৫ম শ্রেণির ইসলাম প্রথম অধ্যায় আকাইদ অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পঞ্চম/ ৫ম শ্রেণির ইসলাম প্রথম অধ্যায় আকাইদ-বিশ্বাস অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

৫ম শ্রেণির ইসলাম প্রথম অধ্যায় আকাইদ

⇒ অনুশীলনীর প্রশ্ন ও সমাধান

ক নৈর্ব্যক্তিক প্রশ্ন : বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (√) দাও।
১. আমাদের পালনকর্তা কে?
ক. আব্বা-আম্মা খ. আল্লাহ তায়ালা
গ. ডাক্তার ঘ. পীরমুর্শিদ
২. আল আসমাউল হুসনা বলা হয় কাকে?
ক. মানুষের গুণাবলিকে খ. ফেরেশতার গুণাবলিকে
গ. আল্লাহর গুণবাচক নামসমূহকে ঘ. নবিগণের গুণাবলিকে
৩. খালিক শব্দের অর্থ কী?
ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা গ. রিজিকদাতা ঘ. দয়ালু
৪. বাসিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশ্রোতা খ. সহনশীল গ. সর্বশক্তিমান ঘ. সর্বদ্রষ্টা
৫. সামীউন শব্দের অর্থ কী?
ক. সব শোনেন খ. সব জানেন
গ. সব দেখেন ঘ. অতি সহনশীল
৬. সর্বশেষ নবির নাম কী?
ক. হযরত ইউসুফ (আ) খ. হযরত ঈসা (আ)
গ. হযরত মুহাম্মদ (স) ঘ. হযরত মুসা (আ)
৭. কাদীরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা
গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা

==== উত্তরমালা ====
১ খ ২ গ ৩ খ ৪ ঘ ৫ ক ৬ গ ৭ ক

খ শূন্যস্থান পূরণ কর :
১. আনুগত্যের জন্য —- প্রয়োজন।
২. আল্লাহ তায়ালার গুণে —- গুণান্বিত করতে হবে।
৩. আল্লাহ তায়ালা আমাদের —-।
৪. আমরা একমাত্র আল্লাহ তায়ালার —- করব।
৫. আমরা কথা দিয়ে কথা —-।

উত্তর : ১. ইমানের; ২. নিজেকে; ৩. রব; ৪. আনুগত্য; ৫. রাখব।

গ ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল কর।

ক্র. নং বাম ডান
১. গাফুরুন অর্থ অতিসহনশীল
২. হালিমুন অর্থ অতিক্ষমাশীল
৩. রাসুল অর্থ চিরস্থায়ী সুখের স্থান
৪. জান্নাত হলো চিরস্থায়ী কষ্টের স্থান
৫. জাহান্নাম অর্থ বার্তাবাহক

উত্তর : ১. গাফুরুন অর্থ অতিক্ষমাশীল।
২. হালিমুন অর্থ অতিসহনশীল।
৩. রাসুল অর্থ বার্তাবাহক।
৪. জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান।
৫. জাহান্নাম অর্থ চিরস্থায়ী কষ্টের স্থান।

ঘ সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন :
প্রশ্ন- ১ \ ইমান শব্দের অর্থ কী?
উত্তর : ইমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন।
প্রশ্ন- ২ \ সারা বিশ্বের পালনকর্তা কে?
উত্তর : সারা বিশ্বের পালনকর্তা একমাত্র আল্লাহ তায়ালা।
প্রশ্ন- ৩ \ আমাদের দীনের নাম কী?
উত্তর : আমাদের দীনের নাম ইসলাম।
প্রশ্ন- ৪ \ আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
উত্তর : আমরা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর শোকর আদায় করব।
প্রশ্ন- ৫ \ আখিরাত মানে কী?
উত্তর : মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় আখিরাত।

⇒ বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর :
প্রশ্ন- ১ \ আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি?
উত্তর : আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের যেসব বিষয় জানা জরুরি তা হলো ১. আল্লাহ তায়ালার অস্তিত্ব, ২. আল্লাহ তায়ালার গুণাবলি, ৩. আল্লাহ তায়ালার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ, ৪. আল্লাহ তায়ালার পছন্দনীয় কাজ, যা আমরা করব ৫. আল্লাহ তায়ালার অপছন্দনীয় কাজ, যা থেকে আমরা দূরে থাকব; ৬. আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম, ৭. আল্লাহর আদেশ মেনে চলার পুরস্কার লাভের উদ্দেশ্যে কবর, কিয়ামত, হাশর, মিযান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানা।

প্রশ্ন- ২ \ মুমিন কাকে বলে? ইমানের ফল কী?
উত্তর : ইসলামি পরিভাষায় যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন।
ইমানের ফল : ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। একজন মানুষ যখন ইমান আনেন তখন তিনি মুমিন হিসেবে জীবনযাপন শুরু করেন। ইমানের দাবি অনুযায়ী মুমিন সবকিছুই করেন ইমানদারীর সাথে। একজন ইমানদার ব্যক্তিকে সবাই ভালোবাসে, সম্মান করে। তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়।

প্রশ্ন- ৩ \ সারা বিশ্বের পালনকর্তা কে? তাঁর লালনপালনের একটি বর্ণনা দাও।
উত্তর : আল্লাহ তায়ালা তাঁর সকল সৃষ্টিকে লালনপালন করেন। আমরা ভাত, মাছ, গোশত, নানারকম ফলমূল ও শাকসবজি খাই। আর পশুপাখি ও জীবজন্তু ঘাস, লতাপাতা, পোকামাকড় ইত্যদি খায়। আবার গাছপালা ও লতাপাতা মাটির নিচ থেকে তাদের শিকড় দিয়ে রস শুষে নেয়, পাতার সাহায্যে সূর্যের আলো থেকে খাদ্য প্রস্তুত করে। মানুষসহ পশুপাখি ও জীবজন্তু শ্বাস নেয় ও শ্বাস ফেলে। শ্বাস ফেলার সময় শ্বাসের সাথে আমাদের দেহ হতে কার্বন ডাইঅক্সাইড নামক এক প্রকার বিষাক্ত পদার্থ বের হয়। গাছপালা ও লতাপাতা এ বিষাক্ত পদার্থ খাদ্য তৈরির উপাদান হিসেবে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা শ্বাস নেওয়ার সময় সেই অক্সিজেন গ্রহণ করি। নদনদী, খালবিল, এমনকি গভীর সাগরে যে অসংখ্য মাছ ও অন্য জলজ প্রাণী রয়েছে তাদের জন্যও তিনি পানির নিচে শেওলা ও অন্যান্য খাদ্য সৃষ্টি করে দিয়েছেন। তারা তা খেয়ে বেঁচে থাকে। এভাবে মহান আল্লাহ তায়ালা সারাবিশ্বের সকল সৃষ্টিকে লালনপালন করেন।

প্রশ্ন- ৪ \ আল্লাহ তায়ালার ৫টি গুণের নাম বাংলা অর্থসহ আরবিতে লেখ।
উত্তর : আল্লাহ তায়ালার ৫টি গুণের নাম বাংলা অর্থসহ আরবিতে লেখা হলো :
আল্লাহু গাফুরুন ﺍﷲ ﻏﻔﻮﺮ আল্লাহ অতিক্ষমাশীল
আল্লাহু হালিমুন ﺍﷲ ﺤﻠﻴﻢ আল্লাহ অতিসহনশীল
আল্লাহু সামিউন ﺍﷲ ﺴﻤﻴﻊ আল্লাহ সর্বশ্রোতা
আল্লাহু বাসিরুন ﺍﷲ ﺑﺼﻴﺮ আল্লাহ সর্বদ্রষ্টা
আল্লাহু কাদিরুন ﺍﷲ ﻘﺪﻴﺮ আল্লাহ সর্বশক্তিমান

প্রশ্ন- ৫ \ আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখ।
উত্তর : মানুষ শয়তানের প্ররোচনায় অন্যায় করে ফেলে। পাপকর্ম করে বসে। তখন যদি সে অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে, পাপ কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তায়ালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কেননা আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ তায়ালা বলেন, “হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু”। আমাদের ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন।

প্রশ্ন- ৬ \ নবি-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো কী কী?
উত্তর : নবি-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো হলো :
১. তাওহিদ : আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই।
২. রিসালাত : আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো।
৩. দীন : আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো।
৪. আখলাক : চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম-কানুন শিক্ষা দান।
৫. শরিয়ত : হালাল-হারাম ও জায়েজ-নাজায়েজের শিক্ষা প্রদান।
৬. আখিরাত : মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো।

প্রশ্ন- ৭ \ আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?
উত্তর : আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো :
১. কবর : কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কবরে দুজন ফেরেশতা আসেন এবং মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে, তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবর হবে আরাম ও শান্তিময় স্থান। আর যারা পাপী, তারা সঠিক উত্তর দিতে পারবে না। তাদের জন্য কবর হবে আজাবের স্থান।
২. কিয়ামত : আল্লাহ তায়ালা একদিন বিশ্বজগৎ এবং এর ভিতরের সবকিছু ধ্বংস করে দেবেন। এ দিনটির নাম হলো কিয়ামত।
৩. হাশর : বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তায়ালা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করে তাঁর সামনে হাজির করবেন। একে বলা হয় হাশর।
৪. মিযান : হাশরের দিন আমাদের পাপ-পুণ্যের আমলনামা ওজন করা হবে। যার দ্বারা ওজন করা হবে তাকে বলে মিযান।
৫. জান্নাত ও জাহান্নাম : জান্নাত হলো চিরসুখের স্থান। পৃথিবীতে যারা ইমানদার ও ভালো ছিল, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। পক্ষান্তরে জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। পৃথিবীতে যারা ইমান আনেনি ও ভালো কাজ করেনি, তারা সেখানে চিরদিন বাস করবে।

প্রশ্ন- ৮ \ একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত-এ সম্পর্কে ১০টি বাক্য লেখ।
উত্তর : একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ১০টি বাক্য নিচে দেওয়া হলো :
১. একজন মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়।
২. একজন মুসলিম হবে আমানতদার।
৩. মুসলিম মন্দ চিন্তা থেকে তার মনকে মুক্ত রাখবে।
৪. কানকে দূরে রাখবে অসৎ আলোচনা থেকে।
৫. কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হিফাজত করবে।
৬. জিহŸাকে হেফাজত করবে মিথ্যা কথা বলা থেকে।
৭. সে হারাম জিনিস দিয়ে পেট ভরাবে না।
৮. কখনো অন্যায়ের পথেতার পা চালাবে না।
৯. মিথ্যার সামনে মাথা নত করবে না।
১০. তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ।

৫ম শ্রেণির ইসলাম প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

= যোগ্যতাভিত্তিক
প্রশ্ন \ ১ \ ধর্মীয় শিক্ষক শ্রেণিতে বললেন, এ পৃথিবীর একজন মালিক আছেন। এখানে কার কথা বুঝিয়েছেন?
উত্তর : মহান আল্লাহর কথা বুঝিয়েছেন।
প্রশ্ন \ ২ \ তোমার পাশের বাড়ির জামাল সাহেব অনেক অসুস্থ। তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। এমতাবস্থায় জামাল সাহেবের কী প্রয়োজন?
উত্তর : জামাল সাহেবের অক্সিজেনের প্রয়োজন।
প্রশ্ন \ ৩ \ আমাদের মাথার উপরের নীল আকাশ, প্রখর সূর্য নিজে নিজে সৃষ্টি হয় নি। এগুলো কে সৃষ্টি করেছেন?
উত্তর : এগুলো মহান আল্লাহ সৃষ্টি করেছেন।
প্রশ্ন \ ৪ \ মাঠভরা ধান, গাছগাছালি, নদনদী ইত্যাদি কী প্রমাণ করছে?
উত্তর : মহান আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছে।
প্রশ্ন \ ৫ \ আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর অধীন। এটি থেকে কী বোঝা যায়?
উত্তর : এটি থেকে বোঝা যায় আল্লাহ সর্বশক্তিমান।
প্রশ্ন \ ৬ \ “আল্লাহর সৃষ্ট পানির মাধ্যমে সমগ্র সৃষ্টি উপকৃত হয়।” এতে আল্লাহর কোন গুণ প্রকাশ পায়?
উত্তর : এতে আল্লাহর পালনকর্তা গুণ প্রকাশ পায়।
প্রশ্ন \ ৭ \ তোমার খেলনা গাড়িটি তোমার বন্ধু ভেঙে ফেলেছে। এক্ষেত্রে তুমি কী করবে?
উত্তর : এক্ষেত্রে আমি তাকে ক্ষমা করে দেব।
প্রশ্ন \ ৮ \ তুমি একটি অন্যায় কাজ করে ফেলেছ কিন্তু তোমার মাকে বলেছ কাজটি তুমি করনি। অথচ এটি কার কাছে গোপন থাকবে না?
উত্তর : এটি আল্লাহর কাছে গোপন থাকবে না।
প্রশ্ন \ ৯ \ ফয়সালের বন্ধু তার চরম ক্ষতি করলেও ফয়সাল তাকে ক্ষমা করে দেয়। ফয়সালের মধ্যে আল্লাহর কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে?
উত্তর : ফয়সালের মধ্যে ‘আল্লাহু গফুরুন’ গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে।
প্রশ্ন \ ১০ \ ‘আল্লাহ দয়ালু’- এ গুণে গুণান্বিত হয়ে আমরা কী করব?
উত্তর : ‘আল্লাহ দয়ালু’- এ গুণে গুণান্বিত হয়ে আমরা সবাইকে দয়া করব।
প্রশ্ন \ ১১ \ তুমি আল্লাহর বিধান পড়ছ। তা কোথায় আছে?
উত্তর : আল্লাহর বিধান কুরআন মজিদে আছে।
প্রশ্ন \ ১২ \ জামিল আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে ও অন্তর দিয়ে বিশ্বাস করে। তাকে কী বলা হবে?
উত্তর : তাকে মুমিন বলা হবে।
প্রশ্ন \ ১৩ \ রাহেলা আল্লাহর কিতাব তিলাওয়াত করেছে। সে কোন কিতাব পড়েছে?
উত্তর : সে আল্লাহর কিতাব কুরআন মজিদ পড়েছে।
প্রশ্ন \ ১৪ \ আমরা একমাত্র কার ইবাদত বন্দেগি করব?
উত্তর : আমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করব।
প্রশ্ন \ ১৫ \ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছপালা আমাদের অনেক উপকার করে। আমাদের দেহের জন্য কার্বন ডাইঅক্সাইড কী?
উত্তর : আমাদের দেহের জন্য কার্বন ডাইঅক্সাইড বিষ।
প্রশ্ন \ ১৬ \ মানুষ ও গাছপালা পরস্পরের জীবন রক্ষায় কীভাবে সাহায্য করে?
উত্তর : মানুষের জন্য গাছপালা অক্সিজেন সরবরাহ করে, মানুষ গাছপালাকে কার্বন ডাইঅক্সাইড দেয়।
প্রশ্ন \ ১৭ \ পানি যাতে বিশুদ্ধ থাকে সেজন্য আমাদের যতœ নিতে হবে। পানির যতœ না নিলে কী হবে?
উত্তর : পানির যতœ না নিলে আমরা রোগব্যাধিতে অসুস্থ হয়ে পড়ব।
প্রশ্ন \ ১৮ \ মহান আল্লাহ কীভাবে মানুষ, জীবজন্তু, পশুপাখিকে চিরদিনের জন্য পানির সরবরাহ নিশ্চিত করেছেন?
উত্তর : মহান আল্লাহ পানিচক্রের মাধ্যমে মানুষ, জীবজন্তু, পশুপাখিকে চিরদিনের জন্য পানির সরবরাহ নিশ্চিত করেছেন ।
প্রশ্ন \ ১৯ \ মহান আল্লাহর অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের কী করা উচিত?
উত্তর : মহান আল্লাহর অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের মহান আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
প্রশ্ন \ ২০ \ হঠাৎ তুমি একটি মারাত্মক পাপের কাজ করে ফেলেছ। এখন তোমার করণীয় কী?
উত্তর : এখন আমার করণীয় হলো আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া।
= সাধারণ
প্রশ্ন \ ২১ \ ইমানের ফল কী?
উত্তর : ইমানের ফল হলো- মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
প্রশ্ন- ২২ \ আখিরাত কাকে বলে?
উত্তর : মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে।
প্রশ্ন- ২৩ \ মুমিন কাকে বলে?
উত্তর : যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে মুমিন বলে।
প্রশ্ন- ২৪ \ সালামের অর্থ কী?
উত্তর : আপনার ওপর শান্তি বর্ষিত হোক।
প্রশ্ন- ২৫ \ হালিম শব্দের অর্থ কী?
উত্তর : হালিম শব্দের অর্থ অতি সহনশীল।
প্রশ্ন- ২৬ \ কবরের প্রথম প্রশ্ন কী?
উত্তর : কবরের প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা অর্থাৎ তোমার রব কে?
প্রশ্ন- ২৭ \ ইসলাম বলতে কী বোঝ?
উত্তর : আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম।
প্রশ্ন- ২৮ \ কোন কোন ফেরেশতা আমাদের পাপ-পুণ্যের হিসাব লিপিবদ্ধ করেন?
উত্তর : কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের পাপ-পূণ্যের হিসাব লিপিবদ্ধ করেন।
প্রশ্ন- ২৯ \ আল আসমাউল হুসনা শব্দের অর্থ কী?
উত্তর : আল আসমাউল হুসনা শব্দের অর্থ সুন্দর নামসমূহ।
প্রশ্ন- ৩০ \ আমলনামা কী?
উত্তর : আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালোমন্দ, পাপ-পূন্য সবকিছুই আল্লাহর হুকুমে একদল ফেরেশতা লিখে রাখেন, একে বলা হয় আমলনামা।
প্রশ্ন- ৩১ \ কবরে দুইজন ফেরেশতা কয়টি প্রশ্ন করবে?
উত্তর : কবরে দুইজন ফেরেশতা তিনটি প্রশ্ন করবে।
প্রশ্ন- ৩২ \ আল্লাহু সামিউমবাসির কথাটির অর্থ কী?
উত্তর : আল্লাহু সামিউমবাসির কথাটির অর্থ হলো আল্লাহ সব শোনেন, সব দেখেন।
প্রশ্ন- ৩৩ \ আমরা কীভাবে আল্লাহর শোকর আদায় করব?
উত্তর : আমরা আনুগত্যের মাধ্যমে আল্লাহর শোকর আদায় করব।
প্রশ্ন- ৩৪ \ আখিরাতের প্রথম ধাপ কোনটি?
উত্তর : আখিরাতের প্রথম ধাপ কবর।
প্রশ্ন- ৩৫ \ আল্লাহ তায়ালার আনুগত্যের নাম কী?
উত্তর : আল্লাহ তায়ালার আনুগত্যের নাম ইসলাম।
প্রশ্ন- ৩৬ \ রিসালাত শব্দের অর্থ কী?
উত্তর : রিসালাত অর্থ বার্তাবহন।
প্রশ্ন- ৩৭ \ কবরে মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হবে?
উত্তর : কবরে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে।
প্রশ্ন- ৩৮ \ ওহি প্রেরণের কারণ কী?
উত্তর : মানুষকে সুখ, শান্তি ও কল্যাণের পথ প্রদর্শন ওহি প্রেরণের কারণ।
প্রশ্ন- ৩৯ \ মিযান শব্দের অর্থ কী?
উত্তর : মিযান অর্থ পরিমাপযন্ত্র।
প্রশ্ন- ৪০ \ আখিরাতকে অস্বীকার করলে মানুষ মর্যাদার কোন স্তরে চলে যায়?
উত্তর : আখিরাতকে অস্বীকার করলে মানুষ পশুর চেয়েও নিম্নস্তরে চলে যায়।
প্রশ্ন- ৪১ \ মুসলিম চরিত্রে কী থাকবে?
উত্তর : মুসলিম চরিত্রে থাকবে আল্লাহর ভয়।
প্রশ্ন- ৪২ \ হাশর কাকে বলে?
উত্তর : বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তায়ালা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করে তাঁর সামনে হাজির করবেন। একে বলা হয় হাশর।
প্রশ্ন- ৪৩ \ মৃত্যুর পর মানুষকে কীসের সম্মুখীন হতে হবে?
উত্তর : মৃত্যুর পর প্রত্যেক মানুষকে কবরে সওয়াল-জওয়াবের সম্মুখীন হতে হবে।
প্রশ্ন- ৪৪ \ ইসলামের স্তম্ভ কয়টি?
উত্তর : ইসলামের স্তম্ভ ৫টি।
প্রশ্ন- ৪৫ \ দৃশ্য ও অদৃশ্য বস্তু কে সৃষ্টি করেছেন?
উত্তর : দৃশ্য ও অদৃশ্য সকল বস্তুই সৃষ্টি করেছেন মহান আল্লাহ।
প্রশ্ন- ৪৬ \ আল্লাহ কীভাবে পানির ব্যবস্থা করেন?
উত্তর : আল্লাহ তায়ালা পানিচক্রের মাধ্যমে আমাদের পানির ব্যবস্থা করেন।
প্রশ্ন- ৪৭ \ ‘আসমাউল হুসনা’ কাকে বলে?
উত্তর : আল্লাহ তায়ালার অনেকগুলো সুন্দর নাম আছে, এগুলোকে একত্রে ‘আসমাউল হুসনা’ বলে।
প্রশ্ন- ৪৮ \ আল্লাহু গাফুরুন অর্থ কী?
উত্তর : আল্লাহু গাফুরুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল।
প্রশ্ন- ৪৯ \ ‘ইন্নাল্লাহা সামিউন আলিম’ অর্থ কী?
উত্তর : ‘ইন্নাল্লাহা সামিউন আলিম’ অর্থ নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন।
প্রশ্ন- ৫০ \ খাতামুন্নাবিয়্যীন অর্থ কী?
উত্তর : ‘খাতামুন্নাবিয়্যীন’ অর্থ সর্বশেষ নবি।
প্রশ্ন- ৫১ \ চিরশান্তির স্থান কোনটি?
উত্তর : চিরশান্তির স্থান হলো জান্নাত।
প্রশ্ন- ৫২ \ কারা জাহান্নামি?
উত্তর : যারা ইমান আনেনি, আল্লাহর নির্দেশ অমান্য করেছে এবং শয়তানের অনুসারী তারা জাহান্নামি।
প্রশ্ন- ৫৩ \ নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল?
উত্তর : নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা।
প্রশ্ন- ৫৪ \ কার কোনো শরিক নেই?
উত্তর : আল্লাহর কোনো শরিক নেই।
প্রশ্ন- ৫৫ \ আল্লাহর গুণাবলি সম্পর্কে জ্ঞান না থাকলে কী হয়?
উত্তর : আল্লাহর গুণাবলি সম্পর্কে জ্ঞান না থাকলে ইসলামের সহজসরল পথে চলা কিছুতেই সম্ভব নয়।
প্রশ্ন- ৫৬ \ কোন জ্ঞান অর্জন করা ফরজ?
উত্তর : আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা ফরজ।
প্রশ্ন- ৫৭ \ আল্লাহর বিধান কোথায় আছে?
উত্তর : আল্লাহর বিধান কুরআন মজিদে আছে।
প্রশ্ন- ৫৮ \ ইমানের ফল কী?
উত্তর : ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
প্রশ্ন- ৫৯ \ আল্লাহর আনুগত্যের জন্য কীসের প্রয়োজন?
উত্তর : আল্লাহর আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন।
প্রশ্ন- ৬০ \ আমাদের চারদিকে কী রয়েছে?
উত্তর : আমাদের চারদিকে ছড়িয়ে রয়েছে আল্লাহর অসংখ্য সৃষ্টি ও তাঁর অস্তিত্বের নিদর্শন।
প্রশ্ন- ৬১ \ আল্লাহর নিদর্শন কী সাক্ষ্য দিচ্ছে?
উত্তর : আল্লাহর নির্দশন সাক্ষ্য দিচ্ছে যে, এসব কিছুই একই স্রষ্টার সৃষ্টি।
প্রশ্ন- ৬২ \ আখিরাত সম্পর্কে কারা মানুষদেরকে জ্ঞান শিখিয়েছেন।
উত্তর : আখিরাত সম্পর্কে নবি-রাসুলগণ মানুষদেরকে জ্ঞান শিখিয়েছেন।
প্রশ্ন- ৬৩ \ তাখাল্লাকু বিআখলাকিল্লাহ অর্থ কী?
উত্তর : তাখাল্লাকু বিআখলাকিল্লাহ অর্থ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও।
প্রশ্ন- ৬৪ \ আল্লাহর গুণ সম্পর্কে জানা থাকলে কী সুবিধা হয়?
উত্তর : আল্লাহর গুণ সম্পর্কে জানা থাকলে তাঁর আদেশমতো চলা সহজ হয়।
প্রশ্ন- ৬৫ \ আমরা কীভাবে আল্লাহর নিয়ামত ভোগ করব?
উত্তর : আমরা আল্লাহর আদেশমতো তাঁর সব নিয়ামত ভোগ করব।
প্রশ্ন- ৬৬ \ আমরা কার আনুগত্য করব?
উত্তর : আমরা একমাত্র আল্লাহর আনুগত্য করব।
প্রশ্ন- ৬৭ \ আমরা কার শোকর আদায় করব?
উত্তর : আমরা আল্লাহর শোকর আদায় করব।
প্রশ্ন- ৬৮ \ আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন অর্থ কী?
উত্তর : সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা।
প্রশ্ন- ৬৯ \ ওয়াল্লাহু আলিমুন হালিম অর্থ কী?
উত্তর : আল্লাহ সর্বজ্ঞানী, অতিসহনশীল।
প্রশ্ন- ৭০ \ ‘ইন্নাল্লাহা সামিউন আলিম’ কোন সূরার কত নং আয়াত?
উত্তর : সূরা বাকারার ১৮১নং আয়াত।
প্রশ্ন- ৭১ \ মানুষ অন্যায় করে কেন?
উত্তর : মানুষ শয়তানের প্ররোচনায় অন্যায় করে।
প্রশ্ন- ৭২ \ কিরামান কাতিবিন কারা?
উত্তর : আল্লাহর হুকুমে একদল ফেরেশতা সবকিছু লিখে রাখেন। তাদেরকে কিরামান কাতিবিন বলে।
প্রশ্ন- ৭৩ \ আমাদের সৃষ্টিকর্তা কে?
উত্তর : আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহপাক।

৫ম শ্রেণির ইসলাম প্রথম অধ্যায় কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

= যোগ্যতাভিত্তিক
প্রশ্ন- ১ \ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাঁচটি উপায় লিখ।
উত্তর : আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ৫টি উপায় হলো :
১. গুনাহ করার পর অনুতপ্ত হওয়া।
২. ভুল স্বীকার করা।
৩. পাপ কাজ থেকে বিরত থাকা।
৪. আন্তরিকভাবে ক্ষমা চাওয়া।
৫. আর যেন ভুল না হয় সেজন্য সাবধান থাকা।

প্রশ্ন- ২ \ সারাবিশ্বের পালনকর্তা কে? তাঁর লালনপালনের পদ্ধতি চারটি বাক্যে লিখ।
উত্তর : সারাবিশ্বের পালনকর্তা একমাত্র আল্লাহ।
আল্লাহর লালনপালনের পদ্ধতি : আমাদের চারপাশে রয়েছে জীবজন্তু, পশুপাখি, গাছপালা আরও অনেক কিছু। আল্লাহ তায়ালা এগুলোকে খাদ্য, পানি ও আলো-বাতাস দিয়ে লালনপালন করেন। তাছাড়া তিনি তাঁর এক সৃষ্টির মাধ্যমে অপর সৃষ্টির লালনপালনের ব্যবস্থা করেন। যেমন : উদ্ভিদ বা গাছপালা মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করছে আবার মানুষ উদ্ভিদ বা গাছপালার জন্য কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করছে।

প্রশ্ন- ৩ \ একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত? পাঁচটি বাক্যে লিখ।
উত্তর : একজন মুসলিমের চরিত্র ও আচার-ব্যবহার সুন্দর হবে। সে সর্বদা সত্য কথা বলবে ও কাউকে কষ্ট দেবে না। একজন মুসলিম একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করবে এবং মহানবি (স)- এর দেখানো পথে চলবে। বিপদে-আপদে আল্লাহর কাছে সাহায্য চাইবে। হিংসা-বিদ্বেষ করবে না এবং ফিৎনা-ফাসাদ সৃষ্টি করবে না।

প্রশ্ন- ৪ \ আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব? পাঁচটি বাক্যে লিখ।
উত্তর : আমরা যেসব মন্দ আচরণ থেকে দূরে থাকব সেগুলো হলো :
১. মা-বাবার কথা অমান্য করব না।
২. ইয়াতিম, মিসকিন, গরিব ও অসহায় লোকদের সাথে খারাপ আচরণ করব না।
৩. জীবজন্তুকে কষ্ট দেব না।
৪. মিথ্যা কথা বলব না।
৫. বড়কে সম্মান ও ছোটকে স্নেহ করা থেকে বিরত থাকব না।

প্রশ্ন- ৫ \ কীভাবে তুমি একজন ভালো মুসলিম হতে পার? বর্ণনা কর।
উত্তর : একজন ভালো মুসলিম হতে হলে আমাকে সবসময় আল্লাহকে ভয় করতে হবে। আমি যা কিছু করি (আলোতে-অন্ধকারে) সবকিছুই আল্লাহ তায়ালা দেখেন এই বিশ্বাস করতে হবে। আমাকে খেয়াল রাখতে হবে, পাপ-পুণ্য যাই করি না কেন আল্লাহর সামনে একদিন সবকিছুর হিসাব দিতে হবে। ইসলামের মৌলিক বিষয়গুলো পালন করতে হবে। এভাবে আমি একজন ভালো মুসলিম হতে পারব।

প্রশ্ন- ৬ \ ‘আল্লাহ ক্ষমাশীল’ এ সম্পর্কে তুমি যা শিক্ষাগ্রহণ করেছ তা পাঁচটি বাক্যে লিখ।
উত্তর : আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষ শয়তানের প্ররোচনায় অন্যায় করে। অন্যায় করে কেউ যদি অনুতপ্ত হয় এবং পাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহ তায়ালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আমাদের ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন।

প্রশ্ন- ৭ \ নবি-রাসুলগণ সম্পর্কে তোমরা যা জানলে তা পাঁচটি বাক্যে লিখ।
উত্তর : নবি-রাসুলগণ সম্পর্কে আমরা যা জানলাম :
১. যিনি আল্লাহর বাণী তাঁর বান্দাদের কাছে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন, তাঁকে নবি বা রাসুল বলা হয়।
২. নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে।
৩. নবি-রাসুলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ।
৪. হযরত জিবরাইল (আ) নবি-রাসুলগণের কাছে ওহি নিয়ে আসতেন।
৫. নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা।

প্রশ্ন- ৮ \ আল্লাহ তায়ালার গুণাবলি সম্পর্কে জানা থাকলে কী উপকার পাওয়া যায় সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখ।
উত্তর : আল্লাহর গুণাবলি সম্পর্কে জানা থাকলে আল্লাহর আদেশমতো চলা সহজ হয়। অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হয়। আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হয়। আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানা যায়। আল্লাহর গুণাবলি জানা থাকলে এবং তার ওপর পূর্ণ বিশ্বাস থাকলে কারও পক্ষে অন্যায় করা সম্ভব নয়।

প্রশ্ন- ৯ \ জান্নাত ও জাহান্নাম সম্পর্কে তুমি কী জান? দশটি বাক্যে লিখ।
উত্তর : জান্নাত ও জাহান্নাম আখিরাতের জীবনের সর্বশেষ স্তর। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। জান্নাতে আছে উত্তম খাদ্য, পানীয় এবং সুন্দর বাগান ও ফলফলাদি। পৃথিবীতে যারা ছিল ইমানদার, যারা ছিল ভালো, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। জান্নাতে আছে আরামের সবরকমের ব্যবস্থা। অন্যদিকে জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। জাহান্নামে আছে ভীষণ ও ভয়ঙ্কর শাস্তি। আগুনে পোড়ানো, সাপের দংশন, আরো নানারকম শাস্তি রয়েছে জাহান্নামে। জাহান্নামে কেবল দুঃখ আর দুঃখ। পৃথিবীতে যারা ইমান আনেনি, ভালো কাজ করেনি, তারা সেখানে চিরদিন বাস করবে।

= সাধারণ

প্রশ্ন- ১০ \ আখিরাতে বিশ্বাস মানুষের জীবনে কীরূপ প্রভাব বিস্তার করে?
উত্তর : আখিরাতে বিশ্বাস মানুষের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে। যে ব্যক্তি আখিরাত বিশ্বাস করে না, তার পক্ষে ইসলামের পথে চলা অসম্ভব। তাছাড়া আখিরাতে বিশ্বাসের ফলে মানুষ গরিবদেরকে যাকাত দিতে আগ্রহী হয়, সবসময় সত্যকথা বলার চিন্তা জাগ্রত হয় ও মিথ্যা থেকে বিরত থাকার প্রতি ইচ্ছা জাগে। এছাড়াও এর ফলে আল্লাহর প্রতি বিশ্বাস জাগ্রত হয়। আখিরাতে বিশ্বাস মানুষকে ইসলামের বিপরীত সকল কাজকর্ম থেকে বিরত রেখে সত্যিকারে একজন মানুষ হিসেবে গড়ে তোলে।

প্রশ্ন- ১১ \ আখিরাত সংক্রান্ত কোন কোন বিষয়ের ওপর ইমান আনা জরুরি?
উত্তর : আখিরাত সংক্রান্ত যেসব বিষয়ের ওপর ইমান আনা জরুরি তা হলো : ১. কবরে সওয়াল-জওয়াব। ২. কবরে আরাম অথবা আজাব। ৩. কিয়ামত। ৪. হাশর এবং মিযান। ৫. জান্নাত এবং জাহান্নাম।

প্রশ্ন- ১২ \ কিয়ামতের পরিচয় সম্পর্কে পাঁচটি বাক্য লিখ।
উত্তর : কিয়ামতের পরিচয় সম্পর্কে পাঁচটি বাক্য তুলে ধরা হলো :
১. কিয়ামত আরবি শব্দ।
২. কিয়ামত অর্থ মহাধ্বংস।
৩. মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেয়ার মতো একটা লোকও থাকবে না, সেদিন আল্লাহর এই বিশ্বজগৎ এবং এর সবকিছু ধ্বংস করে দেওয়ার নামই কিয়ামত।
৪. কিয়ামতের দিন গ্রহ-উপগ্রহের মধ্যে সংঘর্ষ ঘটবে।
৫. কিয়ামত সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, এমন একসময় আসবে যখন সূর্য শীতল হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না।

প্রশ্ন- ১৩ \ ইমান সম্পর্কে যা জান লিখ।
উত্তর : ইমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা তিনি এক ও অদ্বিতীয়। মানুষকে সত্যের পথে আনার জন্য তিনি যুগে যুগে নবি-রাসুল প্রেরণ করেছেন। হযরত মুহাম্মদ (স) তাঁর প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল। ইসলামের এ মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে তদনুযায়ী জীবন গড়ার নামই ইমান।


🔶🔶 পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

🔶🔶 পঞ্চম শ্রেণির সকল বিষয় সমাধান

 

Leave a Reply