দ্বিতীয় শ্রেণির বাংলা ৭ম অধ্যায় জলপরি ও কাঠুরে অনুশীলনীর প্রশ্ন সমাধান

দ্বিতীয় শ্রেণির বাংলা ৭ম অধ্যায় জলপরি ও কাঠুরে অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

৭ম অধ্যায় জলপরি ও কাঠুরে

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্ধ বলি।

কাঠুরে-যিনি কাঠ কাটেন

কুড়াল-কাঠ কাটার হাতিয়ার

স্রোত- জলের ধারা

দুঃখ-মনের কষ্ট

কিছুক্ষণ-অল্প সময়

সততা-কাজে ও কথায় সৎ থাকা

লোভী-অনেক লোভ যার।

২. ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

স্রোতে, কুড়াল, লোভী, দুঃখ, সততার, কাঠুরে

ক. লোকটা দুঃখ পেয়ে কাদতে লাগল।

খ. লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না।

গ. নদীতে খুব স্রোত ছিল।

ঘ. কাঠুরে কাঠ কাটতে বনে গেল।

উ. সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল।

চ. কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে।

৭ম অধ্যায় জলপরি ও কাঠুরে

৪। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি।

গরিব, নদী, কুড়াল, কিছুক্ষণ,

গরিব-কাঠুরে গরিব হলেও সৎ ছিল।

নদী- কাঠুরে নদীর ধারে কাঠ কাঠছিল।

কুড়াল-কাঠুরের একটি কুড়াল ছিল।

কিছুক্ষণ- সে কিছুক্ষণ গাছের ছায়ায় বসল।

৫. মুখে মুখে উত্তর বলি ও লিখি ।
ক. কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল?

উত্তরঃ কাঠুরে নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল।
খ, কাঠুরে কাদতে লাগল কেন?

উত্তরঃ কাঠুরের হাত ফসকে তার ‍কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল। তাই সে মনের দুঃখে কাঁদতে লাগল।
গ. জলপরি প্রথমে কোন কুড়াল আনল? –

উত্তরঃ জলপরি প্রথমে সোনার কুড়াল আনল।
ঘ. জঙ্গপরি কাঠুরের উপর খুশি হলো কেন?

উত্তরঃ কাঠুরে সোনা ও রুপার কুড়ালের জন্য লোভ করলো না। সে সত্যি কথা বলল। তাই জলপরি কাঠুরের উপর খুশি হলো।
ঙ. লোতী কাঠুরের উপর জলপরি খুব রাগ হলো কেন?

উত্তরঃ লোভী কাঠুরে জলপরিকে মিথ্যা কথা বলেছিল। এজন্য লোভী কাঠুরের উপর জলপরি খুব রাগ হলো।
চ. লোভী কাঠুরে জলপরির কাছ থেকে কী শিক্ষা পেল?

উত্তরঃ লোভী কাঠুরে জলপরির কাছ থেকে শিক্ষা পেল যে, লোভ করলে শাস্তি পেতে হয়। লোভের পরিণাম কখনো ভালো হয় না।

৬. বিপরীত শব্দ জেনে নিই । ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি ।

কিনতে- বেচতে, দুঃখে-সুখে, কাঁদতে-হাসতে, হ্যাঁ – না,
ক. কাঠুরে উপহার পেয়ে . সুখে দিন কাটাতে লাগল।
খ. কাঠুরে খুব গরিব তাই কুড়াল কিনতে পারল না।

গ. লোভী কাঠুরে মিছামিছি কাঁদতে লাগল।
ঘ. কাঠুরে সোনার কুড়াল দেখে হ্যাঁ বলল।

৭. ছবি দেখে গল্প বলি ও লিখি।

উত্তরঃ মিঠুন একটি লোককে রাস্তায় হেঁটে যেতে দেখল। সে দেখল লোকটির পকেট থেকে কিছু টাকা রাস্তায় পড়ে গেল। মিঠুন টাকাগুলো কুড়িয়ে নিল। সে জানত, কারো কোনো জিনিস কুড়িয়ে পেলে তা তাকে ফেরত দিতে হয়। তাই সে লোকটিকে ডেকে টাকাগুলো ফেরত দিলো।

Leave a Reply