ষষ্ঠ শ্রেণির বাংলা ২য় রূপতত্ত্ব বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়? ছ
ক ধ্বনিতত্তে¡ খ রূপতত্তে¡
গ বাক্যতত্তে¡ ঘ বাগর্থতত্তে¡
২. শব্দ গঠনের জন্য কী ভাষিক উপাদান রয়েছে?
র. প্রত্যয় রর. বিভক্তি
ররর. উপসর্গ ও সমাস
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
৩. প্রত্যয় শব্দের কোথায় বসে? চ
ক পরে খ পূর্বে
গ মাঝে ঘ সঙ্গে
৪. কোনটির স্বাধীন ব্যবহার নেই?
র. প্রত্যয় রর. বিভক্তি
ররর. উপসর্গ
নিচের কোনটি সঠিক? জ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
৫. বিভক্তির কী নেই?
র. অর্থ রর. স্বাধীন ব্যবহার
ররর. শব্দ গঠনের ক্ষমতা
নিচের কোনটি সঠিক? ছ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
৬. শব্দের পরে যে বিভক্তি বসে, তাকে কী বলে? জ
ক নাম বিভক্তি খ পদ বিভক্তি
গ শব্দ বিভক্তি ঘ ক্রিয়া বিভক্তি
৭. দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী বলে? ঝ
ক বিভক্তি খ উপসর্গ
গ সন্ধি ঘ সমাজ
৮. শব্দ কত প্রকার? জ
ক ৩ খ ৪
গ ৫ ঘ ৬
৯. কোনো শব্দের মাধ্যমে কী বোঝালে তাকে বিশেষ্য বলে?
র. ব্যক্তি, জাতির নাম
রর. সমষ্টি, বস্তু, স্থানের নাম
ররর. কাল, ভাব, কর্ম বা গুণের নাম
নিচের কোনটি সঠিক? জ
ক র খ রর
গ র ও রর ঘ র, রর ও ররর
১০. বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে? ছ
ক বিশেষণ খ সর্বনাম
গ ক্রিয়া ঘ অব্যয়
১১. বিশেষণ কী প্রকাশ করে?
র. বিশেষ্য বা সর্বনামের গুণ
রর. বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য
ররর. ক্রিয়ার ভাব
নিচের কোনটি সঠিক? জ
ক র খ রর
গ র ও রর ঘ র, রর ও ররর
১২. যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায়, তাকে কী বলে?
র. বিশেষ্য রর. বিশেষণ
ররর. ক্রিয়া
নিচের কোনটি সঠিক? জ
ক র খ রর
গ ররর ঘ র, রর ও ররর
১৩. ক্রিয়া প্রধানত কত প্রকার? চ
ক ২ খ ৩
গ ৪ ঘ ৫
১৪. যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে, তাকে কী বলে? ছ
ক বিশেষ্য খ সমাপিকা ক্রিয়া
গ অসমাপিকা ক্রিয়া ঘ ক্রিয়া
১৫. যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায়, তাকে কী বলে? জ
ক বিশেষ্য খ সমাপিকা ক্রিয়া
গ অসমাপিকা ক্রিয়া ঘ ক্রিয়া
১৬. বিশেষ্য শব্দের শেষে কী যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়? ঝ
ক উপসর্গ খ অনুসর্গ
গ বিভক্তি ঘ প্রত্যয়
১৭. কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়? জ
ক দাদা খ মামা
গ উপাচার্য ঘ খালা
১৮. বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়? চ
ক ২ খ ৩
গ ৪ ঘ ৫
১৯. পক্ষ বা পুরুষ কত প্রকার? ছ
ক ২ খ ৩
গ ৪ ঘ ৫
২০. যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায়, তাকে কী বলে?
র. বক্তাপক্ষ রর. শ্রোতাপক্ষ
ররর. অন্যপক্ষ
নিচের কোনটি সঠিক? চ
ক র খ রর
গ ররর ঘ র, রর ও ররর
২১. যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে কী বলে?
র. বক্তাপক্ষ রর. শ্রোতাপক্ষ
ররর. অন্যপক্ষ
নিচের কোনটি সঠিক? জ
ক র খ রর
গ ররর ঘ র, রর ও ররর
২২. শ্রোতাপক্ষ কোনটি? ছ
ক আমি খ তুমি
গ সে ঘ আক
২৩. ‘ইচ্ছুক’ শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে? জ
ক -অক খ -ইক
গ -উক ঘ -আক
২৪. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে? ঝ
ক আকাশ খ আহার
গ বিকল ঘ হাতল
[ পরীক্ষায় কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন ও উত্তর ]
২৫. দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে কী হয়? ঝ
ক অক্ষর খ বর্ণ
গ সমাস ঘ শব্দ
২৬. কৃৎ প্রত্যয় কোথায় বসে? চ
ক ক্রিয়ামূলের শেষে খ শব্দের শেষে
গ উপসর্গের শেষে ঘ একটিও না
২৭. কোনটি কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ? ছ
ক খেলনা খ ঢাকাই
গ প্যাঁচানো ঘ দাঁতাল
২৮. তদ্ধিত প্রত্যয় কোথায় বসে? ছ
ক ক্রিয়ামূলের শেষে খ শব্দের শেষে
গ সন্ধিতে ঘ উপসর্গের শেষে
২৯. কোনটির স্বাধীন ব্যবহার নেই? ঝ
ক সমাস খ পদ
গ শব্দ ঘ বিভক্তি
৩০. উপসর্গ কোথায় বসে? চ
ক শব্দের পূর্বে খ শব্দের শেষে
গ কোথাও না ঘ শব্দের মাঝে
৩১. কোন বাক্যে সর্বনামের ব্যবহার আছে? ঝ
ক অনন্যা ভালো গান গায়
খ রাকিব নিয়মিত কলেজে যায়
গ শহিদ ওপরে আছে
ঘ সে আমার মামাতো ভাই
৩২. দুটি শব্দ বা ভাবকে একসঙ্গে ব্যবহার করতে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে কী বলে? ঝ
ক সর্বনাম খ অনুনাম
গ ক্রিয়া ঘ অব্যয়
৩৩. নিচের কোনটি নারীবাচক বিশেষ্যর উদাহরণ? জ
ক রাষ্ট্রপতি খ প্রধানমন্ত্রী
গ দাদি ঘ দাদা
৩৪. ‘ছাত্র’ শব্দটিকে বহুবচনে রূপান্তরে কোন শব্দটি বেশি উপযোগী? ঝ
ক রা খ কুল
গ নিচয় ঘ বৃন্দ
৩৫. অন্যপক্ষের উদাহরণ কোনটি? জ
ক তোরা খ তুই
গ তাদের ঘ আপনাদের

Leave a Reply