চাকরিজীবীদের অনেক সময় চাকরি ছাড়ার প্রয়োজন হয় তাই তখন পদত্যাগ পত্র লেখার নিয়ম জানা জরুরী হয়ে পড়ে। এখানে পদত্যাগ পত্র লেখার নিয়ম নমুনা সহ দেওয়া হল। নিচে অনেকগুলো পদত্যাগ পত্র লেখার নমুনা দেওয়া হল যা আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।
পদত্যাগ পত্র লেখার নিয়ম
পদত্যাগ পত্রঃ পদত্যাগ পত্র হচ্ছে একটি লিখিত দলিল যে দলিলে চাকরি ছেড়ার সিদ্ধান্তের কথা উল্লেখ থাকে। পদত্যাগ পত্রের মাধ্যমে নিয়োগকর্তা জানতে পারেন যে, কর্মচারী তার চাকরি থেকে পদত্যাগ করছেন এবং নির্দিষ্ট তারিখে চাকরি ছেড়ে দেবেন।
চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করা উচিত। চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর, নিয়োগকর্তাকে অবহিত করার জন্য একটি পদত্যাগ পত্র প্রদান করতে হয়। পদত্যাগ পত্রের ফরমেট রয়েছে নির্দিষ্ট যা নিচে উল্লেখ করা হয়েছে।
পদত্যাগ পত্রের অর্থ কি?
উত্তর: পদত্যাগ পত্রের ইংরেজি প্রতিশব্দ Resignation Letter। এবং এর আরেকটি অর্থ হচ্ছে চাকরি বা প্রতিষ্ঠান হতে অব্যাহতি।
পদত্যাগ পত্রের ধরণ: পদত্যাগ পত্র বিভিন্ন ধরনের হতে পারে। যেমন:
- ব্যক্তিগত কারণে পদত্যাগ পত্র
- চাকরি পদত্যাগ পত্র
- কমিটি থেকে পদত্যাগ পত্র
- রাজনৈতিক পদত্যাগ পত্র
- সংগঠন থেকে পদত্যাগ পত্র
পদত্যাগ পত্রের গুরুত্ব নিম্নরূপ:
- পদত্যাগ পত্র নিয়োগকর্তাকে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।
- পদত্যাগ পত্র নিয়োগকর্তাকে চাকরি ছেড়ে দেওয়ার তারিখ সম্পর্কে অবহিত করে।
- পদত্যাগ পত্র নিয়োগকর্তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।
একটি ভালো পদত্যাগ পত্রের উদাহরণ কি হতে পারে:
- পদত্যাগ পত্রটি সুস্পষ্ট ভাষায় ও সংক্ষিপ্ত হতে হবে।
- পদত্যাগ পত্রটিতে উল্লেখিত তথ্যগুলো সঠিক ও নির্ভুল হতে হবে।
- পদত্যাগ পত্রটি নিয়োগকর্তার কাছে সম্মানজনক হতে হবে।
- পদত্যাগ পত্র লেখার সময় কর্মচারীকে অবশ্যই তার নিজস্ব পরিস্থিতি এবং নিয়োগকর্তার সাথে তার সম্পর্ক বিবেচনা করতে হবে।
পদত্যাগ পত্রে যে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে:
- প্রথম অংশে কর্মচারীর নাম, পদবী, ঠিকানা এবং স্বাক্ষর থাকতে হবে।
- দ্বিতীয় অংশে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ থাকতে হবে।
- তৃতীয় অংশে চাকরি ছেড়ে দেওয়ার তারিখ উল্লেখ থাকতে হবে।
- চতুর্থ অংশে কর্মচারীর পক্ষ থেকে নিয়োগকর্তাকে ধন্যবাদ জানানো যেতে পারে।
পদত্যাগ পত্র নমুনা বাংলা
বেসরকারি চাকরি থেকে পদত্যাগ পত্র
তারিখঃ
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
জান্নাতুল এসোসিয়েশন এন্ড প্রিন্টিং
উত্তর মানিকদিয়া, সবুজবাগ,
ঢাকা-১২১৪।বিষয়ঃ পদত্যাগপত্র গ্রহণ প্রসংগে।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানে “কালার মাষ্টার” হিসাবে কর্মরত আছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।অতএব, মহোদয় সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণ পূর্বক বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক
(মোঃ শামীম হোসেন)
কালার মাষ্টার
জান্নাতুল এসোসিয়েশন এন্ড প্রিন্টিং
মোবাইলঃ
কমিটি থেকে পদত্যাগ পত্র
তারিখঃ ১৯/১২/২০১৩ইং
বরাবর
কার্যকরী কমিটি
বাচোয়া কল্যাণ সমিতি
৮৯/এ, মাদারটেক, ঢাকা।বিষয়ঃ পদত্যাগ প্রসংগে।
জনাব,
আসসালামু আলাইকুম,
আমি নিম্নস্বাক্ষরকারী অত্র সমিতিতে সভাপতি হিসেবে কর্মরত আছি। আমার শারীরিক অসুস্থতার কারনে অত্র সমিতির কর্মকান্ড চালিয়ে যাওয়া আমার পক্ষে আর সম্ভব হইতেছে না। তাই উক্ত সমস্যার কারণে আমি সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।অতএব, আমার পদত্যাগপত্র গ্রহণ করবেন।
বিনীত নিবেদক
ডাঃ মোঃ আসাদুজ্জামান
সভাপতি
বাচোয়া কল্যাণ সমিতি
চাকরি পদত্যাগ পত্র
তারিখঃ
বরাবর
হেড অফ ট্রেড মার্কেটিং এন্ড ডিষ্ট্রিবিউশন
ড্যানিশ কনডেন্স মিল্ক বাংলাদেশ লিঃ
৬৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।বিষয়ঃ চাকুরী হইতে অব্যহতি চেয়ে আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জাফর আহমেদ আপনার প্রতিষ্ঠানের একজন “বিক্রয় প্রতিনিধি” হিসাবে কর্মরত আছি। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমার ব্যক্তিগত সমস্যার কারনে আগামী ………………..ইং তারিখের পর থেকে আর চাকুরী করা সম্ভব হচ্ছে না। তাই আমি আগামী ………………..ইং তারিখ চাকুরী হইতে অব্যহতি নিতে ইচ্ছুক।অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, আমি আন্তরিকভাবে দুঃখিত উক্ত ……………..ইংতারিখ হইতে চাকুরী থেকে আমাকে অব্যাহতি দিতে মর্জি হয়।
বিনীত নিবেদক,
টাউন: মাদারটেক ডিষ্ট্রিবিউশন পয়েন্টমোঃ জাফর আহমেদ
আইডি নং: ২৩০০৬৬৩৫
ঢাকা-১২১৯।
গাড়ি চালক হতে পদত্যাগ পত্র
প্রাথমিক সহকারী শিক্ষক পদত্যাগ পত্র
তারিখঃ ০১/০৭/২০১৭ খ্রিঃ
বরাবর,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
গাইবান্ধা।মাধ্যম ঃ যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়ঃ চাকুরি হতে ইস্তফা প্রদান প্রসঙ্গে।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোছাঃ ———, “সহকারী শিক্ষক” পদে জামিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলছড়ি, গাইবান্ধা-এ কর্মরত আছি। ব্যক্তিগত সমস্যার কারণে আর চাকুরী করা সম্ভব হচ্ছে না বিধায় অদ্য ০১/০৭/২০১৭ খ্রিঃ তারিখে আমি স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে চাকুরী হইতে পদত্যাগ করলাম।অতএব, আকুল আবেদন আমাকে উক্ত তারিখ থেকে চাকুরি হতে অব্যহতি প্রদানে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
(মোছাঃ ——)
সহকারী শিক্ষিকা
জামিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়,
ফুলছড়ি, গাইবান্ধা।
মোবাইলঃ
পদত্যাগ পত্র নমুনা ইংরেজি
পদত্যাগ পত্র সংরক্ষণ
পদত্যাগ পত্র একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি ভালোভাবে সংরক্ষণ করতে হবে। পদত্যাগ পত্রের একটি কপি কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। একটি কপি হার্ড কপি হিসাবে রাখতে হবে।
=================================
পতত্যাগ পত্র সহ আরো ১০০০+ ওয়ার্ড ফাইল কিনুন মাত্র ৫০ টাকায়: Buy Now
পদত্যাগ পত্র নমুনা বাংলা pdf পেতে নিচে মেইল সহ কমেন্ট করুন।
আরো পড়ুনঃ
- অভিজ্ঞতা সনদ নমুনা ও অভিজ্ঞতা সনদপত্র লেখার নিয়ম
- বিভিন্ন আবেদন পত্রের নমুনা
- Marriage CV format bd free download
- বাড়ি ভাড়ার চুক্তিপত্র নমুনা কপি
- যোগদান পত্রের নমুনা ও লেখার নিয়ম
- মানি রিসিপ্ট লেখার নিয়ম ও নমুনা কপি