You are currently viewing ৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় অনুশীলনী ৩.৩ (পূর্ণসংখ্যা)

৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় অনুশীলনী ৩.৩ (পূর্ণসংখ্যা)

৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় পূর্ণসংখ্যা অনুশীলনী ৩.৩ সমাধান পেতে নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় অনুশীলনী ৩.৩

প্রশ্ন \ ১ \ -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি?
√ +a (খ) – a2 (গ) ১/a (ঘ) – ১/a

প্রশ্ন \ ২ \ ১২ এর সাথে, এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়-
(ক) – ২৪ (খ) – ১২ √ ০ (ঘ) ২৪

প্রশ্ন \ ৩ \ ⬜- ১৫ = – ১০; ⬜ চিহ্নিত স্থানের সংখ্যাটি কত?
(ক) – ২৫ (খ) – ৫ (গ) ২৫ √ ৫

নিচের তথ্যের আলোকে (৪ ও ৫) নং প্রশ্নের উত্তর দাও।
– ৭, – ৮, – ৯ তিনটি পূর্ণসংখ্যা।

প্রশ্ন \ ৪ \ প্রথম সংখ্যার সাথে ২য় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়-
(ক) – ১৫ (খ) – ১ √ ১ (ঘ) ১৫

প্রশ্ন \ ৫ \ ১ম ও ৩য় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে ২য় সংখ্যা যোগ করলে যোগফল অ হলে-
(ক) A < – ১৫ √ A > – ৯০ (গ) A > ৯৭ (ঘ) A < – ৯৭

প্রশ্ন \ ৬ \ A = ৪৫ – (১১) এবং B = ৫৭ + (- ৪) হলে-
(i) A = ৫৬ (ii) B = – ৫৩ (iii) A – B = ৩;
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
বি.দ্র. : ঠিক উত্তর নেই। A = ৪৫ – (- ১১) হলে উত্তর i ও iii হবে।

প্রশ্ন \ ৭ \

চিত্রের চিহ্নিত অংশে আছে-
(i) অঋণাত্মক পূর্ণ সংখ্যা (ii) সকল মৌলিক সংখ্যা
(iii) সকল জোড় সংখ্যা
নিচের কোনটি সঠিক?
√ i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে (৮ ও ৯) নং প্রশ্নের উত্তর দাও।
চিত্র :

প্রশ্ন \ ৮ \ সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের?
(ক) ঋণাত্মক √ অঋণাত্মক (গ) বিজোড় (ঘ) মৌলিক

প্রশ্ন \ ৯ \ সমতল মেঝে থেকে ৩ ধাপ ওপরে গিয়ে সেখানে থেকে ৫ ধাপ নিচে গেলে হবে-
(ক) -৮ √ -২ (গ) ২ (ঘ) ৮

প্রশ্ন \ ১০ \ বিয়োগফল নির্ণয় কর :
(ক) ৩৫ – ২০
সমাধান : ৩৫ – ২০
= ৩৫ – ( + ২০)
= ৩৫ + (+ ২০ এর যোগাত্মক বিপরীত)
= ৩৫ – ২০
= ১৫ (Ans.)

(খ) ৭২ – ৯০
সমাধান : ৭২ – ৯০
= ৭২ – ( + ৯০)
= ৭২ + (+ ৯০ এর যোগাত্মক বিপরীত)
= ৭২ – ৯০
= – ১৮ (Ans.)

(গ) ( – ১৫) – ( – ১৮)
সমাধান : (-১৫) – ( – ১৮)
= ( -১৫) + ( – ১৮ এর যোগাত্মক বিপরীত)
= -১৫ + ১৮
= ৩ (Ans.)

(ঘ) ( – ২০) – ১৩
সমাধান : ( – ২০) – ১৩
= ( – ২০) – ( + ১৩)
= – ২০ + ( +১৩ এর যোগাত্মক বিপরীত)
= – ২০ – ১৩
= – ৩৩ (Ans.)

(ঙ) ২৩ – ( – ১২)
সমাধান : ২৩ – ( – ১২)
= ২৩ + ( -১২ এর যোগাত্মক বিপরীত)
= ২৩ + ১২
= ৩৫ (Ans.)

(চ) ( – ৩২) – ( – ৪০)
সমাধান : (- ৩২) – ( – ৪০)
= – ৩২ + ( – ৪০ এর যোগাত্মক বিপরীত)
= – ৩২ + ৪০
= ৮ (Ans.)

প্রশ্ন \ ১১ \ নিচের ফাঁকা ঘরগুলোতে >, < বা = চিহ্ন বসাও :
(ক) ( – ৩) + ( – ৬)V⬜ ( – ৩) – ( – ৬)
সমাধান : ( -৩) + ( – ৬) ⬜ ( – ৩) – ( – ৬)
বা, – ৯ ⬜ ( – ৩) + ৬
বা, – ৯ < ৩
∴( – ৩) + (- ৬) < (- ৩) – (-৬) (Ans.)

(খ) ( – ২১) – ( – ১০) ( – ৩১) + ( – ১১)
সমাধান : ( – ২১) – ( -১০) ⬜ ( – ৩১) + ( – ১১)
বা, – ২১ + ১০ ⬜ – ৩১ – ১১
বা, -১১ > – ৪২
∴ (-২১) – (-১০) > (-৩১) + (-১১) (Ans.)

(গ) ৪৫ – ( – ১১)⬜ ৫৭ + ( – ৪)
সমাধান : ৪৫ – ( – ১১) ⬜ ৫৭ + ( – ৪)
বা, ৪৫ + ১১ ⬜ ৫৭ – ৪
বা, ৫৬ > ৫৩
∴ ৪৫ – (- ১১) > ৫৭ + (-৪) (Ans.)

(ঘ) ( – ২৫) – ( – ৪২)V⬜ ( – ৪২) – ( – ২৫)
সমাধান : ( – ২৫) – ( – ৪২) ⬜ ( – ৪২) – ( – ২৫)
বা, – ২৫ + ৪২ ⬜ – ৪২ + ২৫
বা, ১৭ > – ১৭
∴ – ৫২ – (-৪২) > ( – ৪২) – (-২৫) (Ans.)

প্রশ্ন \ ১২ \ নিচের ফাঁকা ঘরগুলো পূরণ কর :
(ক) ( – ৮) + ⬜ = ০
সমাধান : ( – ৮) + ⬜ = ০
বা, ৮ + ( – ৮) + ⬜ = ৮ + ০ [উভয়পক্ষে (-৮) এর
বা, ০ + ⬜ = ৮ যোগাত্মক বিপরীত যোগ করে]
∴ ⬜ = ৮
অর্থাৎ, খালি ঘরে ৮ হবে।
∴ (-৮) + ৮ = ০ (Ans.)

(খ) ১৩ +⬜ = ১০
সমাধান : ১৩ + ⬜ = ১০
বা, (- ১৩) + ১৩ + ⬜ = ( – ১৩) + ১০
[উভয়পক্ষে (১৩) এর যোগাত্মক বিপরীত যোগ করে]
বা, ০ + ⬜ = – ৩
∴ ⬜ = – ৩
অর্থাৎ, খালি ঘরে (-৩) হবে।
∴ ১৩ + – ৩ = ১০ (Ans.)

(গ) ১২ + ( – ১২) = ⬜
সমাধান : ১২ + ( – ১২) = ⬜
এখানে, ১২ + (- ১২) = ১২ – ১২ = ০
অর্থাৎ, খালি ঘরে ০ হবে।
∴ ১২ + ( – ১২) = ০ (Ans.)

(ঘ) ( – ৪) + ⬜= – ১২
সমাধান : ( – ৪) + ⬜ = – ১২
বা, ৪ + ( – ৪) + ⬜ = ৪ + (- ১২) [উভয়পক্ষে (- ৪) এর যোগাত্মক বিপরীত যোগ করে]
বা, ০ +⬜ = ৪ – ১২
∴ ⬜ = – ৮
অর্থাৎ, খালি ঘরে (- ৮) হবে।
∴ (-৪) + -৮ = -১২ (Ans.)

(ঙ) ⬜ – ১৫ = -১০
সমাধান : ⬜ – ১৫ = -১০
বা, ⬜ – ১৫ + ১৫ = – ১০ + ১৫ [উভয়পক্ষে (-১৫) এর
যোগাত্মক বিপরীত যোগ করে]
বা, ⬜ + ০ = ৫
∴ ⬜ = ৫
অর্থাৎ, খালি ঘরে ৫ হবে।
∴ ৫ – ১৫ = -১০ (Ans.)

প্রশ্ন \ ১৩ \ মান নির্ণয় কর :
(ক) ( – ৭) – ৮ – ( – ২৫)
সমাধান : ( – ৭) – ৮ – ( – ২৫)
= ( -৭) – ৮ + (-২৫ এর যোগাত্মক বিপরীত)
= (- ৭) – ৮ + ২৫
= – ৭ – ৮ + ২৫
= – ১৫ + ২৫
= ১০ (Ans.)

(খ) (-১৩) + ৩২ – ৮ – ১
সমাধান : (-১৩) + ৩২ – ৮ – ১
= (-১৩) + ৩২ – ৯
= – ১৩ – ৯ + ৩২
= – ২২ + ৩২
= ১০ (Ans.)

(গ) (-৭) + ( – ৮) + ( – ৯০)
সমাধান : ( – ৭) + ( – ৮) + ( – ৯০)
= – ৭ – ৮ + (- ৯০)
= – ১৫ + (- ৯০)
= – ১৫ – ৯০
= – ১০৫ (Ans.)

(ঘ) ৫০ – ( – ৪০) – ( – ২)
সমাধান : ৫০ – ( – ৪০) – ( -২)
= ৫০ + ( – ৪০ এর যোগাত্মক বিপরীত)
+ (- ২ এর যোগাত্মক বিপরীত)
= ৫০ + ৪০ + ২
= ৯২ (Ans.)

প্রশ্ন \ ১৪ \ -৩, ৬, ৯ তিনটি পূর্ণসংখ্যা
(ক) – ৩ এবং ৬; ৯ এবং – ৩; (- ৩ + ৬) এবং (৯ – ৬) এর মধ্যে > বা < বা = চি‎হ্ন বসাও।
(খ) – (- ৩ ) + (- ৬) + ৯ এর মান নির্ণয় কর।
(গ) সংখ্যারেখার সাহায্যে – ৩ এবং ৬ এর যোগফল; ৯ এবং ৬ এর বিয়োগফল নির্ণয় কর।

সমাধান :
(ক) – ৩ এবং ৬ এর মধ্যে চি‎হ্নটি হবে – ৩ < ৬.
৯ এবং – ৩ এর মধ্যে চি‎হ্নটি হবে ৯ > – ৩.
আবার, – ৩ + ৬ রাশির মান ৩
এবং ৯ – ৬ রাশির মান ৩
∴ (- ৩ + ৬) = (৯ – ৬)

(খ) – ( – ৩) + (- ৬) + ৯
= + (-৩ এর যোগাত্মক বিপরীত) – ৬ + ৯
= + ৩ – ৬ + ৯
= + ১২ – ৬
= ১২ + (৬ এর যোগাত্মক বিপরীত)
= ১২ – ৬
= ৬ (Ans.)

(গ) সংখ্যারেখার সাহায্যে – ৩ এবং ৬ এর যোগফল অর্থাৎ (- ৩) + (+ ৬) নির্ণয় :
প্রথমে একটি সংখ্যারেখা আঁকি।

সংখ্যারেখায় ০ বিন্দু থেকে বামদিকে প্রথমে ৩ ধাপ অতিক্রম করে – ৩ বিন্দুতে পৌঁছাই। তারপর – ৩ বিন্দুর ডানদিকে ৬ ধাপ অতিক্রম করি এবং ৩ বিন্দুতে পৌঁছাই। তাহলে – ৩ এবং ৬ এর যোগফল (- ৩) + ৬ = ৩।
আবার, সংখ্যারেখার সাহায্যে ৯ এবং ৬ এর বিয়োগফল
অর্থাৎ, (+ ৯) – (+ ৬) নির্ণয় :

সংখ্যারেখার উপর ০ বিন্দু হতে ডানদিকে ৯ ধাপ অতিক্রম করে
+ ৯ বিন্দুতে পৌঁছাই।
আমরা জানি, ( + ৯) – ( + ৬) = ৯ + (- ৬), যেহেতু + ৬ এর যোগাত্মক বিপরীত – ৬। এখন ৯ + (- ৬) এর মান নির্ণয় করার জন্য আমরা + ৯ বিন্দু থেকে বামদিকে ৬ ধাপ অতিক্রম করি এবং + ৩ বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা পাই, (+ ৯) + (- ৬) = ৩।
সুতরাং (+ ৯) – (+ ৬) = ৩. (Ans.)


🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান

🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান

 

Leave a Reply