. শব্দ ও পদ
৫.১ কারক ও বিভক্তি
১০২. নিচের কোন বাক্যে দ্বিতীয় বিভক্তির ব্যবহার হয়েছে?
শিমুকে যেতে হবে খ সজল গান গায়
গ দেশের সেবা কর ঘ রাজায় রাজায় যুদ্ধ
১০৩. ভিক্ষুককে ভিক্ষা দাও। কোন কারকের উদাহরণ?
ক কর্তৃ কারক খ কর্ম কারক
গ করণ কারক স¤প্রদান কারক
১০৪. বনে বাঘ থাকে। নিম্নরেখ শব্দটি কোন কারকের ৭মী বিভক্তির উদাহরণ?
ক কর্তৃ অধিকরণ গ অপাদান ঘ কর্ম
১০৫. ‘কারক’ (কৃ + ণক) শব্দটির অর্থ কী?
ক যা পদকে সম্পাদন করে
খ যা সমাসকে সম্পাদন করে
যা ক্রিয়া সম্পাদন করে
ঘ যা পদ ও সমাসকে সম্পাদন করে
১০৬. বাক্যে ক্রিয়া পদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
ক পদ খ বিভক্তি গ সমাস কারক
১০৭. বাক্যস্থিত ক্রিয়া পদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
নাম পদের খ অব্যয় পদের
গ বিশেষণ পদের ঘ ক্রিয়া বিশেষণ পদের
১০৮. “ছাদ থেকে নদী দেখা যায়”- নিম্নরেখ পদগুলো কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে ৫মী খ করণে ৫মী
গ অপাদানে ৫মী অধিকরণে ৫মী
১০৯. “ডাক্তার ডাক”-‘ডাক্তার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক কর্তৃকারকে ১ম কর্মে প্রথমা
গ অপাদানে ১মা ঘ অধিকরণে প্রথমা
১১০. “কাল সারারাত বৃষ্টি হয়েছে।”-‘বৃষ্টি’ কোন কারক?
ক কর্তৃকারক খ অপাদান
অপাদান ঘ করণ
১১১. স¤প্রদান কারকের উদাহরণ কোনটি?
ক ধোপাকে কাপড় দাও খ শ্রমিককে বেতন দাও
সৎপাত্রে কন্যা দান কর ঘ মা শিশুকে চাঁদ দেখাচ্ছে
১১২. “ট্রেন ঢাকা ছাড়ল।”-‘ঢাকা’ পদটি কোন কারক?
ক অপাদন খ কর্ম অধিকরণ ঘ করণ
১১৩. স্বত্ব ত্যাগ করে যাকে কিছু দান করা হয়, তাকে কোন কারক বলে?
ক সমাস স¤প্রদান গ বিভক্তি ঘ অধিকরণ
১১৪. “পুকুরে মাছ আছে।”-‘পুকুরে’ কোন অধিকরণ কারক?
ক অভিব্যাপক খ বৈষয়িক
ঐকদৈশিক ঘ কালাধিকরণ
১১৫. ‘গুরুজনে ভক্তি কর’-‘গুরুজনে’ কোন কারক?
ক কর্তৃকারক খ অপাদান কারক
কর্মকারক ঘ স¤প্রদান কারক
১১৬. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে কোন বিভক্তি আছে মনে করা হয়?
ক প্রথমা বিভক্তি শূন্য বিভক্তি
গ ষষ্ঠী বিভক্তি ঘ সপ্তমী বিভক্তি
১১৭. “সমিতিতে চাঁদা দাও।” এখানে ‘সমিতিতে’ কোন কারক?
ক অপাদান কারক স¤প্রদান কারক
গ করণ কারক ঘ কর্তৃকারক
১১৮. নিচের কোনটি করণ কারকে ৭মী বিভক্তি কোনটি?
ক নতুন ধান্যে হবে নবান্ন
খ কাচের জিনিস সহজে ভাঙে
গ ছেলেরা বল খেলে
টাকায় কিনা হয়/রিকশায় এসেছি
১১৯. কারক কয় প্রকার?
ক তিন খ চার গ পাঁচ ছয়
১২০. ক্রিয়াকে ‘কে’ দ্বারা প্রশ্নের উত্তরে কোন কারক পাওয়া যায়?
কর্তৃকারক খ কর্মকারক
গ করণ কারক ঘ স¤প্রদান কারক
১২১. কর্মকারক পাওয়া যাবে ক্রিয়াকে-
র. ‘কী’ দ্বারা প্রশ্ন করলে রর. ‘কে’ দ্বারা প্রশ্ন করলে
ররর. ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে?
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
র ও ররর ঘ র, রর ও ররর
১২২. ক্রিয়াকে ‘কোথায়’, ‘কখন’ দ্বারা প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়?
ক করণ কারক খ স¤প্রদান কারক
গ অপাদান কারক অধিকরণ কারক
১২৩. ক্রিয়াকে ‘কোথা হতে’ প্রশ্নের উত্তরে কোন কারক পাওয়া যায়?
ক কর্মকারক খ স¤প্রদান কারক
অপাদান কারক ঘ করণ কারক
১২৪. বিভক্তি প্রধানত কয় প্রকার?
দুই খ তিন গ চার ঘ পাঁচ
১২৫. ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক কয় প্রকার?
ক দুই প্রকার খ চার প্রকার
ছয় প্রকার ঘ আট প্রকার
১২৬. অর্থভেদে অধিকরণ কারক কয় প্রকার?
ক তিন প্রকার চার প্রকার
গ পাঁচ প্রকার ঘ ছয় প্রকার
১২৭. “কান্নায় শোক মন্দীভ‚ত হয়।”-‘কান্নায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে সপ্তমী খ কর্তৃকারকে সপ্তমী
গ অপাদানে সপ্তমী অধিকরণে সপ্তমী
১২৮. “তিলে তৈল হয়” এতে ‘তিল’ শব্দটি কোন কারক?
ক কর্ম কারক খ করণ কারক
অপাদান কারক ঘ অধিকরণ করক
১২৯. “সমুদ্র-জলে লবণ হয়” এটি কোন কারকে কোন বিভক্তি?
ক অধিকরণে ৭মী অপাদানে ৭মী
গ করণে ৭মী ঘ স¤প্রদানে ৭মী
১৩০. “ধর্মের কল বাতাসে নড়ে” বাক্যটিতে ‘বাতাসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে ৭মী খ কর্মে ৭মী
গ কর্মে শূন্য ঘ অধিকরণে ৭মী
১৩১. “যৌবন জীবনের শ্রেষ্ঠ সময়” নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কী হবে?
ক অপাদানে ১মা খ কর্তায় শূন্য
কর্মে শূন্য ঘ কর্মে ১মা
১৩২. “জমি থেকে ফসল পাই” এটি কোন অর্থে অপাদান কারক?
জাত খ গৃহীত গ রক্ষিত ঘ বিচ্যুত
১৩৩. “কৌশলে সব কাজ হয় না” এই বাক্যে ‘কৌশল’ পদের কারক ও বিভক্তি কোনটি?
ক কর্তায়-৭মী খ কর্মে প্রথমা
করণে ৭মী ঘ অপাদানে-৭মী
১৩৪. “এ সুতায় কাপড় হয় না” ‘সুতায়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক অপাদানে ৭মী খ করণে শূন্য
গ অধিকরণে ৭মী করণে ৭মী
১৩৫. নিম্নের কোনটি ঐকদেশিক কারকের উদাহরণ?
ক তিলে তৈল আছে পুকুরে মাছ আছে
গ কান্নায় শোক মন্দীভ‚ত হয় ঘ লবণে সোডিয়াম আছে
১৩৬. “সূর্যোদয়ে অন্ধকার দূরীভ‚ত হয়” সূর্যোদয়ে পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক অধিকরণে সপ্তমী ভাবাধিকরণে সপ্তমী
গ কর্মে দ্বিতীয়া ঘ অধিকরণে পঞ্চমী
১৩৭. “খেজুর-রসে গুড় হয়” ‘খেজুর-রসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক অধিকরণে ৭মী খ অপাদানে ৬ষ্ঠী
অপাদানে ৭মী ঘ করণে ৭মী
১৩৮. “চোখের দেখা হলো না” এ বাক্যে ‘চোখের’ কোন কারকে কোন বিভক্তি?
ক অদিকরণে ৭মী খ অপাদানে ৬ষ্ঠী
অপাদানে ৭মী ঘ কারণে ৭মী
১৩৯. “সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা?” নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
খ অপাদান কারক ৭মী বিভক্তি
গ কর্তৃক কারকে ৭মী বিভক্তি
ঘ অপাদান কারকে ৫মী বিভক্তি
১৪০. ‘ষষ্ঠী’ বিভক্তির চিহ্ন কোনটি?
ক কে, রে র, এর
গ এ, য় ঘ দ্বারা, দিয়ে, কর্তৃক
১৪১. “বিপদে যেন করিতে পারি জয়” এখানে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি?
ক অপাদানে ৭মী বিভক্তি খ অধিকরণে ৭মী বিভক্তি
কর্মে ৭মী বিভক্তি ঘ করণে ৭মী বিভক্তি
১৪২. “আমার যাওয়া হবে না” এখানে আমার’ কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃ কারকে ষষ্ঠী খ কর্মে ষষ্ঠী
গ কর্তৃ কারকে শূন্য বিভক্তি ঘ কর্মে শূন্য
১৪৩. “বুলবুলিতে ধান খেয়েছে” কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় সপ্তমী খ কর্মে সপ্তমী
গ করণে সপ্তমী ঘ কর্তায় দ্বিতীয়
৫.২ সম্বন্ধ ও সম্বোধন পদ
১৪৪. ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে কী বলে?
ক বিশেষ্যপদ সম্বন্ধপদ
গ সর্বনামপদ ঘ সম্বোধনপদ
১৪৫. যাকে আহŸান করে কিছু বলা হয় তাকে কী বলে?
সম্বোধনপদ খ সম্বন্ধপদ
গ ক্রিয়াপদ ঘ সর্বনামপদ
১৪৬. সম্বোধন পদের উদাহরণ হচ্ছে-
র. ওহে ইকবাল, এদিকে এসো
রর. মাধবী, এখানে এসো
ররর. মনোরমা চট্টগ্রাম যাবে
নিচের কোনটি ঠিক?
ক র র ও রর
গ র ও ররর ঘ র, রর ও ররর