির্ভর করে- (উচ্চতর দক্ষতা)
i. বায়ুপ্রবাহ
ii. তরলের উপরিতলের ক্ষেত্রফল
iii. তরলের উচ্চতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক i ও ii ✅ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৪৭. বায়ুতে যত জলীয় বাষ্প থাকবে বাষ্পায়ন তত- (অনুধাবন)
i. দ্রæত হবে
ii. ধীরে হবে
iii. সর্বোচ্চ হবে
নিচের কোনটি সঠিক?
ক র ✅ ii
গ ii ও iii ঘ i, ii ও iii

২৪৮. ৪.২ J শক্তি ব্যয়িত হলে কত ক্যালরি তাপ উৎপন্ন হয়?
ক ৪ খ ৩
গ ২ ✅ ১
২৪৯. নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক C১০০ = ঋ – ৩২৯ = ক – ২৭৩৫ খ C৫ = ঋ – ৩২৯ = ক – ২৭৩৮
✅ C৫ = ঋ – ৩২৯ = ক – ২৭৩৫ ঘ C৯ = ঋ – ৩২৫ = ক – ২৭৩৯
২৫০. সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ৩0K্ক C হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত?
ক ২৭৩ K খ ৩০০ ক
✅ ৩০৩ K ঘ ৩৭৩ K
২৫১. ৩0K্ক C তাপমাত্রার ১Kg বিশুদ্ধ পানির তাপমাত্রা ১ক্ক C বাড়াতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
ক ৩.৯ ´ ১০৩ J ✅ ৪.২ ´ ১০৩ J
গ ১.২২৮ ´ ১০৫ J ঘ ১.২৬ ´ ১০৫ J
২৫২. বরফের আপেক্ষিক তাপ কত?
ক ৪২০০ Jkg-1K-1 খ ২০০০ Jkg-1K-1
✅ ২১০০ Jkg-1K-1 ঘ ৪০০ Jkg-1K-1
২৫৩. ৩ Kg পানির তাপমাত্রা ১ক্ক C বৃদ্ধি করতে কী পরিমাণ তাপের প্রয়োজন?
✅ ৩০০০ J খ ৬৩০০ J
গ ৮৪০০ J ঘ ১২৬০০J
২৫৪. তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, বাষ্পায়ন কেমন হয়?
ক ধীরে হয় ✅ দ্রæত হয়
গ হয় না ঘ অসীম হয়
২৫৫. কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক?
ক বায়ুতে খ মাটিতে
গ বাংলাদেশে ✅ শূন্যস্থানে
২৫৬. বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে বাষ্পায়নের হার-
ক ধীরে হবে ✅ দ্রæত হবে
গ স্থির হবে ঘ কমে যাবে
২৫৭. বাষ্পায়নের ক্ষেত্রে-
i. তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রæত হয়
ii. অনুদ্বায়ী পদার্থের বাষ্পায়নের হার সর্বাধিক
iii. তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
✅ র খ i ও ii
গ i ও iii ঘ i, ii ও iii
২৫৮. তাপ হচ্ছে- (অনুধাবন)
i. এক প্রকার শক্তি
ii. এর একক জুল
iii. উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
২৫৯. দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ যথাক্রমে ধ, β এবং γ হলে-
i. ৬ধ = ২γ
ii. ৩ধ = ২β
iii. ৩β = ৬ধ
নিচের কোনটি সঠিক?
ক র ✅ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬০ ও ২৬১ নং প্রশ্নের উত্তর দাও :
অ, ই ও C তিনটি পাত্রের অ-তে ৪K্ক ও C-তে ২0K্ক C তাপমাত্রার পানি আছে। অ ও C পাত্রের কিছু পানি ই পাত্রে নেওয়া হলো। ‘পৌষি’ অ পাত্রে ডান হাত ও C পাত্রে বাম হাত কিছুক্ষণ ডুবিয়ে পুনরায় হাত দুইটিকে ই পাত্রে ডুবালো।
২৬০. C পাত্রের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত?
ক ৩৬ক্কঋ খ ৩৯.2K্কঋ
গ ৫2K্কঋ ✅ ৬৮ক্কঋ
২৬১. ‘পৌষির’ ক্ষেত্রে কোনটি সঠিক?
✅ C পাত্র তাপ ছাড়ে, ডান হাত ও পানি তাপ গ্রহণ করে
খ বাম হাত ই পাত্র থেকে তাপ গ্রহণ করে
গ ডান হাতের চেয়ে ই পাত্রের পানির তাপমাত্রা কম
ঘ ই পাত্রে ডান হাতের চেয়ে বাম হাত গরম অনুভ‚ত হয়
নিচের অনুচ্ছেদটি পড় এবং আলোকে ২৬২ ও ২৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
পিন্টু রেল লাইনের উপর দিয়ে হাঁটছে। হাঁটার সময় সে নিচের দিকে তাকাল এবং লক্ষ করল দুটো লাইন যেখানে মিলিত হয়েছে সেখানে একটু ফাঁকা রাখা হয়েছে।
২৬২. রেল লাইনের মাঝে ফাঁকা রাখার কারণ কী?
✅ লোহার প্রসারণের জন্য খ লোহার সংকোচনের জন্য
গ লোহার গলনের জন্য ঘ লোহার বাষ্পীভবনের জন্য
২৬৩. রেল লাইনের প্রসারণের কারণ-
i. রৌদ্রের তাপ
ii. চাকার ঘর্ষণের ফলে
iii. লোহার গলনের ফলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬৪ ও ২৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
একই ভরের বরফ ও ফুটন্ত পানি একত্রে মিশ্রিত করা হলো। এতে সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হলো এবং মিশ্রণের তাপমাত্রা হলো ১0K্ক C।
২৬৪. 0K্ক C হতে ১0K্ক C এ উঠতে পানি কর্তৃক গৃহীত তাপ কত? বরফের ভর স Kg.
ক ২০০ সJ খ ৪০০ সJ
গ ৪২০০ সJ ✅ ৪২০০০ সJ
২৬৫. বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপের পরিমাণ-
i. ৩৬০০ JKg-১
ii. ৩৩৬০০০ JKg১
iii. ৩৩৬৫২০ JKg-১
নিচের কোনটি সঠিক?
ক র ✅ ii গ iiর ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬৬ ও ২৬৭ প্রশ্নের উত্তর দাও :

একটি বিকারে কিছু পরিমাণ বরফ নেওয়া হলো এবং একটি নির্দিষ্ট সময় পর পর থার্মোমিটার দিয়ে তাপমাত্রার পাঠ নেওয়া হয়। বরফের তাপমাত্রা ১০0K্ক C পর্যন্ত বৃদ্ধি করে সময় তাপমাত্রার উপরিউক্ত লেখচিত্র পাওয়া গেল।
২৬৬. গ্রাফের অই অংশ কী?
ক বরফ ✅ পানি গ বাষ্প ঘ কেলাস
২৬৭. গ্রাফের ক্ষেত্রে-
i. তাপমাত্রা বাড়লে বরফের তাপমাত্রা বাড়ে
ii. ই C অংশ হচ্ছে বাষ্প
iii. ই C অংশ তাপমাত্রা ১০0K্ক C
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও iii ✅ ii ও iii ঘ i, ii ও iii

👉 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬৮. নিচের তথ্যগুলো লক্ষ কর : (অনুধাবন)
i. আপেক্ষিক তাপের একক JKg–১শ–১
ii. তরলের প্রকৃতির ওপর বাষ্পায়ন বৃদ্ধি পায়
iii. সুপ্ততাপের মাধ্যমে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
২৬৯. একটি ধাতব বলকে উত্তপ্ত করলে – (অনুধাবন)
i. এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
ii. এর তাপমাত্রা বৃদ্ধি পায়
iii. এর বিভবশক্তি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৭০. নিচের তথ্যগুলো লক্ষ কর : (অনুধাবন)
i. তাপধারণ ক্ষমতার একক Jশ–১
ii. তামার আপেক্ষিক তাপ ২৩০ JKg–১শ–১
iii. গলনের আপেক্ষিক সুপ্ততাপের একক JKg–১
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
২৭১. চাপ বাড়লে – (অনুধাবন)
i. মোমের গলনাঙ্ক কমে
ii. বরফের গলনাঙ্ক বাড়ে
iii. কঠিন বস্তু তরলে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ✅ i, ii ও iii
👉 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭২ – ২৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
২৫ক্ক C তাপমাত্রার ২ Kg পানির মধ্যে ৪৫৫ক্ক C তাপমাত্রার এক খণ্ড তামা ছেড়ে দেয়া হলো। এতে পানির তাপমাত্রা বেড়ে ৩৫ক্ক C হলো।
২৭২. উদ্দীপকের ধাতব পদার্থটির আপেক্ষিক তাপ কত? (উচ্চতর দক্ষতা)
ক ৪৮০ JKg-১ খ ৪৫০০ Jkg-1K-1
গ ২৩০০ JKg-১ ✅ ৪০০ Jkg-1K-1
২৭৩. পানি কী পরিমাণ তাপ শক্তি গ্রহণ করেছে? (প্রয়োগ)
ক ৪২০০০ J ✅ ৮৪০০০ J
গ ২১০০০ J ঘ ৩২৩৪০০ J
২৭৪. ধাতব খণ্ডটির ভর কত? (প্রয়োগ)
ক ২০০ ম ✅ ৫০০ ম
গ ৫০ ম ঘ ২০ ম
নিচের তথ্য থেকে ২৭৫ ও ২৭৬ নং প্রশ্নের উত্তর দাও :
৫ক্ক C তাপমাত্রার ৫ Kg পানির একখণ্ড গরম ধাতব তামা ডুবানো হলো। এতে পানির তাপমাত্রা বেড়ে ১0K্ক C হলো।
২৭৫. পানি কী পরিমাণ তাপশক্তি গ্রহণ করবে? (প্রয়োগ)
ক ২১০০ J খ ৪২০০ J
গ ১০৫০০ ক১ ✅ ১০৫০০০ J
২৭৬. ধাতব খণ্ডটির ভর ৮০০ ম হলে, তার প্রাথমিক তাপমাত্রা কত ছিল? (প্রয়োগ)
ক ৬০৯ ক ✅ ৬১1 K
গ ৬১৩ K ঘ ৬১৫ ক

Leave a Reply