সপ্তম শ্রেণির বাংলা ২য় শব্দরূপ বহুনির্বাচনী প্রশ্নউত্তর

শব্দরূপ
১৪৭. বিভক্তি ও অনুসর্গ যোগকরে সংশ্লিষ্ট শব্দের যে রূপ হয়, তাকে কী বলে?
ক কারক খ বিভক্তি  শব্দরূপ ঘ সম্বন্ধ পদ
১৪৮. শব্দরূপ হিসেবে ‘মানুষ’ শব্দটি কী?
 একবচন খ দ্বিবচন
গ বহুবচন ঘ সাধারণ শব্দ
১৪৯. ‘আমি’ শব্দের বহুবচন হলো-
ক আমরা খ আমরা-সব
গ আমরা-সকলে  সবগুলো
৫.৪ বিশেষণের ‘তর’ ও ‘তম’
১৫০. ‘তর’ ও ‘তম’ প্রত্যয় দুটি যুক্ত হয় কোন রীতিতে কী?
ক বাংলা রীতি  সংস্কৃত রীতি
গ দেশি ঘ বিদেশি
১৫১. বিশেষণের তারতাম্য প্রকাশের জন্য বাংলা ও সংস্কৃতে কয়টি রীতি আছে?
 দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি
১৫২. দুইয়ের মধ্যে তুলনায় কোনটি ব্যবহৃত হয়?
ক সর্বাপেক্ষা খ সকলের চেয়ে
গ সবচেয়ে  অপেক্ষা
১৫৩. বিশেষণের ‘তর’ কেমন উৎকর্ষবাচক বা অপকর্ষবাচক প্রত্যয়?
ক তুলনাহীন  আপেক্ষিক গ সর্বাধিক ঘ গুণবাচক
১৫৪. দুয়ের মধ্যে তুলনা করতে হলে কী বসে?
ক থেকে খ চেয়ে গ তম  তর
১৫৫. ‘তারতম্য’ শব্দটি কী থেকে তৈরি?
ক তর খ তম  তরতম ঘ তার
১৫৬. চন্দ্র পৃথিবী অপেক্ষা-
ক ক্ষুদ্র  ক্ষুদ্রতর
গ অপেক্ষাকৃত ক্ষুদ্র ঘ অতি ক্ষুদ্র
১৫৭. মেঘনা বাংলাদেশের-
 দীর্ঘতম নদী খ দীর্ঘ নদী
গ সবচেয়ে দীর্ঘ নদী ঘ অপেক্ষাকৃত দীর্ঘ নদী
১৫৮. বাংলায় দুইয়ের মধ্যে তুলনায় ব্যবহৃত হয়-
র. চেয়ে রর. চাইতে
ররর. অপেক্ষা
নিচের কোনটি ঠিক?
ক র  র ও রর
গ র ও ররর ঘ র, রর ও ররর
৬. শব্দ গঠন
১৫৯. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক পদ  শব্দ গ ধাতু ঘ প্রকৃতি
১৬০. গঠনগত দিক থেকে শব্দ কয়টি শ্রেণিতে বিভক্ত?
 দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি
১৬১. অর্থবোধক ধ্বনিসমষ্টিকে কী বলে?
ক প্রকৃতি খ প্রত্যয়  শব্দ ঘ বাক্য
১৬২. শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
 ব্যাচার্থ খ লক্ষ্যার্থ গ গৌনার্থ ঘ সরলার্থ
১৬৩. নিচের কোন শব্দটি ক্রিয়া বিভক্তি যোগ করে গঠন করা হয়েছে?
ক মানুষের খ তোমাকে  পড়ি ঘ লোকে
১৬৪. মৌলিক শব্দের উদাহরণ কোনটি?
ক মিঠাই, চক্র খ চলন্ত, মানব
 বই, কলম ঘ ঐক্য, কর্তব্য
১৬৫. মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় কোনটি?
ক ধ্বনির সঙ্গে ধ্বনি যোগ  বর্ণের সঙ্গে বর্ণ যোগ
গ শব্দের সঙ্গে শব্দ যোগ ঘ পদের সঙ্গে পদ যোগ
১৬৬. যেসব শব্দকে বিশ্লেষণ বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে কী বলে?
 মৌলিক শব্দ খ সাধিত শব্দ
গ তৎসম শব্দ ঘ মিশ্র শব্দ
১৬৭. ‘কার’ ও ‘ফলা’ যুক্ত হয়ে কোন শব্দ গঠিত হয়?
ক সাধিত শব্দ খ যৌগিক শব্দ
 মৌলিক শব্দ ঘ মিশ্র শব্দ
১৬৮. যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থ পাওয়া যায় সেগুলোকে কী শব্দ বলে?
ক মৌলিক শব্দ খ যৌগিক শব্দ
গ মিশ্র শব্দ  সাধিত শব্দ
১৬৯. সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয় ইত্যাদির মাধ্যমে কোন শব্দ গঠিত হয়?
ক মৌলিক শব্দ খ যৌগিক শব্দ
গ মিশ্র শব্দ  সাধিত শব্দ

Leave a Reply