You are currently viewing ৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ অধ্যায় সরল সমীকরণ মডেল টেস্ট

৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ অধ্যায় সরল সমীকরণ মডেল টেস্ট

ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায় সরল সমীকরণ মডেল টেস্ট

বহুনির্বাচনী প্রশ্ন

১. সমীকরণের অজ্ঞাত রাশিকে কী বলা হয়? (সহজ)
ক. সহগ খ. চলক গ. ধ্রুবক ঘ. প্রক্রিয়া চি‎হ্ন
২. সমান (=) চি‎হ্ন দ্বারা একটি রাশির সাথে অপর একটি রাশির সম্পর্ককে কী বলে? (সহজ)
ক. রাশি খ. সমীকরণ গ. অভেদ ঘ. অসমতা
৩. নিচের কোনটি দুই চলকবিশিষ্ট সরল সমীকরণ? (সহজ)
ক 3x + 2y = 10

খ 5x + 7 = 3x + 8

গ 3x + 4 = 12 – x

ঘ 3x = 5 – 2x

৪. সমীকরণে-
i. দুইটি পক্ষ থাকে
ii. x, y, z  চলক হিসেবে ব্যবহৃত হয়
iii. সমান (=) চি‎হ্ন দ্বারা দুটি রাশি যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক? (সহজ)
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii

৫. x + 1 = 5 একটি সমীকরণ হলে-
i. এটি একটি অসমতা
ii. x + 1 কে বামপক্ষ বলা হয়
iii. অজ্ঞাত রাশি x কে চলক বলা হয়
নিচের কোনটি সঠিক? (সহজ)
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii

৬. 2x = 18 হলে নিচের কোনটি সঠিক?
ক x + 3 = 10

খ x – 2 = 7

গ 2x + 1 = 16

ঘx – 1 = 7

নিচের তথ্যের আলোকে ৭ – ৯ নং প্রশ্নের উত্তর দাও :
2x = 6 + x
৭. নিচের কোনটি সমীকরণটির একটি মূল?
ক ৫ খ -৫ গ ৬ ঘ -৬

৮. x = 2 বসালে সমীকরণের বামপক্ষের মান নিচের কোনটি?
ক -৬ খ ৬ গ ৪ ঘ -৪

৯. x = 3 বসালে সমীকরণের ডানপক্ষের মান নিচের কোনটি? 
ক ৫ খ ৯ গ ১২ ঘ ১৫

১০. দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল ২৫। বড় সংখ্যাটি ৪০ হলে, ছোট সংখ্যাটি কত?
ক ৫ খ ১০ গ ১৫ ঘ ২০

সৃজনশীল প্রশ্ন

প্রশ্ন- ১ – তিনটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল ৩৩।
ক. প্রথম সংখ্যাটি (2x + 1) হলে তৃতীয় সংখ্যাটি কত? ২
খ. সংখ্যা তিনটি নির্ণয় কর। ৪
গ. কোনো অজ্ঞাত সংখ্যার দ্বিগুণ হতে দ্বিতীয় সংখ্যাটি বাদ দিলে যদি তৃতীয় সংখ্যাটি পাওয়া যায় অজ্ঞাত সংখ্যাটি কত? ৪

প্রশ্ন- ২ – একটি সংখ্যার পাঁচগুণ থেকে সংখ্যাটির দ্বিগুণের বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ৮ বেশি।
ক. অজ্ঞাত সংখ্যাটি x হলে সমীকরণ গঠন কর। ২
খ. সংখ্যাটি নির্ণয় কর। ৪
গ. প্রাপ্ত সংখ্যাটি অপর একটি সংখ্যা y এর দ্বিগুণ অপেক্ষা ১০ কম হলে, y এর মান নির্ণয় কর। ৪

প্রশ্ন-৩ – একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য a মিটার। প্রস্থ, দৈর্ঘ্য অপেক্ষা ২ মিটার কম। বাগানটিতে ফুলের চারা লাগাতে মোট ৩২০ টাকা খরচ হয়।
ক. বাগানের পরিসীমা নির্ণয় কর। ২
খ. বাগানের পরিসীমা ৩৬ মিটার হলে a এর মান নির্ণয় কর। ৪
গ. প্রতি বর্গমিটারে চারা লাগাতে কত খরচ হবে? ৪

প্রশ্ন- ৪ – কনিকার কাছে যতগুলো চকলেট আছে, মনিকার কাছে তার তিনগুণ চকলেট আছে। দুইজনের একত্রে ৪৮টি চকলেট আছে। আবার লিপিকার কাছে y টি চকলেট আছে।
ক. কনিকার চকলেট x টি হলে, মনিকার চকলেট সংখ্যা x এর মাধ্যমে লেখ। ২
খ. কনিকার কতটি চকলেট আছে? ৪
গ. মনিকার চকলেট লিপিকার চকলেটের চারগুণ হলে, লিপিকার কয়টি চকলেট আছে? ৪

প্রশ্ন- ৫ – নিচের সমীকরণটি লক্ষ কর :

7x – 2 = x + 16

ক. সরল সমীকরণ কাকে বলে? উদাহরণ দাও। ২
খ. উপরিউক্ত সমীকরণটির বীজ নির্ণয় কর। ৪
গ. সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে কিনা যাচাই কর। ৪

প্রশ্ন- ৬ – বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ অপেক্ষা ৪ বছর বেশি।
ক. পুত্রের বর্তমান বয়সকে x ধরে একটি সমীকরণ গঠন কর। ২
খ. পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর। ৪
গ. দশ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে? ৪


আরো পড়ুনঃ

🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান

🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান

 

Leave a Reply