You are currently viewing ৬ষ্ঠ শ্রেণির গণিত ৮ অধ্যায় তথ্য ও উপাত মডেল টেস্ট প্রশ্ন

৬ষ্ঠ শ্রেণির গণিত ৮ অধ্যায় তথ্য ও উপাত মডেল টেস্ট প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন

১. পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের?
ক ১ খ ২ গ ৩ ঘ ৪

২. পরিসংখ্যান উপাত্ত কিসের মাধ্যমে প্রকাশ করা হয়?
ক সংখ্যা খ তথ্য গ উপাত্ত ঘ বর্ণনা

৩. কোনো সংখ্যাবাচক তথ্যকে কী বলে?
ক উপাত্ত খ পরিসংখ্যান
গ মধ্যক ঘ প্রচুরক

৪. সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে কী বলে?
ক সংখ্যাতত্ত ¡ খ সাংখ্যিক তথ্য
গ উপাত্ত ঘ সংখ্যাত্মক তথ্য

৫. নিচের কোনটি পরিসংখ্যান?
ক তিনজন ছাত্রের প্রাপ্ত নম্বর ৮০, ৯০, ৯৫
খ অলির বয়স ৫০ বছর
গ রনির উচ্চতা ৭’ ৬”
ঘ রানার ওজন ৬০ কেজি

৬. নিচের তথ্যগুলো লক্ষ কর :
i. দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি হলো গণমাধ্যম
ii. একটি সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়
iii. পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

৭. ক্লাস পরীক্ষায় নিলু বিভিন্ন বিষয়ে ৪৮, ৩৮, ৪৯, ৫০ নম্বরগুলো পেল। এগুলো হলো:
i. পরিসংখ্যান
ii. সংখ্যাভিত্তিক তথ্য
iii. পরিসংখ্যানের উপাত্ত
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৮-১০ নং প্রশ্নের উত্তর দাও:
২৫ নম্বরের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় ১০ জনের প্রাপ্ত নম্বর ২০, ১৬, ২৪, ১৬, ১৫, ১৬, ২০, ১৬, ১৫, ১২।
৮. প্রথম পাঁচ জনের প্রাপ্ত নম্বরের গড় কত?
ক ১৭.২ খ ১৮.২ গ ১৮ ঘ ১৭.৮

৯. শেষ পাঁচ জনের প্রাপ্ত নম্বরের গড় কত?
ক ১৫.৮ খ ১৪.৫ গ ১৩.৫ ঘ ১২.৬

১০. প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের গড় কত?
ক ১৫ খ ১৬ গ ১৭ ঘ ১৮

সৃজনশীল প্রশ্ন

প্রশ্ন- ১ : তন্দ্রা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছে দুপুর ১২টা থেকে তিন ঘণ্টা অন্তর ১২ ঘণ্টার তাপমাত্রা নিচে দেখান হলো :
১০৩, ১০১, ১০৪, ১০০, ৯৯।
ক. ০° থেকে ৯৮° পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে? ২
খ. উপরিউক্ত তথ্যগুলোর সাহায্যে রেখাচিত্র অঙ্কন কর। ৪
গ. ১২ ঘণ্টার তাপমাত্রার প্রকৃতি রেখাচিত্র অনুসারে বর্ণনা দাও। ৪

প্রশ্ন- ২ : আনিকাদের বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ২০ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো :
৭০, ৬০, ৭১, ৬০, ৮০, ৭৮, ৯০, ৭৫, ৮০, ৯২, ৮০, ৯০, ৯৫, ৯০, ৮৫, ৯০, ৭৮, ৭৫, ৯০, ৮৫।
ক. উপরিউক্ত উপাত্তটি কোন ধরনের উপাত্ত? ২
খ. উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রম ও অধঃক্রম বিন্যস্ত কর। ৪
গ. উপাত্তগুলোর সাহায্যে মধ্যক ও প্রচুরক নির্ণয় কর। ৪

প্রশ্ন- ৩ : 

ওভার ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম
রান ১০ ১২ ১২

 

ক. রেখাচিত্র কী? ২
খ. উপরের তথ্যের ভিত্তিতে রানের গড় নির্ণয় কর। ৪
গ. উপরের তথ্যের রেখাচিত্র অঙ্কন কর। ৪


আরো পড়ুনঃ

🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান

🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান

 

Leave a Reply