ষষ্ঠ শ্রেণির বাংলা ২য় বাক্যতত্ত্ব বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. যে কাজ করে তাকে কী বলে? ছ
ক কর্ম খ কর্তা
গ ক্রিয়া ঘ উদ্দেশ্য
২. বাংলা বাক্যের গঠন-প্রক্রিয়া কেমন?
র. কর্তা+কর্ম+ক্রিয়া রর. কর্ম+কর্তা+ক্রিয়া
ররর. কর্তা+ক্রিয়া+কর্ম
নিচের কোনটি সঠিক? চ
ক র খ রর
গ র ও রর ঘ র, রর ও ররর
৩. ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? ছ
ক ৩ খ ৪
গ ৫ ঘ ৬
৪. যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয়, তাকে কী বলে? ঝ
ক বিস্ময়বোধক বাক্য খ অনুজ্ঞাবাচক বাক্য
গ হাঁ-বোধক বাক্য ঘ বিবৃতিমূলক বাক্য
৫. বিবৃতিমূলক বাক্য কত প্রকার? চ
ক ২ খ ৩
গ ৪ ঘ ৫
৬. সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ করে যে বাক্য বলা হয়, তাকে কী বলে? জ
ক বিস্ময়বোধক বাক্য খ অনুজ্ঞাবাচক বাক্য
গ জিজ্ঞাসাবোধক বাক্য ঘ বিবৃতিমূলক বাক্য
৭. যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ¡াস ইত্যাদির আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায়, তাকে কী বলে? চ
ক বিস্ময়বোধক বাক্য খ অনুজ্ঞাবাচক বাক্য
গ জিজ্ঞাসাবোধক বাক্য ঘ বিবৃতিমূলক বাক্য
৮. যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে কী বলে? ছ
ক বিস্ময়বোধক বাক্য খ অনুজ্ঞাবাচক বাক্য
গ জিজ্ঞাসাবোধক বাক্য ঘ বিবৃতিমূলক বাক্য
৯. ‘পিউ সিনেমা দেখতে পছন্দ করে না।’- এটি কোন ধরনের বাক্য? ঝ
ক বিস্ময়বোধক বাক্য খ অনুজ্ঞাবাচক বাক্য
গ জিজ্ঞাসাবোধক বাক্য ঘ বিবৃতিমূলক বাক্য
১০. ‘সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’- এটি কোন ধরনের বাক্য? ছ
ক বিস্ময়বোধক বাক্য খ অনুজ্ঞাবাচক বাক্য
গ জিজ্ঞাসাবোধক বাক্য ঘ বিবৃতিমূলক বাক্য
[ পরীক্ষায় কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন ও উত্তর ]
১১. বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সম্পর্ক কোথায় আলোচিত হয়? ঝ
ক অর্থতত্তে¡ খ শব্দতত্তে¡
গ রূপতত্তে¡ ঘ বাক্যতত্তে¡
১২. শব্দ যখন বাক্যে স্থান পায়, তখন তার নাম কী হয়? ঝ
ক সমাস খ কারক
গ চরন ঘ পদ
১৩. শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে কী হয়? ছ
ক অনুচ্ছেদ খ পদ
গ বাক্য ঘ চরণ
১৪. নিচের কোন বাক্যটি না-বোধক বাক্য? চ
ক এ গ্রামে একজন ডাক্তার নেই
খ মাসুদা গান গায়
গ রাকিব পড়ালেখা করে
ঘ লোকটার কী সাহস
১৫. নিচের কোনটি জিজ্ঞাসাবোধক বাক্য? ঝ
ক আকাশ ফুটবল খেলে।
খ টুম্পা সিনেমা দেখবে না!
গ তুমি ক্লাসে কথা বলবে না।
ঘ আপনি চা খাবেন কি?

Scroll to Top