ষষ্ঠ শ্রেণির বাংলা ২য় বাগর্থ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. বাগর্থে কোন বিষয়ের আলোচনা হয়?
র. ধ্বনির অর্থের
রর. শব্দের অর্থের
ররর. বাক্যের অর্থের
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গ র ও রর ঘ রর ও ররর
২. দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায়, কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন একে কী বলে? চ
ক সমশব্দ খ সমার্থশব্দ
গ সমোচ্চারিত শব্দ ঘ রূপক
৩. সমশব্দের অপর নাম কী? জ
ক বিকল্প শব্দ খ সমার্থশব্দ
গ সমোচ্চারিত শব্দ ঘ রূপক
৪. যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে, তাকে কী বলে? ছ
ক বিকল্প শব্দ খ সমার্থশব্দ
গ সমোচ্চারিত শব্দ ঘ রূপক
৫. সমার্থ শব্দের অপর নাম কী? ঝ
ক বিকল্প শব্দ খ সমশব্দ
গ সমোচ্চারিত শব্দ ঘ প্রতিশব্দ
৬. যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের কী শব্দ বলে? ছ
ক বিকল্প শব্দ খ বিপরীত শব্দ
গ সমোচ্চারিত শব্দ ঘ প্রতিশব্দ
৭. শব্দ যখন অভিধান-অতিরিক্ত অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে? ঝ
ক বিকল্প শব্দ খ সমার্থশব্দ
গ সমোচ্চারিত শব্দ ঘ রূপক
৮. একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কী বলে? চ
ক দ্বিরুক্ত শব্দ খ সমশব্দ
গ সমোচ্চারিত শব্দ ঘ প্রতিশব্দ
৯. বিশেষ অর্থ বহন করে, এমন শব্দকে কী বলে? জ
ক দ্বিরুক্ত শব্দ খ সমশব্দ
গ পারিভাষিক শব্দ ঘ প্রতিশব্দ
১০. ‘কুল’-এর সমশব্দ কী? ঝ
ক কল খ কাল
গ বরই ঘ ক‚ল
১১. ‘চোখ’-এর সমার্থশব্দ কোনটি নয়? ঝ
ক আঁখি খ নেত্র
গ লোচন ঘ লেচন
১২. ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দিরুক্ত শব্দ কোনটি? ছ
ক ভালোয় ভালোয় খ যেতে যেতে
গ হাতে হাতে ঘ হাঁকাহাঁকি
১৩. ‘আকাশ’-এর প্রতিশব্দ কোনটি? ছ
ক পৃথিবী খ গগন
গ বিশ্ব ঘ ধরণী
১৪. কোনটি ‘পাহাড়’ শব্দের সমার্থশব্দ নয়? ঝ
ক পর্বত খ শৈল
গ গিরি ঘ ধরণী
১৫. ‘সুন্দর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি? ছ
ক জিৎ খ কুৎসিত
গ কদাকার ঘ কোনোটি নয়
১৬. ‘কাঁচা’ শব্দের বিপরীত শব্দ কোনটি? জ
ক গুণ খ পুণ্য
গ পাকা ঘ অপরিপক্ব

[ পরীক্ষায় কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন ও উত্তর ]
১৭. ‘মা’ শব্দের সমার্থ শব্দ নয় কোনটি? চ
ক বসুন্ধরা খ জননী
গ মাতা ঘ গর্ভধারিণী
১৮. আমি কান পেতে রই। এখানে ‘কান’ কী অর্থে ব্যবহৃত হয়ছে? চ
ক মনোযোগ অর্থে
খ গোপন কথা শুনতে চেষ্টা করা
গ কানের সমস্যা
ঘ কানাকানি অর্থে
১৯. ‘জ্বর জ্বর’ শব্দ দ্বারা কী অর্থ প্রকাশ পায়? ছ
ক বেশি জ্বর
খ জ্বরের মতো খারাপ লাগা
গ মারাত্মক জ্বর
ঘ ডেঙ্গু জ্বর
২০. উবংরমহধঃরড়হ শব্দের বাংলা কী? জ
ক ভাতা খ স্বাক্ষর
গ পদমর্যাদা ঘ পদবি
২১. বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা ও জ্ঞান কিসের মধ্যে সঞ্চিত হয়ে আছে? জ
ক পারিভাষিক শব্দ খ সমশব্দ
গ বাগধারা ঘ সমার্থশব্দ

Leave a Reply