বিভিন্ন আবেদন পত্রের নমুনা

আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন আবেদন পত্র লেখার প্রয়োজন হয়। আজ এই পোস্টের মাধ্যমে বিভিন্ন আবেদন পত্রের নমুনা দেওয়া হবে। 

আবেদন পত্রের নমুনা কপি

বরাবর 
ব্যবস্থাপক প্রশাসক, 
বিমান বাংলাদেশ এয়ার লাইনস, বলাকা ভবন
কুর্মিটোলা, ঢাকা।
 
বিষয়: দৈনিক ভিত্তিতে ট্রাফিক হেলপার পদের জন্য আবেদন। 
 
মহোদয়, 
সবিনয় নিবেদন এই যে, আমি বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম যে, আপনার অফিসে “ট্রাফিক হেলপার” পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে মহোদয় সমীপে আমার আবেদনপত্র পেশ করিতেছি। নিম্নে আমার যাবতীয় বিবরণ প্রদত্ত হইল:
 
১। নাম : ====  
২। স্বামীর নাম :  ============= সি- ১২৪১, প্রকৌশলী ও পূর্ত বিমান 
৩। মাতার নাম : মোসাম্মৎ সামিময়ারা বেগম
৪। স্থায়ী ঠিকানা : গ্রাম: ঘোসবিলা, পো: জামজামী, 
থানা: আলমডাংগা, জেলা- চুয়াডাংগা। 
৫। বর্তমান ঠিকানা : ২৫/৯, পূর্ব মাদারটেক আদর্শপাড়া, ডাক: বাসাবো, থানা: সবুজবাগ, জেলা: ঢাকা-১২১৪। 
৬। জাতীয়তা : বাংলাদেশী (জন্ম সূত্রে)
৭। ধর্ম : ইসলাম (সুন্নী)
৮। জন্ম তারিখ : ০১-০১-১৯৮৫ইং 
৯। মুক্তিযোদ্ধার : প্রধান কাগজপত্র বিমানে জমা আছে। 
১০। শিক্ষাগত যোগ্যতা : দাখিল পাশ (এস.এস.সি সমমান) দ্বিতীয় বিভাগ। 
 
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, উক্ত পদে আমাকে নিয়োগ করিলে আমি আপনার সন্তুষ্টি বিধানে আপ্রাণ চেষ্টা করিব।
 
 
বিনীত নিবেদক
আপনার বিশ্বস্ত
তাং ০৬/০৫/২০১০ ইং
 
(==============)

বরাবর 
ব্যবস্থাপনা পরিচালক, 
এস, এ. পরিবহন, 
২২-২৪, কাকরাইল, 
শান্তিনগর রোড, ঢাকা।
 
বিষয়: “পার্শ্বেল সহকারী” পদে চাকুরীর জন্য আবেদন। 
 
জনাব, 
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম আপনার স্বনামধন্য সেবাধর্মী প্রতিষ্ঠানে “পার্শ্বেল সহকারী” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আমি উক্ত পদে একজন প্রার্থী হিসাবে আবেদন করিতেছি। 
নিম্নে প্রয়োজনীয় কার্য্যক্রমের জন্য আমার বিস্তারিত বিবরণ বিশদভাবে পেশ করিলাম:
১। নাম : ——————— 
২। পিতার নাম :  মো: নাজির হোসেন 
৩। মাতার নাম : জাকিয়া বেগম
৪। স্থায়ী ঠিকানা : গ্রাম: সকদিরামপুর, পো: চান্দ্রাবাজার, 
থানা: ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর। 
৫। বর্তমান ঠিকানা : ১৩০/২২, দক্ষিণ মাদারটেক বাগান বাড়ী, ডাক: বাসাবো, 
  থানা: সবুজবাগ, জেলা: ঢাকা-১২১৪। 
৬। জাতীয়তা : বাংলাদেশী (জন্ম সূত্রে)
৭। ধর্ম : ইসলাম (সুন্নী)
৮। জন্ম তারিখ : ০২-০২-১৯৯৩ইং
৯। শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি পাশ, (এইচ. এস. সি. ফল প্রার্থী) 
 
অতএব, মহোদয় দয়া করিয়া আমাকে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ করা হইলে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ মানিয়া চলিব এবং আমার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিতে সদ সচেষ্ট থাকিবে। 
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত  
তাং ১৫/০৬/২০১১ ইং
 
(——————-)
 
সংযুক্ত: বর্ণনামতে প্রয়োজনীয় কাগজপত্র অত্র সাথে গাঁথিয়া দিলাম। 

 

পদের নাম: কর্মসূচি সংগঠক, দাবি

তারিখ- ০৪/০১/২০২০ইং

বরাবর,
ব্র্যাক হিউম্যান রিসোর্স এন্ড লার্নি ডিভিশন
আরডিও সেকশন, ব্রাক সেন্টার ৫ম তলা, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২।

বিষয়: “কর্মসূচি সংগঠক” চাকুরীর জন্য আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি গত ২৭/১২/২০১৯ইং তারিখে “দৈনিক প্রথম আলো” পত্রিকার মারফরত জানতে পারলাম যে, আপনার অধীনে “কর্মসূচি সংগঠক’’ পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা পেশ করলাম।

১। নাম : ————–

২। পিতার নাম :
৩। মাতার নাম :
৪। বর্তমান ঠিকানা : ১৬৯/৭, মাদারটেক নতুনপাড়া, পো: বাসাবো,
থানা: সবুজবাগ, ঢাকা-১২১৪।
৫। স্থায়ী ঠিকানা : ১৬৯/৭, মাদারটেক নতুনপাড়া, পো: বাসাবো,
থানা: সবুজবাগ, ঢাকা-১২১৪।
৬। জন্ম তারিখ : ০৬/১০/১৯৯৬ইং
৭। জাতীয়তা : বাংলাদেশী
৮। বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
৯। লিঙ্গ : নারী।
১০। ধর্ম : ইসলাম।
১১। মোবাইল নম্বর :
১২। শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম বিষয় পাশের সন ফলাফল বোর্ড/বিশ্ববিদ্যালয়
এস.এস.সি বাণিজ্য ২০১১ জিপিএ-৪.৪৪ ঢাকা বোর্ড
এইচ.এস.সি বাণিজ্য ২০১৩ জিপিএ-৩.৯০ ঢাকা বোর্ড
অনার্স ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২০১৭ সিজিপিএ-৩.৩০ জাতীয় বিশ্ববিদ্যালয়

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদিকা।

———————-।

সংযুক্তি:
১। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি।
২। সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।


তারিখ:

মাননীয়
সভাপতি
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ
আলফাডাঙ্গা, ফরিদপুর।

বিষয়: “হিসাব বিজ্ঞান বিষয়ে প্রভাষক” পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম যে, আপনার স্বনামধন্য মহাবিদ্যালয়ে “হিসাব বিজ্ঞান বিষয়ে প্রভাষক” পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে মহোদয় সমীপে আমার আবেদনপত্র পেশ করিতেছি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমাকে উক্ত পদে নিয়োগ দানের জন্য জনাবের আশু দৃষ্টি কামনা করছি।

বিনীত নিবেদিকা

(ফারজানা শারমিন)

সংযুক্তি:
১। ৩ কপি সত্যায়িত ছবি।
২। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৩। জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
৪। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৫। প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।


 

বরাবর, 
উপ-মহাব্যবস্থাপক
কর্মী ব্যবস্থাপনা বিভাগ-১
বাংলাদেশ কৃষি ব্যাংক
(হোসেন মার্কেট), উত্তর বাড্ডা, ঢাকা-১২১২। 
 
বিষয়:  ইমাম নিয়োগ প্রসঙ্গে। 
 
মহাত্মন, 
বিনীত নিবেদন এই যে, গত ১২/০৬/ ২০০৭ ইং তারিখের “দৈনিক যুগান্তর” পত্রিকার মাধ্যমে অবগত হইলাম যে, “ময়নারবাগ জামে মসজিদ কমপ্লেক্সে” একজন ইমাম নিয়োগ করিবেন। আমি একজন প্রার্থী হিসাবে এই আবেদন পত্র পেশ করিলাম। আমার পরিচয়, যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নে উলে­খ করিলাম। 
১। নাম :  ——————-
২। পিতার নাম :  ———————–
৩। বর্তমান ঠিকানা : মসজিদ-ই-নূর, নন্দীপাড়া প্র: সড়ক
বাসাবো, খিলগাঁও, ঢাকা। 
৪। স্থায়ী ঠিকানা : গ্রাম- দত্তসার, পো: শোলক
থানা- উজিরপুর, জেলা- বরিশাল। 
৫। জন্ম তারিখ : ১০/০২/১৯৭২ইং 
৬। জাতীয়তা : বাংলাদেশী 
৭। বৈবাহিক অবস্থা : বিবাহিত 
 
৮। শিক্ষাগত যোগ্যতা : শ্রেণী বিভাগ সন 
দাখিল দ্বিতীয়১৯৮৪
আলিম তৃতীয়১৯৮৬
ফাজিল দ্বিতীয়১৯৮৮
কামিল (হাদিস) তৃতীয়১৯৯০
কামিল (ফিকাহ্)দ্বিতীয়১৯৯২
দাওরা হাদিস প্রথম১৯৮৯
বি. এ. দ্বিতীয়১৯৯১
এলমে ক্বিরাত প্রথম১৯৮৫
ইমাম প্রশিক্ষণ প্রথম১৯৮৭
ক্বিরাত প্রশিক্ষণ দ্বিতীয়১৯৮৭
৯। অভিজ্ঞতা :  ২৩ বছর, ইমাম হিসাবে। 
১০। বিশেস অভিজ্ঞতা : (ক) তাফসীর কারক : বাংলাদেশ টেলিভিশন।  
(খ) মুবালি­গ : মালয়শিয়া, ব্র“ণাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর 
 ১৯৯৬- ১৯৯৯ইং পর্যন্ত (৩ বছর)। 
অতএব, 
জনাবের সমীপে আবেদন, যাহাতে আমি নিয়োগ পাইয়া খেদমত করিতে পারি সে মতে আপনার আজ্ঞা হয়। 
 
 
তরিখ: …………. নিবেদক
 
 
(————————-)
ইমাম ও খতীব: মসজিদ-ই-নুর 
নন্দীপাড়া, বাসাবো, ঢাকা। 
ফোন: 

নিচের আবেদন পত্রটি যে যে বিষয়গুলোর উপর লেখা যাবে সেগুলো হলো: 
বিষয়: “গুদাম রক্ষক” পদে নিয়োগের জন্য আবেদন।
বিষয়: “হিসাব সহকারী” পদে নিয়োগের জন্য আবেদন।
বিষয়: “অফিস সহকারী কাম-টাইপিষ্ট” পদে নিয়োগের জন্য আবেদন।
 

চাকরির আবেদন পত্রের নমুনা কপি

তারিখ: ০৭-০৬-২০২১ইং 
 
বরাবর,
নির্বাহী পরিচালক 
আর্স বাংলাদেশ 
আর্স বাংলাদেশ ভবন, বাড়ী নং-২৩০, কিসমত নাওয়াপাড়া, নতুন উপশর, যশোর-৭৪০০। 
 
বিষয়: “ক্রেডিট অফিসার” পদে নিয়োগের জন্য আবেদন। 
 
মহাত্মন, 
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০৩/০৬/২০২১ইং তারিখের ‘‘দৈনিক প্রথম আলো’’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে “ক্রেডিট অফিসার” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন অগ্রহী প্রার্থী হিসাবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যাবতীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য নি¤েœ পেশ করিলাম।
 
১। প্রাথীর নাম :
২। পিতার নাম: 
৩। মাতার নাম :
৪। স্থায়ী ঠিকানা : গ্রাম- হাসিল টনকী, ডাকঘর- মেষ্টা (২০৫২), 
উপজেলা- জামালপুর সদর, জেলা: জামালপুর। 
৫। বর্তমান ঠিকানা : গ্রাম- হাসিল টনকী, ডাকঘর- মেষ্টা (২০৫২), 
উপজেলা- জামালপুর সদর, জেলা: জামালপুর।
০৬। জন্ম তারিখ : ১২-১২-১৯৯৩ইং।
০৭। বয়স : ২৭ বছর ০৬ মাস ০৮ দিন (২০/০৬/২০২১ইং) অনুযায়ী
০৮। ধর্ম : ইসলাম 
০৯। জাতীয়তা : বাংলাদেশী 
১০। বৈবাহিক অবস্থা : অবিবাহিত 
১১। মোবাইল নং :
১২। শিক্ষাগত যোগ্যতা : 
 

পরীক্ষার নাম

শাখা / বিষয়

পাশের সন

বিভাগ/ জিপিএ

বোর্ড/বিশ্ববিদ্যালয়

এস. এস. সি

ব্যবসায় শিক্ষা

২০১০

৪.৪৪

ঢাকা বোর্ড 

এইচ. এস. সি

ব্যবসায় শিক্ষা

২০১২

৪.৫০

ঢাকা বোর্ড 

বি.বি.এ (অনার্স)

হিসাব বিজ্ঞান

২০১৬

৩.০০ 

জাতীয় বিশ্ববিদ্যালয়

এম.বি.এ

হিসাব বিজ্ঞান

২০১৭

২.৯৮

জাতীয় বিশ্ববিদ্যালয়
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, উপরোক্ত তথ্যাদি বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ করা হলে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকিব। 
 
রেফারেন্সকারী 
নামজুল আলম লাইজু 
অধ্যাপক, আব্দুল হামিদ খান হাই স্কুল এন্ড কলেজ, মেষ্টা, জামালপুর। 
মোবাইল-
নাজিম উদ্দিন 
সহকারী শিক্ষক, হাসিল স্কুল এন্ড কলেজ, জামালপুর। 
মোবাইল- 
 
 
নিবেদক
 
 
………………
(—————–) 
 
সংযুক্তি:
১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি রঙ্গিন ছবি। 
২। শিক্ষাগত সকল যোগ্যতার সনদপত্রের ফটোকপি। 
৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। 

 

বরাবর
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: পবিত্র হজ্জব্রত পালনের জন্য ছুুটির অনুমতি দান প্রসংঙ্গে।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার অধীনে ঢাকা জেলার মতিঝিল থানার মাদারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আসন্ন ২০০৬ইং সালের ২৯ শে ডিসেম্বর পবিত্র হজ্জ বিধায় আমি ব্যক্তিগত ভাবে আমার নিজ খরচে হজ্জব্রত পালন করিবার জন্য পবিত্র মক্কা মদীনায় অর্থাৎ সৌদি আরব যাবার জন্য আপনার নিকট অনুমতি চাহিয়া আবেদন করিলাম।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে হজ্জব্রত পালনের জন্য প্রয়োজনীয় ছুটি দানের অনুমতি দিয়া বাধিত করিতে আপনার সু-আজ্ঞা কামনা করছি।

তাং- নিবেদিকা

(————-)
প্রধান শিক্ষিকা
মাদারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০।


 

বরাবর,
মহা পরিচালক
স্বাস্থ্য অধিদপ্তর
মহাখালী, ঢাকা।

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে।

বিষয়: বদলীর আবেদন প্রসঙ্গে।

জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ২০০৫ইং জানুয়ারী সেশন বি, এস, এম, এম, ইউতে এম, এস প্রথম পর্বের কোর্সে (গাইনী ও অবস) অধ্যায়নরত আছি এবং বর্তমানে পরীক্ষায় অংশ গ্রহন করিতেছি। এ কোর্সের ডেপুটেশন এর মেয়াদ কাল শেষ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বদলী করা হয়। বর্তমানে আমি সেখানে কর্মরত আছি।

কোর্সের প্রয়োজনে আমার ২ বছরের (গাইনী ও অবস) ট্রেনিং এর প্রয়োজন। সুতরাং আমাকে ঢাকার যে কোন মেডিকেল কলেজের ইন ডোরে বদলী করার জন্য আবেদন করিতেছি। এ দিকে আমার ছোট ছেলে রেখে ঢাকার বাহিরে চাকুরী করা ও কোর্স চালানো অত্যান্ত কষ্টকর হয়ে পরেছে।

অতএব, কোর্সের প্রয়োজনে ও পারিবারিক অসুবিধার কথা বিবেচনা করিয়া আমাকে ঢাকার যে কোন মেডিকেল কলেজ ও হাসপাতাল এ ইন ডোরে বদলী করিয়া কাজ করার সুযোগ দানের জন্য আকুল আবেদন জানাইতেছি। অনুগ্রহ পূর্বক আমার আবেদন খানা বিবেচনা করিতে আপনার সু-মর্জি হয়।

তাং- নিবেদক

ডা: =============
কোড নং- ৩৯৬০৮
মেডিকেল অফিসার
হোসেনপুর, কিশোরগঞ্জ


 

বরাবর,
অধ্যক্ষ 
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
১৪৮, নিউ বেইলী রোড, ঢাকা-১০০০।
 
বিষয় : ভর্তি ফি ও মাসিক বেতন কামানোর জন্য আবেদন।
 
জনাব,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, আমি নিম্ন স্বাক্ষরকারী রুবাইয়া সুলতান, এস.এস.সি ২০২০ সনের পরীক্ষায় জিপিএ-৪.০০ পাইয়া উর্ত্তীণ হইয়াছি। আমি একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আপনার কলেজে আবেদন করিয়াছি এবং ভর্তির জন্য নির্বাচিত হইয়াছি। বর্তমানে আমার বাবার আর্থিক অবস্থা বেশী ভালো না। আমার বাবার পক্ষে আমার সম্পূর্ণ ভর্তি ফি ও মাসিক বেতন দিয়া লেখা-পড়া করানো প্রায় অসম্ভব। তাই আমার ভর্তি ফি ও মাসিক বেতন কামানোর জন্য আকুল আবেদন করিতেছি। 
 
অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়ে বিবেচনা করিয়া আমার ভর্তি ফি ও মাসিক বেতন কমিয়ে আপনার কলেজে ভর্তির সুযোগ করে দিলে চির কৃতজ্ঞ থাকিবো। 
 
নিবেদক
তারিখ :
 
 
(=======)
এসএসসি রোল-৬২৪৬৯৮
পাশের সন-২০২০
বিভাগ- ব্যবসায় শিক্ষা
ঠিকানা- ডি-১৭, দক্ষিণ বনশ্রী, 
খিলগাঁও, ঢাকা-১২১৯। 
মোবা: 

 


বরাবর,
অধ্যক্ষ 
কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ 
কদমতলা, ঢাকা।
 
বিষয় : সেশন ফি মওকুফের জন্য আবেদন।
 
জনাব,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন আমি নিম্নে স্বাক্ষরকারী মো: জাহাঙ্গীর আলম। আমার ছেলে মো: শামিমুল ইসলাম (রাব্বী) আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র। সে ৩য় শ্রেণী হইতে ৪র্থ শ্রেণীতে উত্তীর্ণ হইয়াছে। বর্তমানে আমার আর্থিক সমস্যার কারণে তাহাকে ৪র্থ শ্রেণীতে ভর্তি করতে পারছিনা। তাই তাহার সেশন ফি মওকুফ করে দিলে তাহার লেখাপড়া করা সম্ভব হইবে।
 
অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়ে বিবেচনা করিয়া আমার পুত্রের সেশন ফি মওকুফ করে বাধিত করিবেন। আনিকা নাওয়ার 
 
 
নিবেদক
তারিখ :
 
(==============)
১০২/এ, পূর্ব বাসাবো, 
  সবুজবাগ, ঢাকা।

 

বিভিন্ন আবেদন পত্র সহ আরো ১০০০+ ওয়ার্ড ফাইল কিনুন মাত্র ৫০ টাকায়: Buy Now

 

আপনার পছন্দের আবেদন পত্র পেতে নিচে কমেন্ট করুন। আমরা আপনার আবেদন পত্রটি লিখে দিতে সাহায্য করবো।

 

Scroll to Top