You are currently viewing ৫ম শ্রেণির গণিত ১২ অধ্যায় সমাধান (সময়)

৫ম শ্রেণির গণিত ১২ অধ্যায় সমাধান (সময়)

পঞ্চম/ ৫ম শ্রেণির গণিত ১২ অধ্যায় সমাধান নিচে দেওয়া হলো। এখানে ৫ম শ্রেণির গণিত দ্বাদশ অধ্যায় সময় অর্থাৎ অনুশীলনী ১২ এর প্রশ্ন উত্তর দেওয়া হলো। সেই সাথে এই ১২ অধ্যায়ের সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নের লিংক শেয়ার করা হলো।

৫ম শ্রেণির গণিত ১২ অধ্যায় সময়

অনুশীলনী ১২ প্রশ্ন ও সমাধান

১. নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখ :
(১) শ্রাবণ (২) ভাদ্র (৩) অগ্রহায়ণ
(৪) চৈত্র (৫) এপ্রিল (৬) জুলাই
(৭) আগস্ট (৮) ডিসেম্বর

সমাধান :
(১) শ্রাবণ = ৩১ দিন (২) ভাদ্র = ৩১ দিন
(৩) অগ্রহায়ণ = ৩০ দিন (৪) চৈত্র = ৩০ দিন
(৫) এপ্রিল = ৩০ দিন (৬) জুলাই = ৩১ দিন
(৬) আগস্ট ৩১ দিন (৭) ডিসেম্বর = ৩১ দিন

২. ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
(১) ২৫ এ বৈশাখ এর ২০ দিন পরের তারিখটি কী?
(২) ২৫ এ জুন এর ৪৯ দিন পরের তারিখটি কী?
(৩) যদি ৩রা মে শুক্রবার হয় তবে ৩১ এ মে কী বার?
(৪) যদি ১লা অক্টোবর বুধবার হয় তবে ৩১ এ অক্টোবর কী বার?

সমাধান :
(১) দিন যোগ করি : ২৫ + ২০ = ৪৫। যেহেতু বৈশাখ মাসে ৩১ দিন রয়েছে, সেহেতু ২০ দিন পরের তারিখটি ৪৫ – ৩১ = জ্যৈষ্ঠ ১৪।
উত্তর : জ্যৈষ্ঠ ১৪

(২) ৪৯ দিন = ১ মাস ১৯ দিন
২৫ এ জুন এর সাথে ১ মাস যোগ করলে হয় ২৫ জুলাই। বাকী থাকে ১৯ দিন
দিন যোগ করি : ২৫ + ১৯ = ৪৪। যেহেতু জুলাই মাসে ৩১ দিন রয়েছে, সেহেতু ১৯ দিন পরের তারিখটি ৪৪ – ৩১ = আগস্ট ১৩।
উত্তর : আগস্ট ১৩

(৩) ৩রা মে শুক্রবার।
যেহেতু ৩রা মে’র ৭ × ৪ দিন পর ৩১ মে।
সুতরাং ৩১ এ মে শুক্রবার।

(৪) ১লা অক্টোবর বুধবার। যেহেতু ১লা অক্টোবরের ৭ × ৪ দিন পর ২৯ অক্টোবরও বুধবার।
সুতরাং ৩১ এ অক্টোবর শুক্রবার।

৩. নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল?
(১) ১২০০ (২) ১৬৯২ (৩) ২০১০

সমাধান :
(১) ১২০০
৫ম শ্রেণির গণিত ১২ অধ্যায় সময়


১২০০ সংখ্যাটির একক ও দশক উভয় স্থানের অঙ্ক দুটি শূন্য এবং প্রথম দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ১২ যা ৪ দ্বারা বিভাজ্য। কাজেই ১২০০ সংখ্যাটি ৪০০ দ্বারা বিভাজ্য। এজন্য বছরটি অধিবর্ষ। সুতরাং ১২০০ সালের ফেব্রুয়ারি মাসে ২৯ দিন ছিল।
উত্তর : ২৯ দিন।

(২) ১৬৯২
৫ম শ্রেণির গণিত ১২ অধ্যায়
১৬৯২ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। এজন্য বছরটি অধিবর্ষ।
সুতরাং ১৬৯২ সালের ফেব্রুয়ারি মাসে ২৯ দিন ছিল।
উত্তর : ২৯ দিন

(৩) ২০১০

২০১০ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়। এজন্য বছরটি অধিবর্ষ নয়। সুতরাং ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ২৮ দিন ছিল।
উত্তর : ২৮ দিন।

৪. ২০১২ সালটি অধিবর্ষ ছিল। ১লা জানুয়ারি ২০১২ রবিবার হলে, ৩১ এ ডিসেম্বর ২০১২ কী বার ছিল?
সমাধান :
২০১২ সালের ১লা জানুয়ারি ছিল রবিবার। ২০১২ সাল অধিবর্ষ। ২০১২ অধিবর্ষ তাই ৩৬৬ দিনে বছর হবে।
৫২ × ৭ = ৩৬৪ অর্থাৎ ৩৬৪ তম দিনটি ছিল শনিবার।
∴ ৩৬৫ তম দিনটি ছিল রবিবার এবং ৩৬৬ তম দিনটি ছিল সোমবার
উত্তর : ৩১ এ ডিসেম্বর ২০১২, সোমবার ছিল।

৫. নিচের সালগুলো কোন শতাব্দীর :
(১) ১০৮ (২) ১০১৫ (৩) ২০০১

সমাধান :
(১) আমরা জানি, ১০১ থেকে ২০০ সাল পর্যন্ত দ্বিতীয় শতাব্দী।
∴ ১০৮ সালটি দ্বিতীয় শতাব্দীর।
উত্তর : দ্বিতীয়
(২) আমরা জানি, ১০০১ থেকে ১১০০ সাল পর্যন্ত একাদশ শতাব্দী।
∴ ১০১৫ সালটি একাদশ শতাব্দীর।
উত্তর : একাদশ
(৩) আমরা জানি, ২০১০ থেকে ২১০০ সাল পর্যন্ত একবিংশ শতাব্দী।
∴ ২০০১ সালটি একবিংশ শতাব্দীর।
উত্তর : একবিংশ

৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : (ধরি, ১ মাস = ৩০ দিন)
(১) ১০ বছরকে দিনে প্রকাশ করি।
(২) ১০০০ ঘণ্টাকে মাস, দিন এবং ঘণ্টায় প্রকাশ করি।
সমাধান :
(ক) ১০ বছর = (১০ × ১২) মাস
= ১২০ মাস
= (১২০ × ৩০) দিন
= ৩৬০০ দিন

অতএব, ১০ বছরে ৩৬০০ দিন হয়।
উত্তর : ৩৬০০ দিন

(খ) ১০০০ ঘণ্টা
১০০০ ÷ ২৪ = ৪১ দিন এবং ১৬ ঘণ্টা
৪১ দিন ÷ ৩০ = ১ মাস এবং ১১ দিন
অতএব, ১০০০ ঘণ্টায় ১ মাস ১১ দিন ১৬ ঘণ্টা হয়।
উত্তর : ১ মাস ১১ দিন ১৬ ঘণ্টা

৭. নিচের ১২ ঘণ্টা সময়সূচিতে লেখা সময়কে ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর :
(১) অপরাহ্ণ ৩:০০ (২) অপরাহ্ণ ১১:৪২
(৩) পূর্বাহ্ণ ০:২০ (৪) পূর্বাহ্ণ ১২:০০
সমাধান :
(১) ১৫:০০ (২) ২৩:৪২ (৩) ০০:২০ (৪) ০০:০০

৮. নিচের ২৪ ঘণ্টা সময়সূচিতে লেখা সময়কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর :
(১) ০২:০৪ (২) ১৫:৩৪ (৩) ২৪:০০ (৪) ২১:১৩
সমাধান :
(১) রাত ২:০৪টা (২) বিকেল ৩:৩৪টা
(৩) রাত ১২:০০টা (৪) রাত ০৯:১৩টা

৯. একটি ট্রেন কোনো শহর ১১:৫০ এ ত্যাগ করে ১৫:২৫ এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘণ্টা এবং কত মিনিট ভ্রমণ করল?
সমাধান :
ট্রেনটি শহর ত্যাগ করে ১১:৫০
ট্রেনটি গন্তব্যে পৌঁছায় ১৫:২৫
ট্রেনটি মোট ভ্রমণ করে (১৫:২৫ – ১১:৫০)
= ০৩ ঘন্টা ৩৫ মিনিট

উত্তর : ৩ ঘণ্টা ৩৫ মিনিট


🔶🔶 পঞ্চম শ্রেণির গণিত সকল অধ্যায়

🔶🔶 পঞ্চম শ্রেণির সকল বিষয়

 

Leave a Reply