সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নকরি শিক্ষার্থীদের অথবা অন্য কোথায় ভর্তিকৃত শিক্ষার্থী অথবা কোনো প্রতিষ্ঠানে চাকুরিরত কর্মজীবীদের বিভিন্ন কারণে শিফট পরিবর্তনের প্রয়োজন হতে পারে।
শিফট পরিবর্তনের জন্য আবেদন
নিচে সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে দিবা শিফটে অধ্যায়নরত একটি শিক্ষার্থীর শিফট পরিবর্তনের জন্য প্রধান শিক্ষক বরাবার একটি আবেদন পত্র দেওয়া হলো। এটির আদলে উপরে বর্ণিত বিষয়গুলোর আবেদন পত্র লেখা যাবে।
তারিখঃ ৩০/১০/২০২৩ খ্রি:
বরাবর
প্রধান শিক্ষক
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়
মেহেরপুর সদর, মেহেরপুরবিষয়: শিফট পরিবর্তনের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি ২০২৩ সালে ৬ষ্ঠ শ্রেণিতে দিবা শিফটে ভর্তির সুযোগ পাই। কিন্তু দিবা শিফটে বিদ্যালয়ে আসতে আমার অনেক সমস্যা হচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের অনেক সুবিধা হত যদি আমার প্রভাতী শিফটে পড়ার সুযোগ হত।অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার সমস্যার কথা বিবেচনা করে আমাকে প্রভাতী শিফটে যাওয়ার অনুমতি দিয়ে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত ছাত্র
রাইক ইবনে রশিদ
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়
শ্রেণি: ৬ষ্ঠ
রোলঃ ০২
উপরের আবেদন পত্রটি আদলে আপনার নিচের কারণ বসিয়ে স্কুলের শিফট পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।
আপনার চাহিদা অনুযায়ী আবেদন পত্রের নমুনা পেতে নিচে কমেন্ট করুন।
স্কুলের শাখা পরিবর্তনের জন্য একটি উল্লেখযোগ্য কারণ দেখিয়ে একটি আবেদন পত্র
শিফট পরিবর্তনের জন্য আবেদন
Thanks For your comment
গণিত শিক্ষক পরিবর্তনের জন্য আবেদন