তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৭ বাংলাদেশি মুদ্রা ও নোট

You are currently viewing তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৭ বাংলাদেশি মুদ্রা ও নোট

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৭ বাংলাদেশি মুদ্রা ও নোট পোস্টে এই অধ্যায়ের নিজে কর অংশ সহ অতিরিক্ত সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া হলো।

৩য় শ্রেণির গণিত অধ্যায় ৭ বাংলাদেশি মুদ্রা ও নোট

গুরুত্বপূর্ণ তথ্য
⇒ ১০০ পয়সা = ১ টাকা
বাংলাদেশি নোট
ক) ১ টাকার ৫টি নোটে ৫ টাকা
খ) ২ টাকার ৫টি নোটে ১০ টাকা
গ) ৫ টাকার ৪টি নোটে ২০ টাকা
ঘ) ১০ টাকার ২টি নোটে ২০ টাকা
ঙ) ১০ টাকার ৫টি নোটে ৫০ টাকা
চ) ২০ টাকার ৫টি নোটে ১০০ টাকা
ছ) ৫০ টাকার ২টি নোটে ১০০ টাকা
জ) ১০০ টাকার ৫টি নোটে ৫০০ টাকা
ঝ) ৫০০ টাকার ২টি নোটে ১০০০ টাকা
ঞ) ৫০ টাকার ১টি নোট, ২০ টাকার ২টি নোট ও ১০ টাকার ১টি নোট সমান ১০০ টাকা
ট) ১০০ টাকার ৪টি নোট ও ৫০ টাকার ২টি নোট সমান ৫০০ টাকা
ঠ) ৫০০ টাকার ১টি নোট ও ১০০ টাকার ৫টি নোট সমান ১০০০ টাকা
ড) ৫০ টাকার ১০টি নোট সমান ৫০০ টাকা
ঢ) ১০০ টাকার ১০টি নোট সমান ১০০০ টাকা।

সমাধান করিঃ

(১) ১০ টাকার ২০টি নোট = ২০০ টাকা।
(২) ২০ টাকার ৫টি নোট = ১০০ টাকা।
(৩) ২০ টাকার ৫০টি নোট =১০০০. টাকা।
(৪) ৫০ টাকার ১০ টি নোট= ৫০০ টাকা।
(৫) ১ টাকার ১০০ টি নোট = ১০০ টাকা।
(৬) ১০০ টাকার ১০ টি নোট= ১০০০ টাকা।
(৭) ৫ টাকার ১০০ টি নোট= ৫০০ টাকা।
(৮) ২০ টাকার ………. টি নোট =১০০ টাকা।
(৯) ১০০ টাকার ………. টি নোট=৫০০ টাকা।
(১০) ২ টাকার ……৫০……. টি নোট=১০০ টাকা।
(১১) ১০০০ টাকার ……১০……. টি নোট =১০০০০ টাকা।

হিসাব করিঃ

(১) ৫ পয়সা+৫ পয়সা+৫ পয়সা+২৫ পয়সা+২ টাকা=৪০ পয়সা+২টাকা=২টাকা ৪০ পয়সা
(২) ১০ পয়সা+১ পয়সা+৫০ পয়সা+২টাকা+১০টাকা=৬১ পয়সা+১২টাকা=১২টাকা ৬১পয়সা
(৩) ২৫ পয়সা+৫০পয়সা+৫০ পয়সা+১০টাকা+৫০টাকা=১২৫ পয়সা+৬০টাকা=১টাকা+২৫পয়সা+৬০টাকা=৬১টাকা ২৫ পয়সা

যোগ করিঃ

(১) ২৫টাকা ৬৪ প্যসা+৩৭টাকা ২৮ পয়সা=৬২ টাকা+৯২ পয়সা=৬২টাকা ৯২ পয়সা
(২) ৭৪ টাকা ৪৯ পয়সা+৩৬টাকা ৯৫ পয়সা=১১০ টাকা+১৪৪ পয়সা=১১০ টাকা+১টাকা+৪৪ পয়সা=১১১টাকা+৪৪ পয়সা=১১১টাকা ৪৪ পয়সা।
(৩) ৩৮৭ টাকা ৮১ পয়সা+২৫০২ টাকা ৭৪ পয়সা=২৮৮৯ টাকা+১৫৫ পয়সা=২৮৮৯ টাকা+১ টাকা+৫৫ পয়সা=২৮৯০ টাকা+৫৫ পয়সা=২৮৯০ টাকা ৫৫ পয়সা।

বিয়োগ করিঃ

(১) ৮৫ টাকা ৬০ পয়সা-৩২ টাকা ২০ পয়সা=৫৩ টাকা ৪০ পয়সা
(২) ৩৮০ টাকা ৯০ পয়সা-২১০ টাকা ৪৫ পয়সা=১৭০ টাকা ৪৫ পয়সা
(৩) ৮৫০ টাকা ৫৫ পয়সা-২৭০ টাকা ৪০ পয়সা=৫৮০ টাকা ১৫ পয়সা
(৪) ৪০১ টাকা ১৫ পয়সা-৯৭ টাকা ৮০ পয়সা=৩০৩ টাকা ৩৫ পয়সা
(৫) ৭০ টাকা-৩২ টাকা ৫০ পয়সা=৩৭ টাকা ৫০ পয়সা

৭.১ নিজে করি: প্রশ্ন ও উত্তর

১। বক্সে মোট কত টাকা ও পয়সা আছে?

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৭ বাংলাদেশি মুদ্রা ও নোট

২। নিচের হিসাবগুলো করি

১) ৩০ টাকা ১০ পয়সা + ৪০ টাকা ৮০ পয়সা = ৭০ টাকা ৯০ পয়সা
রাফ : ৩০ টাকা ১০ পয়সা
           ৪০ টাকা ৮০ পয়সা
           ৭০ টাকা ৯০ পয়সা
উত্তর : ৭০ টাকা ৯০ পয়সা।

২) ৪৭ টাকা ৭০ পয়সা – ২৯ টাকা ৭৫ পয়সা = ১৭ টাকা ৯৫ পয়সা
রাফ :
৪৬ টাকা ৭০ পয়সা
২৯ টাকা ৭৫ পয়সা
১৭ টাকা ৯৫ পয়সা
উত্তর : ১৭ টাকা ৯৫ পয়সা।

৩)

৬৯ টাকা ২৫ পয়সা
+ ২৮ টাকা ৮০ পয়সা
৯৮ টাকা ০৫ পয়সা
উত্তর : ৯৮ টাকা ৫ পয়সা।

৪) ৪৫ টাকা ২০ পয়সা
 + ৫৮ টাকা ৯৫ পয়সা
১০৪ টাকা ১৫ পয়সা
উত্তর : ১০৪ টাকা ১৫ পয়সা।

৫) ৫০০ টাকা ৫০ পয়সা
  – ৩৯৫ টাকা ৭৫ পয়সা
১০৪ টাকা ৭৫ পয়সা
উত্তর : ১০৪ টাকা ৭৫ পয়সা।

৬) ৩০০ টাকা ১০ পয়সা
     – ৩ টাকা ৫৫ পয়সা
২৯৬ টাকা ৫৫ পয়সা
উত্তর : ২৯৬ টাকা ৫৫ পয়সা।

৩। সুজনের ৭০ টাকা ৫০ পয়সা ছিল। তার মা তাকে মাছ কেনার জন্য ৯৫ টাকা দিলেন। সুজনের কত টাকা হলো?

সমাধানঃ

সুজনের ছিল ৭০ টাকা ৫০ পয়সা
মা দিলেন      ৯৫ টাকা ০০ পয়সা
[+ করে]     ১৬৫ টাকা ৫০ পয়সা
সুজনের ১৬৫ টাকা ৫০ পয়সা হলো।
উত্তর : ১৬৫ টাকা ৫০ পয়সা।

৪। রিমা ৮৫ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি বই কিনে। সে দোকানদারকে ১০০ টাকা দেয়। দোকানদার কত টাকা ফেরত দেবেন?

সমাধানঃ

রিমা দোকানদারকে দেয় ১০০ টাকা ০০ পয়সা
বইয়ের মূল্য                       ৮৫ টাকা ৭৫ পয়সা
[ – করে] ফেরত দেবেন    ১৪ টাকা ২৫ পয়সা
দোকানদার ১৪ টাকা ২৫ পয়সা ফেরত দেবেন।
উত্তর : ১৪ টাকা ২৫ পয়সা।

৫। দুইটি খাতার মূল্য ৬০ টাকা এবং একটি কলমের মূল্য ৪৫ টাকা ৬০ পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য ৫০০ টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন?

সমাধানঃ

দুইটি খাতার মূল্য       ৬০ টাকা ০০ পয়সা
একটি কলমের মূল্য   ৪৫ টাকা ৬০ পয়সা
[ + করে] জিনিসগুলোর মোট মূল্য ১০৫ টাকা ৬০ পয়সা

দোকানদারকে দেয় ৫০০ টাকা ০০ পয়সা
জিনিসগুলোর মোট মূল্য ১০৫ টাকা ৬০ পয়সা
[ – করে] ফেরত দিবেন ৩৯৪ টাকা ৪০ পয়সা
দোকানদার বিজয়কে ৩৯৪ টাকা ৪০ পয়সা ফেরত দেবেন।
উত্তর : ৩৯৪ টাকা ৪০ পয়সা।

৬। বেলাল ৮০ টাকা ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনে। সে মোট কত খরচ করে?

সমাধানঃ

চাউলের মূল্য ৮০ টাকা ৭৫ পয়সা
সবজির মূল্য ৩৫ টাকা ৫০ পয়সা
[+ করে] ১১৬ টাকা ২৫ পয়সা
সে মোট ১১৬ টাকা ২৫ পয়সা খরচ করে।
উত্তর : ১১৬ টাকা ২৫ পয়সা।

৭। মিতুর ১১৫ টাকা ৫০ পয়সা ছিল। তার বাবা তাকে ৭৫ টাকা ২৫ পয়সা দিলেন। তার কত টাকা হলো?

সমাধানঃ

মিতুর কাছে আছে ১১৫ টাকা ৫০ পয়সা
বাবা দিলেন (+) ৭৫ টাকা ২৫ পয়সা
মোট ১৯০ টাকা ৭৫ পয়সা
তার কাছে ১৯০ টাকা ৭৫ পয়সা হলো।
উত্তর : ১৯০ টাকা ৭৫ পয়সা।

৮। রিয়া ১০০ টাকা নিয়ে দোকানে গেল। সে ৬৯ টাকা ৬৫ পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা থাকল?

সমাধানঃ

রিয়া দোকানে নিয়ে গেল ১০০ টাকা ০০ পয়সা
বইয়ের মূল্য         ৬৯ টাকা ৬৫ পয়সা
[ – করে] তার কাছে থাকল ৩০ টাকা ৩৫ পয়সা
তার কাছে ৩০ টাকা ৩৫ পয়সা থাকল।
উত্তর : ৩০ টাকা ৩৫ পয়সা।

৯। রতন ৩৫ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে ৫০ টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল?

সমাধানঃ

রতন দোকানদারকে দিল ৫০ টাকা ০০ পয়সা
বইয়ের মূল্য ৩৫ টাকা ৭৫ পয়সা
[ – করে] ফেরত দিল ১৪ টাকা ২৫ পয়সা
দোকানদার ১৪ টাকা ২৫ পয়সা ফেরত দিল।
উত্তর : ১৪ টাকা ২৫ পয়সা।

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৭ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

 সাধারণ
১. ১ টাকা = কত পয়সা?
উত্তর : ১০০ পয়সা।
২. “চাহিবামাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে” উক্তিটি কোন কোন নোটে নেই?
উত্তর : এক ও দুই টাকার নোটে।
 যোগ্যতাভিত্তিক
৩. ১ ও ২ টাকার নোটে কী লেখা থাকে?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৪. ১০০ টাকার নোটে কোন সেতুর ছবি থাকে?
উত্তর : বঙ্গবন্ধু সেতু।
৫. ৩০০ পয়সায় কত টাকা?
উত্তর : ৩ টাকা।
৬. ২৫ পয়সার দুটি মুদ্রায় কত পয়সা?
উত্তর : ৫০ পয়সা।
৭. পাঁচ টাকার ১টি, ২ টাকার ৩টি মুদ্রায় কত টাকা?
উত্তর : ১১ টাকা।
৮. ১২ টাকা ২৫ পয়সা + ৭ টাকা ৭৫ পয়সা = কত?
উত্তর : ২০ টাকা।
৯. ৫ টাকা ২৫ পয়সা + ৭ টাকা ২৫ পয়সা + ৯ টাকা ৫০ পয়সা = কত?
উত্তর : ২২ টাকা।
১০. ৮৫ টাকা ৭৫ পয়সা – ২৫ টাকা ২৫ পয়সা = কত?
উত্তর : ৬০ টাকা ৫০ পয়সা।

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৭ কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর (যোগ্যতাভিত্তিক)

১। নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মোশারফ এক দোকান থেকে ১৯ টাকা ৫০ পয়সার জিরা, ৪২ টাকা ৫০ পয়সার এলাচ, ৩১ টাকা ২৫ পয়সার লবঙ্গ ও ৫ টাকা ৭৫ পয়সার তেজপাতা কিনল। সে দোকানদারকে ১০০ টাকার একটি নোট দিল।
ক. সে দোকানদারকে যত টাকা দিয়েছিল তা কতটি ১০ টাকা নোটের সমান? ২
খ. জিরার দাম পরিশোধ করতে সে সর্বনি¤œ সংখ্যক কী কী মুদ্রা বা নোট ব্যবহার করতে পারে? ২
গ. সে মোট কত টাকার বাজার করল? ২
ঘ. দোকানদার তাকে কত টাকা ফেরত দিল? ২
ঙ. লবঙ্গ কিনতে জিরা অপেক্ষা কত টাকা বেশি খরচ করতে হয়েছে? ২

সমাধানঃ

ক. সে দোকানদারকে ১০০ টাকার নোট দিয়েছিল। ১০০ টাকায় ১০টি ১০ টাকার নোটের সমান।

খ. ১০ টাকার ১টি নোটের মান = ১০ টাকা
৫ টাকার ১টি নোটের মান = ৫ টাকা
২ টাকার ২টি নোটের মান = ৪ টাকা
৫০ পয়সার ১টি মুদ্রার মান = ৫০ পয়সা
মোট = ১৯ টাকা ৫০ পয়সা

গ. জিরা ১৯ টাকা ৫০ পয়সা
এলাচ ৪২ টাকা ৫০ পয়সা
লবঙ্গ ৩১ টাকা ২৫ পয়সা
তেজপাতা ৫ টাকা ৭৫ পয়সা
মোট ৯৯ টাকা ০০ পয়সা

ঘ. দোকানদারকে দিল ১০০ টাকা
(-) মোট খরচ ৯৯ টাকা
দোকানদার ফেরত দিল ১ টাকা

ঙ. লবঙ্গ কিনতে খরচ ৩১ টাকা ২৫ পয়সা
ঝিরা কিনতে খরচ ১৯ টাকা ৫০ পয়সা
খরচ বেশি হয়েছে ১১ টাকা ৭৫ পয়সা

২। নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

৫০ পরসার মুদ্রার

ক. চিত্রের মুদ্রাটি কতটি ৫ পয়সার মুদ্রার সমান? ২
খ. ১০ টাকা হতে উপরের মুদ্রাটির কতটি লাগবে? ২
গ. চারটি ৫০ পরসার মুদ্রার কত টাকা হবে? ২
ঘ. একটি ৫ টাকা দামের কলম কিনতে উদ্দীপকের মুদ্রা কতটি লাগবে? ২
ঙ. ১৩ টাকা ৫০ পয়সার সদাই কিনে দোকানদারকে ২০ টাকা দিলে উদ্দীপকের মুদ্রার কয়টি ফেরত পাওয়া যাবে? ২

সমাধানঃ

ক. চিত্রের মুদ্রাটি ৫০ পয়সার
৫০ পয়সা ১০টি ৫ পয়সা মুদ্রার সমান।

খ. ১ টাকায় ৫০ পয়সার মুদ্রা = ২টি
১০ টাকায় ৫০ পয়সার মুদ্রা = ১০ × ২টি = ২০টি

গ. ২টি ৫০ পয়সার মুদ্রায় ১ টাকা
∴ ৪টি ৫০ পয়সার মুদ্রায় ২ টাকা।

ঘ. ১ টাকায় ৫০ পয়সার মুদ্রা = ২টি
৫ টাকায় ৫০ পয়সার মুদ্রা = (৫ × ২) টি = ১০টি
∴ ৫ টাকা দামের কলম কিনতে ১০টি মুদ্রা লাগবে।

ঙ. ২০ টাকা ০০ পয়সা
১৩ টাকা ৫০ পয়সা
ফেরত পাবে ৬ টাকা ৫০ পয়সা
১ টাকায় ৫০ পয়সার মুদ্রা = ২টি
৬ টাকা ৫০ পয়সা = (৬ × ২) টি + ১টি
= ১২টি + ১টি = ১৩টি

Share to help others:

Leave a Reply