সপ্তম শ্রেণির বাংলা ২য় বাক্যসংকোচন বা বাগধারা বহুনির্বাচনী প্রশ্নউত্তর

১০.৪ বাক্যসংকোচন
৩৫৯. “কেথাও উঁচু কোথাও নিচু”- এক কথায় প্রকাশ করলে কী হয়?
 বন্ধুর খ উঁচু-নিচু
গ অসমতল ঘ অমসৃণ
৩৬০. “যিনি বক্ততা দানে পটু” তাকে এক কথায় কি বলে?
ক বক্তা খ বাচাল
 বাগ্মমী ঘ মিতভাতী
৩৬১. “যা বলা যায় না” -এক কথায় কী?
অথবা, যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কী বলে?
 অকথ্য খ অব্যক্ত
গ অনুক্ত ঘ দুর্বাচ্য
৩৬২. “মৃতের মতো অবস্থা যার”-তাকে এক কথায় কী বলে?
ক মুমুর্স  মুমূর্ষু গ মুমুর্ষ ঘ মুমুর্ষূ
৩৬৩. “যিনি ভালো ব্যাকরণ জানেন”-বাক্যটি এক কথায় কী হবে?
ক ব্যাকরণ বিশেষজ্ঞ খ ব্যাকরণবিদ
গ বৈয়াকরণিক  বৈয়াকরণ
৩৬৪. বাক্য সংক্ষেপণ কয়ভাগে বিভক্ত হতে পারে?
ক ২ ভাগে  ৩ ভাগে গ ৪ ভাগে ঘ ৫ ভাগে
৩৬৫. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-তাকে এক কথায় কী বলা হয়?
অথবা, ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’-বাক্যটির সংক্ষেপণের উদাহরণ কোনটি?
 ইতিহাসবেত্তা খ ঐতিহাসিক
গ ইতিহাস স্রষ্টা ঘ ইতিহাস রচয়িতা
১০.৫ বাগ্ধারা
৩৬৬. ‘কই মাছের প্রাণ’ বলতে কী বুঝায়?
 যা সহজে মরে না খ এক জাতের মাছ
গ মাছের প্রাণ স্থায়ী নয় ঘ কই মাছ খুব শক্তিশালী
৩৬৭. নিচের কোন বাক্যে অধচন্দ্র বাগ্ধারার সঠিক প্রয়োগ হয়েছে?
ক বালকটিকে অর্ধচন্দ্র দেখাও
 চোরটিকে অর্ধচদ্র দিয়ে বের কর
গ আকাশে অর্ধচন্দ্র দেখা যায়
ঘ মা শিশুকে অধচন্দ্র দেখাছে
৩৬৮. ‘তামার বিষ’ বাগ্ধারাটির অর্থ কী?
ক অর্থের অভাব খ অর্থের প্রাচুর্য
 অর্থের কুপ্রভাব ঘ অর্থের অহংকার
৩৬৯. ‘চির অশান্তি’ অর্থে কোন বাগ্ধারাটি যথোপযুক্ত?
ক ভরাডুবি খ তামার বিষ
গ পটল তোলা  রাবণের চিতা
৩৭০. কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশক?
ক মণিকাঞ্চন যোগ খ সোনায় সোহাগা
গ আম-দুধে মেশা  আদায় কাঁচকলায়
৩৭১. ‘আকাশ কুসুম’ কথাটির অর্থ কী?
ক বিপদে পড়া খ একমাত্র অবলমবন
 অসম্ভব কল্পনা ঘ ভয়াবহ সন্ধ্যা
৩৭২. ‘গোঁফখেজুরে’ কোন অর্থে ব্যবহৃত হয়?
ক ডাকাবুকা খ তুলসী বনের বাঘ
গ তামার বিষ  অলস
৩৭৩. ‘শাঁখের করাত’ বাগ্ধারাটি অর্থ কী?
ক রোগ বিশেষ  উভয় সংকট
গ অন্ধ অনুকরণ ঘ অনুকরপ্রিয়তা
৩৭৪. ‘মুহ‚র্তে অভিমান ভোলা’ এ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়ে থাকে?
ক বিড়াল তপস্বী  বিড়ালের আড়াই পাক
গ ভেজা বিড়াল ঘ ভুঁইফোঁড়
৩৭৫. নিচের কোন বাগ্ধারাটি দ্বারা ‘পার্থক্য’ অর্থ বোঝায়?
 ইতরবিশেষ খ আকাশ পাতাল
গ রুই-কাতলা ঘ আকাশ কুসুম
৩৭৬. ‘শরতের শিশির’ বাগ্ধারাটির অর্থ কী?
ক সচেতন হওয়া খ কাশফুলের শিশির
গ দুঃসময়ের বন্ধু  ক্ষণস্থায়ী
৩৭৭. ‘চক্ষুদান করা’ বাগ্ধারাটির অর্থ কী?
ক কাউকে চোখ দান করা খ চুরি করা
গ দুঃসময়ের বন্ধু  ক্ষণস্থায়ী
৩৭৮. ‘ফপরদালালি’Ñবাগ্ধারাটির অর্থ কী?
 অতিরিক্ত চালবাজি খ কাণ্ডজ্ঞানহীন
গ গোপনে কাজ সমাধা ঘ অযথা শ্রম
৩৭৯. কোন বাগ্ধারাটির অর্থ ‘বেহায়া’?
 ঠোঁটকাটা খ কানকাটা
গ জিলাপির প্যাঁচ ঘ চিনির বলদ
৩৮০. ‘সৌভাগ্যের বিষয়’ অর্থে কোন বাগ্ধারাটির ব্যবহৃত হতে পারে?
ক কেউকেটো  একাদশে বৃহস্পতি
গ এলাহি কাণ্ড ঘ গোঁফখেজুরে
৩৮১. কোন বাগধারাটির অর্থ অপূর্ব মিলন?
 মণিকাঞ্চন যোগ খ আম দুধে মেশা
গ আদায় কাঁচকলায় ঘ শিরে সংক্রান্তি
৩৮২. ‘শকুনি মামা’ অর্থ কী?
ক কুৎসিত মামা খ সৎমামা
 কুচক্রী লোক ঘ পাতানো মামা
৩৮৩. ‘বাঁ হাতের কাজ’ বাগ্ধারাটির অর্থ কী?
ক অপকর্ম  ঘুষ খাওয়া
গ কঠিন ঘ মোলাকাত করা
৩৮৪. কোন বাগ্ধারাটির অর্থ বিরাট আয়োজন?
ক কপাল ফেরা খ আধকপালে
 এলাহি কাণ্ড ঘ কড়ায়গণ্ডায়
৩৮৫. ‘অহি-নক‚ল’ বাগ্ধারাটির অর্থ কী?
 ভীষণ শত্রæতা খ সামান্য লোক
গ উঠেপড়ে লাগা ঘ কঠিন অবস্থা
৩৮৬. ‘এসপার ওসপার’ বাগ্ধারাটির অর্থ কী?
ক এদিক অথবা ওদিক  মীমাংসা
গ এই পারে অথবা ঐ পারে ঘ এ রকম অথবা ঐ রকম
৩৮৭. ‘গোবর গণেশ’ বাগ্ধারাটির অর্থ কী?
ক গোবরের মতো আবর্জনা খ বোকা
গ চালাক  মুর্খ
৩৮৮. ‘গোড়ায় গলদ’ বাগ্ধারাটির অর্থ কী?
ক বেশি ভুল খ ভুল জিনিস
 শুরুতে ভুল ঘ অল্প ভুল
৩৮৯. ‘গোল্লায় যাওয়া’ বাগ্ধারাটির অর্থ কী?
 নষ্ট হওয়া খ খারাপ কাজে যাওয়া
গ অসৎ কাজ করা ঘ দোষের কাজ করা
৩৯০. ‘নিখাদ’ অর্থে ‘কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
ক কাঁচা কথা  কাঁচা ইট
গ কাঁচা বয়স ঘ কাঁচা সোনা
৩৯১. ‘উভয় সংকট’-এর প্রবাদ হলো-
ক কিল খেলে কিল চুরি খ গাছে না উঠতেই এক কাঁদি
 কুল রাখি না শ্যাম রাখি ঘ ঘর থাকতে বাবুই ভেজা
৩৯২. ‘দুধের মাছি’-প্রবাদটির অর্থ কী?
 সুসময়ের বন্ধু খ স্বার্থপর ব্যক্তি
গ বেহায়া ঘ চালবাজ লোক

Leave a Reply